দুনিয়ার সকল দরোজা সর্বদা উন্মুক্ত থাকে না, শুধুমাত্র রবের দরোজা ছাড়া।
যে দরোজাগুলো বারংবার বন্ধ হয়ে যায়, সেগুলোতেই মানুষেরা ভিড় করে বেশি৷ আর যে দরোজা কখনো বন্ধ হয় না, সেই দরোজায় মানুষের পদচারণা হয় অত্যন্ত কম অথবা সেই দরোজায় মানুষ আসে সকল দরোজা তালাশের পরে। হতাশ হয়ে।
যে দরোজাগুলো বারংবার বন্ধ হয়ে যায়, সেগুলোতেই মানুষেরা ভিড় করে বেশি৷ আর যে দরোজা কখনো বন্ধ হয় না, সেই দরোজায় মানুষের পদচারণা হয় অত্যন্ত কম অথবা সেই দরোজায় মানুষ আসে সকল দরোজা তালাশের পরে। হতাশ হয়ে।