Riyad Hossain @riyadhossainofficial Channel on Telegram

Riyad Hossain

@riyadhossainofficial


❝যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ❞

Riyad Hossain: একটি স্বপ্নের পথ সম্পর্কে (Bengali)

রিয়াদ হোসেন হলেন একজন যুব উদ্যোক্তা ও সোশ্যাল মিডিয়া প্রতিষ্ঠাতা, যার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল '@riyadhossainofficial' একটি অদ্বিতীয় স্থান যেখানে সবাই তার সাথে যোগাযোগ করতে পারেন। চ্যানেলটির মতো উক্তি 'যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ' দেখে অনুমান করা যায়, এই চ্যানেলটি ভয়ভীত নয়, বরং নতুন স্থিতিতে দাঁড়াতে উৎসাহিত করে। চ্যানেলে রিয়াদ হোসেন নিজেই নতুন সংবাদ, ভিডিও, ছবি এবং ভালোবাসার সাথে যৌথভাবে সমস্যা ও সমাধান নিয়ে কাজ করেন। তার সাথে যোগাযোগ করা সহজ এবং সরাসরি যেন প্রতিটি অনুযায়ী তারা সমস্যার সমাধানে সাহায্য করতে পারেন। রিয়াদ হোসেন যদি আপনার কাছে একজন মেন্টরের মতো দেখা যায়, তাহলে এই চ্যানেল আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। তারা সাধারণ জীবনের কথাগুলি নিয়ে আলাপ করার মতো কাজ করেন, এবং সবার সাথে ভালো সম্পর্ক গড়ে তুলার উদ্দেশ্যে এই চ্যানেল প্রতিদিন নতুন উপদেশ এবং নেতিবাচক মতামত শেয়ার করে। চ্যানেলটি অত্যন্ত ব্যাপক এবং পড়ালেখার উপর ভিত্তি করে, সুতরাং যারা নতুন জ্ঞান এবং দক্ষতা অর্জন করতে ইচ্ছুক, তারা অবশ্যই এই চ্যানেলে যোগ দিতে পারেন। রিয়াদ হোসেন ও তার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল '@riyadhossainofficial' আপনাকে নিরাপদ ও স্থির একটি স্থানে নিয়ে যাবে, যেখান থেকে আপনি নতুন কিছু শিখতে পারবেন এবং নিজের সময়কে আরও ভাল করার দিকে এগিয়ে যাবেন।

Riyad Hossain

12 Feb, 19:18


ফেরাউন, নমরুদ,হাসিনারা যুগে যুগে জাহান্নামের প্রতি সাধারণ মানুষের ঈমান বাড়িয়ে দেয়।

এদের এক জীবনে দুনিয়ার সব শাস্তি দিলেও প্রাপ্য মেটানো সম্ভব হবে না। সেজন্য জাহান্নাম থাকাটা খুবই জরুরি।

Riyad Hossain

09 Feb, 02:25


বাচ্চাটার ভিডিও🥺
আল্লাহ তার বাবা মায়ের সহায় হোন 🤲

Riyad Hossain

06 Feb, 08:25


রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগের দাবিতে উত্তাল ধানমন্ডি ৩২ নম্বর

Riyad Hossain

06 Feb, 00:50


পিরোজপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান মালেকের বাড়ি জ্বলছে।

Riyad Hossain

05 Feb, 17:30


বুলডোজার আরো আসতেছে। সবাই থাকেন ধানমন্ডি-৩২ এ। আজ রাতের মধ্যেই সমান করে দিতে হবে।

Riyad Hossain

05 Feb, 17:30


স্বৈরাচার হাসিনার লাইভ দেখার তালিকায় ঐ নামটা খেয়াল করেছেন কেউ?

Riyad Hossain

05 Feb, 17:29


চব্বিশের শহীদদের রক্ত এখনো শুকায়নি। আর গণহত্যাকারী ফ্যাসিস্টদের আস্ফালন দেখতে হচ্ছে আমাদের।

Riyad Hossain

05 Feb, 17:28


“নারায়ে তাকবীর
আল্লাহু আকবার”


স্লোগান দিয়ে বাকশালি ফিরাওনের উত্তরসূরীদের কিবলাতে আঘাত হানছে বিপ্লবী ছাত্রজনতার বুলডোজার।

Riyad Hossain

05 Feb, 17:24


ব্রেকিংঃ-

ধানমন্ডি-৩২ নাম্বারে ব্যাপক ফায়ারিং করছে সেনাবাহিনী।
নিহত হয়েছে ছবির ব্যক্তি সহ বেশ কয়েকজন।

Riyad Hossain

05 Feb, 17:23


সারাদেশে এখনও অক্ষত মুজিব এবং তার পরিবারের সকল সদস্যের যেকোন মুর্তি/ছবি যেখানে যেখানে আছে সেসব আজ রাতের মধ্যেই ভেঙ্গে ফেলুন৷ অন্যরা কাজে লাগাবে সেই তথ্য। এই নিকৃষ্ট অভিশপ্ত পরিবারের কোন স্মৃতিচিহ্ন এদেশে না থাকুক। এই গণহত্যাকারী ফ্যাসিস্টদের কোন ঠিকানা এই বাংলায় আর হবেনা।

ফেসবুকের এই পোস্টে সবাই এই সংক্রান্ত তথ্য দিন। ইতিমধ্যেই এখানে অনেকেই গুরুত্বপূর্ণ অনেক তথ্য দিয়েছে। ঐ এলাকার বিপ্লবীরা সবাই সংঘবদ্ধভাবে সেগুলো নিশ্চিহ্ন করে দেওয়ার উদ্যোগ নিতে পারেন।

Riyad Hossain

05 Feb, 17:22


ফ্যাসিবাদের সকল চিহ্ন চিরতরে বিলুপ্ত না হওয়া পর্যন্ত এই প্রজন্ম ঘুমাবে না, ইনশাআল্লাহ।

Riyad Hossain

05 Feb, 17:19


>>>এইমাত্র পাওয়া<<<
এই মূহুর্তে কুষ্টিয়ায় মাহবুবুল আলম হানিফের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিচ্ছে ছাত্র জনতা।

Riyad Hossain

05 Feb, 17:18


এভাবে একটি করে ইট খুলে নিয়ে আসতে হবে। ৩২কে একটি ফ্রেশ মাঠে পরিনত করে ফেলতে হবে।

Riyad Hossain

05 Feb, 17:18


ধানমণ্ডি-৩২ এ বোল্ডোজার চলে এসেছে সবাই আসুন

Riyad Hossain

05 Feb, 17:16


ফাইনালি বুলডোজার এসে পৌঁছেছে শেখ ফিরাওনের বাসভবনে।

Riyad Hossain

05 Feb, 17:15


৫ আগষ্ট গণভবনে যারা না যাইতে পেরে আফসোস করছিলেন। তাদের জন্য ৫ ফেব্রুয়ারির অফার চলছে।

চলে আসুন ৩২এ। দেখা হবে রাজপথে, কথা হবে বুলডোজারে।

Riyad Hossain

05 Feb, 17:14


36 in 32

Riyad Hossain

03 Feb, 15:24


এ যেন পিশাচের হাসি।

ছবিঃ শেখ রেহানা, স্থানঃ লন্ডন, সময়ঃ ডিসেম্বর ২০২৪

Riyad Hossain

14 Jan, 16:38


কোনো পিছুটান কিংবা চোরাবালি রবের বিশ্বাসে অটল গোলামদের অস্থির করে তুলে না।কতটা পথ হেঁটেছি, কতটুকু অর্জন ঝুলিতে জমা হয়েছে, তা হিসেব করে সময় নষ্ট করে না। বরং চূড়ান্ত মানজিলে পৌঁছতে কতটা পথ পাড়ি দিতে হবে, কতশত চ্যালেঞ্জ মাড়ি দিতে হবে, কতটা প্রস্তুতি ও প্রচেষ্টা চালাতে হবে, তা নিয়েই তারা তৎপর থাকে।
- শিবির সভাপতি জাহিদুল ইসলাম

Riyad Hossain

13 Jan, 16:29


Assalamualaikum,
That’s my Vlog YT Channel, plz subscribe :)
https://youtube.com/@rihovlog?si=TLZJogdfxYCAwJdy

Riyad Hossain

09 Jan, 16:36


দাদা সাফ সাফ বলে দিচ্ছি, এখন হাসিনা নাই। কাজেই অত সহজে ছাড়ছি না আমরা।

Riyad Hossain

05 Jan, 18:22


বিশেষ লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম (বীর বিক্রম)

Riyad Hossain

04 Jan, 16:15


“বিগত ১৬ বছরে আওয়ামী লীগ ভারতকে বাংলাদেশের মনিবের কাতারে নিয়ে গেছে। নিজেরা স্বেচ্ছায় দাসত্ব বরণ করেছিল। শুধু নিজেদের ক্ষমতাকে সিকিউর (নিরাপদ) করার জন্য।”

(ইসলামী আন্দোলন বাংলাদেশের গোলটেবিল আলোচনায় সারজিস আলম)

Riyad Hossain

26 Dec, 16:28


দীর্ঘ ১১ বছর পর বাংলাদেশে আসলেন সাবেক জামায়াত নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। এসময় উনার পাশে জামায়াত নেতাদের দেখা যায়।

Riyad Hossain

14 Dec, 18:18


হয় খেলাফা নয় শাহাদাহ☝️

Riyad Hossain

14 Dec, 18:12


একই দিনে দুইটা সুখবর পেল বাংলাদেশ

Riyad Hossain

09 Dec, 04:03


শ|মের বিজয়ে চট্টগ্রামে বিজয় মিছিল 🔥
পোলাপান ঘোড়া নামিয়ে দিয়েছে, জাস্ট ওয়াও!

Riyad Hossain

07 Dec, 18:09


আসাদ সরকারের পতন অবশ্যম্ভাবী। যারা এই শাসনকে পরিত্যাগ করবে, তারা নিরাপদ।

- আবু মোহাম্মাদ আল জোলানি।
নেতা, হায়াত তাহরির আল শাম
(hn/16)

Riyad Hossain

01 Dec, 00:33


সিরিয়ায়!!  এ যেন চীরচেনা দৃশ্য। জালিমদের স্মৃতিচিহ্ন এক সময় মানুষ এভাবেই নর্দমায় নিক্ষেপ করে।

Riyad Hossain

30 Nov, 16:49


#BREAKING

পূর্ব আলেপ্পো শহরে বিমান হামলা চালাচ্ছে রাশিয়া।


একাধিক বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। যা মূলত অস্ত্রাগারে হামলার ইঙ্গিত দিচ্ছে।

রাশিয়া সম্ভবত আসাদ বাহিনীর ফেলে যাওয়া সমস্ত সামরিক অস্ত্র ধ্বংস করতে চাচ্ছে।
mh/17

Riyad Hossain

30 Nov, 16:27


🔴 আলেপ্পোতে আসাদের সরকারি বাহিনীর একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে বিদ্রোহীরা।

Riyad Hossain

30 Nov, 16:26


শাম (সিরিয়া) এর যোদ্ধাদের (আসাদ বিরোধীদের) বিজয়ের খুশিতে পশু কুরবানী করছে আফগানিস্তানের মুসলিমরা।

Riyad Hossain

30 Nov, 16:22


❗️🇸🇾/🇮🇷 BREAKING: সিরিয়া সরকার অবিলম্বে সামরিক হস্তক্ষেপের জন্য ইরানের কাছে একটি আনুষ্ঠানিক আবেদন করেছে৷

Riyad Hossain

30 Nov, 16:21


#BREAKING

হামা থেকে সিরিয়ান আরব আর্মি (আসাদপন্থী) বাহিনীকে তুলে নেয়া হয়েছে।

এবং হামা মিলিটারি এয়ারপোর্ট থেকে রাশিয়ান বাহিনীকে ফিরিয়ে নেয়ার খবর পাওয়া যাচ্ছে।
mh/12

Riyad Hossain

30 Nov, 16:20


আসাদ বাহিনীর ফেলে যাওয়া অস্ত্র আসাদ বিরোধীদের হাতে আসছে যা তাদের আরো শক্তিশালী করবে।

এখন যদি বহিরাগত কোনও দেশ বা পক্ষ আসাদকে সাহায্য না করে আসাদের পতন অনেকটাই নিশ্চিত বলা যায়

Riyad Hossain

30 Nov, 16:05


আলেপ্পো বিশ্ববিদ্যালয়

Riyad Hossain

30 Nov, 16:04


🇸🇾 নতুন: সিরিয়ার আরব সেনাবাহিনীকে হামা ছেড়ে হোমসের দিকে পিছু হটতে দেখা যাচ্ছে।