আলোর পথ

@alolpath


আল্লাহ প্রদত্ত ও রাসূল (সা.) প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পূর্ণ বিন্যাস করে আল্লাহর সন্তুষ্টি অর্জন।

গ্রুপ লিঙ্ক :https://t.me/+VNLt8TLsonQxOWU1

আলোর পথ

22 Oct, 11:09


শীত শুরু হয়েছে৷ দিনগুলো ছোট হয়ে এসেছে, রাতগুলো দীর্ঘ হয়েছে আগের তুলনায়।

শীত ঋতুটাকে আল্লাহর রাসুল সাল্লাললাহু আলাইহি ওয়া সাল্লাম মুমিনের বসন্তকাল বলে উল্লেখ করেছিলেন। কারণ—


শীতকালে দিনগুলো তুলনামূলক ছোট হওয়ায় সিয়াম রাখা সহজ হয়৷ ক্লান্তি আর কষ্ট লাগে না।

শীতকালে রাতগুলো তুলনামূলক দীর্ঘ হওয়ায় পর্যাপ্ত ঘুমিয়ে, শেষ রাতে কিয়ামুল লাইলের জন্য জাগা সহজ হয়৷ পর্যাপ্ত ঘুমাতে পারার কারণে ঘুম থেকে কোনো ক্লান্তি শরীরে ভর করে না।


শীত তো উপস্থিত৷ রাখছেন তো আপনার প্রস্তুতি?

আলোর পথ

21 Oct, 11:13


৭২ থেকে ৭৫, যে ইতিহাস জানতে দেয়া হয়নি এতদিন!

স্বৈচারাচার মুজিব ৭ই মার্চ রেসকোর্সে কোনো স্বাধীনতার ভাষণ দেয় নাই। স্বার্থ হাসিলের জন্য একটি সমাবেশ করেছিল এবং সেই বক্তব্য শেষ করেছিল পাকিস্তান জিন্দাবাদ বলে। এবং যুদ্ধ শুরু হলে স্বেচ্ছায় পাকিস্তানে গিয়ে আশ্রয় নিয়েছিল স্বৈরাচার মুজিব।

স্বাধীন বাংলার প্রথম এবং অন্যতম স্বৈরাচার হলো মুজিব। অতিষ্ট হয়ে সেনাবাহীনি তারে হত্যা করেছিল। জানাজায় মাত্র ১৮ জন লোক হয়েছিল। দেশব্যাপী মিষ্টি বিতরণ করা হয়েছিল।

স্বৈরাচার হাসিনা ঠিক বাপের মতই হয়েছে। বাপের থেকে শিক্ষা না নিয়ে একই পথে হেটেছে। ফলে জনগণ খুনি হাসিনাকে উৎখাত করেছে। সেনা প্রধান আত্মীয় হওয়ায় এ যাত্রায় কোনো রকম জানটা নিয়ে ভেগে যেতে পেরেছে।

অন্যথায় পিতা স্বৈরাচার মুজিবের চেয়েও করুণ পরিনতি হত খুনি হাসিনার। জানাজা দেয়ার লোকও হয়ত খূঁজে পাওয়া যেত না।

ভিডিও সৌজন্য: বাংলা ভিশন

আলোর পথ

18 Oct, 11:14


মূসা আলাইহিস সালাম বললেন-
رَبِّ اِنِّىۡ لِمَاۤ اَنۡزَلۡتَ اِلَىَّ مِنۡ خَيۡرٍ فَقِيۡرٌ

আলোর পথ

17 Oct, 11:04


আমরা সাময়িক কোনও প্রতিকূল ফলাফল বা পরিবেশের জন্য বড় একটা জার্নির মাঝপথে হঠাৎ ভেঙ্গে পড়ি। আমরা ভাবি এটাই শেষ, আর কিছু নেই। আমরা আমাদেরকে judge করা শুরু করি, নিজের ভেতর দুমড়ে-মুষড়ে যাই। সামমে আগানোর সাহস হারিয়ে ফেলি, জার্নির পুরোটা আর দেখতে ইচ্ছে হয় না। থেমে যাই। হার মেনে নিই।

অথচ, আল্লাহ বলেছেন,
"আর কোনও সৎকর্ম বা ভালো কিছুর পুরস্কার কি 'ভালো' ছাড়া অন্য কিছু হতে পারে?" - (আল কোরান ৫৫:৬০)

এই সৎকর্ম করতে থাকার মানসিকতাটাই গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত লড়ে যাওয়ার স্পিরিট রাখতে পারাটা খুব প্রয়োজন। কারণ, ঐ যে Fortune favours the brave থিউরিটা।

তাই, ভেঙ্গে পড়ো না। সাময়িক কোনও কারণে হতাশ হয়ো না। আরেকবার উঠে দাঁড়াও, শুরু করো। নিজের কাজে, নিজের কাছে সৎ থাকো। বিজয় নিশ্চিত ভাবে তোমারই হবে।

ফি আমানিল্লাহ।

আলোর পথ

15 Oct, 12:06


প্রাণপ্রিয় শিক্ষার্থীরা,
"আমাদের জন্য কোনটি ভালো আর কোনটি মন্দ তার জন্য আল্লাহর সিদ্ধান্তই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। আপাতদৃষ্টে আমাদের কাছে যা ভালো মনে হয়,তা আমাদের জন্য ভালো নাও হতে পারে। তাঁর নেওয়া প্রতিটি সিদ্ধান্তের পেছনে নিঃসন্দেহে কল্যাণ রয়েছে।

তাই আজ যাদের ফলাফল ভালো হয়েছে তারা শুকরিয়া আদায় করবো। আর যদি কোন কারণে কারো ফলাফল খারাপ হয়েও যায়, আমরা সবর করবো। তাই হতাশ/অহংকারী না হয়ে পরবর্তী সাফল্যের জন্য চেষ্টা চালিয়ে যাওয়া উচিত।

Only the creator knows what is the best for us.Efforts never die.Man is not made for deafeat.He may be destroyed but not defeated.Every difficulty is a chance for our improvement.
তুমি কতবার পড়ে গেলে,সেটি মুখ্য বিষয় না ;তুমি কতবার উঠে দাঁড়ালে,এটাই তোমার সফলতা!

তোমাদেরকে বিনয়ের সাথে স্বরণ করে দিতে চাই, এই বছর A+ পেয়েছে ১ লাখ ৫৫ হাজার ৫২৪ জন!! This is a huge number !

একটা সময় ছিল A+ পাইলে তাকে মানুষ দেখতে যেতো, আর এখন অবস্থা এমন হয়েছে যে A+ পাইলেও কেউ তার দিকে চোখ তুলে তাকায়না যে A+ পেয়েছে।

এতো বেশি A+ এর ভীড় হাটতে গেলে কোন জায়গায় ধাক্কালাগে কোন হিসাব-কিতাব নেই। বরং A+ না পেলে তোমার দিকে এমনভাবে তাকাবে যে গাঁধা-গরু টাইপের A+ মোটেও পায়নাই। You must understand এখন A+ পাওয়া এটাও একটা Simple জায়গায় নেমে এসেছে।

তোমাদের জীবনে এটা মাত্র শুরু এর পরে অনেক লম্বা সময় আছে। আমাদের দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে টোটাল যে আসন সংখ্যা তার তুলনায় A+ এর সংখ্যা অনেক বেশি। কাজেই তোমাদের কেউ যদি মনে করো তোমাদের এই সফলতার হিমালয়ের চূড়ায় উঠে গেছো কিংবা জান্নাতের একবারে কাছাকাছি চলে গিয়েছ এই ধারণা ঠিক হবেনা।

তুমি মাত্র একটি যাত্রা শুরু করলে এখনো তোমার সামনে মহা সমুদ্র পড়ে আছে, তা তোমাকে একটু একটু করে পাড়ি দিতে হবে। অনেক বেশি পরিশ্রম করতে হবে। প্রত্যেকটা সময় তোমাকে একটা নতুন Stage শুরু করতে হবে।

তুমি যখন খুব আনন্দিত হচ্ছো, তুমি খুব উদ্বেলিত হচ্ছো। এটা মানুষের স্বাভাবিক বৈশিষ্ট। আবার যখন তুমি ব্যর্থ হচ্ছো তখন তুমি কষ্ট পাচ্ছ। অসাধারনত্ব হচ্ছে এই জায়গায় কোন আনন্দ তোমাকে সীমানা ছাড়া উদ্বেলিত করবে না, আবার কোন ব্যর্থতা তোমাকে এতটা হতাশা করে দিবে না যে তুমি শেষ হয়ে গিয়েছো বরং প্রত্যেকটা সফলতার পরে আবার তুমি নতুন করে যাত্রা শুরু করবা। আবার প্রত্যেকটা ব্যর্থতার পরে তুমি নতুন করে সফলতার স্বপ্ন দেখা শুরু করবা।

মানুষের জীবনে ব্যর্থতা আসবেনা এমন কোন মানুষ নেই। আবার এমন কোন মানুষ নেই পরিশ্রম না করলে সফলতা পাবে না So you have to try at each & every stage of your life. HSC result is a stage of life. It's very importent stage of life. তুমি এখানে ভালো করেছো তাই তোমাকে Congratulation. But you must mind it, this is the beginning.

তোমার সামনে অনেক লম্বা একটা রাস্তা আছে, এই রাস্তার প্রতিটা ধাপে তোমাকে অনেক বেশি কষ্ট ও পরিশ্রম করতে হবে। যদি তুমি তোমার জীবনে সফলতার ২য় রাস্তায় হাটতে চাও। কাজেই HSC এর A+ যাতে তোমার মনে কোন অহংকারের জন্ম না দেয় সেটি পরবর্তীতে তোমার পরিশ্রমকে কিংবা পরবর্তীতে তোমার ফলাফলকে অনেকটা নেগেটিভ ভাবে বাধাগ্রস্ত করে। এটা আমাদের অনুরোধ থাকবে তোমাদের প্রতি।

HSC A+ তোমার মধ্যে একটা আত্মবিশ্বাস জন্ম নিল যে তুমি পারবা, তুমি এদেশের সেরা মেধাবীদের একটা অংশ, তুমি যদি পরিশ্রম করো তুমি যদি যোগ্যতা প্রমানের জন্য চেষ্টা কর তাহলে তুমি তোমার জীবনের শেষ পর্যন্ত সফলতা অর্জন করতে পারবা। এই আত্মবিশ্বাসটাকে সামনে রেখে তোমরা তোমাদের আগামীর দিনগুলো, পড়াশুনার দিকগুলো নিয়ে সামনে অগ্রসর হবে বলে আমরা আশা করছি।

তোমাদের আগামীর সফলতার জন্য
হৃদয় উজাড় করা ভালোবাসা ও
অশ্রুসজল চোখে আল্লাহর কাছে দোয়া থাকবে সবসময়-ই।

তোমাদের ভালোবাসার আলোর পথ ♥️

পরিমার্জিত

আলোর পথ

15 Oct, 06:20


এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতকার্য সকল শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।🌺🌺

আলোর পথ

14 Oct, 10:51


সুন্দরভাবে আল্লাহর কাছে চাইতে না পারার কারণে নয়, অনেকসময় আপনার অনেক দোয়া কবুল হয় না আপনার গোনাহর কারণেও।

আলোর পথ

13 Oct, 15:40


-Alhamdulillah 💗

আলোর পথ

13 Oct, 02:47


আল্লাহর দয়ায় আপনি তাদের প্রতি কোমল-হৃদয় হয়েছিলেন যদি আপনি রূঢ় ও কঠোরচিত্ত হতেন তবে তারা আপনার আশপাশ থেকে সরে পড়ত। কাজেই আপনি তাদেরকে ক্ষমা করে দিন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন এবং কাজে কর্মে তাদের সাথে পরামর্শ করুন, তারপর আপনি কোন সংকল্প করলে আল্লাহর উপর নির্ভর করবেন; নিশ্চয় আল্লাহ (তার উপর) নির্ভরকারীদের ভালবাসেন। (সূরা ইমরান-১৫৯)

আলোর পথ

12 Oct, 18:17


Kalima Flag ডিজাইনটি আমার পার্সোনাল ইমো আইডিতে স্টোরি দেওয়ার সাথে সাথে ডিলিট করে দেয় কেন?

আলোর পথ

12 Oct, 18:09


Kalima Flag

আলোর পথ

12 Oct, 17:36


#রিমাইন্ডার
সুরা মুলক!

আলোর পথ

12 Oct, 15:30


আর তুমি কি জানো, জাহান্নাম কি?
তা শান্তিতে থাকতে দেয় না আবার ছেড়েও দেয় না। চামড়া ঝলসে দেয়। উনিশজন ফেরেশতা তার প্রহরী হবে।

[সূরা মুদ্দাসসির, আয়াত: ২৭-৩০]

আলোর পথ

12 Oct, 12:33


- Happiness calls you 5 times a day.💗

আলোর পথ

12 Oct, 06:52


ফিরিবেনা কোনদিন 💔

আলোর পথ

12 Oct, 05:05


#Alhamdulillah ❤️

আলোর পথ

12 Oct, 03:07


জীবনের আনন্দঘন মুহূর্তগুলোতে, স্বাপ্নিক সুখের সময়গুলোতে আপনার কি আল্লাহর কথা বেশি বেশি মনে পড়ে? খুব মন চায় আল্লাহর কাছে বারংবার কৃতজ্ঞতা জানাতে? বাড়তি সালাত আদায় করতে? বাড়তি সাদাকা করতে?

যদি উত্তর ‘হ্যাঁ’ হয়, তাহলে অভিনন্দন। আল্লাহর সাথে আপনার সম্পর্কটা অনন্য মাত্রায় পৌঁছেছে।

আলোর পথ

11 Oct, 19:02


Two successful people

8,803

subscribers

2,247

photos

553

videos