SAZVI LESSON @sazvi_lesson Channel on Telegram

SAZVI LESSON

@sazvi_lesson


"Sazvi Lesson" হল একটা online Education Platform, যেখানে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সমস্ত চাকরি পরীক্ষার প্রস্তুতিতে চাকরিপ্রার্থীদের সাহায্য করা হয়।

SAZVI LESSON (Bengali)

সাজভি লেসন একটি অনলাইন শিক্ষা platform যেখানে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের সকল চাকরি পরীক্ষার প্রস্তুতিতে চাকরিপ্রার্থীদের সাহায্য করা হয়। চ্যানেলে আপনি প্রতি সপ্তাহে প্রকাশিত সাজভি লেসন পেতে পারবেন, যা আপনার চাকরি পরীক্ষার প্রস্তুতি করতে সাহায্য করবে। প্রতিটি লেসনে আপনি বিভিন্ন বিষয়ে তথ্য, প্রশ্নোত্তর, সাধারণ জ্ঞান এবং অনুশীলন মেটে থাকতে পারবেন। চাকরিতে অগ্রগতি করতে এবং আপনার স্বপ্নের চাকরিতে পৌঁছাতে 'সাজভি লেসন' চ্যানেলে যোগ দিন।

SAZVI LESSON

03 Dec, 11:53


আজ ৩রা ডিসেম্বরঃ "আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস" (International Day of Disabled Persons)। সমাজের সব স্তরের কর্মকাণ্ডে প্রতিবন্ধীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করা ও উন্নয়নের সব ক্ষেত্রে তাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা এই দিবস পালনের লক্ষ্য।।

SAZVI LESSON

28 Nov, 14:38


♦️আমাদের কাছে 5 টা PDF রয়েছে

♦️PDF 5টা হলো---
❇️Full স্ট্যাটিক GK PDF, Chapterwise Full ইতিহাস MCQ PDF, চ্যাপ্টারওয়াইজ Full WB+Indian Geography MCQ PDF, Science+ENVS MCQ PDF & Full Polity PDF.

❇️ALL 5 PDF IMPORTANT FOR - WBCS PRELIMS & MAINS, রেল NTPC, WBP, KP, SLST, RAIL, PSC, SSC ,TET,  মিসলেনিয়াস & ALL COMPETITIVE EXAMS

⛔️5 টা PDF একসঙ্গে কিনলে Price এ ছাড় রয়েছে।

♦️PDF গুলো কেনার জন্য 7890665537 Whatsapp করুন।

SAZVI LESSON

28 Nov, 14:35


🔺Environmental Studies 👇👇

* বিশ্ব পরিবেশ দিবস- ৫ জুন।
* বিদ্যালয় হল- সমাজের ক্ষুদ্র সংস্করণ।
* পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন প্রথম হয়েছিল- রাশিয়ায়।
* পরিবার থেকে শিশু পায়- অনিয়ন্ত্রিত শিক্ষা।
* স্কুল থেকে শিশু পায়- প্রথাগত শিক্ষা।
* 'বুনিয়াদি শিক্ষা' প্রবর্তন করেছেন- মহাত্মা গান্ধি।
* কিন্ডারগার্টেন কথার অর্থ হল- শিশু উদ্যান।
* কিন্ডারগার্টেন পদ্ধতি উদ্ভাবক হলেন- ফ্রয়েবেল।
* 'ইকোলজি' শব্দটি প্রথম ব্যবহার করেন-আনের্স্ট হেকেল।
* অভয়ারণ্য হল- ইন সিটু কনজারভেশন।
* New Animal Welfare Act- 2006।
* পশ্চিমবঙ্গে ব্যাঘ্র প্রকল্প রয়েছে- সুন্দর বনে।
* জিনের জন্য- হরবিন্দ খোরানা নোবেল পুরস্কার পেয়েছেন।
* পশ্চিমবঙ্গে অভয়ারণ্য রয়েছে- জলদাপাড়ায়।
* পশ্চিমবঙ্গে গন্ডার সংরক্ষণ প্রকল্প রয়েছে- জলদাপাড়ায়।
* 'ফান্ডামেন্টালস অব ইকোলজি' বইটির লেখক হলেন- ওডাম।
* বিজ্ঞানী এ.জি. ট্যান্সলে- প্রথম ইকোসিস্টেম কথাটি ব্যবহার করেন।
* সবুজ বিপ্লবের জনক- নরম্যান বোরলগ।
* সাইলেন্ট ভ্যালি অবস্থিত- কেরলে।
* পৃথিবীর সবচেয়ে বড়ো বৃষ্টি অরণ্য রয়েছে- দক্ষিণ আমেরিকাতে।
* গোলাপ দিবস- ২২ সেপ্টেম্বর।
* ভারতে সবচেয়ে পুরোনো জাতীয় উদ্যান রয়েছে- উত্তর প্রদেশে।
* বোটানিক্যাল সার্ভে অব ইন্ডিয়া অবস্থিত- পশ্চিমবঙ্গে।
* ১৯৮০ সালে- জাতীয় স্তরে পরিবেশ, বন ও বন্যপ্রাণী মন্ত্রক খেলা হয়েছে।
* সাইলেন্ট ভ্যালি প্রকল্প করা হয়েছে-বৃষ্টি অরণ্য বাঁচানোর জন্য।
* আমাদের বন মহোৎসব পালিত হয়- 1 জুলাই।
* নিরক্ষীয় বনভূমি রয়েছে- শ্রীলঙ্কা।
* অপারেশন ব্লাকবোর্ডের কথা যে শিক্ষানীতিতে বলা হয়েছে- ১৯৮৬ সালে।
* ১৯৭১ - সালে জলাভূমি রক্ষা ও সংরক্ষণকে মুখ্য বিষয় করে ইরানে আন্তর্জাতিক সম্মেলন হয়।
* সাইলেন্ট ভ্যালি ও কাজিরাঙা- এই দুটিই বান-সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত।
* খড়গপুর- দেশের মধ্যে সবচেয়ে দীর্ঘ প্ল্যাটফর্ম।
* ভূপাল গ্যাস দুর্ঘটনায় নির্গত গ্যাস হল- MIC।
* ভারত কিয়োটো চুক্তিতে সই করেছে- ২০০২ সালে।
* বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়- ১৯৯২ সালে।
* বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়- রিয়ো ডি জেনিরোতে।
* Frame Work convention on climatic change অনুষ্ঠিত হল- বার্লিনে।
* বন সংরক্ষণ আইন প্রস্তাবিত হয়- ১৯৮০ সালে।
* ১৯৭৫ সালে- আনর্জাতিক স্তরে পরিবেশ শিক্ষার কর্মসূচি আরাম্ভ হয়।
* ১৯৭৩ সালে চিপকো আন্দোলন শুরু হয়।
* টুবিলিসিতে- পরিবেশ শিক্ষার উপর প্রথম আন্তর্জাতিক সম্মেলন হয়।
* সুন্দরলাল বহুগুনার- নেতৃত্বে চিপকো আন্দোলন শক্তিশালী হয়।
* চিপকো কথাটির অর্থ হল- জড়িয়ে ধরা।
* চিপকো আন্দোলন হয়- গাছ কাটার বিরুদ্ধে।
* ভারতের মানব অধিকার সুরক্ষিত আইন সংসদে গৃহীত হয়- ১৯৯৪ সালে।
* নাগারণ্য অবস্থিত- কর্ণাটকে।
* সাহারা মরুভূমি- আফ্রিকায় অবস্থিত।
* পশ্চিমবঙ্গে পক্ষী অভয়ারণ্য অবস্থিত- রায়গঞ্জে।
* পশ্চিমবঙ্গের 'রাজ্যপ্রাণী' হল- মেছো বিড়াল।
* হলং নদী দেখা যায়- জলদাপাড়ায়।
* অরুণাচল রাজ্যে অবস্থিত জীবমন্ডল সংরক্ষিত এলাকার নাম হল- ডিহং ডিবং।
* জলদাপাড়ার জাতীয় উদ্যান- আলিপুরদুয়ার।
* গরুমারা জাতীয় উদ্যান- জলপাইগুড়ি।
* কাজিরাঙা জাতীয় উদ্যানরয়েছে- আসামে।
* সুন্দরবন জাতীয় উদ্যান- দক্ষিণ চব্বিশ পরগনা।
* নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান- কালিম্পং।
* বক্সা টাইগার রিজার্ভ- আলিপুরদুয়ার।
* ভারতের দুটো বিলুপ্ত প্রাণীর নাম-
গোলাপী মাথা হাস ও পাহাড়ি বটের।
* ভারতের দুটো লুপ্তপ্রায় প্রাণীর নাম- একশৃঙ্গ গন্ডার ও সিংহ ।
* বালি শিখর সম্মেলন- ২০০৭
* কানকু সম্মেলন- ২০১১
* কোপেনহেগেন সম্মেলন- ২০০৯
* কিওটো প্রটোকল- ১৯৯৭
* মন্ট্রিল প্রটোকল- ১৯৮৭
* ভারতের রাজ্যে মধ্যপ্রদেশের- অরণ্য ভূমির পরিমাণ সর্বাধিক।
Collected

SAZVI LESSON

28 Nov, 14:33


🔺মানুষের লিঙ্গ নির্ধারণ🔺

দেহ গঠন ও লিঙ্গ নির্ধারণের বৈশিষ্ট্য অনুসারে ক্রোমোজোম দু-ধরণের হয়, যথাঃ (১) অটোজোম ও (২) সেক্স-ক্রোমোজোম ।

(১) অটোজোম [Autosome]:- জীবের দেহজ বৈশিষ্ট্য নির্ধারক ক্রোমোজোমদের অটোজোম বলা হয় । মানুষের 46টি ক্রোমোজোমের মধ্যে 44টি অটোজোম থাকে । এই ক্রোমোজোমগুলি মানবদেহের বিভিন্ন দেহজ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে ।

(২) সেক্স-ক্রোমোজোম বা অ্যালোজোম বা হেটারোক্রোমোজোম [Sex-Chromosome or Allosome or Heterochromosome]:-

অটোজোম ছাড়া অন্যান্য যে ক্রোমোজোম জীবের লিঙ্গ নির্ধারণে সহায়তা করে তাদের অ্যালোজোম বা সেক্স-ক্রোমোজোম বলে । এগুলি সাধারণত একজোড়া হয় এবং XY বা XO বা XX ধরনের হয় । স্ত্রী দেহের সেক্স ক্রোমোজোম দু'টি 'X' ক্রোমোজোম অর্থাৎ XX নিয়ে গঠিত, কিন্তু পুরুষ দেহে এরা XY ধরনের বা XO ধরনের হয়, এদের হেটারোক্রোমোজোম বলে ।

এই আলোচনা থেকে বোঝা যায় যে, প্রত্যেক পুরুষের একটি X ক্রোমোজোমের সঙ্গে অবশ্যই একটি Y ক্রোমোজোম থাকে । অর্থাৎ পুরুষের দেহে XY ধরনের ক্রোমোজোম থাকে এবং প্রত্যেক স্ত্রী লোকের দেহে সব সময়েই দুটি X ক্রোমোজোম (অর্থাৎ XX ক্রোমোজোম) থাকে । যৌন জননের সময় এই ক্রোমোজোমগুলি কীভাবে সন্তানের লিঙ্গ নির্ধারণে অংশগ্রহণ করে তা এই আলোচনা থেকে স্পষ্ট বোঝা যায় ।

◘ যৌন জননের সময় পুং জননেন্দ্রিয় থেকে উত্পন্ন অসংখ্য শুক্রাণুর বা পুং গ্যামেটের মধ্যে অর্ধেক সংখ্যক শুক্রাণু X ক্রোমোজোম বহন করে এবং অর্ধেক সংখ্যক শুক্রাণু Y ক্রোমোজোম বহন করে । অপর দিকে স্ত্রী জননেন্দ্রিয়ে উত্পন্ন প্রতিটি ডিম্বাণুই (স্ত্রী গ্যামেট) সব সময় একটি করে X ক্রোমোজোম বহন করে ।

যৌন জননের সময় যখন কোনও পুরুষের X ক্রোমোজোম বহনকারী শুক্রাণু স্ত্রীলোকের একটি ডিম্বাণুকে (যা সব সময়েই X ক্রোমোজোম বহন করে ) নিষিক্ত [fertilise] করে, সেক্ষেত্রে নিষেকের ফলে উৎপন্ন ভ্রুণাণু [Zygote]-টি [XX] স্ত্রী সন্তানে পরিপূর্ণতা লাভ করবে (যে হেতু প্রত্যেক স্ত্রীলোকের XX ক্রোমোজোম থাকে) ।

অপরপক্ষে, যৌন জননের সময় কোনও পুরুষের Y ক্রোমোজোম বহনকারী শুক্রাণু যখন কোনও স্ত্রীলোকের একটি ডিম্বাণু বা স্ত্রী গ্যামেটকে নিষিক্ত করে, (যা সব সময়েই একটি X ক্রোমোজোম বহন করে) সেক্ষেত্রে উত্পন্ন ভ্রূণাণুটি [XY] পুত্র সন্তানে পরিপূর্ণতা লাভ করবে (যেহেতু প্রত্যেক স্ত্রীলোকের XX ক্রোমোজোম থাকে) ।

◘ উৎপন্ন সন্তান পুত্র হবে না কন্যা হবে সে বিষয়ে স্ত্রীদেহের [স্ত্রী গ্যামেট] কোনও ভূমিকা থাকে না, এটি একান্তভাবেই যৌন জননের সময় পুংগ্যামেটের প্রকৃতির ওপর নির্ভর করে ।
Collected

SAZVI LESSON

26 Nov, 14:30


♦️আমাদের কাছে 5 টা PDF রয়েছে

♦️PDF 5টা হলো---
❇️Full স্ট্যাটিক GK PDF, Chapterwise Full ইতিহাস MCQ PDF, চ্যাপ্টারওয়াইজ Full WB+Indian Geography MCQ PDF, Science+ENVS MCQ PDF & Full Polity PDF.

❇️ALL 5 PDF IMPORTANT FOR - WBCS PRELIMS & MAINS, রেল NTPC, WBP, KP, SLST, RAIL, PSC, SSC ,TET,  মিসলেনিয়াস & ALL COMPETITIVE EXAMS

⛔️5 টা PDF একসঙ্গে কিনলে Price এ ছাড় রয়েছে।

♦️PDF গুলো কেনার জন্য 7890665537 Whatsapp করুন।

SAZVI LESSON

26 Nov, 01:56


২৫শে নভেম্বরঃ "মহিলাদের বিরুদ্ধে সহিংসতা নির্মূলের জন্য আন্তর্জাতিক দিবস" (International Day for the Elimination of Violence against Women) এবং থিম-২০২৪ হলো: 10 Minutes, a woman is killed. #NoExcuse. UNiTE to End Violence against Women'.

SAZVI LESSON

17 Nov, 13:13


১৬ই নভেম্বরঃ "জাতীয় সংবাদমাধ্যম দিবস" (National Press Day)। ১৯৬৬ সালে আজকের দিনেই প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার পথ চলা শুরু হয়েছিল।

SAZVI LESSON

16 Nov, 13:32


♦️আর যারা আমাদের PDF কেনেননি তারা নীচে দেওয়া class লিঙ্ক থেকে ক্লাশ 3 টে অবশ্যই দেখুন পরীক্ষা দেওয়ার আগে।
বিশেষ করে english class টা।প্রচুর Help পাবেনই।
ক্লাশ লিঙ্ক: https://youtube.com/playlist?list=PLLRXjzJouxEnCSnwNeCpqrv9vHg-4eQlt&si=QOnN111xRPnBx2ow

SAZVI LESSON

15 Nov, 03:49


🔺Metal Contamination Disease🔺

Minimata - Mercury
Mad Hatter Disease - Mercury
Itai-Itai - Cadmium
Blue Baby Syndrome - Nitrate
Black Foot - Arsenic
Siderosis - Inhalation of Iron Dust
Dermititis - Nickel
Wilson - Copper