Postagens do Canal মুসলিম বাংলা - Muslim Bangla

মুসলিম বাংলা- বাংলাভাষীদের জন্য সবচেয়ে সমৃদ্ধ ইসলামিক অ্যাপ। https://muslimbangla.com/
23,730 Inscritos
1,186 Fotos
365 Vídeos
Última Atualização 06.03.2025 23:28
Canais Semelhantes

15,801 Inscritos

6,811 Inscritos

1,515 Inscritos
O conteúdo mais recente compartilhado por মুসলিম বাংলা - Muslim Bangla no Telegram
অ্যাপে কয়েক ঘণ্টা আগেই জানানো হয়েছে। পোস্ট করতে স্মরণ ছিলো না। আফওয়ান
সুইডেনে কোরআন পুড়ানোয় কুখ্যাতি পাওয়া সালওয়ান মমিকা হলেন ইরাকি নাগরিক। ধর্মে ছিলেন ক্যাথোলিক খ্রিস্টান। রোড এক্সিডেন্টের মাধ্যমে হত্যার কারণে তার তিন বছরের সাজা হলে সে নিজের এলাকা ছেড়ে পালিয়ে যায়।
সিরিয়ান সংঘাতে সে ইমাম আলী বিগ্রেড নামের এক সশস্ত্র গোষ্ঠীর খ্রিস্টান উইংয়ের হয়ে যুদ্ধেও অংশ নেয়। তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগও আছে।
সে ২০১৭ সালে জার্মানি যায়, সেখান থেকে সুইডেনে রিফিউজি হিসেবে আশ্রয় নেয়। আশ্রয়ের আবেদন ফরমে আলী বিগ্রেডে নিজের সম্পৃক্ত থাকার অভিযোগ সে লুকায়। এ তথ্য প্রকাশিত হলে তাকে সুইডেন থেকে ডিপোর্ট করার সিদ্ধান্ত হয়।
কিন্তু কোরআন পুড়ানোয় ইরাকে ফেরত পাঠালে সে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকায় তাকে সুইডিশ সরকার ফেরত পাঠায় নি। কিন্তু পার্মানেন্ট রেসিডেন্সিও দেয় নাই। সাময়িক থাকার যে অনুমতি দিয়েছে সেটাও ২০২৪ সালে বাতিল হয়ে গেছে।
এরপর সেখান থেকে নরওয়েতে গেলে, নরওয়ের সরকারও তাকে গ্রহণ না করে ফেরত পাঠায়। কোরআন পুড়ানোর মামলায় সে সাজা প্রাপ্ত হলে কখনোই সুইডিশ নাগরিকত্ব লাভ করা তার পক্ষ সম্ভব ছিল না।
তাই কদিন আগ থেকে সে টুইটারে টাকা ডোনেশন চাইছিল যাতে আইনজীবীট, লবিং নিয়োগ দিয়ে আমেরিকায় আশ্রয় নিতে পারে। কোরআন পুড়ানো নিয়ে তার বিরুদ্ধে হেইট ক্রাইম সংক্রান্ত মামলার রায়ের কথা ছিল বৃহস্পতিবার।
একই ধারায় মোট চারটি অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে। এতে জরিমানা এবং ৬ মাস থেকে ৪ বছর করে সাজা দেয়ার সুযোগ আছে। ৪ টি অভিযোগে সর্বোচ্চ ১৬ বছর পর্যন্ত সাজার সুযোগ ছিল।
কিন্তু রায় হওয়ার আগেরদিন তাকে হত্যার ঘটনা ঘটেছে। আবার হত্যাকাণ্ডের খবর আসার পরপরই সুইডেনের প্রধানমন্ত্রী বলেছেন, 'এতে একটা বিদেশি শক্তি জড়িত'। তাই একে এত সিম্পলি নেওয়ার সুযোগ বোধ হয় নাই।
একটা ব্যাপার খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। সুইডেনে এত দিন যাবৎ সে চলাফেরা করছিল, কিচ্ছু হয় নি। সাধারণত বিক্ষুব্ধ কেউ এই ঘটনা ঘটালে তার কোরআন পুড়ানোর ইনসিডেন্টগুলোর পরপরই তা ঘটার কথা। অথবা রায়ে সংক্ষুব্ধ হলে তা করার কথা। কিন্তু রায় ঘোষণার মাত্র একদিন আগে এই ঘটনা!
আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে খুব দ্রুতই সুইডেনের প্রধানমন্ত্রী একটা সুনির্দিষ্ট দেশের কথা বলেছেন। কোন দেশ নাম নেন নি। কিন্তু এটা জিওপলিটিকাল ব্যাপারে যে রূপ নিতে পারে তা বোঝা যাচ্ছে।
সালওয়ান মমিকা নিজে খ্রিস্টান, জড়িত ছিল সন্ত্রাসবাদের এর সাথে। কোরআন পুড়ানো, এন্টি ইসলামিক এক্টিভিজম শুরুর আগে নিজেকে নাস্তিক ঘোষণা করলেও সুইডেনে তার ভিত্তি ছিল সেখানকার খ্রিস্টান ডানপন্থী নেতারা। সেখানকার সেসব সাংসদদের সাথেও তাকে চলতে ফিরতে দেখা গেছে।
ইসলামের বিরুদ্ধে তার এক্টিভিজম প্রধানত ছিল পশ্চিমা বিশ্বে নিজেকে খ্যাতিমান করতে, আর আশ্রয় লাভের আশায়। শুধু এসাইলামের আশায় এতকিছু!
যুদ্ধাপরাধ, সন্ত্রাসবাদ, হত্যার দায়ে সাজাপ্রাপ্ত হয়ে ফেরারি ঘুরে বেড়ানো একটা মানুষ ছিল সে! ইমাজিন সে যদি খ্রিস্টান না হয়ে মুসলমান হত তাহলে পশ্চিমা বিশ্ব তাকে কিভাবে দেখত!
- আরজু আহমেদ
সিরিয়ান সংঘাতে সে ইমাম আলী বিগ্রেড নামের এক সশস্ত্র গোষ্ঠীর খ্রিস্টান উইংয়ের হয়ে যুদ্ধেও অংশ নেয়। তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগও আছে।
সে ২০১৭ সালে জার্মানি যায়, সেখান থেকে সুইডেনে রিফিউজি হিসেবে আশ্রয় নেয়। আশ্রয়ের আবেদন ফরমে আলী বিগ্রেডে নিজের সম্পৃক্ত থাকার অভিযোগ সে লুকায়। এ তথ্য প্রকাশিত হলে তাকে সুইডেন থেকে ডিপোর্ট করার সিদ্ধান্ত হয়।
কিন্তু কোরআন পুড়ানোয় ইরাকে ফেরত পাঠালে সে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকায় তাকে সুইডিশ সরকার ফেরত পাঠায় নি। কিন্তু পার্মানেন্ট রেসিডেন্সিও দেয় নাই। সাময়িক থাকার যে অনুমতি দিয়েছে সেটাও ২০২৪ সালে বাতিল হয়ে গেছে।
এরপর সেখান থেকে নরওয়েতে গেলে, নরওয়ের সরকারও তাকে গ্রহণ না করে ফেরত পাঠায়। কোরআন পুড়ানোর মামলায় সে সাজা প্রাপ্ত হলে কখনোই সুইডিশ নাগরিকত্ব লাভ করা তার পক্ষ সম্ভব ছিল না।
তাই কদিন আগ থেকে সে টুইটারে টাকা ডোনেশন চাইছিল যাতে আইনজীবীট, লবিং নিয়োগ দিয়ে আমেরিকায় আশ্রয় নিতে পারে। কোরআন পুড়ানো নিয়ে তার বিরুদ্ধে হেইট ক্রাইম সংক্রান্ত মামলার রায়ের কথা ছিল বৃহস্পতিবার।
একই ধারায় মোট চারটি অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে। এতে জরিমানা এবং ৬ মাস থেকে ৪ বছর করে সাজা দেয়ার সুযোগ আছে। ৪ টি অভিযোগে সর্বোচ্চ ১৬ বছর পর্যন্ত সাজার সুযোগ ছিল।
কিন্তু রায় হওয়ার আগেরদিন তাকে হত্যার ঘটনা ঘটেছে। আবার হত্যাকাণ্ডের খবর আসার পরপরই সুইডেনের প্রধানমন্ত্রী বলেছেন, 'এতে একটা বিদেশি শক্তি জড়িত'। তাই একে এত সিম্পলি নেওয়ার সুযোগ বোধ হয় নাই।
একটা ব্যাপার খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। সুইডেনে এত দিন যাবৎ সে চলাফেরা করছিল, কিচ্ছু হয় নি। সাধারণত বিক্ষুব্ধ কেউ এই ঘটনা ঘটালে তার কোরআন পুড়ানোর ইনসিডেন্টগুলোর পরপরই তা ঘটার কথা। অথবা রায়ে সংক্ষুব্ধ হলে তা করার কথা। কিন্তু রায় ঘোষণার মাত্র একদিন আগে এই ঘটনা!
আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে খুব দ্রুতই সুইডেনের প্রধানমন্ত্রী একটা সুনির্দিষ্ট দেশের কথা বলেছেন। কোন দেশ নাম নেন নি। কিন্তু এটা জিওপলিটিকাল ব্যাপারে যে রূপ নিতে পারে তা বোঝা যাচ্ছে।
সালওয়ান মমিকা নিজে খ্রিস্টান, জড়িত ছিল সন্ত্রাসবাদের এর সাথে। কোরআন পুড়ানো, এন্টি ইসলামিক এক্টিভিজম শুরুর আগে নিজেকে নাস্তিক ঘোষণা করলেও সুইডেনে তার ভিত্তি ছিল সেখানকার খ্রিস্টান ডানপন্থী নেতারা। সেখানকার সেসব সাংসদদের সাথেও তাকে চলতে ফিরতে দেখা গেছে।
ইসলামের বিরুদ্ধে তার এক্টিভিজম প্রধানত ছিল পশ্চিমা বিশ্বে নিজেকে খ্যাতিমান করতে, আর আশ্রয় লাভের আশায়। শুধু এসাইলামের আশায় এতকিছু!
যুদ্ধাপরাধ, সন্ত্রাসবাদ, হত্যার দায়ে সাজাপ্রাপ্ত হয়ে ফেরারি ঘুরে বেড়ানো একটা মানুষ ছিল সে! ইমাজিন সে যদি খ্রিস্টান না হয়ে মুসলমান হত তাহলে পশ্চিমা বিশ্ব তাকে কিভাবে দেখত!
- আরজু আহমেদ
হজরতের কথা এই মুহূর্তে লাইভ হচ্ছে। মুসলিম বাংলা অ্যাপ থেকে লাইভে শুনতে পারেন।
আজকে বাদ আসর লাইভ হবে "মুসলিম বাংলা" অ্যাপে ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ্, সারা বাংলাদেশের মসজিদগুলোতে পৌঁছে যাচ্ছে মুসলিম বাংলা ফাউন্ডেশন এর ক্যালেন্ডার। শা'বান মাস চলে এসেছে। রমাদানের আগেই আপনার বাসার জন্য অর্ডার করুন। এলাকার মসজিদেও হাদিয়া করুন।
প্রিঅর্ডার লিঙ্ক - https://forms.gle/RaCrmNa24k2vxxaq7
প্রিঅর্ডার লিঙ্ক - https://forms.gle/RaCrmNa24k2vxxaq7
মৃত্যু তো আসবেই। তবে কিছু মৃত্যু ঈর্ষাজনক।
হায় ! আপনার কালাম পড়তে পড়তে এমন মউত নসীব করেন মাওলায়ে কারিম।
হায় ! আপনার কালাম পড়তে পড়তে এমন মউত নসীব করেন মাওলায়ে কারিম।
নাহিয়ান, জুলাই-আগস্ট বীরদের একটি অজানা অধ্যায়।
বাবা বেসরকারি একটা ছোট্ট চাকরি করেন ঢাকায়। একমাত্র ছেলেটি , মোহাম্মাদপুর সরকারী বালক উচ্চবিদ্যালয়ের ৯ম শ্রেণীতে পড়তো।
৪ আগস্ট থেকে গত ৬ মাস ধরে বিছানায় শয্যাশায়ী। শরীরের নিচের অংশ সম্পূর্ণ অচল হয়ে গেছে।
মুসলিম বাংলা ফাউন্ডেশন গত বৃহস্পতিবার ( ২৩ জানুয়ারি,২০২৫) দেখা করতে গিয়েছিলো ওর সাথে CMH এ।
নাহিয়ান গতকাল থাইল্যান্ডে পৌঁছেছে উন্নত চিকিৎসার জন্য। ওর বাবা তার একমাত্র সন্তানের জন্য সকলের কাছে দু'আ চেয়েছেন।
আমরা দু'আ করি, নাহিয়ান অতিসত্বর সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। নিজের পায়ে চলা ফেরা শুরু করুক।
আমীন। https://youtu.be/CkwE2c0sU8E
বাবা বেসরকারি একটা ছোট্ট চাকরি করেন ঢাকায়। একমাত্র ছেলেটি , মোহাম্মাদপুর সরকারী বালক উচ্চবিদ্যালয়ের ৯ম শ্রেণীতে পড়তো।
৪ আগস্ট থেকে গত ৬ মাস ধরে বিছানায় শয্যাশায়ী। শরীরের নিচের অংশ সম্পূর্ণ অচল হয়ে গেছে।
মুসলিম বাংলা ফাউন্ডেশন গত বৃহস্পতিবার ( ২৩ জানুয়ারি,২০২৫) দেখা করতে গিয়েছিলো ওর সাথে CMH এ।
নাহিয়ান গতকাল থাইল্যান্ডে পৌঁছেছে উন্নত চিকিৎসার জন্য। ওর বাবা তার একমাত্র সন্তানের জন্য সকলের কাছে দু'আ চেয়েছেন।
আমরা দু'আ করি, নাহিয়ান অতিসত্বর সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। নিজের পায়ে চলা ফেরা শুরু করুক।
আমীন। https://youtu.be/CkwE2c0sU8E
ভারতের বিহারে মাদ্রাসার শিশু বাচ্চাদের ধরে জোরপূর্বক "জয় শ্রীরাম" স্লোগান দেয়াচ্ছে হিন্দু সন্ত্রাসীরা। বাচ্চারা "জয় শ্রীরাম" বলতে অস্বীকৃতি জানালে কাঁচের বোতল ভেঙে তাদেরকে হত্যার ভয় দেখিয়ে "জয় শ্রীরাম" বলতে বাধ্য করে।
এখন লাইভ চলছে, https://www.youtube.com/watch?v=nKcuPDtsEko
তিনজনই মার্কিন সাম্রাজ্যবাদ তথা আমেরিকান-ন্যাটো জায়নবাদীদের বিপক্ষে লড়া মাঠের সৈনিক। আফগানের স্বাধীনতা যুদ্ধে বাংলার তিনজন মাঠের কমান্ডার। মুফতি হান্নান রহ. ইয়াহইয়া বদ্দা রহ. শেখ ফরীদ হাফিযাহুল্লাহ। হাসিনার ফ্যাসিজম বাংলাদেশকে দিল্লির দাসত্বে পরিণত করা ও জঙ্গী নাটকের পরিণতিতে কারাবন্দী হোন। ভিডিওটা দেখে শরীরের পশম শিহরিত হয়েছে। মাযলুম বিধানকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করার এই তিন মহামানব দেওবন্দী ধারা থেকেই উৎসরিত।
রাব্বে কারীম তাদের মুক্তিকে ত্বরান্বিত করেন শহীদ ভাইকে জান্নাতের সবুজ পাখি হিসেবে কবুল করেন।
- আব্দুল হাই
রাব্বে কারীম তাদের মুক্তিকে ত্বরান্বিত করেন শহীদ ভাইকে জান্নাতের সবুজ পাখি হিসেবে কবুল করেন।
- আব্দুল হাই