Deen - দ্বীন

@deen_islam_ofc


সাহল ইবনু সা’দ (রাঃ) সূত্রে বর্ণিত নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেনঃ “আল্লাহর শপথ! যদি তোমার চেষ্টার দ্বারা আল্লাহ একটি লোককে হেদায়েত দেন, তবে তা হবে তোমার জন্য এক পাল লাল উটের চেয়েও উত্তম।”

[সুনান আবূ দাউদ, হাদিস নং ৩৬৬১]

Deen - দ্বীন

22 Oct, 16:11


শাইখুল ইসলাম ইমাম ইবন তাইমিয়া (রাহিমাহুল্লাহ) বলেন —

“কখনো কখনো বিচ্ছেদের বেদনা (এমন কেউ যাকে আপনি ভালোবাসেন) মৃত্যুর চাইতে বেশি গভীর।”

[মাজমুঊ' আল-ফাতওয়া, অধ্যায় ৩৫, পৃষ্ঠা : ২৯৯]

Deen - দ্বীন

22 Oct, 12:59


ইমাম ইদ্রিস আশ শাফিঈ (রাহিমাহুল্লাহ) বলেন —

“আমি সান'আ শহরে একজন নারীকে মাত্র ২১ বছর বয়সে 'নানী' হতে দেখেছি। পাশে ছিল তার ৯ বছর বয়সী কন্যা। তার কোলে ছিল ১০ মাস বয়সী সন্তান।”

[আস সুনানুল কুবরা, খন্ড - ১, পৃষ্ঠা : ৩২০]

Deen - দ্বীন

22 Oct, 04:30


জীবন একটাই, সুযোগ একবারই! একটু যাচাই-বাছাই করে ইবাদত করেন। অর্থসহ একটু কুরআন-হাদিস পড়লে আপনি আলেম বা মুফতি হয়তো হতে পারবেন না।

কিন্তু, অন্তত এতোটুকু বুঝতে শিখবেন, কোন আলেম ভুল বা মিথ্যা বলে আর কোন আলেম সঠিক বলে!

— ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহি.)

Deen - দ্বীন

22 Oct, 01:38


আমলে সালেহ

ফজরের সুন্নাতে প্রথম রাকআতে সুরাতুল কাফিরূন, দ্বিতীয় রাকআতে সুরাতুল ইখলাস পড়া সুন্নত।

সন্তানকে, শাগরিদকে নিয়মিত মনে করিয়ে দিবো। নিজেও আমল করব, ইনশাআল্লাহ।

— শাইখ আতিক উল্লাহ (হাফি.)

Deen - দ্বীন

21 Oct, 15:55


সিনওয়ারের দৈনিক অজিফা

‘ইয়াহইয়া সিনওয়ার প্রতিদিন নির্দিষ্ট জিকির করতেন। প্রতিদিনের অজিফা পূর্ণ করতেন। যত গুরুত্বপূর্ণ কাজই থাকুক, তিনি কখনো অজিফা ছাড়েননি।’

ইবরাহিম দুআইরির ভাষ্যে ইয়াহইয়া সিনওয়ারের জীবনী

© Iftekhar Jamil

Deen - দ্বীন

21 Oct, 03:06


কারাগারে এক ভাইয়ের কাহিনী, বর্ণনা করেছেন কারাগারের আরেক ভাই :

আব্দুুল্লাহ (ছদ্ম নাম) ভাই প্রায় সময় আমাদের কোর্ট পড়ত উনার সাথে। উনার স্ত্রী প্রতি কোর্টে খাবার নিয়ে আসতেন। উনার স্ত্রীও জেনারেল শিক্ষিত! সম্ভবত সফটওয়্যার ইন্জিনিয়ার। ভাইয়ের ফাঁসির রায় হওয়ার পর উনার স্ত্রী'র জন্য ভার্সিটির প্রফেসরসহ অনেক এলিট ফ্যামেলি থেকে ভালো ভালো প্রস্তাব আসতে থাকে।

তো ভাই প্রায় সময় উনার স্ত্রীকে বলতেন — তুমি অন্য জায়গায় বিবাহ করে নাও! আমার সম্পূর্ণ অনুমতি আছে। আমার তো প্রায় ম!মলার ফঁ!সি (৩টা শ!তিমে রাসূল হ!ত্যা) বের হওয়ার সম্ভাবনা নেই, প্রায়ই বলতেন!

তো একদিন, সম্ভবত উনি যাওয়ার আগের কোর্ট অথাৎ ২২ এর অক্টোবরের দিকে আমাদের একসাথে কোর্ট পরে। উনার স্ত্রী সেদিন মজাদার অনেক খাবার আনেন আমাদের জন্য। সেদিন ভাই পূর্বের মত বললেন — অন্য জায়গাতে বিবাহ করে নাও! তোমার বয়স অনেক কম! সামনে স্পেশাল ক্যারিয়ার রয়েছে। সেদিন উনার স্ত্রী'র আবেগময় এক বক্তব্য আমাকে এতটা কাঁদিয়েছে! ওয়াল্লাহি! আমার এখনো মনে হলে চোখ দিয়ে অনিচ্ছায় পানি বের হয়ে আসে! (আমার চোখে পানি চলে আসছে)

উনার স্ত্রী আমাদের বোন সেদিন বলেছিলেন —

“আপনি এত্ত স্বার্থপর কেন? আপনি একাই জান্নাতে যেতে চান? আমাকে নিবেন না? আমাকে আপনার থেকে পৃথক করে - জান্নাতে একা যাওয়ার ইচ্ছে করেছেন? এতো স্বার্থপর কবে থেকে হলেন? ক!রাগার বুঝি মানুষকে স্বার্থপর বানাই! আগে জানতাম না!” একটুকু বলে হাউমাউ করে কান্না করে দেন! ভাই বিশ্বাস করবেন না! যারা সেদিন কোর্টের গারদে ছিলো! এমন কেও ছিল না যে কান্না করেনি। এক ভাই এটা শুনে ফ্লোরে পরে কান্না করে দিলো।

আমরা সবাই কাঁদতে লাগলাম! আর আফসোস করলাম! আহ্! যদি এমন কেও জীবনে আসে! কতই না সৌভাগ্যবান হতাম!

— Ahmed Sadiqur Rahman

Deen - দ্বীন

20 Oct, 17:00


শাইখ ড. আব্দুল্লাহ ইউসুফ আযযাম (রাহিমাহুল্লাহ) বলেন —

“কিছু লোক ধর্মনির•পেক্ষ রাষ্ট্রের স্বপ্ন দেখে। তাদের বলতে চাই, আমরা কি আমাদের সবচেয়ে মূল্যবান বস্তু প্রাণকে সামান্য ভূখণ্ডের জন্য উৎসর্গ করব? ফিলি-স্তিনের মাটি আর ফু-জাই-রার মাটির মূল্য তো একই! ঘর তো আমার, যেখানে ইচ্ছা সেখানে নির্মাণ করা সম্ভব। ব্যাপার তো জমি আর মাটির নয়। ব্যাপার হচ্ছে দীনের, আকিদার, পবিত্র ভূমির, মসজিদুল আক-সার ও সেসব লোকের যারা হুর ও জান্নাত লাভের প্রতিযোগিতায় নেমেছে। যদি জান্নাত ও হুর না পাই, তাহলে কেন আমি নিজের প্রাণ উৎসর্গ করব?”

বইঃ অ|ফগ|নিস্তানে আমার দেখা আল্লাহর নির্দশন, পৃষ্ঠা : ১২১

Deen - দ্বীন

20 Oct, 14:19


আমার সবচেয়ে পছন্দের সূরা, আলাদা শক্তি জোগাড়, অনেক বিষয় ভাবতে শেখায়।

কেন পছন্দ জানিনা! কিন্তু অনেক বেশি ভালো লাগে, লম্বা সূরা কিন্তু আলাদা প্রশান্তি কাজ করে!

Deen - দ্বীন

20 Oct, 12:44


জেনারেল শিক্ষিত ভাইদের বলছি —

বিয়ের ক্ষেত্রে আপনারা মাদ্রাসা পড়ুয়া আলেমা, মুফতিয়াদের এড়িয়ে চলুন প্লীজ! হ্যা, হাফেজা হলে সমস্যা নেই।

দুনিয়ায় যতো ফখর আছে তন্মধ্যে সবচেয়ে খতরনাক ফখর হচ্ছে ইলমের ফখর। আপনি তাদেরকে নিয়ন্ত্রণ করতে হিমশিম খাবেন বরং ক্ষেত্রবিশেষে ইলমওয়ালাদের প্রতি আপনার অশ্রদ্ধাবোধ সৃষ্টি হতে পারে।

তাদেরকে মুহতামিম সাহেব আর বাতিলের আতঙ্ক মার্কা বক্তাদের জন্য রেখে দিন! আপনি জেনারেল পড়ুয়া দ্বীনে ফেরা প্রকৃত দ্বীনদার মধ্যবিত্ত খোঁজ করুন! বিয়ের আগে জ্ঞানী ও বিবাহিতদের পরামর্শ নিন!

— সংগৃহীত

Deen - দ্বীন

20 Oct, 06:25


যারা বিয়ে নিয়ে ইন ফিয়ারে ভুগেন তাদের জন্য আমার কিছু অনেস্ট কনসুল্টেশন আছে।

ওয়েল, কোনো একটা জব/কাজকাম হোয়াটেবার রিজিকের ব্যাবস্থা না হলে দ্বীনি মহলের অনেকেই আপনাকে বিয়ে করতে অনুৎসাহিত করে। কিন্তু বিশ্বাস করেন এইটা আপনার জন্য নয়। আপনি যদি দ্বীনদার কেউ হোন তাহলে 'আগে রিজিকের ব্যাবস্থা'-এই ডক্ট্রিন আপনার জন্য প্রযোজ্য নয়।

এই থিউরি বেদ্বীনিদের জন্য। কারন তারা বস্তুবাদী এবং তারা গাইরুল্লাহকে আর-রজ্জাক্ব বানিয়েছে এন্ড দ্যাটস হোয়াই আল্লাহ তাদের সাথে সেই অনুযায়ী'ই ট্রিট করেন।

কিন্তু আপনি যদি দ্বীনদার কেউ হোন এবং নিজের ঈমান হেফাজত করার জন্য বিয়ে করতে চান। পাশাপাশি রিজিক বৃদ্ধির নিয়তে বিয়ে করতে চান। ওয়াল্লাহি আপনার ডানেবামে চিন্তা না করে বিয়ে করা উচিৎ। আপনার রিজিকের ব্যাবস্থা কিভাবে যে হবে, ইউ ক্যান্ট ইভেন ইমাজিন এবাউট ইট! বিলিভ মি।

সো রিজিক নিয়ে চিন্তা কইরেন না৷ কজ “নিশ্চয় আল্লাহই রিযিকদাতা।” [সূরা আয-যারিয়াত : ৫৮] বরং আপনার চিন্তা করা উচিৎ বিয়ের সময় চারটি ক্ষেত্রে আপনার স্ত্রী যেন আপনার নিচে থাকে - ১. বয়স ২. উচ্চতা ৩. সম্পদ এবং ৪. বংশমর্যাদা এন্ড মেক শিউর চারটি ক্ষেত্রে যেনো আপনার স্ত্রী আপনার উপরে থাকে - ১. তাকওয়া ২. সৌন্দর্য ৩. শিষ্টাচার ও ৪. পরহেজগারি

— সুমন আহমাদ

Deen - দ্বীন

20 Oct, 03:06


সাজগোজ করে বাহিরে যাওয়ার ব্যাপারে সতর্ক হোন, সাবধান হোন!

রাসূলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন —

“যে মহিলা সুগন্ধি লাগিয়ে এই উদ্দেশ্যে লোকের মধ্যে গমন করে যে, তারা তার সুগন্ধির ঘ্রাণ পাবে, সে ব্যভিচারিণী।”

[সুনানে আন-নাসায়ী, হাদিস নং ৫১২৬]

Deen - দ্বীন

19 Oct, 15:04


আমাদের দাওয়াত স্পষ্ট, আমাদের মিশন স্পষ্ট!

— শাইখুনা হারুন ইযহার (হাফি.)

Deen - দ্বীন

19 Oct, 12:35


আরবের একজন বড় দাঈ বলেছিলেন —

لو غاب حكام العرب عن بلادنا أسبوعا، لصلينا اليوم الثامن في القدس

“আরবের এই শাসকগুলো মাত্র যদি এক সপ্তাহের জন্য হুকুমত ছেড়ে চলে যেতো কোথাও, আমরা অষ্টম দিনেই মসজিদে অ!কসায় নামাজ পড়তে পারতাম।”

Deen - দ্বীন

19 Oct, 09:08


মদিনায় তখন একজন নারী ছিলেন — আতিকাহ বিনতে যায়েদ (রাদি.)। ইন্টারেস্টিং বিষয় হলো — যে পুরুষের সাথেই তার বিয়ে হতো, তিনিই কোন না কোন ভাবে শ!হাদ!তের অমৃত সুধাপানে ধন্য হয়ে যেতেন।

১. যায়েদ ইবনুল খাত্তাব
২. আব্দুল্লাহ ইবনে আবি বকর
৩. উমার ইবনুল খাত্তাব
৪. যুবাইর ইবনুল আওয়াম
৫. হুসাইন ইবনে আলি

পাঁচজনের প্রত্যেকেই বিনতে যায়েদের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং শ!হাদ!তে অমরত্ব লাভ করেন!

এমনকি মদিনায় তখন একটা বাকধারা প্রচলিত হয়ে গিয়েছিল —

من أراد الشهادة فليتزوج عاتكة !
“যে ব্যক্তি শ!হিদ হতে চায়, সে যেন আতিকাহ কে বিয়ে করে!”

[তাবাকাতুল কুবরা, ৩/১১২]

Deen - দ্বীন

19 Oct, 05:49


হে বীর, আল্লাহ আপনাকে কবুল করুন!

রাহিমাহুল্লাহু তা'আলা রাহমাতান ওয়াসি'য়্যাহ!

Deen - দ্বীন

19 Oct, 04:02


সিনওয়ারের শাহ!দার পর শাইখ আলী সাল্লাবী (হাফি.) যেভাবে মূল্যায়ন করলেন —

জায়েদ বিন হারেসা নেতৃত্ব দিচ্ছিলেন, তিনি শ!হীদ হয়ে গেলেন। তারপর জাফর বিন আবি তালিব নেতৃত্ব নিলেন, তিনিও শ!হীদ হয়ে গেলেন। এবার আব্দুল্লাহ বিন রওয়াহা, তিনিও শ!হীদ হয়ে গেলেন।

শেষমেশ খালিদ আসলেন এবং বিজয় করলেন।

আল্লাহর তরবারী খালিদের আসা সময়ের ব্যাপার মাত্র ইন শা আল্লাহ্। আল্লাহ্ খালিদের আগমন ত্বরান্বিত করুন, আমিন।

রদ্বিইয়াল্ল-হু 'আনহুম!
রহিমাহুমুল্ল-হ্!

— মাড়্রদী ফয়সাল

Deen - দ্বীন

18 Oct, 17:02


আপনার নবজাতকের নাম রাখুন ইয়াহ্ইয়া আস সিনওয়ার!

— শাইখুনা হারুন ইযহার (হাফি.)

Deen - দ্বীন

18 Oct, 13:54


'ইয়!হিয়া সিনওয়ার' একজন শের ছিলেন যিনি মৃত্যুর আগেও চেয়ারে বসে ইসর!ইলের ড্রে!নের দিকে লাঠি নিক্ষেপ করেছিলেন!

ইতিহাস তাকে স্মরণ করবে একজন বীর যে!দ্ধা হিসেবে যে বীর কখনোও শত্রুর কাছে মাথা নত করেন নি কিংবা জীবন ভিক্ষা চান নি! একজন লিডার হয়েও ফ্রন্ট লাইনে যু!দ্ধ করে গিয়েছেন।

দুই বিলিয়ন মুসলিমের সম্মান রক্ষায়, ডানহাতসহ পুরো শরীর র!ক্তাক্ত হয়ে যাওয়ার সত্ত্বেও, বামহাতে লাঠি নিয়ে পুরো বিশ্বের বিরুদ্ধে জীবনের শেষবিন্দু দিয়ে ল!ড়ে গেছেন!

রাহিমাকাল্লাহু ইয়া আবা ইবরাহীম!

Deen - দ্বীন

18 Oct, 12:58


ইয়াহইয়া আজ বা কাল বিদায় নিবেন। আবু উব!ইদাও বিদায় নিবেন, এটাই সত্য!

কিত!ল কেউ বেঁচে থাকার জন্য বুকে টেনে নেয় না! পার্থক্য এটাই যে তারা সফল আর আমরা মুন!ফিক!

— Mohammad Saeedul Mostafa

Deen - দ্বীন

18 Oct, 09:25


Dekhne Ko Ya Muhammad (ﷺ)