Sylhet City Shibir @sylhetcityshibir1 Channel on Telegram

Sylhet City Shibir

@sylhetcityshibir1


ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়েছি। আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য।।

Sylhet City Shibir (Bengali)

সিলেট সিটি শিবির একটি সামাজিক যোগাযোগ চ্যানেল, যা সিলেট শহরের ভাইব্রাত্রী সম্প্রদায়ের সদস্যদের মধ্যে একতা এবং সহযোগিতা প্রস্তুত করে। এই চ্যানেলে সদস্যরা একতা, সাহানুভূতি এবং সাহায্যের মাধ্যমে একটি মহিলা আন্দোলনে যোগ দেওয়ায় উৎসাহিত হন। যদিও কাঠামোপ্রেমী এই চ্যানেলটি ধর্মনিরপেক্ষ এবং প্রেমের উপর ভিত্তি করে, তবে এটি একটি সুস্থ এবং সম্পর্কে ভিত্তিক সামাজিক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। চ্যানেলে যোগ দিন এবং আমাদের সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা এবং মৌলিক কার্যক্রমগুলির সম্পর্কে সংগঠিত আলোচনায় অংশ নিন।

Sylhet City Shibir

20 Feb, 14:52


সিলেট এমসি কলেজের ঘটনায় কোনো তদন্ত ব্যতিত ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তথ্য প্রচারের প্রতিবাদ

Sylhet City Shibir

13 Feb, 04:33


ছাত্রশিবিরকে সমর্থন করতে ব্রাউজ করুন-
www.isupportshibir.org

#isupportshibir
#joinshibir
#সবার_বাংলাদেশ
#ছাত্রশিবির

Sylhet City Shibir

08 Feb, 08:33


❝দেশ ও জাতির কল্যাণে
শিবির থাকবে সংগ্রামে।❞

#Chhatrashibir

Sylhet City Shibir

07 Feb, 17:30


'মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ'

৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী'র আয়োজন করে ছাত্রশিবির সিলেট মহানগর শাখা। (ভিডিও)

Sylhet City Shibir

05 Feb, 13:15


বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী প্রোফাইল ফ্রেম-http://profileframe.shibirbd.com/

প্রোফাইল পিকচার হিসেবে যুক্ত করতে উপরের লিংক ভিজিট করুন। নিজের কাঙ্খিত ফটোটি আপলোড করে ফ্রেমসহ ডাউনলোড করে নিন। এরপর ডাউনলোডকৃত ফটোটি ফেসবুকে প্রোফাইল পিকচার হিসেবে আপলোড করে দিন। ফ্রেমটি নিজে প্রোফাইলে যুক্ত করুন ও শেয়ার করে ছড়িয়ে দিন।

#ছাত্রশিবির
#BICS_48_Years
#৪৮তম_প্রতিষ্ঠাবার্ষিকী
#সবার_বাংলাদেশ
#6Feb1977
#Shibir48Yrs

Sylhet City Shibir

04 Feb, 18:14


ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালীতে সিলেটের সর্বস্তরের শিক্ষার্থী ও ছাত্রজনতা কে অংশগ্রহণ করার আহ্বান।

Sylhet City Shibir

30 Jan, 14:51


আগামীকালের ফ্যাসিবাদ বিরোধী গণমিছিলে সিলেটের সর্বস্তরের ছাত্র-জনতা ও প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ করার আহ্বান।

Sylhet City Shibir

23 Jan, 15:10


ফ্যাসিবাদী আওয়ামীলীগের আমলের শিক্ষানীতি ও শিক্ষাব্যবস্থার ত্রুটি নিয়ে 'শিক্ষা সেমিনার-২৪ এর আয়োজন করেছিলো ছাত্রশিবির সিলেট মহানগর শাখা।
উক্ত শিক্ষা সেমিনারের প্রবন্ধ, আলোচকদের আলোচনা ও ছাত্রশিবিরের করনীয় নিয়ে প্রকাশিত হলো 'ভবিষ্যৎ প্রজন্মের উপর বর্তমান শিক্ষাব্যবস্থার বিরুপ প্রভাবঃ ছাত্রসংগঠন হিসেবে ছাত্রশিবিরের করনীয় শীর্ষক "শিক্ষা সেমিনার-২৪" এর বুকলেট।'

উক্ত বুকলেট প্রকাশের উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় অর্থ সম্পাদক তৌহিদুল হক মিসবাহ, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শরীফ মাহমুদ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদ সহ মহানগর নেতৃবৃন্দ।

Sylhet City Shibir

06 Jan, 17:14


আলহামদুলিল্লাহ

২০২৫ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরের সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন।

সভাপতি- শাহীন আহমদ
সেক্রেটারি- শহীদুল ইসলাম সাজু

আল্লাহ তায়ালা দায়িত্বশীলদের রহমতের চাঁদরে আবৃত রাখুন।

Sylhet City Shibir

05 Jan, 19:12


'সদস্য ও সাথী পাঠ মূল্যায়ন পরীক্ষা-২৪ এর সিলেট অঞ্চল ও মহানগরের ফলাফল।'

বি.দ্রঃ জনশক্তিদের জাহেলিয়াতের সমস্ত চ্যালেঞ্জের মোকাবেলায় ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার যোগ্যতা সম্পন্ন কর্মী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ছাত্রশিবির নিয়মিত নানামুখী প্রশিক্ষণমূলক কর্মসূচি গ্রহণ করে থাকে। তারই অংশ হিসেবে পাঠ মূল্যায়ন পরীক্ষার আয়োজন করা হয়।

Sylhet City Shibir

15 Dec, 14:08


সিলেট মহানগরের আয়োজনে সিলেটের সর্বস্তরের ছাত্র-জনতা ও প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ করার আহ্বান।

Sylhet City Shibir

15 Dec, 06:35


আওয়ামী ফ্যাসিবাদের প্রথম জুডিশিয়াল কিলিংয়ের শিকার,এদেশের ইসলামী আন্দোলনের অন্যতম রাহবার শহীদ আব্দুল কাদের মোল্লা রহ. এর ১১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করে ছাত্রশিবির সিলেট মহানগর শাখা।

কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শরীফ মাহমুদ এর সভাপতিত্বে, মহানগর সেক্রেটারি শাহীন আহমদের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ।

Sylhet City Shibir

03 Dec, 04:24


১৪৭তম শহীদ আলী আজগর খান রাহাতের পিতার ইন্তেকালে ছাত্রশিবিরের শোক প্রকাশ

Sylhet City Shibir

29 Nov, 17:22


"বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা সবাই ঐক্যবদ্ধ"

জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখা ও জাতীয় ঐক্যকে সুসংহত করার লক্ষ্যে 'জাতীয় ছাত্র সংহতি পালন উপলক্ষ্যে' বন্ধু প্রতিম ছাত্রসংগঠনের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে  ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর শাখা।

আজ ২৯ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় শহরের অভিজাত হোটেলের কনফারেন্স হলে  উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Sylhet City Shibir

20 Oct, 14:55


স্বাধীনতাকামী ফিলিস্তিনি মানুষের নেতা হাম।স প্রধান শহীদ ইয়াহ।ইয়া সিনও-য়ারের গায়েবানা জানাজার আয়োজন করে ছাত্রশিবির সিলেট মহানগর।

ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে উক্ত গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

গায়েবানা জানাজার পূর্বে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রহিম, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শরীফ মাহমুদ, সাবেক কেন্দ্রীয় মাদ্রাসা কার্যক্রম সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম।

Sylhet City Shibir

19 Oct, 18:32


সিলেটের সর্বস্তরের তাওহীদি ছাত্র-জনতাকে জানাযায় উপস্থিত থেকে ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনে সংহতি প্রদানের আহ্বান।

Sylhet City Shibir

19 Oct, 12:27


তুরস্কের ইস্তাম্বুলে 'Islamic World Youth Forum 24' সম্মেলনে বক্তব্য রাখছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ। উক্ত সম্মেলনে ছাত্রশিবিরের প্রতিনিধি হিসেবে আরও উপস্থিত আছেন কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুতাসিম বিল্লাহ।

সম্মেলনে পৃথিবীর বিভিন্ন দেশের ছাত্র ও যুব সংগঠন অংশগ্রহণ করে।

#Shibir

Sylhet City Shibir

15 Oct, 14:09


ছাত্রশিবির সিলেট মহানগর এর উদ্যোগে এইচএসসি/আলিম উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে তাৎক্ষণিক সংবর্ধনার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শরীফ মাহমুদ।

Sylhet City Shibir

15 Oct, 07:14


এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে ফুলেল শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।

Sylhet City Shibir

10 Oct, 13:25


ছাত্রশিবির সিলেট মহানগর এর উদ্যোগে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শরীফ মাহমুদ এর সভাপত্বিতে, সেক্রেটারি শাহীন আহমদের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলনা লুৎফুর রহমান হুমায়দী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ইউনিভার্সাল কলেজের প্রিন্সিপাল আব্দুল্লাহ আল মাহমুদ।

নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে(কেমুসাস) উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।