GK Guide Exam preparation Gk Quiz WBP & KP MCQASK OFFICIAL @mcqgkofficial Channel on Telegram

GK Guide Exam preparation Gk Quiz WBP & KP MCQASK OFFICIAL

@mcqgkofficial


You will get answers to all kinds of questions in this group every day. Our MCQGK OFFICIAL GROUP Brings You Daily Quiz Episode Where You Can Answer The Quiz Very Easily.

https://t.me/mcqgkofficial
https://t.me/mcqgkin

GK Guide Exam preparation Gk Quiz WBP & KP MCQASK OFFICIAL (English)

Are you someone who is looking to enhance their general knowledge? Do you want to prepare for competitive exams with ease? Look no further than the 'GK Guide Exam preparation Gk Quiz WBP & KP MCQASK OFFICIAL' Telegram channel! This channel, with the username @mcqgkofficial, is your one-stop destination for all things related to general knowledge and exam preparation.

In this channel, you will find answers to all kinds of questions every day. Whether you are preparing for a government job exam, competitive entrance test, or simply want to expand your knowledge, the MCQGK OFFICIAL GROUP has got you covered. You can participate in daily quiz episodes where you can answer questions very easily and test your knowledge.

Join the MCQGK OFFICIAL GROUP today and start your journey towards becoming a master of general knowledge. Stay updated with the latest quizzes, improve your knowledge, and prepare yourself for success. Don't miss out on this amazing opportunity to boost your general knowledge and excel in your exams!

To join the channel, click on the following links:

https://t.me/mcqgkofficial
https://t.me/mcqgkin

GK Guide Exam preparation Gk Quiz WBP & KP MCQASK OFFICIAL

08 Sep, 01:52


্দির কোথায় অবস্হিত
> নেপাল
1. ছত্রাকের কোষ প্রাচীরের প্রধান উপাদান কি..?
> কাইনিন বা ছত্রাক সেলুলোজ
2. কোন প্রকার জনন কোষের ক্রোমেজোম সংখ্যা হ্যাপলয়েড..?
> স্পার্মাটিড
3. উদ্ভিদের বাষ্পমোচনের হার কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়..?
> পোটেমিটার
4. কোন মাছকে 'বটম ফিভার' বলে..?
> মৃগেল
5. কোন অঙ্গের আবরণী কলার নাম 'এনডোমেট্রিয়াস'..?
> জরায়ু
6. ফ্লিপার প্যাডেল কোন প্রাণীর দেহে দেখা যায়..?
> তিমি, কচ্ছপ, পেঙ্গুইন
7. মানুষের চোখের বিশ্লেষণী ক্ষমতা কত..?
> ০.২৫--১ মিলিমিটার
8. সরলতম অ্যামাইনো অ্যাসিড কোনটি..?
> গ্লাইসিন
9. লালারসে উপস্থিত প্রধান উৎসেচকের নাম কি..?
> টায়ালিন
10. শৈবাল ও ছত্রাকের সমন্বনয়ে গঠিত উদ্ভিদদেহকে কি বলে..?
> লাইকেন
1.ভারত, পাকিস্তান ছাড়া আর কোন এশিয় দেশের জাতীয় ফল আম ?
: ফিলিপিন্স
2.পৃথিবীর একমাত্র কোন সাপ ডিম পাড়ার জন্যে বাসা তৈরি করে?
:কিং কোবরা
3. পৃথিবীর উচ্চতম পোস্ট অফিসটি কোথায় অবস্হিত ?
: হিকিম ( হিমাচল প্রদেশ )
4. পৃথিবীর বৃহত্তম নদী- দ্বীপের নাম কি?
: মাজুলি
5. ভুবনেশ্বরের প্রাচীন নাম কি ছিল ?
: একাম্রকানন
6. সূর্য মন্দিরের অপর নাম কি ?
: ব্ল্যাক প্যাগোডা
7. মাতৃমন্দির কোন শহরে অবস্হিত?
: আরোডিল ( পুডুচেরি )
8. অস্ট্রেলিয়ার জাতীয় পাখি কি ?
: এমু
9. বুলগেরিয়ার জাতীয় পাখির নাম কি?
: গোল্ডেন ঈগল
10. টাইটনিক জাহাজ কোন শহরে তৈরি হয়?
: বেলফাস্ট
*বর্তমান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর নাম কি?
-ই.কে. পালানিস্বামী
*মানবদেহে সবচেয়ে বড় পরিপাকগ্রন্থির নাম কি?
-লিভার
*"কুমায়নি" কোন রাজ্যের লোকনৃত্য?
-উত্তরাঞ্চল
*বর্তমানেপশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী কে?
-শুভেন্দু অধিকারী
*'গুগল' এর চিফ এক্সিকিউটিভ আফিসারের নাম কী?
-সুন্দর পিচাই
*বর্তমান ইংল্যান্ডের রাণী কে আছেন?
-দ্বিতীয় এলিজাবেথ
*বিশ্ব ব্যাঙ্কের (বর্তমানে)
কে আছেন?
-জিম ইয়ং কিম
*ভারতের প্রাচীনতম আধা সামরিক বাহিনীর নাম কী?
-অসম রাইফেল
*ট্যামিফ্লু' ঔষধটি কোন রোগে দেওয়া হয়?
-বার্ড ফ্লু
*বর্তমানে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ কে?
-বিমান বন্দ্যোপাধ্যায়
*কাশ্মীরের আকবর কাকে বলা হত?
-জয়নাল আবেদিন কে
*ভারতের কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপাদিত হয়?
-কর্ণাটক
*কোয়না জলবিদ্যুত প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ?
-মহারাষ্ট্র
*কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতে ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়?
-61তম
*কাকে ভারতীয় জাতীয়তাবাদে জনক বলা হয়?
-সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
*গীতগোবিন্দ এর রচয়িতা কে?
-জয়দেব
*আরাবল্লি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
-গুরুশিখর
*পৃথিবীর সর্বাধিক লবণাক্ত জলের হ্রদের নাম কী?
-মরুসাগর
*লক্ষ্নৌ শহর কোন নদীর তীরে অবস্থিত?
-গোমতী নদীর
*পশ্চিমবঙ্গের কোথায় তুরগা জলবিদ্যুৎ প্রকল্প তৈরি হতে চলেছে?
-পুরুলিয়ায়
*কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?
-ভিটামিন A
*"Discovery of India" গ্রন্থের রচয়িতা কে?
-জহরলাল নেহরু
*পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
-কলসুবাই
*কোটা শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
-চম্বল নদী
*কোন আসিড কে "King of Acids" বলা হয়?
-সালফিউরিক আসিড (H2SO4)
*ফুসফুসের আবরণীকে কি বলে?
-প্লুরা
*ভারতীয় সুপ্রিমকোর্ট কবে স্থাপিত হয়?
-1950সালে
*ভারতের প্রথম কোন কোনহাইকোর্ট স্থাপিত হয়?
-ক্যালকাটা,বোম্বাই,মাদ্রাজ
*WHO সংস্থার সদর দপ্তর কোথায় ?
-জেনিভা শহরে
কোন মোঘল সম্রাট 'আলমগীর' নামে পরিচিত ?
-ঔরঙ্গজেব
*ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন ?
-লর্ড মাউন্ট ব্যাটেন
*"রাখীবন্ধন" উত্সবের উদ্যোক্তা কে?
-রবীন্দ্রনাথ ঠাকুর
*ভারতের দীর্ঘতম জাতীয় সড়কের নাম কি ?
-NH7
*কলকাতার অক্ষাংশগত মান কত?
-22°34'N
*মাজুলি দ্বীপটি কোন নদীতে অবস্থিত ?
-ব্রহ্মপুত্র (আসাম রাজ্যে)
*দক্ষিন ভারতের দীর্ঘতম নদীর নাম কী?
-গোদাবরী
*ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ এর নাম কি?
-আর্যভট্ট
*বিশ্ব খাদ্য দিবস কবে পালিত হয়?
-16ই অক্টোবর
*"চায়নাম্যান" শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত?
-ক্রিকেট
*MS এক্সেলের মোট কতটি রো (ROW) থাকে ?
-65536টি
*'প্রজাতন্ত্র দিবস 2017' ভারতের কততম প্রজাতন্ত্র দিবস পালিত হবে?
-68তম
*সম্প্রতি কোন ক্রিকেট খেলোয়াড় "পদ্মশ্রী" পুরস্কার পেতে চলেছে?
-বিরাট কোহলি
*বর্তমানে তেলেঙ্গানা রাজ্যের প্রচার দূত কে আছেন?
-সানিয়া মির্জা
*পশ্চিমবঙ্গের বর্তমান অর্থমন্ত্রী কে?
-ড. অমিত মিত্র
*বর্তমানে ভারতের অর্থমন্ত্রীর নাম কি ?
-অরুণ জেটলি
*রিও অলিম্পিক 2016 এর সূচনা অনুষ্ঠান কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়?
-মারকানা স্টেডিয়াম
*দাচিগামা অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
-জম্মু ও কাশ্মীর
*আমীর খসরু কার সভাকবি ছিলেন?
-আলাউদ্দিন খলজির
*'কুমায়নি' কোন রাজ্যের লোকনৃত্য ?
-উত্তরাখণ্ড
*বর্তমানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নাম কি ?
-নিশিতা নির্মল মহাত্রে
*বর্তমানে পশ্চিমবঙ্গে মুখ্যসচিব কে?
-বাসুদেব বন্দ্যোপাধ্যায়
*বর্তমানে আন্তর্জাতিক বিচারালয়ের সভাপতি কে আছেন?
-রনি আব্রাহাম
*ভিটামিন E এর রাসায়নিক নাম কি?
-টোকোফেরল
*কাকে

GK Guide Exam preparation Gk Quiz WBP & KP MCQASK OFFICIAL

15 Aug, 00:57


Happy Independence Day 🇮🇳🇮🇳🇮🇳

GK Guide Exam preparation Gk Quiz WBP & KP MCQASK OFFICIAL

23 Jul, 15:10


*বাজেট হাইলাইটস:*

1. সরকার স্বর্ণ, রৌপ্য 6%, প্লাটিনামের উপর শুল্ক কমিয়ে 6.4% করবে
2. ই-কমার্স অপারেটরদের টিডিএস হার 0.1% এ হ্রাস করা উচিত।
3. টিডিএস খেলাপিদের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি গঠন করা হবে
4. দীর্ঘমেয়াদী মূলধন লাভ কর 12.5% কর আকর্ষণ করতে।
5. নির্দিষ্ট সম্পদের জন্য LTCG ছাড়ের সীমা 1.25 লাখে বৃদ্ধি পেয়েছে
6. নির্দিষ্ট সম্পত্তির জন্য STCG হার 20% বৃদ্ধি পেয়েছে৷
7. দাতব্য প্রতিষ্ঠানের জন্য দুটি কর অব্যাহতি ব্যবস্থা একীভূত করা হবে
8. নতুন Vivad Se Vishwas স্কিম 2024 প্রস্তাবিত
9. বিদেশী কোম্পানির উপর কর্পোরেট কর কমিয়ে 35% করা হয়েছে
10. F&O-এ STT বাড়ে৷
11. NPS% 10% থেকে 14% বৃদ্ধি পাবে
12. সমস্ত করদাতাদের জন্য ফেরেশতা কর বিলুপ্ত
13. শেয়ার বাইব্যাক প্রাপকের হাতে কর দিতে হবে
14. নতুন শাসন আপডেট
- স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়িয়ে 75K করতে হবে
- 15k থেকে 25k পর্যন্ত পারিবারিক পেনশনের উপর কর্তন
- নতুন আয়কর ব্যবস্থার স্ল্যাবে পরিবর্তন
0-3 লক্ষ: শূন্য
3-7 লাখ: 5%
7-10 লাখ: 10%
10-12 লাখ: 15%
12-15 লাখ: 20%
15 লাখের উপরে: 30%

GK Guide Exam preparation Gk Quiz WBP & KP MCQASK OFFICIAL

13 Jul, 18:29


*☑️ ১৩ জুলাই ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স *

*১. প্রতি বছর 13 জুলাই বিশ্বব্যাপী পালিত হয় *'আন্তর্জাতিক রক দিবস'*।

*২। কেন্দ্রীয় সরকার প্রতি বছর 25 জুনকে *'সংবিধান হত্যা দিবস'* হিসাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে।

*৩. *IIT দিল্লী* এবং *প্রসার ভারতী* দিল্লির থ্যাগরাজ স্টেডিয়ামে একটি দুই দিনের রোবট প্রতিযোগিতা, *‘DD Robocon India-2024’* আয়োজন করবে।

*4. সুপ্রিম কোর্ট কলেজিয়াম *বিচারপতি গুরমিত সিং সান্ধাওয়ালিয়া*কে মধ্যপ্রদেশ হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করেছে।

*5. বিখ্যাত কন্নড় অভিনেত্রী এবং দূরদর্শন এবং অল ইন্ডিয়া রেডিওর প্রাক্তন উপস্থাপক, *অপর্ণা*, 57 বছর বয়সে মারা গেছেন।

*6. *নীতি আয়োগ* *SDG ইন্ডিয়া সূচক 2023-24* প্রকাশ করেছে।

*7. *বিচারপতি আলিয়া নীলুম* পাকিস্তানের লাহোর হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হয়েছেন।

*৮। হলিউড আইকন *শেলি ডুভাল* 75 বছর বয়সে মারা গেছেন।

*৯.*বুর্কিনা ফাসো*-এ সমকামিতাকে অপরাধী করা হয়েছে।

*10। ইন্ডিয়া টিভির চেয়ারম্যান এবং এডিটর-ইন-চিফ *রজত শর্মা* নিউজ ব্রডকাস্টার অ্যান্ড ডিজিটাল অ্যাসোসিয়েশন (এনবিডিএ) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

GK Guide Exam preparation Gk Quiz WBP & KP MCQASK OFFICIAL

13 Jul, 18:29


✅️ *প্রাচীন বই এবং লেখক*

1-অষ্টাধ্যায় পাণিনি
2-রামায়ণ বাল্মীকি
3-মহাভারত বেদব্যাস
4-অর্থনীতি চাণক্য
5-মহাভাষ্য পতঞ্জলি
6-শনি সহসারিকা সূত্র নাগার্জুন
7-বুদ্ধচরিত অশ্বঘোষ
8-সৌন্দরানন্দ অশ্বঘোষ
9-মহাবিষয়শাস্ত্র বাসুমিত্র
10- স্বপ্নবাসবদত্ত ভাস
11-কাম সূত্র বাৎস্যায়ন
12-কুমারসম্ভবম কালিদাস
13-অভিজ্ঞান শকুন্তলা কালিদাস 
14-বিক্রমৌর্বশীয় কালিদাস
15-মেঘদূত কালিদাস
16-রঘুবংশম কালিদাস
17-মালবিকাগ্নিমিত্র, কালিদাস
18-নাট্যশাস্ত্র ভরতমুনি
19-দেবীচন্দ্রগুপ্তম বিশাখদত্ত
20-মৃচ্ছকটিকম শূদ্রক
21-সূর্য তত্ত্ব আর্যভট্ট
22-বৃহৎসন্ত বড়মিহির
23-পঞ্চতন্ত্র।                  বিষ্ণু শর্মা
24-কথাসরিতসাগর সোমদেব
25-অভিধম্মকোষ বসুবন্ধু
26-মুদ্ররাক্ষস বিশাখাদত্ত
27-রাবণ বধ।              ভাটিত
28-কিরতার্জুনিয়াম ভারভি
29-দশ রাজপুত্রের চরিত্র ড্যান্ডি
30-হর্ষচরিত বনভট্ট
31-কাদম্বরী বনভট্ট
32-ভাসাবদুত্ত সুবন্ধু
33-নাগানন্দ হর্ষবধন
34-রত্নাবলী হর্ষবর্ধন
35-প্রিয়দর্শিকা হর্ষবর্ধন
36-মালতীমাধব ভবভূতি
37-পৃথ্বীরাজ বিজয় জয়নক
38-করপুরমঞ্জরি রাজশেখর
39-কাব্য মীমাংসা রাজশেখর
40-নতুন হাজার চরিত্র পদম গুপ্ত
41-মৌখিক শৃঙ্খলা রাজকীয় ভোজ
42-বৃহৎকথামঞ্জরী ক্ষেমেন্দ্র
43-নৈষাধাচরিতম শ্রীহর্ষ
44-বিক্রমাঙ্কদেবচরিত বিলহান
45-কুমারপালচরিত হেমচন্দ্র
46-গীতগোবিন্দ জয়দেব
47-পৃথ্বীরাজরসো চন্দ্রবর্দাই
48-রাজতারগিনী কলহন
49-রাসমালা সোমেশ্বর
50-শিশুপাল হত্যা মগ
51-গৌড়বাহো ভাকপতি
52-রামচরিত সন্ধ্যাকরানন্দী
53-দ্বয়শ্রয় কাব্য হেমচন্দ্র

GK Guide Exam preparation Gk Quiz WBP & KP MCQASK OFFICIAL

11 Jul, 02:59


1. ক্ষমতার Si এককটির নাম হল ?
উ: ওয়াট

2. খাদ্যশক্তি কিসের মাধ্যমে পরিমাপ করা হয় ?
উ: ক্যালোরি

3. ব্লটিং পেপার দ্বারা কালির শোষণের কোন প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে ?
উ: ক‍্যাপিলারি

4. মার্স গ্যাস কাকে বলা হয় ?
উ: মিথেন

5. 1 অশ্ব ক্ষমতা = কত ওয়াট ?
উ: 746 ওয়াট

6. 1 নটিক‍্যাল মাইল = কত মিটার ?
উ: 1852 মিটার

7. 1 বার = কত পাসকেল ?
উ: 100000 পাসকেল

8. সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উ: সিমুক

9. বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন ?
উ: হর্ষঙ্ক বংশের

10. বৈদিক যুগের একজন বিদেশি নারী কে ছিলেন ?
উ: লোপামুদ্রা

11. চিরস্থায়ী বন্দোবস্ত এর প্রবর্তন কে করেছিলেন বড়লাট ?
উ: লর্ড কর্নওয়ালিস

12. টাটা কোম্পানি এর প্রতিষ্ঠা করেন কে ?
উ: জামসেদজী টাটা

13. আকবরের সভাকবি তানসেনের আসল নাম কি ছিল ?
উ: রামতনু পান্ডে

14. আকবর কত খ্রিস্টাব্দে মারা যান ?
উ: 1605

15. কত সালে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন পাশ হয় ?
উ: 1876 সালে

16. পরাধীন ভারতের শেষ গভর্নর কে ছিলেন ?
উ: লর্ড মাউন্টব্যাটেন

17. আগ্রার অন্ধ পক্ষী ককে বলা হয় ?
উ: সুরদাস কে

18. মরু অঞ্চলের মাটির অপর নাম কি ?
উ: সিরোজেন

19. ভারতের পূর্ব থেকে পশ্চিমে সর্বাধিক বিস্তার কত কিমি ?
উ: 2933 কিমি

20. পশ্চিমবঙ্গ ও আসামের ভাবর জাতীয় ভূমিরূপকে কী বলে ?
উ: ডুয়ার্স বলে

GK Guide Exam preparation Gk Quiz WBP & KP MCQASK OFFICIAL

11 Jul, 02:59


দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স:10-07-2024

*1. ব্রিটেনের প্রথম মহিলা অর্থ মন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন Rachel Reeves*

*2. উত্তর প্রদেশে 'Ghar Ghar Solar' ইনিশিয়েটিভ লঞ্চ করলো Tata Power*

*3.Generative AI (GenAI) Innovations তালিকায় ভারতের স্থান পঞ্চম; প্রথম স্থানে রয়েছে চীন*

*4.২০২৪ সালে Best Agriculture State Award জিতলো মহারাষ্ট্র*

*5. ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান Chevalier de la Légion d'Honneur" পেলেন রোশনি নাদার*

*6. হোমিওপ্যাথিতে Excellence Award for Pioneering Work পেলেন ডা. অর্পিত চোপড়া*

*7."Outstanding Service"-এর জন্য রাশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান পাচ্ছেন নরেন্দ্র মোদী*

*৪. ওয়াশিংটনে ৩দিন ব্যাপী NATO Summit হোস্ট করবে আমেরিকা*

*9.British Grand Prix 2024 শিরোপা জিতলেন ব্রিটিশ রেসিং কার ড্রাইভার Lewis Hamilton*

*10.Financial Action Task Force (FATF)-এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন মেক্সিকোর Elisa de Anda Madrazo*

GK Guide Exam preparation Gk Quiz WBP & KP MCQASK OFFICIAL

11 Jul, 02:59


* স্ট্যাটিক জিকের গুরুত্বপূর্ণ প্রশ্ন *

*🔘 টেহরি বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে?*
➺ ভাগীরথী নদী

*🔘 বিশ্বের সবচেয়ে বড় মাইকা উৎপাদনকারী দেশ কোনটি?*
➺ ভারত

*🔘 করবেট জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?*
➺ উত্তরাখণ্ড

*🔘 আসামে কোন অভয়ারণ্য একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত?*
➺ কাজিরাঙা বন্যপ্রাণী অভয়ারণ্য

*🔘 সরিস্কা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত?*
➺ রাজস্থান

*🔘 সিমলিপাল জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?*
➺ ওডিশা

*🔘 বিশ্বের সবচেয়ে বড় লোনাপানির হ্রদ কোনটি?*
➺ ক্যাস্পিয়ান সাগর (রাশিয়ায়)

*🔘 বিশ্বের সবচেয়ে বড় মিঠা পানির হ্রদ কোনটি?*
➺ লেক সুপিরিয়র (কানাডায়)

*🔘 বিশ্বের সবচেয়ে বড় মহাসাগর কোনটি?*
➺ প্রশান্ত মহাসাগর

*🔘 বিশ্বের সবচেয়ে ছোট মহাসাগর কোনটি?*
➺ উত্তর মহাসাগর

GK Guide Exam preparation Gk Quiz WBP & KP MCQASK OFFICIAL

11 Jul, 02:59


1) ভারতের সর্ব উত্তরতম বিন্দু নাম কি?
Answer –ইন্দিরা কল(জন্মু ও কাশ্মীর )

2)কোন্ স্থানে ‘অলকানন্দা ও ভাগীরথীর মিলন ঘটেছে?
Answer – (c) দেবপ্রয়াগ

3)কোন্ নদীর প্রবাহপথে মাজুলী’ দ্বীপটি অবস্থিত?
Answer – (c) ব্রহ্মপুত্র

4)‘Great Bitter’ হ্রদটি যার অংশ-
Answer – (c) সুয়েজ খাল

5)নেভেলী, সিন্থারেনী, কোরবা এবং সিংরৌলি খনিগুলিতে পাওয়া যায়—
Answer – কয়লা

6) ভৌগলিক পরিণ্ডলের দিক দিয়ে নিচের কোন্ দেশটির Land Locked সর্বাধিক?
Answer – কাজাখাস্থান

7)৫০° দক্ষিণ অক্ষাংশ প্রসারিত যে দেশটির পাশ দিয়ে-
Answer – (a) দক্ষিণ আফ্রিকা

8) কোন দেশটি 20th UN. Climatic Change Conferance of the Parties (COP- 26)-এর আয়োজক ?
Answer – ইংল্যান্ড

9)ভারতের আঞ্চলিক সীমারেখা জলভাগে কতদূর পর্যন্ত বিস্তৃত?
Answer – 12 নটিক্যাল মাইল

10)একটি শীতল সমুদ্র স্রোতের নাম ?
Answer – ক্যালিফোর্ণিয়া স্রোত

11) কোন মৃত্তিকায় তুলো চাষ ভালো হয়?
Answer – কৃষ্ণ মৃত্তিকা

12)“Arabica, Robusta and liborica” এই গোত্রগুলি নিচের যে শস্যের সঙ্গে সম্পর্কিত—
Answer – কফি

13)অ্যালুমিনিয়ামের উৎপাদনগত রূপ হল—
Answer – বক্সাইটের

14) কোন্ সমুদ্র বন্দরটি জাপানে আকরিক লোহা রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে?
Answer – মার্মাগাঁও

15)মিলপা এবং লাডাং এই দু’টি ভিন্ন নাম যে কৃষিকাজের / শস্যের-
Answer –স্থানান্তর কৃষি

16)সিন্ধু নদের কোন্ উপনদীর উপর ভাকরা নাঙ্গাল প্রকল্পের জন্য ক্যানেল খনন করা হয়েছে?
Answer – সুতলেজ

17) যখন নদী চারদিক থেকে জল বহন করে এনে মধ্যবর্তী কোন হ্রদ বা নিম্নভূমিতে নির্গমন করে সেই নদী বিন্যাস কি নামে পরিচিত?
Answer – কেন্দ্রাতিক জল নির্গমন প্রণালী

18) কোন্ বিবৃতিটি কোরিওলিস বলের ক্ষেত্রে প্রযোজ্য নয় ?
Answer – দক্ষিণ গোলার্ধে এর কারণে বায়ু প্রবাহ ডানদিকে বেঁকে যায়

19)  ১. এটি খারিফ শস্য
 ২. আউস-আমন-বোরো এই তিনপ্রকার চাষাবাদ হয়ে থাকে সারাবছর ধরে
 ৩. ভারতের মোট কৃষিকাজের 1/4 অংশ কৃষিকাজ এই প্রকার শস্য উৎপাদন হয়ে থাকে। - এই বৈশিষ্ট্য গুলি কোন ফসলের?
Answer: ধান

20) একটি ‘আগ্নেয় শিলা’ নাম লেখো?
Answer – গ্রানাইট

21)‘কর্কটক্রান্তি রেখা (Tropic of Cancer) ‘ ভারতের নীচে বর্ণিত রাজ্যের উপর দিয়ে যায়নি?
Answer – উত্তরপ্রদেশ

22) পশ্চিমবঙ্গের কোন নদী ‘বাংলার দুঃখ’ বলে পরিচিত?
Answer – দামোদর

23) দক্ষিণ গোলার্ধে সামার সলস্টিস (উত্তরায়ণ) ঘটে— 
Answer – ২২ ডিসেম্বর

24) কোন পাথর মার্বেলে রূপান্তরিক হয় ?
Answer – (b) চুনাপাথর

GK Guide Exam preparation Gk Quiz WBP & KP MCQASK OFFICIAL

11 Jul, 02:59


দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স:09-07-2024

*1. সম্প্রতি "শিশু শ্রমিক মুক্ত" খনি হিসাবে ঘোষিত হলো ঝাড়খন্ডের অভ্র খনি*

*2."Zorawar" নামে একটি হালকা কামান উন্মোচন করলো DRDO*

*3.Cost of Living City Ranking 2024-এ শীর্ষস্থানে রয়েছে হংকং শহর*

*4.'Jeevan Samarth' প্রোজেক্ট লঞ্চ করলো LIC*

*5.2024 Asian Billiards Championship জিতলেন ধ্রুব সিতবালা*

*6. সম্প্রতি ১০০ বছর বয়সে মারা গেলেন প্রখ্যাত অভিনেত্রী স্মৃতি বিশ্বাস*

*7.২০২৪ প্যারিস অলিম্পিকে ভারতীয় টিমের নেতৃত্ব দেবেন নিরাজ চোপড়া*

*৪. যুক্তরাষ্ট্রের (UK) কালচার সেক্রেটারি পদে নিযুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভুত লিসা নন্দী*

*9. গুজরাটে ৪০০ মেগাওয়াটের সোলার পাওয়ার প্লান্ট তৈরি করছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক*

*10."Kargil War: The Turning Point" শিরোনামে বই লিখলেন এম.বি. রবীন্দ্রনাথ*

GK Guide Exam preparation Gk Quiz WBP & KP MCQASK OFFICIAL

11 Jul, 02:59


ভারতের প্রতিবেশী দেশ

বাংলাদেশ
- রাজধানী: ঢাকা
- মুদ্রা: টাকা
- সংসদ: জাতীয় সংসদ
- ভাষা: বাংলা

*পাকিস্তান*
- রাজধানী: ইসলামাবাদ
- মুদ্রা: পাকিস্তানি রুপি
- সংসদ: জাতীয় পরিষদ
- ভাষা: উর্দু

*নেপাল*
- রাজধানী: কাঠমান্ডু
- মুদ্রা: নেপালি রুপি
- সংসদ: রাষ্ট্রীয় পঞ্চায়েত
- ভাষা: নেপালি

*আফগানিস্তান*
- রাজধানী: কাবুল
- মুদ্রা: আফগানি
- সংসদঃ শূরা
- ভাষা: পশতু, দারি

*ভুটান*
- রাজধানী: থিম্পু
- মুদ্রা: Ngultrum
- সংসদঃ সংসদ
- ভাষা: জংখা

*মিয়ানমার*
- রাজধানী: Naypyidaw
- মুদ্রা: Kyat
- সংসদ: পিথু হুলুটাও
- ভাষা: বার্মিজ

*শ্রীলংকা*
- রাজধানী: শ্রী জয়াবর্ধনেপুরা কোট্টে, কলম্বো
- মুদ্রা: শ্রীলঙ্কা রুপি
- সংসদ: সংসদ
- ভাষা: সিংহলী, তামিল

*মালদ্বীপ*
- রাজধানী: মালে
- মুদ্রা: মালদ্বীপের রুফিয়া
- সংসদঃ মজলিস
- ভাষা: দিভেহি

*চীন*
- রাজধানী: বেইজিং
- মুদ্রা: ইউয়ান
- সংসদ: ন্যাশনাল পিপলস কংগ্রেস
- ভাষা: চাইনিজ (ম্যান্ডারিন)

GK Guide Exam preparation Gk Quiz WBP & KP MCQASK OFFICIAL

11 Jul, 02:59


*✍️ভারতের জাতীয় জলপথ এবং তাদের বিস্তৃতি*

*প্রশ্ন ১। N.W.-1 (দৈর্ঘ্য: 1620 কিমি) / N.W.-1 (দৈর্ঘ্য: 1620 কিমি)*
*উত্তর। এলাহাবাদ থেকে হলদিয়া / এলাহাবাদ থেকে হলদিয়া*

*প্রশ্ন 2। N.W.-2 (দৈর্ঘ্য: 891 কিমি) / N.W.-2 (দৈর্ঘ্য: 891 কিমি)*
*উত্তর। সাদিয়া থেকে ধুবড়ি*

*প্রশ্ন ৩। N.W.-3 (দৈর্ঘ্য: 205 কিমি) / N.W.-3 (দৈর্ঘ্য: 205 কিমি)*
*উত্তর। কোল্লাম থেকে কোট্টাপুরম*

*প্রশ্ন ৪। N.W.-4 (দৈর্ঘ্য: 1095 কিমি) / N.W.-4 (দৈর্ঘ্য: 1095 কিমি)*
*উত্তর। কাকিনাদা থেকে মারাক্কানম*

*প্রশ্ন ৫। N.W.-5 (দৈর্ঘ্য: 623 কিমি) / N.W.-5 (দৈর্ঘ্য: 623 কিমি)*
*উত্তর। তালচর থেকে ধামরা*

*প্রশ্ন ৬। N.W.-6 (দৈর্ঘ্য: 121 কিমি) / N.W.-6 (দৈর্ঘ্য: 121 কিমি)*
*উত্তর। লখিমপুর থেকে ভাঙ্গা / লখিমপুর থেকে ভাঙ্গা*

GK Guide Exam preparation Gk Quiz WBP & KP MCQASK OFFICIAL

11 Jul, 02:58


* ✍️ভারতে বৃষ্টিপাতের বিবরণ / ভারতে বৃষ্টিপাতের বিবরণ *

*প্রশ্ন ১। দক্ষিণ-পশ্চিম মৌসুমী*
*উত্তর। জুন থেকে সেপ্টেম্বর*

*প্রশ্ন 2। পাহাড়ি বর্ষা*
*উত্তর। অক্টোবর থেকে ডিসেম্বর*

*প্রশ্ন ৩। উত্তর-পশ্চিম মৌসুমী*
*উত্তর। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি*

*প্রশ্ন ৪। পূর্ব বর্ষা*
*উত্তর। মার্চ থেকে মে*

GK Guide Exam preparation Gk Quiz WBP & KP MCQASK OFFICIAL

29 Jun, 18:20


TEAM INDIA CREATED HISTORY...!!!!! 🇮🇳🏆

- TEAM INDIA WON THE WORLD CUP AND ICC TROPHY AFTER 11 YEARS.