ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন) @admission04 Channel on Telegram

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

@admission04


ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন) (Bengali)

ভর্তি প্রস্তুতি চ্যানেলটির মূল লক্ষ্য হল প্রশিক্ষণার্থীদের ভর্তি পরীক্ষার জন্য সঠিক প্রস্তুতি দেওয়া। এই চ্যানেলে এক্সামের পাঠ্যসূচি, ক্লাস সময়সূচি এবং গাইডলাইন সরবরাহ করা হয়। এটি ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণ উদ্দেশ্যের চ্যানেল। ভর্তি প্রস্তুতি চ্যানেল শিক্ষার্থীদের সঠিক নির্দেশনা এবং সঠিক প্রস্তুতির পরামর্শ দেয়। এই চ্যানেলে যোগ দিন এবং আপনার ভর্তি পরীক্ষায় সফল হওয়ার জন্য সঠিক পথ ধরে নিয়োজন করুন।

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

03 Feb, 09:20


বাংলা ব্যাকরণ ৫০ মার্কসের ফ্রি এক্সাম লিংক।
যারা পরীক্ষা দিচ্ছো লিংকে রিয়েক্ট দাও।

লিংক - https://www.facebook.com/share/p/18YRUPhvNH/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

03 Feb, 05:13


তুমি রাবিতে নিশ্চিত চান্স পাবেই!
কারণ--

বিস্তারিত - https://www.facebook.com/share/p/15cigkc2M7/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

03 Feb, 02:16


আমি চাই, তোমরা সবাই সুবিধা গুলো নাও, সর্বোচ্চ প্রস্তুতি নাও এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাও।
এক্সাম ব্যাচে ভর্তি হতে বলার কারণ হলো, দায়বদ্ধতা তৈরি করা। ফ্রি তে সর্বোচ্চ টা দিয়ে দেখেছি, দিনশেষে সেটা কেউ মূল্যয়ন করে না। কিন্তু অল্প কিছু টাকা দিয়ে ভর্তি হলেও, সেটা তোমার কাছে মূল্যবান। এজন্য ফ্রি গ্রুপে হাজার হাজার জন এড থেকেও ফ্রি এক্সামে উপস্থিতি হতাশাজনক।
আর পেইড গ্রুপে হাজারের বেশি স্টুডেন্ট প্রায় সবাই নিয়মিত এক্সাম দেয়। এর একটাই কারন দায়বদ্ধতা এবং টাকা দিয়ে ভর্তি হয়েছে এজন্য।
তোমার পার্সোনাল অনেক প্রবলেম থাকতেই পারে।এটা মধ্যবিত্ত পরিবারে আমরা যারা আছি, আমাদের সমস্যা থাকবেই। তারপরও সবকিছু ম্যানেজ করে চলতে হয়।
আমাদের যদি কেউ তার সমস্যা খুলে বলে, তাকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করি।

আবার অনেক স্টুডেন্ট মনে করে, কোচিং ত করতেছিই, এক্সাম ব্যাচ কোচিং এর সাথে তুলনা হয়না।
পরীক্ষার আগে যতবেশি এক্সাম দিয়ে নিজেকে ঝালিয়ে নেয়া যায়, চান্স পাওয়ার সম্ভাবনা ততো বেড়ে যায়।
আমি নিজেও কোন কোচিং করিনি। আলহামদুলিল্লাহ তারপরও চান্স হয়েছে। তবে আমি এক্সাম দিয়েছি প্রচুর।
এডমিশনে যারা টপ করে এদের বিভিন্ন কোচিং নিজেদের দাবি করে কেন জানো? এরা অধিকাংশ ই অনেক কোচিং এ এক্সাম দেয়।যার কারনে এভাবে দাবি করে।

যারা এখনো অবুঝের মতো চলতেছো। আফসোস কে সঙ্গী করিও না। নিজের সর্বোচ্চ চেষ্টা করো।

আমাদের ব্যাচে কি কি পাবে, এটা অনেকবার বলেছি, আজ আর না বলি।

যারা এক্সাম ব্যাচে ভর্তি হতে চাও, ইনবক্সে মেসেজ দাও - https://m.me/m.mazhar014
অথবা হোয়াটসঅ্যাপ - 01738322404

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

02 Feb, 15:36


স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে বেশ কিছু উপায় রয়েছে যেগুলো আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে। চলুন উপায়গুলো জেনে নেয়া যাক...
১. পড়তে হবে মনোযোগ দিয়েঃ

যতটুকু পড়বেন, মনোযোগ সহকারে পড়বেন। সারা দিন পড়তে হবে এমন কোনো কথা নেই। কবে কোন
বিষয়টা পড়বেন, শুরুতেই তার একটা রুটিন করে নেয়া ভালো।

২. প্রশ্নপদ্ধতি এবং মানবণ্টন সম্বন্ধে ধারণাঃ

সিলেবাস এক হলেও উচ্চমাধ্যমিক পরীক্ষা এবং ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের ধরনে বেশ পার্থক্য আছে। প্রশ্নপদ্ধতি, মানবণ্টন, সময় ইত্যাদি সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা রেখে প্রস্তুতি নেয়া উচিত।

৩. চোখ রাখতে হবে বিগত বছরের প্রশ্নেঃ

বিগত বছরের বিশ্ববিদ্যালয় গুলোর ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো অবশ্যই শুরু থেকে সমাধান করা উচিত। পুরোনো প্রশ্নগুলো দেখলে যেমন প্রশ্ন সম্পর্কে একটা ধারণা হবে, তেমনি প্রস্তুতির ফাঁকফোকরগুলোও ধরা পড়বে। ভার্সিটিতে চান্স পেতে হলে বিগত বছরের প্রশ্ন সলভ্ করতেই হবে।

৪. নিজের ‘স্টাইলে’ পড়তে হবে:

আপনি কোন বিষয়টা ভালো পারেন আর কোনটা পারেন না, কীভাবে পড়লে পড়া বুঝতে সুবিধা হয়— এসব আপনিই ভালো জানেন। নিজেকে সময় দিন। নিজেই নিজের ত্রুটিগুলো খুঁজে বের করুন, নিজেই নিজের পরীক্ষা নিন। এক্সাম ব্যাচে যুক্ত হতে পারেন তাহলে নিজের ভুলগুলো সহজে ধরতে পারবেন।

৫. সুস্থ থাকুন:

সামনের কয়েক মাস সুস্থ থেকে পড়াশোনা করা একটা বড় চ্যালেঞ্জ। অসুস্থ হয়ে দুইটা দিন নষ্ট করা মানেও অনেক বড় ক্ষতি। তাই অবশ্যই শরীরের প্রতি যত্ন নিন। খাওয়া-ঘুম বাদ দিয়ে পড়তে গিয়ে অসুস্থ হয়ে যাওয়া যাবে না।

৬. আত্মবিশ্বাসী হতে হবেঃ

সত্যি বলতে ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো এমন হয় যে জানা জিনিসগুলোও অনেক সময় গুলিয়ে যায়। তাই আত্মবিশ্বাস ধরে রেখে বারবার প্রশ্নটা পড়তে হবে, দেখবেন উত্তরটা ঠিকই মাথায় আসবে। নিজের ওপর আস্থা অর্জন করতে হবে।


৭. মূল বইয়ের কোনো বিকল্প নাইঃ

যেকেনো ভার্সিটিতেই চান্স পেতে হলে মূল বই পুঙ্খানুপুঙ্খভাবে পড়ার কোনো বিকল্প নাই। বিশেষ করে ঢাবি, জাবি, রাবি, গুচ্ছে চান্স পেতে হলে মূল বইয়ের কোনো বিকল্প নাই-ই। অতএব, সবার আগে মূল বই তারপর অন্যকিছু।

৮. কৌশলী হতে হবে:

কিছু কিছু নির্দিষ্ট জায়গা আছে যেখান থেকে প্রতি বছরই প্রশ্ন হয়। আর এই বিষয়গুলো আপনি নিজে বুঝতে না পারাটাই স্বাভাবিক । কিন্তু যারা কোচিং এ ক্লাস নেন তারা বা যারা এক্সাম ব্যাচ পরিচালনা করেন তারা অর্থাৎ আপনাকে গাইড করেন এমন ব্যক্তি এসব ব্যাপারে অনেক অভিজ্ঞ। তারা জানে কোন কোন বিষয়গুলো বেশি করে পড়াতে হবে। তা জেনে নিবেন।
১০. নিয়মিত নামাজ আদায় করুন:

ধর্মীয় অনুশাসন মেনে চললে মনও ফ্রেশ থাকে। বাজে চিন্তা মাথায় কম ঢুকে। পড়ায় মন বসে। কোনভাবেই হতাশ হওয়া যাবেনা। সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে সর্বোচ্চ পরিশ্রম করে যান। সফল আপনি হবেন ইনশাআল্লাহ।

উপরের উপায়গুলো অনুসরণ করে নিয়মিত পড়াশুনা করলে কোন না কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স আপনার হবেই। সবার জন্য শুভকামনা।

যারা পড়াকে গোছাতে পারছোনা তাদেরকে বলবো তোমরা আমাদের এক্সাম ব্যাচে এড হতে পারো। এখানে এডমিট হলে পাবে টপিক ভিত্তিক পরীক্ষা, সাবজেক্ট ভিত্তিক পরীক্ষা এবং মেগা মডেল টেস্ট ।
মূল কথা এখানে এডমিট হলে তোমাকে আর চিন্তা করতে হবে কোন টপিক পড়বো কোনটা বাদ দিবো পুরোটাই কভার করানো হবে।
যারা ভর্তি হতে চাও তারা ইনবক্সে নক দাও - https://m.me/m.mazhar014
অথবা হোয়াটসঅ্যাপ - 01738322404

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

02 Feb, 13:11


আজকের বাংলা অপরিচিতা + বিলাসী পরীক্ষার লিংক।
যারা পরীক্ষা দিচ্ছো লিংকে রিয়েক্ট দাও।

লিংক - https://www.facebook.com/share/p/1951pe5oFk/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

02 Feb, 07:47


অনেকে ভাবো ফ্রিতে এতো এক্সাম নিচ্ছে পেইড কি দরকার!!

এটার উত্তর যারা ভর্তি হয়েছে, তারাই ভালো দিতে পারবে।

ফ্রি এক্সামে কখনোই এ টু জেড হয়না। কিছু টপিক, যেগুলো তোমরা ভালো পারো, তোমরা বার বার দিতে পছন্দ করো, সেগুলো ই ফ্রি তে হয়।

আর পেইড এক্সামে, এ টু জেড, এডমিশনে যা যা প্রয়োজন, তার সব এক্সামের মাধ্যমে শেষ করানো হয়। পাশাপাশি ভর্তি পরীক্ষার অনুরূপ মডেল টেস্ট হয়। যে মডেল টেস্ট গুলোও ৬০/৭০% মার্ক পাওয়া মানে, ভার্সিটি মূল পরীক্ষায় টিকবে, এমন প্রস্তুতি হয়ে গেছে এমন ইঙ্গিত দেয়।

এছাড়াও, সাম্প্রতিক আপডেট, যেকোনো প্রয়োজন সবসময় মেসেজ সাপোর্ট, প্রয়োজনীয় গাইডলাইন, সব দেওয়া হয় পেইড এক্সাম ব্যাচে।

ফ্রি এক্সাম আর পেইড এক্সামের মাঝে হাজার গুণ পার্থক্য আছে।
এটা থাকবেই।

যারা বুদ্ধিমান, তারা তার কষ্টের টাকা সঠিক জায়গায় বিনিয়োগ করে, সর্বোচ্চ প্রস্তুতি নেয়।
আবার অনেকে বিভিন্ন প্রচারণার ফাঁদে পড়ে, আফসোস করে।
আমি চাইনা তোমরা সেই আফসোস করো।
সবাই সর্বোচ্চ প্রস্তুতি নাও। ইনশাআল্লাহ সুযোগ হলে ক্যাম্পাসে একসাথে চা - আড্ডা হবে।

এক্সাম ব্যাচে যারা এখনো ভর্তি হওনি, ভর্তি হতে ইনবক্সে মেসেজ দাও - https://m.me/m.mazhar014
অথবা হোয়াটসঅ্যাপ - 01738322404

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

02 Feb, 03:01


ভর্তি পরীক্ষায় ভাল করতে হলে হতাশ হওয়া যাবে না।

১. স্বপ্নের পথে সাহসী হও!

"হয় জিতবে, নয়তো শিখবে—হারার কোনো সুযোগ নেই!"
ভর্তি পরীক্ষা কেবল একটি ধাপ, পুরো জীবন নয়। তুমি যদি কঠোর পরিশ্রম করো, ফলাফল তোমার পক্ষে আসবেই। আত্মবিশ্বাসী হও, কারণ তুমি পারবে!

২. পরিশ্রমই তোমার শক্তি

"সফলতার পেছনে কোনো শর্টকাট নেই, আছে শুধু অধ্যবসায়।"
প্রতিদিন একটু একটু করে শেখো, একদিন তোমার স্বপ্ন সত্যি হবে। আজকের কষ্ট আগামী দিনের আনন্দের চাবিকাঠি।

৩. বাধাই হলো বিজয়ের সিঁড়ি

"প্রত্যেকটি ব্যর্থতা তোমাকে আরও শক্তিশালী করে।"
কখনো হতাশ হয়ো না। ভুলগুলো শুধরে এগিয়ে যাও। একজন বিজয়ী কখনো থামে না, সে কেবল শেখে ও উন্নতি করে।

৪. এখনই সময় যুদ্ধের!

"তুমি যদি এখন ঘুমিয়ে থাকো, তবে স্বপ্ন শুধু স্বপ্নই থাকবে। কিন্তু যদি পরিশ্রম করো, তবে স্বপ্ন বাস্তবতা হবে।"
সময় কম, কিন্তু তা যথেষ্ট যদি তুমি সঠিকভাবে কাজে লাগাতে পারো। লক্ষ্য স্থির রাখো, মনোযোগী হও, সফলতা তোমার হাতের মুঠোয় আসবে।

৫. তোমার চেষ্টা তোমার পরিচয়

"সাফল্য কোনো অলৌকিক ব্যাপার নয়, এটি কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের ফল।"
তুমি যদি নিজের প্রতি বিশ্বাস রাখো, তবে তোমার স্বপ্ন সত্যি হবেই। চল, আজ থেকেই নতুন উদ্যমে প্রস্তুতি শুরু করি!

তোমার স্বপ্ন সত্যি হোক! এগিয়ে যাও, সফলতা তোমার অপেক্ষায় আছে!

তোমাদের সফল করতে সর্বোচ্চ সহযোগিতা করবে আমাদের এক্সাম ব্যাচ।
যা যা পাবে ব্যাচে-

1️⃣ টপিক ভিত্তিক এক্সাম ( যার দ্বারা অটোমেটিক তোমার প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে।
2️⃣ সাবজেক্ট ফাইনাল এক্সাম ( যার মাধ্যমে নিদিষ্ট বিষয়ে তোমার প্রস্তুতি কেমন সেটা যাচাই হবে)
3️⃣ চূড়ান্ত মডেল টেস্ট ( ভার্সিটিতে চান্স পেতে তুমি কতটা প্রস্তুত সেটা যাচাই হবে চূড়ান্ত মডেল টেস্ট এক্সামে)
4️⃣ এছাড়াও প্রয়োজনীয় সকল সাজেশন
5️⃣ গাইডলাইন
6️⃣ সার্বক্ষণিক মেন্টর সাপোর্ট সবই পাবে।

এতো কিছু পাবে একদম নাম মাত্র ভর্তি ফি দিয়ে ভর্তি হলেই।

যারা ভর্তি হতে চাও, ভর্তি হতে ইনবক্সে মেসেজ দাও - https://m.me/m.mazhar014
অথবা হোয়াটসঅ্যাপ - 01738322404

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

02 Feb, 01:01


আমি চাই, তোমরা সবাই সুবিধা গুলো নাও, সর্বোচ্চ প্রস্তুতি নাও এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাও।
এক্সাম ব্যাচে ভর্তি হতে বলার কারণ হলো, দায়বদ্ধতা তৈরি করা। ফ্রি তে সর্বোচ্চ টা দিয়ে দেখেছি, দিনশেষে সেটা কেউ মূল্যয়ন করে না। কিন্তু অল্প কিছু টাকা দিয়ে ভর্তি হলেও, সেটা তোমার কাছে মূল্যবান। এজন্য ফ্রি গ্রুপে হাজার হাজার জন এড থেকেও ফ্রি এক্সামে উপস্থিতি হতাশাজনক।
আর পেইড গ্রুপে হাজারের বেশি স্টুডেন্ট প্রায় সবাই নিয়মিত এক্সাম দেয়। এর একটাই কারন দায়বদ্ধতা এবং টাকা দিয়ে ভর্তি হয়েছে এজন্য।
তোমার পার্সোনাল অনেক প্রবলেম থাকতেই পারে।এটা মধ্যবিত্ত পরিবারে আমরা যারা আছি, আমাদের সমস্যা থাকবেই। তারপরও সবকিছু ম্যানেজ করে চলতে হয়।
আমাদের যদি কেউ তার সমস্যা খুলে বলে, তাকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করি।

আবার অনেক স্টুডেন্ট মনে করে, কোচিং ত করতেছিই, এক্সাম ব্যাচ কোচিং এর সাথে তুলনা হয়না।
পরীক্ষার আগে যতবেশি এক্সাম দিয়ে নিজেকে ঝালিয়ে নেয়া যায়, চান্স পাওয়ার সম্ভাবনা ততো বেড়ে যায়।
আমি নিজেও কোন কোচিং করিনি। আলহামদুলিল্লাহ তারপরও চান্স হয়েছে। তবে আমি এক্সাম দিয়েছি প্রচুর।
এডমিশনে যারা টপ করে এদের বিভিন্ন কোচিং নিজেদের দাবি করে কেন জানো? এরা অধিকাংশ ই অনেক কোচিং এ এক্সাম দেয়।যার কারনে এভাবে দাবি করে।

যারা এখনো অবুঝের মতো চলতেছো। আফসোস কে সঙ্গী করিও না। নিজের সর্বোচ্চ চেষ্টা করো।

আমাদের ব্যাচে কি কি পাবে, এটা অনেকবার বলেছি, আজ আর না বলি।

যারা এক্সাম ব্যাচে ভর্তি হতে চাও, ইনবক্সে মেসেজ দাও - https://m.me/m.mazhar014
অথবা হোয়াটসঅ্যাপ - 01738322404

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

01 Feb, 09:22


আজকের বাংলা নাটক + উপন্যাস পরীক্ষার লিংক।
যারা পরীক্ষা দিচ্ছো লিংকে রিয়েক্ট দাও।

লিংক - https://www.facebook.com/share/p/1RuTVEV8Ak/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

01 Feb, 05:41


কয়েকটি বিখ্যাত উক্তি, যা প্রায় পরীক্ষাতেই আসে।
এই কয়েকটা মনে রাখলে রাবিতে ১ নম্বর কমন পাবে।

বিস্তারিত লিংকে - https://www.facebook.com/share/p/1Dc9UXCowQ/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

01 Feb, 04:58


এডমিশনে সফল হতে চায় ১০০% সকল স্টুডেন্টরাই।

কিন্তু প্রকৃত পরিশ্রম করে ৪০/৫০% স্টুডেন্ট।

আর বুঝে , এনালাইসিস করে পরিশ্রম জরে ৩০/৩৫% স্টুডেন্ট।

আর নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে ১৫/২০% স্টুডেন্ট।

দিনশেষে শেষের ১৫/২০% স্টুডেন্ট ই সফল হয়।

তুমি যদি চান্স পেতে চাও, তাহলে এই ১৫/২০% এর ভেতর তোমাকে থাকতে হবে।

এর জন্য যা যা প্রয়োজন।
➡️ নিয়মিত ৮/১২ ঘন্টা পড়াশোনা করার মানসিকতা থাকতে হবে। একদিন পড়বে, ২ দিন পড়বেনা, এভাবে চান্স হবেনা।নিয়মিত পড়তে হবে।
➡️ প্রতিটা বিষয়ের জন্য অন্তত একটা করে বই থাকা প্রয়োজন। যে বইয়ে এ টু জেড সকল তথ্য থাকবে। এডমিশনে শর্টকাট খোঁজা যাবেনা।
➡️ যে যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে, সে বিশ্ববিদ্যালয়ের প্রশ্নব্যাংক অবশ্যই সলভ করতে হবে। রাবির জন্য সাথে বিসিএস প্রশ্নব্যাংক পড়তে হবে।
বিষয়ভিত্তিক বই + প্রশ্নব্যাংক এর বাহিরে আর কিছু লাগে না।
➡️ অবশ্যই একজন মেন্টর লাগবে, যে যেকোনো প্রয়োজনে তোমাকে গাইড করবে।
➡️ নিয়মিত নিজেকে যাচাই করতে হবে। অথ্যাৎ এক্সাম দিতে হবে।
➡️ সর্বশেষ অবশ্যই সৃষ্টিকর্তার অনুগ্রহ লাগবে। এজন্য নিয়মিত ধর্মীয় অনুশাসন পালন করার চেষ্টা করতে হবে।

এগুলো মেইনটেইন করতে পারলে আমি তোমাকে গ্যারান্টি দিব। ইনশাআল্লাহ তুমি চান্স পাবেই।
কিন্তু তুমি যদি সময় গুলো হেলায় নষ্ট করো,, তাহলে শুধু ভর্তি পরীক্ষা উপলক্ষে সারাদেশে টুর দেয়া হবে,চান্স আর হবেনা।

যাদের সার্বক্ষণিক মেন্টর সাপোর্ট দরকার। গাইডলাইন, সাজেশন দরকার। নিয়মিত এক্সাম দিয়ে নিজেকে যাচাই করা দরকার এবং সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে বিশ্ববিদ্যালয়ে চান্স লাগবেই লাগবে, তাদের জন্য আমাদের প্রাইভেট এক্সাম ব্যাচ। এখানে সবকিছুই পাবে ইনশাআল্লাহ।

যারা এখনো ভর্তি হওনি,ভর্তি হতে ইনবক্সে মেসেজ দাও - https://m.me/m.mazhar014
অথবা হোয়াটসঅ্যাপ - 01738322404

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

01 Feb, 03:33


যেগুলো মেইনটেইন করা জরুরী।


🔰 টার্গেট নির্ধারণ করো: প্রতিদিন কতটুকু পড়বে, সকালে ঘুম থেকে উঠে বা আগের দিন রাতেই সেটার টার্গেট করে নাও।

🔰 সময় নষ্ট করো না:
অপ্রয়োজনীয় চ্যাটিং বা বিনোদনে বেশি সময় দিও না। এখন সময় নিজের ভবিষ্যতের জন্য বিনিয়োগ করার।

🔰 পরিশ্রম ছাড়া সাফল্য নেই:
বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য পরিশ্রম করা লাগবেই। সঠিক সিকুয়েন্স মেনে নিয়মিত পড়াশোনা করো।

🔰 প্র্যাকটিস অপরিহার্য:
শুধু বই পড়লেই হবে না, নিয়মিত অনুশীলন করো। বিশেষ করে পূর্ববর্তী প্রশ্নগুলো ব্যাখ্যাসহ ভালো করে পড়ো ও মুখস্থ করো।

🔰 মোবাইল ব্যবহারে সতর্কতা:
গুরুত্বপূর্ণ কাজ ছাড়া মোবাইল ব্যবহার কমাও। এটি সময় নষ্টের অন্যতম মাধ্যম।

🔰 পড়ার সময় বিভাজন করো:
একটানা ২৫-৩০ মিনিটের বেশি পড়ো না। ৩০ মিনিট পড়ার পর একটু বিরতি নাও, তবে বিরতির সময় মোবাইল হাতে নিও না!

🔰 নিয়মিত পড়ার অভ্যাস করো:
একদিন ১০-১২ ঘণ্টা পড়ার পর ৩-৪ দিন গায়েব হয়ে গেলে চলবে না। বরং প্রতিদিন ৮-১০ ঘণ্টা নিয়মিত পড়ো।

🔰 বই পড়ার কৌশল:
গুরুত্বপূর্ণ অংশ দাগিয়ে দাগিয়ে পড়ো, বিভিন্ন রঙের কলম ব্যবহার করতে পারো। এতে রিভিশন দেওয়া সহজ হবে।

নিয়মিত এক্সাম দিয়ে নিজের প্রস্তুতি যাচাই করো। যেসব জায়গায় ঘাটতি আছে এক্সাম দিয়ে সেগুলো খুঁজে বের করো। ঘাটতি গুলোতে সময় দাও।

সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো।

নিয়মিত এক্সাম দিতে + ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ সহযোগিতা পেতে আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো। এখানে নিয়মিত টপিক ভিত্তিক এক্সাম, সাবজেক্ট ফাইনাল, চূড়ান্ত মডেল টেস্ট সব পাবে। প্রতিটি এক্সাম ৫০/১০০ মার্কের হয়ে থাকে।
এছাড়াও যেকোনো প্রয়োজনে মেন্টর সাপোর্ট পাবে।
নাম মাত্র কয়েকটা টাকার জন্য এই সুযোগ মিস করিও না।

ভর্তি হতে ইনবক্সে মেসেজ দাও - https://m.me/m.mazhar014
অথবা হোয়াটসঅ্যাপ - 01738322404

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

01 Feb, 02:28


রাবির প্যাটার্নে ১০০ মার্কের মডেল টেস্ট দিতে চাও কে কে?
১০০+ রিয়েক্ট পড়লে আগামীকাল ১০০ মার্কের চূড়ান্ত মডেল টেস্ট নিব।

যারা দিতে চাও, ❤️ রিয়েক্ট দাও।

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

31 Jan, 08:43


আজকের বাংলা গদ্য - ৫০ মার্কসের এক্সাম লিংক।
যারা পরীক্ষা দিচ্ছো লিংকে ❤️ রিয়েক্ট দাও।

এক্সাম লিংক- https://www.facebook.com/share/p/183S6PKUVi/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

31 Jan, 04:56


দায়বদ্ধ বলে একটা কথা আছে।
আমি যে ফ্রী এক্সামগুলো নিই সেগুলো কিন্তু আমার সময় এবং তোমাদের রেসপন্সের উপর ভিত্তি করে নিই।
যদি অফ করার কথা উঠে তাহলে তোমরা বলো ভাইয়া এক্সাম দিয়ে উপকৃত হচ্ছি অফ করিয়েননা, আপনার প্রশ্ন প্যাটার্ন অনেক ভালো .......
তোমাদের ভালোবাসার জায়গা থেকে আমি এগুলা কন্টিনিউ করবো যতদিন পারি।

কিন্তু ফ্রী এক্সাম ব্যাচে প্রতিনিয়ত ৫০/১০০ মার্কের মডেল টেস্ট দেওয়া সম্ভব না কারণ আমার পেইড ব্যাচ আছে। পেইড আর ফ্রীর মাঝে পার্থক্য রাখা লাগবে। তবুও মাঝে মাঝে মেগা মডেল টেস্ট কিন্তু নিচ্ছি তোমাদের জন্য।

পেইড এক্সাম ব্যাচে ভর্তি হলে আমি তোমার কাছে দায়বদ্ধ থেকে এক্সাম নিতে এবং মেন্টালি, সাজেশনমূলক সাপোর্ট দিতে বাধ্য। যারা ভর্তি আছে তাদের থেকে জেনে নিতে পারো তারা কেমন সাপোর্ট পায়। ইনশাআল্লাহ এবার সর্বোচ্চ সংখ্যক চান্স পাবে এক্সাম ব্যাচ থেকে।
ব্যাচের ফি তোমাদের একদিনের হাত খরচের সমান। যদি একদম শেষ পর্যন্ত এভাবে এক্সাম দিতে চাও ব্যাচে ভর্তি হয়ে যাও ইনশাআল্লাহ যতটুকু সার্ভিস পাবে বলে ধারণা তার থেকেও কয়েকগুণ বেশি পাবে।

ভর্তি হতে ইনবক্সে নক দাও -https://m.me/m.mazhar014
অথবা হোয়াটসঅ্যাপ - 01738322404

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

31 Jan, 03:34


আজকের ফ্রি এক্সাম বিকাল - ৩ টায়।
বাংলা গদ্য - ৫০ মার্কের এক্সাম।

আজকের পরীক্ষায় এটেন্ড না করলে, ফ্রি এক্সাম নেয়া বন্ধ করে দিব।
সামনে যে ১০০ মার্কের কিছু ফ্রি মডেল টেস্ট নেয়ার প্লান ছিল, সেটা বন্ধ করে দিব।

যারা এক্সাম দিবে ❤️ রিয়েক্ট দাও।

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

30 Jan, 10:39


আজকের GK - মুসলিম শাসন+ইংরেজ শাসন পরীক্ষা লিংক।
যারা পরীক্ষা দিচ্ছো লিংকে রিয়েক্ট দাও।

লিংক - https://www.facebook.com/share/p/15zxVppgm8/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

30 Jan, 09:01


ফ্রি এক্সাম আর পেইড এক্সামের মাঝে শতগুণ পার্থক্য আছে।

➡️ ফ্রি এক্সামের প্রশ্নগুলো করা হয় একদম সহজ, যেন সবাই পরীক্ষা দিতে আগ্রহী হয়। আর অনেক কম এমসিকিউ নিয়ে প্রশ্ন করা হয়, কারণ তোমরা বেশি সময় ধরে এক্সাম দিতে চাওনা, ২/৫ মিনিটে শেষ হয় এমন এক্সামে তোমাদের রেসপন্স পাওয়া যায়।

৩০/৪০ মিনিটের এক্সামে তোমাদের রেসপন্স পাওয়া যায়না।

➡️ কিন্তু পেইড এক্সামে মার্কস তুলা এত সহজ নয়। এখানে প্রশ্নগুলো সব ভার্সিটিতে আসার মতো। যার প্রমাণ ঢাবি ভর্তি পরীক্ষায় পেয়েছে।
হিউজ প্রশ্ন সরাসরি কমন পড়েছে। আর যেগুলো কমন পড়েনি, সেগুলোও আমরা যেসব টপিক থেকে এক্সাম নিয়েছি, সেসব টপিক থেকেই এসেছে।

যদি কোন স্টুডেন্ট আমাদের এক্সামের টপিক গুলো পুরোপুরি আয়ত্তে আনতে পারে। আমি গ্যারান্টি দিব সে চান্স পাবেই।

আর পেইড ব্যাচে, বাংলা, ইংরেজি, জিকে এ টু জেড শেষ করানো হয়। পাশাপাশি হিউজ চূড়ান্ত মডেল টেস্ট তো থাকছেই।
এছাড়াও, সার্বক্ষণিক গাইডলাইন, প্রয়োজনীয় সাজেশন, সাম্প্রতিক আপডেট, যেকোনো প্রয়োজনে মেন্টর সাপোর্ট সব দেওয়া হয় পেইড এক্সাম ব্যাচে।

এতকিছু জানার পরও যারা মাত্র কয়েকটা টাকা খরচের ভয়ে ভর্তি হতে চাচ্ছো না। তারা রাবি ভর্তি পরীক্ষার পর আফসোস করবে।
কারণ, অন্তত এক্সাম ব্যাচের ক্ষেত্রে আমাদের মতো কথা অনুযায়ী কাজ করে এমন দ্বিতীয় কোন ব্যাচ পাবেনা।

যারা এখনো ভর্তি হওনি, ভর্তি হতে ইনবক্সে মেসেজ দাও - https://m.me/m.mazhar014
অথবা হোয়াটসঅ্যাপ - 01738322404

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

29 Jan, 11:45


ইউনিভার্সিটি তে কারা চান্স পায়???
ইউনিভার্সিটি তে চান্স পেতে গেলে এলিয়েন হতে হয় না। আডমিশন এর পর দেখবে তোমার আশেপাশে অসংখ্য বন্ধু চান্স পাইছে।
যারে সবাই আতেল বলত, পিকে কমেন্ট পড়ত না, দেখবে চান্স পাওয়ার পর তার টাইমলাইন এ অভিনন্দন এর বন্যা..

তাও বলি কারা চান্স পায়....
♦️ নেট আসক্তি কম। হাইয়েস্ট ২-২.৫ ঘন্টা শুধু প্রয়োজনীয় ক্ষেত্রে।
♦️ বফ / গফের সাথে রাত জেগে কথা কম বলা।
♦️ নিয়মিত পড়তে বসা।
♦️ সঠিক বিষয় পড়া এবং নিয়মিত নিজের প্রস্তুতি পর্যবেক্ষণে রাখা
♦️ মূলবই কেন্দ্রিক প্রিপারেশন নেয়।
♦️ গাধার মত অপ্রয়োজনীয় জিনিস না পড়ে সিলেবাস বুঝে প্রয়োজনীয় জিনিস পড়ে।
♦️ পরীক্ষা বেশি বেশি দেওয়া।
♦️ তাই এসব গুণ নিজের মধ্যে না থাকলে শুধরিয়ে নাও।

যারা এখনো বুঝতেছোনা কিভাবে পড়বে বা কোন কোন টপিকগুলো পড়তে তারা আমার এক্সাম ব্যাচে এড হতে পারো।
এখানে তোমার প্রস্তুতির জন্য যা যা লাগবে এ টু জেড সবটাই করানো হবে। গাইডলাইন পাবে, মেন্টর সাপোর্ট পাবে।

যারা ভর্তি হতে চাও তারা ইনবক্সে নক দাও- https://m.me/m.mazhar014
অথবা হোয়াটসঅ্যাপ - 01738322404

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

27 Jan, 02:24


রাবির প্রাথমিক আবেদন করতে যা যা লাগবে, কিভাবে করবে।

বিস্তারিত দেখে নাও।
লিংক - https://www.facebook.com/share/p/14R3HbLKqP/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

27 Jan, 01:56


আজকের ফ্রি এক্সাম নোটিশ।
পরীক্ষার সময় বিকাল - ৪ টা
টপিক - বাংলা গদ্য - আমার পথ + মানব-কল্যাণ

কে কে এক্সাম দিবে, তারা ❤️ রিয়েক্ট দাও।

তোমরা অনেকে মনে করো, আমরা শুধু বাংলা এক্সাম নেই। আসলে তা নয়, তোমরা বাংলা সবাই সাড়া দাও, এজন্য এটা বেশি নেই। কিন্তু ইংরেজি নিলে ৫০০ জনও এক্সাম দাও না। সেজন্য নিতে চেয়েও ২/১ দিন পর বন্ধ করে দিতে হয়।

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

26 Jan, 13:39


রাত - ৯ টা থেকে প্রাইভেট এক্সাম ব্যাচে একদম নতুন করে এক্সাম শুরু হচ্ছে ইনশাআল্লাহ।

যা যা পাবে

-- টপিক ভিত্তিক এক্সাম
-- সাবজেক্ট ফাইনাল এক্সাম
-- চূড়ান্ত মডেল টেস্ট এক্সাম
-- সকল এক্সামের মেরিট লিস্ট
-- সার্বক্ষণিক গাইডলাইন
-- গুরুত্বপূর্ণ সাজেশন
-- যেকোনো প্রয়োজনে মেন্টর সাপোর্ট।

টপিক এক্সাম ও সাবজেক্ট ফাইনাল ৫০ মার্ক করে হবে, চূড়ান্ত মডেল টেস্ট ভার্সিটি প্যাটার্ন অনুযায়ী ১০০ মার্কস করে হবে।

যারা মাত্র কয়েকটা টাকার জন্য এত সুযোগ হাতছাড়া করতেছো, পরে আফসোস করিও না।
দ্রুত ভর্তি হয়ে যাও।

ভর্তি হতে ইনবক্সে মেসেজ দাও - https://m.me/m.mazhar014
অথবা হোয়াটসঅ্যাপ - 01738322404

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

26 Jan, 10:31


আজকের বাংলা - অপরিচিতা + সোনার তরী পরীক্ষার লিংক।
যারা পরীক্ষা দিচ্ছো লিংকে রিয়েক্ট দাও।

লিংক - https://www.facebook.com/share/p/188UbCzDMC/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

26 Jan, 08:15


বেকিং
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদন শুরু হবে ২৭ জানুয়ারি থেকে চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
পড়ো - রাবি কনফার্ম বই।
বইটি অর্ডার করতে ইনবক্সে মেসেজ দাও - https://m.me/m.mazhar014

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

26 Jan, 02:12


আজ রাত - ৯ টা থেকে পেইড ব্যাচে একদম নতুন রুটিনে শুরু থেকে আবারো টপিক ভিত্তিক এক্সাম শুরু হচ্ছে ইনশাআল্লাহ।

পাশাপাশি চূড়ান্ত মডেল টেস্ট ও সাবজেক্ট ফাইনাল তো থাকছেই।

ভর্তি পরীক্ষার শেষ পর্যন্ত নিয়মিত এক্সাম চলবে ইনশাআল্লাহ।

এছাড়াও, যেকোনো প্রয়োজনে আমরা সার্বক্ষণিক মেসেজ বা কল সাপোর্ট দিয়ে থাকি। সার্বক্ষণিক দিকনির্দেশনা তো থাকছেই।
যেকোনো প্রয়োজনে মেন্টর সাপোর্ট ও পাবে ভর্তি হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ।

যারা নাম মাত্র কয়েকটা টাকার জন্য এই সুযোগ গুলো নিতে অনীহা দেখাচ্ছো, তোমাদের কিছু বলার নাই। শুধু এটুকুই বলবো, ভর্তি পরীক্ষার পর কোন আপসোস সঙ্গী না হোক।

সবার জন্য দোয়া ও শুভকামনা রইল।

এক্সাম ব্যাচে ভর্তি হতে ইনবক্সে মেসেজ দাও - https://m.me/m.mazhar014
অথবা হোয়াটসঅ্যাপ - 01738322404

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

26 Jan, 02:12


আজকের ফ্রি এক্সাম বিকাল - ৪ টায়।
কে কে এক্সাম দিবে ❤️ রিয়েক্ট দাও।

বিস্তারিত টপিক দেখে নাও।
লিংক - https://www.facebook.com/share/p/18XwsKdprc/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

25 Jan, 13:06


আগামীকাল থেকে আবারো ফ্রি এক্সাম হবে ইনশাআল্লাহ।

কে কে নিয়মিত এটেন্ড করবে ❤️ রিয়েক্ট দাও।

ফ্রি এক্সাম এ টু জেড কখনোই শেষ হবেনা।
প্রস্তুতি এ টু জেড নিতে + সার্বক্ষণিক মেন্টর সাপোর্টে থাকতে আমাদের প্রাইভেট এক্সাম ব্যাচে ভর্তি হয়ে নাও।
ভর্তি হতে ইনবক্সে মেসেজ দাও - https://m.me/m.mazhar014
অথবা হোয়াটসঅ্যাপ - 01738322404

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

25 Jan, 09:35


আলহামদুলিল্লাহ

আজকের ঢাবির পরীক্ষায় অনেকগুলো প্রশ্ন সরাসরি আমাদের এক্সামে নেয়া প্রশ্ন থেকে এসেছে।

এবং অনেক প্রশ্ন যেসব জায়গা গুলো গুরুত্ব দিয়ে প্রশ্ন করেছি, সরাসরি প্রশ্ন কমন না আসলেও সেসব জায়গায় থেকেই প্রশ্ন এসেছে।

আমরা রাবির জন্য সর্বোচ্চ চেষ্টা করব।
তোমরা একটু পরিশ্রম করো, আমরা সর্বোচ্চ সহযোগিতা করব ইনশাআল্লাহ।
রাবিতে যেন সবাই সর্বোচ্চ ভালো করতে পারো।
সবার জন্য দোয়া ও শুভকামনা রইল।

যারা রাবি সহ সকল বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রস্তুতি নিতে চাও। নিয়মিত এক্সাম দেওয়ার বিকল্প নাই।
আগামীকাল থেকে সবকিছু আবারো শুরু থেকে শুরু হবে ইনশাআল্লাহ।

যারা এখনো ভর্তি হওনি, ভর্তি হতে ইনবক্সে মেসেজ দাও - https://m.me/m.mazhar014
অথবা হোয়াটসঅ্যাপ - 01738322404

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

25 Jan, 08:11


ঢাবি পরীক্ষা তো শেষ হলো।
আশা করছি সবাই ভালো পরীক্ষা দিয়েছো।

কার্টস মার্ক, কত পেলে চান্স হবে। পাস করব কিনা, এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো।
পরবর্তী ভার্সিটি গুলোর জন্য প্রস্তুতি নাও।

যাদের পরীক্ষা খারাপ হয়েছে, হতাশ হইয়ো না। একটা খারাপ হয়েছে, যে জন্য খারাপ হলো, সে কারণ গুলো খুঁজে বের করো। রাবি ভর্তি পরীক্ষার এখনো অনেক সময় আছে। তুমি চাইলেই ঘুরে দাড়াতে পারবে ইনশাআল্লাহ।

সর্বোপরি, এক্সাম যেমনই হোক না কেন? বসে থেকো না। পড়াশোনা কন্টিনিউ করো, পরের এক্সাম গুলো সর্বোচ্চ ভালো করতে হবে।

সবার জন্য দোয়া ও শুভকামনা রইল।

তোমাদের প্রস্তুতিতে সর্বোচ্চ সাপোর্ট দিবে আমাদের এক্সাম ব্যাচ। বিশেষ করে রাবিতে যারা পরীক্ষা দিবে, তোমরা আমাদের ব্যাচে ভর্তি না হলে, রাবি পরীক্ষার পর আফসোস করবে।
রাবির জন্য সর্বোচ্চ সহযোগিতা আমরা করব ইনশাআল্লাহ।

যারা এখনো ভর্তি হওনি, ভর্তি হতে ইনবক্সে মেসেজ দাও - https://m.me/m.mazhar014
অথবা হোয়াটসঅ্যাপ - 01738322404

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

25 Jan, 07:35


ঢাবি প্রশ্ন সমাধান লাইভ

https://www.facebook.com/share/v/195azoSW4q/

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

25 Jan, 06:41


আজকের ঢাবি বি ইউনিটের প্রশ্নপত্রের লিংক।

https://www.facebook.com/share/p/1Tu2CjdAa1/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

24 Jan, 12:27


আমার হোয়াটসঅ্যাপ একাউন্ট আগের টা নষ্ট হওয়ায়, নতুন গ্রুপে সবাইকে এড হওয়ার জন্য বলছি।
রাবি যাদের স্বপ্ন, তারা নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপে এড হও।

লিংক -https://chat.whatsapp.com/F6FXFcBU3fS2Wm0n21izzL

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

24 Jan, 03:41


প্রাইভেট ব্যাচে এখন টপিকভিত্তিক পরীক্ষা আবারো শুরু হচ্ছে , এই টপিকগুলো শেষ করতে পারলে তুমি অন্যদের থেকে ৮০% এগিয়ে যাবে গ্যারান্টি।

আমাদের এক্সাম ব্যাচের ফি তোমাদের একদিনের হাত খরচের সমানও নয়। অল্প টাকায় এডমিশন জার্নির শেষ দিন পর্যন্ত পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। তোমরা সফল হও আমরা এটাই চাই। তোমরা সফল হলেই আমরা সফল।
তবুও যাদের আর্থিক সমস্যা এমন কয়েকজনকে বিশেষ ছাড়ে ভর্তি নিবো। তবে খুব কম এবং সীমিত সময়ের জন্য।

শতশত স্টুডেন্টদের ভেতর নিজের অবস্থান বুঝা এডমিশন জার্নিতে অনেক গুরুত্বপূর্ণ। এতে কনফিডেন্স অনেক বেড়ে যায়। কনফিডেন্স যত বাড়বে ততো চান্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
যে সময় চলে যাচ্ছে এটা আর ফিরে আসবে না। সময় নষ্ট করিও না। সময়কে কাজে লাগাও।

যারা ভর্তি হতে চাও, দ্রুত হয়ে যাও। কেননা যে সময় নষ্ট হচ্ছে এগুলো আর ফিরে আসবে না। সময় কাজে লাগাও।

ভর্তি হতে ইনবক্সে মেসেজ দাও - https://m.me/m.mazhar014
অথবা হোয়াটসঅ্যাপ - 01738322404

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

22 Jan, 14:35


https://www.facebook.com/share/p/1FGmvu2Zvu/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

22 Jan, 04:05


তোমরা অনেকেই পেইড গ্রুপে ভর্তি আছো এবং অনেকেই হতে চেয়েছো। যারা হতে চেয়েছো তাদের জন্য সুখবর আছে।
পেইড গ্রুপে একদম প্রথম থেকে আবারো শুরু হচ্ছে পরীক্ষা। যারা নতুন ব্যাচ খুঁজতেছিলে তারা সুযোগটা কাজে লাগাও।
পরীক্ষা চলবে এডমিশন জার্নির শেষ দিন পর্যন্ত।

যারা ভর্তি হতে চাও তারা ইনবক্সে নক দাও - https://m.me/m.mazhar014

অথবা হোয়াটসঅ্যাপ - 01738322404

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

21 Jan, 10:47


আজকের বাংলা গদ্য + পদ্য পরীক্ষার লিংক।
যারা পরীক্ষা দিচ্ছো লিংকে রিয়েক্ট দাও।

লিংক - https://www.facebook.com/share/p/1BMURCaH67/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

21 Jan, 09:09


জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত সালের প্রশ্ন।
যারা দেখছো লিংকে রিয়েক্ট দাও।

লিংক - https://www.facebook.com/share/p/1BAdtPKusN/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

21 Jan, 04:16


জাতীয় বিশ্ববিদ্যালয় অলরেডি ভর্তি সার্কুলার দিয়ে দিয়েছে মানে বুঝছো?
রেজাল্ট দিয়ে অনার্স করার সময় শেষ, এখন অনার্স করতে চাইলে তোমাকে পরীক্ষা দিয়েই চান্স পেতে হবে।

একটা কথা বলি যদি তাতে তোমাদের কিছু উপকার হয়!
তোমাকে তোমার বাড়ির পাশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজে পড়তে হলেও ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেতে হবে আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তে হলেও পরীক্ষা দিয়ে চান্স পেতে হবে। পড়াশোনা যেহেতু করতেই হবে তাহলে করার মতোই করো। একটা সিদ্ধান্তই তোমার জীবনকে পরিবর্তন করে দিতে পারে।
যদি ন্যাশনালে তোমাকে ৭০% ইফোর্ট দিতে হবে, রাবিতে তোমাকে ৯০% দিতে হবে বিনিময়ে কতকিছু পাবে একবার কল্পনা করো?
আজ থেকে সিদ্ধান্ত নাও চান্স যেহেতু পড়েই নিতে হবে তাহলে আমি বিশ্ববিদ্যালয়েই পড়বো , বিশ্বাস করো তোমার এই সিদ্ধান্তই তোমাকে চান্স পাইয়ে দিবে।

যারা এখনো বুঝতেছোনা কিভাবে পড়বে তাদের জন্য : তোমাদের বলবো আমাদের একটা এক্সাম ব্যাচ আছে, নামে এক্সাম ব্যাচ হলেও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য যা যা লাগবে এ টু জেড পাবে। কী কী টপিক পড়তে হবে সেসবের উপর নির্ভর করেই রুটিন সাজানো হয়। যদি মনে হয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য যেভাবে পড়া দরকার সেভাবে পড়বো তাহলে বলবো তুমি ভর্তি হয়ে যাও।

যারা এক্সাম ব্যাচে ভর্তি হতে চাও তারা ইনবক্সে নক দাও - https://m.me/m.mazhar014

অথবা হোয়াটসঅ্যাপ - 01738322404

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

20 Jan, 11:36


ব্রেকিং ~
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত।

▪️ আবেদনের তারিখ: ২১ জানুয়ারি ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত।
▪️ প্রাথমিক আবেদন ফি বাবদ ৭০০/- (সাতশত) টাকা
▪️ ভর্তি পরীক্ষা: ০৩ মে ২০২৫, শনিবার (সময়: সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত)

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

18 Jan, 09:52


আজকের ইংরেজি Noun + Pronoun পরীক্ষার লিংক।
যারা পরীক্ষা দিচ্ছো লিংকে রিয়েক্ট দাও।

লিংক - https://www.facebook.com/share/p/1A2TQgYFHz/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

18 Jan, 04:57


তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেই।

কারণ বিস্তারিত- https://www.facebook.com/share/p/15hJb4hAKs/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

17 Jan, 08:17


আজকের বাংলা পদ্য - বিদ্রোহী পরীক্ষার লিংক।
যারা পরীক্ষা দিচ্ছো লিংকে রিয়েক্ট দাও।

লিংক - https://www.facebook.com/share/p/1AzsmkoqHJ/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

17 Jan, 03:10


পেইড গ্রুপে প্রতি সপ্তাহেই ১০০ মার্কের চূড়ান্ত মডেল টেস্ট হয়, আলহামদুলিল্লাহ।
আজকের পরীক্ষা রাত - ৯ টায়
রাবি এ ইউনিট চূড়ান্ত মডেল টেস্ট।

এত বেশি মডেল টেস্ট, আর কেউ তোমাদের দিবে না। এছাড়াও, টপিক এক্সাম ও সাবজেক্ট ফাইনাল ত থাকছেই।

ভর্তি হতে ইনবক্সে মেসেজ দাও -https://m.me/m.mazhar014
অথবা হোয়াটসঅ্যাপ - 01738322404

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

16 Jan, 09:14


আজকের বাংলা পদ্য - তাহাড়েই পড়ে মনে পরীক্ষার লিংক।
যারা পরীক্ষা দিচ্ছো লিংকে রিয়েক্ট দাও।

https://www.facebook.com/share/p/159GiJZpVG/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

15 Jan, 10:25


অনেকে ভাবো ফ্রিতে এতো এক্সাম নিচ্ছে পেইড কি দরকার!!

এটার উত্তর যারা ভর্তি হয়েছে, তারাই ভালো দিতে পারবে।

ফ্রি এক্সামে কখনোই এ টু জেড হয়না। কিছু টপিক, যেগুলো তোমরা ভালো পারো, তোমরা বার বার দিতে পছন্দ করো, সেগুলো ই ফ্রি তে হয়।

আর পেইড এক্সামে, এ টু জেড, এডমিশনে যা যা প্রয়োজন, তার সব এক্সামের মাধ্যমে শেষ করানো হয়। পাশাপাশি ভর্তি পরীক্ষার অনুরূপ মডেল টেস্ট হয়। যে মডেল টেস্ট গুলোও ৬০/৭০% মার্ক পাওয়া মানে, ভার্সিটি মূল পরীক্ষায় টিকবে, এমন প্রস্তুতি হয়ে গেছে এমন ইঙ্গিত দেয়।

এছাড়াও, সাম্প্রতিক আপডেট, যেকোনো প্রয়োজন সবসময় মেসেজ সাপোর্ট, প্রয়োজনীয় গাইডলাইন, সব দেওয়া হয় পেইড এক্সাম ব্যাচে।

ফ্রি এক্সাম আর পেইড এক্সামের মাঝে হাজার গুণ পার্থক্য আছে।
এটা থাকবেই।

যারা বুদ্ধিমান, তারা অল্পতেই তার কষ্টের টাকা সঠিক জায়গায় বিনিয়োগ করে, সর্বোচ্চ প্রস্তুতি নেয়।
আবার অনেকে বিভিন্ন প্রচারণার ফাঁদে পড়ে, আফসোস করে।
আমি চাইনা তোমরা সেই আফসোস করো।
সবাই সর্বোচ্চ প্রস্তুতি নাও। ইনশাআল্লাহ সুযোগ হলে ক্যাম্পাসে একসাথে চা - আড্ডা হবে।

এক্সাম ব্যাচে যারা এখনো ভর্তি হওনি, ভর্তি হতে ইনবক্সে মেসেজ দাও - https://m.me/m.mazhar014
অথবা হোয়াটসঅ্যাপ - 01738322404

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

15 Jan, 09:33


বাংলা পদ্য - সোনার তরী পরীক্ষার লিংক।
যারা পরীক্ষা দিচ্ছো লিংকে রিয়েক্ট দাও।

https://www.facebook.com/share/p/19aguNuP9B/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

14 Jan, 11:15


সার্ভিস দেখে যাচাই করো টাকা দেখে নয়।
এডমিশন সময়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো তুমি টাকাগুলো সঠিক পথে ব্যয় করতেছো নাকি ভুল পথে।
এডমিশন সময়ে অনেক ব্যাচ পাবে যেগুলোর ফি চা খাওয়ার টাকার সমান কিন্তু ভাই তুমি যদি ভর্তি হও সেসবে তাহলে ওই চা খাওয়ার টাকাটাও তোমার লস হবে।
এজন্যই তো দিনশেষে আবার নক দিয়ে বলো ভাইয়া ওখানে পরীক্ষা নেয়না ঠিকমতো আপনার ব্যাচে ভর্তি হবো। তাই বারবার বলি সময় থাকতেই সচেতন হও।

এডমিশন সময়ে যদি সঠিক গাইডলাইন না পাও তাহলে তোমার বাবা-মায়ের পরিশ্রমের টাকা এবং তোমার পরিশ্রম সব ব্যর্থ হবে।

আলহামদুলিল্লাহ আমাদের ব্যাচ নিয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি । তোমরা চাইলে তোমার আশেপাশে যে বন্ধু আমাদের ব্যাচে ভর্তি আছে তার থেকে খোঁজ নিয়ে দেখতে পারো।
যা পাচ্ছো আমাদের এক্সাম ব্যাচে।
➡️ টপিক ভিত্তিক এক্সাম
➡️ সাবজেক্ট ফাইনাল এক্সাম
➡️ ভার্সিটি প্যাটার্নে চূড়ান্ত মডেল টেস্ট এক্সাম
➡️ প্রতিটি পরীক্ষার পর সম্বলিত মেরিট লিস্ট।
➡️ সার্বক্ষনিক মেন্টর সাপোর্ট।
এছাড়াও পরীক্ষার আগে আমরা চেষ্টা করব, গুরুত্বপূর্ণ সকল সাজেশন দেওয়ার।

যারা ভর্তি হতে চাও, তারা ইনবক্সে মেসেজ দাও - https://m.me/m.mazhar014
অথবা হোয়াটসঅ্যাপ - 01738322404

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

14 Jan, 03:26


আজকের বাংলা গদ্য : মাসি-পিসি পরীক্ষার লিংক।
যারা পরীক্ষা দিচ্ছো, তারা অবশ্যই লিংকে রিয়েক্ট দিও।

লিংক - https://www.facebook.com/share/p/14jdPtAXuz/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

13 Jan, 08:27


আজকের বাংলা গদ্য - বিলাসী পরীক্ষার লিংক।
যারা পরীক্ষা দিচ্ছো তারা অবশ্যই লিংকে রিয়েক্ট দিবে।

লিংক - https://www.facebook.com/share/p/19ebQ184r5/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

13 Jan, 02:40


এবছর রাবিতে চান্স পাওয়া একদম সহজ।

কারণ -- https://www.facebook.com/share/p/19xWigJX79/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

12 Jan, 08:31


আজকের বাংলা গদ্য - '' আমার পথ'' পরীক্ষার লিংক
যারা পরীক্ষা দিচ্ছো লিংকে রিয়েক্ট দাও।

https://www.facebook.com/share/p/1DhPzdGmvR/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

12 Jan, 05:04


দায়বদ্ধ বলে একটা কথা আছে।
আমি যে ফ্রী এক্সামগুলো নিই সেগুলো কিন্তু আমার সময় এবং তোমাদের রেসপন্সের উপর ভিত্তি করে নিই।
যদি অফ করার কথা উঠে তাহলে তোমরা বলো ভাইয়া এক্সাম দিয়ে উপকৃত হচ্ছি অফ করিয়েননা, আপনার প্রশ্ন প্যাটার্ন অনেক ভালো .......
তোমাদের ভালোবাসার জায়গা থেকে আমি এগুলা কন্টিনিউ করবো যতদিন পারি।

কিন্তু ফ্রী এক্সাম ব্যাচে প্রতিনিয়ত ৫০/১০০ মার্কের মডেল টেস্ট দেওয়া সম্ভব না কারণ আমার পেইড ব্যাচ আছে। পেইড আর ফ্রীর মাঝে পার্থক্য রাখা লাগবে। তবুও মাঝে মাঝে মেগা মডেল টেস্ট কিন্তু নিচ্ছি তোমাদের জন্য।

পেইড এক্সাম ব্যাচে ভর্তি হলে আমি তোমার কাছে দায়বদ্ধ থেকে এক্সাম নিতে এবং মেন্টালি, সাজেশনমূলক সাপোর্ট দিতে বাধ্য। যারা ভর্তি আছে তাদের থেকে জেনে নিতে পারো তারা কেমন সাপোর্ট পায়। ইনশাআল্লাহ এবার সর্বোচ্চ সংখ্যক চান্স পাবে এক্সাম ব্যাচ থেকে।
ব্যাচের ফি তোমাদের একদিনের হাত খরচের সমান ও নয় । যদি একদম শেষ পর্যন্ত এভাবে এক্সাম দিতে চাও ব্যাচে ভর্তি হয়ে যাও ইনশাআল্লাহ যতটুকু সার্ভিস পাবে বলে ধারণা তার থেকেও কয়েকগুণ বেশি পাবে।

ভর্তি হতে ইনবক্সে নক দাও - https://m.me/m.mazhar014
অথবা হোয়াটসঅ্যাপ - 01738322404

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

11 Jan, 08:26


বাংলা গদ্য - অপরিচিতা পরীক্ষার লিংক।
যারা পরীক্ষা দিচ্ছো লিংকে রিয়েক্ট দাও।

https://www.facebook.com/share/p/15XkLE7VZj/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

11 Jan, 02:58


রাবির জন্য সাধারণত জ্ঞান সিলেক্টেড টপিক সাজেশন দেওয়া হয়েছে।
যেগুলো থেকে প্রশ্ন প্রতিবারই আসে।

লিংক - https://www.facebook.com/share/p/1Ctsae3NQm/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

10 Jan, 09:10


এডমিশন সময়ে স্টুডেন্টদের একটা টেন্ডিসি থাকে, ফেসবুক বা বিভিন্ন ভাইয়ারা যে যা বলে সবার কথা শুনতে যায়।
যার কারণে সে কিভাবে এগোবে এটা বুঝতে পারেনা।
একেকজনের পড়াশোনা পদ্ধতি একেকরকম হবে। এটাই স্বাভাবিক।
আবার একেকজন একেক রকম বই সাজেস্ট করবে এটাও স্বাভাবিক।

তোমাদের উচিত প্রতি বিষয়ে যেকোনো একটা বই ভালো ভাবে শেষ করা। এডমিশনে প্রায় সব বই সেম। এজন্য যা বই থেকে কমন আসে, সেগুলো সব বই থেকেই আসে।

তোমাদের অধিকাংশ প্রস্তুতি গুছাতে পারছো না।
আবার অনেকেই ভুলে যাচ্ছো।

এগুলো সলভ করার একমাত্র মাধ্যম হলো নিয়মিত রুটিন মাফিক পড়াশোনা করা।
এলোমেলো পড়াশোনা করে প্রস্তুতি গুছানো কখনো সম্ভব নয়।

গুছিয়ে প্রস্তুতি নেওয়ার জন্য যা করবে।
খাতা কলম হাতে নাও, একমাসে কি কি করবে, তার একটা পরিকল্পনা নোট করো। সে অনুযায়ী একমাস চলো। দেখবা অনেকটা গুছানো হবে গেছে।

যারা ভুলে যাচ্ছো, এটা স্বাভাবিক বিষয়। পড়বা ভুলে যাবা, আবার পড়বা আবার ভুলে যাবা। এই সমস্যা সলভ করার জন্য প্রচুর প্রাকটিস করতে হবে।
পড়াশোনা করার পাশাপাশি নিয়মিত এক্সাম দিতে হবে।
যেগুলো ভুল হচ্ছে সেগুলো আবার রিভাইস করতে হবে।

মূলকথা, পরীক্ষা দিলাম আর চান্স পেলাম এই চিন্তা করবে না। তুমি নিয়ম মাফিক পরিশ্রম করতে থাকো এবং সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করো। ইনশাআল্লাহ সৃষ্টিকর্তা নিরাশ করবেন না।

সবার জন্য দোয়া ও শুভকামনা রইল।

নিয়মিত এক্সাম দেওয়ার জন্য আমাদের প্রাইভেট এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো।
ভর্তি হতে ইনবক্সে মেসেজ দাও - https://m.me/m.mazhar014
অথবা হোয়াটসঅ্যাপ - 01738322404

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

10 Jan, 02:35


তোমরা অনেকেই এক্সাম দেওয়ার গুরুত্ব বুঝতে পারছো না।
যদি তোমার পড়া একবারও শেষ হয়, তবে তোমার যত পারো এক্সাম দেওয়া উচিত।

আমার ভর্তি পরীক্ষার সময় আমি ৪/৫ টা এক্সাম ব্যাচে এক্সাম দিয়েছি। শুধু আমি না, যা চান্স পায় বা টপ করে তুমি জানতে পারবে অধিকাংশই একাধিক এক্সাম ব্যাচে এক্সাম দিতো। যার কারণে যারা টপ করে, এদের বিভিন্ন কোচিং তাদের স্টুডেন্ট বলে দাবি করে।

কেন সবাই এতো এক্সাম দেয়?? কারণ প্রস্তুতি যাচাই,নিজের কনফিডেন্স বাড়ানোর একমাত্র উপায় হলো এক্সাম দেওয়া।

মানবিক + বিভাগ পরিবর্তনের স্টুডেন্টদের ঘন্টার পর ঘন্টা ক্লাস করার চেয়ে, বাসায় নিজে পড়াটা বেশি গুরুত্বপূর্ণ। কারণ অধিকাংশ পড়াই মুখস্থ করতে হয়।
আর কোচিং এ কিভাবে পড়ায় এটা নিশ্চয় এতদিনে বুঝতে পারছো।

এই জন্য শেষ সময়ে সময়গুলো আর নষ্ট না করে, প্রতিদিন ১০/১২ ঘন্টা করে পড়ার চেষ্টা করো, বার বার রিভিশন দাও। বেশি বেশি এক্সাম দাও।

আর যারা নতুন শুরু করেছো, হতাশ হওয়ার কিছু নেই,অনেক সময় আছে, ১ মাস কোন কিছু চিন্তা না করে শুধু সবকিছু পড়ে ফেলো, তারপর তুমিও কনফিডেন্স পেতে শুরু করবে ইনশাআল্লাহ।

যারা গাইডলাইন পাচ্ছো না, প্রস্তুতি গুছাতে পারছো না, সবকিছু এলোমেলো লাগতেছে, এবং যারা নিজেকে নিয়মিত যাচাই করে সর্বোচ্চ ফলাফল করতে চাও, তাদের জন্য আমাদের এক্সাম ব্যাচ।
ইনশাআল্লাহ আমাদের ব্যাচের রুটিন অনুযায়ী পড়াশোনা করে এক্সামগুলো শেষ করলে তোমার সর্বোচ্চ প্রস্তুতি হতে বাধ্য।

যারা এখনো ভর্তি হওনি, ভর্তি হতে ইনবক্সে মেসেজ দাও - https://m.me/m.mazhar014
অথবা হোয়াটসঅ্যাপ - 01738322404

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

09 Jan, 10:00


বাংলা ব্যাকরণ ৫০ মার্কের ফ্রি এক্সাম লিংক।
যারা পরীক্ষা দিচ্ছো লিংকে রিয়েক্ট দাও।

https://www.facebook.com/share/p/14qaojNcr8/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

08 Jan, 12:32


সকল ভার্সিটির মাঝে রাবিতে চান্স পাওয়া সহজ।

কারণ - https://www.facebook.com/share/p/19uauUyLgJ/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

08 Jan, 03:11


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের খুটিনাটি।
পোস্টটি সবার পড়া উচিত, সকল কনফিউশান, এতদিনের জমানো সকল প্রশ্নের উত্তর এক পোস্টে।

বিস্তারিত - https://www.facebook.com/share/p/12BNX2hL6P2/?mibextid=oFDkn

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

07 Jan, 10:19


আজকের বাংলা নাটক + উপন্যাস পরীক্ষার লিংক।
যারা পরীক্ষা দিচ্ছো লিংকে রিয়েক্ট দাও।

https://www.facebook.com/share/p/19oHnZG5ir/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

07 Jan, 06:49


প্রস্তুতির এই মুহূর্তে এসে খুব হতাশা কাজ করতেছে তাই না?
মনে হচ্ছে আমি পারব না!
আমার দ্বারা হবেনা!!

কি ঠিক তো??

এটা শুধু তোমার একার নয়, সকল এডমিশন পরীক্ষার্থীর এমন হচ্ছে এবং এটা হওয়া স্বাভাবিক।

কিন্তু কারা শেষ পর্যন্ত সফল হবে জানো? যারা এই হতাশা কে টপকিয়ে পড়াশোনা টা কন্টিনিউ করতে পারবে, শত হতাশার পরও নিজের উপর বিশ্বাস রাখতে পারবে, তারা শেষ পর্যন্ত সফল হবে।

যত হতাশায় আসুক না কেন? তুমি তোমার কাজ চালিয়ে যাও। নিজের উপর বিশ্বাস রাখো, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো, ইনশাআল্লাহ তোমাকে দিয়েই হবে।

হতাশা কাটিয়ে উঠার অন্যতম একটা মাধ্যম হচ্ছে এক্সাম দেওয়া। যখন এক্সামে ভালো মার্কস পাবে, তখন অটোমেটিক নিজের উপর কনফিডেন্স পাবে। আর এক্সাম যদি হয় পুরোপুরো ভর্তি পরীক্ষার অনুরূপ প্রশ্নে, তাহলে তা আরও কয়েকগুণ বাড়িয়ে দিবে।
এক্সাম ব্যাচের আউটকাম কী কী জানো?
➡️ আত্মবিশ্বাস বাড়ানো
➡️ নিজের ভুল থেকে শিক্ষা নেয়া
➡️ নিজেকে পর্যালোচনা করে, সে অনুযায়ী আরও গুছানো প্রস্তুতি নেওয়া।

এজন্য প্রচুর এক্সাম দাও। এক্সামের কোন বিকল্প নাই।
আমরা আমাদের এক্সাম ব্যাচ এমন ভাবে সাজিয়েছি, কোন স্টুডেন্ট যদি ফাস্ট টু লাস্ট এক্সাম দেয়, নিয়মিত পড়াশোনা করে।
আমাদের রুটিনের টপিকগুলো আয়ত্বে আনতে পারে, ইনশাআল্লাহ সে চান্স পাবেই।
এছাড়া সাবজেক্ট ফাইনাল + চূড়ান্ত মডেল এতো এতো এক্সাম থাকবে যে, যা আমরা নিদিষ্ট সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারব না।
ভর্তি পরীক্ষার শেষ দিন অব্দি আমাদের এক্সাম চলবে।

এজন্য দেরি না করে দ্রুত ভর্তি হয়ে যাও।
ভর্তি হতে ইনবক্সে মেসেজ দাও - https://m.me/m.mazhar014
অথবা হোয়াটসঅ্যাপ - 01738322404

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

07 Jan, 03:14


আজকের ফ্রি এক্সাম বিকাল - ৪ টায়।

বিস্তারিত টপিক লিংকে - https://www.facebook.com/share/p/1BQ4Qcb1kS/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

06 Jan, 12:33


ঢাবি অধিভুক্ত সাত কলেজে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ।
আবেদন চলবে - ৬ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত
পরীক্ষা শুরু - ১৮ এপ্রিল

মানবিক ইউনিট - ২৫ এপ্রিল
বাণিজ্য ইউনিট - ১৮ এপ্রিল
বিজ্ঞান ইউনিট - ১৯ এপ্রিল

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

06 Jan, 09:58


বাংলা গদ্য - ৫০ মার্কের ফ্রি এক্সাম লিংক।
যারা পরীক্ষা দিচ্ছো অবশ্যই লিংকে ❤️ রিয়েক্ট দাও।

লিংক - https://www.facebook.com/share/p/18FsEyztwJ/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

06 Jan, 06:01


দেখে নাও কোন ভার্সিটির ভর্তি পরীক্ষা কবে।

বিস্তারিত -https://www.facebook.com/share/p/156cCMDLHY/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

06 Jan, 05:22


আমাদের এক্সাম ব্যাচের ফি, তোমাদের একদিনের হাত খরচের সমানও নয়।

কিন্তু একবার ভর্তি হলে সুবিধা কত একবার দেখে নাও।
➡️ টপিক ভিত্তিক এক্সাম ( যা তোমার দৈনিক প্রস্তুতি যাচাইয়ে হেল্প করবে)
➡️ সাবজেক্ট ফাইনাল এক্সাম ( যা নিদিষ্ট বিষয়ে তোমার প্রস্তুতির অবস্থা কেমন, তা বুঝতে সাহায্য করবে)
➡️ ভার্সিটি প্রশ্নপ্যাটার্ন অনুযায়ী চূড়ান্ত মডেল টেস্ট ( যা তুমি যে ভার্সিটিতে এক্সাম দিবে, সে ভার্সিটির জন্য তুমি কতটুকু প্রস্তুত, তা যাচাই করতে সাহায্য করবে)
➡️ পরীক্ষা শেষে মেধাতালিকা দেখার সুযোগ ( যা অনেক সিরিয়াস স্টুডেন্টদের মাঝে, তোমার অবস্থান কোথায়, তা বুঝতে সাহায্য করবে)

এক কথায়, ব্যাচের নিয়ম মেনে চললে, তোমার প্রস্তুতি চান্স পাওয়ার উপযুক্ত হতে বাধ্য।

ভালো কিছু পেতে হলে একটু দায়বদ্ধ হয়ে থাকতে হয়। এজন্যই পেইড ব্যাচে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি, আলহামদুলিল্লাহ।
এবার আমাদের টার্গেট ৫০০+ চান্স পাওয়ানোতে নিয়ে যাওয়া। যদি তোমরা আমাদের সাথে চলো, তবে ইনশাআল্লাহ এটা সম্ভব হবে।

যারা এখনো ভর্তি হওনি, দ্রুত ভর্তি হয়ে যাও।
মনে রেখো একদিনের হাত খরচ, তোমাদের ভবিষ্যত পরিবর্তনে সর্বোচ্চ সহযোগিতা করতে পারে।

ভর্তি হতে ইনবক্সে মেসেজ দাও - https://m.me/m.mazhar014
অথবা হোয়াটসঅ্যাপ -
01738322404

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

06 Jan, 02:22


আজকের ফ্রি এক্সাম নোটিশ।
পরীক্ষা বিকাল - ৪ টায়।

বিস্তারিত দেখে নাও লিংকে - https://www.facebook.com/share/p/18pWtq7hHX/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

06 Jan, 01:49


গতকালের ১০০ মার্কের চূড়ান্ত মডেল টেস্টে মোট পরীক্ষার দিয়েছো ২৭৮৯
৮০+ পেয়েছো - ৮৬ জন
৭০+ পেয়েছো ১৪৩ জন
৬০+ মার্ক পেয়েছো- ২৫৬ জন
৫০+ মার্ক পেয়েছো - ৪৪২ জন

সবাইকে ৬০+ তুলতে হবে, এসব মডেল টেস্টে।

সময় নষ্ট করিও না। নিয়মিত পড়াশোনা করো।
প্রতিদিন ৮/১০ ঘন্টা ন্যূনতম পড়তে হবে।

যারা নিয়মিত এরকম মডেল টেস্ট দিতে এবং ভর্তি পরীক্ষার শেষ পর্যন্ত, টপিক ভিত্তিক এক্সাম, সাবজেক্ট ফাইনাল এক্সাম, চূড়ান্ত মডেল টেস্ট দিতে চাও এবং সার্বক্ষণিক মেন্টর সাপোর্ট ও গাইডলাইন পেতে চাও, তারা আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যাও।

এক্সাম ব্যাচে ভর্তি হতে ইনবক্সে মেসেজ দাও - https://m.me/m.mazhar014
অথবা হোয়াটসঅ্যাপ - 01738322404

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

05 Jan, 11:06


সাম্প্রতিক যা যা গুরুত্বপূর্ণ

➡️ জুলাই গনঅভ্যুত্থানের সব
➡️ ড. মুহাম্মদ ইউনুস সম্পর্কে
➡️ উপদেষ্টা পরিষদ সম্পর্কে
➡️ সংস্কার কমিশন গুলো সম্পর্কে
➡️ মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন ( ১ টা আসবেই)
➡️ বিভিন্ন পুরস্কার ( একুশে+বাংলা একাডেমি + নোবেল+ বিশ্বের সেরা চলচ্চিত্র পুরুস্কার)
➡️ সাম্প্রতিক খেলাধুলার আপডেট ( যুব এশিয়া জয়ী বাংলাদেশ)

এসব টপিক সম্পর্কে ভালো মতো জেনে নিবে।

➡️ নিয়মিত এক্সাম দিতে স্পেশাল অফারে ব্যাচে ভর্তি হতে ইনবক্সে মেসেজ দাও - https://m.me/m.mazhar014
অথবা হোয়াটসঅ্যাপ - 01738322404

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

04 Jan, 11:44


বিজ্ঞানের স্টুডেন্টরা এক্সাম দিতে চাও কে কে?
নিচের গ্রুপে এড হও - https://chat.whatsapp.com/HMZADhSry9zGwi9R5qTpnj

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

04 Jan, 09:59


আজকের GK- বাংলাদেশের ইতিহাস পরীক্ষার লিংক
যারা পরীক্ষা দিচ্চো লিংকে রিয়েক্ট দাও।

https://www.facebook.com/share/p/1PNLEBxHWd/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

04 Jan, 03:53


রাবির নম্বরবন্টন, আসনসংখ্যা বিস্তারিত পোস্ট লিংক।

https://www.facebook.com/share/p/14kWJPjciN/

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

04 Jan, 03:28


আজকের ফ্রি এক্সাম নোটিশ
এক্সাম বিকাল - ৪ টায়।
বিস্তারিত টপিক দেখে নাও লিংকে

https://www.facebook.com/share/p/2iTSrbq2127D2a8W/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

31 Dec, 08:50


আজকের রাত ১২ টা পর্যন্ত সুযোগ।
সিরিয়াস স্টুডেন্টরা সুযোগ টা হাতছাড়া করিও না।

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

31 Dec, 02:02


ভাই!
তোমরা অন্যদের এক্সাম ব্যাচে ভর্তি হয়ে এসে তার সাথে আমাদের তুলনা করতে চাও কেন বুঝিনা।
বলো- ওই ভাইয়ার ব্যাচে ভর্তি হয়েছি, পরীক্ষা ত ঠিক মতো নেয়না, স্টুডেন্ট কম, ইত্যাদি ইত্যাদি।
তোমরা যদি এসব যাচাই না করে ভর্তি হও, তাহলে সেটা কার ভুল।

আমাদের ব্যাচে এখন রুটিন অনুযায়ী যথাসময়ে পরীক্ষা চলছে। এবং এডমিশন শেষ হওয়া পর্যন্ত যথাসময়েই এক্সাম হবে।
পরীক্ষার প্রশ্ন আমরা চেষ্টা করি যতটা সম্ভব নতুনত্ব + ভার্সিটি অনুরূপ করার।
বিগত সময়ে দেখা গিয়েছে এক্সাম ব্যাচে নেয়া এক্সামের প্রশ্নগুলো থেকে সরাসরি ৪০/৫০ টা পর্যন্ত কমন এসেছে, রাবি, চবি, ঢাবিতে।

অন্যদের সাথে তুলনা নয়। আমাদের জায়গায় আমরা বেস্ট টা দেওয়ার চেষ্টা করি।
আমাদের রুটিন অনুযায়ী তুমি প্রস্তুতি নিলে, তোমার প্রস্তুতি অটোমেটিক হয়ে যাবে। আমরা সেভাবেই রুটিন সাজিয়েছি।

এখন সিদ্ধান্ত তোমার কি করবে!!

যা পাচ্ছো আমাদোর এক্সাম ব্যাচে।
➡️ টপিক ভিত্তিক এক্সাম
➡️ সাবজেক্ট ফাইনাল এক্সাম
➡️ ভার্সিটি প্যাটার্নে চূড়ান্ত মডেল টেস্ট এক্সাম
➡️ প্রতিটি পরীক্ষার পর সম্বলিত মেরিট লিস্ট।
➡️ সার্বক্ষনিক মেন্টর সাপোর্ট।

এছাড়াও পরীক্ষার আগে আমরা চেষ্টা করব, গুরুত্বপূর্ণ সকল সাজেশন দেওয়ার।

এরপরও যদি অন্যদের সাথে তুলনা করতে চাও, তাহলে কিছু বলার নেই।

যারা ভর্তি হতে চাও, তারা ইনবক্সে মেসেজ দাও - https://m.me/m.mazhar014
অথবা হোয়াটসঅ্যাপ - 01738322404

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

30 Dec, 19:51


তোমরা কোন না কোন এক্সাম ব্যাচে ভর্তি ঠিকই হবে।
কিন্তু তোমার মূল্যবান সময় এবং টাকা সঠিক জায়গায় যাক এটাই আমরা চাই।
আমি শতভাগ গ্যারান্টি দিব, অনলাইনে যত ভাইয়াই তোমাদের যতকিছু ই বলুক,আমাদের মতো সার্বক্ষণিক মেন্টর সাপোর্ট এবং সময়মতো ফাস্ট টু লাস্ট ভর্তি পরীক্ষার শেষ পর্যন্ত কেউ সাথে থাকবে না।
অনলাইনে অধিকাংশ ই শুরুতে ভাল কথা বলে, আসতে আসতে আর খোঁজ রাখেনা। আমরা তোমাদের ভর্তি পরীক্ষার শেষ পর্যন্ত সাথে থাকার নিশ্চয়তা দিচ্ছি।
আমাদের পরীক্ষার পদ্ধতি তোমাদের কাছে ভাল লাগতে বাধ্য। আলহামদুলিল্লাহ প্রায় ৭০০ সিরিয়াস স্টুডেন্ট নিয়মিত এক্সাম দিচ্ছে।
এদের মাঝে তুমি যখন টপ করবে,তখন তোমার কনফিডেন্স সবসময় উপরের দিকে থাকবে এবং চান্স পাবেই ইনশাআল্লাহ।

আজ ৩১ ডিসেম্বর বছরের শেষ দিন উপলক্ষে সর্বোচ্চ ছাড়ে ভর্তি হতে পারবে।
আজ রাত ১২ টা পর্যন্ত সুযোগ। এরপর এতো কম টাকায় আর ভর্তির সুযোগ নেই।
যারা এই সুযোগও মিস করবে, তারা কখনোই সিরিয়াস এডমিশন পরীক্ষার্থী হতে পারে না।
সিরিয়াস এডমিশন পরীক্ষার্থী এক্সাম দেওয়ার গুরুত্ব টা বুঝে।
যারা ভার্সিটিতে চান্স পায়, অধিকাংশই ২/৩/৪/৫ টা পর্যন্ত এক্সাম ব্যাচে এক্সাম দেয়।
এক্সাম দেওয়ার উপকারিতা মূল পরীক্ষার হলে গেলেই বুঝা যায়।

যারা বছরের শেষদিনে সর্বোচ্চ ছাড়ে ভর্তি হতে চাও, তারা ইনবক্সে মেসেজ দাও - https://m.me/m.mazhar014
অথবা হোয়াটসঅ্যাপ - 01738322404

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

30 Dec, 04:44


আমাদের এক্সাম ব্যাচের ফি, তোমাদের একদিনের হাত খরচের সমানও নয়।
তার উপর বছরের শেষ উপলক্ষে সর্বোচ্চ ছাড় চলতেছে।

কিন্তু একবার ভর্তি হলে সুবিধা কত একবার দেখে নাও।
➡️ টপিক ভিত্তিক এক্সাম ( যা তোমার দৈনিক প্রস্তুতি যাচাইয়ে হেল্প করবে)
➡️ সাবজেক্ট ফাইনাল এক্সাম ( যা নিদিষ্ট বিষয়ে তোমার প্রস্তুতির অবস্থা কেমন, তা বুঝতে সাহায্য করবে)
➡️ ভার্সিটি প্রশ্নপ্যাটার্ন অনুযায়ী চূড়ান্ত মডেল টেস্ট ( যা তুমি যে ভার্সিটিতে এক্সাম দিবে, সে ভার্সিটির জন্য তুমি কতটুকু প্রস্তুত, তা যাচাই করতে সাহায্য করবে)
➡️ পরীক্ষা শেষে মেধাতালিকা দেখার সুযোগ ( যা অনেক সিরিয়াস স্টুডেন্টদের মাঝে, তোমার অবস্থান কোথায়, তা বুঝতে সাহায্য করবে)

এক কথায়, ব্যাচের নিয়ম মেনে চললে, তোমার প্রস্তুতি চান্স পাওয়ার উপযুক্ত হতে বাধ্য।

ভালো কিছু পেতে হলে একটু দায়বদ্ধ হয়ে থাকতে হয়। এজন্যই পেইড ব্যাচে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি, গতবার ৩০০+ চান্স হয়েছিল আলহামদুলিল্লাহ।
এবার আমাদের টার্গেট ৫০০+ এ নিয়ে যাওয়ার। যদি তোমরা আমাদের সাথে চলো, তবে ইনশাআল্লাহ এটা সম্ভব হবে।

যারা এখনো ভর্তি হওনি, দ্রুত ভর্তি হয়ে যাও।
মনে রেখো একদিনের হাত খরচ, তোমাদের ভবিষ্যত পরিবর্তনে সর্বোচ্চ সহযোগিতা করতে পারে।

ভর্তি হতে ইনবক্সে মেসেজ দাও - https://m.me/m.mazhar014
অথবা হোয়াটসঅ্যাপ - 01738322404

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

29 Dec, 10:52


২০২৪ সালের শেষ উপলক্ষে এক্সাম ব্যাচে সর্বোচ্চ ছাড় চলছে।
একদম নাম মাত্র ফি তে ভর্তির সুযোগ।
এক্সাম ব্যাচে সপ্তাহে চারদিন এক্সাম,টপিক ভিত্তিক, সাবজেক্ট ফাইনাল,
এবং প্রতি সপ্তাহেই ১০০ মার্কের চূড়ান্ত মডেল টেস্ট থাকবে।

এছাড়াও যেকোনো প্রয়োজনে ২৪ ঘন্টা মেসেজে মেন্টর সাপোর্ট তো থাকছেই।

প্রয়োজনীয় সাজেশন, সাম্প্রতিক আপডেট সব দেওয়া হয় আলহামদুলিল্লাহ।

একদম নামমাত্র অফারে ভর্তির এই সুযোগ কেউ হাতছাড়া করিও না।

ভর্তি হতে ইনবক্সে মেসেজ দাও - https://m.me/m.mazhar014
অথবা হোয়াটসঅ্যাপ - 01738322404

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

29 Dec, 03:20


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদনের বিস্তারিত।

https://www.facebook.com/share/p/4WBxfAeW7aEPXkJr/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

28 Dec, 07:51


কারো প্রবলেম থাকলে, সে যদি আমাদের সেটা বলে, আমরা চেষ্টা করি তাকে সর্বোচ্চ ছাড় দেওয়ার।
কিন্তু তোমার সমস্যা নিজের কাছে রেখে কখনোই কিছু পাবেনা।

আর যারা ভর্তি হবো হবো করে, হচ্ছো না। সিদ্ধান্তই নিতে পারছো না। তোমাদের নিয়ে কিছু বলার নেই। তোমরা ২/১ টা ভার্সিটির ভর্তি পরীক্ষা ফেস করো, তারপর বাস্তবতা বুঝতে পারবে।

পরীক্ষার হলে ১ ঘন্টা কোন দিক দিয়ে পার হয়ে যাবে, বুঝতেই পারবেনা।
এজন্য এক্সাম ব্যাচে, যত বেশি এক্সাম দিবে, ততো কনফিউশান সলভ করার সময় কমিয়ে আসবে। পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট সঠিক ভাবে করতে পারবে।
৮০% স্টুডেন্টের চান্স না পাওয়ার কারণ হলো, পরীক্ষার হলে কনফিউশান প্রশ্ন দেখে ঘাবড়ে যাওয়া। যার ফলে পরীক্ষা খারাপ হয়।
এগুলো যারা আগে থেকে ফেইস করে অভ্যস্ত হবে, তারাই মূলত মূল পরীক্ষায় ভালো ফল করতে সক্ষম হয়।
এজন্য সময় থাকতে সময়কে কাজে লাগাও, দ্রুত সিদ্ধান্ত নাও।

এক্সাম ব্যাচে বছরের শেষ অফারে সর্বোচ্চ ছাড়ে ভর্তি চলছে।
ভর্তি হতে ইনবক্সে মেসেজ দাও - https://m.me/m.mazhar014
অথবা হোয়াটসঅ্যাপ - 01738322404

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

26 Dec, 12:30


আজকের বাংলা গদ্য - অপরিচিতা ৩০ মার্কের এক্সাম লিংক।
যারা এক্সাম দিচ্ছো ❤️ রিয়েক্ট দিয়ে নিজেদের উপস্থিতি জানান দাও।

https://www.facebook.com/share/p/53gatsaN9dHQG3nx/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

26 Dec, 03:18


জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন: মোট মার্ক:২০০
এসএসসি জিপিএ :৪০%
এইচএসসি জিপিএ :৬০%
পরীক্ষার নম্বর বন্টন:
#ব্যবসায় শিক্ষা: বাংলা ২৫ ইংরেজি ২৫ সাধারন জ্ঞান ১০ হিসাববিজ্ঞান ২০ ব্যাবসায় নীতি ও প্রয়োগ ২০
#মানবিক: বাংলা ২৫ ইংরেজি ২৫ সাধারন জ্ঞান ১০ এবং এইচএসসিতে পঠিত যেকোন চারটি বিষয়ের উত্তর দিতে হবে (৪*১০=৪০)
#বিজ্ঞান: বাংলা ২০ ইংরেজি ২০ সাধারন জ্ঞান ১০ পদার্থবিজ্ঞান ১৭ রসায়ন ১৭ গনিত/জীববিজ্ঞান ১৬
পাস মার্ক: ৪০
নেগেটিভ মার্কিং নেই
বাংলা এবং ইংরেজিতে বাধ্যতামূলক পাস করতে হবে নইলে ৪০ মার্ক পেলেও ফেইল বলে বিবেচিত হবে।

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

24 Dec, 16:55


ব্রেকিং
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হতে পারে মে মাসের প্রথম সপ্তাহে ।
চলতি মাসেই বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে, বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানা যাবে।
পরীক্ষা হবে ৬৪ জেলা শহরে।

বিভাগ পরিবর্তন থাকবে।

বসে না থেকে প্রস্তুতি নাও। পরীক্ষা ছাড়া অনার্সে ভর্তি হওয়ার দিন শেষ।

আমাদের এক্সাম ব্যাচ ভর্তি পরীক্ষার শেষ পর্যন্ত চলবে, যারা এখনো ভর্তি হওনি, ভর্তি হতে ইনবক্সে মেসেজ দাও - https://m.me/m.mazhar014
অথবা হোয়াটসঅ্যাপ - 01738322404

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

23 Dec, 10:36


তোমরা অফলাইনে ১৫ / ২০ হাজার টাকায় অফলাইনে ভর্তি হয়েও যতটা না সাপোর্ট পাও।
তার থেকেও বেশি মেসেজ সাপোর্ট আমাদের এক্সাম ব্যাচে দেওয়া হয়।
ঘুমের সময় বাদে, বাকি সময়ে, যেকোনো প্রয়োজনে আমাদের মেসেজ করলে, আমরা সাথে সাথে তার সলুশন দেওয়ার চেষ্টা করি।
আমাদের ব্যাচে সকল এক্সাম সময় মতো হয় এবং কোন কনফিউশান থাকলে সেটা ক্লিয়ার করা হয়।
এছাড়া সম্মিলিত মেরিট লিস্ট দেওয়া হয়, যা তোমাদের শতশত স্টুডেন্টদের মাঝে অবস্থান বুঝতে সাহায্য করে।
এছাড়াও সকল সাম্প্রতিক আপডেট ও দেওয়া হয়।
ইনশাআল্লাহ যারা আমাদের ব্যাচের রুটিন মাফিক পড়তেছো এবং এক্সাম দিচ্ছো, সর্বোচ্চ ফলাফল তোমাদের অপেক্ষায়, শুধু ধৈর্য ধরে এভাবে কন্টিনিউ করতে থাকো।

যারা এখনো ভর্তি হওনি, দ্রুত ভর্তি হয়ে যাও, ভর্তি হতে ইনবক্সে মেসেজ দাও - https://m.me/m.mazhar014
হোয়াটসঅ্যাপ - 01738322404

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

22 Dec, 06:44


রাবি এ ইউনিটে ভালো করার সর্বোত্তম কৌশল।
বিস্তারিত দেখে নাও।
লিংক - https://www.facebook.com/share/p/vJ673WPR5CGWe2KS/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

20 Dec, 15:15


থাকবেনা! থাকবেনা!
আমি বলছিনা থাকবেনা!
পরীক্ষা থাকবে, কিন্তু পরীক্ষা ভীতি থাকবেনা।
আমি বলছিনা আজকে আমি চিৎকার করব না।
আজকে আমি রেগে কোনও কথা বলব না।
আজকে আমি অভিমান করেছি।
আমি শোকাহত।
আমি বুঝিনা!! কেন শিক্ষার্থীরা পরীক্ষা দিতে চায়না।
এই লজ্জা আমি কোথায় রাখবো।
বুক পকেটে রাখব, নাকি পিছনে রাখব!!

মিন মিন মিন মিন করে শুধু পড়ে গেলেই কি হবে??
পরীক্ষা দেওয়া লাগবেনা??
তাই বলছি, থাকবেনা!!
বেশি বেশি এক্সাম দিলে, পরীক্ষা ভীতি থাকবেনা।
পরীক্ষায় ভুল হওয়ার যে সম্ভাবনা, সেটাও থাকবেনা।
আবার পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্টে যে সমস্যা, বেশি বেশি এক্সাম দিলে, এই সমস্যাও থাকবেনা।

পড়াশোনায় যে বিশাল গ্যাপ, একদম অগোছালো, এই গ্যাপও থাকবেনা।

মূল কথা, প্রস্তুতির এই মুহূর্তে এসে, একজন ভর্তি পরীক্ষার্থীর বেশি বেশি পরীক্ষা দেওয়ার কোন বিকল্প নেই।
যারা অল্প কিছু টাকার জন্য এই গুরুত্বপূর্ণ কাজটি করছো না, তোমরা ভুল করতেছো।
ভর্তি পরীক্ষায় প্রস্তুতি সবাই নেয়। কিন্তু সবাই চান্স পায়না কেন জানো।
অধিকাংশ স্টুডেন্ট পরীক্ষার হলে গিয়ে ঘাবড়ে যায়। যার ফলে সব কনফিউশান লাগে।
এ সমস্যা সলভ করার একমাত্র উপায় হলো বেশি বেশি এক্সাম দেওয়া।
এজন্য আর সময় নষ্ট নয়। বেশি বেশি এক্সাম দিয়ে সর্বোচ্চ প্রস্তুতি নাও।
ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ে।

আমাদের এক্সাম ব্যাচে ৭০% ছাড়ে ভর্তি চলছে।
টপিক ভিত্তিক + সাবজেক্ট ফাইনাল + চূড়ান্ত মডেল টেস্ট, সব ধরনের এক্সাম পাবে আমাদের ব্যাচে।ভর্তি পরীক্ষার শেষ পর্যন্ত টানা এক্সাম চলবে ইনশাআল্লাহ।
যারা এখনো ভর্তি হওনি, দ্রুত ভর্তি হয়ে যাও।
ভর্তি হতে ইনবক্সে মেসেজ দাও - https://m.me/m.mazhar014
অথবা হোয়াটসঅ্যাপ - 01738322404

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

20 Dec, 09:46


আজকের সোনার তরী পরীক্ষার লিংক।
যারা পরীক্ষা দিচ্ছো লিংকে রিয়েক্ট দাও।

https://www.facebook.com/share/p/if7swSU3vsGjCRDN/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

19 Dec, 11:18


এক্সাম ব্যাচে ভর্তি হয়েছো কে কে?

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

19 Dec, 10:02


আজকের বাংলা গদ্য - বিলাসী পরীক্ষার লিংক।
যারা পরীক্ষা দিচ্ছো লিংকে ❤️ রিয়েক্ট দাও।

https://www.facebook.com/share/p/YQSC71QxvKKkXppy/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

19 Dec, 03:53


আজকের ফ্রি এক্সাম বিকাল - ৪ টায়।
বিস্তারিত টপিক লিংকে গিয়ে দেখে নাও।

লিংক - https://www.facebook.com/share/p/citmsVKNL5WhqADs/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

18 Dec, 05:10


রাবি এ ইউনিটে চান্স পাওয়ার জন্য যেভাবে পরিকল্পনা করতে পারো।

বিস্তারিত - https://www.facebook.com/share/p/xHfK5A8RZJqfMSwX/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

17 Dec, 09:49


আজকের বাংলা ভাষা + ধ্বনি পরিবর্তন পরীক্ষার লিংক।
যারা পরীক্ষা দিচ্ছো লিংকে রিয়েক্ট দাও।

https://www.facebook.com/share/p/FZUFJKpmZLFuVifU/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

17 Dec, 06:21


ভর্তি পরীক্ষায় ১ মার্ক এখান থেকে কমন পাবে।
৫ মিনিট সময় দিয়ে মুখস্থ করে নাও।

বিস্তারিত - https://www.facebook.com/share/p/Czr63GXQnrFJZRyA/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

17 Dec, 02:36


আজকের ফ্রি এক্সাম বিকাল - ৪ টায়
টপিক - বাংলা ভাষা + ধ্বনি পরিবর্তন

কে কে পরীক্ষা দিবে ❤️ রিয়েক্ট দাও।

রাবি কনফার্ম বইটি অর্ডার করতে মেসেজ - 01738322404

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

16 Dec, 02:28


আজ ১৬ ডিসেম্বর
🏁সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা👏
বিজয়ের ৫৩ বছরে ৩০ লক্ষ্য শহিদ কে জানাই ২০ কোটি মানুষের দোয়া ও ভালোবাসা 🫶🇧🇩
16 December Happy Victory  Day 🇧🇩💕🌹

আশা করি বিশ্ববিদ্যালয়ে চান্স নিয়ে তোমরা পরের বছর বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় এই দিনটি পালন করবে।

মহান বিজয় দিবস উপলক্ষে
আজ রাত ১২ টা পর্যন্ত
আমাদের এক্সাম ব্যাচে সর্বোচ্চ ছাড়ে ভর্তি চলবে।
এর থেকে কমে আর কখনোই ভর্তি হতে পারবে না।

যাদের প্রচুর প্রাকটিস প্রয়োজন, যারা প্রস্তুতি যাচাইয়ের মাধ্যমে নিজের প্রস্তুতিকে আরও গুছালো করতে চাও।
যারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে বিশ্ববিদ্যালয়ে চান্স নিশ্চিত করতে চাও।
তারা এই সুযোগ টা কেউ মিস করিও না।
আজ রাত ১২ টা পর্যন্ত সময় আছে, আমি বলব কেউ এই সুযোগ টা হাতছাড়া করিও না।
ইনশাআল্লাহ এতটুকু নিশ্চিত করে বলতে, আমাদের মতো সার্বক্ষণিক সাপোর্ট অন্য কেউ তোমাদের দিবেনা।

বিজয় দিবস উপলক্ষে সর্বোচ্চ ছাড়ে ভর্তি হতে ইনবক্সে মেসেজ দাও - https://m.me/m.mazhar014
অথবা হোয়াটসঅ্যাপ - 01738322404

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

15 Dec, 11:47


বাংলা গদ্য - আমার পথ পরীক্ষার লিংক।
সবাই পরীক্ষা দাও।
যারা পরীক্ষা দিচ্ছো লিংকে রিয়েক্ট দাও।

https://www.facebook.com/share/p/6JgJA6n4qjRtocCa/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

07 Dec, 06:48


আমাদের এক্সাম ব্যাচের ফি, তোমাদের একদিনের হাত খরচের সমানও নয়।

কিন্তু একবার ভর্তি হলে সুবিধা কত একবার দেখে নাও।
➡️ টপিক ভিত্তিক এক্সাম ( যা তোমার দৈনিক প্রস্তুতি যাচাইয়ে হেল্প করবে)
➡️ সাবজেক্ট ফাইনাল এক্সাম ( যা নিদিষ্ট বিষয়ে তোমার প্রস্তুতির অবস্থা কেমন, তা বুঝতে সাহায্য করবে)
➡️ ভার্সিটি প্রশ্নপ্যাটার্ন অনুযায়ী চূড়ান্ত মডেল টেস্ট ( যা তুমি যে ভার্সিটিতে এক্সাম দিবে, সে ভার্সিটির জন্য তুমি কতটুকু প্রস্তুত, তা যাচাই করতে সাহায্য করবে)
➡️ পরীক্ষা শেষে মেধাতালিকা দেখার সুযোগ ( যা অনেক সিরিয়াস স্টুডেন্টদের মাঝে, তোমার অবস্থান কোথায়, তা বুঝতে সাহায্য করবে)

এক কথায়, ব্যাচের নিয়ম মেনে চললে, তোমার প্রস্তুতি চান্স পাওয়ার উপযুক্ত হতে বাধ্য।

ভালো কিছু পেতে হলে একটু দায়বদ্ধ হয়ে থাকতে হয়। এজন্যই পেইড ব্যাচে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি, গতবার ৩০০+ চান্স হয়েছিল আলহামদুলিল্লাহ।
এবার আমাদের টার্গেট ৫০০+ এ নিয়ে যাওয়ার। যদি তোমরা আমাদের সাথে চলো, তবে ইনশাআল্লাহ এটা সম্ভব হবে।

যারা এখনো ভর্তি হওনি, দ্রুত ভর্তি হয়ে যাও।
মনে রেখো একদিনের হাত খরচ, তোমাদের ভবিষ্যত পরিবর্তনে সর্বোচ্চ সহযোগিতা করতে পারে।

ভর্তি হতে ইনবক্সে মেসেজ দাও - https://m.me/m.mazhar014
অথবা হোয়াটসঅ্যাপ - 01738322404

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

06 Dec, 10:08


এখনো যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এড হওনি- তারা এড হও -

https://chat.whatsapp.com/EiIkfMlX2qt2stv8iWvTWb

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

06 Dec, 10:08


ইংরেজি গ্রামার - Noun পরীক্ষার লিংক।
যারা পরীক্ষা দিচ্ছো লিংকে ❤️ রিয়েক্ট দাও।

https://www.facebook.com/share/p/2WnbpuhHPRFQQGjm/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

06 Dec, 02:19


আজকের এক্সাম বিকাল - ৪ টায়।
বিষয়: ইংরেজি
টপিক: Noun

কে কে এক্সাম দিবে ❤️ রিয়েক্ট দাও।

রাবি কনফার্ম বইটি অর্ডার করতে ইনবক্সে মেসেজ দাও - 01738322404

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

05 Dec, 09:58


বাংলা নাটক + উপন্যাস পরীক্ষার লিংক।
যারা পরীক্ষা দিচ্ছো লিংকে রিয়েক্ট দাও।

https://www.facebook.com/share/p/gFBW6KSYPLRPATXd/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

05 Dec, 04:44


আমাদের এক্সাম ব্যাচের ফি, তোমাদের একদিনের হাত খরচের সমানও নয়।

কিন্তু একবার ভর্তি হলে সুবিধা কত একবার দেখে নাও।
➡️ টপিক ভিত্তিক এক্সাম ( যা তোমার দৈনিক প্রস্তুতি যাচাইয়ে হেল্প করবে)
➡️ সাবজেক্ট ফাইনাল এক্সাম ( যা নিদিষ্ট বিষয়ে তোমার প্রস্তুতির অবস্থা কেমন, তা বুঝতে সাহায্য করবে)
➡️ ভার্সিটি প্রশ্নপ্যাটার্ন অনুযায়ী চূড়ান্ত মডেল টেস্ট ( যা তুমি যে ভার্সিটিতে এক্সাম দিবে, সে ভার্সিটির জন্য তুমি কতটুকু প্রস্তুত, তা যাচাই করতে সাহায্য করবে)
➡️ পরীক্ষা শেষে মেধাতালিকা দেখার সুযোগ ( যা অনেক সিরিয়াস স্টুডেন্টদের মাঝে, তোমার অবস্থান কোথায়, তা বুঝতে সাহায্য করবে)

এক কথায়, ব্যাচের নিয়ম মেনে চললে, তোমার প্রস্তুতি চান্স পাওয়ার উপযুক্ত হতে বাধ্য।

ভালো কিছু পেতে হলে একটু দায়বদ্ধ হয়ে থাকতে হয়। এজন্যই পেইড ব্যাচে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি, গতবার ৩০০+ চান্স হয়েছিল আলহামদুলিল্লাহ।
এবার আমাদের টার্গেট ৫০০+ এ নিয়ে যাওয়ার। যদি তোমরা আমাদের সাথে চলো, তবে ইনশাআল্লাহ এটা সম্ভব হবে।

যারা এখনো ভর্তি হওনি, দ্রুত ভর্তি হয়ে যাও।
মনে রেখো একদিনের হাত খরচ, তোমাদের ভবিষ্যত পরিবর্তনে সর্বোচ্চ সহযোগিতা করতে পারে।

ভর্তি হতে ইনবক্সে মেসেজ দাও - https://m.me/m.mazhar014
অথবা হোয়াটসঅ্যাপ - 01738322404

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

05 Dec, 04:33


https://www.facebook.com/share/p/xYbyfpk1qD4SDmHm/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

05 Dec, 02:46


আজকের এক্সাম নোটিশ।
বিকাল ৪ টায় এক্সাম।
বিস্তারিত টপিক দেখে নাও।
লিংক - https://www.facebook.com/share/p/17wfWpRgQm/

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

04 Dec, 11:35


বাংলা গদ্য - ৫০ মার্কের মেগা মডেল টেস্ট এক্সাম লিংক
সবাই বাধ্যতামূলক এক্সাম দাও।
যারা এক্সাম দিচ্ছো লিংকে রিয়েক্ট দাও।
লিংক - https://www.facebook.com/share/p/bh3LE7GhvFXrqBLw/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

04 Dec, 03:32


আজকে বিকাল ৪ টায় ফ্রি এক্সাম
৫০ মার্কসের এক্সাম

বিস্তারিত নোটিশ - https://www.facebook.com/share/p/mU97T4CKXJZRj7Yd/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

03 Dec, 03:37


রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সাধারণ জ্ঞান কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
প্রতিবছর এসব থেকে প্রশ্ন আসে।
লিংক - https://www.facebook.com/share/p/bVraj1xh75njs9v2/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

02 Dec, 01:52


রাবির বিস্তারিত।

https://www.facebook.com/share/p/CU9toc6xC3Ad27RG/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

01 Dec, 03:20


দেখে নাও গতবছর রাবিতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত নম্বর পেয়ে চান্স হয়েছে।
তাহলে কাট মার্কস নিয়ে ধারণা পাবে।
বিস্তারিত লিংক - https://www.facebook.com/share/p/uDZv2tg6HknQJxWW/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

30 Nov, 09:40


এক্সাম ব্যাচে স্পেশাল অফার চলছে, অফারের আর মাত্র কয়েক ঘন্টা বাকি, যারা ভর্তি হতে চাও তারা ইনবক্সে নক দাও
হোয়াটসঅ্যাপ - 01738322404

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

30 Nov, 06:11


একনজরে দেখে নাও, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য।

ভিডিও লিংক - https://www.facebook.com/share/v/wxxVgAwrMgXN8n63/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

30 Nov, 02:51


অফার
মাসের শেষ দিন উপলক্ষে স্পেশাল অফার। আজকে ১০ জন স্টুডেন্টকে স্পেশাল সুযোগ দিতে চাই ।

এক্সাম যত বেশি স্টুডেন্টদের সাথে দিবে, ততো নিজের অবস্থান আরও বেশি পরিষ্কার হবে।
আলহামদুলিল্লাহ আমাদের ব্যাচে ৩৩০+ স্টুডেন্ট নিয়মিত এক্সাম দিচ্ছে।
আমরা প্রতি এক্সামের পর সম্মিলিত মেরিট লিস্ট দিয়ে থাকি। যেন তুমি অন্যদের মাঝে তোমার অবস্থান বুঝতে পারো।
এছাড়া পরীক্ষা শেষ করার সাথে সাথে উত্তরপত্র দেখতে পারার সুযোগ ত থাকছেই।

যারা সিরিয়াস এডমিশন পরীক্ষা দিবে এবং বিশ্ববিদ্যালয়ে চান্স লাগবেই, তারা সুযোগ টি লুফে নিতে পারো। পরীক্ষা চলবে সব বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত।

যারা আজকের মধ্যে ভর্তি হতে পারবে তারা স্পেশাল অফারে ভর্তি হতে ইনবক্সে মেসেজ দাও - https://m.me/m.mazhar014
অথবা হোয়াটসঅ্যাপ - 01738322404

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

29 Nov, 10:09


আজকের পরীক্ষার লিংক
সকলেই পরীক্ষা দাও।
পরীক্ষা শেষে রেজাল্টের স্কিনশর্ট কমেন্টে দিও

https://www.facebook.com/share/p/19qgkL3nNy/

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

29 Nov, 03:25


১০০ মার্কের মেগা মডেল টেস্ট - বিকাল ৪ টায়।
আজকের পরীক্ষায় ৬০+ না পেলে তোমাকে আরও বেশি ফোকাস করতে হবে পড়াশোনায়।
যারা এক্সাম দিবে পোস্টে ❤️ রিয়েক্ট দাও।

প্রাইভেট ব্যাচে ভর্তি হতে মেসেজ - 01738322404

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

29 Nov, 03:18


কুইজ খেলে জিতে নাও - রাবি কনফার্ম বই।
আজকের কুইজ লিংক - https://www.facebook.com/share/p/7hMWjVuGcZ657fjx/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

27 Nov, 11:50


GK- বাংলাদেশের ইতিহাস পরীক্ষার লিংক।
এক্সাম না দিলে গ্রুপ থেকে রিমুভ করা হবে।
যারা এক্সাম দিচ্ছো ❤️ রিয়েক্ট দাও।

এক্সাম লিংক - https://www.facebook.com/share/p/FQj9QzV26McTmP79/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

27 Nov, 02:44


আজকের ফ্রি এক্সাম সন্ধ্যা ৬ টায়
টপিক - GK - বাংলাদেশের ইতিহাস

যারা এক্সাম দিবে তারা ❤️ রিয়েক্ট দাও।
তোমাদের উপস্থিতি কমে যাচ্ছে। উপস্থিতি কমে গেলে কিন্তু ফ্রি এক্সাম বন্ধ হয়ে যাবে।

রাবি কনফার্ম বইটি অর্ডার করতে মেসেজ- 01738322404

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

26 Nov, 11:41


বাংলা পদ্য - তাহাড়েই পড়ে মনে পরীক্ষার লিংক।
যারা পরীক্ষা দিচ্ছো লিংকে রিয়েক্ট দাও।

https://www.facebook.com/share/p/Z5uZ6kEncwT75AQb/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

26 Nov, 04:19


জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের র‍্যাংকিং অনুযায়ী শীর্ষস্থানীয় ৫ কলেজ হলো:

1. রাজশাহী কলেজ - এটি জাতীয় পর্যায়ে সেরা কলেজ এবং সেরা সরকারি কলেজ হিসেবে মনোনীত হয়েছে।

2. সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা - দ্বিতীয় অবস্থানে রয়েছে।

3. সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া - তৃতীয় স্থান দখল করেছে।

4. আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ এবং

5. কারমাইকেল কলেজ, রংপুর এই তালিকার শীর্ষ পাঁচে স্থান পেয়েছে।
তোমার মতে পছন্দ কোনটি?

জয়েন জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্যকেন্দ্র ২৪-২৫

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

25 Nov, 11:20


বাংলা কবিতা - " সোনার তরী " পরীক্ষার লিংক।
যারা পরীক্ষা দিচ্ছো লিংকে রিয়েক্ট দাও।

https://www.facebook.com/share/p/VyaUD9A8TDNRxtiX/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

23 Nov, 12:01


GK- প্রাচীন বাংলার ইতিহাস পরীক্ষার লিংক।
যারা পরীক্ষা দিচ্ছো লিংকে রিয়েক্ট দাও।

https://www.facebook.com/share/p/stJJj95CBfZ4a7GJ/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

23 Nov, 02:20


রাবির প্রস্তুতি নিলে সফল হওয়ার চান্স বেশি কেন?
বিস্তারিত - https://www.facebook.com/share/p/zXBKs33p6BMEo4oR/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

23 Nov, 02:07


আজকের ফ্রি এক্সাম বিকাল - ৪ টায়।
GK - প্রাচীন বাংলার ইতিহাস
এই টপিক থেকে ভার্সিটিতে প্রশ্ন ১০০% আসবেই।

যারা এক্সাম দিবে ❤️ রিয়েক্ট দাও।

এক্সাম ব্যাচে যারা ভর্তি হতে চাও, ভর্তি হতে মেসেজ - https://m.me/m.mazhar014

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

22 Nov, 01:59


রাবির সিলেকশন একদম ক্লিয়ার হবে নিচের পোস্টে।
সবাই দেখে নাও।
লিংক - https://www.facebook.com/share/p/c1Ze3zkoB68DYgjN/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

21 Nov, 13:34


ব্রেকিং
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের circular প্রকাশিত।
➡️আবেদন শুরু ১ ডিসেম্বর।
➡️সেকেন্ড টাইম নেই।
➡️মোট ইউনিট ৫ টি
➡️প্রতি ইউনিট এ মাত্র 40000 জন এক্সাম দিতে পারবে।
➡️ আবেদন ফি প্রাথমিক ১০০, চূড়ান্ত ৭০০ টাকা।

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

19 Nov, 10:02


রাবি প্রশ্নপ্যাটার্নের আলোকে ১০০ মার্কের মডেল টেস্ট এক্সাম লিংক।
আজকের এক্সামে এটেন্ড না করলে ফ্রি এক্সাম বন্ধ করে দিব।
যারা এক্সাম দিচ্ছো লিংকে রিয়েক্ট দাও।
লিংক - https://www.facebook.com/share/igJTfS3XdLpg3bib/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

19 Nov, 03:28


জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন

https://www.facebook.com/share/VyfZ5aKJzwrj5GDX/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

18 Nov, 10:04


বাংলা গদ্য - " আমার পথ " পরীক্ষার লিংক।
যারা পরীক্ষা দিচ্ছো লিংকে রিয়েক্ট দাও।

https://www.facebook.com/share/uNCygLmzU1MGc77o/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

18 Nov, 08:30


আজকের পরীক্ষা বিকাল - ৪ টায়।
টপিক - বাংলা গদ্য - আমার পথ

যারা এক্সাম দিবে ❤️ দাও।

রাবি কনফার্ম বইটি এখনো সংগ্রহ করোনি কে কে? অর্ডার করতে ইনবক্সে মেসেজ দাও - https://m.me/m.mazhar014

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

18 Nov, 03:15


রাবি সকল আপডেট একসাথে।

https://www.facebook.com/share/R5b7z4ySCkn1JPy3/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

17 Nov, 11:07


ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার এক্সাম লিংক
যারা পরীক্ষা দিচ্ছো লিংকে রিয়েক্ট দাও।
এক্সাম না দিলে গ্রুপ থেকে রিমুভ করা হবে।

https://www.facebook.com/share/Vjzs2rWdNcgjBFkB/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

17 Nov, 05:05


@highlight যারা এক্সাম দিতে চাও হোয়াটসঅ্যাপ গ্রুপে এড হও- https://chat.whatsapp.com/K4EvvS4veTvK7mJtbbACVq

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

17 Nov, 05:05


আজকের এক্সাম নোটিশ

https://www.facebook.com/share/UBcPMu7bbqu1MMu3/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

16 Nov, 11:45


কেমন ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পদ্ধতি? একনজরে দেখে নেওয়া যাক...

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৪/১৫ শিক্ষাবর্ষ পর্যন্ত অনার্সে পরীক্ষার মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হতো।

পরীক্ষার মোট নম্বর ২০০
জিপিএ ১০০ (এসএসসি প্রাপ্ত জিপিএ গুণ ৮ এবং এইচএসসি প্রাপ্ত জিপিএ গুণ ১২)

পরীক্ষার নম্বর বন্টন:
ব্যাবসায় শিক্ষা: বাংলা ২৫ ইংরেজি ২৫ সাধারন জ্ঞান ১০ হিসাববিজ্ঞান ২০ ব্যাবসায় নীতি ও প্রয়োগ ২০

মানবিক: বাংলা ২৫ ইংরেজি ২৫ সাধারন জ্ঞান ১০ এবং এইচএসসিতে পঠিত যেকোন চারটি বিষয়ের উত্তর দিতে হবে (৪*১০=৪০)

বিজ্ঞান: বাংলা ২০ ইংরেজি ২০ সাধারন জ্ঞান ১০ পদার্থবিজ্ঞান ১৭ রসায়ন ১৭ গনিত/জীববিজ্ঞান ১৬

পাস মার্ক: ৪০
নেগেটিভ মার্কিং নেই
বাংলা এবং ইংরেজিতে বাধ্যতামূলক পাস করতে হতো নইলে ৪০ মার্ক পেলেও ফেইল বলে বিবেচিত হবে।

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

15 Nov, 04:49


রাবির আবেদন যোগ্যতা

https://www.facebook.com/share/14kLo1a9qQ/

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

14 Nov, 09:48


বাংলা ব্যাকরণ ৫০ মার্কের এক্সাম লিংক।
যারা পরীক্ষা দিচ্ছো লিংকে রিয়েক্ট দাও।

https://www.facebook.com/share/BCLsrasVgtvUGkz2/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

13 Nov, 10:08


বাংলা গদ্য - অপরিচিতা ৩০ মার্কের এক্সাম লিংক।
যারা এক্সাম দিচ্ছো লিংকে রিয়েক্ট দাও।

https://www.facebook.com/share/BMtpYv64kdFMA7pR/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

13 Nov, 02:43


আজকের ফ্রি এক্সাম নোটিশ।

বিকাল - ৪ টায় এক্সাম


https://www.facebook.com/share/X4Cow5hKuT7YqVcz/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

12 Nov, 09:24


বাংলা নাটক + উপন্যাস পরীক্ষার লিংক।
যারা পরীক্ষা দিচ্ছো লিংকে রিয়েক্ট দাও।

https://www.facebook.com/share/zJEKAQbPtC5BYtEi/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

12 Nov, 02:47


আজকের ফ্রি এক্সাম নোটিশ।
সবাই প্রস্তুতি নিও।

লিংক - https://www.facebook.com/share/iwjRUNT6xyg6gbqk/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

11 Nov, 15:04


যে ভুল করলে তুমি চান্স পাবেনা।
বিস্তারিত -
https://www.facebook.com/share/9K8BG3AEDqdi6HuK/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

11 Nov, 08:28


বাংলা গদ্য - ৫০ মার্কের ফ্রি এক্সাম চলছে।
যারা এক্সাম দিচ্ছো লিংকে রিয়েক্ট দাও।

লিংক - https://www.facebook.com/share/Eb3F7ivQGiGkg8Fy/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

08 Nov, 02:47


আজকে ১০০ মার্কের ফ্রি এক্সাম হবে।
সবাই প্রস্তুত থাকিও।

নোটিশ - https://www.facebook.com/share/wYwarcMqmuVehk1k/

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

07 Nov, 10:02


রাবির ইউনিট পরিচিতি

https://www.facebook.com/share/1DBoWxoFXX/

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

07 Nov, 04:44


রাজশাহী বিশ্ববিদ্যালয় চান্স পাওয়া সহজ
কারণ--
https://www.facebook.com/share/TLF51WeBKNsxEWrA/

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

06 Nov, 06:06


রাবির সকল কনফিউশান ক্লিয়ার পোস্ট।

https://www.facebook.com/share/yF8wkr8SHPjgSoQt/

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

01 Nov, 04:09


বিশ্ববিদ্যালয় চান্স পাওয়ার সহজ উপায়

আমি একটা জিনিস বিশ্বাস করি সেটা হচ্ছে- পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি নয়।
🤔 কি ভ্রু কুঁচকাচ্ছেন?
কারণ সবাই পরিশ্রম করে। দিনে ১০-১২ ঘন্টা পড়ে। পড়তে পড়তে মুখে ফেনা তুলে
ফেলে কিন্তু তারপরেও সফল হয় না।

তাহলে কি সমস্যা?
সমস্যা হচ্ছে আমাদের চিন্তাধারায়।
আসলে আমরা সবাই পরিশ্রম করি কিন্তু কেউ
কৌশলি পরিশ্রম করি না।
সঠিক বাক্য হচ্ছে-কৌশলি পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।

তাই আপনাকেও সফল হতে হলে
প্রথমে কৌশলী হতে হবে।
আমি যখন পরীক্ষা দেই মাত্র ৩ মাস সময়
পেয়েছিলাম প্রস্তুতি নেবার জন্য।

🔳কি কি কৌশল অবলম্বন করেছিলাম তা আপনাদেরকে বলবো
কিন্তু তার আগে প্রথমেই দরকার ইচ্ছাশক্তি।
আপনি যতই কৌশলী হন না
কেন যদি আপনার ইচ্ছাশক্তি না থাকে
তাহলে আপনি হোঁচট খাবেন মাঝপথে।
এখন ইচ্ছাশক্তি কেমন হওয়া উচিত?

🙂এরজন্য একটি গল্প বলি আপনাদের।
এক ছেলে একজন গুরুর কাছে গিয়ে বলল-
আমি আপনার কাছ থেকে শিক্ষা নিতে চাই,
আমাকে কি করতে হবে?
গুরু সেই ছেলেটিকে নিয়ে একটি পুকুরে নামলেন। তারপর সেই ছেলেটির কাঁধে যাতা দিয়ে
পানিতে চুবিয়ে রাখলেন।
ছেলেটি প্রাণপন চেষ্টা করে যাচ্ছে পানির
উপরে মাথা তুলার জন্য।
অনেকক্ষণ চেষ্টা করার পর সে হ্যাচকা টান
দিয়ে পানির উপরে মাথা তুলতে সক্ষম হল।
উঠেই সে গুরুকে বলল- আমি আপনার কাছ থেকে শিক্ষা নিব না কারণ আপনি আমাকে মেরে ফেলতে
চাইছিলেন।
গুরু মুচকি হাসি দিয়ে বললেন- এটাই তোমার প্রথম শিক্ষা।

তারপর ছেলেকে জিজ্ঞেস করলেন-
আমি যখন তোমাকে পানিতে মাথা
চেপে ধরে রাখলাম তখন তোমার
একমাত্র ইচ্ছা কি ছিল সেই মূহুর্তে?
ছেলেটি বলল- তখন আমার একমাত্র
ইচ্ছা ছিল যে করেই হোক পানির
উপরে মাথা তোলা এর জন্য আমি
প্রাণপন চেষ্টা করে যাচ্ছিলাম।

তখন গুরু বললেন- শিক্ষার জন্য তোমাকে এমন
ইচ্ছা শক্তি প্রথমে অর্জন করতে হবে
তাহলে তুমি শিখতে পারবে। ঠিক
তেমনি বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির জন্য
আপনাকে প্রথমে ইচ্ছাশক্তি অর্জন করতে হবে।
আর ইচ্ছাশক্তি অর্জন করতে পারলে- আপনি স্বয়ংক্রিয়ভাবেই পড়বেন কেউ আপনাকে বলে দিবে না
পড়ার কথা।

তাই প্রথমে ইচ্ছাশক্তি ঠিক করুন যে- আমাকে যে করেই হোক বিশ্ববিদ্যালয় পরীক্ষায় চান্স পেতে
হবে আর এরজন্য আমি পরিশ্রম করতে রাজি আছি। এরপর পরিশ্রমের কৌশল ঠিক করুন।

যেভাবে পড়বেন🔳
১) শুধু উত্তর পড়ুনঃ
অনেকেই অপশন সহ প্রশ্নের উত্তর পড়তে
দেখি এতে আপনি বেশি কনফিউজড হবেন।
প্রথমে প্রশ্ন পড়ুন এরপর এর উত্তর।
অন্য কি অপশন আছে সেটা দেখার দরকার নাই।

২) বেশি বেশি মডেল টেস্ট দিনঃ
যত বেশি পরীক্ষা দিবেন তত বেশি আপনার ভুল
গুলো বুঝতে পারবেন তাহলে পরীক্ষার সময়
আর ভুল করে বসবেন না।
মডেল টেস্ট দিতে ইনবক্সে মেসেজ দিন - https://m.me/m.mazhar014

৩) অন্যকে প্রশ্ন ধরুনঃ
বন্ধুদের সাথে যখন আড্ডা দিবেন তখন একে
অপরকে নৈর্ব্যক্তিক জিজ্ঞেস করুন।
এই আড্ডার সময় যে জিনিসগুলো পড়া হবে তা
বেশি মনে থাকবে।

৪) বিগত বছরের প্রশ্ন গুলো দেখুন
বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের ধরণ,কাঠামো,কোন বিষয়ে
অধিক প্রশ্ন আসে, কমন টপিক এসব বিষয়ে খুটিনাটি
দেখে নাও।

৫) খাতা ব্যবহার করুনঃ
আমি খাতায় কঠিন শব্দগুলো টুকে
রাখি বা সারাদিন কি কি পড়বো তা লিখে রাখি।
এতে নিজের ভেতর একটি তাড়না কাজ করে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রস্তুতি নিতে পড়ো - রাবি কনফার্ম বইটি।
বইটি অর্ডার করতে ইনবক্সে মেসেজ দাও - https://m.me/m.mazhar014

ভর্তি পরীক্ষা নিয়ে কিছু জানার থাকলে কমেন্ট বা ইনবক্সে নক দিতে পারো।

সবার জন্য শুভকামনা রইল
Mazharul Islam
রাজশাহী বিশ্ববিদ্যালয়

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

31 Oct, 06:00


🔴রাজশাহী বিশ্ববিদ্যালয়ের A ইউনিটে চান্স পাবার সহজ টেকনিক!!!

⚕️ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের A ইউনিটে আসন সংখ্যা প্রায় ২০০০

🧧 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের A ইউনিটে ৩ বিষয়ের উপর এক্সাম হয়ে থাকে :

(১) বাংলা-- ৩৫
(২) ইংরেজি -- ৩৫
(৩) সাধারণ জ্ঞান -- ৩০

বিঃদ্র --- বাংলা এবং ইংরেজিতে ২৮টি Mcq থাকবে। প্রতিটি mcq এর মান ১.২৫।
তাহলে ২৮টি Mcq এর জন্য (২৮×১.২৫) = ৩৫
অন্যদিকে জিকে ২৪টি Mcq থাকবে। প্রতিটি Mcq এর মান ১.২৫। তাহলে ২৪টি Mcq এর জন্য (২৪×১.২৫) = ৩০।
প্রতিটি ভুল উত্তরের জন্য (-০.২৫) করে কাটা যাবে।

মোট ১০০ এর মধ্যে ৬২+ পেলে তুমি রাবির A ইউনিটে চান্স পাবে!!

🔰এবার আসা যাক কোন বিষয়ে কত স্কোর করলে চান্স হবেঃ

👉বাংলায় ২৮টা Mcq এর মধ্যে
কমপক্ষে ২০ টা mcq কারেক্ট করার চেষ্টা করবা। ২০ টা mcq কারেক্ট করতে পারলে তোমার স্কোর হবে (২০×১.২৫) = ২৫।

👉 ইংরেজিরে ২৮ টা MCQ এর মধ্যে কমপক্ষে ১৭ টা Mcq কারেক্ট করার চেষ্টা করবা।১৭টা Mcq কারেক্ট করলে তোমার স্কোর হবে (১৭×১.২৫) = ২১.২৫।

👉 জিকেতে ২৪ টা Mcq এর মধ্যে কমক্ষে ১৮ টা McQ কারেক্ট করার চেষ্টা করবা।
১৮ টা mcq কারেক্ট করলে তোমার স্কোর হবে (১৮×১.২৫) = ২২.৫০।

তাহলে মোট ( ২৫+১২১.২৫+২২.৫০) = ৬৮.৭৫
১০০ এর মধ্যে ৬৮!!

রাবির A ইউনিটে টপ ৪০০তে থাকবা!!!

হতাশ না হয়ে পড়ার টেবিলে মনোযোগ দাও।
পরিশ্রম করলে আল্লাহ তার সুফল অবশ্যই দিবেন।

কারো কোন প্রশ্ন থাকলে কমেন্টে করে ফেলো।

আগামিকাল দিব B unit

রাবির জন্য পড়ুন ✌️রাবি কনফার্ম বই।
বইটি অর্ডার করতে ইনবক্সে মেসেজ দাও- https://m.me/m.mazhar014

Mazharul Islam
রাজশাহী বিশ্ববিদ্যালয়

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

29 Oct, 15:52


হট আপডেট
রাবির প্রতি ইউনিটে ১ লক্ষ ৪০ হাজার জন করে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হতে পারে। বিগত সময়ে যা ছিল ৭২ হাজার।
সূত্র - ডেইলি ক্যাম্পাস

আর কখনোই কোন ইউনিটে এতজন পরীক্ষার্থী আবেদন করেনি। সবাই ন্যূনতম যোগ্যতা থাকলেই পরীক্ষার দিতে পারবে। নিশ্চিন্তে প্রস্তুতি নাও সবাই।
ন্যূনতম যোগ্যতা - মানবিক - ৭.০০, বাণিজ্য - ৭.৫০, বিজ্ঞান ৮.০০ ( গতবছর অনুযায়ী)

সময় নষ্ট না করে প্রস্তুতি নাও।
রাবির জন্য পড়ো - রাবি কনফার্ম বইটি।
বইটি অর্ডার করতে ইনবক্সে মেসেজ দাও- https://m.me/m.mazhar014

সবার জন্য শুভকামনা রইল
Mazharul Islam
রাজশাহী বিশ্ববিদ্যালয়

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

27 Oct, 13:14


https://www.facebook.com/share/p/HVswFMFGY5PNEFLe/

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

26 Oct, 05:17


রাবির প্রশ্ন এনালাইসিস

লিংক - https://www.facebook.com/share/p/TWdTCmujqPethYta/

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

24 Oct, 02:56


রাবিতে চান্স পাওয়া সহজ
কারণ

https://www.facebook.com/share/p/8y4zkJY8cmtraLJB/

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

23 Oct, 14:39


https://www.facebook.com/share/p/6mShZ9NLmFMrSJAX/

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

23 Oct, 08:56


ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা ও চট্টগ্রাম এই পাঁচ শহরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ময়মনসিংহ ও যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিভাগীয় শহরে পরীক্ষা হচ্ছে এটা শতভাগ নিশ্চিত।

এবার আসি সিলেকশন নিয়ে- সিলেকশন নিয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। তবে এবার সিলেকশন যে থাকছে না, সেটা বিভাগীয় শহরে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত থেকেই বুঝা যায়। যে কারণ দেখিয়ে সিলেকশন রাখতো, বিভাগীয় শহরে পরীক্ষা নিলে সে কারনের কোন ভ্যালু আর থাকেনা। মোটামুটি নিশ্চিত থাকা যায় - এবার রাবিতে সিলেকশন থাকছেনা ইনশাআল্লাহ।

তোমাদের কাজ পড়াশোনা করা। সিলেকশন থাকলো কিনা, কোথায় পরীক্ষা হবে এসব নিয়ে চিন্তা করে সময় নষ্ট করা বোকামী। এসব নিয়ে সময় নষ্ট না করে পড়ার টেবিলে মনোযোগ দাও।

রাবির গাইডলাইন পেতে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও - https://chat.whatsapp.com/KtYt8HgF7QfGbeaz1nVDRV

সবার জন্য শুভকামনা রইল।
Mazharul Islam
রাজশাহী বিশ্ববিদ্যালয়

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

22 Oct, 14:37


রাবির পরীক্ষা বিভাগীয় ৪ শহরে হবে।
এটা ২৩-২৪ এর এডমিশন পরীক্ষা শেষ হলে তখনই সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্ত নতুন নয়।

কিন্তু সিলেকশন থাকবে কিনা, এটা এখনো চূড়ান্ত নয়, বিভাগীয় শহরে পরীক্ষা হলে সিলেকশন না থাকার সম্ভাবনাই বেশি। কারণ রাবি ৭২ হাজার জনকে পরীক্ষা দিতে দিতো, ভার্সিটির সিট ক্যাপাসিটি মাথায় রেখে। বিভাগীয় শহরের পরীক্ষা হলে কয়েক লক্ষ পরীক্ষার্থী হলেও সিট সমস্যা হবেনা। সে হিসাবে সিলেকশন না থাকার সম্ভাবনা বেশি।

রাবি ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষার কোন তারিখ নির্ধারিত হয়নি। ফেসবুকে যা দেখা যাচ্ছে সব ভিত্তিহীন।
এ মাসের মাঝেই রাবির ক্লিয়ার নিউজ আসবে ইনশাআল্লাহ।

এসব নিয়ে চিন্তা না করে পড়ার টেবিলে মনোযোগ দাও।

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

22 Oct, 04:20


কেন তুমি রাবির প্রস্তুতি নিবে??
বিস্তারিত - https://www.facebook.com/share/p/ENP8mWsM1pDCZicq/

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

22 Oct, 03:11


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে থাকছে সেকেন্ড টাইম, থাকছে বিভাগ পরিবর্তন ইউনিটও
আপডেট পেতে জয়েন - https://t.me/admission04

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

21 Oct, 12:34


রাবি টার্গেট কার কার?
কমেন্টে yes লিখো।

রাবি ও গুচ্ছ কেন্দ্রিক এক্সাম নিতে চাই।

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

19 Oct, 10:19


ভর্তি পরীক্ষার্থীরা হোয়াটসঅ্যাপ গ্রুপে এড হও- https://chat.whatsapp.com/J4FqZr54WZlBC9Ogz4L7Dl

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

28 Sep, 04:36


আজকের ফ্রি এক্সামের নোটিশ।
এক্সাম - রাত ৮ টায়
বিস্তারিত -https://www.facebook.com/share/p/54uyJJDwV2Hi44Wh/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

26 Sep, 14:03


আজকের ইংরেজি গ্রামার Noun পরীক্ষার লিংক।
যারা পরীক্ষা দিচ্ছো লিংকে রিয়েক্ট দাও।

https://www.facebook.com/share/p/SySgCwY14MjfegXd/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

25 Sep, 14:01


আজকের বাংলা পরীক্ষার লিংক।
যারা পরীক্ষার দিচ্ছো লিংকে রিয়েক্ট দাও।

https://www.facebook.com/share/p/fwZxTfZSihgbJ1ag/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

24 Sep, 07:39


আগামীকাল ১০ দিনের ফ্রি এক্সাম রুটিন লিংক
যারা দেখছো লিংকে রিয়েক্ট দাও।

https://www.facebook.com/share/p/V9u2wGdnY8WSWC6Z/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

11 Sep, 14:02


আজকের বাংলা পদ্য - ফেব্রুয়ারিত ১৯৬৯ পরীক্ষার লিংক।
যারা পরীক্ষা দিচ্ছো লিংকে রিয়েক্ট দাও।

https://www.facebook.com/share/p/z32LKd649Q5EQGpx/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

06 Sep, 04:09


ফ্রি এক্সামের নতুন রুটিন।
সবাই লিংকে গিয়ে সেইভ করে নাও।

https://www.facebook.com/share/p/nDV62zJ8BiFhEmmQ/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

23 Aug, 15:06


আজকের ক্লাস
ইংরেজি ক্লাস
০২ নম্বর কমন

https://www.facebook.com/groups/253765127830085/permalink/262045003668764/

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

23 Aug, 11:22


ফ্রি এক্সামের রুটিন দেয়া হয়েছে।
যারা দেখছো লিংকে রিয়েক্ট দাও।

https://www.facebook.com/share/p/fwqEjcfGMP3F7SAh/?mibextid=oFDknk

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

23 Aug, 03:25


গ্রুপে ভর্তি পরীক্ষার্থী আছো কে কে?

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

23 Aug, 03:24


Channel name was changed to «ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)»

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

23 Aug, 03:23


Channel photo updated

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

11 Aug, 13:55


জয়েন -

https://t.me/dogshouse_bot/join?startapp=JenMrhOTSl6TdF4SG2402g

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

05 Aug, 14:12


সবাইকে বিজয় দিবস এর শুভেচ্ছা...
সবাইকে সেকেন্ড টাইম এর জন্য ফ্রি প্রস্তুতি শুরু করতে চাচ্ছি।
যারা আগ্রহী আইডিতে আড দাও

https://www.facebook.com/rashed.menonii.9

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

08 Jul, 03:42


সেকেন্ড টাইম দিতে চাও কে কে?
জয়েন - https://chat.whatsapp.com/EiIkfMlX2qt2stv8iWvTWb

ভর্তি প্রস্তুতি ( এক্সাম +ক্লাস + গাইডলাইন)

29 Jun, 09:52


https://www.facebook.com/share/p/uPESM4gdRqEx5yMv/?mibextid=oFDknk