মেজর ডালিমের বাম হাতের কনিষ্ঠা আঙ্গুল নেই কেন জানেন?
১৯৭১ সালে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে ৪নং সেক্টরের (সিলেট-মৌলভীবাজার) আদেশে তিনি আমার গ্রামে (দিলকুশ-লাঠিটিলা) যুদ্ধ করতে আসেন। আসার পর পাকিস্তানি ক্যাম্পে আক্রমণ করার জন্য যুদ্ধ পরিকল্পনা সাজান। প্ল্যান অনুযায়ী তিনটা গ্রুপ নিয়ে তিনি যুদ্ধে যান। কিন্তু যুদ্ধ চলাকালীন উনার পরিকল্পনা অনুযায়ী যুদ্ধ করতে গিয়ে মুক্তিযোদ্ধাদের মধ্যে ভুল বুঝাবুঝির কারণে মুক্তিযোদ্ধারা নিজেরা একে অপরকে গুলি করতে শুরু করেছিলেন। হঠাৎ হাতে গুলি লাগার কারণে উনি আহত হোন। পরে হাতে ব্লিডিং অবস্থায় ৯০ মাইল দূরে গিয়ে চিকিৎসা নেন। হাতের উন্নতি না হওয়ায় পরে তিনি ডাক্তার এবং বন্ধু (বাপ্পির) তীব্র অনুরোধে কলকাতায় চিকিৎসার জন্য যান। কলকাতায় গিয়ে হাতে ইনফেকশন ধরা পড়ার কারণে উনার বাহাতের কনিষ্ঠা আঙ্গুল কেটে ফেলা হয়। 😥
আমার গ্রামঃ মৌলভীবাজার জেলার, জুড়ী উপজেলার, গোয়ালবাড়ি ইউনিয়নে।🥰
রেফারেন্স: আমার কমন্টে দেওয়া আছে।
Amran Uddinin