নতুন এক মওলানা ফতোয়া দিয়েছেন, মহিলাদের জন্য জানাজা নামায লাগবে না। বাকি লোকজন তাকে ধরছে --- ওই মিয়া, এই ফতোয়া তুমি কোথায় পাইছো? সে বলছে -- এমনি এমনি বলিনি, আমার কাছে রেফারেন্স আছে। লোকজন বললো -- বের করো তোমার রেফারেন্স ।
ফতোয়ার বই থেকে মওলানা সবাইকে দেখালেন, বইতে লেখা -- আওরতু কি জানাজা নেহি। আওরাত অর্থাৎ মহিলাদের জানাজা নাই।
জনগণের মধ্য থেকে যিনি বিজ্ঞ আলেম, যিনি আরবি ও উর্দু ভালো জানেন, তিনি বললেন -- ওরে নতুন মৌলভী, তুমি যে ভাষার বই পড়ছো ওই ভাষা তুমি এখনও জানো না । আওরতু কি জানাজা নেহি -- এর অর্থ এই না যে মরে গেলে মহিলাদের জানাজা হবে না। আওরতু কি জানাজা নেহি এর অর্থ হচ্ছে মেয়েরা জানাজার নামায পড়বে না, কোনো মেয়েকে জানাজার নামাযে অংশ নিতে হবে না ।
আমি বলতে চাচ্ছি, হে চা-ওয়ালার অনুসারীরা, তোমরা এখনও ইংরেজি বুঝো না। চা-ওয়ালা নিজেও বুঝে না।
©