ফুসসিলাত-fussilat

@fussilattt


অফিসিয়াল হোয়াটস অ্যাপ চ্যানেল লিংক:
https://whatsapp.com/channel/0029VaODbvmLikgErQciky0I

টুইটার :
https://x.com/fussilattt?s=09

অফিসিয়াল ফেসবুক গ্রুপ(শুধুমাত্র বোনদের জন্য):
https://www.facebook.com/groups/814277436681888/?ref=share

ফুসসিলাত-fussilat

22 Oct, 16:29


মুসলিমের ব্যাপারটাই আসলে অন্যরকম। একজন প্রকৃত মুসলিম ভুল করে, গুনাহ করে, দ্বীনের পথে চলতে হোঁচট খায়, কিন্তু হোঁচট খাওয়ার পর আর থেমে থাকে না ; ভেঙে পড়ে না, চূড়ান্ত হতাশা তাকে গ্রাস করতে পারে না। সে আবার উঠে দাঁড়ায়। প্রত্যেক আদম সন্তান মাত্রই গুনাহগার। কিন্তু শ্রেষ্ঠ সে যে ভুল করার পর তওবা করে। ভুল শোধরানোর জন্য সে মরিয়া হয়ে ওঠে। তার অন্তর তাকে ধিক্কার দেয়, তার বিবেক তাকে শোধরাতে বাধ্য করে। একজন মুসলিম দ্বীনের মধ্যে পিছিয়ে পড়ে, কিন্তু সে অনুশোচনা করে আর সেই অনুশোচনা তাকে দ্বিগুণ উৎসাহে এগিয়ে যেতে প্রেরণা যোগায়।

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা বলেনঃ

" আল্লাহ তা'আলাকে যারা ভয় করে, যদি শয়তানের কুমন্ত্রণা কখনো তাদের স্পর্শ করে, তবে সাথে সাথে তারা আত্নসচেতন হয়ে আল্লাহকে স্মরণ করে এবং তাদের চোখ খুলে যায়। "

[সূরা আরাফঃ ৭/২০১]

~সংগৃহিত

#Fussilat

ফুসসিলাত-fussilat

21 Oct, 14:17


আপনি নিশ্চিতভাবে জেনে গেলেন যে, আপনি আর মাত্র ৩ ঘন্টা বাঁচবেন। এরপরেই সব শেষ।

কী করবেন আপনি এই ৩টা ঘন্টা? এটা নিয়ে গভীরভাবে সিরিয়াস চিন্তা করুন, প্লিজ।

যদি সত্যি সত্যি গভীরভাবে চিন্তা করেন, তাহলে আপনার পুরা লাইফের গোল আর প্রায়োরিটি একদম ক্লিয়ার হয়ে যাবে।

এরপরে নিজের লাইফে সেই প্রায়োরিটিগুলাকে বেশি বেশি জায়গা দিন। নতুন করে রুটিন সাজান।

নতুন জীবন শুরু করুন।

তবে আগে চিন্তা করুন। খুব গভীরভাবে চিন্তা করুন।

আর মাত্র ৩ ঘন্টা বেঁচে থাকলে কী কী করবেন এই ৩ ঘন্টায়?

~মোহাম্মদ তোয়াহা আকবর

#Fussilat

ফুসসিলাত-fussilat

20 Oct, 16:13


কুরআনের যে অংশের সাথে আমাদের সবচেয়ে বেশি সম্পর্ক তা বোধ হয় জুয আম্মা। সালাতে এবং হিফজে সবার আগে আমরা জুয আম্মাকে এনে থাকি।

কেমন হয় যদি এই জুয আম্মা'র তরজমা এবং কিছু তাদাব্বুর নিয়ে কিছুটা সময় কাটাই? যে অংশের সাথে আমাদের বাহ্যিক সম্পর্কটা বেশি, তার সাথে অন্তরের সম্পর্ক তৈরি করে নেই?

সে উদ্দেশ্যেই নভেম্বর থেকে ফেব্রুয়ারী পর্যন্ত আমাদের দারসে কুরআন হালাকাহ হবে ইন শা আল্লাহ।

আলোচনা করবেন: ফারহীন জান্নাত মুনাদী।

হালাকাহ শুরু: ১৩নভেম্বর, ২০২৪, বুধবার।
সময়: দুপুর ২.৩০মি.-৪.০০মি. (সপ্তাহে ৩দিন)

রেজি. ফি: ২০০/-
মান্থলি ফি: ১৫০/-

ফি প্রেরণের নাম্বার: 01327202761 (নগদ/বিকাশ, পার্সোনাল)

রেজি. করতে এই ফরমটি ফিলাপ করুন:
https://forms.gle/5kgaKYrLwPUUAXEY6

আল্লাহ তাওফীক দিন। নিজে যুক্ত হই, অন্যকে দাওয়াত দেই।

বিস্তারিত জানতে পেইজে যোগাযোগ করুন ইনশাআল্লাহ।

পেইজ লিংক:
https://www.facebook.com/markazunnahda

ফুসসিলাত-fussilat

18 Oct, 08:50


আল্লাহ পাকের প্রতি সুধারণা আর অধিক পরিমাণে দোয়া জীবনকে এত সহজ করবে এবং সকল সমস্যা গুলোর সমাধান এমনভাবে করবে যা কল্পনাতীত।

আমল করেই দেখুন, নিজেই উপলব্ধি করতে পারবেন ইনশাআল্লাহ।

#Fussilat

ফুসসিলাত-fussilat

18 Oct, 08:35


লাগাতার দু'আর পরও যদি বিপদ-আপদ ও দুর্যোগের সময়কাল দীর্ঘ হতে থাকে, তাহলে জেনে রাখেন, আল্লাহ শুধুমাত্র আপনার দু'আ কবুল করেই ক্ষান্ত হবেন না; বরং তিনি আপনাকে আরও অনেক কিছু দিতে চাচ্ছেন যা আপনি তাঁর কাছে চান নি।

~সংগৃহীত

#Fussilat

ফুসসিলাত-fussilat

18 Oct, 01:13


🍀রিমাইন্ডার | শুক্রবার🍀

-সূরা কাহফ
-ইস্তেগফার
-দুরুদ
-মাজলুম মুসলিমদের জন্য অনেক দোয়া

শুক্রবারে দুয়া কবুলের একটি পরীক্ষিত আমল - Click here
.
#Fussilat

ফুসসিলাত-fussilat

18 Oct, 01:05


আমি আপনাদেরকে ছোট্ট একটা রুকইয়ার পদ্ধতি বলবো। মোটামুটি টানা ৩ থেকে ৫ মাস এটা করতে পারেন। আপনাদের জীবনের অনেক অনেক সমস্যা চলে যাবে ইন শা আল্লাহ।

আপনারা যখন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে উঠার পর সালাত, দুআ জিকির শেষ করে,আপনারা দেড় লিটার বা দুই লিটার পানির বোতল নিবেন।

পানির বোতল নিয়ে নিয়ত করবেন যে, আমার উপর যদি কোন যাদু থাকে, বদ নজর থাকে, হাসাদ থাকে বা কোন জ্বিন শয়তানের সমস্যা থাকে, যা আমার জীবনকে ধ্বংস করছে,আমার ঈমান, আখলাক, পরিবারকে ধ্বংস করছে, অথবা আমার পিছনে এমন কোন চক্রান্ত আছে মানুষ বা জ্বীন শয়তানের যা আমাকে ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছে। আল্লাহ আপনি সেগুলোকে ধ্বংস করে দিন। আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান। আমরা এই দোয়া করবো।

এই দোয়া করে পানির বোতল মুখের সামনে নিবো, মুখের সামনে নিয়ে আমরা কুরআন থেকে যাই পারি সূরা ফালাক, ইখলাস, ফালাক, নাস, কাফিরুন যাই পারি না কেনো আমরা টানা এগুলো পড়তে থাকবো সুস্থতার নিয়তে, যেই দোয়া করেছি সেই দোয়ার নিয়তে।

আমরা এরকম করে ১৫/২০/৩০ মিনিট তিলাওয়াত করে মাঝে মাঝে পানিতে ফু দিবো এবং তিলাওয়াত শেষে সেই পানিটা আমরা পেট ভরে পান করবো। এমন অনেক কিছু দেখতে পারবেন, অনেক সফলতা, এমন অনেক সমস্যার সমাধান আপনি দেখতে পাবেন, আপনি অনুভব করতে পারবেন,স্বচক্ষে প্রত্যক্ষ করতে পারবেন যার জন্য ইতিমধ্যে আপনি লাখ লাখ টাকা খরচ করেছেন অথবা আশা ছেড়ে দিয়েছেন।

~সংগৃহীত

#Fussilat

ফুসসিলাত-fussilat

11 Oct, 17:27


প্রত্যেক ঈদে আশেপাশের মুসলিম ফ্যামিলি থেকে অনেক দাওয়াত পেতাম। একদম ছোটকাল থেকেই দেখে আসছি। কিন্তু ফ্যামিলি কখনো এলাউ করে নি। সবসময় বলত, " ওরা যা রান্না করে তা তোমাকে বাসায় রান্না করে খাওয়াব। কিন্তু ওদের ঈদে তোমার কি? " কুরবানির ঈদে তো ফ্যামিলি আরও স্ট্রিক্ট হয়ে যেত। ওইদিন পুরো দিন আমাদের সব বাচ্চাদের বাসায় বন্ধ করে রাখতেন, নিজেরাও বের হতেন না। শুধু ওইদিন না, এর পরের প্রায় তিন-চারদিন। আগে থেকেই সপ্তাহখানিক বাজার করে রাখা হত, যেন বের না হওয়া লাগে। তাও যেন গরুর রক্ত, গন্ধ আমাদের না ছোঁয়। শুধু ঈদ'ই না, মুসলিমদের প্রত্যেকটা অনুষ্ঠানেও তাই হত।

দিন যত আধুনিক হয়েছে হয়তো কঠোরতা একটু কমেছে কিন্তু এখনো এমন আছে মুসলিমদের দেওয়া কোনো খাবার খান না হিন্দুর পরিবাররা। আমার ঠাকুমা তো মুসলিমদের স্পর্শ পর্যন্ত পছন্দ করেন না এমন একটা ব্যাপার স্যাপার। কাজের মহিলা হিসেবে কাউকে রাখলে হিন্দুর মেয়ে খুঁজতেন। যাক ছোট থেকেই দেখে আসছি প্রত্যেকটা নিয়ম-নীতি, রুলস-রেগুলেশন। শুধু দেখা না, মানতেই হবে।

তা যাক, পূজায় যে ভোগ বা প্রসাদ টা দেওয়া হত দেখতাম পূজা শেষে সবাইকে বিলি করা হতো। দাঁড়ানোর জায়গা পাওয়া যেত না, এতটাই ভীড়। ওখানে মুসলিম ক্লাসমেটদের দেখে যাহাপরনাই অবাক হতাম। ভোগ নেওয়ার জায়গায় হা করেই ওদের দিকে তাকিয়ে থাকতাম। খুব কিউরিসিটি জাগত, ' ওরা এখানে কেন? পূজায় কেন মুসলিমরা? '। আজ পর্যন্ত এর উত্তর খুঁজে পাই নি, আজ পর্যন্ত না। ড্যান্স প্যানেলে হিন্দু'দের চেয়েও বেশি ভরা থাকতো মুসলিম দিয়ে। শুধুমাত্র সেজদা দেওয়া ব্যতীত সব কিছুতেই মুসলিমদের সম্পৃক্ততা থাকত। বলছিলাম, সেই অনেক বছর আগের কথা যখন ছোট ছিলাম। তাহলে বর্তমানে কেমন অবস্থায় এসে দাঁড়িয়েছে?

বলতে চাচ্ছি মূল ঐক্যের কথা, নীতির কথা। 'ধর্ম যার যার উৎসব সবার', এইটা অন্য কোনো ধর্মই মানে না যতই উপরে বলুক। কিন্তু যারা মানে তারা আদৌতে মুসলিম বৈ আর কেউ নয়। তাহলে কোথায় গড়ছে আর কোথায় ভাংগছে? নাকি আগে থেকেই গড়া ছিল, আর আগে থেকেই ভাংগা ছিল?

~ যাহরাহ্ আয়াত

#Fussilat

ফুসসিলাত-fussilat

10 Oct, 07:18


আহলিয়া'স সাপ্তাহিক হালাকা

বোনদের জন্য এই ফ্রি প্রোগ্রামটি পাবলিশ করতে চাচ্ছিলাম আমরা বহুদিন আগে থেকে। প্রস্তুতি ও যোগ্য ব্যক্তিকে প্রস্তাবনা ইত্যাদি কাজে সময় গিয়েছে আলহামদুলিল্লাহ। প্রচুর ইলম থাকা স্বত্বেও শাইতানের ধোঁকায় পিছলে কিংবা পিছিয়ে পরি আমরা। একটু দ্বীনি সোহবত, একটুখানি রিমাইন্ডার অন্তরের ঈমানী হালতকে পুনরায় জাগিয়ে তুলতে সাহায্য করে আল্লাহ'র দয়ায়। বোনদের জন্য আয়োজিত সাপ্তাহিক হালাকা অনুষ্ঠিত হবে প্রতি শুক্রবার ইনশাআল্লাহ।

🌼হালাকা গ্রুপে যুক্ত হওয়ার নিয়ম:
১. এই পোস্টের কমেন্টে উদ্যোগটি ছড়িয়ে দেয়ার নিয়্যতে অন্তত ২ জন বোনকে মেনশান করতে হবে এবং পেইজের ইনবক্সে স্ক্রিনশট দিতে হবে ইনশাআল্লাহ।

২. পেইজের ইনবক্সে সালামের রেকর্ডিং দিয়ে গ্রুপ লিংক নেয়া আবশ্যক।

আমরা মানুষ,গাফেল,অকৃতজ্ঞ। আমরাও ছিটকে পড়ি। প্রোগ্রামটি সম্মিলিত। সবাই সবার প্রতি সুধারণা রাখবো ইনশাআল্লাহ তবে সকল প্রশংসা কেবল আল্লাহ'র জন্য। আল্লাহ কবুল করুন।

পেইজ লিংক:
https://www.facebook.com/100063905238335/posts/pfbid0FD6vqEWjLAXwiepp15PS1JKp92AyJRupjtcjSyEyj7VFuTJFV4gMzhzbfhzc9W17l/?app=fbl

#ahliyashomeschooling
#muslimreminder

ফুসসিলাত-fussilat

04 Oct, 07:33


তাকওয়া ও সবরের সহিত আরেকটু অপেক্ষা করুন, আল্লাহ্ পাক আপনার দোয়া এমনভাবে কবুল করবেন যা আপনি কখনো কল্পনাও করেননি। আপনি আল্লাহ্ পাকের উপর ভরসা করুন আল্লাহ্ পাক আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ।

#Fussilat

ফুসসিলাত-fussilat

04 Oct, 06:03


কুরআনের অনেক সুন্দর একটি দোয়ার বিশ্লেষণ। আজকে দোয়া কবুলের সময় উক্ত দোয়াটি পড়তে পারি এই বিশ্লেষণ উপলব্ধি করে ইনশাআল্লাহ।

লিংক:
https://telegra.ph/Quranic-Duwa-10-04

#Fussilat

ফুসসিলাত-fussilat

03 Oct, 17:01


🍀রিমাইন্ডার | শুক্রবার🍀

-সূরা কাহফ
-ইস্তেগফার
-দুরুদ
-মাজলুম মুসলিমদের জন্য অনেক দোয়া

শুক্রবারে দুয়া কবুলের একটি পরীক্ষিত আমল - Click here
.
#Fussilat

ফুসসিলাত-fussilat

02 Oct, 08:05


"তোমার সামনে যখন দুটো বিষয় আসবে, একটা দুনিয়ার আরেকটা আল্লাহর তখন তুমি আল্লাহর জন্য যেটা সেটাকে এগিয়ে রাখবে। তাহলে দুইটাই তুমি একদিন পেয়ে যাবে। আর যদি দুনিয়াকে আজ প্রাধান্য দাও এবং আল্লাহর জন্য যেটা সেটাকে পিছিয়ে রাখো, দেখবে দুনিয়ারটা পেলেও সেটাতে বরকত পাচ্ছ না।"

— আবু বকর আল-ফিহরী (রহ.)

সূত্র: আহকামুল কুরআন, ইবনুল আরাবীর, ৩/৩২৯

#Fussilat

ফুসসিলাত-fussilat

02 Oct, 06:17


রামাদানের প্রস্তুতি ৩

ফরয সালাত এবং সালাতের পরের যিকির যখন আমরা ঠিকমত করার অভ্যাস করবো, এরপর আমরা মন দিতে পারি সুন্নাহ সালাতের দিকে।

▪️পাঁচ ওয়াক্ত সালাতের সুন্নাহ গুলো অভ্যাস করা। কিছুই পড়ার অভ্যাস না থেকে থাকলে ফজরের ফরয সালাতের আগের দুই রাকাত সুন্নাহ এবং এশার ওয়াক্তে বিতির পড়ার সুন্নাহ। এগুলো ঠিক হয়ে আসলে মাগরিব আর এশার সালাতের পরের দুই রাকাত সুন্নাহ সালাত। সব শেষে যোহরের সালাতের আগের ও পরের সুন্নাহ। সুন্নাহ সালাত কোনো কারণ ছাড়া বসে আদায় করা যায়- সোয়াব কম হবে। কিন্তু আদায় হবে। অলস লাগলে বসে হলেও সুন্নাহ গুলো পড়া, প্রথম দিকে। তারপর ধীরে ধীরে দাঁড়িয়ে সুন্দর করে পড়ার অভ্যাস করা।

▪️যাদের কুরআন মুখস্থ করার অভ্যাস নেই, তাদের ছোট ছোট কিছু সূরা মুখস্থ থাকে। সবদিন একই একই সূরা না পড়ে, ঘুরিয়ে ফিরিয়ে পড়তে পারেন, সালাতে, সূরা ফাতিহা পড়ার পর।

▪️ তাহাজ্জুদে উঠার অভ্যাস না থাকলে এশার সময় বিতির পড়ার আগে দুই রাকাত অথবা চার রাকাত নফল সালাত পড়তে পারেন। সেটা কিয়াম হিসেবে কাউন্ট হবে ইন শা আল্লাহ। (কিয়াম- মাগরিবের পর থেকে ফজরের আগে আদায়কৃত নফল সালাত। তাহাজ্জুদ- রাতের শেষ তৃতীয়াংশে ঘুম থেকে উঠে আদায় করা হয় যেই সালাত)

তাহাজ্জুদের অভ্যাস থাকলে বা সেই অভ্যাস করে নিলে সবচেয়ে ভালো।

▪️ সালাতুদ দোহা পড়ার অভ্যাস করা যায়। সূর্য ওঠার পনেরো মিনিট পর থেকে নিয়ে জোহরের ওয়াক্তের পনেরো মিনিট আগে পর্যন্ত যেকোনো সময় এই সালাত আদায় করা যায়। দুই রাকাত দিয়েই নাহয় শুরু হোক। পাঁচ মিনিট সময়ও লাগবে না। শুধু অভ্যাস করা লাগবে।

(চলবে)

~With the Quran

#Fussilat

ফুসসিলাত-fussilat

01 Oct, 09:39


রামাদানের প্রস্তুতি ২

নিজের সালাতের অবস্থা পর্যবেক্ষণ করুন। সালাত কি ঠিক আছে? গত রামাদানের পর অনেকের সালাত সুন্দর হয়েছিল। এখনো কি সেরকম আছে?

প্রথমে একদম ফরয সালাতের দিকে তাকিয়ে দেখুন।

ধীরে সুস্থে পড়া হচ্ছে কি?

শেষ মুহূর্তে তাড়াহুড়া করে পড়া হচ্ছে না তো?

সালাতের রোকন, ফরয, এগুলো সুন্দর করে করছেন কি?

সালাতের সুন্নাহগুলো কি করা হচ্ছে নাকি "সুন্নাহ" বলে বাদ চলে যাচ্ছে?

সালাতে আলস্য আসছে না তো?

সালাম ফিরানোর পরের যিকির গুলো করা হচ্ছে তো?

ভাইদের ক্ষেত্রে, মসজিদে জামাত ধরা হচ্ছে তো?

--------

রামাদানের বড় একটা অংশ জুড়ে থাকে সালাত এবং কুরআন পাঠ। এই দুইটা এমন অভ্যাস যা আগে থেকে ঠিক না করলে অর্ধেক রামাদান চলে যায় এসব একটা রুটিনে নিয়ে আসতে। অথচ আগে থেকে কতগুলো অভ্যাস ঠিক করা হলে রামাদানের সময় আর মনোযোগ- আমাদের হারিয়ে ফেলা অভ্যাস ঠিক করতে নষ্ট হয়না। সেই সময়টা আরো সুন্দর করে কাটানো যায়।

তাই আমরা একেবারে ফরয সালাত ঠিক করা দিয়ে শুরু করবো ইন শা আল্লাহ।

(গতদিন রামাদানের প্রস্তুতি হিসেবে আমরা বলেছিলাম সোশ্যাল মিডিয়ার একাউন্ট যথাসাধ্য বন্ধ করার কথা। অনেকেই যারা বন্ধ করেছেন আগে, জানিয়েছিলেন যে আর সালাতে দাঁড়িয়ে অস্থিরতা, তাড়াহুড়া থাকে না। এটাও স্মরণ রাখার এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার চেষ্টা করার অনুরোধ রইলো।)

~With the quran

🟥রমাদান প্রস্তুতি ১:
https://t.me/fussilattt/924

#Fussilat

ফুসসিলাত-fussilat

29 Sep, 15:07


"খেদমত" এখন একটা খুচরো শব্দতে রূপান্তর হয়েছে কিন্তু আদৌতে এই শব্দের মূল ভাবার্থ কেউ প্রয়োগ করে না। অনেকের জন্যই এই শব্দ এখন নাজায়েজ কাজকে হালালাইজ করার জন্য শুধুই নাম মাত্র একটা ট্যাগ।

কিছু হোক বা না হোক শুরুতেই বলে দেওয়া, "আমি সহশিক্ষায় পড়ছি কারণ আমি উম্মাহ'র খেদমত করতে চাই"।

আমাকে উত্তর দিবেন এই খেদমত কিভাবে করবেন? কোন ওয়েতে? আপনাদের জন্য কঠিন না করে আমিই আপনাদের মুখস্ত উত্তর আওড়ে সহজ করে দিচ্ছি।
'দাওয়াহ দিব', তাই না? নারীদের দাওয়াহ দিব সহশিক্ষায় থেকে, সহশিক্ষায় পড়ে নফসের সাথে যুদ্ধ করে। আই মিন সিরিয়াসলি? হারামে থেকে দাওয়াহ দিবো হারাম থেকে না বের হয়ে? কিসের ভিত্তিতে? নিজেই হারামে আছি, অন্যদের কিভাবে বলি হারাম ছাড়তে?

খুব প্রাক্টিসিং একজন মেয়ে, দ্বীনদার।সম্পূর্ণ কালো বোরকায় আবৃত।কিন্তু ফ্যামিলির দিকে তাকালে দেখা যায় উল্টো দৃশ্য। নামাজ ওই হলো একদিন পড়লো কি পড়লো না, পর্দার বালাই নাই, চাকরি-বাকরি সব হারাম টাকা থেকে। এই মানুষগুলা তো আমাদের পরিবারের মানুষ, আপন মানুষ।দাওয়াহ দেওয়ার জন্য এই মানুষগুলাই সর্বপ্রথম এবং সবচেয়ে বেশি হক্বদার। কিন্তু ব্যাপারটা এখন কেমন দাঁড়ালো জানেন, আমি বাসা অগোছালো করে রেখে বাইরে গিয়ে চিল্লিয়ে সবাইকে বলছি, "বাসা পরিপাটি করে গুছাও"। ফানি না? ওয়াল্লাহি, দেখি বুকে হাত রেখে বলেন কয়জন নারী নিজ বাসায়, নিজ রুমমেট, নিজ প্রতিবেশীকে আগে দাওয়াহ দিছেন সাহস নিয়ে? নাকি এই "দাওয়াহ" ট্যাগটা আপনার হারামে থাকা নাজায়েজ কাজটাকে হালালাইজ করার জন্য ইউজ করছেন?

#সহশিক্ষা_সিরিজ
#zahrahayat
#Fussilat

ফুসসিলাত-fussilat

29 Sep, 14:50


বিস্তারিত:
https://telegra.ph/বরয-আসক-লকয-থক-সতযসহশকষ-09-29

ফুসসিলাত-fussilat

29 Sep, 09:09


রামাদানের প্রস্তুতি

এই প্রসঙ্গে কথা এবার বেশি আগে শুরু হয়ে গেল তাই না?

গত রামাদানের পর অনেকে জানিয়েছিলেন মোবাইল আসক্তির কারণে তাদের রামাদান সুন্দর ভাবে পার হয়নি। অনেক কষ্টের কথা। সারাবছরের অপেক্ষা। আর ঠিক সেই সময়েই পদস্খলন।

তাই মনে হলো এবার একটু আগে থেকেই এই বিষয়ে কথা শুরু হোক।

পদস্খলন কিভাবে হয়?

ইদানিং প্রচুর মানুষের বর্ণনায় যা বুঝা যায়, সেটা হলো ভালো উদ্দেশ্যে স্ক্রল করতে গিয়েও পদস্খলন হয়। কী রকম?

মনে করুন কেউ এমনিই ঢুকেছিল ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে। ধরুন রান্না দেখতে। একটা ভিডিও শেষ হতে আরেকটা চলে এসেছে। সেটা কোনো মুভির ক্লিপ। না চাইতেও একটু দেখা হয়ে গিয়েছে। হয়ত বর্তমানে চলছে এমন কোনো মুভি বা হঠাৎ trending আগের কোনো মুভির ক্লিপ। বেশ কয়েকবার চোখে পড়লো। কয়েকবার সামনে আসার কারণে নামটাও জানা হয়ে গিয়েছে মুভির। সিন টা ভালো লাগছে। এবার মন চাইলো একটু সার্চ দিয়ে দেখতে। ট্রেলার দেখে আরো ভালো লাগলো। মন চাইলো দেখতে। দেখা হলো। অনুশোচনা হলো। কিন্তু আবার কিছু একটা করতে গিয়ে আরেকটা রিল আসলো। এবার সেটা কোনো ড্রামার দৃশ্য। একটু মুসলিম মুসলিম লাগছে- ভদ্র। "মুসলিমদের" ড্রামা। কিছুক্ষণের জন্য শয়তান ভুলিয়ে দিবে যে, ভদ্র হলেও সেটা অশ্লীলতা। হারাম। এবার ওটা খুঁজে দেখা। এগুলো আবার অল্প দেখায় শেষ হয়ে যায় না। অজস্র পর্ব। এবার অভ্যাস হয়ে গেল দেখার। একটা থেকে আরেকটা। অনুশোচনা এখনও আছে। কিন্তু পাপ থেকে সরে থাকার মজবুত মনটা কেমন দুর্বল হয়ে যাচ্ছে।

গতবার যারা মন খারাপ করে নিজেদের অধঃপতনের বর্ণনা দিয়েছিলেন, এভাবেই দিয়েছেন। কিভাবে একটু একটু করে হারিয়ে ফেলে মানুষ নিজেকে। অতঃপর সালাতে তাড়াহুড়া। সুন্নাহ বাদ দেয়া। কুরআনে সময় না দেয়া। ড্রামা এমন জায়গায় এসে থামলো, যে রামাদানে না দেখলে পর্ব মিস।

এই বিষয়টা থেকে রামাদান এ না শুধু, সবসময়ই সতর্ক হওয়া উচিত।কারণ, মৃত্যুর তো কোনো নির্দিষ্ট মাস নেই!

যাদের এধরনের সমস্যা নেই, তাদের জন্যও কিন্তু সময় নষ্ট এক অনেক বড় সমস্যা। এই অযথা স্ক্রল করার অভ্যাস রামাদানের অনেক অমূল্য মুহূর্ত ছিনিয়ে নেয়।

তাহলে কী করণীয়?

এই একাউন্টগুলো বন্ধ করে দিন। যেকোনো আসক্তির মত প্রথম প্রথম খারাপ লাগবে। তারপর দেখবেন, এসব ছাড়া চলা যায় এবং খুব ভালোই চলা যায়। অ্যাপ মুছে দিন। যেন অন্যমনস্ক হয়ে সেসবে ঢুকতে না পারেন।

এই চেষ্টা এখন থেকে শুরু হোক। ইন শা আল্লাহ আমরা অনেক সুন্দর একটি রামাদান পাবো সামনে।

~With the Quran

#Fussilat

ফুসসিলাত-fussilat

26 Sep, 10:33


সকাল-সন্ধ্যার আমলগুলো কেন এত জরুরি?
.
সকাল-সন্ধ্যার আমলগুলো একজন মুমিনের প্রধান নিরাপত্তবলয় ও সুরক্ষা হিসেবে কাজ করে। এগুলো ঈমানকে নিরাপত্তা দেয়, আমলকে তরতাজা রাখে, মনের অশান্তি দূর করে, বদনজর থেকে সুরক্ষা দেয় এবং শয়তান ও নিকৃষ্ট জ্বিনের আক্রমণ থেকে হেফাজত করে। এবার বলুন, একজন বুদ্ধিমান ঈমানদার কী করে সকাল-সন্ধ্যার আমলগুলো থেকে দূরে থাকতে পারে?
.
এজন্যই আল্লাহ তাআলা কুরআন কারিমে বারবার সকাল-সন্ধ্যায় তাঁর যিকর (স্মরণ) ও তাসবিহ পড়তে বলেছেন। আল্লাহ বলেন—
.
“হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল-সন্ধ্যায় তাঁর মহিমা ঘোষণা করো।” [সুরা আহযাব, আয়াত: ৪১-৪২]
.
“অতএব, তোমরা আল্লাহর মহিমা ও পবিত্রতা ঘোষণা করো, যখন তোমরা সকাল করো এবং যখন তোমরা সন্ধ্যায় উপনীত হও।” [সুরা রুম, আয়াত: ১৭]
.
“তুমি তোমার রবের প্রশংসাসহ পবিত্রতা বর্ণনা করো সকালে ও সন্ধ্যায়।” [সুরা গাফির, আয়াত: ৫৫]
.
এরকম অসংখ্য আয়াত আছে কুরআনে। আর আল্লাহ তাআলার এসব নির্দেশনার আলোকে তাঁর নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সকাল-সন্ধ্যার বিভিন্ন আমল, আযকার ও তাসবিহাতের সুস্পষ্ট নির্দেশনা দিয়ে গেছেন। সেগুলো ধারাবাহিকভাবে আলোচনা করবো, ইনশাআল্লাহ।
.
যারা সকাল-সন্ধ্যায় আল্লাহকে ডাকে, তাদেরকে যেন দূরে ঠেলে দেওয়া না হয়, সেজন্য নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশনা প্রদান করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, “যারা সকাল-সন্ধ্যায় তাদের রবকে ডাকে তাঁরই সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, তাদেরকে আপনি দূরে সরিয়ে দেবেন না।” [সুরা আনআম, আয়াত: ৫২]
.
জীবনের সার্বিক নিরাপত্তা, শান্তি ও সফলতার জন্য সকাল-সন্ধ্যার আমলগুলোর কোনো বিকল্প নেই। আল্লাহওয়ালা ব্যক্তিগণ এসব আমলকে জীবনের অবিচ্ছেদ্য অংশ বানিয়ে নিয়েছিলেন।
.
সকাল-সন্ধ্যার আমলগুলো করলে যেসব উপকার ও ফজিলতের কথা হাদিস থেকে জানা যায়, সেগুলোর উল্লেখযোগ্য কয়েকটি হলো:
.
— বদনজর, জাদু, শয়/ তানের প্রভাব-কুমন্ত্রণা ও নিকৃষ্ট জিনের আক্র/ মণ থেকে নিরাপত্তা;
— আল্লাহর পক্ষ থেকে গুনাহমাফি এবং কিয়ামতের দিন আল্লাহর সন্তুষ্টির সুসংবাদ;
— জাহা/ ন্নাম থেকে মুক্তি ও জান্নাতের সুসংবাদ;
— দুঃখ-বেদনা ও পেরেশানি থেকে মুক্তিলাভ;
— জীবনের সার্বিক নিরাপত্তার নিশ্চয়তা।
.
আজ কোনো হাদিসের রেফারেন্স উল্লেখ করছি না। সামনের পর্বগুলোতে এসব নিয়ে বিস্তারিত আলোচনা করবো, ইনশাআল্লাহ।
.
#সকালসন্ধ্যার_আমল (প্রথম পর্ব)
ধারাবাহিকভাবে চলবে, ইনশাআল্লাহ। মোট ৫ পর্বে সিরিজটি সমাপ্ত করার ইচ্ছা আছে। নিশ্চয়ই আল্লাহই একমাত্র তাওফিকদাতা।
.
#Tasbeeh
#Fussilat

ফুসসিলাত-fussilat

26 Sep, 09:14


একদিন ঠিকই আফসোস করব!

১. ঘুমের চেয়ে নামাজ উত্তম জেনেও আমি ফজরে ঘুমিয়ে ছিলাম।

২. কুরআন তিলাওয়াতে অন্তরে প্রশান্তি আসে, তারপরও আমি কুরআন ত্যাগ করেছিলাম।

৩. আল্লাহর যিকির আমার সারাদিনের কাজেকর্মে বরকত আনে জেনেও, অলসতা করে যিকির ছেড়েছি।

৪. ইস্তেগফারে আমার রিযিক বৃদ্ধি জেনেও, গাফেল থেকেছি।

৫. তাহাজ্জুদ আমার জন্য শান্তি, শৃঙ্খলা, সুস্থিরতাসহ আরো অসংখ্য উপকারিতা নিয়ে আসে জেনেও, আমি এমন মহার্ঘ তাহাজ্জুদও আমি হেলাভরে ছেড়ে দিয়ে ঘুমিয়েছি।

৬. তাওবার দরজা সদা-সর্বদা উন্মুক্ত, আমি আজ করছি, কাল করছি করে শুধু পিছিয়েছি।

৭. গুনাহে লিপ্ত হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও গুনাহ ত্যাগ করলে, আল্লাহ আমার বিপদ দুর করে দিতেন। আমার দুশ্চিন্তা লাঘব করতেন। এটা জেনেও আমি গুনাহে অনঢ় থেকেছি। গুনাহে লিপ্ত থেকেছি।

৮. যে কোনো ভালো কাজ করলেই আমি জান্নাতের আরেকটু কাছে চলে যেতাম। জাহান্নাম থেকে দূরে সরে আসতাম। এটা জেনেও আমি উদাসীন থেকেছি।

একদিন ঠিকই আফসোস করবো।
ইয়া আল্লাহ সুমতি দান করুন। আ-মীন।

.
- শায়খ আতীক উল্লাহ (হাফি.)
#Fussilat
#Self_Reminder