‼️🚨কর্মসূচি- জমায়েত🚨‼️
র্যাব - ১০ এর ফরিদ উদ্দিনের গ্রেফতারের দাবিতে জমায়েত।
যাত্রাবাড়ি ম্যাসাকারের অন্যতম রুপকার র্যাব-১০ এর CO ফরিদ উদ্দিন কে গ্রেফতারের দাবিতে ও তাকে গ্রেফতার না করে খাগড়াছড়ি এপিবিএন ট্রেনিং সেন্ট্রারে যেটা রাঙ্গামাটি হিল ব্যাটালিয়নের অধীনস্থ (মিলিটারি পুলিশ) এ
পদায়ন (বর্তমানে সেখানে নেই) করার প্রতিবাদে গন জমায়েত।
👉স্থান: উত্তরা জসিমউদদীন
👉সময়: আজ বিকাল ৪.৩০
পরবর্তী গন্তব্য সেখান থেকে জানানো হবে। সেখানে নির্দেশনা যেভাবে দেয়া হবে এর বাইরে কেউ কিছু করবেন না।
উল্লেখ্য, আমরা নিশ্চিত হয়েছি ফরিদ উদ্দিন বর্তমানে তার কর্মস্থল যেখানে বদলি করা হয়েছিলো খাগড়াছড়ি এপিবিএন ট্রেনিং সেন্ট্রারে যেটা রাঙ্গামাটি হিল ডিস্ট্রিক্ট ব্যাটালিয়নের অধীনস্থ (মিলিটারি পুলিশ) এ অনুপস্থিত আছে।
PUSAB
র্যাব - ১০ এর ফরিদ উদ্দিনের গ্রেফতারের দাবিতে জমায়েত।
যাত্রাবাড়ি ম্যাসাকারের অন্যতম রুপকার র্যাব-১০ এর CO ফরিদ উদ্দিন কে গ্রেফতারের দাবিতে ও তাকে গ্রেফতার না করে খাগড়াছড়ি এপিবিএন ট্রেনিং সেন্ট্রারে যেটা রাঙ্গামাটি হিল ব্যাটালিয়নের অধীনস্থ (মিলিটারি পুলিশ) এ
পদায়ন (বর্তমানে সেখানে নেই) করার প্রতিবাদে গন জমায়েত।
👉স্থান: উত্তরা জসিমউদদীন
👉সময়: আজ বিকাল ৪.৩০
পরবর্তী গন্তব্য সেখান থেকে জানানো হবে। সেখানে নির্দেশনা যেভাবে দেয়া হবে এর বাইরে কেউ কিছু করবেন না।
উল্লেখ্য, আমরা নিশ্চিত হয়েছি ফরিদ উদ্দিন বর্তমানে তার কর্মস্থল যেখানে বদলি করা হয়েছিলো খাগড়াছড়ি এপিবিএন ট্রেনিং সেন্ট্রারে যেটা রাঙ্গামাটি হিল ডিস্ট্রিক্ট ব্যাটালিয়নের অধীনস্থ (মিলিটারি পুলিশ) এ অনুপস্থিত আছে।
PUSAB