পছন্দের এক্সচেঞ্জ এ Zoo টোকেন Withdraw করে নেন। Bitget এ নিলে এক্সট্রা বোনাস পেতে পারেন।
Info Nest
17 Feb, 17:54
127
১০ জন ফ্রেন্ড মিলে, ১০০০০ করে করে ১ লাখ টাকা উঠান। এরপর সেই ১ লাখ দিয়ে ছোট করে একটা বিজনেস টেস্ট বেসিসে রান করেন অনলাইনে। লাভ করার আসায় না, জাস্ট ব্যাবসায় ঢুকসেন, লুপ হোলগুলো জানসেন, বুঝছেন, এক্সপেরিয়েন্স নিসেন, এই টেস্টটা নেয়ার জন্য।
এতে আপনার
১. রিস্ক নেয়ার মেন্টালিটি শুরু হলো।
২. প্রোফিট করলেও শিখলেন/ লস হলেও শিখলেন।
৩. কিভাবে সোর্সিং করতে হয়, সেল করতে হয় , সেগুলো থেকেও অনেক কিছু জানলেন।
৪. প্রোফিট হয়ে গেলে রি-ইনভেস্ট করতে পারেন।
- Rakib Tushar
Info Nest
15 Feb, 16:25
145
🔥ZOO:
February 17 – Token claim begins
February 22 – Token claim ends
February 25, 12:00 UTC — Listing
Info Nest
15 Feb, 06:57
109
কখনো কখনো মনে হয় আইন নিজের হাতে তুলে নেয়াটাই অতি উত্তম।
এদের শরীরে ডিজেল, প্রেট্রোল ঢেলে আগুন ধড়িয়ে দেয়া দরকার, তবু যদি এই শাহবাগীদের শিক্ষা হয়। এরা সমাজের কীট।
Info Nest
15 Feb, 04:08
112
নতুন এক মওলানা ফতোয়া দিয়েছেন, মহিলাদের জন্য জানাজা নামায লাগবে না। বাকি লোকজন তাকে ধরছে --- ওই মিয়া, এই ফতোয়া তুমি কোথায় পাইছো? সে বলছে -- এমনি এমনি বলিনি, আমার কাছে রেফারেন্স আছে। লোকজন বললো -- বের করো তোমার রেফারেন্স ।
ফতোয়ার বই থেকে মওলানা সবাইকে দেখালেন, বইতে লেখা -- আওরতু কি জানাজা নেহি। আওরাত অর্থাৎ মহিলাদের জানাজা নাই।
জনগণের মধ্য থেকে যিনি বিজ্ঞ আলেম, যিনি আরবি ও উর্দু ভালো জানেন, তিনি বললেন -- ওরে নতুন মৌলভী, তুমি যে ভাষার বই পড়ছো ওই ভাষা তুমি এখনও জানো না । আওরতু কি জানাজা নেহি -- এর অর্থ এই না যে মরে গেলে মহিলাদের জানাজা হবে না। আওরতু কি জানাজা নেহি এর অর্থ হচ্ছে মেয়েরা জানাজার নামায পড়বে না, কোনো মেয়েকে জানাজার নামাযে অংশ নিতে হবে না ।
আমি বলতে চাচ্ছি, হে চা-ওয়ালার অনুসারীরা, তোমরা এখনও ইংরেজি বুঝো না। চা-ওয়ালা নিজেও বুঝে না।