SAZVI LESSON @sazvi_lesson Channel on Telegram

SAZVI LESSON

@sazvi_lesson


"Sazvi Lesson" হল একটা online Education Platform, যেখানে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সমস্ত চাকরি পরীক্ষার প্রস্তুতিতে চাকরিপ্রার্থীদের সাহায্য করা হয়।

SAZVI LESSON (Bengali)

সাজভি লেসন একটি অনলাইন শিক্ষা platform যেখানে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের সকল চাকরি পরীক্ষার প্রস্তুতিতে চাকরিপ্রার্থীদের সাহায্য করা হয়। চ্যানেলে আপনি প্রতি সপ্তাহে প্রকাশিত সাজভি লেসন পেতে পারবেন, যা আপনার চাকরি পরীক্ষার প্রস্তুতি করতে সাহায্য করবে। প্রতিটি লেসনে আপনি বিভিন্ন বিষয়ে তথ্য, প্রশ্নোত্তর, সাধারণ জ্ঞান এবং অনুশীলন মেটে থাকতে পারবেন। চাকরিতে অগ্রগতি করতে এবং আপনার স্বপ্নের চাকরিতে পৌঁছাতে 'সাজভি লেসন' চ্যানেলে যোগ দিন।

SAZVI LESSON

02 Jan, 11:47


আইসিসি পুরস্কার ২০২৪: ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ সহ আরো তিন পুরুষদের বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের জন্য মনোনীত হয়েছেন। মনোনয়ন পেয়েছেন ইংল্যান্ডের জো রুট ও হ্যারি ব্রুক এবং শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস । মনোনীতদের মধ্যে বুমরাহই একমাত্র বোলার। বুমরাহ টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার।

SAZVI LESSON

02 Jan, 11:45


♦️GENERAL KNOWLEDGE: সমস্ত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগী♦️

01. জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড কবে হয়েছিল ?
Ans:- ১৩ই এপ্রিল ১৯১৯ |

02. জলে বায়ুর বুদবুদ এর চকচক দেখার কারণ ?
Ans:- আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন |

03. জিরো ভ্যালি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ans:- অরুণাচল প্রদেশ |

04. নিউইয়র্কের সৈন্যবাহিনীদের কী বলা হয় ?
Ans:- ইয়ানকি |

05. কানাডার জাতীয় খেলা কি ?
Ans:- কানাডায় ল্যাক্রোসি ও আইস্ হকি |

06. হোম রান শব্দটি কোন খেলার সাথে যুক্ত?
Ans:-বেসবল |

07. কার্লাইল সার্কুলার কবে জারি হয় ?
Ans:-১৯০৫ সালে |

08. ত্রিবেনি কোন শিল্পের জন্য বিখ্যাত ?
Ans:-কাগজ শিল্প |

09. কোন বিখ্যাত হকি খেলোয়াড় এর জন্মদিনে ভারতে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালন করা হয় ?
Ans:- ধ্যানচাঁদ |

10. মানবদেহের নাইট্রোজেন বিহীন বর্জ্য পদার্থ কোনটি ?
Ans:- কিটোনস |

11. জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড কবে হয়েছিল ?
Ans:- ১৩ এপ্রিল ১৯১৯ |

12. জলে বায়ুর বুদবুদ এর চকচক দেখার কারণ ?
Ans:- আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন |

13. জিরো ভ্যালি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ans:- অরুণাচল প্রদেশ |



14. পল্লব বংশের প্রথম স্বাধীন রাজা কে ছিলেন ?
Ans:- শিবস্কন্দবর্মন |

15. কোন গ্যাসকে লাফিং গ্যাস বলে ?
Ans:- নাইট্রাস অক্সাইড |

16. ATM এর পুরো কথাটি কি ?
Ans:- Automated Teller Machi |

17. কোন প্রাণীর উপস্থিতির জন্য জলদাপাড়া বিখ্যাত ?
Ans:- এক শিঙা গন্ডার |

18. মাকড়শার রেচন অঙ্গের নাম কী ?
Ans:- কক্সাল গ্রন্থি |

19. ব্রিটিশ শাসনকালে সিপাহী বিদ্রোহ কোন বছর হয়েছিল ?
Ans:- ১৮৫৭ সালের ১০ মে |

20. পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন ?
Ans:-অপরাজিত |

21. ভারতে ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখা যায় ?
Ans:- সুন্দরবন |

22. হাইড্রোজেনের কয়টি আইসোটোপ আছে ?
Ans:- তিনটি |

23.সবুজ গ্রহ কোনটিকে বলা হয় ?
Ans:– ইউরেনাস |

24. কোন দেশকে রামধনুর দেশ বলা হয়?
Ans:- দক্ষিণ আফ্রিকা |

25. শেরসাহের সমাধি কোন রাজ্যে অবস্থিত ?
Ans:- বিহার |

26. কাজী নজরুল ইসলাম কোন সিনেমাতে নারদের ভূমিকায় অভিনয় করেন?
Ans:- ধ্রুব ( Dhrubo) |

27. প্রথম লিচুর চাস হয় কোন দেশে ?
Ans:-চীনে |

28. শাহজাহান শব্দের অর্থ কি ?
Ans:-জগতের রাজা ( King of the World) |

29. সেলিম আলী পাখিরালয় ভারতের কোন রাজ্যে রয়েছে ?
Ans:- গোয়া |

30.“INCOSPAR” কে বর্তমানে আমরা কি নাম জানি?
Ans :- ISRO |

31. “বাংলার বিশ্বকর্মা” – নামে কে পরিচিত ?
Ans :-রাজেন্দ্রনাথ মুখার্জী |

32. মানবদেহের সব থেকে বড় অঙ্গ ( Organ ) কোনটি ?
Ans:-ত্বক |

33. সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারক কে ?
Ans:-ফাতিমা বিবি |

34. ট্রিটিয়াম কোন মৌলের আইসোটোপ ?
Ans:-হাইড্রোজেন |

35. ভারতের প্রথম প্রতিরিক্ষা মন্ত্রী কে ছিলেন ?
Ans:-সর্দার বলদেব সিং |

36. রংপুর বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন ?
Ans:- নরুলউদ্দিন |

37. পর্তুগালের মুদ্রার নাম কী ?
Ans:- ইউরো|

38. কংগ্রেস সমাজতন্ত্রী দল কোথায় গড়ে উঠেছিল ?
Ans :- মুম্বাই |

39. 'সতীশ গুজরাল' কিসের সাথে যুক্ত ?
Ans:- ছবি আঁকা |

40. ১৯২৭ খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে কয় ভাগে ভাগ করা হয় ?
Ans :-তিনটি স্তরে |

41. জমিতে সার হিসেবে কোন পদার্থ ব্যবহার করা হয় ?
Ans:-আমোনিয়াম সালফেট |

42. 'দক্ষিণের মনু' কাকে বলা হয় ?
Ans :-সন্ধ্যাকর নন্দীকে |

43. কেরালা উপকূল কি নামে পরিচিত ?
Ans:-মালাবার উপকূল |

44. কুইক লাইম এর সংকেত কি ?
Ans:- Ca(OH)2 |

45. জাতিসংঘের সর্বোচ্চ কর্মকর্তা কে ?
Ans:- মহাসচিব |

46. মারকিউরাস নাইট্রেট কে আবিস্কার করেন ?
Ans:- প্রফুল্ল চন্দ্র রায় |

47. কোন নদীর অপর নাম শাল নদী ?
Ans:- কোপাই নদী |

48. কত সালে মহাত্মা গান্ধীকে হত্যা করে হয়েছিল ?
Ans:-১৯৪৮ সালের ৩০ জানুয়ারি |

49. ২০২২ AFC Womens Asian হোস্ট করবে কোন দেশ হয় ?
Ans:-ভারতে |

50. জাপানের মুদ্রার নাম কি ?
Ans:- ইয়েন |

51. সাত পাহাড়ের শহরের নাম কী ?
Ans:- রোম |

52. শনি গ্রহের বৃহত্তম উপগ্রহ নিম্নের কোনটি ?
Ans:- টাইটান |

53. সমুদ্রের জলে কোন লবণ পাওয়া যায় ?
Ans:- সোডিয়াম ক্লোরাইড |

54. বজ্রপাতের দেশ কাকে বলা হয় ?
Ans:-ভুটানকে |

55. কোন বস্তু যে শক্তি গ্রহণ করে গরম হয় অথবা বর্জন করে ঠাণ্ডা হয় তাকে কি বলে ?
Ans :-তাপ |

56. ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে ?
Ans:-বেলজিয়াম |

57. ভারতে গম উৎপাদন কোথায় সবথেকে বেশি হয় ?
Ans:-পাঞ্জাব |

58. চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয় ?
Ans:-১৯১৭ এবং ১৯১৮ |
Collected

SAZVI LESSON

31 Dec, 01:32


🔶PDF অফার🔶

♦️শুভ নববর্ষ উপলক্ষে আমাদের প্রতিটি PDF এর Price আজকে 30 টাকা করে কম করা হয়েছে।

♦️এই অফার শুধুমাত্র আজকের জন্যই থাকবে।আজকের পর কম Price দেওয়া হবে না।

♦️অফার Price এ আমাদের PDF কেনার জন্য 7890665537 নাম্বারে Whatsapp করুন।

SAZVI LESSON

20 Dec, 12:39


আজ ২০শে ডিসেম্বরঃ
"আন্তর্জাতিক মানব সংহতি দিবস"
(International Human Solidarity Day)।।

SAZVI LESSON

18 Dec, 15:23


♦️আমাদের কাছে 5 টা PDF রয়েছে

♦️PDF 5টা হলো---
❇️Full স্ট্যাটিক GK PDF, Chapterwise Full ইতিহাস MCQ PDF, চ্যাপ্টারওয়াইজ Full WB+Indian Geography MCQ PDF, Science+ENVS MCQ PDF & Full Polity PDF.

❇️ALL 5 PDF IMPORTANT FOR - WBCS PRELIMS & MAINS, রেল NTPC, WBP, KP, SLST, RAIL, PSC, SSC ,TET,  মিসলেনিয়াস & ALL COMPETITIVE EXAMS

⛔️5 টা PDF একসঙ্গে কিনলে Price এ ছাড় রয়েছে।

♦️PDF গুলো কেনার জন্য 7890665537 Whatsapp করুন।

SAZVI LESSON

18 Dec, 15:23


♦️One Word Substitution♦️

●Strong feeling of dislike
= Antipathy

●Stream flowing into another big river
=Tributary

●Stealing from the writings of others
=Plagiarism

●Statement that is obviously true
=Platitude

●That which can be easily believed
=Credible

●Being unable to pay one's debt
=Insolvent

●The study of the functions of the body
=Physiology

●The science of foretelling events by stars
=Astrology

●Government by officials in a state
=Bureaucracy

●An office without any work but high pay
=Sinecure

● Medicine to counteract the effect of a poison
=Antidote

●An admirer of art
=Dilettante

●A man having the qualities of women
=Effeminate

●That which cannot be moved
=Immobile

●The study of insects
=Entomology

●Word for word
=Verbatim

●Wish to do good to others
=Benevolence

●Whose meaning is difficult to understand
=Abstruse

●Way out for water or steam
=Outlet

●Want of sleep
=Insomnia

●Usual behaviour of a social group
=Custom

●Use of mild words in place of words required by truth
=Euphemism

●Troops trained for dropped by parachute
=Paratroops

●Touch or stroke lovingly
=Fondle / caress

●A traditional story related to deities
=Myth

●That which is pig like
=Porcine

●Thing to be corrected in a printed book
=Corrigendum

●Things taken by robbers
=Booty

●That which is lion like
=Leonine

●That which is fox like
=Vulpine

●That which is dog like
=Canine

●That which exists separately from other people
=Independent

●That which cannot be perceived by touch
= Intangible

●That which cannot be calculated
=Incalculable

●That which can be rooted out
=Eradicable

●Study of the development of plants and animals from earlier forms
=Genealogy

●Study of the oceans and their phenomena
=Oceanography

●Study of law
=Nomology

●Study of fossils
=Paleontology

●The study of ancient things like tombs, buried towns
=Archaeology

●Strong desire for food , wealth
=Greed
Collected

SAZVI LESSON

17 Dec, 13:02


♦️পশ্চিমবঙ্গের ভূগোল♦️
বিষয় -খনিজ সম্পদঃ

খনিজ দ্রব্য ও উৎপাদক অঞ্চল

*কয়লা
---------------------
বর্ধমান-রানীগঞ্জ,আসানসোল,জামুরিয়া,রামনগর
বাঁকুড়া -মেজিয়া,বড়জোরা
পুরুলিয়া -নিতুরিয়া
*ফায়ার ক্লে
--------------------
বর্ধমান -রানীগঞ্জ ,রামনগর,সালানপুর
*চিনামাটি
--------------------
বর্ধমান - খাতরা
পুরুলিয়া-ঝালদা
বীরভূম- মহম্মদ বাজার
*চুনাপাথর
-----------------------
পুরুলিয়া -ঝালদা,হাঁসপাথর,বাঘমারা
বাঁকুড়া -বারিরামপুর,সালাই পাহাড়ি
*ম্যাঙ্গানিজ
----------------------
পশ্চিম মেদিনীপুর -বেলপাহাড়ি,গিধনি
*উলফ্রাম
----------------------
বাঁকুড়া -ঝিলিমিলি,পোড়াপাহাড়
*ডলোমাইট
----------------------
জলপাইগুড়ি -বক্সা-জয়ন্তী অঞ্চল
*ফসফেট
-----------------------
পুরুলিয়া -বেলদি,চিরুগোড়া,কুটনি
*আ্যপেটাইট
-----------------------
পুরুলিয়া -বেলদি,পানকিরিডি
*অ্যাসবেসটস
------------------------
পশ্চিমমেদিনীপুর -বীরমাদল ও চিরুগোরা
*বেরিটস
-------------------------
পুরুলিয়া -মালথল ও উকমা
*লৌহ -আকরিক
---------------------------
পুরুলিয়া -মানবাজার,ঝালদা
বাঁকুড়া -পোড়াপাহাড়
Collected

SAZVI LESSON

16 Dec, 16:02


♦️আমাদের কাছে 5 টা PDF রয়েছে

♦️PDF 5টা হলো---
❇️Full স্ট্যাটিক GK PDF, Chapterwise Full ইতিহাস MCQ PDF, চ্যাপ্টারওয়াইজ Full WB+Indian Geography MCQ PDF, Science+ENVS MCQ PDF & Full Polity PDF.

❇️ALL 5 PDF IMPORTANT FOR - WBCS PRELIMS & MAINS, রেল NTPC, WBP, KP, SLST, RAIL, PSC, SSC ,TET,  মিসলেনিয়াস & ALL COMPETITIVE EXAMS

⛔️5 টা PDF একসঙ্গে কিনলে Price এ ছাড় রয়েছে।

♦️PDF গুলো কেনার জন্য 7890665537 Whatsapp করুন।

SAZVI LESSON

16 Dec, 16:01


আজ ১৬ই ডিসেম্বরঃ "বিজয় দিবস" (Vijay Diwas)। ১৯৭১-র যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে জয়ী হয় ভারত। পাকিস্তান ভেঙে গঠিত হয় বাংলাদেশ। সেই থেকে প্রতি বছর ১৬ই ডিসেম্বর 'বিজয় দিবস' (Vijay Diwas) হিসেবে উদযাপন করা হয়।।

SAZVI LESSON

15 Dec, 15:37


♦️আমাদের কাছে 5 টা PDF রয়েছে

♦️PDF 5টা হলো---
❇️Full স্ট্যাটিক GK PDF, Chapterwise Full ইতিহাস MCQ PDF, চ্যাপ্টারওয়াইজ Full WB+Indian Geography MCQ PDF, Science+ENVS MCQ PDF & Full Polity PDF.

❇️ALL 5 PDF IMPORTANT FOR - WBCS PRELIMS & MAINS, রেল NTPC, WBP, KP, SLST, RAIL, PSC, SSC ,TET,  মিসলেনিয়াস & ALL COMPETITIVE EXAMS

⛔️5 টা PDF একসঙ্গে কিনলে Price এ ছাড় রয়েছে।

♦️PDF গুলো কেনার জন্য 7890665537 Whatsapp করুন।

SAZVI LESSON

15 Dec, 15:36


♦️ Previous Years Idioms & Phrases 👇👇

1. Sweeping Statement – Thoughtless statement (SO(Audit), 1997)

2. All at sea – Puzzled (SO(Audit), 1997)

3. Enough rope – Enough freedom for action (SO(Audit), 1997)

4. By fits and start – Irregularly (SO(Audit), 1997)

5. Fell foul of – Got into trouble with (SO(Audit), 1997)

6. Token strike – Short strike held as warning (SO(Audit), 1997)

7. Face the music – Get reprimanded (SO(Audit), 1997)

8. Look down upon – Hate intensely (SO(Audit), 1997)

9. Flogging a dead horse – Wasting time in useless effort (SO(Audit), 1997)

10. Under a cloud – Under suspicion (SO(Audit), 1997)

11. Green thumb – To have a natural interest (SO(Audit), 2001)

12. Played havoc – Caused destruction (SO(Audit), 2001)

13. No love lost between – Not on good terms (SO(Audit), 2001)

14. Fair and square – Honest (SO(Audit), 2001)

15. A white elephant – Costly or troublesome possession (SO(Audit), 2001)

16. Out and out – Totally (SO(Audit), 2001)

17. On the cuff – On credit (SO(Audit), 2001)

18. Does not hold water – Cannot be believed (SO(Audit), 2001)

19. A wild goose chase – Futile search (SO(Audit), 2001)

20. In a tight corner – In a difficult situation (SO(Audit), 2001)

21. Going places – Talented and successful (SO(Audit), 2003)

22. In cold blood – A murder done without intention (SO(Audit), 2003)

23. Off and on – Occasionally (SO(Audit), 2003)

24. Hard and fast – Strict (SO(Audit), 2003)

25. Took to heels – Run away in fear (SO(Audit), 2003)

26. To keep up – To keep in touch (SO(Audit), 2003)

27. Make a clean breast – Confess without reserve (SO(Audit), 2003)

28. Heads will roll – Transfers will take place (SO(Audit), 2003)

29. Make no bones about – Do not have any hesitation in anything (SO(Audit), 2003)

30. Take after – Resembles (SO(Audit), 2003)

31. To starve off – Postpone (SO(Audit), 2003)

32. To give a piece of mind – To reprimand (SO(Audit), 2003)

33. Rest on laurels – To be complacent (SO(Audit), 2003)

34. Pay through nose – Pay an extremely high price (SO(Audit), 2003)

35. Draw on fancy – Use imagination (SO(Audit), 2003)

36. Turn an honest living – Make an legitimate living (SO(Audit), 2005)

37. Give the game away – Give out the secret (SO(Audit), 2005)

38. Cheek by jowl – Very near (SO(Audit), 2005)
Collected

SAZVI LESSON

12 Dec, 13:26


🔺কয়েকটিসংস্থার নাম ও তাদের প্রতিষ্ঠাতার নাম🔺

ওয়ালমার্টের প্রতিষ্ঠাতা কে?
উত্তর - স্যাম ওয়ালটন ও Bud Walton, 1962 সালে।

পেটিএম এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর - বিজয় শেখর শর্মা, 2010 সালে.এর সদর দপ্তর নয়ডা, উত্তরপ্রদেশের।

গুগলের প্রতিষ্ঠাতা কে?
উত্তর - ল্যারি পেজ ও এস ব্রিন, 1998 সালে। সদর দপ্তর ক্যালিফোর্নিয়া।

মাইক্রোসফ্ট এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর - বিল গেটস ও পল অ্যালেন, 1975 সালে। সদর দপ্তর ওয়াশিংটন এ অবস্থিত।

হোয়াটসঅ্যাপের প্রতিষ্ঠাতা কে?
উত্তর - ব্রায়ান অ্যাক্টন, Jan Koum... 2009 সালে গঠিত।

আমাজনের প্রতিষ্ঠাতা কে?
উত্তর - জেফ bezos, 1994 সালে গঠিত।সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন।

ফ্লিপকার্টের প্রতিষ্ঠাতা কে?
উত্তর - শচীন বানসাল এবং বিনি বানসাল , 2007 সালে গঠিত হয়েছে।এর সদর দপ্তর অবস্থিত কর্ণাটকের ব্যাঙ্গালোর।

৮. ইয়াহুর প্রতিষ্ঠাতা কে?
উত্তর - ডেভিড ফিলো, জেরি ইয়াং (1994), এর সদর দপ্তর সান্নিভেল,ক্যালিফোর্নিয়া।

9. অ্যাপলের প্রতিষ্ঠাতা কে?
উত্তর - Steve Jobs
Steve Wozniak
Ronald Wayne, 1976 সালে গঠিত।এর সদর দপ্তর ক্যালিফোর্নিয়ায় অবস্থিত।

১০. উইকিপিডিয়া প্রতিষ্ঠাতা কে?
উত্তর - Jimmy Wales and Larry Sanger, 2001 সালে গঠিত।
এর সদর দপ্তর অবস্থিত সানফ্রান্সিস্কো, ক্যালিফোর্নিয়া, US ..
১১. মোটরোলার প্রতিষ্ঠাতা কে?
উত্তর - Paul Galvin
Joseph Galvin, এটি গঠিত হয়েছে 1928 সালে। এর সদর দপ্তর অবস্থিত Schaumburg, Illinois, U.S...

12. ফেসবুকের প্রতিষ্ঠাতা কে?
উত্তর - মার্ক জুকারবার্গ (2004)।এর সদর দপ্তর অবস্থিত ক্যালিফোর্নিয়ায়।

13. আলিবাবার প্রতিষ্ঠাতা কে?
উত্তর - জ্যাক মা (1999)

14. নোকিয়ার প্রতিষ্ঠাতা কে?
উত্তর - ফ্রেডরিক আইডেস্টাম, লিও মেসেলিন

15. রিলায়েন্সের প্রতিষ্ঠাতা কে?
উত্তর - ধীরুভাই আম্বানি (1997)

16. ইবে প্রতিষ্ঠাতা কে?
উত্তর - পিয়েরি ওমিডিয়ার (1995)

17. টুইটারের প্রতিষ্ঠাতা কে?
উত্তর - জ্যাক দরজা (2006)

18. ইনস্টাগ্রামের প্রতিষ্ঠাতা কে?
উত্তর - কেভিন সিস্ট্রোম, মাইক কারিশার (2010)

19. ইউটিউবের প্রতিষ্ঠাতা কে?
উত্তর - জাভেদ করিমস্টি চেন (2005)

20. স্কাইপের প্রতিষ্ঠাতা কে?
উত্তর - নিক্লাস জেনস্ট্রোম জ্যানাস ফ্রিস (2003)

21. টেসলার প্রতিষ্ঠাতা কে?
উত্তর - এলন কস্তুরী (2003)

22. ইন্টেলের প্রতিষ্ঠাতা কে?
উত্তর - গর্ডন মুর (1968)

23. স্যামসাং এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর - লি বাইংচুল (1938)

24. শাওমির প্রতিষ্ঠাতা কে?
উত্তর - মিথ্যা জুন (2010)
Collected

SAZVI LESSON

09 Dec, 15:20


৭ই ডিসেম্বরঃ
"ভারতীয় সশস্ত্র বাহিনীর পতাকা দিবস" (Indian Armed Forces Flag Day)। এই দিবসটি ১৯৪৯ সাল থেকে পালিত হয়ে আসছে।

SAZVI LESSON

09 Dec, 15:17


৯ই ডিসেম্বরঃ
"আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস"
(International Anti-Corruption Day)
এবং থিম-২০২৪ হলোঃ 'Uniting with Youth Against Corruption: Shaping Tomorrow's Integrity'.

SAZVI LESSON

05 Dec, 13:56


♦️আমাদের কাছে 5 টা PDF রয়েছে

♦️PDF 5টা হলো---
❇️Full স্ট্যাটিক GK PDF, Chapterwise Full ইতিহাস MCQ PDF, চ্যাপ্টারওয়াইজ Full WB+Indian Geography MCQ PDF, Science+ENVS MCQ PDF & Full Polity PDF.

❇️ALL 5 PDF IMPORTANT FOR - WBCS PRELIMS & MAINS, রেল NTPC, WBP, KP, SLST, RAIL, PSC, SSC ,TET,  মিসলেনিয়াস & ALL COMPETITIVE EXAMS

⛔️5 টা PDF একসঙ্গে কিনলে Price এ ছাড় রয়েছে।

♦️PDF গুলো কেনার জন্য 7890665537 Whatsapp করুন।

SAZVI LESSON

05 Dec, 13:34


আজ ৪ঠা ডিসেম্বরঃ "আন্তর্জাতিক ব্যাঙ্ক দিবস"
(International Day Of Banks) হিসেবে পালন করা হয় এবং থিম-২০২৪ হলোঃ “Empowering Sustainable Development Through Finance."

SAZVI LESSON

03 Dec, 11:53


আজ ৩রা ডিসেম্বরঃ "আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস" (International Day of Disabled Persons)। সমাজের সব স্তরের কর্মকাণ্ডে প্রতিবন্ধীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করা ও উন্নয়নের সব ক্ষেত্রে তাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা এই দিবস পালনের লক্ষ্য।।

SAZVI LESSON

28 Nov, 14:38


♦️আমাদের কাছে 5 টা PDF রয়েছে

♦️PDF 5টা হলো---
❇️Full স্ট্যাটিক GK PDF, Chapterwise Full ইতিহাস MCQ PDF, চ্যাপ্টারওয়াইজ Full WB+Indian Geography MCQ PDF, Science+ENVS MCQ PDF & Full Polity PDF.

❇️ALL 5 PDF IMPORTANT FOR - WBCS PRELIMS & MAINS, রেল NTPC, WBP, KP, SLST, RAIL, PSC, SSC ,TET,  মিসলেনিয়াস & ALL COMPETITIVE EXAMS

⛔️5 টা PDF একসঙ্গে কিনলে Price এ ছাড় রয়েছে।

♦️PDF গুলো কেনার জন্য 7890665537 Whatsapp করুন।

SAZVI LESSON

28 Nov, 14:35


🔺Environmental Studies 👇👇

* বিশ্ব পরিবেশ দিবস- ৫ জুন।
* বিদ্যালয় হল- সমাজের ক্ষুদ্র সংস্করণ।
* পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন প্রথম হয়েছিল- রাশিয়ায়।
* পরিবার থেকে শিশু পায়- অনিয়ন্ত্রিত শিক্ষা।
* স্কুল থেকে শিশু পায়- প্রথাগত শিক্ষা।
* 'বুনিয়াদি শিক্ষা' প্রবর্তন করেছেন- মহাত্মা গান্ধি।
* কিন্ডারগার্টেন কথার অর্থ হল- শিশু উদ্যান।
* কিন্ডারগার্টেন পদ্ধতি উদ্ভাবক হলেন- ফ্রয়েবেল।
* 'ইকোলজি' শব্দটি প্রথম ব্যবহার করেন-আনের্স্ট হেকেল।
* অভয়ারণ্য হল- ইন সিটু কনজারভেশন।
* New Animal Welfare Act- 2006।
* পশ্চিমবঙ্গে ব্যাঘ্র প্রকল্প রয়েছে- সুন্দর বনে।
* জিনের জন্য- হরবিন্দ খোরানা নোবেল পুরস্কার পেয়েছেন।
* পশ্চিমবঙ্গে অভয়ারণ্য রয়েছে- জলদাপাড়ায়।
* পশ্চিমবঙ্গে গন্ডার সংরক্ষণ প্রকল্প রয়েছে- জলদাপাড়ায়।
* 'ফান্ডামেন্টালস অব ইকোলজি' বইটির লেখক হলেন- ওডাম।
* বিজ্ঞানী এ.জি. ট্যান্সলে- প্রথম ইকোসিস্টেম কথাটি ব্যবহার করেন।
* সবুজ বিপ্লবের জনক- নরম্যান বোরলগ।
* সাইলেন্ট ভ্যালি অবস্থিত- কেরলে।
* পৃথিবীর সবচেয়ে বড়ো বৃষ্টি অরণ্য রয়েছে- দক্ষিণ আমেরিকাতে।
* গোলাপ দিবস- ২২ সেপ্টেম্বর।
* ভারতে সবচেয়ে পুরোনো জাতীয় উদ্যান রয়েছে- উত্তর প্রদেশে।
* বোটানিক্যাল সার্ভে অব ইন্ডিয়া অবস্থিত- পশ্চিমবঙ্গে।
* ১৯৮০ সালে- জাতীয় স্তরে পরিবেশ, বন ও বন্যপ্রাণী মন্ত্রক খেলা হয়েছে।
* সাইলেন্ট ভ্যালি প্রকল্প করা হয়েছে-বৃষ্টি অরণ্য বাঁচানোর জন্য।
* আমাদের বন মহোৎসব পালিত হয়- 1 জুলাই।
* নিরক্ষীয় বনভূমি রয়েছে- শ্রীলঙ্কা।
* অপারেশন ব্লাকবোর্ডের কথা যে শিক্ষানীতিতে বলা হয়েছে- ১৯৮৬ সালে।
* ১৯৭১ - সালে জলাভূমি রক্ষা ও সংরক্ষণকে মুখ্য বিষয় করে ইরানে আন্তর্জাতিক সম্মেলন হয়।
* সাইলেন্ট ভ্যালি ও কাজিরাঙা- এই দুটিই বান-সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত।
* খড়গপুর- দেশের মধ্যে সবচেয়ে দীর্ঘ প্ল্যাটফর্ম।
* ভূপাল গ্যাস দুর্ঘটনায় নির্গত গ্যাস হল- MIC।
* ভারত কিয়োটো চুক্তিতে সই করেছে- ২০০২ সালে।
* বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়- ১৯৯২ সালে।
* বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়- রিয়ো ডি জেনিরোতে।
* Frame Work convention on climatic change অনুষ্ঠিত হল- বার্লিনে।
* বন সংরক্ষণ আইন প্রস্তাবিত হয়- ১৯৮০ সালে।
* ১৯৭৫ সালে- আনর্জাতিক স্তরে পরিবেশ শিক্ষার কর্মসূচি আরাম্ভ হয়।
* ১৯৭৩ সালে চিপকো আন্দোলন শুরু হয়।
* টুবিলিসিতে- পরিবেশ শিক্ষার উপর প্রথম আন্তর্জাতিক সম্মেলন হয়।
* সুন্দরলাল বহুগুনার- নেতৃত্বে চিপকো আন্দোলন শক্তিশালী হয়।
* চিপকো কথাটির অর্থ হল- জড়িয়ে ধরা।
* চিপকো আন্দোলন হয়- গাছ কাটার বিরুদ্ধে।
* ভারতের মানব অধিকার সুরক্ষিত আইন সংসদে গৃহীত হয়- ১৯৯৪ সালে।
* নাগারণ্য অবস্থিত- কর্ণাটকে।
* সাহারা মরুভূমি- আফ্রিকায় অবস্থিত।
* পশ্চিমবঙ্গে পক্ষী অভয়ারণ্য অবস্থিত- রায়গঞ্জে।
* পশ্চিমবঙ্গের 'রাজ্যপ্রাণী' হল- মেছো বিড়াল।
* হলং নদী দেখা যায়- জলদাপাড়ায়।
* অরুণাচল রাজ্যে অবস্থিত জীবমন্ডল সংরক্ষিত এলাকার নাম হল- ডিহং ডিবং।
* জলদাপাড়ার জাতীয় উদ্যান- আলিপুরদুয়ার।
* গরুমারা জাতীয় উদ্যান- জলপাইগুড়ি।
* কাজিরাঙা জাতীয় উদ্যানরয়েছে- আসামে।
* সুন্দরবন জাতীয় উদ্যান- দক্ষিণ চব্বিশ পরগনা।
* নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান- কালিম্পং।
* বক্সা টাইগার রিজার্ভ- আলিপুরদুয়ার।
* ভারতের দুটো বিলুপ্ত প্রাণীর নাম-
গোলাপী মাথা হাস ও পাহাড়ি বটের।
* ভারতের দুটো লুপ্তপ্রায় প্রাণীর নাম- একশৃঙ্গ গন্ডার ও সিংহ ।
* বালি শিখর সম্মেলন- ২০০৭
* কানকু সম্মেলন- ২০১১
* কোপেনহেগেন সম্মেলন- ২০০৯
* কিওটো প্রটোকল- ১৯৯৭
* মন্ট্রিল প্রটোকল- ১৯৮৭
* ভারতের রাজ্যে মধ্যপ্রদেশের- অরণ্য ভূমির পরিমাণ সর্বাধিক।
Collected

SAZVI LESSON

28 Nov, 14:33


🔺মানুষের লিঙ্গ নির্ধারণ🔺

দেহ গঠন ও লিঙ্গ নির্ধারণের বৈশিষ্ট্য অনুসারে ক্রোমোজোম দু-ধরণের হয়, যথাঃ (১) অটোজোম ও (২) সেক্স-ক্রোমোজোম ।

(১) অটোজোম [Autosome]:- জীবের দেহজ বৈশিষ্ট্য নির্ধারক ক্রোমোজোমদের অটোজোম বলা হয় । মানুষের 46টি ক্রোমোজোমের মধ্যে 44টি অটোজোম থাকে । এই ক্রোমোজোমগুলি মানবদেহের বিভিন্ন দেহজ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে ।

(২) সেক্স-ক্রোমোজোম বা অ্যালোজোম বা হেটারোক্রোমোজোম [Sex-Chromosome or Allosome or Heterochromosome]:-

অটোজোম ছাড়া অন্যান্য যে ক্রোমোজোম জীবের লিঙ্গ নির্ধারণে সহায়তা করে তাদের অ্যালোজোম বা সেক্স-ক্রোমোজোম বলে । এগুলি সাধারণত একজোড়া হয় এবং XY বা XO বা XX ধরনের হয় । স্ত্রী দেহের সেক্স ক্রোমোজোম দু'টি 'X' ক্রোমোজোম অর্থাৎ XX নিয়ে গঠিত, কিন্তু পুরুষ দেহে এরা XY ধরনের বা XO ধরনের হয়, এদের হেটারোক্রোমোজোম বলে ।

এই আলোচনা থেকে বোঝা যায় যে, প্রত্যেক পুরুষের একটি X ক্রোমোজোমের সঙ্গে অবশ্যই একটি Y ক্রোমোজোম থাকে । অর্থাৎ পুরুষের দেহে XY ধরনের ক্রোমোজোম থাকে এবং প্রত্যেক স্ত্রী লোকের দেহে সব সময়েই দুটি X ক্রোমোজোম (অর্থাৎ XX ক্রোমোজোম) থাকে । যৌন জননের সময় এই ক্রোমোজোমগুলি কীভাবে সন্তানের লিঙ্গ নির্ধারণে অংশগ্রহণ করে তা এই আলোচনা থেকে স্পষ্ট বোঝা যায় ।

◘ যৌন জননের সময় পুং জননেন্দ্রিয় থেকে উত্পন্ন অসংখ্য শুক্রাণুর বা পুং গ্যামেটের মধ্যে অর্ধেক সংখ্যক শুক্রাণু X ক্রোমোজোম বহন করে এবং অর্ধেক সংখ্যক শুক্রাণু Y ক্রোমোজোম বহন করে । অপর দিকে স্ত্রী জননেন্দ্রিয়ে উত্পন্ন প্রতিটি ডিম্বাণুই (স্ত্রী গ্যামেট) সব সময় একটি করে X ক্রোমোজোম বহন করে ।

যৌন জননের সময় যখন কোনও পুরুষের X ক্রোমোজোম বহনকারী শুক্রাণু স্ত্রীলোকের একটি ডিম্বাণুকে (যা সব সময়েই X ক্রোমোজোম বহন করে ) নিষিক্ত [fertilise] করে, সেক্ষেত্রে নিষেকের ফলে উৎপন্ন ভ্রুণাণু [Zygote]-টি [XX] স্ত্রী সন্তানে পরিপূর্ণতা লাভ করবে (যে হেতু প্রত্যেক স্ত্রীলোকের XX ক্রোমোজোম থাকে) ।

অপরপক্ষে, যৌন জননের সময় কোনও পুরুষের Y ক্রোমোজোম বহনকারী শুক্রাণু যখন কোনও স্ত্রীলোকের একটি ডিম্বাণু বা স্ত্রী গ্যামেটকে নিষিক্ত করে, (যা সব সময়েই একটি X ক্রোমোজোম বহন করে) সেক্ষেত্রে উত্পন্ন ভ্রূণাণুটি [XY] পুত্র সন্তানে পরিপূর্ণতা লাভ করবে (যেহেতু প্রত্যেক স্ত্রীলোকের XX ক্রোমোজোম থাকে) ।

◘ উৎপন্ন সন্তান পুত্র হবে না কন্যা হবে সে বিষয়ে স্ত্রীদেহের [স্ত্রী গ্যামেট] কোনও ভূমিকা থাকে না, এটি একান্তভাবেই যৌন জননের সময় পুংগ্যামেটের প্রকৃতির ওপর নির্ভর করে ।
Collected

SAZVI LESSON

26 Nov, 14:30


♦️আমাদের কাছে 5 টা PDF রয়েছে

♦️PDF 5টা হলো---
❇️Full স্ট্যাটিক GK PDF, Chapterwise Full ইতিহাস MCQ PDF, চ্যাপ্টারওয়াইজ Full WB+Indian Geography MCQ PDF, Science+ENVS MCQ PDF & Full Polity PDF.

❇️ALL 5 PDF IMPORTANT FOR - WBCS PRELIMS & MAINS, রেল NTPC, WBP, KP, SLST, RAIL, PSC, SSC ,TET,  মিসলেনিয়াস & ALL COMPETITIVE EXAMS

⛔️5 টা PDF একসঙ্গে কিনলে Price এ ছাড় রয়েছে।

♦️PDF গুলো কেনার জন্য 7890665537 Whatsapp করুন।

SAZVI LESSON

26 Nov, 01:56


২৫শে নভেম্বরঃ "মহিলাদের বিরুদ্ধে সহিংসতা নির্মূলের জন্য আন্তর্জাতিক দিবস" (International Day for the Elimination of Violence against Women) এবং থিম-২০২৪ হলো: 10 Minutes, a woman is killed. #NoExcuse. UNiTE to End Violence against Women'.

SAZVI LESSON

17 Nov, 13:13


১৬ই নভেম্বরঃ "জাতীয় সংবাদমাধ্যম দিবস" (National Press Day)। ১৯৬৬ সালে আজকের দিনেই প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার পথ চলা শুরু হয়েছিল।

SAZVI LESSON

16 Nov, 13:32


♦️আর যারা আমাদের PDF কেনেননি তারা নীচে দেওয়া class লিঙ্ক থেকে ক্লাশ 3 টে অবশ্যই দেখুন পরীক্ষা দেওয়ার আগে।
বিশেষ করে english class টা।প্রচুর Help পাবেনই।
ক্লাশ লিঙ্ক: https://youtube.com/playlist?list=PLLRXjzJouxEnCSnwNeCpqrv9vHg-4eQlt&si=QOnN111xRPnBx2ow

SAZVI LESSON

16 Nov, 13:29


♦️Psc clerkship আজকের 1st shift exam এ , অন্য প্রতিটি চাকরি পরীক্ষার মতো আমাদের PDF থেকে প্রচুর কমন এসেছে। পরীক্ষার্থীদের স্মৃতি থেকে যেসব প্রশ্ন জানতে পেরেছি সেগুলো হলো
fifa কত সালে গঠিত, আন্নাসাগর হ্রদ,আর্জেন্টিনার মুদ্রা, নাইজেরিয়ার রাজধানী, আলবেনিয়ার মুদ্রা, মৌলিক কর্তব্যের সংখ্যা,1st মহিলা inc সভাপতি, 1st কোন রাজ্যে পঞ্চায়েত রাজ , কত তম সংশোধনীতে পঞ্চায়েত যুক্ত হয়েছে,নালন্দার প্রতিষ্ঠাতা,রাজাজি অভয়ারণ্য ,যামিনী রায় etc...
এইগুলো সব আমাদের pdf এ রয়েছে।এমনকি এইগুলো আমার ক্লার্কশিপ লাস্ট মিনিট সাজেশন এর 3 টে video রয়েছে তাতেও রয়েছে।study of eye, numismatics 40 মিনিটের english class এ রয়েছে।

♦️কালকে যাদের exam আছে তারা অবশ্যই আমাদের PDF পড়ে যাবেন বিশেষ করে স্ট্যাটিক GK PDF টি।

SAZVI LESSON

15 Nov, 03:49


🔺Metal Contamination Disease🔺

Minimata - Mercury
Mad Hatter Disease - Mercury
Itai-Itai - Cadmium
Blue Baby Syndrome - Nitrate
Black Foot - Arsenic
Siderosis - Inhalation of Iron Dust
Dermititis - Nickel
Wilson - Copper

SAZVI LESSON

15 Nov, 03:47


আজ ১৫ই নভেম্বরঃ "জনজাতীয় গৌরব দিবস" (Janjatiya Gourav Diwas)।
এই বছর থেকে ১৫ই নভেম্বর বিরসা মুন্ডার জন্মদিবস টিকে ‘জনজাতীয় গৌরব দিবস’ হিসেবে পালন করা হবে।

SAZVI LESSON

12 Nov, 15:38


♦️ ১২ই নভেম্বরঃ "বিশ্ব নিউমোনিয়া দিবস"
(World Pneumonia Day)। ♦️২ নভেম্বর ২০০৯ সালে প্রথম 'বিশ্ব নিউমোনিয়া দিবস' হিসাবে যোগদান করেছিল।।

SAZVI LESSON

12 Nov, 15:35


🟢 গুরুত্বপূর্ণ নিয়োগ 2024 🔺

🔶 সঞ্জীব খান্না সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি হয়েছেন সঞ্জীব খান্না (51 তম)

🔶 কপিল সিবাল নির্বাচিত সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি

🔶 ডেভিড সালভাগনিনি নির্বাচিত নাসার প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) কর্মকর্তা

🔶 ইদাশিষা নংরাং মেঘালয়ার প্রথম নারী পুলিশ মহাপরিচালক (DGP) হিসেবে নিয়োগ

🔶 দীলিপ সাঙ্ঘানি নির্বাচিত IFFCO এর চেয়ারম্যান

🔶 সুবোধ কুমার (IAS) আয়ুষ মন্ত্রকের পরিচালক হিসেবে নিয়োগ

🔶 ইউজবেন্দ্র চাহাল ভোটার টার্নআউট বাড়াতে গুরুগ্রাম প্রশাসনে যুক্ত

🔶 করিনা কাপুর UNICEF ভারতের জাতীয় অ্যাম্বাসেডর

🔶 সঞ্জয় কুমার মিশ্র GST আপিল ট্রাইব্যুনালের প্রধান হিসেবে নির্বাচিত

🔶 শশী ভূষণ সিং জাতীয় পাট বোর্ডের সচিব হিসেবে নিয়োগ

🔶 প্রতিমা সিং (IRS) DPIIT এর পরিচালক হিসেবে নিয়োগ

🔶 সর্বদানন্দ বর্ণওয়াল ভূমি সম্পদ বিভাগের পরিচালক হিসেবে নিয়োগ

🔶 সুনীল কুমার যাদব (IRS) আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের পরিচালক হিসেবে নিয়োগ

🔶 অরুণ আলাগাপ্পান কোরোম্যান্ডেল ইন্টারন্যাশনালের এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে নিয়োগ

🔶 যুবরাজ সিং ICC পুরুষদের T20 বিশ্বকাপ 2024 এর অ্যাম্বাসেডর

🔶 নার্সিং যাদব WFI এথলেট কমিশনের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত

🔶 নাইমা খাতুন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ

🔶 গীতা সাবরাওয়াল ইন্দোনেশিয়ায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী হিসেবে নিয়োগ

🔶 MS ধোনি সিট্রোয়েন ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত

🔶 নলিন প্রভাত NSG এর মহাপরিচালক হিসেবে নিয়োগ

🔶 ভাইস অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠি নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ

🔶 সৌরভ গার্গ পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের সচিব হিসেবে নিয়োগ

🔶 অনুরাগ কুমার CBI এর যুগ্ম পরিচালক হিসেবে নিয়োগ

🔶 জগজিৎ পবাদিয়া আন্তর্জাতিক নেশা নিয়ন্ত্রণ বোর্ডে পুনঃনির্বাচিত

🔶 সচিদানন্দ মোহান্তি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (UGC) সদস্য হিসেবে নিয়োগ

🔶 হরেন্দ্র সিং ২০২৮ অলিম্পিক পর্যন্ত ভারতীয় মহিলা হকি দলের কোচ হিসেবে নিয়োগ

🔶 মনোজ পাণ্ডা নতুন অর্থ কমিশনের সদস্য হিসেবে নিয়োগ

🔶 রাকেশ মোহন বিশ্বব্যাংকের অর্থনৈতিক পরামর্শক প্যানেলে নিয়োগ

🔶 লেফটেন্যান্ট জেনারেল জেএস সিদানা ইএমই এর নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ

🔶 জয়শ্রী দাস বর্মা FICCI লেডিস অর্গানাইজেশনের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত

🔶 কমল কিশোর জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রচেষ্টার প্রধান হিসেবে নিয়োগ

🔶 গণেশ কুমার, সুখবীর সান্ধু নতুন নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ

🔶 অনুরাগ আগরওয়াল সংসদ নিরাপত্তার প্রধান হিসেবে নিয়োগ

🔶 শুভমান গিল পাঞ্জাবের ‘স্টেট আইকন’ হিসেবে লোকসভা নির্বাচনের জন্য মনোনীত

🔶 ক্যাটরিনা কাইফ চেন্নাই সুপার কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে IPL 2024 এর জন্য যুক্ত

🔶 জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সেনাবাহিনীর উপপ্রধান হিসেবে নিয়োগ

🔶 জয় শাহ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসেবে তৃতীয় মেয়াদে নির্বাচিত

🔶 অনিল কুমার লাহোটি TRAI - টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে নিয়োগ
•────•✾•─────
Collected

SAZVI LESSON

10 Nov, 14:08


৯ই নভেম্বরঃ "জাতীয় আইনি পরিষেবা দিবস" (National Legal Services Day, India)।

SAZVI LESSON

10 Nov, 14:06


৯ই নভেম্বরঃ "বিশ্ব স্বাধীনতা দিবস" (World Freedom Day, United States)। আমেরিকা যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল পালন যা তৎকালীন রাষ্ট্রপতি জর্জ ডব্লু বুশ বার্লিন প্রাচীরের পতন এবং মধ্য ও পূর্ব ইউরোপের কমিউনিস্ট শাসনের অবসান স্মরণে ঘোষণা করে। এটি ২০০১ সালে শুরু হয়েছিল এবং ৯ই নভেম্বর উদযাপিত হয়।।

SAZVI LESSON

08 Nov, 02:15


❤️ ইতিহাসের সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর

01. সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা ছিল ?
Ans : তাম্রপ্রস্তর যুগের সভ্যতা।

02. বাঙ্গলি প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় কোন সভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কার করেন ?
Ans : সিন্ধু সভ্যতা।

03. সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় কবে ?
Ans : ১৯২২ সালে .

04. খ্রিস্টপূর্ব কত বছর আগে সিন্ধু সভ্যতার যাত্রা শুরু হয়েছিল ?
Ans : খ্রিস্টপূর্ব ৩০০০.

05. সিন্ধু সভ্যতা কী ধরনের সভ্যতা ?
Ans : নগরভিত্তিক সভ্যতা ।

06. ভারতের কোন সভ্যতা বিশ্বের প্রাচীনতম সভ্যতার নাম ?
Ans : মেহেরগড় সভ্যতা।

07. হরপ্পা সভ্যতার পোড়ামাটির শিল্পের প্রায় এক তৃতীয়াংশ কী ছিল ?
Ans : নারীমূর্তি।

08. সিন্ধু সভ্যতায় কোন ধাতুর ব্যবহার জানা ছিল না ?
Ans : লোহা ।

09. সিন্ধু সভ্যতার সমসাময়িক সভ্যতা কোনটি ?
Ans : মেসোপটেমিয়া।

10. হরপ্পা সভ্যতায় কোন পশুকে সম্মান করা হত?
Ans : ষাঁড়কে।

11. সিন্ধু সভ্যতায় পাওয়া যায়—
Ans : দু হাজার শীলমোহর।

12. মহেন – জো – দারো কথার অর্থ কি?
Ans : মৃতের স্তূপ।

13. মেহেরগড় সভ্যতা কোন সভ্যতা?
Ans : ভারতের প্রাচীনতম সভ্যতা।

14. সিন্ধু সভ্যতার একটি বন্দরের নাম লেখ?
Ans : লোথাল ।

15. হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন?
Ans : দয়ারাম সাহানি।

16. হরপ্পা সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কি ছিল?
Ans : কৃষিকার্য ও পশুপালন।

17. সিন্ধু সভ্যতার বিলুপ্তি কোন সময় ঘটে ?
Ans : আনুমানিক খ্রিস্টপূর্ব অষ্টাদশ শতকে।

18. আজ পর্যন্ত সিন্ধু সভ্যতার নিদর্শনের কয়টি কেন্দ্র পাওয়া গেছে ?
Ans : ২৫০ টি।

19. সিন্ধুবাসীদের অর্থনীতি বলতে কী বোঝায় ?
Ans : কারিগরি শিল্প ও বাণিজ্য।

20. সিন্ধুসভ্যতার পতনের সম্ভাব্য কারণ কী ?
Ans : বন্যা ও পরিবেশের পরিবর্তন ।
Collected

SAZVI LESSON

05 Nov, 12:48


আজ ৫ই নভেম্বরঃ "বিশ্ব সুনামি সচেতনতা দিবস" (World Tsunami Awareness Day)
এবং থিম-২০২৪ হলোঃ- 'Fighting Inequality for a Resilient Future' জাতিসংঘের ৭০/২৩ নং রেগুলেশন দ্বারা ২০১৫ সাল থেকে এই দিবস পালিত হচ্ছে।

SAZVI LESSON

04 Nov, 13:30


২৮শে অক্টোবর - ৩রা নভেম্বর, ২০২৪:
"সতর্কতা সচেতনতা সপ্তাহ" (Vigilance Awareness Week) & এ বছরের থিম হলোঃ "Culture of Integrity for Nation's Prosperity."

SAZVI LESSON

02 Nov, 13:13


❇️ জাতীয় আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনা 👇👇

🔘 1904 ➺ _ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন পাস_
🔘 1905 ➺ _বঙ্গভঙ্গ_
🔘 1906 ➺ _মুসলিম লীগ প্রতিষ্ঠা_
🔘 1907 ➺ _সুরাট অধিবেশন, কংগ্রেসে বিভক্ত_
🔘 1909 ➺ _মার্লে-মিন্টো সংস্কার_
🔘 1911 ➺ _ব্রিটিশ সম্রাটের দিল্লি দরবার_
🔘 1916 ➺ _হোম রুল লীগ গঠন_
🔘 1916 ➺ _মুসলিম লীগ-কংগ্রেস চুক্তি (লখনউ চুক্তি)_
🔘 1917 ➺ _মহাত্মা গান্ধীর চম্পারণে আন্দোলন_
🔘 1919 ➺ _রাওলাট আইন_
🔘 1919 ➺ _জালিয়ানওয়ালাবাগ গণহত্যা_
🔘 1919 ➺ _মন্টেগ-চেমসফোর্ড সংস্কার_
🔘 1920 ➺ _খিলাফত আন্দোলন_
🔘 1920 ➺ _অসহযোগ আন্দোলন_
🔘 1922 ➺ _চৌরি-চৌরার ঘটনা_
🔘 1927 ➺ _সাইমন কমিশন নিয়োগ_
🔘 1928 ➺ _ভারতে সাইমন কমিশনের আগমন_
🔘 1929 ➺ _ভগৎ সিং কর্তৃক কেন্দ্রীয় পরিষদে বোমা বিস্ফোরণ_
🔘 1929 ➺ _কংগ্রেসের পূর্ণ স্বাধীনতার দাবি_
🔘 1930 ➺ _আইন অমান্য আন্দোলন_
🔘 1930 ➺ _প্রথম গোলটেবিল সম্মেলন_
🔘 1931 ➺ _দ্বিতীয় গোলটেবিল সম্মেলন_
🔘 1932 ➺ _তৃতীয় গোলটেবিল সম্মেলন_
🔘 1932 ➺ _সাম্প্রদায়িক নির্বাচনী ব্যবস্থার ঘোষণা_
🔘 1932 ➺ _পুনা চুক্তি_
🔘 1942 ➺ _ভারত ছাড়ো আন্দোলন_
🔘 1942 ➺ _ক্রিপস মিশনের আগমন_
🔘 1943 ➺ _আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা_
🔘 1946 ➺ _ক্যাবিনেট মিশনের আগমন_
🔘 1946 ➺ _ভারতীয় গণপরিষদের নির্বাচন_
🔘 1946 ➺ _অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা_
🔘 1947 ➺ _মাউন্টব্যাটেনের ভারত ভাগের পরিকল্পনা_
🔘 1947 ➺ _ভারতের স্বাধীনতা
Collected

SAZVI LESSON

01 Nov, 13:39


আজ ১লা নভেম্বরঃ "বিশ্ব ভেগান দিবস" (World Vegan Day)। ওয়ার্ল্ড ভেগান দিবস হ'ল একটি বার্ষিক অনুষ্ঠান যা প্রতি ১লা নভেম্বর সারা বিশ্বে Vegans দ্বারা পালিত হয়। স্টল স্থাপন, পটলাক্স হোস্টিং এবং স্মরণীয় গাছ লাগানোর মতো ক্রিয়াকলাপের মাধ্যমে মানুষের ও প্রাকৃতিক পরিবেশের জন্য ভেজানিজমের উপকারগুলি উদযাপিত হয়।

SAZVI LESSON

01 Nov, 12:33


🔺 বল্লভভাই প্যাটেল সম্পর্কে কিছু তথ্য🔺

👉 জন্ম---31 অক্টোবর।

👉 জন্মস্থান– গুজরাটের নাদিয়াদ শহর।

👉 মৃত্যু–1950 এর 15 ডিসেম্বর।

👉 মৃত্যুস্থান–মুম্বাই।

👉 তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপ- প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী।

👉 2014 সালের 31 শে অক্টোবর থেকে তার জন্মদিনকে "রাষ্ট্রীয় একতা দিবস" হিসেবে পালন করা হয়।

👉 তাকে "ভারতের লৌহ মানব", "ভারতের বিসমার্ক" ও" ইউনিফায়ার অফ ইন্ডিয়া"বলা হয়।

👉 এছাড়াও তাকে "ফাদার অব অল ইন্ডিয়া সার্ভিস"ও বলা হয়।

👉 মহাত্মা গান্ধী তাকে"সর্দার"উপাধি দেন।

👉 তিনি 1931 সালে জাতীয় কংগ্রেসের করাচি অধিবেশনের সভাপতি ছিলেন, যেখানে "মৌলিক অধিকারের উপর প্রস্তাব" পাশ হয়।

👉 তিনি বলেছিলেন " I know only one culture that is agriculture".

👉 তিনি 1928 সালে গুজরাটের বরদৌলি সত্যাগ্রহের নেতা ছিলেন।

👉 তিনি ছিলেন প্রথম কেন্দ্রীয় মন্ত্রী যিনি কর্মরত অবস্থায় মারা যান।

সর্দার বল্লভভাই প্যাটেল এর নামে প্রতিষ্ঠিত কিছু প্রতিষ্ঠান

👉 সর্দার বল্লভভাই প্যাটেল পুলিশ একাডেমি– আমেদাবাদ

👉 সর্দার বল্লভ ভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট –আমেদাবাদ

👉 সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশানাল মেমোরিয়াল –আমেদাবাদ

👉 সর্দার বল্লভ ভাই প্যাটেল স্টেডিয়াম– আমেদাবাদ

👉 সর্দার বল্লভ ভাই প্যাটেল ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি –আমেদাবাদ

👉 সর্দার বল্লভ ভাই প্যাটেল ইনস্টিউট অফ টেকনোলজি –বাসাদ

👉 সর্দার বল্লভ ভাই প্যাটেল ইউনিভার্সিটি অব এগ্রিকালচার এন্ড টেকনোলজি– মিরাট

👉 সর্দার বল্লভ ভাই প্যাটেল ইউনিভার্সিটি– গুজরাট

👉 সর্দার বল্লভ ভাই প্যাটেল পুলিশ মিউজিয়াম– কল্লাম
@copied

SAZVI LESSON

01 Nov, 12:30


৩১শে অক্টোবরঃ "রাষ্ট্রীয় একতা দিবস" (National Unity Day)। "রাষ্ট্রীয় একতা দিবস" হলো সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার জন্য ভারত সরকারের সূচনা করা একটি দিবস। ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দিবসের শুভারম্ভ করেছিলেন। প্রতি বছর ৩১ অক্টোবর অর্থাৎ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে এই দিনটি পালন করা হয়।

SAZVI LESSON

01 Nov, 12:29


৩১শে অক্টোবরঃ "বিশ্ব নগর/শহর দিবস" (World Cities Day) এবং থিম-২০২৪ হলোঃ "Youth leading climate and local action for cities,". বিশ্ব নগর দিবস" হলো ৩১শে অক্টোবর অনুষ্ঠিত জাতিসংঘের একটি বার্ষিক পালন দিবস। ২০১৪ সালে প্রথম অনুষ্ঠিত বিশ্বব্যাপী পালনটি প্রতি বছর নির্বাচিত হোস্ট সিটির সাথে সমন্বয় করে জাতিসংঘের মানব বন্দোবস্ত কর্মসূচী দ্বারা আয়োজন করা হয়।

SAZVI LESSON

01 Nov, 12:28


🔺𝗦𝗖𝗜𝗘𝗡𝗖𝗘 𝗠𝗢𝗦𝗧 𝗜𝗠𝗣𝗢𝗥𝗧𝗔𝗡𝗧 𝗤𝗨𝗘𝗦𝗧𝗜𝗢𝗡s

⬤ সার্বজনীন দাতার রক্তের গ্রুপ ? - O

⬤ সর্বভুক রক্তের গ্রুপ? - AB

⬤ Rh ফ্যাক্টর এর সাথে সম্পর্কিত? - রক্ত থেকে

⬤ ফ্যাক্টর আবিষ্কারক? - ল্যান্ড স্টেইনার এবং ভিনার

⬤ রক্ত বিশুদ্ধ করে? - কিডনি

⬤ কিডনির ওজন কত? - 150 গ্রাম

⬤ রক্ত কোন সমাধান? - ক্ষারীয়

⬤ রক্তের pH মান কত? - 7.4

⬤ হৃদস্পন্দনের নিয়ন্ত্রক? - পেসমেকার

⬤ শরীর থেকে হৃদপিন্ডে রক্ত বহন করে
এতে যে রক্তনালী থাকে তাকে বলে – শিরা

⬤ হৃৎপিণ্ড থেকে শরীরে রক্ত বহন করে
এতে যে রক্তনালী থাকে তাকে বলে – ধমনী

⬤ Gervik-7 হল.. – কৃত্রিম হার্ট

⬤ শরীরে অক্সিজেন পরিবহন: – রক্তের মাধ্যমে

⬤ সবচেয়ে ছোট হাড় - স্টেপস (মাঝের কানে)

⬤ সবচেয়ে বড় হাড় – ফিমার (উরুতে)

⬤ দীর্ঘতম পেশী - সার্টোরিয়াস

⬤ বৃহত্তম গ্রন্থি - লিভার

⬤ সর্বোচ্চ পুনর্জন্ম ক্ষমতা - লিভারে
⬤ সর্বনিম্ন পুনর্জন্ম ক্ষমতা - মস্তিষ্কে

⬤ শরীরের সবচেয়ে শক্ত অংশ - দাঁতের এনামেল

⬤ বৃহত্তম লালা গ্রন্থি - প্যারোটিড গ্রন্থি

⬤ ক্ষুদ্রতম WBC - লিম্ফোসাইট

⬤ বৃহত্তম WBC - মনোসাইট

⬤ সবচেয়ে বড় শিরা – নিকৃষ্ট

⬤ RBC এর জীবনকাল - 120 দিন

⬤ রক্ত জমাট বাঁধার সময় – 2-5 মিনিট
©P

SAZVI LESSON

30 Oct, 15:39


আজ ৩০শে অক্টোবরঃ আমাদের দেশে
"বিশ্ব সঞ্চয় দিবস" (World Savings Day, India) হিসেবে পালন করা হয় (৩১শে অক্টোবর স্বর্গীয় PM ইন্দিরা গান্ধীর মৃত্যুর জন্য)। ''বিশ্ব সঞ্চয় দিবস'' প্রতিষ্ঠিত হয়েছিল ৩১শে অক্টোবর, ১৯২৪ সালে, ইতালির মিলানে প্রথম আন্তর্জাতিক সঞ্চয় ব্যাংক কংগ্রেসের সময়। কংগ্রেসের শেষ দিনে ইতালীয় অধ্যাপক ফিলিপ্পো রাভিজা এই দিনটিকে "আন্তর্জাতিক সঞ্চয় দিবস" হিসেবে ঘোষণা করেন।।

SAZVI LESSON

30 Oct, 01:59


🏆 ব্যালন ডি'অর 2024 পুরস্কার

পুরুষ বিভাগে এই পুরস্কার জিতেছেন রদ্রি (স্প্যানিশ মিডফিল্ডার)

মহিলা বিভাগে এই পুরস্কার জিতেছেন আইতানা বনমতি (এফসি বার্সেলোনা/স্পেন)।

❇️ সেরা গোলরক্ষক - এমিলিয়ানো মার্টিনেজ।

❇️ সর্বাধিক সংখ্যক গোল করার জন্য গের্ড মুলার ট্রফি বিজয়ী -- হ্যারি কেন এবং কাইলিয়ান এমবাপ্পে।

❇️ সেরা তরুণ খেলোয়াড় - লামিন ইয়ামাল।

ব্যালন ডি'অর শুরু হয়:-1956 সাল থেকে
©P

SAZVI LESSON

29 Oct, 12:04


আজ ২৯শে অক্টোবরঃ "বিশ্ব স্ট্রোক দিবস (World Stroke Day) এবং থিম-২০২৪ হলোঃ "#GreaterThanStroke active challenge". মস্তিষ্কে রক্ত সরবরাহ কোনো কারণে বিঘ্নিত হলে স্ট্রোক সংঘটিত হয়। বিশেষ করে রক্তনালী বন্ধ হয়ে কিংবা রক্তনালী ছিঁড়ে মস্তিষ্কে এই রক্ত সরবরাহ বিঘ্নিত হয়। রক্তে থাকে অক্সিজেন আর পুষ্টিগুণ। ফলে অক্সিজেনের অভাবে মস্তিষ্কের টিস্যুগুলো মারা যায়। স্ট্রোকের সবচেয়ে বড় কারণ হলো উচ্চরক্তচাপ। সারাবিশ্বে মৃত্যুর তৃতীয় প্রধান কারণ হলো স্ট্রোক।

SAZVI LESSON

28 Oct, 12:30


🔺এই ভিডিওটি সামনে আসা Clerkship, WBCS, Rail NTPC, WBP & সমস্ত চাকরি পরীক্ষার জন্য ভীষন উপযোগী......

SAZVI LESSON

28 Oct, 12:12


♦️ সাধারণ জ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ♦️


01. রঞ্জি ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত?
*উত্তর:- ক্রিকেট*

02. হরিয়ানার মহিষের কোন জাত বিখ্যাত?
*উত্তর:- মুররাহ*

03. কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?
*উত্তর:- ভিটামিন এ*

04"আরম হারাম হ্যায়" স্লোগান কে দিয়েছিলেন?
*উত্তর:- জওহরলাল নেহেরু*

05. কে প্রথম "ইনকিলাব জিন্দাবাদ" স্লোগান দেন?
*উত্তর:- সর্দার ভগৎ সিং*

06. বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত একমাত্র রাষ্ট্রপতি কে ছিলেন?
*উত্তর:- নীলম সঞ্জীব রেড্ডি*

07. লেবু ও কমলালেবুতে কোন ভিটামিন পাওয়া যায়?
*উত্তর:- ভিটামিন ‘সি’*

08. ভারতের জাতীয় সঙ্গীত ছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর অন্য কোন দেশের জাতীয় সঙ্গীত রচনা করেন?
*উত্তর:- বাংলাদেশ*

09. 'রাজঘাট' কার সমাধি?
*উত্তর:- মহাত্মা গান্ধী*

10. কাকে "ভারতের ম্যানচেস্টার" বলা হয়?
*উত্তর:- আহমেদাবাদ*

11ভারতের কোন রাজ্যকে "মন্দিরের পবিত্র ভূমি" বলা হয়?
*উত্তর:- তামিলনাড়ু*

12. 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে ঝাঁসির রানি লক্ষ্মীবাই গোয়ালিয়রে কার সাহায্যে বিদ্রোহ করেছিলেন?
*উত্তর:- তাতিয়ান টোপে*

13. 1857 সালের বিপ্লবের পর ব্রিটিশরা মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে বন্দী হিসেবে কোথায় পাঠায়?
*উত্তর:- বার্মা (মিয়ানমার)*

14.জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়?
*উত্তর:- ২৮ ফেব্রুয়ারি*

15. মুঘল সম্রাট আকবর কোথায় জন্মগ্রহণ করেন?
*উত্তর:- অমরকোট দুর্গে*

16. পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি?
*উত্তর:- অস্ট্রেলিয়া*

17. বিশ্বের প্রাচীনতম গণতন্ত্র কোনটি?
*উত্তর:- সান মারিনো*

18. হরিয়ানার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?
*উত্তর:- পন্ডিত ভগবত দয়াল শর্মা*

19. হরিয়ানার প্রথম রাজ্যপাল কে ছিলেন?
*উত্তর:- ধরমবীর*

20. সুয়েজ খাল কোন দুটি সমুদ্রকে সংযুক্ত করেছে?
*উত্তর:- ভূমধ্যসাগর ও লোহিত সাগর*

21. শ্বেত বিপ্লব কিসের সাথে সম্পর্কিত?
*উত্তর:- দুধ থেকে*

22. কটক কোন নদীর তীরে অবস্থিত?
*উত্তর:- মহানদী*

23. কেচু তৈরিতে কোন গাছের কাঠ ব্যবহার করা হয়?
*উত্তর:- আচ্ছা*

24. কোন ব্যাকটেরিয়া দুধ থেকে দই তৈরি করে?
*উত্তর:- ল্যাক্টো ব্যাসিলাস*

25. দূরদর্শন কোন সালে রঙিন টেলিভিশন চালু করে?
*উত্তর:- 1982 সাল*

26ভারতের জাতীয় সঙ্গীত প্রথম কখন গাওয়া হয়?
*উত্তর:- 1911 সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে।

27. ভারতের জাতীয় সঙ্গীত কে লিখেছেন?
*উত্তর:- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়*

28. মানবসৃষ্ট প্রথম ফাইবার কোনটি?
*উত্তর:- নাইলন*

29. মানবদেহের কোন গ্রন্থিকে 'মাস্টার গ্ল্যান্ড' বলা হয়?
*উত্তর:- পিটুইটারি গ্রন্থি*

30. প্রোটন কে আবিষ্কার করেন?
*উত্তর:- রাদারফোর্ড*

31. প্রযুক্তি উন্নয়ন পরিষদ কবে প্রতিষ্ঠিত হয়?
*উত্তর:- 1986 সাল*

32. উদ্ভিজ্জ ঘি তৈরিতে কোন গ্যাস ব্যবহার করা হয়?
*উত্তর:- হাইড্রোজেন*

33প্রথম ভারতীয় নাগরিক কে নোবেল পুরস্কার পান?
*উত্তর:- রবীন্দ্রনাথ ঠাকুর (1913 সালে)*

34. জাতীয় সঙ্গীতের জন্য নির্ধারিত সময়সীমা কত?
*উত্তর:- 52 সেকেন্ড*

35. বঙ্কিমচন্দ্র চ্যাটার্জির কোন উপন্যাস থেকে জাতীয় গান নেওয়া হয়েছে?
*উত্তর:- আনন্দ মঠ*

36জাতীয় উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কে?
*উত্তর:- প্রধানমন্ত্রী*

37. কে মুঘল রাজবংশ প্রতিষ্ঠা করেন?
*উত্তর:- বাবর*

38. বিশ্বের বৃহত্তম দেশ কোনটি?
*উত্তর:- রাশিয়া*

39. বিশ্বের বৃহত্তম দ্বীপ কোনটি?
*উত্তর:- গ্রীনল্যান্ড*

40হরিয়ানার প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কোনটি এবং কোথায় অবস্থিত?
*উত্তর:- ভগত ফুল সিং মহিলা বিশ্ববিদ্যালয় খানপুর কালান (সোনিপত)*

@copied

SAZVI LESSON

28 Oct, 12:08


আজ ২৮শে অক্টোবর: "আন্তর্জাতিক অ্যানিমেশন দিবস" (International Animation Day)। এই দিবসটি ২০০২ সালে আমেরিকার ASIFA দ্বারা অ্যানিমেশন শিল্পকে উদযাপনের প্রধান আন্তর্জাতিক ইভেন্ট হিসাবে ঘোষণা করা একটি আন্তর্জাতিক উদযাপন ছিল।

SAZVI LESSON

28 Oct, 08:56


২৭শে অক্টোবরঃ "অডিওভিস্যুয়াল হেরিটেজের জন্য বিশ্ব দিবস" (World Day for Audiovisual Heritage)।

SAZVI LESSON

26 Oct, 14:36


🔺 House নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন🔺

1.White House=====ওয়াশিংটন ডি.সি -তে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন
2.Blue House======সিউলে অবস্থিত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন
3.Blear House======ওয়াশিংটন ডি.সি -তে অবস্থিত যুক্তরাষ্ট্রের সরকারি অতিথি ভবন।
4. Ecology House====ওয়াশিংটন ডি.সি -তে অবস্থিত যুক্তরাষ্ট্রের ধনকুবের মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা বিল গেটসের বাড়ির নাম
5.India House======লন্ডনে অবস্থিত ভারতীয় দূতাবাস।
6.Bush House======== লন্ডনে অবস্থিত বিবিসি’র প্রাক্তন কর্যালয়।
7.Freedom House======ওয়াশিংটন ডি.সি - তে অবস্থিত যুক্তরাষ্ট্রের বুদ্ধিজীবীদের সংগঠন।
8.বর্ধমান হাউস====বাংলা একাডেমির কার্যালয়
৯. চামেলি হাউস====সিরডাপ এর কার্যালয়
১০ এলিসি প্রাসাদে ====ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবন
১১.মার্লবরো হাউস ==== কমনওয়েলথ কার্য্যালয়
১২.টেম্পল ট্রি ===== শ্রীলংকার প্রেসিডেন্টের সরকারী বাসভবন
১৩.উইন্ডসর ক্যাসল = ====ইংল্যান্ডেররানীর সরকারী বাসভবন
১৪.ব্রডকাস্টিং হাউস=====বিবিসি’ রর্তমান কার্যালয়
১৫.গণভবন====বাংলাদেশের প্রধানমন্ত্রির সরকারি বাসভবন
১৬.বঙ্গভবন====বাংলাদেশের প্রেসিডেন্টের সরকারি বাসভবন
১৭.উইন্ডসর ক্যাসল==== ইংল্যান্ডের রানীর সরকারী বাসভবন
১৮.ক্রেমলিন =====রাশিয়ার প্রেসিডেন্টের সরকারী বাসভবন - মস্কো
১৯.জনপথ ভবন====ভারত- প্রধানমন্ত্রীর বাসভবন
২০.প্রধানমন্ত্রী হাউস====পাকিস্তান- প্রধানমন্ত্রীর বাসভবন
২১.ব্রিটেন-====১০নং ডাউনিং স্ট্রিট> প্রধানম ন্ত্রীর বাসভবন
২২.বান পিটসানুলক====থাইল্যান্ড- প্রধানমন্ত্রীর বাসভবন
২৩.কিরিবিলি হাউস ==== অস্ট্রেলিয়া- প্রধানমন্ত্রীর বাসভবন
২৪.ভিল্লা মাদামা ইতালি==== প্রধানমন্ত্রীর বাসভবন
২৫.সিংহ দরবার ======= নেপাল সরকারের সদরদপ্তর - কাঠমুন্ড
২৬.রাইটার্স বিল্ডিং ==== পশ্চিমবঙ্গ সরকারের সচিবালয় - কলকাতা
২৭.ফ্লাসিং মিডোস ==== জাতিসংঘের সভাস্থল - নিউইয়র্ক
২৮.হোয়াইট হল === ব্রিটিশ সরকারের কার্যালয়, রানীর সাবেক সরকারী বাসভবন - লন্ডন।
২৯.বাকিংহাস প্যালেস ==== ইংল্যান্ডের রাজা ও রানীর সরকারী বাসভবন - লন্ডন
৩০.উত্তরা গণভবন === বাংলাদেশের প্রধানমন্ত্রী উত্তরবঙ্গের সচিবালয় - নাটোর
৩১.ওভাল অফিস ===যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় - ওয়াশিংটন
৩২.হাউস অব দ্যা ন্যাশন ====বাংলাদেশের জাতীয় সংসদ
৩৩.হা্উস অব কমন্স ====যুক্তর্যাজের পার্লামেন্ট এর নিম্মকক্ষ।
৩৪.গ্রীন হাউস ====শীতপ্রধান দেশে ঠান্ডা থেকে রক্ষার জন্য নির্মিত গরম ঘর।
৩৫.হাউস অব দি রিপ্রেজন্টাটিভ ====== যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট এর নিম্মকক্ষ
@copied