GAZA LIVE @gazalivecom Channel on Telegram

GAZA LIVE

@gazalivecom


All Time Gaza Update News

GAZA LIVE (English)

Are you interested in staying updated on the latest news and events from Gaza? Look no further than 'GAZA LIVE'! This Telegram channel, with the username '@gazalivecom', provides real-time updates on all things Gaza, making it the go-to source for anyone looking to stay informed. From breaking news to in-depth analysis, 'GAZA LIVE' covers it all, ensuring that you never miss a beat. Whether you're a journalist, researcher, activist, or simply someone who cares about what's happening in Gaza, this channel is a must-follow. Join the community of like-minded individuals who are passionate about keeping up with the latest developments in Gaza. Subscribe to 'GAZA LIVE' today and let us be your trusted source for all-time Gaza update news.

GAZA LIVE

20 Feb, 18:26


একজন ইসরায়েলি সৈন্য
একটি বিধ্বস্ত ফিলিস্তিনি বাড়ির দরজায় টোকা দিয়ে উপহাস করছেন,
অতঃপর তিনি পা ছাড়াই গাজা থেকে ফিরেছেন!
[mh]

GAZA LIVE

20 Feb, 18:24


সামরিক বাইক, যেগুলো ৭ই অক্টোবর হামাস গনিমত লাভ করেছে

GAZA LIVE

20 Feb, 18:24


আজকে ৪ লাশ হস্তান্তর এর চিত্র

GAZA LIVE

20 Feb, 18:24


ফিলিস্তিনের শায়েখ মাহমুদ হাসানাত এই মুহূর্তে সিরিয়া সফরে আছেন।

GAZA LIVE

20 Feb, 18:24


কুকুরটায় সত্য স্বীকার করলো।

"বাশার আল আসাদের উৎখাত করা ইজরায়েলের স্বার্থে ছিল না।"

GAZA LIVE

20 Feb, 18:24


এদের বিচার জনতার করা জরুরি। কেননা আমাদের দেশীয় আইনে তাদের উল্লেখযোগ্য কোনও বিচার নেই। কিছুদিন জেল। এরপর ক্ষমতার পালাবদল হলে মুক্তি ব্যস।

GAZA LIVE

20 Feb, 18:24


মনে হচ্ছে আওয়ামী লীগ যেখানে হেগেছে, বিএনপি ঠিক ওখানেই হাগবে। একটুও এদিক সেদিক হবে না।

GAZA LIVE

20 Feb, 18:24


হিযবুল্লার অনেক অস্ত্রভাণ্ডার খুঁজে পেয়েছে ইজরায়েল।

আল্লাহর রহমতে হামাসের কোনও অস্ত্রভাণ্ডার তারা খুঁজে পায়নি।

GAZA LIVE

20 Feb, 18:24


জয়বাংলা

GAZA LIVE

20 Feb, 18:24


নটরডেমের এত সাহস হয় কোত্থেকে? বাংলাদেশে বসে ইজরায়েলের পক্ষাবলম্বন?

GAZA LIVE

20 Feb, 18:24


গতকাল নেতানিয়াহু কেন ঐ কথা বলেছিল?

কারণ আজকে কোনও জীবিত বন্দীর মুক্তি হয় নাই। ৪ জন ইহুদি বন্দীর লাশ হস্তান্তর হয়েছে।

হামাস মৃত বন্দীদের পরিবারকে বার্তা দিয়ে দিয়েছে যে, তোমাদের নেতারাই তাদেরকে হত্যা করেছে।

GAZA LIVE

20 Feb, 18:24


গাজায় যুদ্ধ বিরতির দ্বিতীয় ধাপে ৩৩ ইহুদী মুক্তির বিপরীতে ১৯০০ ফিলিস্তিনি মুক্তি পেয়েছে।

GAZA LIVE

20 Feb, 18:24


ঐ মামা না, মাইক্রোফোন অন করা। শোনা যায় সব।

"সব দায় শিবিরকে দিয়ে দাও"

পিও অভিভাবক রাকিব

GAZA LIVE

20 Feb, 18:24


তোদের জন্য অনেক দুর্ভোগ বাকি আছে

GAZA LIVE

20 Feb, 18:14


লেবাননের সিডনে একটি গাড়িতে ড্রোন হামলা চালিয়ে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা মুহাম্মদ ইব্রাহিম শাহীনকে নির্মমভাবে শহীদ করেছে ইসরাইলি বাহিনী।

আজ সন্ধ্যায় প্রকাশিত একটি বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে আল-ক্বাসসাম বিগ্রেড।

GAZA LIVE

20 Feb, 18:14


আমেরিকার কথিত সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ..

GAZA LIVE

20 Feb, 18:14


আমাদের দোষ কি?
আমাদের অপরাধ কি?
কারণ আমরা শরীয়া প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম?

GAZA LIVE

20 Feb, 18:14


গাজা দখল করে ফিলিস্তিনিদের বিতাড়িত করার ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভের সময় আমেরিকার পতাকা পোড়ানোর জন্য নটর ডেম কলেজের ২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ!

ভুক্তভোগী এক শিক্ষার্থী বলেন; অনলাইনে ছবি দেখে ফাদার আমাকে শনাক্ত করে। আমেরিকার পতাকা কেনো আমরা পোড়ালাম এজন্য অপমান করেন। ফাদাররা বলেন যে, ইউএস এম্বাসি (US Embassy) থেকে তাদেরকে ফোন দিয়ে চাপ প্রয়োগ করেছে। কেনো নটর ডেম কলেজের শিক্ষার্থীরা আমেরিকার পতাকা পুড়িয়েছে? এম্বাসি থেকে বলেছে, যারা ছিল তাদেরকে শনাক্ত করে ব্যবস্থা নিতে। [শিক্ষার্থীর দাবি]

ফাদার আরও শিক্ষার্থীদের জিজ্ঞাসা করেন, "তোমাদের সাথে আর কে কে ছিল?" এবং ক্লাস ক্যাপ্টেনদের ডেকে শনাক্ত করতে বলেন কে কে ছিল বিক্ষোভে।

আরও কয়েকজন শিক্ষার্থীও বলেন; আমেরিকান দূতাবাস কলেজ প্রশাসন কে চাপ প্রয়োগ করছে, এবং ফাদার বলেছে শিক্ষার্থীরা অনেক বাড়াবাড়ি করছে "ধর্মীয় বিষয় নিয়ে"।

জানা যায়, ফাদার প্রণয় এবং ফাদার ব্রায়ান শিক্ষার্থীদের শাসিয়েছেন। এ ঘটনায় বহিষ্কৃত দুজনই ২৬ ব্যাচের শিক্ষার্থী।

GAZA LIVE

01 Feb, 12:17


পাকিস্তানে ১৮ সেনা সহ ৪১ জন নিহত।

GAZA LIVE

01 Feb, 12:01


হামাস আজ তিনজন ইসরায়েলি বন্দিকে মুক্তি দিয়েছে।

রেড ক্রসের কাছে তৃতীয় বন্দিকে হস্তান্তর করার সময় হামসের সামরিক মহড়া। ইয়াসিন-১০৫ এন্টিট্যাঙ্ক মিসাইল হাতে।
(mh)

GAZA LIVE

01 Feb, 11:54


মক্তি পাওয়া ফিলিস্তিনি জনগণ 😍🔥

GAZA LIVE

01 Feb, 11:54


ছবি.. গাজা উপত্যকায় চতুর্থ দফার অধীনে বন্দি বিনিময় চুক্তির প্রথম ধাপে ইহুদি বন্দি "কিথ সিগাল" হস্তান্তর।

GAZA LIVE

01 Feb, 11:54


গাজায় আজ কাসাম ব্রিগেডের কুচকাওয়াজে,

ইসরায়েলি বন্দি কিথ সিগালের মুক্তির সময় যোদ্ধাদের কাঁধে নিজস্ব তৈরি "আল-গুল" স্নাইপার রাইফেল দেখা যায়। এটি তাদের সামরিক শক্তি ও স্থানীয় অস্ত্র ব্যবহারের প্রতীক।

GAZA LIVE

01 Feb, 11:54


বিসমিল্লাহির রহমানির রহি

🟢 হামাসের প্রেস বিবৃতি

আজ আমাদের কিছু বীর বন্দি দখলদার ফ্যাসিবাদী ইসরায়েলি কারাগার থেকে গুরুতর নির্যাতন ও নিপীড়নের ফলে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। এটি প্রমাণ করে যে, কারাগারে ফ্যাসিবাদী ইসরায়েলি বাহিনী কী ভয়াবহ বর্বরতা চালাচ্ছে, যা মানবিক মূল্যবোধ ও আন্তর্জাতিক বন্দি আইন লঙ্ঘন করছে।

এই অব্যাহত নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘন যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচিত হয়। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানাই, যেন তারা এ নৃশংসতা বন্ধ করতে এবং দোষীদের বিচারের আওতায় আনতে অবিলম্বে হস্তক্ষেপ করে।

আমরা হামাস ও প্রতিরোধ আন্দোলনের পক্ষ থেকে আমাদের জনগণের মুক্তি, আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং দখলদারদের বিতাড়িত করার লক্ষ্য অব্যাহত রাখব। আমাদের বীর বন্দিদের মুক্ত করার প্রতিশ্রুতি রক্ষা করব এবং তাদেরকে জনগণের মাঝে ফিরিয়ে আনব।

ইসলামী প্রতিরোধ আন্দোলন – হামাস
শনিবার: ০২ শাবান ১৪৪৬ হিজরি
সমতুল্য: ১ ফেব্রুয়ারি ২০২৫

GAZA LIVE

01 Feb, 11:54


হামাসের শো ডাউন

GAZA LIVE

11 Jan, 18:24


#BREAKING

গাজায় হামাসের ফাঁদ পাতা ট্যানেলে বিস্ফোরণ: ৭ ইসরায়েলি সেনা নিহত, ৩২ জন আহত

গাজার ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের ফাঁদ পেতে রাখা একটি টানেলে বোমা বিস্ফোরণে ৭ জন ইসরায়েলি সেনা নিহত এবং ৩২ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক।

বিভিন্ন ভিডিও সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, এই ঘটনায় ব্যাপক হতাহতের পর আহতদের গাজার কাছ থেকে সরোকা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এই হাসপাতালটি নেগেভের বেয়ারশেবা অঞ্চলে অবস্থিত।
mh/10

GAZA LIVE

11 Jan, 18:24


হলিউডের দাবানলের এই দৃশ্য কোন সিনেমার শুটিং নয়। বাস্তব দাবানলের অবস্থা!

খুব সম্ভবত এআই দিয়ে করা। তবে বাস্তব অবস্থাটা এর চেয়ে কোন অংশে কম না। এটা সিনেমাকেও হার মানিয়েছে।

৪র্থ দিনের মত জ্বলছে লস অ্যাঞ্জেলস!

গতকাল এটা নিয়ে লাইভ করেছিলাম। দেখুন এই ভিডিওতে

GAZA LIVE

11 Jan, 18:24


রাশিয়ার তৈরি শত শত ট্যাঙ্ক এবং সামরিক যান সার্ভিসে নিয়ে এসেছে আফগানিস্তানের তালেবান সরকার!

GAZA LIVE

11 Jan, 18:24


ভারত থেকে ইরান হয়ে আফগানিস্তানের কাবুল পর্যন্ত বাণিজ্য রুট। গত কয়েকদিন আগে এই রুট নিয়ে ফলপ্রসূ আলোচনা করেছে তালেবান এবং মোদী সরকার। আফগানিস্তানের উপর পাকিস্তানের দাদাগিরি সুলভ আচরণ তালেবান সরকারকে মোদী সরকারের আরো কাছে নিয়ে এসেছে।

GAZA LIVE

11 Jan, 18:24


সিরিয়া হারিয়ে এবার লিবিয়াতে চোখ দিচ্ছে রাশিয়া।

সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর রাশিয়া এখন লিবিয়ায় নিজেদের অবস্থান শক্ত করতে মনোযোগ দিয়েছে। মস্কো পূর্ব লিবিয়ায় হাফতারের সমর্থনে সেনা ও উন্নত অস্ত্র, যেমন এস-৩০০ এবং এস-৪০০ সিস্টেম পাঠাচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, আফ্রিকা, বিশেষ করে সাহেল অঞ্চলে প্রভাব বজায় রাখতে এবং পশ্চিমা স্বার্থে বাধা সৃষ্টি করতেই রাশিয়ার এই পদক্ষেপ।

রাশিয়ার ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন উদ্বেগ প্রকাশ করেছে। এদিকে, লিবিয়ার জটিল রাজনীতি এবং দৃশ্যমান অবস্থার কারণে রাশিয়া আর আগের মতো গোপনে শক্তিবৃদ্ধি করতে পারবেনা।

তবুও, নিজেদের স্বার্থ রক্ষায় মস্কো বিকল্প পথ খুঁজে নিতে দৃঢ়প্রতিজ্ঞ। এদিকে লিবিয়াতে তুরস্ক, মিসর ও আমিরাতের প্রতিযোগিতাও এই সংকটকে আরও তীব্র করছে। (hn/8)

GAZA LIVE

11 Jan, 18:24


দামেস্কে শিয়াদের পবিত্র স্থানে আই এসের সন্ত্রাসী হামলা ঠেকিয়ে দিল সিরিয়ার গোয়েন্দাবাহিনী।

সিরিয়ার গোয়েন্দা সংস্থা একটি বড় ধরনের সন্ত্রাসী হামলা প্রতিহত করেছে। ISIS দমনে নিযুক্ত একটি বিশেষ বিভাগের মাধ্যমে দামেস্কের নিকটবর্তী সাইয়্যিদা জয়নাব মাজারে বোমা হামলার পরিকল্পনা নস্যাৎ করা হয়।

গোয়েন্দা সূত্র মতে, এ ঘটনায় বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। (hn/6)

GAZA LIVE

11 Jan, 18:24


ক্যালিফোর্নিয়ায় মার্কিন সেনা গুদামে বড় ধরণের চুরি

ক্যালিফোর্নিয়ার একটি মার্কিন সেনা গুদাম থেকে তিনটি হামভি যান, ১৮টি বেয়নেট, মেশিনগানের সরঞ্জামসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম চুরি হয়েছে। বুধবার রাতে এই চুরির ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।

চোরেরা ইউনিফর্ম গুদামেও প্রবেশের চেষ্টা করেছিল, তবে তালা ভাঙতে ব্যর্থ হয়। এ ঘটনায় সামরিক সরঞ্জামের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে।

পুলিশ তদন্ত শুরু করেছে এবং চোরদের শনাক্ত করতে কাজ করছে। মার্কিন কর্তৃপক্ষ নিরাপত্তা জোরদারের আশ্বাস দিয়েছে। (hn/9)

GAZA LIVE

11 Jan, 18:24


#BREAKING

ফ্রান্সের স্ট্রাসবার্গে দুটি ট্রেনের সংঘর্ষ


৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আরো হতাহতের আশঙ্কা...

GAZA LIVE

08 Jan, 04:33


বিষয়ঃ জনাব তাজউদ্দিন এর সাথে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির গোপন সাতদফা চুক্তি, যা ভারত আর মুজিবনগর সরকারের চুক্তি নামে পরিচিত।

চুক্তির সময়কালঃ ১৯৭১ সালের অক্টোবর মাস

চুক্তিসমূহঃ

১) প্রশাসনিক বিষয়ক - যারা সক্রিয় ভাবে মুক্তিযুদ্ধে অংসগ্রহন করেছে শুধু তারাই প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োজিত থাকতে পারবে। বাকিদের শুন্য জায়গা পুরন করবে ভারতীয় প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ।

২) সামরিক বিষয়ক - বাংলাদেশ স্বাধীন হবার পর প্রয়োজনীয় সংখ্যক ভারতীয় সৈন্য বাংলাদেশে অবস্থান করবে। ১৯৭২ সালের নভেম্বর মাস থেকে আরম্ভ করে প্রতিবছর এসম্পর্কে পুনরীক্ষণের জন্য দু’দেশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।

৩) বাংলাদেশের নিজস্ব সেনাবাহিনী বিষয়ক - বাংলাদেশের নিজস্ব কোন সেনাবাহিনী থাকবেনা। অভ্যন্তরীণ আইন-শৃংখলা রক্ষার জন্য মুক্তিবাহিনীকে কেন্দ্র করে একটি প্যারামিলিশিয়া বাহিনী গঠন করা হবে।

৪) ভারত-পাকিস্তান সর্বাত্মক যুদ্ধ বিষয়ক - সম্ভাব্য ভারত-পাকিস্তান যুদ্ধে অধিনায়কত্ব দেবেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান। এবং যুদ্ধকালীন সময়ে মুক্তি বাহিনী ভারতীয় বাহিনীর অধিনায়কত্বে থাকবে।

৫) বাণিজ্য বিষয়ক - খোলা বাজার ভিত্তিতে (open market) চলবে দু'দেশের বাণিজ্য। তবে বানিজ্যের প্রমানের হিসাব নিকাশ হবে বছর ওয়ারী এবং যার যা প্রাপ্য সেটা স্টার্লিং এ পরিশোধ করা হবে।

৬) পররাষ্ট্র বিষয়ক - বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের প্রশ্নে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রনালয় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রনালয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলবে এবং যতদূর পারে ভারত বাংলাদেশকে সহায়তা দিবে।

৭) প্রতিরক্ষা বিষয়ক - বাংলাদেশের প্রতিরক্ষা বিষয়ের দায়িত্ব গ্রহণ করবে ভারত।

পরবর্তীতে এই সাত চূক্তি স্বল্প পরিমার্জিত রুপে ১৯৭২ সালের ১৯শে মার্চে ঢাকায় ইন্দিরা গান্ধী সফরে এলে শেখ মুজিবের সাথে ২৫ বছরের " বন্ধুত্ব, সহযোগিতা, ও শান্তি চুক্তি" তে রুপান্তরিত হয়। গড়ে তোলা হয় প্যারামিলিটারি রক্ষীবাহিনী। ভারত-বাংলাদেশ সীমান্তের ২০ মাইলের মধ্যে অবস্থিত এলাকায় অবাধ বাণিজ্যের লক্ষ্যে শেখ মুজিব ভারতের সাথে 'সীমান্ত অবাধ বাণিজ্য চুক্তি' সাক্ষর করেন ১৯৭২ সালের ২৭শে মার্চে। জাতীয় অর্থনীতিতে এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে।

উল্লেখ্য যে ৭১ এর অগাস্টে Indo–Soviet Treaty of Peace, Friendship and Cooperation চুক্তি আর অক্টোবর এ তাজউদ্দীনের সতদফা চুক্তির পরেই ভারত তৎকালীন পূর্ব পাকিস্তানে সরাসরি যুদ্ধ করার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলে।
অথচ আমাদের যুদ্ধ টা ছিল স্বাধীনতার যুদ্ধ। অর্থাৎ অন্য কারো অধিনে না থা্কার জন্যই আমরা লড়াই করেছিলাম। অথচ তাজউদ্দিনের এই ৭ দফা ছিল ঠিক সেই স্বাধীনতার মুখে এক চপেটাঘাত।

আমাদের দেশ তিন দিকে ভারত দারা পরিবেষ্টিত। যদি আমাদের দেশ অন্য কোন দেশ দারা আক্রমনের আর ব্যবহৃত হওয়ার প্রশ্ন উঠে তাহলে তার উত্তরে ভারতের নাম আসবে সবচেয়ে প্রথমে। যার প্র্যাক্টিকাল প্রমান আমরা এই সময় দেখছি আর হাড়ে হাড়ে টের পাচ্ছি। অথচ তাজউদ্দীনের এই সাত দফা চুক্তিতে আমরা এমন সব চুক্তি দেখছি যাতে করে আমাদের স্বাধীনতার মুল উদ্দেশ্যটাই প্রশ্নবোধক হয়ে পড়ে।

একটি স্বাধীন দেশের প্রশাসনে কেমন করে অন্য দেশের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ থাকতে পারে? থাকলে সেই স্বাধীনতার কি মুল্য? একটি স্বাধীন দেশের কেন তার নিজস্ব সেনা বাহিনি থাকবে না? অথচ তখন সেই সেনা বাহিনি বীর দর্পে যুদ্ধে লিপ্ত। একটি স্বাধীন রাষ্ট্র তার পররাষ্ট্র বিষয়ক আর প্রতিরক্ষা বিষয়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে যদি প্রতিবেশি রাষ্ট্র থেকে গোপনীয়তা রক্ষা করতে নাই পারে তাহলে সে রাষ্ট্র কিভাবে স্বাধীন?

তাজউদ্দীন সাহেব এই চুক্তি করে ভারতকে সরাসরি যুদ্ধ ক্ষেত্রে নামাতে পেরেছেন, দেশ পাকিস্তান মুক্ত হয়েছে, কিন্তু তিনি একই সাথে দেশের স্বাধিনতাক ভারতের হাতে তুলে দিয়ে ভারতের দাসখতে সই করে দিয়েছিলেন।

আমার মতে তাজউদ্দীন তার হিসাবে ভুল করেছিলেন। ১৯৬৫ সালে ভারত -পাকিস্তানের যুদ্ধের প্রতিশোধ আর দুর্বল প্রতিবেশী তাদের সেই সময়কার এজেন্ডায় সবচেয়ে প্রধান বিষয় ছিল। ভারত তার নিজ স্বার্থে পাকিস্তানের সাথে সরাসরি যুদ্ধ করতোই। আর সেই জন্য নিজের দেশের স্বাধিনতাকে এভাবে বিকিয়ে দেয়ার কোনই প্রয়োজন ছিল না। চুক্তি গুল অন্য রকম হতে পারত।

তথ্য সুত্রঃ (১) “জাতীয় রাজনীতি ১৯৪৫ থেকে ৭৫”, চতুর্থ সংস্করণ ফেব্রুয়ারী ২০০৪, পৃষ্ঠা-৪৩৩,৪৩৪; অলি আহাদ (২)বাংলাদেশঃ মারাত্বক অপপ্রচারণা, ষড়যন্ত্র ও ভারতীয় আধিপত্যবাদের শিকার, পৃষ্ঠা ১২৪-১২৬ (৩)স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী

- Sabina Ahmed

GAZA LIVE

08 Jan, 04:33


জুলাই বিপ্লবের মামলা করে কি লাভ হলো.....?

GAZA LIVE

08 Jan, 04:33


মেজর সেনা নীহত

জেরুজালেমের 28 বছর বয়সী

মেজর ডিভির জিয়ান ভারাচ,

932 তম ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার, নাহাল ব্রিগেড, গাজা স্ট্রিপের উত্তরে যুদ্ধে পড়েছিলেন

- তার স্মৃতি জাহান্নাময় হোক💔

GAZA LIVE

08 Jan, 04:33


ক্যাপ্টেন ইতান ইসরাইল শাকানজি,
24 বছর বয়সী,
আমার উপরে, 932 তম ব্যাটালিয়নের একটি কোম্পানির ডেপুটি কমান্ডার, নাহাল ব্রিগেড, গাজা স্ট্রিপের উত্তরে যুদ্ধে পড়েছিলেন

- তার স্মৃতি জাহান্নাময় হোক 💔

GAZA LIVE

06 Jan, 23:03


সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও গোয়েন্দা প্রধানের আমিরাত সফর

আজ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল-শায়বানি, প্রতিরক্ষামন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল মুরহাফ আবু কাসরা এবং গোয়েন্দা প্রধান আনাস খাত্তাব সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন।

উক্ত বৈঠকে দুই মন্ত্রী সিরিয়ার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন।

এসময় সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ার স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি দেশটির সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।
mh/2

GAZA LIVE

06 Jan, 19:45


পশ্চিম তীরের জেনিনে প্যালেস্টাইন অথরিটি ফোর্সের সন্ত্রাসে জ্বলছে বেশ কয়েকটি বাড়ি...

GAZA LIVE

06 Jan, 19:45


গাজায় ইজ্রাইলি সন্ত্রাস চলছেই...

GAZA LIVE

06 Jan, 19:45


ব্রেকিংঃ-
ইয়েমেন আনসারআল্লাহ 🔥

🔻👉 উত্তর লোহিত সাগরে,
আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ার USS Harry Truman এর বিপক্ষে যৌথ টার্গেটিং অপারেশন পরিচালিত করেছে ইয়েমেন মিসাইল ও ড্রোন ফোর্স।

- ২টি ক্রুইজ মিসাইল ও ৪টি ক্যামিকাযি ড্রোন দ্বারা এই অপারেশন পরিচালিত হয়।

ইয়েমেনের বিরুদ্ধে এয়ার স্ট্রাইকের প্রস্তুতির সময় এই হামলা হয়, এতে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়।

🔻 আজ বিকেলে,
ইজ্রাইলি দখলকৃত Jaffa ও Ashkelon এরিয়ার গুরুত্বপূর্ণ টার্গেটে যথাক্রমে ২টি ও ১টি ক্যামিকাযি ড্রোন স্ট্রাইক চালানো হয়।

🔻ভিন্ন অপারেশনে, আজ সন্ধ্যায়,
Yaffa এরিয়ার আরোও ১টি গুরুত্বপূর্ণ সামরিক টার্গেটে ১টি ক্যামিকাযি ড্রোন স্ট্রাইক চালানো হয়।

এতে অপারেশন সমূহের লক্ষ্য অর্জিত হয়।

➤ স্পক্স ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহয়া সা'রি।

GAZA LIVE

06 Jan, 19:45


সিরিয়ার দখলকৃত একটি এলাকার মসজিদে প্রবেশের পর মিম্বারে অবৈধ পতাকা টাঙ্গিয়ে অবমাননা করে ইজ্রাইলি সন্ত্রাসীরা।

GAZA LIVE

06 Jan, 19:44


কী আশ্চর্য মিল। পঁচাত্তরের বিপ্লব যাদের ক্ষমতায় নিয়ে এসেছিল তারাই সবার আগে বিপ্লব আর বিপ্লবীদের অস্বীকার করেছিল। চব্বিশের বিপ্লব আবার তাদেরকেই ক্ষমতায় নিয়ে আসছে যারা সবার আগে এই বিপ্লব আর বিপ্লবীদের প্রতিপক্ষ বানিয়ে নিয়েছে। পঁচাত্তরের ফ্যাসিস্টকে পুনর্বাসিত করা হয়েছিল এই বিপ্লবীদের ফাঁসিতে ঝোলানোর জন্য। চব্বিশের ফ্যাসিস্টকেও পুনর্বাসিত করা হবে আজকের বিপ্লবীদের ঝোলানোর জন্য।

তবে ব্যক্তিগতভাবে আমার দু:খটা ভিন্ন। পঁচাত্তরের এই বিপ্লবী সন্তর্পণে যখন ঘুরে বেড়াতেন বদনভুবনে তখন ট্যাম্পুবাদীদের প্রতি তার কঠোরতাকে মেনে নিতে পারিনি। আরেক বিপ্লবীর সহোদরা তো এখনো আছেন এখানেই। এই ট্যাম্পোবাদীদের পক্ষ নিয়ে কত উত্তপ্ত কূটতর্ক হলো তার সাথেও। নিজের অদূরদর্শীতার জন্য আমি তাদের কাছে ক্ষমাপ্রার্থী।

তবে ট্যাম্পোবাদীরা মনে হয় এখনো টের পাচ্ছেন না গতরাতে আরেকটা নীরব রক্তপাতহীন অভ্যুত্থান ঘটে গেছে বদনভুবনে। আরেকটা খুন হয়ে গেছে॥

- Kai Kaus

GAZA LIVE

06 Jan, 19:42


৭৫ এর ১৫-ই অগাস্টের মূল মাস্টারমাইন্ড লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক রাহমান। ধানমন্ডি ৩২ এর অপারেশনের মেটিকুলাস প্ল্যানিং থেকে শুরু করে অপারেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ফার্স্ট বেঙ্গল ল্যান্সারের হান্টার-কিলার টীম - ফারুকের কৃতিত্ব। এমনকি অপারেশনের সাইটের রেকি-ও ফারুক নিজে করেছিলেন।
.
১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ ইনডেমনিটি অ্যাক্ট বাতিল করে। ১৫-ই অগাস্টের অভ্যুত্থানের বিরুদ্ধে দায়ের করে মামলা। লেফটেন্যান্ট কর্নেল ফারুক গ্রেফতার হন ১৯৯৬ এর অগাস্টে। তার ফাঁসির রায় কার্যকর করা হয় আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর, ২০১০ এর জানুয়ারিতে।
.
এটুকু মোটামুটি সরল হিসাব মনে হয়। সমস্যা হল ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না। ছিল বিএনপি-র নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকার।
.
যেভাবে দশ ট্রাক অস্ত্র মামলা, কিংবা ২১শে অগাস্টের মামলা থেকে বিএনপি-র বড় বড় নেতারা এখন খালাস পাচ্ছেন, চারদলীয় জোটের শাসনামলে সেভাবে লেফটেন্যান্ট কর্নেল ফারুকরা মুক্তি পাননি কিন্তু। এ পুরো পাঁচ বছরে মামলার গতি কিছুটা কমে আসার বাইরে আর তেমন কিছুই হয়নি।
.
ভালো কথা, ইনডেমনিটি অর্ডিন্যান্স খন্দকার মোশতাক জারি করলেও, এটা সংসদে অনুমোদন পেয়ে সংবিধানে যুক্ত হয় ১৯৭৯ সালে, প্রেসিডেন্ট জিয়ার শাসনামলে।
.
১৫-ই অগাস্ট কি অপরাধ নাকি জাতির কল্যানের জন্য কাঙ্ক্ষিত অভ্যুত্থান - এই প্রশ্নের মীমাংসা জরুরী। এটা আসলে বাংলাদেশের রাজনীতির ব্যাপারে একটা প্যারাডাইম শিফটিং প্রশ্ন।
.
আর বাস্তবতা হল অন্তত ১৯৯৫ এর পর বাংলাদেশের গতানুগতিক রাজনৈতিক শক্তিরা এ প্রশ্নে আওয়ামী লীগের অবস্থানের অনুসরণ করেছে। লীগ বয়ান তৈরি করেছে, বাকিরা রাজি কিংবা নিমরাজি হয়ে ফলো করেছে। আর এভাবেই লীগ জেতে। এভাবেই লীগ ফিরে আসে।
.
ডিসাইসিভ, এবং সাহসী সিদ্ধান্ত নেয়ার মানুষ এমনিতেই কম হয়। বিশেষ করে আমাদের সমাজে। আর এধরণের মানুষের সংখ্যা আরও কমে যায় অক্ষম সেন্ট্রিসমের কারণে।

আসিফ আদনান

GAZA LIVE

06 Jan, 19:42


জুলাই গণঅভ্যুত্থানে শহীদ নরসিংদীর নবম শ্রেণীর শিক্ষার্থী তাহমিদের বাবা জানাচ্ছেন, তিনি এবং তার শহীদ ছেলে কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়। এদিকে ছাত্রদলের শহীদ তালিকায় এই তাহমিদকে "ছাত্রদল নেতা" এবং তার পরিবারকে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত বলে দাবি করা হয়েছে!

(শহীদ তাহমিদের বাবার সাথে কোন সাংবাদিক যদি যোগাযোগ করতে চান তবে আমাদের কাছ থেকে মোবাইল নাম্বার নিতে পারবেন। এখানে উনার ব্যক্তিগত সমস্যার কথা বিবেচনা করে নাম্বারটা হাইড করে রাখা হয়েছে।)

GAZA LIVE

06 Jan, 18:02


জাস্টিন ট্রুডোর পদত্যাগের পর মার্কিন ডলারের বিপরীতে কানাডিয়ান ডলারের মূল্য বৃদ্ধি।

GAZA LIVE

06 Jan, 18:02


#BREAKING

সিরিয়ায় পুনরায় দূতাবাস চালু করেছে ইউরোপীয় রাষ্ট্র হাঙ্গেরি।


হাঙ্গেরি সিরিয়ার রাজধানী দামেস্কে তাদের দূতাবাস পুনরায় চালু করেছে।
এর মাধ্যমে হাঙ্গেরি ইউরোপীয় ইউনিয়নের প্রথম রাষ্ট্র হিসেবে সিরিয়ায় তাদের দূতাবাস পুনরায় চালু করল।

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো এক দশকেরও বেশি সময় আগে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনামলে তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছিল।
mh/9

GAZA LIVE

06 Jan, 18:02


গাজায় গত 24 ঘন্টায় 49 জন নিহত হয়েছে।

আল জাজিরা

GAZA LIVE

06 Jan, 18:01


ইজরায়েল লেবানন থেকে পিছু হটছে....

: ইসরায়েল লেবাননের পশ্চিম সেক্টর থেকে নিজেদের প্রত্যাহার করা শুরু করেছে, এবং লেবাননের সেনাবাহিনী নাকোরায় প্রবেশ করেছে।

GAZA LIVE

06 Jan, 17:52


ট্রাম্প হুমকি দিয়ে বলেছে, সে দায়িত্ব নেওয়ার আগে ইহুদিদের মুক্তি না দিলে গাযাকে জাহান্নাম বানানো হবে।

GAZA LIVE

01 Jan, 08:44


বছর ঘুরে নতুন বছর আসলেও পরিবর্তন আসে নি গাজ্জার জনপদে।

আজকের আহত শিশুরা ......

GAZA LIVE

01 Jan, 08:44


আদম সামীর, বয়স ৮ বছর।

গাজায় ইসরায়েলের হামলায় ২০২৫ সালের প্রথম শহীদ।

#GazaGenocide

GAZA LIVE

01 Jan, 08:44


ইসরায়েলের সেনাবাহিনী ফিলিস্তিনের পশ্চিম তীরের বালাতা শিবিরে তান্ডব চালিয়েছে।

#PALESTINE #Israel

GAZA LIVE

01 Jan, 08:44


গতরাতে থার্টি ফার্স্ট নাইটের উদযাপনে সৃষ্ট শব্দে প্রাণ গেলো ৪ মাস বয়সের এক নবজাতকের।

#BANGLADESH

GAZA LIVE

01 Jan, 08:44


🔻 সিরিয়ার আপডেট 🔻

সম্প্রতি সিরিয়ার বর্তমান সরকারের আর্মি চীফ জেনারেল মুহাম্মাদ আল-জাওলানী (আহমাদ আল শারা) কর্তৃক ০৯ জন মুহাজির মুজাহিদ নেতাকে সিরিয়ান আর্মির ব্রিগেডিয়ার জেনারেল ও কর্নেল পদে নিযুক্ত করা হয়েছে —

১. ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহমান হুসেইন আল-খতিব (আবু হুসেইন আল-উর্দুনি) – জর্ডানীয় মুজাহিদ, হাইয়াত তাহরীর আশ শাম এর সামরিক নেতা;

২. ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল আজিজ দাউদ (আবু মুহাম্মাদ তুর্কিস্তান) – তুর্কিস্তান ইসলামিক পার্টির চীফ কমান্ডার; (উইঘুর)

৩. ব্রিগেডিয়ার জেনারেল উমার মুহাম্মদ জাফচি (মুখতার আল-তুর্কি) - তুর্কি মুজাহিদ ও হাইয়াত তাহরীর আশ শাম এর সামরিক নেতা;

৪. কর্নেল আব্দুল সামরিজ বাশারী (আবু কাতাদা আল-আলবানি) - আলবেনিয়ান মুজাহিদ, হাইয়াত তাহরীর আশশাম এর সামরিক নেতা;

৫. কর্নেল মাওলানা তুরসন আব্দুস সামাদ – উইঘুর-তাজিক মুজাহিদ, হাইয়াত তাহরীর আশ শাম এর নেতা;

৬. কর্নেল আলা মুহাম্মদ আবদুল বাকী - মিশরীয় মুজাহিদ, হাইয়াত তাহরীর আশ শাম এর নেতা;

৭. কর্নেল ইবনিয়ান আহমেদ আল-হারিরি - জর্ডানীয় মুজাহিদ ও হাইয়াত তাহরীর আশ শাম এর নেতা;

৮. কর্নেল শাইখ জালালউদ্দিন আব্দুস সালাম ইয়াসিন আহমাদ – তুর্কিস্তান ইসলামিক পার্টির ডেপুটি আমীর; (উইঘুর)

৯. কর্নেল জুলকারনাইন আব্দুল হামিদ (আব্দুল্লাহ দাগেস্তানি) জইশ আল-মুহাজিরীন ওয়াল আনসার এর আমীর; (রাশিয়ার দখলকৃত দাগেস্তান থেকে আগত)


এছাড়াও অন্যান্য সামরিক পদমর্যাদায় যেসব ব্যাক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে তারা হলেন—

■ মেজর জেনারেল মারহাফ আবু কাসরা (আবু হাসান আল-হামাউই) হামা গভর্নরেটের হালফায়া শহরের সাবেক হাইয়াত-এর সামরিক কমান্ডার। বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন;

■ মেজর জেনারেল নূরউদ্দীন আলী আল-নাসান হামা গভর্নেটের হাইয়াত চীফ অফ স্টাফ;

■ ব্রিগেডিয়ার জেনারেল খালিদ খাত্তাব আল-হালাবি – আনসার আল তাওহিদের সামরিক কমান্ডার; (আল কায়েদা সংশ্লিষ্ট)

■ ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ খায়ের হাসান শুয়াইব (আবুল খায়ের তাফতানাজ);

■ ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মাদ সারহান, জাবহাতুন নুসরা এর সাবেক আমির;

■ কর্নেল আহমাদ ঈসা আল-শেখ, সুকুর আল-শামের নেতা;

■ কর্নেল আহমাদ রিজক, জেনকি আন্দোলনের একজন নেতা;

■ কর্নেল মোহাম্মদ দিয়া আল-তাহহান (আবু সালেহ আল-তাহহান) জইশ আল আহরারের নেতা;

■ কর্নেল হুসেইন আল-উবাইদ – আহরার আল শামের সামরিক নেতা;

■ কর্নেল জামিল আল-সালেহ – জইশ আল ইজ্জার নেতা;

এছাড়াও আরো অনেকে নতুন নিয়োগ পেয়েছেন।

মূল লেখা: আদনান বিন জায়েদ

GAZA LIVE

01 Jan, 08:44


চীন সিরিয়ায় উইঘুর যোদ্ধাদের দমন করার দাবি জানিয়েছে নব গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল শারার কাছে।

#CHINA #SYRIA

GAZA LIVE

01 Jan, 08:44


গাজার সিভিল ডিফেন্স:

বাস্তুচ্যুত শিবিরে ১৫০০ টিরও বেশি তাঁবু বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে।

#GazaGenocide #Gaza #PALESTINE

GAZA LIVE

01 Jan, 08:40


সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে ফ্রান্স

GAZA LIVE

01 Jan, 08:40


অথচ জুলাই বিপ্লবে ২ হাজার লোক মারা যাওয়ার পরেও আমরা কত সুন্দর করে পটকা, আতসবাজি আর ফানুস ওড়ালাম।

আমরা আসলেই এগিয়ে।

GAZA LIVE

01 Jan, 08:36


ব্রেকিংঃ-

🔻👉 ইয়েমেনের Ma'arib এরিয়ার এয়ারস্পেইসে, নজরদারি ও আগ্রাসী কার্যক্রমের সময়,
আমেরিকান আরো ১টি MQ-9 Reaper ড্রোন শট ডাউন করেছে ইয়েমেন আনসারআল্লাহ এয়ার ডিফেন্স ইউনিট।

এনিয়ে, বিগত ৭২ ঘন্টায় ২টি ও যুদ্ধে মোট ১৪টি আমেরিকান MQ9 শট ডাউন করেছে ইয়েমেন সশস্ত্র বাহিনী।

➤ স্পক্স ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহয়া সা'রি।

GAZA LIVE

01 Jan, 08:36


সৌদি যুবরাজ সালমান সিরিয়ার জন্য ৩৫০ টন সহায়তা পাঠিয়েছেন।

GAZA LIVE

01 Jan, 06:15


খান ইউনিসে ইজ্রাইলি সন্ত্রাসীদের বোম্বিং এর ফুটেজ

GAZA LIVE

01 Jan, 06:14


🔻 Netivot এরিয়ায় ইজ্রাইলি দখলকৃত স্থানে রকেট ফায়ারিং করেছে আল-কাসসাম ব্রিগেড।

GAZA LIVE

01 Jan, 06:10


সিরিয়ার রাজধানী দামেস্কে গতরাতে থার্টি ফার্স্ট নাইট উদযাপন

GAZA LIVE

29 Dec, 18:21


ভয়ে তার বুক ধড়ফড় করে উঠল!

গাজার উত্তরাঞ্চলে ইসরাইলি বিমান হামলার আতঙ্কে হৃদস্পন্দন বন্ধ হয়ে করিম আল-মুতাওয়াক নামের এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু!

GAZA LIVE

29 Dec, 18:21


🔴 দামেস্কের আদরার কাছে একটি অস্ত্র গুদামে ইসরাইলের বিমান হামলা, অন্তত ২০ সিরীয়কে হত্যা।

GAZA LIVE

29 Dec, 18:21


🔴 ব্রেকিং! অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ফিলিস্তিনি সাংবাদিক শাজা আল-সাব্বাগকে গুলি করে হত্যা করেছে গাদ্দার মাহমুদ আব্বাসের নিরাপত্তা বাহিনী (ফিলিস্তিনি কর্তৃপক্ষ)।

বাচ্চাকে কোলে করে নিয়ে যাওয়ার সময় সরাসরি তার মাথায় আঘাত করা হয়।

GAZA LIVE

29 Dec, 18:16


দামেশকে ইজরায়েলের বিমান হামলায় ১৭ জন শহিদ।

GAZA LIVE

29 Dec, 18:16


ইরানে বিক্ষোভ

কী নিয়ে সে ব্যাপারে জানা যায়নি।

GAZA LIVE

29 Dec, 18:16


আবারও দামেশকে ইজরায়েলের বর্বরতা। বিমান হামলায় ১০ জন নিহত।

GAZA LIVE

29 Dec, 18:16


পুরো পৃথিবীর কোনও রাষ্ট্র নারীর জন্য এমন নিরাপত্তা দিতে পারে নাই৷

তালেবান জিন্দাবাদ।

GAZA LIVE

29 Dec, 18:12


আফগানিস্তানের পাকতিকায় পাকিস্তানের বিমান হামলায় নিহত নারী শিশুদের প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে T<T>P

#AFGHANISTAN #IEA #PAKISTAN

GAZA LIVE

29 Dec, 18:11


গাজায় ভারী বর্ষণের ফলে বন্যা।
বাস্তুচ্যুত গাজাবাসীদের আশ্রয়ের জন্য তাঁবুগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে উঠেছে।
mh/14

GAZA LIVE

29 Dec, 18:11


বিদ্যুৎ খাত নিয়ে আলোচনার জন্য সিরিয়ার রাজধানীতে পৌঁছেছে তুরস্কের প্রতিনিধি দল!

তুরস্কের জ্বালানি মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল দামেস্কে পৌঁছেছে। তারা সিরিয়ার বিদ্যুৎ খাতের রক্ষণাবেক্ষণ ও পরিচালনার বিস্তারিত কার্যক্রম নিয়ে আলোচনা করবেন।
mh/13

GAZA LIVE

29 Dec, 18:11


দামেস্কের উপকণ্ঠে আদরা শিল্প নগরীতে ইসরায়েলি বিমান হামলা।

অন্তত ১৭ জন বেসামরিক সিরিয়ান নিহত এবং আহত আরও অনেকে।
mh/17

GAZA LIVE

29 Dec, 18:11


সিরিয়ায় বিমানঘাঁটিতে 'ISIS হামলা' প্রস্তুত করছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য

রাশিয়া অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সিরিয়ার বিমানঘাঁটিতে আইএস (ISIS)-কে ব্যবহার করে হামলার পরিকল্পনা করছে।

রাশিয়ার মতে, যুক্তরাষ্ট্র অতীতে আইএস-কে সমর্থন করেছে এবং এখনও এই গোষ্ঠীর অস্তিত্বকে সিরিয়ায় দখল বজায় রাখার অজুহাত হিসেবে ব্যবহার করছে।
mh/15

GAZA LIVE

29 Dec, 18:10


চলমান গৃহযুদ্ধে মায়ানমারের কোন অঞ্চলের কত অংশ কার দখলে দেখুন মানচিত্র থেকে।

#MYANMAR

GAZA LIVE

29 Dec, 18:10


গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়:

গত ২৪ ঘন্টার মধ্যে ইসরায়েলের হামলার ফলে ৩০ জন নিহত ব্যক্তির মৃতদেহ হাসপাতালে এসেছে এবং ৯৯ জন আহত হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন যা নথিভুক্ত করা হয়েছে।

— আলজাজিরা

#GazaGenocide #Gaza #PALESTINE #Health

GAZA LIVE

29 Dec, 18:10


গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়:

মোট ৪৫,৫১৪ জন নিহত হবার ঘটনা নথিভুক্ত করা হয়েছে।

মোট ১০৮,১৮৯ জন আহত হবার ঘটনা নথিভুক্ত করা হয়েছে।

— আলজাজিরা

#GazaGenocide #Gaza #PALESTINE #Health

GAZA LIVE

29 Dec, 18:10


নেতানিয়াহুর প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা দাবি করছে একাধিক সূত্র।

#Israel

GAZA LIVE

29 Dec, 18:10


“জামায়াত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন” (JNIM) এর যোদ্ধাদের প্রশিক্ষণের ছবি।

পশ্চিম আফ্রিকার বেশ কয়েকটি দেশে সংগঠনটি সক্রীয় রয়েছে।

GAZA LIVE

29 Dec, 18:10


আফগান তথ্য মন্ত্রী:

কয়েকজন ব্যক্তি পুরো পাকিস্তানকে জিম্মি করে রেখেছে।

#PAKISTAN

GAZA LIVE

29 Dec, 18:10


গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে,
বাশার আলআসাদের স্ত্রী আসমা আল আসাদের ব্রিটিশ পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ায় যুক্তরাজ্যে ফিরে গিয়ে লিউকেমিয়ার চিকিৎসা করাতে পারছেন না।

ডেইলি মেইল পত্রিকার তথ্য অনুযায়ী, তার পাসপোর্টের মেয়াদ ২০২০ সালে শেষ হয়ে গেছে ফলে যুক্তরাজ্যে ভ্রমণের বৈধ অনুমতি আর নেই।

এছাড়াও আসমা আল আসাদ আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন যার ফলে তার সম্পদ ফ্রিজ করা হয়েছে এবং তার ভ্রমণে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞাগুলো তার চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাওয়ার প্রক্রিয়া আরও জটিল করে তুলেছে।

উল্লেখ্য, ৪৯ বছর বয়সী আসমা আল-আসাদ ২০১৯ সালে স্তন ক্যান্সার থেকে সেরে উঠেছিলেন। তবে চলতি বছরের মে মাসে তার অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া (রক্ত বা অস্থিমজ্জার ক্যান্সার।) ধরা পড়ে।

সূত্র: আল আরাবিয়া

#SYRIA

GAZA LIVE

29 Dec, 18:10


জেনিনে ফিলিস্তিনি সাংবাদিককে গুলি করে হত্যা করেছে মাহমুদ আব্বাসের বাহিনী

ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে ফিলিস্তিনি সাংবাদিক শাজা আল-সাব্বাগকে গুলি করে হত্যা করেছে মাহমুদ আব্বাসের নিরাপত্তা বাহিনী (পিএ)। শনিবার (২৮ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যম জানায়, শনিবার রাতে পিএ বাহিনী ও প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষের সময় আল-কুদস বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শাজার মাথায় গুলি করা হয়।

শাজা আল-সাব্বাগের পরিবার জানায়, শাজা বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় পিএ বাহিনীর আক্রমণের শিকার হন এবং তাকে গুলি করে হত্যা করা হয়।

#PALESTINE

GAZA LIVE

24 Dec, 12:39


আলেপ্পো শহরে হামলা চালিয়েছে সন্ত্রাসী গোষ্ঠী pkk/ypg

GAZA LIVE

24 Dec, 12:38


গাজায় খাদ্যের জন্য শিশুদের লাইন।

ডেইর আল-বালাহ শহরে শিশুসহ শতশত মানুষজন গরম খাবারের জন্য হাঁড়ি হাতে অপেক্ষা করছে। ইসরায়েলের অবরোধ ও হামলায় গাজা চরম দুর্ভিক্ষের মুখে, যেখানে মানবিক সহযোগিতার প্রবেশ অসম্ভব হয়ে পড়েছে।(na/3)

GAZA LIVE

24 Dec, 12:38


মোসাদের বিস্ফোরক ষড়যন্ত্র: লেবানন-সিরিয়ায় হামলার চাঞ্চল্যকর স্বীকারোক্তি।

সেপ্টেম্বরের ১৭-১৮ তারিখে লেবানন ও সিরিয়ায় সংঘটিত হামলার পেছনে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সক্রিয় ভূমিকা ছিল বলে দুই প্রাক্তন গোয়েন্দা কর্মকর্তা স্বীকার করেছে।

মোসাদ প্রায় এক দশক ধরে পরিকল্পনা করে শেল কোম্পানি এবং মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে হিজবুল্লাহকে ৫,০০০ বিস্ফোরক-সজ্জিত পেজার সরবরাহ করে।

ডিভাইসগুলো এমনভাবে তৈরি করা হয়েছিল, যা নির্দিষ্ট বোতাম চাপলে বা ইসরায়েল থেকে সংকেত পেলে বিস্ফোরণ ঘটত।

হামলায় ৩০ জন নিহত এবং ৩,০০০ জনের বেশি আহত হন। এমনকি হিজবুল্লাহর শীর্ষ নেতাদের লক্ষ্য করে দ্বিতীয় দিনের হামলায় আরও হতাহতের ঘটনা ঘটে।

হিজবুল্লাহ এবং ইরান এই হামলার জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করলেও তখন তেল আবিব আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

হামলায় শিশু-সহ নিরপরাধ মানুষ নিহত হওয়ায় মোসাদের "নির্ভুল অপারেশন" এর দাবিকে প্রশ্নবিদ্ধ করেছে।(na/4)

GAZA LIVE

24 Dec, 12:38


#BREAKING

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইউরোপীয় কূটনৈতিক মিশনগুলিকে হুথিদের সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত করার জন্য নির্দেশ দিয়েছে।
mh/6

GAZA LIVE

24 Dec, 12:38


সিরিয়া থেকে লিবিয়ার মাধ্যমে সুদানের র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF)-এর কাছে অস্ত্র সরবরাহ করছে রাশিয়া

সাম্প্রতিক তথ্য অনুযায়ী দেখা যায়, রাশিয়া সিরিয়া থেকে লিবিয়ায় অস্ত্র পাঠাচ্ছে এবং সেগুলো পরবর্তীতে সুদানের RSF-এর কাছে হস্তান্তর করা হচ্ছে। এই অস্ত্রের মধ্যে রয়েছে গাইডেড মিউনিশন ও ভারী অস্ত্র।

প্রতিবেদন অনুযায়ী, এই অস্ত্র ব্যবহার করে RSF সুদানে বেসামরিক মানুষকে হত্যা করছে।

এছাড়াও রাশিয়া RSF-এর জন্য MiG-29 যুদ্ধবিমান সরবরাহের বিষয়েও আলোচনা করেছে। এই পরিকল্পনার অংশ হিসেবে, লিবিয়ার মাধ্যমে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে।

প্রতিবেদনটি উল্লেখ করেছে যে, এই পুরো প্রক্রিয়ার আর্থিক সহায়তা দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত।
mh/7

GAZA LIVE

24 Dec, 12:38


সিরিয়ার পর এবার লেবাননে হাত দিয়েছে তুরস্ক!

কতোটা সফল হয় দেখতে সময় লাগবে!

সিরিয়ায় ফলাফল স্পষ্ট হতে সময় লেগেছিল ৮ থেকে ১৫ বছর! এখন লেবাননে কত বছর লাগতে পারে? ৮-১৫ বছর নাকি আরও বেশি নাকি আরও কম?

তুরস্কে একেক দেশে একেক স্টাইলে কাজ করে যে কারণে গতানুগতিক ধারায় তুরস্কের পরিকল্পনা বোঝা কঠিন।

GAZA LIVE

24 Dec, 12:38


সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক টহল অব্যাহত

সিরিয়ার নতুন অন্তর্বর্তীকালীন সরকারের বাহিনী যখন YPG/PKK থেকে আইন আল-আরাব এবং এর আশপাশ অঞ্চলকে দখলমুক্ত করার জন্য অভিযান চালাচ্ছে, তখন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এই অভিযান বাধাগ্রস্ত করতে তাদের সামরিক টহল অব্যাহত রেখেছে।

আজ সকালে, যুক্তরাষ্ট্রের সাঁজোয়া যান ওই এলাকায় টহল দিতে দেখা গেছে।
mh/8

GAZA LIVE

24 Dec, 12:38


এখানে এই ম্যাপে লাল চিহ্নিত জায়গা গুলোতে তুরস্কের সেনা ঘাঁটি আছে এবং গড়ার পরিকল্পনা আছে সেগুলো।

এর মধ্যে মিশর, জর্ডান, এবং সৌদি আরবে তুরস্কের সেনা ঘাঁটি নেই।

লেবাননে খুব শীঘ্রই ঘাঁটি গড়ার ফাইনাল সিদ্ধান্তে উপনীত হবে।

অদূর ভবিষ্যতে ওই তিন দেশেও সেনা ঘাঁটি গড়তে দেখলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না।

বাকি সবগুলো দেশেই ঘাঁটি আছে।

এখন প্রশ্ন হচ্ছে এর মাধ্যমে কি পরিকল্পনা হাতে নিয়েছে তুরস্ক?

GAZA LIVE

24 Dec, 12:38


#BREAKING

মিশরের রাজধানী কায়রোতে গতরাতে ছোট পরিসরে সরকারবিরোধী বিক্ষোভের খবর পাওয়া গিয়েছে।


মিশরের স্থানীয় মিডিয়া দিওয়ান জানাচ্ছে,
"নাজুক অর্থনৈতিক পরিস্থিতি, স্বাধীনতার দমন, এবং সরকারী সেক্টরগুলোতে দুর্নীতির" কারণে অল্প কিছু নাগরিক জরো হয়ে এই প্রতিবাদ জানিয়েছে৷
mh/4

GAZA LIVE

24 Dec, 12:38


উল্লেখ্য, সিরিয়ায় আসাদের পতনের পর মিশরের প্রেসিডেন্ট সিসি ইসরায়েলের সেনাপ্রধানের সাথে একটি বৈঠক করেছিলো।

বৈঠকে মিশরে অভ্যুত্থান ঘটলে সিসি সরকারকে রক্ষা করার জন্য ইসরায়েলের গ্যারান্টি নিয়ে আলোচনা হয়।
mh/5

GAZA LIVE

24 Dec, 12:38


সিরিয়ায় সাহায্য করতে যাচ্ছে সৌদি তেলের ট্যাংকার, বিদ্যুৎ উৎপাদক জাহাজ পাঠানোর পরিকল্পনা করেছে কাতারও।

সৌদি আরবের বিশাল তেলের ট্যাংকার খুজামার ধারণক্ষমতা ২.২ মিলিয়ন ব্যারেল, সাম্প্রতিক খবর অনুযায়ী জাহাজটি সিরিয়ার দিকে যাচ্ছে। এটি সিরিয়ার তেল সরবরাহ পরিস্থিতি উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অন্যদিকে, কাতার সিরিয়ার বিদ্যুৎ সংকট মোকাবিলায় বিদ্যুৎ উৎপাদনকারী জাহাজ পাঠানোর পরিকল্পনা করছে। এই জাহাজগুলো বিদ্যুৎ উৎপাদনে সহায়তা করে সিরিয়ার বন্ধ হয়ে থাকা বিদ্যুৎকেন্দ্রগুলো পুনরায় চালু করতে সাহায্য করবে বলে জানা গেছে।

সিরিয়ার পুনর্গঠনের এই পদক্ষেপগুলো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিরতা কমাতে ভূমিকা রাখতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। (hn/3)

GAZA LIVE

24 Dec, 12:38


ধ্বংসস্তূপে পরিণত জাবালিয়া শহর: ড্রোন ফুটেজে ভয়াবহ দৃশ্য।

সাম্প্রতিক ড্রোন ফুটেজে গাজা উত্তরাঞ্চলের জাবালিয়া শহরে ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র উঠে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই ফুটেজে ধ্বংসস্তূপ ও ধ্বংসপ্রাপ্ত ভবনগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে।(na/1)

GAZA LIVE

24 Dec, 12:38


#BREAKING
তুরস্কের এক বিস্ফোরক উৎপাদন কারখানায় বিস্ফোরণে নিহত ১২ আহত ৫!

GAZA LIVE

24 Dec, 12:38


সিরিয়ার মানবিজে সন্ত্রাসী সংগঠন পিকেকে/ওয়াইপিজির ব্যবহৃত টানেল পানি দিয়ে প্লাবিত করতে শুরু করেছে তুরস্ক সমর্থিত বাহিনী সিরিয়ান ন্যাশনাল আর্মি (SNA)। (hn/5)

GAZA LIVE

21 Nov, 13:34


টার্গেটে হিট করার পূর্বে, ইজ্রাইলি এয়ার ডিফেন্সের কয়েক দফা চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে Nahariyya এরিয়ায় ঘুরে বেড়ায় হিযবুল্লাহ'র ক্যামিকাযি ড্রোন।

GAZA LIVE

21 Nov, 13:34


🔻👉 জাবালিয়ার পশ্চিমে, Saftawi এরিয়ায়,

১টি ইজ্রাইলি Merkava ট্যাংক'কে Tandem শেল দ্বারা টার্গেট করেছে আল-কাসসাম ব্রিগেড যোদ্ধারা।

GAZA LIVE

21 Nov, 13:34


🔻 ইজ্রাইলি প্রচেষ্টা ব্যর্থ ও নিশ্চিন্তে ঘুরে বেড়ানোর পর সন্ত্রাসীদের অবস্থানে ইম্প্যাক্ট হয় হিযবুল্লাহ'র ক্যামিকাযি ড্রোন।

GAZA LIVE

21 Nov, 13:34


🔻👉 Netzarim এরিয়ার Abu Oriban" সাইটে,
আবু আলী মোস্তফা ব্রিগেডের সাথে যৌথভাবে, মর্টার শেলিং করেছে আল-কুদস ব্রিগেড যোদ্ধারা।

GAZA LIVE

21 Nov, 13:33


নর্দার্ন গাজার Kamal Adwan হস্পিটালের নিকটে সিভিলিয়ানদের অবস্থানে টার্গেটেড বোম্বিং করে গণহত্যা চালিয়েছে ইজ্রাইলি সন্ত্রাসীরা।

বহু সংখ্যক শিশু সহ এতে অর্ধশতাধিক ফিলিস্তিনি শাহাদাৎ বরণ করেছেন।

GAZA LIVE

21 Nov, 13:33


গতকাল সিরিয়ার প্রাচীন শহর Palmyra তে বর্বরোচিত গণহত্যা চালায় ইজ্রাইলি সন্ত্রাসীরা।

জর্দানের আকাশসীমা ব্যবহার করে চালানো বোম্বিংয়ে প্রায় ৩৭+ জন শাহাদাৎ বরণ করেছেন।

GAZA LIVE

21 Nov, 13:33


🔻💀 লেবাননের Shamaa শহরের Nabi Shamoun এর কবরস্থানে প্রবেশের পর রেসিস্ট্যান্সের সারপ্রাইজ স্ট্রাইকে ম্রা খাওয়া এক বুইড়া সন্ত্রাসী।

GAZA LIVE

21 Nov, 13:33


জরুরী| স্থানীয় সূত্র: নাবলুসের পশ্চিমে আল-আইন ক্যাম্পে ঝড়ের সময় দখলদারদের বুলেটে নিহত যুবক জিহাদ আল-কাতুনি।

GAZA LIVE

21 Nov, 13:33


আলহামদুলিল্লাহ৷ ৩জন জাহান্নামে, 🔥😍

GAZA LIVE

21 Nov, 13:33


প্রেস কভারেজ | এটি দখলের কদর্যতা এবং এর মানবতার অভাবের সংক্ষিপ্তসার।. একটি ছবি দখলদার সৈন্যদের দ্বারা কামাল আদওয়ান হাসপাতাল থেকে বেশ কয়েকজন চিকিৎসা কর্মী এবং রোগীদের গ্রেপ্তারের নথিভুক্ত করে, যারা কঠোর এবং জঘন্য পরিস্থিতিতে প্রায় নগ্ন, হাতকড়া পরা এবং চোখ বেঁধে ছিল।

GAZA LIVE

21 Nov, 13:33


ইহুদী ধর্মযাজকের কাধে হাত দিয়ে পঙ্গু সেনার পথচলা 😂

GAZA LIVE

21 Nov, 13:33


আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ আগে... 🔥😍

GAZA LIVE

21 Nov, 13:32


লেবাননের সংসদ স্পিকার নাবীহ বেরির সঙ্গে বৈঠকের পর বৈরুত থেকে মার্কিন প্রতিনিধি আমোস হকস্টেইনের বক্তব্য:

○ “যুদ্ধবিরতি চুক্তি নিয়ে যে নির্দিষ্ট মতবিরোধ রয়েছে, তা আমি প্রকাশ করতে পারব না। আমি বৈরুত থেকে ইসরায়েলে যাচ্ছি, যেখানে সমাধানের জন্য কাজ চালিয়ে যাব যতটুকু সম্ভব।”

○ “লেবাননে উত্তেজনা কমানোর প্রচেষ্টায় আমি আসন্ন মার্কিন প্রশাসনের সঙ্গে সহযোগিতা করব।”

○ “পরিস্থিতি ইতিবাচক, এবং আমরা কিছু অগ্রগতি করেছি। ধাপে ধাপে কাজ চালিয়ে যাব, লেবানন ও ইসরায়েল উভয়ের প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করব এবং কোনো অগ্রগতি হলে আপনাদের জানাব।”
mh/2

GAZA LIVE

21 Nov, 13:32


#BREAKING

ইয়েমেনের বিমান প্রতিরক্ষা বাহিনী উত্তর-পশ্চিম ইয়েমেনে আরো একটি মার্কিন MQ9 ড্রোন ভূপাতিত করেছে।

mh/3

GAZA LIVE

20 Nov, 21:09


🔴 কলেজের মসজিদে মাইক লাগিয়ে আজান দিতে আবারো হিন্দু স*ন্ত্রাসী*দের বাধা!

মাদারীপুরের শশীকরের শহীদ স্মৃতি কলেজের মসজিদে মাইক লাগিয়ে আজান দিতে আবারো বাধা দিয়েছে হিন্দু স*ন্ত্রাসী*রা।

এরাআগে গত ১১ নভেম্বর, মাইক লাগানোকে কেন্দ্র করে কয়েকজন শিক্ষার্থীকে আহত করেছিল হিন্দুরা।

গেলরাতে আবারো সেই দুঃসাহস দেখিয়েছে হিন্দুরা। এসময় তারা মসজিদ ভাঙারও হুমকি দেয়।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, যারা মসজিদে মাইক লাগাতে গিয়েছিল তাদের গায়ে হাত দেওয়া ব্যতিত সকল ধরনেরে বাজে ব্যবহার করেছে এলাকার হিন্দুরা। তাদের অবরুদ্ধ করে রাখে একরকম। বের হওয়ার মূল গেট আটকে দেয়। পরে গেইটের তালা খুলে তাদের বের হতে হয়েছিলো। এই ঘটনা যতই পর্যবেক্ষণ করছি ততই অবাক হচ্ছি। মনে হচ্ছিল এক টুকরো ভারত মাদারীপুরের ডাসার উপজেলায় নিয়ে আসা হয়েছে।

অন্য আরেক জন বলেন, হিন্দুরা এটাকে কেন্দ্র করে মূলত একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে।

তারিখ: ১৯ নভেম্বর ২০২৪
লোকেশন: ডাসার, মাদারীপুর।

GAZA LIVE

20 Nov, 21:09


🔴 গাজার উত্তরাঞ্চলে ইসরাইলি হামলায় বিধ্বস্ত বাড়ির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া এক শিশুকে উদ্ধারের চেষ্টা চলছে

GAZA LIVE

20 Nov, 21:09


🔴 গাজার আল নুসেইরাত শরনার্থী শিবিরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া খালিদ বিন ওয়ালিদ স্কুলে বিমান হামলা চালিয়ে নারী-শিশুসহ অন্তত ৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল।

GAZA LIVE

17 Nov, 19:44


🔴 গাজার খান ইউনিসে ত্রাণ সরবরাহ কাজে নিয়োজিত সেচ্ছাসেবীদের উপর বিমান হামলা চালিয়ে অন্তত ৫ জনকে হত্যা করেছে ইসরাইল।

GAZA LIVE

17 Nov, 19:37


#BREAKING

ইয়েমেনের সশস্ত্র বাহিনী অধিকৃত ফিলিস্তিনের দক্ষিণে ইয়াফা (তেল আবিব) এবং আশকেলনে (আসকালান) ইসরায়েলি দখলদার সামরিক ও কৌশলগত স্থানগুলো লক্ষ্য করে একটি সুনির্দিষ্ট সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছে।

আনসারুল্লাহ হুতি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি নিশ্চিত করেছেন যে, একাধিক ড্রোন ব্যবহার করে পরিচালিত এই অভিযান সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে।

#PALESTINE #YEMEN #Ansar_Allah #Israel

GAZA LIVE

17 Nov, 19:37


বৈরুতের মার এলিয়াস এলাকায় একটি ইসলামিক গ্রুপ সেন্টার লক্ষ্য করে সন্ত্রাসী দখলদার ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

#LebanonIsraelWar #LEBANON #Israel

GAZA LIVE

17 Nov, 19:32


লাস্ট টার্মে উত্তর গাজার জাবালিয়া এলাকায় স্থল অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত ২৭ ইহুদি সেনা নিহত।

আলহামদুলিল্লাহ

GAZA LIVE

17 Nov, 19:32


উত্তর গাজার আল-খাজান্দার এলাকায় একটি বাড়িতে ঘাপটি মেরে থাকা ইহুদি সেনাদের উপর আল কাসসাম ব্রিগেড এর হামলা।

আলহামদুলিল্লাহ

সেলফি নিতে আইছিল। বাকিটা ইতিহাস।

GAZA LIVE

17 Nov, 19:32


হায় গাইস!


উনি একজন ইহুদি কুকুর। গাজা থেকে প্যাকেট হয়ে আসছে।

GAZA LIVE

17 Nov, 19:32


অনেক ভাই আমাদের কাছে আবেদন করেছিলেন আমরা যেন প্রস্তাবনা লিখে দেই। আসলে এটা দীর্ঘ সময়ের ব্যাপার এবং বড় কাজ।

মুফতী আব্দুল্লাহ মাসুম সাহেব অনেক আলেমের সহযোগিতায় এই কাজটি আঞ্জাম দিয়েছেন।

আপনারা এখান থেকে প্রস্তাবনাটি সংগ্রহ করে সরকারি ওয়েবসাইটে সাবমিট করুন।

GAZA LIVE

17 Nov, 19:30


🔻👉 হাইফা শহর ও Carmel এরিয়ায় ইজ্রাইলি বিভিন্ন সামরিক বেইসে "Nasr-1" ও "Fajr-5" মিসাইল স্ট্রাইকের ভিডিও প্রকাশ করেছে হিযবুল্লাহ।

GAZA LIVE

17 Nov, 19:30


🔻👉 বেইত লাহিয়ার পশ্চিম গোলচত্ত্বরের নিকটে,
১টি D9 সামরিক বুলডোজার ও
১টি ট্রুপ্স ক্যারিয়ার'কে "Al-Yassin 105" শেল দ্বারা টার্গেটের ভিডিও প্রকাশ করেছে আল-কাসসাম ব্রিগেড।

GAZA LIVE

17 Nov, 19:30


🔻👉 গাজা শহরের উত্তর-পশ্চিমের  Al-Khazindar এরিয়ায়,

ইজ্রাইলি সন্ত্রাসীদেরকে এন্টি-পার্সোনেল শেল দ্বারা টার্গেট ও
ইজ্রাইলি সন্ত্রাসী সেনাকে স্নাইপিং করে টার্গেট করে হত্যার (!) ভিডিও প্রকাশ করেছে আল-কাসসাম ব্রিগেড।

GAZA LIVE

17 Nov, 19:30


🔻👉 Ramim ব্যারাক,
Al-Khiam শহরের প্রান্তে,
ইজ্রাইলি সন্ত্রাসীদের সামরিক অবস্থানে রকেট ফায়ারিং করেছে হিযবুল্লাহ।

GAZA LIVE

17 Nov, 19:30


ব্রেকিংঃ-

🔻👉  ইজ্রাইলি দখলকৃত Yaffa (Tel Aviv) ও Ashkelon এর বেশ কয়েকটি সামরিক ও গুরুত্বপূর্ণ টার্গেটে
বেশ কয়েকটি ক্যামিকাযি ড্রোন স্ট্রাইক চালিয়েছে ইয়েমেন আনসারআল্লাহ ড্রোন ফোর্স।

অপারেশন সমূহ সফলভাবে লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়।

➤ স্পক্স ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহয়া সা'রি।

GAZA LIVE

17 Nov, 19:28


নতুন দেখা..

কাতাইব আল-কাসাম: গাজা উপত্যকার উত্তরে বেইট লাহিয়ার আল-দ্বার আল-গারবির কাছে ক্ষেপণাস্ত্র "Elyasin 105" দিয়ে দখলের জন্য জন্ড এবং জিরাফ ট্যাঙ্কার "D9" কে লক্ষ্য করে।

GAZA LIVE

17 Nov, 19:28


ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকার উত্তরে প্রতিরোধের দ্বারা এক সেনা ও এক সৈন্যের মৃত্যুর ঘোষণা দিয়েছে।

GAZA LIVE

17 Nov, 19:25


#EXCLUSIVE

হামাসের নতুন ভিডিও প্রকাশ।


হামাসের আল-কাসাম ব্রিগেডস গাজা উত্তরের বেইত লাহিয়ায় ইসরায়েলি সাঁজোয়া যান এবং 'D-9' বুলডোজারকে 'আল-ইয়াসিন-১০৫' গোলা দিয়ে সরাসরি আক্রমণ করেছে।
mh/9

GAZA LIVE

17 Nov, 19:25


#NEWS

ইরাকের ইরানপন্থী ইসলামিক রেজিস্ট্যান্স জানাচ্ছে,
আজ তারা ইসরায়েলের বিরুদ্ধে ৭টি ড্রোন হামলা চালিয়েছে।

mh/10

GAZA LIVE

17 Nov, 19:25


আফগান ফেরত কিছু সংখ্যক অফিসারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনছে যুক্তরাষ্ট্র।

আফগানিস্তান থেকে বিশৃঙ্খলভাবে প্রত্যাহারের সাথে জড়িত বর্তমান এবং প্রাক্তন আমেরিকান সামরিক কর্মকর্তাদের একটি তালিকা তৈরি করছে ট্রাম্পের ট্রানজিশন টিম।

কর্মকর্তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মতো গুরুতর অভিযোগ এনে অভিযুক্ত করবে বলেও তারা বিবেচনা করছে। (সূত্র: এনবিসি নিউজ)
mh/11

GAZA LIVE

17 Nov, 19:25


স্মার্টফোনে স্ক্রল করার সময় এক ইসরায়েলি সৈন্য আল-কাসসাম ব্রিগেডের স্নাইপারের শিকারে পরিণত!
mh/13

GAZA LIVE

05 Nov, 19:01


নতুন এক গবেষণায় জানা গেছে, ডেনমার্কের শিপিং কোম্পানি Maersk স্পেনের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে অবৈধভাবে ইসরায়েলে সামরিক সরঞ্জাম সরবরাহ করছে।

এসব সরঞ্জামে ট্যাংক, বিমান যন্ত্রাংশ এবং অন্যান্য সামরিক প্রয়োজনীয় পণ্য অন্তর্ভুক্ত রয়েছে।

গবেষকরা ২,০০০টির বেশি চালান বিশ্লেষণ করে দেখেছে যে, প্রায় ১,০০০ চালান স্পেনের আলজেসিরাস বন্দরের মাধ্যমে সরবরাহ করা হয়েছে।

উল্লেখ্য যে, স্পেন সরকার ইসরায়েলে কিছু সামরিক সরঞ্জাম বা অস্ত্রের রপ্তানি বা পরিবহন নিষিদ্ধ করেছে। এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য হলো সামরিক সরঞ্জামগুলো যেন সংঘাত বা দমনমূলক কাজে ব্যবহার না হয়।

স্পেনের এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করেই Maersk এর মাধ্যমে সামরিক সরঞ্জাম আলজেসিরাস বন্দরের মাধ্যমে ইসরায়েলে পৌঁছে যাচ্ছে। (na/4)

GAZA LIVE

05 Nov, 19:01


রাশিয়ার সোয়ুজ রকেটের মাধ্যমে ইরানের দুটি দেশীয়ভাবে তৈরি কৌশার এবং হুদহুদ স্যাটেলাইট কক্ষপথে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে।

'কৌশার স্যাটেলাইটটি উচ্চ-রেজোলিউশন চিত্র ধারণের জন্য এবং হুদহুদ একটি ছোট যোগাযোগ স্যাটেলাইট হিসেবে কাজ করবে।'

এই স্যাটেলাইটগুলি ইরানের বেসরকারি মহাকাশ খাতের গুরুত্বপূর্ণ উদ্যোগগুলির একটি এবং রাশিয়ার সঙ্গে ইরানের বৈজ্ঞানিক সহযোগিতার একটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। (na/5)

GAZA LIVE

05 Nov, 19:01


সম্প্রতি মুক্তিপ্রাপ্ত এক ফিলিস্তিনি নারী অভিযোগ করেছেন যে, ইসরায়েলি সেনারা তাকে এবং অন্যান্য ফিলিস্তিনি পুরুষ ও নারীদের উপর জোরপূর্বক যৌন এবং শারীরিক নির্যাতন করেছে।

মানবাধিকার সংস্থাগুলোর তদন্তে এই নির্যাতনের ঘটনা সত্য প্রমাণিত হয়েছে।

অনেক ক্ষেত্রে বন্দীদের অমানবিক অবস্থায় থাকতে এবং অপমানজনক কাজ করতেও বাধ্য করা হয়েছে।

নির্যাতিতরা জানিয়েছে, 'ইসরায়েলি সেনারা তাদেরকে ইসরায়েলকে সমর্থন করতে এবং হামাসের বিরুদ্ধে বলার জন্য চাপও সৃষ্টি করত।' (na/1)

GAZA LIVE

05 Nov, 19:01


ইসরায়েলি বসতির দখলদার বাসিন্দারা পশ্চিম তীরে যুদ্ধ প্রস্তুতির জন্য শত শত হাই-ক্যালিবার রাইফেল সংগ্রহ করছে।
mh/8

GAZA LIVE

05 Nov, 19:01


#BREAKING

জাতিসংঘ থেকে ইসরাইলকে বহিষ্কারের জন্য একটি খসড়া প্রস্তাব প্রস্তুত করেছে মালয়েশিয়া।

mh/7

GAZA LIVE

05 Nov, 19:01


#UPDATE

মার্কিন যুক্তরাষ্ট্রের ছয়টি বি-৫২ ভারী বোমারু বিমান এই মুহূর্তে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে অবস্থান করছে।

mh/14

GAZA LIVE

05 Nov, 19:01


#UPDATE

পররাষ্ট্রমন্ত্রী (ট্রলমন্ত্রী) 'ইসরায়েল কাটজ'কে প্রতিরক্ষা মন্ত্রী এবং গিডিয়ন সারকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছে নেতানিয়াহু।
mh/2

GAZA LIVE

05 Nov, 19:01


#BREAKING

দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করেছে নেতানিয়াহু।

mh/1

GAZA LIVE

05 Nov, 19:01


আগের যুদ্ধ মন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গিয়ে বহুবার একটা বন্দি বিনিময় চুক্তির পক্ষে মত দিয়েছিল। কিছু কিছু ক্ষেত্রে হামলা সীমিত করার পক্ষে ছিল। এ কারণে নেতানিয়াহুর ক্যাবিনেটে ব্যাপক তর্ক বিতর্কও হয়েছিল। এবং একই কারণে বহুদিন ধরে তাকে সরানোর কথা শোনা যাচ্ছিল।

এখন নতুন যাকে যুদ্ধ মন্ত্রী হয়েছে সে নেতানিয়াহুর মতই উগ্রপন্থী চিন্তা করে। ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে যে-ই কথা বলতো তাকেই টুইটারে টার্গেট করত। এই লোককে মন্ত্রী করার মাধ্যমে ইসরাইলের আগ্রাসী গণহত্যা চলার ইঙ্গিত বহন করছে।

আর এই পরিবর্তনটা এমন এক সময় করা হল যখন মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি নির্বাচনের 'লড়াই' চলছে।

GAZA LIVE

05 Nov, 19:01


#EXCLUSIVE

ইসরায়েলি বিমান বাহিনীর একজন রিজার্ভ মেজর যুদ্ধের জন্য ডাকার পরে আত্মহত্যা করেছে।

গত ২৪ ঘণ্টায় দখলদার সৈন্যদের মধ্যে এটি দ্বিতীয় আত্মহত্যা।
mh/3

GAZA LIVE

05 Nov, 18:57


ইয়েদিওথ আহরোনোথ: ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবানন থেকে বেশ কয়েকটি ব্রিগেড প্রত্যাহার করে নিয়েছে।

#LebanonIsraelWar #LEBANON #Israel

GAZA LIVE

05 Nov, 18:57


🟢 আল-কাসসাম ব্রিগেড:

আমাদের যোদ্ধারা উত্তর গাজা উপত্যকার জাবালিয়া শিবিরের মাঝখানে আল-ইয়েমেন আল-সাঈদ হাসপাতালের কাছে 'আল-ইয়াসিন-১০৫' শেল দিয়ে একটি ইহুদিবাদী মারকাভাহ ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালিয়েছে।

#Gaza #PALESTINE #Israel

GAZA LIVE

05 Nov, 18:57


লেবাননের সীমান্তে স্থল অভিযান কভার করে ফেরার পর চ্যানেল ১২ এর একজন প্রতিবেদক জানিয়েছে, "হিজবুল্লাহর কাছে আধুনিক রাতের বেলায় দেখার যন্ত্র এবং পর্যবেক্ষক দল রয়েছে।

তারা এই অঞ্চলের প্রতিটি পদক্ষেপ কীভাবে পরিচালনা করতে হবে, সে ব্যাপারে তাদের পরিষ্কার ধারণা রয়েছে। কারণ এটি তাদের নিজস্ব অঞ্চল।"

#LebanonIsraelWar #LEBANON #Hezbollah

GAZA LIVE

05 Nov, 18:57


BREAKING!

লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পূর্বাঞ্চলীয় হাউসার তালা গ্রামে ইসরায়েলি বিমান হামলায় তিনজন নিহত হয়েছেন।

#LebanonIsraelWar #LEBANON #Israel

GAZA LIVE

05 Nov, 18:57


স্টেট ডিপার্টমেন্ট: গাজায় যুদ্ধ অবসানে কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে ইরাকি প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলোচনা করেছে ব্লিনকেন।

#Gaza #PALESTINE #IRAQ #USA

GAZA LIVE

05 Nov, 18:57


গাজা | নভেম্বর ২০২৪

#GazaGenocide

GAZA LIVE

05 Nov, 18:57


জেনিনের কাবাতিয়া শহরে সন্ত্রাসী দখলদার ইসরায়েলি বাহিনী একটি গাড়ির ভেতরে থাকা দুই ফিলিস্তিনিকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় ওই দুই ব্যক্তিকে চিকিৎসার জন্য ফিলিস্তিনি অ্যাম্বুলেন্সকে ঘটনাস্থলে প্রবেশে বাঁধা দেয় সন্ত্রাসী দখলদার বাহিনী।

#Gaza #PALESTINE #GazaGenocide #Israel

GAZA LIVE

05 Nov, 18:57


আজ গাজায় সন্ত্রাসী দখলদার ইসরায়েলি গণহত্যার ৩৯৬ দিন

সন্ত্রাসী দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় ফিলিস্তিনি পরিবারগুলোর বিরুদ্ধে তিনটি গণহত্যা চালিয়েছে, যাতে গত ২৪ ঘণ্টায় ১৭ ফিলিস্তিনি নিহত এবং হাসপাতালে আসা ৮৬ জন আহত হয়েছে।

ফলে গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি সন্ত্রাসীদের হাতে নিহত ফিলিস্তিনির মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ হাজার ৩৯১ জন এবং আহত হয়েছেন ১ লাখ ২ হাজার ৩৪৭ জন।

#Gaza #PALESTINE #GazaGenocide #Israel

GAZA LIVE

05 Nov, 18:57


মাটির ৫০০ মিটার নিচে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (IRGC) ক্ষেপণাস্ত্র শহর।
#IRAN

GAZA LIVE

05 Nov, 18:57


আল জাজিরার চিকিৎসা সূত্র:

গাজা উপত্যকায় চলমান ইসরায়েলী বোমাবর্ষণে ২৪ ঘণ্টায় ৭০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৪৫ জন উপত্যকার উত্তরাঞ্চলে নিহত হয়েছেন।

#GazaGenocide #PALESTINE #Gaza #Health #Israel

GAZA LIVE

28 Oct, 13:05


🔻👉 জাবালিয়ায়,
১ ইজ্রাইলি সন্ত্রাসী সেনাকে স্নাইপিং করে টার্গেট করেছে আল-আক্বসা ব্রিগেড স্নাইপার।

GAZA LIVE

28 Oct, 11:35


খাইবার সিরিজ অপারেশনের অংশ হিসেবে হিজবুল্লাহ ঘোষণা করেছে যে, তারা দখলকৃত আক্কার পূর্বাঞ্চলে একটি ইসরায়েলি সামরিক কোম্পানিকে আক্রমণ ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করেছে এবং সঠিকভাবে আঘাত হেনেছে।

খাইবার সিরিজের এই অপারেশন সাম্প্রতিক দিনে গতি পেয়েছে। গত ১০ দিনে ৩০টি অপারেশন পরিচালিত হয়েছে, যার বেশিরভাগ ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে উন্নত রকেট ব্যবহার করা হয়েছে।

#LebanonIsraelWar #LEBANON #Hezbollah #Israel

GAZA LIVE

28 Oct, 11:35


গত চার সপ্তাহ ধরে উত্তর গাজ্জায় ব্যাপক হামলা চালাচ্ছে ইসরাইল। কিছু মেডিকেল সূত্র আল জাজিরাকে বলেছে, এই হামলায় অন্তত এক হাজার ফিলিস্তিনি হত্যার শিকার হয়েছেন।

সূত্র : আল জাজিরা

#GazaGenocide #Gaza #PALESTINE

GAZA LIVE

28 Oct, 11:35


আজ আল-কাসেম বিগ্রেড দ্বারা শক্তিশালী শুয়াজ বোমাদিয়ে এক ইসরায়েলি মারকোভা ট্যাংক ধ্বংসের দৃশ্য।

স্থান: জাবালিয়া ক্যাম্প গাজা উপত্যকা।

GAZA LIVE

28 Oct, 11:35


গত জুলাই থেকে সামরিক বাহিনীতে যোগদানের জন্য আমন্ত্রিত ৩ হাজার হারেদি ইহুদির মধ্যে মাত্র ৪% আদেশ মেনে চলার সিদ্ধান্ত নিয়েছে।

#Israel

GAZA LIVE

28 Oct, 11:35


ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত এক সপ্তাহে ২৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এর মধ্যে দক্ষিণ লেবাননে ১৬ জন, গাজা উপত্যকায় পাঁচজন, লেবানন সীমান্তে ১জন এবং গাজা সীমান্তে ১জন নিহত হয়েছে।

তবে ফিলিস্তিনি এবং লেবাননের প্রতিরোধ দলগুলো বারবার উল্লেখ করেছে যে, মৃতের সংখ্যা অনেক বেশি, কারণ ইসরায়েল "কঠোর মিডিয়া সেন্সরশিপের" মধ্যে তার ভারী ক্ষতির বিষয়টি গোপন করে চলেছে।

#Gaza #PALESTINE #LebanonIsraelWar #LEBANON #Israel #IDF

GAZA LIVE

28 Oct, 11:35


অবশেষে তিন সপ্তাহ পর গাজা উপত্যকায় ত্রাণ প্রবেশ করতে শুরু করেছে।

— Middle East Spectetor

#Gaza #PALESTINE #Israel

GAZA LIVE

28 Oct, 11:35


ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসী হামলার নিন্দা জানাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন।

#IRAN #Israel

GAZA LIVE

28 Oct, 11:35


হামাসের পক্ষ থেকেও এই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে এবং বলা হয়েছে স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করা হলেই বন্দী বিনিময় করবে হামাস।

#Gaza #PALESTINE #Hamas

GAZA LIVE

28 Oct, 11:35


বিভিন্ন সূত্র দাবি করছে -

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনী গুরুতর অসুস্থ।

#IRAN

GAZA LIVE

28 Oct, 11:35


গাজা সিটির পূর্বাঞ্চলে শুজাইয়া পাড়ার আল-নাজাজ স্ট্রিটে বেসামরিক মানুষের এক সমাবেশকে লক্ষ্য করে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় তিনজন শহীদ হয়েছেন।

অন্যদিকে, গাজা উপত্যকার উত্তরের বেইত লাহিয়ায় আল-কাসসাম মসজিদের আঙ্গিনায় সন্ত্রাসীদের আরেকটি হামলায় একজন শহীদ হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

#Gaza #PALESTINE #GazaGenocide #Israel

GAZA LIVE

28 Oct, 11:35


গাজা উপত্যকার উত্তরাঞ্চলে জাবালিয়ায় বিমান হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল।

এছাড়াও আইডিএফ গাজা সিটির দক্ষিণ-পূর্বে আল-জেইতুন পাড়ার আল-জেইতুন ক্লিনিকের আশেপাশেও টার্গেট করছে।

#Gaza #PALESTINE #GazaGenocide #Israel

GAZA LIVE

28 Oct, 11:22


🔻👉 জাবালিয়ার পূর্বে,
"Shawaz" বিস্ফোরক ডিভাইস দ্বারা ১টি ইজ্রাইলি Merkava ট্যাংক ধ্বংসের ভিডিও প্রকাশ করেছে আল-কাসসাম ব্রিগেড।

GAZA LIVE

28 Oct, 11:22


বেইত লাহিয়ায় বেশ কয়েকটি সিভিলিয়ান ভবন ধ্বংস করে ইজ্রাইলি সন্ত্রাসীরা।

GAZA LIVE

28 Oct, 11:22


ইজ্রাইল মুক্ত বিশ্ব চাই!!

📍ঢাকা বিশ্ববিদ্যালয়

GAZA LIVE

28 Oct, 11:22


🔻👉 লেবাননে হিযবুল্লাহ'র এম্বুশে নিহত ইজ্রাইলি সন্ত্রাসীদের লাশ নেয়ার ড্রোন ফুটেজ..