টেলিগ্রাম পাঠশালা @telepathshala Channel on Telegram

টেলিগ্রাম পাঠশালা

@telepathshala


টেলিগ্রাম পাঠশালা (Bengali)

টেলিগ্রাম পাঠশালা হল একটি অভিনব চ্যানেল যেখানে আপনি টেলিগ্রাম ব্যবহার সম্পর্কে সব ধরনের উপায়ে শেখার সুযোগ পাবেন। এই চ্যানেলে ভার্চুয়াল পাঠশালা থেকে অনলাইন কোর্স সম্পর্কে তথ্য এবং উপদেশ প্রাপ্ত করতে পারবেন। টেলিগ্রাম পাঠশালা আপনার ডিজিটাল জীবনে আরও দক্ষতা যোগাযোগ করবে এবং আপনার অভিজ্ঞতা বা শিখনা প্রক্রিয়াকে সুস্পষ্টতা দেবে। যারা অনলাইনে শেখা এবং প্রশিক্ষণের প্রেমী তাদের জন্য টেলিগ্রাম পাঠশালা অসাধারণ একটি স্থান।

টেলিগ্রাম পাঠশালা

08 Oct, 02:41


Dear Mr. Arif,

ফার্স্টলি আপনাকে নিয়ে লিখবো, এটা আমার রুচিতে আসছিল না! তারপরও লিখতে বাধ্য হলাম।

টাকা পয়সা তো বাটপারি আর রেফার ব্যবসা করে কম ইনকাম করেন না। তাহলে নিজে কোর্স কিনেন না কেন? আমাদের চ্যানেল থেকে চুরি করেই কোর্স দিতে হয়?

আর ভাই আপনি কোন লেভেলের ননসেন্স নাকি আপনার ক্লায়েন্টরা কোন লেভেলের ননসেন্স যে, যেটা পেইড কোর্স সেটাই আবার ফ্রি কোর্স দেন?

নিজে এইসব করে আবার অন্য চ্যানেলের নামে ব্লেইম দেন "স্প্যামার" হিসেবে! স্প্যামার এর বাংলা জানেন? কোনটা স্ক্যাম আর কোনটা স্প্যাম সেটাও বুঝেন না?

প্রথমে ফেক টেলিগ্রাম পাঠশালা, তারপর শিক্ষার আলো পাঠশালা, এরপর প্রিমিয়াম সাবস্ক্রিপশন! স্টুডেন্টদের ফ্রি কোর্স দেন, we appreciate, আরও অনেক চ্যানেল দিচ্ছে! কই তাদেরকে নিয়ে তো কোনো কথা বলি না?

একটা পর্যায়ে মানুষ মানসিকভাবে বিকৃত হয়ে যায়, তার হিতাহিত জ্ঞান থাকে না। মানুষের নিজস্বতা বলে কিছু থাকে না, সে অন্যেরটা চুরি করে!

সবাই বলে এক্সপোজ করতে! এক্সপোজ কি করবো? এক্সপোজ তো তাদেরকে করে যাদের সোসাইটিতে একটা ভালো ইমেজ আছে। আপনার তো আর সেটা নাই!

That's it.

টেলিগ্রাম পাঠশালা

15 Sep, 17:43


Me with my online courses. 😕

টেলিগ্রাম পাঠশালা

28 Aug, 21:01


📢 Need someone trusted to hand over this channel. (& Subsidiaries)

টেলিগ্রাম পাঠশালা - ফার্স্ট ক্রিয়েট করেছিলাম ১-১-২০২৩ তারিখ! এরপর আইডি ব্যান হয়। সব হারিয়ে যায়! দ্বিতীয় চ্যানেল স্প্যামিংয়ের কারণে বিরক্ত হয়ে ডিলিট করে দিই। তারপর থেকে শুরু হয় আমাদের ইউজারনেম ব্যবহার করে বিভিন্ন চ্যানেল ক্রিয়েট করা। বাধ্য হয়ে ইউজারনেম রিজার্ভ করে রাখি এই চ্যানেলের মাধ্যমে।

কারোর প্রতি কোনো অভিযোগ নাই! যদি কেউ এই চ্যানেলের অতীত জেনে, সততার সাথে এই চ্যানেলের দায়িত্ব নিতে চাও, তাহলে I'm always ready @JeetuVaiya_bot .


I have been known as:

😂 Infrared 😂 Ultraviolet
😂 JeetuVaiya 😂 GammaRay

টেলিগ্রাম পাঠশালা

11 Mar, 02:39


প্রত্যেকেই তার নিজ নিজ প্রোডাক্টের প্রমোশন করার জন্য মরিয়া থাকে। যেকোনো মূল্যে তার প্রোডাক্টের সেরা সেল নিশ্চিত করতে চাই। হোক সেটা কোর্স, হোক সেটা বই বা অন্য কিছু। আমাদের দায়িত্ব উপযুক্ত জিনিসটা বেঁচে নেওয়া।

So Dear brothers and sisters, please & please, never follow any suggestion based class or book during your admission period.

প্রশ্ন কঠিন হয়েছে, এই কথার অর্থ হলো, প্রশ্ন তোমার ক্যাপাবিলিটির বাইরে এসেছে। কিন্তু এটা কেউ বলতে পারবে না যে প্রশ্ন কনসেপ্ট বা সিলেবাসের বাইরে থেকে এসেছে। সুতরাং তুমি উত্তর করতে না পারলে, সেটা তোমার কনসেপ্ট ও পর্যাপ্ত প্র্যাকটিস করার ঘাটতি! সোজা কথা। আবার  তোমরা বিগত বছরের প্রশ্নের সাথে তুলনা করো। ভাই, এটা competitive exam. প্রশ্ন কর্তার দায়িত্ব সেরার মধ্যে সেরাকে বেছে নেওয়া। পূর্বের বছরের প্যাটার্ন ফলো করবে এটা কোনো বোর্ড এক্সাম না।

শেষ কথা, controversy র স্রোতে গা না ভাসিয়ে, সময় থাকতে নিজের কনসেপ্ট মজবুত ও প্র্যাকটিস করার ব্যাপারে সতর্ক হও। চান্স না পেলে কেউ এটা শুনবে না যে কেনো চান্স পাওনি, জাস্ট এটুকুই যে তুমি চান্স পাওনি আর অন্যরা পেয়েছে।


© @TelePathshala - Original

টেলিগ্রাম পাঠশালা

13 Jan, 06:07


ভাই, ACS এর এত হেটারস (বা অভিযোগ) কেনো?

উত্তর: ভাই, যে কোর্সে যত বেশি enrollment , তাতে তত বেশি ভিন্ন মতাবলম্বী পাওয়া যাবে।

অন্যান্য যেকোনো প্ল্যাটফর্মের তুলনায় ACS এর enrollment সবথেকে বেশি হয়। এখন সব কোর্সেই মিনিমাম ১০% স্টুডেন্ট থাকবে, যাদের কোনো না কোনো অভিযোগ লেগেই থাকে।

এখন তোমরা বলবা, এর তো সিলেবাস শেষ করতে পারছে না!

সিলেবাস এরা কোনো কালেই শেষ করতে পারত না। আর এদের সাথে অন্যান্য প্ল্যাটফর্মের যদি তুলনা করি, তাহলে স্বনামধন্য বন্দী পাঠশালা — তাদের তো বহু বছর ধরে পুরনো ভিডিও চালিয়ে দিয়ে কোর্স কমপ্লিট করার খ্যাতি রয়েছে।

আর হ্যা, মেডিকেল এক্সাম যদি সময়মত (জানুয়ারি ফার্স্ট উইক) হতো, তাহলে সব কয়টা অনলাইন মেডিকেল কোর্স মাইর খেতে যেত। এমনিতেও ACS মেডিকেল চলে না। এদিকে সাদাব ভাইকে ভালো ভাবছিলাম, এও দেখি বিয়ে টিয়ে দেখিয়ে ইমোশনালি টাইম ওয়েস্ট করলো।

সব শেষে একটাই কথা, ২২ আর ২৩ যারা মারা খাইলে, পার হয়ে গেলে। যারা ২৪, ২৫ আসছো, অবশ্যই একটা অফলাইন প্ল্যাটফর্ম ধরে অ্যাডমিশন প্ল্যান করবে।

ধন্যবাদ।

টেলিগ্রাম পাঠশালা

06 Dec, 17:09


Good night Apar Bhai 😐

Those Golden Days 🔥

টেলিগ্রাম পাঠশালা

21 Nov, 15:55


Miss those days 💔

The Golden Era of Telegram Pathshala 🔥

টেলিগ্রাম পাঠশালা

16 Sep, 18:33


Telegram Pathshala - টেলিগ্রাম পাঠশালা


মেইন চ্যানেল: @TelePathshala
মেইন গ্রুপ: @TelePathshalaDiscuss

কুইজ চ্যানেল: @Daily1GkE
মেডিকেল চ্যানেল: @Daily1MAT

টেলিগ্রাম পাঠশালা

16 Sep, 18:31


Channel created