Sorowar's talks

@sorowar_talks


Challenges of changing world

Sorowar's talks

22 Oct, 13:01


আজকের ঘটনা,
জার্নিতে যাওয়ার সময় আমার এক সাহসী মামার সাথে ফোনে কথা বলতেছিলাম। ব্যারিস্টার সুমন নাকি গ্রেফতার হয়েছে... ইত্যাদি... পাশের জন আলাপ শুনে প্রশ্ন করল, দেশের অবস্থা কেমন মনে হচ্ছে?

ভদ্র লোক মনে হলো পয়সাওয়ালা মানুষ। বিমানে পাশাপাশি সিট, অফিসের কাজে সম্ভবত ঢাকার বাইরে যাচ্ছিলেন।

তিনি হতাশায় নিমজ্জিত, নতুন বাংলাদেশ মনে নিতে পারছেন না। বার বার বুঝাতে চেষ্টা করছিলেন, আগেই ভাল ছিল... তারপর বলা শুরু করলেন... .

আবু সাঈদ সন্ত্রাসী, শিক্ষার্থীরা সন্ত্রাসী...

স্তম্ভিত হলাম যখন বললেন আর্মি যদি দুটা জায়গায় ব্রাশ ফায়ার করত, তাহলে সব ঠান্ডা হয়ে যেত... আজকের অবস্থা হতো না, আর্মিরা কথা শুনেনি...

সেই মানুষটি একজন বাবা, ছেলে ইঞ্জিনিয়ার... উনার জন্য মায়া হচ্ছিল

উনার লেন্সে ইসলামপন্থীরা সবাই সন্ত্রাসী...অপরিচিত মানুষের সামনে ঘটঘট করে এসব বলেই যাচ্ছিলেন... থামানো যাচ্ছিল না...

উনাকে স্বাভাবিক করতে বুঝালাম, ভাই অন্যায়কে অন্যায় বলা উচিত। দিনশেষে তো আমাদের কবরেই যেতে হবে, তাই না?

আমার বাবা মারা গেছে, অনেক আত্নীয় মারা গেছে, যারা দেশের পরিস্থিতি নিয়ে চিন্তা করতেন... এখন তাদের কথা কেউ কি মনে করে? ...

কবরে কিন্তু একা একা ফেস করতে হবে...তাবলীগের দাওয়াত দিলাম...

দেশে এমন লোক প্রচুর... আমার ধারণা ১০-১৫% হতে পারে.. যাদের বুলেট মারলেও মনের অবস্থা পরিবর্তন করা সম্ভব হবে না...এরা বৃদ্ধ জেনারেশনের...

.... উনারা এখনো খুব আশাবাদী, পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী দেশে ফিরে আসবেন, চরম প্রতিশোধ নিবেন......

লাস্টে বললাম, আপনার স্বপ্ন পূরণ হবে না... এ যুগের সন্তানরা আমাদের মত চিন্তা করে না...

তিনি এতই আবেগতাড়িত হয়ে পড়ছিলেন যে বিমানের লোক এসে বললেন, ভাই একটু আস্তে... পিছনের সিটের মানুষ ঘুমাচ্ছে...

#sorowar_diary

Sorowar's talks

21 Oct, 17:19


আমার পেপার- Cervical Cancer Screening and Prevention in Low- and Middle-Income Countries: A Perspective from Bangladesh। https://www.banglajol.info/index.php/BJM/article/view/66268

Sorowar's talks

21 Oct, 17:17


আমার পেপার- Breast cancer in South Asia: a Bangladeshi perspective https://pubmed.ncbi.nlm.nih.gov/25182670/

Sorowar's talks

21 Oct, 17:11


প্রসংগ : জরায়ু ক্যান্সারের টিকার
--++
আমার সন্তানকে অদরকারী ভ্যাক্সিন নিতে দেইনি। ওদেরকে কোভিডের টিকাও নিতে দেয়নি, যদিও স্কুল থেকে দিতে বলেছিল। যারা সুস্থ স্বাভাবিক লাইফস্টাইলে অভ্যস্ত হবে তাদের #জরায়ুর টিকা দেয়া আছে বলে মনে করি না।

ইদানিং টিকার নামে অনেক বাড়াবাড়ি চলতেছে।

বলে রাখা ভাল, বাংলাদেশের জরায়ু ক্যান্সার নিয়ে আমার একটি কম্প্রিহেনসিভ রিভিউ পেপার আছে, সেখানে টিকার কথাও আছে।

জরায়ু ক্যান্সার নিয়ে অনেক ব্যবসা, অনেক কাহিনী রয়েছে।

জরায়ুর ক্যান্সার প্রতিরোধ করা তুলনামূলক সহজ। প্রাক-ক্যান্সার স্টেজ থেকে ক্যান্সার হতে প্রায় ১০ বছর সময় লাগে। তাই ৩০ বছরের পর থেকে জরায়ুর খুব সহজ একটা স্ক্রিনিং টেস্ট করা হলে প্রতিরোধ করা যায়।

জরায়ু ক্যান্সারের ক্ষেত্রে এইচপিভি ভাইরাস রিস্ক ফ্যাক্টর। এই ভাইরাস এইডস এর মত ছড়ায়। এই ভাইরাস টেস্ট করে পাওয়া গেলেও ৯০% ক্ষেত্রে ক্যান্সারে কনভার্ট হয় না।

বিশ্বে শুধু মাত্র এই জরায়ু ক্যান্সারের জন্য HPV টেস্টে এক বিলিয়ন ডলার অপচয় বলে তা নিয়ে পেপার প্রকাশিত হয়েছে। আমাদের প্রকাশিত রিভিউ পেপারে এসব তথ্য রয়েছে।

বয়স্ক মানুষের এই টিকা কোন কাজে লাগে না। বয়;সন্ধিকালীন সময়ে কিশোরীদের দিতে হয়।

ক্যান্সার নিয়ে বিশ্বে পলিটিক্স হয়। স্তনক্যান্সারের ক্ষেত্রে দেরীতে বিয়ে, সন্তান কম নেয়া, এবং জন্ম নিয়ন্ত্রণের সাথে ঝুকির মাত্রা বেশী।

জরায়ু মুখ ক্যান্সারের ক্ষেত্রে বলা হয় অল্প বয়সে বিয়ে, বেশী সন্তান ইত্যাদি।

বাই দ্য ওয়ে স্তন ক্যান্সার নিয়ে আমার একটা ভাল কোয়ালিটির রিভিউ পেপার আছে।

এরা বাংলাদেশের জরায়ু ক্যান্সারে ঝুকির কথা বলে, কিন্তু স্তন ক্যান্সারের কথা এড়িয়ে যায়। এখান থেকে বুঝা যায় ঘাপলা রয়েছে।

বিশ্বে জনস্বাস্থ্য নিয়ে মাত্রারিক্ত পলিটিক্স হচ্ছে যা দেখে বিরক্ত।

ড সরোয়ার

Sorowar's talks

18 Oct, 09:25


যারা আকাশের রঙধনুর সাথে তুলনা করে বিষয়টাকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করেন

Sorowar's talks

18 Oct, 08:56


'রেইনবো নেশন' মতবাদ স্পষ্ট হওয়া কেন জরুরী?

রেইনবো নেশন" শব্দটি আর্চবিশপ ডেসমন্ড টুটু প্রবর্তন করেন এবং ১৯৯০-এর দশকে নেলসন ম্যান্ডেলা এটিকে জনপ্রিয় করেন, যা বর্ণবাদ-পরবর্তী দক্ষিণ আফ্রিকার একতা ও বৈচিত্র্যের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। এই ধারণায় কেবল জাতিগত ও বর্ণগত বৈচিত্র্যই নয়, যৌন অভিমুখিতা (সমআকাম) এবং লিঙ্গ পরিচয়ের বৈচিত্র্যও ( অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ LGTV মতবাদ রেইনবো কনসেপ্টের ফান্ডামেন্টাল একটা অংশ।

১৯৯৬ সালে গৃহীত দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ-পরবর্তী সংবিধানটি ছিল বিশ্বের প্রথম সংবিধান, যা যৌন অভিমুখিতার ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করেছিল।

বাংলাদেশে ক্ষেত্রে যে কৌশলে এটি ঢুকিয়ে দেয়া হবে না, তার নিশ্চয়তা কি?

পশ্চিমাদের খুশী করার জন্য তথা দাসত্ব করার জন্য অনেকেই মুখিয়ে আছে।

#এ_যুগের_চ্যালেঞ্জ

Sorowar's talks

18 Oct, 05:26


রে*ই*ন বো নেশন হচ্ছে দক্ষিণ আফ্রিকার অন্যতম স্বাতন্ত্র্য।
বাংলাদেশেও কারা যেন রে*ই*ন বো নেশন কায়েম করতে চায়?
জ্ঞাতব্য-১
দক্ষিণ আফ্রিকার কেপটাউন এবং জোহানেসবার্গে প্রতিষ্ঠিত পুরুষ ও নারী সমআকামী জনগোষ্ঠী রয়েছে। এছাড়া প্রিটোরিয়া এবং ডারবানে ছোট ছোট সমআকামী জনগোষ্ঠী রয়েছে৷
জ্ঞাতব্য-২
কেপ টাউন-কে "আফ্রিকার LজিবিTeeকিউ রাজধানী" বলা হয়।
সমৃদ্ধ LজিবিTeeকিউ দৃশ্যের কারণে অনেকের কাছে কেপ টাউন একটি প্রিয় গন্তব্য।
জিজ্ঞাসাঃ
আমরা কি ভবিষ্যতে বগুড়াকে
বাংলাদেশের LজিবিTeeকিউ রাজধানী হিসেবে দেখতে যাচ্ছি??

-Sadat bhai- https://www.facebook.com/bngsadat/posts/pfbid038ENZa44eKrnoGBQCyTpx6RKqa2T1zETuh8UFknezMJfUR3wmmSasGxsPTHqa8zQGl

Sorowar's talks

18 Oct, 05:18


https://www.youtube.com/watch?v=glZjF-VLQOA

Sorowar's talks

17 Oct, 10:01


এটা শর্ট ভার্সন।

প্রথম আলোর আনিসুল হক এত বড় ইসলাম বিদ্বেষী জানা ছিল না। কুরআনের আয়াত নিয়ে কি পরিমানে ব্যাংগ করেছেন। ওর তো বিচার হওয়া উচিত। https://www.facebook.com/me.AntiVirus2.0/videos/898943568855188

Sorowar's talks

17 Oct, 09:32


দেখুন পুরো আলোচনা। প্রথম আলোর আনিসুল হকদের এত ইসলাম বিদ্বেষ। তিনি কুরআনের অনেক আয়াতকে ব্যাংগ করেছেন অশ্লীলভাবে। এরাই ফ্যাসিবাদ এনেছে।
https://www.youtube.com/watch?v=upsUniIbS3E&t=1s

Sorowar's talks

15 Oct, 18:35


আপনাদের বিশ্বাস হবে কিনা জানি না।
আজকের সমস্যা ঘনিভূত হওয়ার মাসখানিক আগে থেকে সমন্বয়কদের (সারজিস এবং হাসনাত আব্দুল্লাহ) সাথে গোপনে সাক্ষাত করে পরামর্শ দিতে চেয়েছিলাম। শিক্ষার্থীরা যাতে মাঠে থাকে, তা না হলে নতুন বাংলাদেশে স্বপ্ন অধরাই থেকে যাবে। প্রাইভেট এবং পাবলিক ইস্যু মিটিয়ে ফেলে...

বেশ কিছু মানুষকে রিকুয়েস্ট করেছিলাম তারা যেন আমার সাথে যোগাযোগ করে দেন। এমনকি পিনাকী সাহেবকেও মেসেজ পাঠিয়েছিলাম এই বিষয়টা যেন ফোকাস করেন। দাদাকে বলেছিলাম, ফিল্ডে থাকি, শিক্ষার্থীদের মন-মানসিকতা বুঝি...

সারজিসদের সাথে যে চিকিতসকের যোগাযোগ আছে তার সাথে সাক্ষাত করে রিকুয়েস্ট করেছিলাম।

আজকে ঠিকই তারা বুঝতে পারছে, আগামীকাল নাকি মাঠে নামছে।

এতদিনে কিছুটা দেরী হয়ে গেছে, আগের চেয়ে পরিস্থিতি মোকাবেলা কঠিন হতে পারে...

#sorowar_diary

Sorowar's talks

12 Oct, 06:48


অনেকে বলেন আপনি শুধু পচা বিষয় নিয়ে সচেতনতা করেন।

কই আমরা তো তেমন কিছুই দেখছি না। এদেশের মানুষ মানবে না।

কিন্তু ঘটনা হচ্ছে যারা এটা নৈতিকভাবে বিরোধী তারাও সেই পচা এজেন্ডা বাস্তবায়নের অংশ হিসেবে কাজ করছেন!

উদাহরণ দিলে বুঝা যাবে। আপনার জমি ডেভেলপারকে দিলেন বাসা তৈরি করতে। ডেভেলপার এই বাসা তৈরি করতে ইট, রড কিনবে, পাইলিং করবে, অর্থাৎ অনেক কিছু করবে যা পাইলিং করা কর্মীরা জানে না, রড বিক্রেতারাও ওয়াকিবহাল নন। তাদের কাজ শুধু সেটা করে দিয়ে চলে যাওয়া।

এখন একটা গ্লোবাল এজেন্ডার পচা প্রকল্প এমনভাবে ডিজাইন করা হয় যারা ইউজার এন্ডে কাজ করছেন তারা তেমন নাও জানতে পারেন, কিন্তু তারা প্রজেক্ট বাস্তবায়নের ক্রিটিক্যাল অংশ।

সেই পচা এজেন্ডা অনেক ডিজিজ হয়, যেমন এইডস, গনোরিয়া, সিফিলিস, তারা নেশা করে ইত্যাদি।

এখন গবেষক হিসেবে আপনি সিকুয়েন্সিং করছেন, কেউ ডাটা এনালাইসিস করছেন, কেউ ফিল্ড থেকে স্যাম্পল আনছেন।

দিনশেষে আপনার প্রচেষ্টায় সেই পচা এজেন্ডা বাস্তবায়নের বয়ান তৈরি হবে, পলিসি হবে।

যারা এই গ্লোবাল পচা এজেন্ডায় জড়িত তাদের মধ্যে হিজাব, নিকাব, তাবলীগী, নামাজী, তাহাজ্জুদ গোজারও আছেন।

এজন্য কেরিয়ার নির্বাচন করার আগে ভাল করে ভাবতে হবে। আখেরাতে আল্লাহ অজুহাত শুনবেন না।

আমরা সেই সময়ে বাস করছি যখন হাতে জলন্ত কয়লা রাখা সহজ, কিন্তু ঈমান রাখা তারও অনেক কঠিন হতে পারে।

আল্লাহ আমাদের সন্তান ও বংশধরদের রক্ষা করুন।

#এ_যুগের_চ্যালেঞ্জ
#sorowar_education
#sorowar_career

Sorowar's talks

11 Oct, 18:43


দেশে কতজন হিজড়া এবং ট্রান্সজেন্ডার রয়েছে?
মাত্র ৮ হাজার (৮,১৪২ জন, ২০২২ জনশুমারী)
কল্পনা এবং বাস্তবতার এত ফারাক!
আমেরিকার এত বড় ফান্ড এবং বিবিএস, সরকারের কিছু কর্মকর্তাকে খাম দিয়ে, মাঠ লেভেলে ট্রেইনিং দেয়া পরও তাদের সংখ্যা মাত্র ৮,১৪২ জন (২০২২ জনশুমারী)। ট্রান্সজেন্ডারদেক হিজড়া বানানো হয়েছে। এরপর এই অবস্থা। কিন্তু পশ্চিমারা এটাকে এত্তবড় ইস্যু বানিয়ে দিয়েছে। শিক্ষাব্যবস্থাসহ সব জায়গায় ঢুকিয়ে দেয়া হয়েছে। যততত্র ফর্মগুলো পরিবর্তন করা হয়েছে।
দেশের সব ট্রান্সজেন্ডার এখন টেকনিক্যালি হিজড়া।

Sorowar's talks

11 Oct, 15:35


শুনতে কষ্ট লাগলেও এটা সত্য যে শব্দের খেলায় বোকা হয়ে দেশের অনেক বাহ্যিকভাবে ইসলাম প্র্যাক্টিশিং মানুষ সকামী অধিকার প্রতিষ্ঠার কাজ নিরলসভাবে করে যাচ্ছেন। যারা প্রজেক্ট আনছেন তারা এমনভাবে ডেভেলোপারের মত কাজ ডিজাইন করেছেন যে কর্মী বুঝতেই পারছেন না তারা সকামী অধিকার প্রচেষ্টায় কাজ করছেন, সেই টাকা দিয়ে সন্তানদের জন্য আহার কিনছেন, সম্ভবত মসজিদ-মাদ্রাসাতেও দান করছেন!

এত উচ্চশিক্ষিত হয়ে এই বিষয়টা নিয়ে চিন্তা না করতে পারলে আখেরাতের জবাব কিভাবে দিবেন?

যারা বুঝতে পারছেন, তাদের উচিত বিকল্প জবে সুইচ করা।

#এ_যুগের_চ্যালেঞ্জ

Sorowar's talks

11 Oct, 05:49


অবশেষে- ধর্ম যার যার উৎসব সবার- এই শ্লোগানটি মাঠে মারা গেল, একজন গ্রেফতার হওয়ার বিনিময়ে। নিজেদের ধর্মীয় আইডেন্টিটি নিয়ে হীনমন্যতার বহিঃপ্রকাশ ছিল সেই শ্লোগানটি।

Sorowar's talks

10 Oct, 09:37


উন্নয়নশীল দেশে নাজুক সময়গুলোতে পশ্চিমা সাম্রাজ্যবাদীরা বেশী সক্রিয় থাকে। স্বাধীনতার পর এনজিও গোষ্ঠীর মাধ্যমে তারা দেশে আসন গাড়ে। তখনই জন্ম হয় ব্র্যাক, গ্রামীন যারা নারীবাদী আইডিওলজিকে উপজীব্য করে বিদেশী ফান্ডিং পেতেন। দেশে যেহেতু সমস্যা তাই সরকারও এদের প্রমোট করত। এভাবেই তারা শক্তিশালি হয়ে উঠে। ২০০৭ সালের নাজুক সময়টাতে সমকামিতা আইডিওলজি ব্র্যাক দেশে প্রতিষ্ঠা করতে ঘোষণা দেয়। এরপর ২০১৩, ২০১৮, ২০২৩, ২০২৪ এবং নতুন সরকার- এই নাজুক সময়গুলোর তারা সুযোগ নেয়। রাজনৈতিক সরকারের অনুপস্থিতিতে এনজিও তথা পশ্চিমারা অনেক সক্রিয় থেকে তাদের এজন্ডা পুশ করে। মনে রাখতে হবে, তারা কখনোই এই দেশকে পুছে না... তারা নিজেদের স্বার্থেই কাজ করে...

Sorowar's talks

10 Oct, 09:36


এই পোষ্ট লিখতে হচ্ছে একটা বিষয় স্পষ্ট করার জন্য-

আমার পর্যায়ে একাডেমিক এবং রিসার্চ প্রোফাইলের লোকরা সেই পচা বিষয় নিয়ে কথা বলতে এড়িয়ে যান। এই বিষয়ে সচেতনতার চেষ্টা না করলে ফেসবুকের অনেক সেলিব্রেটি এক্টিভিস্টরা বুকে জড়াইয়া নিতো...

যাদের আপনারা ইদানিং খুব পছন্দ করেন তাদের প্রায় সবার সাথে আমার ভাল যোগাযোগ ছিল। বাদ সেধেছে শুধুমাত্র সেই পচা ইস্যুটাই...

ইউনুস সাহেবের প্রেস সচীবের সাথে কথা হতো, মেসেজ দিতাম...। আমার লিখিত প্যারেণ্টিং বইটা গিফট হিসেবে পাঠিয়েছিলাম... উনার সাথে গ্রামগঞ্চে বেড়াতে যাওয়ার প্ল্যান ছিল।

তিনি একদিন ফোন করে বুঝালেন, কি দরকার আছে সেই পচা ইস্যু নিয়ে কথা বলার... আপনি গবেষণা করেন... আমরা চাইলেও অনেক কিছু পারি না এই বিশ্বে... শত্রু বাড়াইয়া কি লাভ... তিনি এসব নসিহত অনেষ্টলি দিয়েছিলেন...

চুপচাপ থাকলে এই সরকারের আমলে ব্যক্তিগত কেরিয়ার অনেক ভাল হতে পারত। শুনতে কষ্ট লাগলেও সত্য এই যে দেশে কর্মঠ এবং প্রো-এক্টিভ লোকের বড়ই অভাব... নতুন বাংলাদেশ করতে সবচেয়ে বেশী দরকার যোগ্য মানুষ...

আমাদের সন্তান এবং বংশধরদের চিন্তায় সেই পচা ইস্যু নিয়ে কথা বলতে হয়... আমার কি ইচ্ছে করে না সবার মত চলতে?

এই বিষয়টা গত কয়েক বছরে এত ব্যাপক পর্যায়ে চলে গেছে যা অনুধাবন করতে পারলে নিন্দুকরাও (যারা মুসলিম কিন্তু এই বিষয়ে এড়িয়ে যেতে চান) সচেতনতায় লেগে যেতেন।

এই বিষয়ে সচেতনতা তৈরী করতে মুসলিম একাডেমিকরা রীতিমত লজ্জা পান, কিন্তু অন্য পক্ষের একাডেমিশিয়ানরা এই বিষয়টা দেশে বাস্তবায়ন করতে জনপরিসরেই কথা বলা শুরু করেছেন।

প্রফেসর সলিমুল্লাহ খানের মত বিখ্যাত মানুষ যার ভক্ত সাধারন মুসলিম এবং মাদ্রাসার শিক্ষার্থীরা। তিনি অধিকারের পক্ষে দাড়ান। উনাকে প্রধান উপদেস্টা, কমছে কম শিক্ষা উপদেস্টা বানাতে ফেসবুকে রব উঠেছিল।

তিনি সেই পচা আচরণের অধিকারে পক্ষে ওপেনলি কথা বলা শুরু করেছেন,। এটা যেহেতু পশ্চিমা মতবাদ, তাই আমাদের গ্রহণ করতে হবে, আজ হোক বা কাল হোক...সেই আইন বাতিল করতে হবে... তিনি ফ্রয়েডের সবকিছুর সাথে একমত হলেও এই পচা ইস্যুর সাথে দ্বিমত প্রকাশ করেন (ফ্রয়েড সাহেব নাস্তিক্য ধারার লোক হলেও সেই আচরণকে সহ্য করতে পারতেন না) ...

শুধু তাই নয়, তিনি এই পচা আচরণকে অধিকার হিসেবে ধরে ফ্যাসিবাদের সাথেও জড়িয়ে দিয়েছেন...

ব্যক্তিগতভাবে এই বিষয়টা আমার দেশের গবেষনা এবং পিএইচডি'র কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই এ বিষয়ে চুপ থাকা নৈতিকভাবে অন্যায়। দেশকে ভালবাসলে এই বিষয়ে চুপ থাকা অসম্ভব...

পার্থীব পজিশন, বিখ্যাত হওয়ার টার্গেট কোন কালেই ছিল না... যদি থাকত তবে ক্যারিয়ারের জন্য সরকারের এই সময়টা স্বর্ণসময় হতে পারত...

আখেরাতে বিশ্বাস করি... আর সন্মান দেয়ার মালিক হচ্ছেন আল্লাহ...

#এ_যুগের_চ্যালেঞ্জ
#sorowar_diary

Sorowar's talks

09 Oct, 17:05


প্রফেসর সলিমুল্লাহ খান পায়ুসংগম অধিকারের পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি চার্চ এবং কওমি মাদ্রাসা প্রসংগ আনলেন অপ্রাসংগিকভাবে। আচরণ এবং অধিকারের মধ্যে তিনি পার্থক্য করতেই ব্যর্থ হয়েছেন। আমাদের সামনের সময়গুলো কঠিন হতে যাচ্ছে। তারা একাট্টা হয়ে মাঠে নেমেছেন। উনি সেই ১০ বছরের পুরাতন মন্তব্যের কথা বলে নিজের মন মত বয়ান তৈরী করলেন। আল্লাহ এদের উন্মোচন করে দিচ্ছেন।

Sorowar's talks

07 Oct, 12:57


একটি পজিটিভ কাজ করার সুযোগ নিতে পারেন।
শেরপুরের বন্যার্তদের সহযোগিতায় আমাদের একটি টিম কাজ করবে।

ড সরোয়ার

#FloodVictims