অলস ~ olosbd.com @olosbd Channel on Telegram

অলস ~ olosbd.com

@olosbd


❝অলস❞ একটি এডুকেশনাল প্ল্যাটফর্ম।

তোমার একাডেমিক এন্ড এডমিশনের বিশ্বস্ত সঙ্গী!

Lazy but Smart...

অলস ~ olosbd.com (Bengali)

অলস হল একটি এডুকেশনাল প্ল্যাটফর্ম, যা তোমার একাডেমিক এন্ড এডমিশনের বিশ্বস্ত সঙ্গী। এই চ্যানেলে তুমি পৌঁছবো এমন তথ্যগুলির দিকে যেগুলি একাডেমিক ক্যারিয়ারে তোমার সাহায্য করতে পারে। এখানে তুমি এমন নির্দিষ্ট টিপস এবং পরামর্শ পেতে পারবো যা তোমার পড়াশোনা এবং অধ্যায়নে তোমার সাথে হয়ে যাবে। তাহলে অলসে যোগ দিয়ে তুমি হয়ত অলস হলো না, তারিও তুমি মিষ্টি হবো স্মার্ট এবং একাডেমিক ক্যারিয়ারে তোমার সাফল্যের পথে।

অলস ~ olosbd.com

17 Nov, 13:18


ডেঙ্গু হইছিলো🥲

শরীর এখনো বেশ দূর্বল, সকলের দোয়া চাই 🤲

অলস ~ olosbd.com

12 Nov, 04:00


পড়া হলে “Done” কমেন্ট করো 🔥

Join: @BiologyHour @olosbd

👨‍🏫 ভার্সিটি ‘ক’ প্রিপারেশন

অলস ~ olosbd.com

11 Nov, 06:39


সঠিক উত্তর কমেন্ট করো 🔥

Join: @PhysicsHour @olosbd

👨‍🏫 ভার্সিটি ‘ক’ প্রিপারেশন

অলস ~ olosbd.com

07 Nov, 15:46


Last REMAINDER! 🚀

অলসের ভার্সিটি ‘ক’ এক্সাম ব্যাচে ৪১০/- টাকায় এনরোল করার শেষ দিন আজ!! ❤️‍🔥

এই ডিসকাউন্ট ভর্তি হওয়ার এটাই শেষ সুযোগ 🤯

ভর্তি হতে বিকাশ/নগদে সেন্ড মানিঃ
01521712060

পেমেন্ট পাঠিয়ে নিচের ফর্ম পূরণ করতে হবে।
https://forms.gle/bhZmUb8q3Bpa6i2P8

অফারটি শুধুমাত্র আজ রাত ১২টা পর্যন্ত প্রযোজ্য!

মনে রাখবে, অফার শেষ হলে ইউসুফ সরকার তার মুল্য দিবে না। তাই, নিজ খরচে অলসের ভার্সিটি ‘ক’ এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যাও 👀👀

অলস ~ olosbd.com

07 Nov, 07:52


তাই, নিজ খরচে অলসের ভার্সিটি ‘ক’ এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যাও 👀👀

অলস ~ olosbd.com

06 Nov, 17:47


চরম মূল্য কার্ড পেতে অলসের ভার্সিটি ‘ক’ এক্সাম ব্যাচে ভর্তি হও। তাহলে হাতে হাতে কার্ড পেয়ে যাবে 🥱

অলস ~ olosbd.com

06 Nov, 17:04


Last REMAINDER! 🚀

Study On Telegram!(SOT) ৩০ হাজার মেম্বারের খুশি উপলক্ষ্যে অলসের ভার্সিটি ‘ক’ এক্সাম ব্যাচে ৩৫০/- টাকায় এনরোল করা যাবে আর মাত্র ১ঘণ্টা❤️‍🔥

৫০% ডিসকাউন্ট পাওয়ার এটাই শেষ সুযোগ 🤯

ভর্তি হতে বিকাশ/নগদে সেন্ড মানিঃ
01521712060

পেমেন্ট পাঠিয়ে নিচের ফর্ম পূরণ করতে হবে।
https://forms.gle/bhZmUb8q3Bpa6i2P8

অফারটি শুধুমাত্র আজ রাত ১২টা পর্যন্ত প্রযোজ্য!

অলস ~ olosbd.com

06 Nov, 13:51


Study On Telegram!(SOT) ৩০ হাজার মেম্বারের খুশি উপলক্ষ্যে অলসের ভার্সিটি ‘ক’ এক্সাম ব্যাচে ৩৫০/- টাকায় এনরোল করা যাবে❤️‍🔥

অনেকে অনুরোধ করেছে যেনো রাত ১২টা পর্যন্ত অফারের সময় বাড়ানো হয়!🙂 এজন্য অফার চলবে ১২টা পর্যন্ত। এরপর কিন্তু আর কোনভাবেই অফারের সময় বাড়ানো হবে না।

৫০% ডিসকাউন্ট 🤯

ভর্তি হতে বিকাশ/নগদে সেন্ড মানিঃ
01521712060

পেমেন্ট পাঠিয়ে নিচের ফর্ম পূরণ করতে হবে।
https://forms.gle/bhZmUb8q3Bpa6i2P8

অফারটি শুধুমাত্র ৬ই নভেম্বর সকাল ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত প্রযোজ্য!

অলস ~ olosbd.com

06 Nov, 12:38


মাশা আল্লাহ ❤️

পোলাপান সময়ের গুরুত্ব বুঝতেছে!

অফারের কিন্তু আর ১ ঘন্টা বাকি🥲

অলস ~ olosbd.com

05 Nov, 18:34


Study On Telegram!(SOT) এখন ৩০ হাজার+ মেম্বারের পরিবার🥹

এই খুশি উপলক্ষ্যে ৩০০০০ হাজার সেকেন্ডের জন্য অলসের ভার্সিটি ‘ক’ এক্সাম ব্যাচে ৩৫০/- টাকায় এনরোল করা যাবে❤️‍🔥

৫০% ডিসকাউন্ট 🤯

ভর্তি হতে বিকাশ/নগদে সেন্ড মানিঃ
01521712060

পেমেন্ট পাঠিয়ে নিচের ফর্ম পূরণ করতে হবে।
https://forms.gle/bhZmUb8q3Bpa6i2P8

অফারটি শুধুমাত্র ৬ই নভেম্বর সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রযোজ্য!

অলস ~ olosbd.com

05 Nov, 14:00


সট(SOT) ৩০ হাজার মেম্বারের পরিবার হয়েছে, এ উপলক্ষ্যে সটের মেম্বাররা আলসের কোর্সে ছাড় পাবে না তা কি হতে পারে নাকি🥹

শীঘ্রই ভার্সিটি ‘ক’ এক্সাম ব্যাচে সটের মেম্বারদের জন্য ছাড়ের ঘোষণা আসতেছে...

(ছাড় কিন্তু অল্প সময়ের জন্য থাকবে🙂)

অলস ~ olosbd.com

05 Nov, 11:46


আমাদের ভার্সিটি 'ক' এক্সাম ব্যাচেও ইনশাআল্লাহ এমনই সাপোর্ট পাবে 🤍

☑️ কোর্সের বিস্তারিত

📆 কোর্সের রুটিন

অলস ~ olosbd.com

04 Nov, 19:39


আজকের ক্লান্তি, আজকের ত্যাগ, একদিন তোমাকে নিয়ে যাবে এক উজ্জ্বল ভবিষ্যতের পথে, যেখানে তোমার সকল স্বপ্নের প্রাপ্তি অপেক্ষা করছে। অন্যরা হয়তো তোমার লড়াইয়ের মূল্য বোঝে না, কিন্তু তাদের অজ্ঞতার মাঝেও তুমি লিখে চলেছ এক মহাকাব্যের কাহিনি, যেখানে তোমার পরিশ্রম ও আশা একসাথে মিলে দিচ্ছে নতুন আশা।

অলস ~ olosbd.com

04 Nov, 08:47


প্রশ্ন

শুধু এক্সাম থাকলে তো আমাদের সাথে অন্যদের পার্থক্য থাকতো না!
☑️ প্রিমিয়াম গাইডলাইন
☑️ ডেইলি টাস্ক

────────────────
👨‍🏫 ভার্সিটি ‘ক’ প্রিপারেশন

অলস ~ olosbd.com

03 Nov, 17:36


জীবনমুখী কথা - ০৭

জীবনের পথে চলতে গিয়ে তুমি অনেক সমস্যার সম্মুখীন হবে। কখনো পরিস্থিতি তোমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং তোমার প্রিয় মানুষগুলোও তোমার পাশে থাকবে না। কিন্তু এই সময়গুলোতেই নিজেকে টিকিয়ে রাখা এবং এগিয়ে যাওয়ার জন্য শক্তি অর্জন করা জরুরি।

বেশিরভাগ সময় মানুষ তোমার কষ্ট বা পরিশ্রমটুকু দেখবে না, তারা তোমার ভুল বা ব্যর্থতাগুলো নিয়ে অনবরত কথা বলে যাবে। জীবনের এমন মূহুর্তগুলোতে মনে রাখতে হবে মানুষের কথা বা সমালোচনা তোমার পথ নির্ধারণ করবে না, বরং তুমিই তোমার পথ নির্ধারণ করবে।

নিজের উপর বিশ্বাস রাখো এবং ধারাবাহিক ভাবে পরিশ্রম করে যাও। দেখবে তুমি সাফল্যের কাছে যাওয়া লাগবে না বরং সাফল্য তোমার কাছে এসে ধরা দিবে।

তাই, জীবন যখন কঠিন হয়ে যায়, নিজেকে সামলে নিয়ে আবার উঠে দাঁড়াও। মনে রেখো, যতবারই তুমি ব্যর্থ হবে, ততবারই উঠে দাঁড়ানোর ক্ষমতা তোমাকে আরও শক্তিশালী করবে।

পর্ব-০৬

───────────────
👨‍🏫
ভার্সিটি ‘ক’ প্রিপারেশন

অলস ~ olosbd.com

03 Nov, 16:18


প্রযুক্তি জীবন কত সহজ করে দিয়েছে🥰

দিন নাই রাত নাই যেকোন সময় স্টুডেন্টরা ভর্তি হতে পারতেছে, আলহামদুলিল্লাহ!❤️‍🔥

১০-১২ বছর আগেও কিন্তু জীবন এতো সহজ ছিলো না!!

অলস ~ olosbd.com

03 Nov, 15:55


তাড়াহুড়ো করে কোনমতে প্রস্তুতি

ধীরে সুস্থে ইফেক্টিভলি প্রস্তুতি

অলস ~ olosbd.com

03 Nov, 15:25


ভার্সিটি ‘ক’ এক্সাম ব্যাচ রুটিন

বিস্তারিতঃ https://t.me/olosBD/498

অলস ~ olosbd.com

24 Oct, 03:36


📆 Admission Calendar
————————————————————
Admission Info in One Page!


💠 সময়কালঃ

✓ যেকোনো ইউনিভার্সিটির বিভিন্ন ইউনিটের পরীক্ষার তারিখ

✓ পরীক্ষার আর কতদিন বাকি, সেটির কাউন্টডাউন



💠 তথ্যকণিকাঃ

✓ সার্কুলার

✓ প্রশ্নব্যাংক

✓ পরীক্ষার তারিখ ও সময়

✓ মানবন্টন

✓ সিলেবাস

✓ সেকেন্ড টাইম আছে কি না। থাকলে কত মার্ক কাটে

✓ নেগিটিভ নাম্বার কত

✓ ক্যালকুলেটর ব্যাবহার করা যায় কি না। ব্যবহার করা গেলে কোন ক্যালকুলেটর ব্যবহার করা যাবে

(সব তথ্য পেতে ডানে-বামে স্ক্রোল করতে হবে।)



💠 আবেদনঃ

✓ আবেদনের শুরু ও শেষ তারিখ

✓ আবেদন শেষ হওয়ার আর কত সময় বাকি, তার কাউন্টডাউন

✓ আবেদন ফি

✓ আবেদন লিংক

(সব তথ্য পেতে ডানে-বামে স্ক্রোল করতে হবে।)



💠 প্রবেশপত্রঃ

✓ প্রবেশপত্র কবে থেকে কবে ডাউনলোড করা যাবে

✓ প্রবেশপত্র ডাউনলোড লিংক


💠 ফলাফলঃ

✓ ফলাফল কবে দিবে

✓ ফলাফল দেখার লিংক


📲 অ্যান্ড্রয়েড অ্যাপ লিংক
  |
🔗 ওয়েবসাইট লিংক
  |
⬇️ ডাউনলোড লিংক
  |
🍏 কীভাবে আইফোনে এডমিশন ক্যালেন্ডার তোমার ফোনের হোমপেজে যুক্ত করবে


Designed & Developed by:
────────────────
👨‍💻 <MNR World/>

Powered by:
────────────────
🎓 Study on Telegram!

অলস ~ olosbd.com

22 Oct, 18:28


দুনিয়াতে কঠিন বিষয় গুলোর মধ্যে অন্যতম হলো উপার্জনের ক্ষেত্রে হালাল হারাম মেনে চলা। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা হারামকে হারাম মনে করি না, হালাল মনে করি। আবার অনেকে তো আরেকটু এগিয়ে হারামকে হালাল প্রমাণে উঠে পড়ে লাগেন সাথে আরো অনেক মানুষকে সেই হারাম উপার্জনের পথ দেখান। আমাদের অনেক যুবক ভাই হারাম উপার্জন করছেন, যা তারা নিজেরাও জানেন না।

একটু সময় নিয়ে আমাদের ভাবা উচিৎ আমাদের উপার্জন সম্পূর্ণ হালাল কিনা। যেখানে সন্দেহের অবকাশ আছে সেসব উপার্জনের পন্থা আমাদের এড়িয়ে চলা উচিৎ।

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের সকলকে নেক সুরতে শয়তানের ধোঁকা থেকে বেচে থাকার তাওফিক দান করুক। আমিন।

অলস ~ olosbd.com

22 Oct, 18:28


Channel photo updated

অলস ~ olosbd.com

21 Oct, 18:25


গতকাল রাতে স্টুডেন্টের জন্য কিছু বাড়ির কাজ লিখছিলাম,,,পরের দিন পরাবো তাই! তো আমি একটু ওয়াশরুমে যায়,,,পরে ওয়াশরুমে গিয়ে শুনতে পায় আমার রুমে আমার স্টুডেন্ট কান্না করছে! আর বলতেছে স্যার আমার হাত কেটে গেছে প্লিজ তারাতাড়ি আসেন আপনি! আশ্চর্য রাতের ২:৪৫ এ আমার স্টুডেন্ট আসবে কেমনে?? তাও তারাতাড়ি বের হয়ে এপাশ ওপাশ খুঁজে দেখি কাউকে দেখলাম নাহ! পরে খাতায় চোখ যাওয়াতে ফ্লোরে আর খাতায় রক্ত দেখতে পায়!
আসলে আমি খুব ভয়ে আছি!

© কালেক্টেড

(ভাই আমি সত্য মিথ্যা কিছু জানি না, তোরা ভয় পাইলেই হলো। )

অলস ~ olosbd.com

21 Oct, 10:47


সঠিক উত্তর কমেন্ট করো 🔥

Join: @PhysicsHour @olosbd

অলস ~ olosbd.com

20 Oct, 16:58


Sorry but.....

অলস ~ olosbd.com

19 Oct, 15:18


সঠিক উত্তর কমেন্ট করো 🔥

Join: @BiologyHour @olosbd

অলস ~ olosbd.com

19 Oct, 06:57


সঠিক উত্তর কমেন্ট করো 🔥

Join: @ChemistryHour @olosbd

অলস ~ olosbd.com

18 Oct, 11:43


সঠিক উত্তর কমেন্ট করো 🔥

Join: @PhysicsHour @olosbd

অলস ~ olosbd.com

18 Oct, 09:25


জীবনমুখী কথা - ০৪

আমার এক ছাত্র এডমিশনে এসে অনেক অনেক প্র্যাকটিস করেও পরীক্ষায়(কোচিং এর‌) ভালো ফলাফল হচ্ছিলো না।

সে অনেক হতাশ হয়ে গেলো, যে এতো প্র্যাকটিস করেও যেহেতু পারে না সেহেতু তার দ্বারা কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব না।

তো ঘটনার মূলে গিয়ে দেখা গেলো আসলে প্র্যাকটিস করে ঠিকই কিন্তু উত্তর দেখে দেখে প্র্যাকটিস করে। এজন্য সে যখন প্র্যাকটিস করে তখন সব পারে প্র্যাকটিস শেষে কেউ জিজ্ঞেস করলে বা পরীক্ষায় আসলে আর পারে না।

সেই ছাত্রের মতো আরো অনেকেই আছো। প্র্যাকটিস করার সময় উত্তর দেখা যাবে না। উত্তর দেখে দেখে করলে সেটা আর প্র্যাকটিস হয় না।

এডমিশন হলো প্রতিযোগিতা, তোমার থেকে একটু বেশি টেকনিক্যাল আর স্ট্র্যাটেজিক্যাল যে হবে সে চান্স পাবে।

শুধু পরিশ্রম করলে করলে হবে না, স্ট্র্যাটেজিক্যাল ভাবে পরিশ্রম করতে হবে।

পর্ব - ০৩

অলস ~ olosbd.com

17 Oct, 08:29


জীবনমুখী কথা - ০৩

তোমার কোন কোন পাকনা বন্ধু বলবে ভার্সিটি প্রিপারেশন নিয়ে ইঞ্জিনিয়ারিং কভার করা যাবে। বিশ্বাস করো ঘটনা সম্পূর্ণ উল্টা হয়।

তো তুমি যদি ইঞ্জিনিয়ারিং এর সাথে সাথে ভার্সিটি প্রিপারেশন কভার করতে চাও তাহলে বায়োলজি এক্সট্রা করে রুটিনে রাখবা। আর মেডিক্যাল এর সাথে ভার্সিটি ব্যাক-আপ রাখতে চাইলে ম্যাথ অল্প অল্প করে শেষ করে রাখবা

ইঞ্জিনিয়ারিং এক্সাম শেষ করে বায়োলজি প্রিপারেশন নিয়ে তারপর ভার্সিটির এক্সামে বসার মতো সময় না পাওয়ার সম্ভাবনা বেশি। মেডিক্যালের ক্ষেত্রেও সেইম কথা। ম্যাথ অল্প অল্প শেষ করে রাখবা, শেষে দেখবা তুমি অন্যদের থেকে ভালো পরিমাণে আগায়ে আছো।

কয়েক জায়গায় একসাথে চান্স পাওয়ার এটাই হলো ট্রিক্স! তুমি দেখবা যারা চান্স পায় ওরা একসাথে অনেক জায়গায় চান্স পায়।

পর্ব-০২

অলস ~ olosbd.com

16 Oct, 16:06


জীবনমুখী কথা - ০২

বিভিন্ন কোচিং এ ক্লাস করার সময় দেখবে কিছু কিছু মানুষ এতো ভালো বুঝে, তাদের কাছে তুমি কিছুই না।

তো কিছু বোকা পোলাপান বাসায় এসে হতাশ হয়ে যায় যে, সে কেনো এতো ভালো পারে না।

এখানে দুইটা ফ্যাক্ট কাজ করে,

১। হয় তুমি পর্যাপ্ত প্র্যাকটিস করো না, এজন্য তুমি ভালো পারো না।

২। কিছু কিছু পোলাপান যা পারে তারচেয়ে বেশি দেখায়।

তো এই জিনিসটা এড়িয়ে যেতে হবে। বাসায় প্র্যাকটিস করবা আর ওইসব অতিরিক্ত জানা পোলাপানকে এড়িয়ে চলবা।

কাউকে দেখে ডিপ্রেশনে যাওয়া যাবে না। মনে রাখতে হবে কিছুক্ষণের ডিপ্রেশন তোমাকে অনেক পিছিয়ে নিয়ে যাবে।

পর্ব-০১: ক্লিক

অলস ~ olosbd.com

16 Oct, 09:46


জীবনমুখী কথা - ০১

আমার বন্ধু ‘Y’, এইচএসসি শেষ করেই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন শুরু করে। বেশ ভালো ভাবে প্রস্তুতি নিচ্ছিলো, কোচিং এর পরীক্ষা গুলোতেও ভালো ফল আসছিলো।

তারপর মেডিক্যাল পরীক্ষা কাছে আসতে থাকলো, মাস খানেক আগে তাকে তার এক বড় ভাই বুদ্ধি দিলো মেডিক্যাল প্রিপারেশন শুরু করতে, যেহেতু ইঞ্জিনিয়ারিং পরীক্ষার অনেক সময় বাকি ছিলো তখনো। সাথে বললো, “ তুই মেডিক্যাল এক্সাম দিয়ে আবার ইঞ্জিনিয়ারিং শুরু করিস, তোর প্রিপারেশন ভালো আছে তুই মেডিক্যাল আর ইঞ্জিনিয়ারিং একসাথে ক্র্যাক করতে পারবি।”

আমার বন্ধু ‘Y’ খুশিতে গদগদ হয়ে তার বড় ভাইয়ের কথা মতো চলতে থাকলো। একসময় মেডিক্যাল পরীক্ষা দিলো এবং সে চান্স পেলো না। ঘটনাটা এখানে থেমে থাকলেই হতো।

কিন্তু চান্স না পাওয়ায় সে ডিপ্রেশনে চলে গেলো এবং সে আর ভালোভাবে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কন্টিনিউ করতে পারলো না। ফলাফল যা হওয়ার তাই হলো , মেডিক্যাল বা ইঞ্জিনিয়ারিং কোনটাই তার ক্র্যাক করা হলো না।

তো ভাইয়া তোমরা যারা আমার বন্ধু ‘Y’ এর মতো চিন্তা করতেছো তারা একটু ভেবে চিন্তে কাজ করবা যদি তুমি সুপার ট্যালেন্টেড কেউ না হও।

এডমিশনে ফোকাস ধরে রাখা খুবই কঠিন একটা বিষয়, তুমি একবার ট্র্যাক হারায়ে ফেললে আবার ট্র্যাকে ফেরা প্রায় অসম্ভব ব্যাপার হয়ে যায় বেশিরভাগ সময়। এজন্য অনভিজ্ঞ আর রসকস মাখানো কথা বলা সিনিয়রদের এড়িয়ে চলবা।

আর হ্যাঁ মেন্টর চুজ করার সময় ইমোশনাল মার্কেটিং এর ফাঁদে ভুলেও পা দিও না।

নিয়মিত জীবনমুখী শিক্ষা পেতে ক্লিক করুন এখানে

অলস ~ olosbd.com

15 Oct, 06:53


ছোট্ট একটা ফ্যাক্ট বলি,

এইচএসসি রেজাল্ট তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগ পর্যন্ত কাজে লাগবে! মানুষের এরপরের প্রশ্ন হবে বিশ্ববিদ্যালয় নিয়ে।

যারা ভালো করেছো অভিনন্দন , আর যারা খারাপ করেছো তাদের জন্য তাদেরকেও অভিনন্দন কারণ নিজেকে প্রমাণ করার আরো সুযোগ তুমি পাচ্ছো।

আজকের আনন্দ বেদনা আজকের মধ্যেই সীমাবদ্ধ রাখার চেষ্টা করো! বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করো ভালো ভাবে।

তোমার রেজাল্ট যদি আশানুরূপ না হয় তাহলে এক্সপেরিয়েন্সড কারো সাথে কথা বলে প্রয়োজনে ভর্তি পরীক্ষার প্রস্তুতি ট্র্যাক চেঞ্জ করো।

আর পুরো জার্নিতে অভিজ্ঞ কোন মেন্টরের গাইডলাইনে থাকার চেষ্টা করিও।

সবার জন্য শুভকামনা!

অলস ~ olosbd.com

13 Oct, 17:11


'২৪ এর এডমিশনে 'অলস' থেকে কোন কোর্সটি সর্বপ্রথম আসছে অনুমান করো দেখি 👀

ও হ্যাঁ, সঠিক অনুমান কারী ৫ জনকে দেওয়া হবে প্রথম আসা কোর্সে ৫০% ডিসকাউন্ট!


All Eyes on OLOS!

অলস ~ olosbd.com

11 Oct, 16:43


অল্পসময়ে কনসেপ্টসহ কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করার জন্য নিচের ক্লাসটি দেখতে পারো। যদিও ক্লাসটি GST পরীক্ষাকে কেন্দ্র করে নেওয়া হয়েছিলো , কৃষির জন্যও সমান গুরুত্বপূর্ণ।

ক্লাসে আলোচিত অধ্যায়সমূহঃ
১। ম্যাট্রিক্স
২। সরলরেখা
৩। বৃত্ত


ক্লাস লিংকঃ
https://www.youtube.com/live/b0MSlM7vORo?t=400&si=J7AFq5Z80fDwGh7A

অলস ~ olosbd.com

06 Oct, 11:32


গুরুত্বপূর্ণ আবিষ্কার