কোটা আন্দোলন BD

@quatabd


খোদার পথে চলি
কাউকে করিনা ভয়।

কোটা আন্দোলন BD

24 Aug, 15:53


ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ইসহাক আলী খান পান্না ভারতে পালিয়ে যাওয়ার পথে সিলেট সীমান্তে মা/রা গেছেন...

কোটা আন্দোলন BD

24 Aug, 15:27


আজও ছিল একটি কর্মব্যস্ত দিন। স্বেচ্ছাসেবকদের সহায়তায় আজ সারাদিনে ৯ লরি ত্রাণসামগ্রী প্রস্তুত করা হয়েছে। এগুলো ইতোমধ্যে দুর্গত এলাকার উদ্দেশে রওনা হয়েছে।

৫টি লরিতে আছে ৫ হাজার পরিবারের জন্য ভারী প্যাকেজ। প্রত্যেক পরিবারের জন্য রয়েছে ১০ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি ও ১ কেজি লবণ।

৪টি লরিতে যাচ্ছে ৭ হাজার ৬০০ প্যাকেট শুকনা খাবার। প্রত্যেক প্যাকেটে রয়েছে ২ কেজি খেজুর, ২ কেজি চিড়া, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ও বোতলজাত পানি।

এছাড়া আমাদের ত্রাণ সামগ্রীতে রয়েছে মোমবাতি, দিয়াশলাই ও স্যানিটারি ন্যাপকিন।

এসব ত্রাণসামগ্রী আগামীকাল নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা ও চাঁদপুরের বিভিন্ন স্পটে বিতরণ করা হবে ইনশাআল্লাহ

শায়খ আহমাদুল্লাহ হাফিঃ

কোটা আন্দোলন BD

24 Aug, 15:20


দেশত্যাগের সময় হাসিনার কাছে শুধু কূটনৈতিক লাল পাসপোর্ট ছিল; কোনো সবুজ পাসপোর্ট ছিল না। ভারতের ভিসা নীতি অনুসারে, লাল পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই সে দেশে প্রবেশ এবং সর্বোচ্চ ৪৫ দিন পর্যন্ত অবস্থান করতে পারে। ইতোমধ্যে ২০ দিন শেষ হয়ে গেছে।

তাছাড়া ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে লীগ সরকারের সকলের লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে। এখন ভারত কী করবে? বন্যার পানির সঙ্গে দিদিকেও কি দেশে ফিরিয়ে দেবে? নাকি নিজেদের বানানো আইন নিজেরাই লঙ্ঘন করে তাকে রেখে দিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের আরও অবনতি ঘটাবে?

কোটা আন্দোলন BD

24 Aug, 15:17


কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের সবশেষ আপডেট।।

পিডিবির ম্যানেজার এটিএম আব্দুজ্জাহের দুপুর ২ টা ১০ মিনিটে জানালো কাপ্তাই লেকের  পানির আজ দুপুর ২ টা পর্যন্ত ১০৭.৬৩ ফুট মীন সি লেভেল। যদি সন্ধ্যা নাগাদ ১০৮ ফুট মীন সি লেভেল এর কাছাকাছি বা ক্রস করে তাহলে সন্ধ্যায় কাপ্তাই স্পীল ওয়ের ১৬ টি  গেইট ৬ ইঞ্চি করে ছেড়ে দেওয়া হবে।। সকলে সাবধানে থাকুন।।

ঝুলন দত্ত, সাধারণ সম্পাদক, কাপ্তাই প্রেসক্লাব।

কোটা আন্দোলন BD

24 Aug, 15:16


মানুষের পাশাপাশি আমরা ভেবেছি গৃহপালিত পশুর কথাও। গোখাদ্য হিসেবে দুর্গত এলাকার জন্য রওনা হচ্ছে ৬৭.৩৭ টন ভূসি। এগুলো বন্যদুর্গত ৪টি জেলা ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী ও কুমিল্লার বিভিন্ন স্পটে বিতরণ করা হবে।

শায়খ আহমাদুল্লাহ হাফিঃ

কোটা আন্দোলন BD

24 Aug, 10:25


আল্লাহু আকবার,শায়েখ শত ব্যস্ততার মাঝেও নিজে চষে বেড়াচ্ছেন৷

সরকার উপদেষ্টাতে রাখতে চেয়েছিলো,কিন্তু শায়খ আহমদুল্লাহ,নিজেই একটা সরকার,মাশাআল্লাহ৷আল্লাহ কবুল করুক,আমীন!

কোটা আন্দোলন BD

24 Aug, 10:20


টিএসসিতে গতকাল ত্রাণ উঠেছে ১ কোটি ২৬ লাখ টাকা। আর আস-সুন্নাহ ফাউন্ডেশনে উঠেছে ২০ কোটি টাকা। সোশ্যাল মিডিয়াতে দুটো নিয়েই দিনভর সমানে সমানে আলোচনা ছিল।

কিন্তু প্রথম আলোতে টিএসসি নিয়ে ঘণ্টায় ঘণ্টায় রিপোর্ট থাকলেও আস-সুন্নাহ ফাউন্ডেশন নিয়ে একটা সিঙ্গেল রিপোর্টও নাই।

এই যে হুজুরদের যেকোনো ভালো উদ্যোগকেও এলিয়েনেট করে রাখা, কভারেজ না দেওয়া, এটাই হচ্ছে বাংলাদেশের এলিট-সুশীলদের মধ্যে থাকা ইসলামবিদ্বেষ।

কোটা আন্দোলন BD

24 Aug, 08:50


"দেশ আমাদের আমরাই এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ!"
দেশে সকলের থাকার অধিকার আছে,  এখানে সকল ধর্ম বর্ণের মানুষ থাকবে ইনশাআল্লাহ শুধু থাকবে না কোনো জুলুম নির্যাতন থাকবে শান্তি যা এক মাত্র খেলাফত কায়েম এর মাধ্যমে অর্জন হবে!
মক্কা বিজয়ের পর ইসলামের সুন্দর্য দেখে অনেক কাফের মুসলিম হয়, কিন্তু উগ্র পন্থাগুলোর বিচার হয়েছিলো ঠিকি কিন্তু বিজয় এর পর হয়নি কোনো কাফের এর সাথে অসৎ আচরণ, সকল কে সমান অধিকার দেওয়া হয়েছিলো!
আজকে যদি খেলাফত কায়েম হয় তাহলে ইনশাআল্লাহ ঠিক মক্কা বিজয়ের মতোই আচরণ হবে সকলের সাথে!
ইসলাম শুধু ধর্ম না এটা পৃথিবী জুড়ে শান্তির নাম!

কোটা আন্দোলন BD

24 Aug, 00:20


রাত ঠিক তিনটা বাজে এক মাদরাসার শিক্ষক কল করে জানালেন, তাদের মাদরাসায় প্রায় ৬০০ এর মতো সাধারণ মানুষ আশ্রয় নিয়েছে৷ আজ রাতে তাদের কোনো খাবার দিতে পারেনি৷ ৬০০ মানুষ সকলেই উপবাস থেকেছে৷ না খেয়েই ঘুমাচ্ছে৷ বাচ্চারা কান্না করছে মায়ের নিকট কিন্তু দেওয়ার মত কিছুই নেই কারো কাছে৷

গতকাল দুপুরে মাদরাসার পক্ষ থেকে কিছু শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে৷ এরপর মাদরাসা কোনো ব্যবস্থা করতে পারেনি৷ সকালে খাবারের মতো কিছুই নেই তাদের৷ পুরো এলাকা পানিতে ডুবন্ত৷ কোনো ত্রাণ সহায়তা তাদের নিকট যায় নি৷ তারা কল করেও কোনো ত্রাণ পায় নি৷ আপনাদের নিকট বিনীত আজর কেউ তাদের খেয়াল করুন৷ ওই আশ্রয় কেন্দ্রের আশপাশে বহু মানুষ দুই দিন যাবৎ না খেয়ে আছে৷ প্লিজ একটু যান কেউ৷

যাতায়াত:- ফেনী লালপোল থেকে সোনাগাজীর রোডে চিন্তারপোল হয়ে কুটিরহাটের রাস্তায় রাঘবপুর মাদ্রাসা ও স্কুল। হযরতুল উস্তাদ মুফতি আহমদুল্লাহ হাফি. (নায়েবে মুহতামিম জামিয়া মাদানিয়া ফেনী) এর বাড়ীর দরজায় অবস্থিত মাদরাসা৷

যোগাযোগ:
১৷ মাষ্টার সাইফুল ইসলাম 01878534903‎
২৷ মাওলানা আখতার 01871727481
৩৷ মাওলানা হাবিবউল্লাহ 01849942768
৪৷ মাওলানা ইসমাইল 01637623319

কোটা আন্দোলন BD

24 Aug, 00:18


আলহামদুলিল্লাহ, ফেনী শহরের পানি কমেছে৷ মহিপাল প্লাজার সামনের দৃশ্য৷ বাকি এখনও সদর হাসপাতালের পাশের রাস্তাগুলো ডুবন্ত৷ এখন প্রয়োজন শুধু খাদ্য সামগ্রী৷

3,398

subscribers

2,075

photos

975

videos