آخرین محتوای به اشتراک گذاشته شده توسط সন্ধানে। Sondhane در تلگرام
সন্ধানে। Sondhane
25 Oct, 04:30
880
মোবাইল ফোন হারিয়ে গেলে কি করবেন ?
পুরো বিস্তারিত। বলেছেন - -এসআই শামিম।
তথ্যবহুল প্রয়োজনীয় পোস্ট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন- https://t.me/Sondhane
সন্ধানে। Sondhane
13 Oct, 15:21
1,059
কিছুদিন আগে টেলিগ্রাম এয়ার ড্রপ সম্পর্কে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম। পরবর্তীতে আপনাদের সাথে কিছু এয়ার ড্রপ সম্পর্কে আলোচনা ও করেছিলাম। এয়ারড্রপ সম্পর্কে আমার আগে থেকেই মোটামুটি ধারণা ছিল, তবে কোনদিন বিষয়টা নিয়ে কাজ করি নি। তবে আপনাদের সাথে কথা বলার পর এইটা নিয়ে কয়েকদিন কাজ করেছিলাম।
এই কয়েকদিনের মধ্যেই ২টি প্রজেক্ট থেকে আমি প্রফিট, (৯ ডলার) অর্জন করি (অল্প কিছুদিন কাজ করি এজন্য প্রফিটের পরিমান ও অল্প)। একটা CATI, অন্য একটা ভাইরাল HAMSTER প্রজেক্ট।
এই কয়েকদিন কাজ করে, একটু ঘাঁটাঘাঁটি করে যা বুঝলাম যদি একটু দিকনির্দেশনা পাওয়া যায়, আর ধৈর্য থাকে, প্রতিদিন ১০/২০ মিনিট সময় দেওয়া যায়, তাহলে এসব প্রজেক্ট থেকে ফ্রিতেই প্রফিট পাওয়া সম্ভব।
এখন মূল কথা হলো যেহেতু আমাদের এই চ্যানেলর উদ্দেশ্য ভিন্ন, এখানে যদি এয়ারড্রপ নিয়ে আলোচনা করি, এই প্রজেক্টগুলো নিয়ে আলোচনা করি তাহলে বিষয়টা বড্ড বেমানান হয়ে যাবে। এই চ্যানেলের সাথে বিষয়গুলো যাবে না। এই কথা চিন্তা করে আমরা (এয়ারড্রপ নিয়ে কাজ করে এমন কয়েকজন বস) একটা নতুন চ্যানেল খুলেছি যেখানে এয়ারড্রপের জয়েন হওয়া থেকে শুরু করে হাতে টাকা পাওয়া পর্যন্ত দিকনির্দেশনা দেওয়া হবে।
চ্যানেল - https://t.me/EarnFromOnlineWithMe
যারা প্রতিদিন ১০/২০ মিনিট সময় দিতে পারবেন, ধৈর্য আছে তারা জয়েন করতে পারেন।
আর দ্বিতীয়ত এখন থেকে এই চ্যানেলে আপনারা নিয়মিত পোস্ট পাবেন। আপনার আমার জানা,আজানা উপকারী পোস্টগুলো এখন থেকে নিয়মিত পাবেন। আপনারা কোন ধরনের পোস্ট চান, কোন বিষয়গুলো জানতে চান, এগুলো কিন্তু কমেন্টে জানাইতে পারেন । পোস্টে একটা রিয়াক্ট একটা কমেন্ট এইটা চাইতেই পারি। আপনাদের কাছে আমার অনুরোধ যে পোস্টে রিয়েক্ট,কমেন্ট করবেন।
গতকাল টেলিগ্রাম এয়ার ড্রপ সম্পর্কে একটি পোস্ট করেছিলাম সেখানে মোটামুটি ভালই সাড়া পেয়েছি।
যারা জানেন না টেলিগ্রাম এয়ার ড্রপ কি তাদের জন্য একদম সংক্ষিপ্ত ভাবে বলি, এটা হচ্ছে একটা বিজ্ঞাপনের মত। কোন কোম্পানি তাদের নতুন কোনো টোকেন/প্রোডাক্ট যখন বাজারে আসে তখন সবার সাথে পরিচিত করার জন্য এয়ার ড্রপ লঞ্চ করে । এই এয়ার ড্রপের মাধ্যমে মেম্বারদের দ্বারা উক্ত কোম্পানি তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফলো করায় প্রচার করায় জন্য । তার বিনিময়ে আপনাকে তারা টোকেন দেবে বিভিন্ন শর্তসাপেক্ষে। ওই টোকেন গুলো আপনি ক্রিপিটোকারেন্সিতে কনভার্ট করতে পারবেন এবং সেই ক্রিপ্টোকারেন্সি থেকে টাকা পাবেন।
তবে বিষয়টা যতটা সহজ ভাবে বললাম এতটা সহজ না। কারণ এখানে প্রতিনিয়ত স্কাম হয়। আমি প্রায় এক বছর ধরে এয়ার ড্রপ নিয়ে অল্প অল্প কাজ করছিলাম, তবে কখনো পেমেন্ট পাইনি। খুব বেশি ভরসাও ছিল না। তবে গত মাসে হঠাৎ করেই একটাই আর ড্রপ থেকে অল্প কিছুদিন কাজ করার পরও ৫৪ ডলার ইনকাম করি। যদি সত্যি কথা বলি তাহলে আমার তেমন কোন কাজই করা লাগেনি। আমি শুধুমাত্র প্রতিদিন একবার চেক ইন করেছি, আর দশ মিনিট টাইম দিয়ে ওদের বিভিন্ন টাস্কগুলা কমপ্লিট করেছি। তার বিনিময়ে শুধুমাত্র একটাই প্রজেক্ট থেকেই ৫৫০০ টাকার মত ইনকাম করেছি।
এজন্যই এটা নিয়ে আপনাদের সামনে বললাম। এখনো কিছু এরকম ভেরিফাইড প্রজেক্ট আছে যেগুলা থেকে ইনকাম হইতে পারে (তবে ১০০% নিশ্চিত না)।
আপনি যদি দৈনিক ১০ থেকে ১৫ মিনিটের মতো সময় দিতে পারেন, তারা এই প্রজেক্ট গুলোতে জয়েন করতে পারেন। আপনার কাজ হল প্রতিদিন এয়ারড্রপ গুলোতে চেকইন দেওয়া। আর দশ মিনিট টাইম দিয়ে তাদের টাস্ক গুলো কমপ্লিট করা।
আমি এখানে কিছু ভেরিফাইড প্রজেক্ট এর লিংক দিচ্ছি যেগুলো থেকে টাকা পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। আপনি শুধু এখানে এখান থেকে জয়েন করবেন। এরপর বাকি কাজগুলো কিভাবে করবেন এর জন্য আমি একটা চ্যানেলের লিংক দিচ্ছি ওইখানে এই প্রজেক্টগুলার দৈনিক টাস্কগুলো কিভাবে কমপ্লিট করবেন ,ওরা নিয়মিত আপডেট দেয় ।
এই যে পাঁচটি প্রজেক্ট শেয়ার করলাম, পাঁচটাই মোটামুটি ভেরিফাইড প্রজেক্ট। এগুলোতে আপনার কাজ শুধুমাত্র জয়েন করে দৈনিক চেক ইন করা। আর দৈনিক কিছু টাস্ক কমপ্লিট করা।
দৈনিক কাজ করার জন্য এই চ্যানেল ফলো করতে পারেন- https://t.me/makebyonlinechannel
সন্ধানে। Sondhane
05 Sep, 08:43
1,192
টেলিগ্রাম এয়ার ড্রপ (Airdrop) নিয়ে কেউ কাজ করেন ?
কারো কোন ধারণা আছে এয়ার ড্রপ নিয়ে ?
এয়ারড্রপ থেকে কেউ কোন কিছু ইনকাম করছেন,আমার ঐই গ্রুপের সদস্যরা কেউ ?
সন্ধানে। Sondhane
14 Jul, 09:00
2,263
মোবাইল ফোন হারালে কি করবেন ?
একদম বিস্তারিত বলছেন- এইআই শামিম স্যার।
এরকম আরো তথ্যবহুল, অজানা, প্রয়োজনীয় কিছু জানতে আমাদের সাথেই থাকুন। আপনাদের পরিচিতজনদের সাথে আমাদের চ্যানেলের কথা শেয়ার করেন।
আপনারা আর কোন বিষয় জানতে চান কমেন্টে আমাদের জানাতে পারেন। @sondhane
সন্ধানে। Sondhane
05 Jul, 04:39
2,409
কিভাবে মোবাইল/কম্পিউটারে খেলা দেখবেন????
চলছে কেপা আমেরিকা,ইউরো - বর্তমানে বেশিরভাগ সময় দেখা যায় ফুটবল ম্যাচ গুলো কোথায় এবং কিভাবে দেখা যায় তা নিয়ে অনেক মানুষ জিজ্ঞাসা করে থাকেন। তা নিয়ে বিস্তারিত থাকছে আজকে!
আশা করছি আপনাদের উপকারে আসবে আমার অ্যাপস ও ওয়েবসাইট গুলো।
🔗𝐀𝐩𝐩𝐬:
1. Sportzfy 2. Krira TV 3. GHD Sports 4. Yacine Tv App 5. Live Football Tv HD 6. HD Streamz 7. Rapid Streamz 8. Soccery Tv 9. Koko Football (IOS)
(বিঃদ্রঃ এই এপ্লিকেশনগুলো প্লেস্টোরে পাওয়া যাবে না। গুগলে সার্চ করলে পেয়ে যাবেন।)
এছাড়া আপনারা আপনাদের ইন্টারনেট সংযোগদাতাদের থেকে এফটিপি সার্ভার সংগ্রহ করতে পারেন যেখান থেকে সহজেই আপনারা সকল টিভি চ্যানেল দেখতে পারবেন।
(বি:দ্র: সকল ওয়েবসাইট এবং অ্যাপস কাজ নাও করতে পারে এজন্য বিকল্প কিছু অ্যাপস ও ওয়েবসাইট দেওয়া হয়েছে। আশা করি আপনাদের উপকারে আসবে)
•collected
To know more Connect with us - @sondhane
সন্ধানে। Sondhane
19 Jun, 10:04
2,017
সতর্কতামূলক পোস্ট !
বর্তমানে রাসেল ভাইপার সাপের আতঙ্ক চারদিকে ভয়ংকর আকারে ছড়িয়ে পড়েছে।
বাংলাদেশের কোন জেলায় রাসেল ভাইপারের প্রকোপ কেমন তা এই ছবির মাধ্যমে জানতে পারবেন।
@sondhane
সন্ধানে। Sondhane
16 Jun, 09:08
1,979
যেভাবে পড়বেন ঈদের নামায।
সবাইকে অগ্রিম ঈদুল আযাহার শুভেচ্ছা ❤️
@sondhane
সন্ধানে। Sondhane
09 Jun, 16:13
1,972
স্টুডেন্ট একাউন্ট।
বিকাশে নতুন একটা সিস্টেম চালু করছে "স্টুডেন্ট একাউন্ট"। ১৪ -১৮ বছরের বয়সীরাও বিকাশ খুলতে পারবে NID ছাড়া।ডিজিটাল জন্মসনদ দিয়েই।
একাউন্ট খুলতে যা লাগবে - ১। ডিজিটাল জন্ম সনদ (হাতে লেখা জন্মসনদ হলে হবেনা) ২। বাবা অথবা মা এর বিকাশ একাউন্ট ৩। বাবা অথবা মা এর নাম্বারে যাওয়া OTP স্টুডেন্ট একাউন্ট দিয়ে যে সকল সার্ভিস ব্যবহার করা যাবে: 📌 সেন্ড মানি 📌 পেমেন্ট করা যাবে কেনাকাটা অথবা খাবার অর্ডারের 📌 যেকোনো নাম্বারে মোবাইল রিচার্জ 📌 বিল পরিশোধ 📌 স্কুল বা কলেজের বেতন
To know more connect with us - @Sondhane
সন্ধানে। Sondhane
02 May, 02:40
2,112
যে সকল বাড়িতে প্রিপেইড মিটার আছে তারা সংগ্রহ করে রাখতে পারেন -
800 : মোট বিদ্যুৎ ব্যবহারের পরিমান। 801 :বর্তমান ব্যালেন্সের (টাকা) পরিমাণ। 802: বর্তমান তারিখ দেখা। 803: বর্তমান সময় দেখা। 804 : মিটারের সিরিয়াল নাম্বার। 806 : রিলে সংযোগ বিচ্ছিন্নের কারণ 807 : মিটারের অবস্থা দেখা। 808 : বর্তমান সংযুক্ত লোড 809 : ট্যারিপের সূচক দেখা। 810 ইমার্জেন্সি ব্যালেন্সের পরিমাণ 811 ইমার্জেন্সি ব্যালেন্স সচল (Activate) করতে 812 : সংকেত (Alarm) বন্ধ করা. 813 : কত দিনের বিদ্যুতের ব্যবহার 814 : বর্তমান মাসের বিদ্যুত ব্যবহারের পরিমান 815 : সর্বশেষ রিচার্জের তারিখ 816 : সর্বশেষ রিচার্জের সময় 817 : সর্বশেষ রিচার্জের পরিমাণ 819 : বিদ্যুত বন্ধের সময়