Bangladesh Islami Chhatrashibir

@bangladeshislamichhatrashibir


Official Telegram Channel of Bangladesh Islami Chhatrashibir.

Social Media Link :
Facebook : www.fb.com/bangladeshislamichhatrashibir
Twitter : www.twitter.com/info_shibir
Youtube : www.youtube.com/IslamiChhatrashibir

Bangladesh Islami Chhatrashibir

22 Oct, 16:35


বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহ সালার, প্রফেসর গোলাম আজম (রাহি.)-এর ১০ম শাহাদাত বার্ষিকী আগামীকাল। জীবনের শেষ দিন পর্যন্ত লড়ে গিয়েছেন, বাতিলের রক্তচক্ষুকে কখনো ভয় করেননি। গ্রেপ্তারের আগে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন- 'আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া তো জায়েজই নাই'।

ইসলামী আন্দোলনের এই মর্দে মুজাহিদকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করুন। জান্নাতের আ'লা মাকাম দান করুন।

Bangladesh Islami Chhatrashibir

22 Oct, 14:21


In the vibrant city of Istanbul, Turkey, the 'International Leadership Summit-2024,' organized by the International Islamic Federation of Student Organizations (IIFSO), unfolded over two inspiring days, October 21-22. This global gathering brought together student and youth leaders from across the world, united in their vision for the future.

Representing Bangladesh Islami Chhatrashibir, Central Literature Secretary Sibgatullah delivered a powerful speech that resonated with the audience, while Central International Secretary Mu'tasim Billah stood as a key figure in the delegation, further enriching the summit's discourse with their presence. Together, they contributed to the global dialogue, bridging ideas and leadership from diverse cultures.

#Shibir

Bangladesh Islami Chhatrashibir

22 Oct, 12:08


ইবি অঞ্চলের সদস্যদের নিয়ে আয়োজিত শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম।

#Shibir

Bangladesh Islami Chhatrashibir

22 Oct, 05:55


সিরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা জেলা পূর্ব শাখা।

#Shibir

Bangladesh Islami Chhatrashibir

22 Oct, 04:22


ইসলামী আন্দোলনের কর্মীদেরকে আল্লাহর পথে মজবুত হয়ে টিকে থাকতে হলে সচেতনভাবে সব সময় ও সব অবস্থায় মনে রাখতে হবে যে, আল্লাহর পথে আসতে পারা বড়ই সৌভাগ্যের বিষয়। এ পথে আসবার উদ্দ্যেশ্য বা নিয়তে যেনো ভেজাল না থাকে, সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে।

- অধ্যাপক গোলাম আজম
বই- কর্মীদের ৭ দফা

Bangladesh Islami Chhatrashibir

21 Oct, 16:31


কর্মী শিক্ষাশিবিরের আয়োজন করে ইসলামী ছাত্রশিবির রাঙ্গামাটি পার্বত্য জেলা। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম।

#Shibir

Bangladesh Islami Chhatrashibir

21 Oct, 15:47


ইসলামী ছাত্রশিবির লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান। 

#Shibir

Bangladesh Islami Chhatrashibir

21 Oct, 14:08


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর যুবলীগ-ছাত্রলীগের হামলার ঘটনায় ছাত্রশিবিরের নিন্দা ও প্রতিবাদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সাধারণ শিক্ষার্থীদের উপর যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।

সোমবার (২১ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে চবি ছাত্রশিবিরের সভাপতি নাহিদুল ইসলাম ও সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিম এ দাবি জানান। নেতৃবৃন্দ বলেন, ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে যেসব চক্র সক্রিয় রয়েছে, অবিলম্বে এসব চক্রের হোতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। শিবির নেতৃবৃন্দ আরও বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সন্ত্রাসমুক্ত করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ ও কার্যকর ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি।

গণমাধ্যম সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের স্টেশনে দোকান ভাংচুর ও জিরো পয়েন্টে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটায় স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে আশপাশের শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে ফেসবুকে পোস্ট দিয়ে সবাইকে জিরো পয়েন্টে জড়ো হওয়ার আহ্বান জানায়। পরে একটি মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের রেলক্রসিংয়ের দিকে এগিয়ে যায় তারা। এসময় স্থানীয় মসজিদে মাইকিং করে গুজব ছড়িয়ে এলাকাবাসীদের জড়ো হতে বলে ছাত্রলীগ ক্যাডাররা। পরে তিনজন পুলিশ সদস্য রেলক্রসিং এলাকায় এসে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরে যেতে বলেন। আশ্বস্ত হয়ে শিক্ষার্থীরা ফিরে যেতে শুরু করে। এসময় পেছন থেকে রামদা ও লাঠিসোটা নিয়ে যুবলীগ-ছাত্রলীগের প্রায় ৪০-৫০ জন সদস্য শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এতে প্রায় ৫ জন শিক্ষার্থী আহত হয়।

নেতৃবৃন্দ বলেন, যুবলীগ সন্ত্রাসী হানিফ গংয়ের বিরুদ্ধে অভিযোগ নতুন নয়। স্বৈরাচার সরকারের পতনের পর ৫ আগস্ট রাতেও রেলক্রসিং এলাকায় হানিফ গংয়ের নেতৃত্বে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয় সাধারণ শিক্ষার্থীদের। এছাড়া ব্যবসার আড়ালে বিশ্ববিদ্যালয়ের গাছ পাচার ও বাস সিন্ডিকেটের কলকাঠি নাড়ে সন্ত্রাসী হানিফ।

বিশ্ববিদ্যালয় ও স্থানীয় প্রশাসনের প্রতি ক্যাম্পাস ও এর আশপাশের এলাকা সন্ত্রাসমুক্ত করার জোর দাবি জানান শিবির নেতৃবৃন্দ। এছাড়া দ্রুততম সময়ে জড়িতদের গ্রেফতারের দাবি জানান তারা। শিক্ষার্থী ও স্থানীয় জনগণের প্রতি শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে উদাত্ত আহ্বান জানান নেতৃবৃন্দ।

Bangladesh Islami Chhatrashibir

21 Oct, 11:51


ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান সংকট সমাধান এবং জুলাই বিপ্লবের স্পিরিটের আলোকে ফ্যাসিবাদমুক্ত ক্যাম্পাস বিনির্মাণের প্রস্তাবনা নিয়ে উপাচার্য মহোদয়ের নিকট আজ ২১ অক্টোবর বিকাল ৩.০০ টায় স্মারকলিপি প্রদান করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

উল্লেখযোগ্য কিছু মৌলিক প্রস্তাবনার সারসংক্ষেপ :
★ পতিত ও পলাতক ফ্যাসিবাদের দোসর ও আইকনদের নামে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে সকল স্থাপনা, সড়ক, সেন্টার, বৃত্তি-সম্মাননা, চেয়ার ও ফলকের নামকরণ করা হয়েছে, তা অবিলম্বে পরিবর্তন করে জুলাই বিপ্লবের শহীদদের নামে নামকরণ করতে হবে।
★ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ১৭ জুলাই সন্ত্রাসী ছাত্রলীগ মুক্তকরণ এবং যৌথবাহিনীর নৃশংস হামলার ভয়াবহতা স্মরণ করে ‘১৭ই জুলাই’-কে ‘ক্যাম্পাসে সন্ত্রাস প্রতিরোধ দিবস’ হিসেবে ঘোষণা করতে হবে।
★চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে একটি বিশেষায়িত সেন্টার ও সংগ্রহশালা গড়ে তুলতে হবে। যেখানে অভ্যুত্থান সংশ্লিষ্ট ইতিহাস, গুরুত্বপূর্ণ ছবি, সাহিত্য, ম্যাগাজিন, প্রকাশনা, পত্রিকা ও চিত্রকর্ম ইত্যাদি সংরক্ষিত থাকবে। 
★জুলাই গণহত্যা বিষয়ে আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন করতে হবে এবং পর্যাপ্ত গবেষণার উদ্যোগ গ্রহণ করার মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদের নির্মম ও মানবতাবিরোধী কর্মকান্ড দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার ব্যবস্থা করতে হবে।
★ক্যাম্পাসে সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি, বিগত ১৬ বছরের নিপীড়ন, সন্ত্রাস ও জুলাই গণহত্যার দায়ে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে (আইন করে নিষিদ্ধ করতে হবে।
★বিগত ফ্যাসিবাদী শাসনামলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অভ্যন্তরে প্রকাশিত সকল দুর্নীতির তথ্য শ্বেতপত্র আকারে প্রকাশের উদ্যোগ নিতে হবে।
★চলমান আবাসন সংকট নিরসন করে শতভাগ আবাসিক ক্যাম্পাস বিনির্মাণের জন্য ‘এক শিক্ষার্থী, এক সিট’ নীতি গ্রহণ করে, প্রয়োজনে দ্রুত হল নির্মাণের উদ্যোগ গ্রহণ করতে হবে। আর্থিক সংকট থাকা সত্ত্বেও যেসকল শিক্ষার্থীকে হলে সিট বরাদ্দ দেয়া সম্ভব হবে না তাদের জন্য সিট ভাড়া বাবদ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপযুক্ত পরিমাণ মাসিক বৃত্তির ব্যবস্থা করতে হবে।
★'হল চালাবে প্রশাসন’ নীতিতে হল পরিচালনা, সিট বন্টনসহ সকল কর্মকান্ড পরিচালনা করবে হল প্রশাসন। প্রশাসনিক কর্মকান্ড পরিচালনায় যাতে কোন রাজনৈতিক হস্তক্ষেপ না থাকে তা নিশ্চিত করতে হবে।
★নারী শিক্ষার্থীদের বিশেষ নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করে প্রত্যেককেই প্রথম বর্ষ থেকে আবাসিক সিট বরাদ্দ দিতে হবে। সিট সংকট সমাধানের সাময়িক পদক্ষেপ হিসেবে নারী শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসের নিকটবর্তী এলাকায় ছাত্রী হোস্টেল চালুর কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং টেকসই সমাধান হিসেবে নারী শিক্ষার্থীদের জন্য দ্রুত সময়ের মধ্যে দু’টি নতুন হল নির্মাণ করতে হবে।
★পরিচয় শনাক্তকরণ সাপেক্ষে ছাত্রীদের এক হল থেকে অন্য হলে প্রবেশের সুযোগ দিতে হবে। অনাবাসিক ছাত্রীদেরকে পরিচয় শনাক্তকরণ সাপেক্ষে হলে প্রবেশের অনুমতি দিতে হবে।
★ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেদখল হয়ে যাওয়া জমি পুনরুদ্ধারের উদ্যোগ নিতে হবে। পূর্বাচলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ জমির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।
★গবেষণার জন্য প্রয়োজনীয় অর্থ সংস্থানের জন্য সরকারের কাছে জোরালো আবেদন ও প্রাপ্তি নিশ্চিত করতে হবে। এছাড়া গবেষণা কাজে দেশীয় ও আন্তর্জাতিক অর্থ সংস্থানকারী সংস্থা থেকেও অর্থ সংগ্রহের উদ্যোগ নিতে হবে। বিশেষ ‘এন্ডাউমেন্ট ফান্ড’ গঠন করেও অ্যালামনাই সহ অন্যান্য উৎস থেকে অর্থ সংগ্রহ করা যেতে পারে। সংগৃহীত অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।
★প্রত্যেক বিভাগে মৌলিক গবেষণার উপর কোর্স অন্তর্ভুক্ত করতে হবে।
★১৯৭২-১৯৭৫ পর্যন্ত সকল পত্রিকা, ম্যাগাজিন ও প্রকাশনার অক্ষত কপির ব্যবস্থা করে তা লাইব্রেরিতে সংরক্ষিত রাখতে হবে এবং সকলের জন্য উন্মুক্ত করতে হবে।

উল্লেখিত প্রস্তাবনা ছাড়াও স্মারকলিপিতে ছাত্রশিবিরের পক্ষ থেকে নিম্নোক্ত বিষয়ভিত্তিক সর্বমোট ৬৩ দফা প্রস্তাবনা দেওয়া হয়।
০১. ফ্যাসিবাদের মূলোৎপাটন সংক্রান্ত
০২. আবাসন সংক্রান্ত
০৩. নিরাপত্তা সংক্রান্ত
০৪. গবেষণার মানোন্নয়ন সংক্রান্ত
০৫. টিএসসি সংক্রান্ত
০৬.  লাইব্রেরি সংক্রান্ত
০৭. শিক্ষক নিয়োগ সংক্রান্ত
০৮. ধর্মীয় উপাসনালয় সংক্রান্ত
০৯. শরীরচর্চা কেন্দ্র সংক্রান্ত
১০. মেডিক্যাল সেন্টার সংক্রান্ত
১১. বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম সংক্রান্ত
১২. ডাকসু সংক্রান্ত

Bangladesh Islami Chhatrashibir

21 Oct, 04:36


২৮শে অক্টোবর পল্টন ট্র্যাজেডি নিয়ে কবিতা | আমি পল্টন থেকে বলছি | কায়েস মাহমুদ

Bangladesh Islami Chhatrashibir

20 Oct, 16:35


হাম।স প্রধান শহীদ ইয়।হিয়। সিন,ও,য়ারের গায়েবানা জানাযার আয়োজন করে ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগর শাখা।

#Shibir

Bangladesh Islami Chhatrashibir

20 Oct, 16:12


দখলদার ই-স-রা-ই-লি বাহিনীর হা-মলায় শহীদ হা-মা-স প্রধান ইয়া-হিয়া সি ন ও য়া র-এর গায়েবানা জানাযার আয়োজন করে ইসলামী ছাত্রশিবির তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গী শাখা।

#Shibir