DeeneLife - দ্বীনিলাইফ @deenelifecom Channel on Telegram

DeeneLife - দ্বীনিলাইফ

@deenelifecom


দ্বীনিলাইফ একটি অনলাইন দাওয়াহ প্লাটফর্ম এবং কুরআন ও সুন্নাহ ভিত্তিক ছবি-ওয়ালপেপার ডাউনলোড ওয়েবসাইট।
🔻ছবি শেয়ার এর জন্য কোনো অনুমতির প্রয়োজন নেই

Twitter | Facebook | YouTube | Instagram @deenelifecom

DeeneLife - দ্বীনিলাইফ (Bengali)

দ্বীনিলাইফ একটি অনলাইন দাওয়াহ প্লাটফর্ম এবং কুরআন ও সুন্নাহ ভিত্তিক ছবি-ওয়ালপেপার ডাউনলোড ওয়েবসাইট। এই চ্যানেলে আপনি পাবেন কুরআন ও সুন্নাহের প্রতিটি কোনো ছবি-ওয়ালপেপার ডাউনলোড করার সুযোগ। আপনি যেকোনো ছবি শেয়ার করতে পারেন সরাসরি এই চ্যানেলে বিনা কোনো অনুমতির প্রয়োজন না করে। তাছাড়া, DeeneLife চ্যানেলে Twitter, Facebook, YouTube, এবং Instagram প্লাটফর্মে আমরা উপস্থিত আছি আরও নতুন ধারণা ও তথ্য শেয়ার করতে। তাই আমাদের DeeneLife চ্যানেলে যোগ দিন এবং আপনার দীনি জীবনকে আরও উন্নত করুন।

DeeneLife - দ্বীনিলাইফ

18 Jan, 15:26


আনাস (রাঃ) , থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ
" প্রত্যেক আদম সন্তানই গুনাহগার। আর গুনাহগারদের মধ্যে তওবাকারীগণ উত্তম। "
• সুনানে ইবনে মাজাহ | ৪২৫১
• জামে' আত-তিরমিজি | ২৪৯৯

DeeneLife - দ্বীনিলাইফ

18 Jan, 06:18


কিসে তোমাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করাল? তারা বলবে,'আমরা সালাত আদায়কারীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম না।
• আল-মুদ্দাসসির | আয়াত ৪২-৪৩

DeeneLife - দ্বীনিলাইফ

15 Jan, 11:56


সফলতা অর্জন করেছে সেই, যে পবিত্রতা অবলম্বন করেছে।
এবং নিজ প্রতিপালকের নাম নিয়েছে ও নামায পড়েছে।
• আল-আ'লা | আয়াত ১৪-১৫

DeeneLife - দ্বীনিলাইফ

14 Jan, 10:19


আব্দুল্লাহ (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,
আল্লাহ তা’আলার কতক ফেরেশতা এমনো রয়েছেন, যাঁরা পৃথিবীতে বিচরণ করে বেড়ায়, তাঁরা আমার উম্মতের সালাম আমার কাছে পৌঁছিয়ে থাকেন।
• সুনানে আন-নাসায়ী | ১২৮২
• হাদিসের মান: সহিহ হাদিস

DeeneLife - দ্বীনিলাইফ

14 Jan, 01:47


আবূ হুরায়রাহ (রাঃ) থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ
তোমরা অধিক পরিমাণে জীবনের স্বাদ হরণকারী অর্থাৎ মৃত্যুকে স্মরণ করো।
• সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ৪২৫৮
• হাদিসের মান: হাসান সহিহ

DeeneLife - দ্বীনিলাইফ

13 Jan, 16:52


আনাস (রাঃ) থেকে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ
তোমাদের মধ্যে কোন ব্যক্তি নিজের জন্য যা পছন্দ করে সেটা তার ভাইয়ের জন্যও পছন্দ না করা পর্যন্ত ঈমানদার হতে পারবে না।
• জামে' আত-তিরমিজি, হাদিস নং ২৫১৫
• হাদিসের মান: সহিহ হাদিস

DeeneLife - দ্বীনিলাইফ

13 Jan, 14:25


🎯 রজব ১৪৪৬, মাসের আইয়ামে বীজের রোজা!

জানুয়ারি ১৪, ১৫ ও ১৬ তারিখ যথাক্রমে মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার আইয়ামে বীজের রোজা শুরু হচ্ছে। অর্থাৎ আজ রাত থেকেই সাহরি ইনশাআল্লাহ।

ইবনু মিলহান আল-ক্বায়সী (রহঃ) হতে তার পিতা থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আইয়ামে বীয অর্থৎ চাদেঁর ১৩, ১৪ ও ১৫ তারিখে সওম পালনে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। বর্ণনাকারী বলেন, তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ এগুলো সারা বছর সওম রাখার সমতুল্য।
• সহিহ বুখারী, হাদিস নং ১৯৭৯, সুনানে আবু দাউদ, হাদিস নং ২৪৪৯, সুনানে আন-নাসায়ী, হাদিস নং ২৪২০
• হাদিসের মান: সহিহ হাদিস

DeeneLife - দ্বীনিলাইফ

07 Jan, 12:44


’আয়িশাহ (রাঃ) বর্ণনা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞেস করা হলো,

আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় ’আমল কী?

তিনি বললেনঃ যে ’আমল সদাসর্বদা নিয়মিত করা হয়। যদিও তা অল্প হয়। তিনি আরও বললেন, তোমরা সাধ্যের অতিরিক্ত কাজ নিজের উপর চাপিয়ে নিও না।

• বুখারি ৬৪৬৫

DeeneLife - দ্বীনিলাইফ

06 Jan, 10:09


আনাস (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেন, আমি কি তোমাদের এমন একটি হাদীস বর্ণনা করব যা আমার পর তোমাদের নিকট আর কেউ বর্ণনা করবে না। আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছি যে

কিয়ামতের কিছু আলামাত হলঃ ‘ইল্ম হ্রাস পাবে, অজ্ঞতার প্রসার ঘটবে, ব্যভিচার ছড়িয়ে পড়বে, স্ত্রীলোকের সংখ্যা বৃদ্ধি পাবে এবং পুরুষের সংখ্যা কমে যাবে, এমনকি প্রতি পঞ্চাশজন স্ত্রীলোকের জন্য মাত্র একজন পুরুষ হবে পরিচালক।

• সহীহ বুখারী ৮১

DeeneLife - দ্বীনিলাইফ

05 Jan, 08:40


যে ব্যক্তি কোনও মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়, সে অবশ্যই আল্লাহকে অতি ক্ষমাশীল, পরম দয়ালুই পাবে।
• আন নিসা | আয়াত ১১০

DeeneLife - দ্বীনিলাইফ

02 Jan, 12:40


যে ব্যক্তি পরম দয়াময় আল্লাহর স্মরণে উদাসীন হয় তিনি তার জন্য এক শয়তানকে নিয়োজিত করেন, অতঃপর সে হয় তার সহচর।
• আয-যুখরুফ | আয়াত ৩৬

DeeneLife - দ্বীনিলাইফ

30 Dec, 10:40


বিজাতির সাদৃশ্য পরিহার করা

ইবনু উমার (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে, সে তাদের দলভুক্ত গণ্য হবে।

• সুনান আবূ দাউদ ৪০৩১ (তাহকিককৃত)

DeeneLife - দ্বীনিলাইফ

27 Dec, 02:31


https://blog.deenelife.com/friday-sunnah-list/

DeeneLife - দ্বীনিলাইফ

25 Dec, 01:32


হজরত ইবনে আব্বাস রা. বলেন, 'নেক আমলের মাধ্যমে কলবে নূর আসে, চেহারায় জ্যোতি আসে, দেহে শক্তি আসে, রিজিকে প্রশস্ততা আসে এবং সৃষ্টির অন্তরে তার প্রতি ভালোবাসা ঢেলে দেওয়া হয়। আর বদআমল করলে অন্তরে অন্ধকার সৃষ্টি হয়, চেহারা জ্যোতিহীন হয়, শরীর দুর্বল হয়, রিজিক সংকীর্ণ হয় এবং সৃষ্টির অন্তরে তার প্রতি ঘৃণা ঢেলে দেওয়া হয়।'

আল্লাহ তাআলা বলেন, 'উৎকৃষ্ট ভূমির ফসল প্রতিপালকের আদেশেই উৎপন্ন হয় এবং যা নিকৃষ্ট তাতে কঠোর পরিশ্রম না করলে কিছুই জন্মে না। এইভাবে আমি কৃতজ্ঞ সম্প্রদায়ের জন্য বিভিন্নভাবে নিদর্শন বিবৃত করি।' (আরাফ: ৫৮)

বই: রিজিক বৃদ্ধির ৩০ উপায়

DeeneLife - দ্বীনিলাইফ

23 Dec, 15:49


সূরা আল-ইনশিরাহ | Surah Ash-Sharh | Mishary Rashid Alafasy

FB: facebook.com/reel/366669012896767
YT: youtube.com/shorts/a6EQjQ5GmUo

DeeneLife - দ্বীনিলাইফ

21 Dec, 09:51


আর মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহর ইবাদাত করে দ্বিধার সাথে; তার কল্যাণ হলে তাতে তার চিত্ত প্রশান্ত হয় এবং কোন বিপর্যয় ঘটলে সে তার পূর্ব চেহারায় ফিরে যায়। সে ক্ষতিগ্ৰস্ত হয় দুনিয়াতে এবং আখেরাতে; এটাই তো সুস্পষ্ট ক্ষতি।

• আল-হজ্জ | আয়াত ১১

DeeneLife - দ্বীনিলাইফ

20 Dec, 08:08


সূরা আল-কাহফ

প্রথম ১০ আয়াত: https://youtu.be/XWPBjIE2w08

শেষ ১০ আয়াত:
https://youtu.be/WgzsDroylgQ

সূরা কাহফের চারটি ঘটনা: https://blog.deenelife.com/the-four-stories-of-surah-al-kahf/

DeeneLife - দ্বীনিলাইফ

19 Dec, 07:22


বল, ‘হে আমার বান্দাগণ, যারা নিজদের উপর বাড়াবাড়ি করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেবেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু’।
• আয-যুমার | আয়াত ৫৩

DeeneLife - দ্বীনিলাইফ

18 Dec, 18:23


আনাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ তা’আলা বান্দার তওবার কারণে সেই লোকটির চেয়েও অধিক খুশী হন, যে লোকটি মরুভূমিতে তাঁর উট হারিয়ে পরে তা পেয়ে যায়।

• সহীহ বুখারী ৬৩০৯

DeeneLife - দ্বীনিলাইফ

15 Dec, 05:43


আর তোমাদের কী হল যে, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছ না! অথচ দুর্বল পুরুষ, নারী ও শিশুরা বলছে, ‘হে আমাদের রব, আমাদেরকে বের করুন এ জনপদ থেকে যার অধিবাসীরা যালিম এবং আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন অভিভাবক নির্ধারণ করুন। আর নির্ধারণ করুন আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী।’

যারা ঈমান এনেছে তারা লড়াই করে আল্লাহর রাস্তায়, আর যারা কুফরী করেছে তারা লড়াই করে তাগূতের পথে। সুতরাং তোমরা লড়াই কর শয়তানের বন্ধুদের বিরুদ্ধে। নিশ্চয় শয়তানের চক্রান্ত দুর্বল।

• সূরা নিসা আয়াত ৭৫-৭৬

DeeneLife - দ্বীনিলাইফ

07 Dec, 17:05


আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণিত। তিনি বলেন,
এমন এক যুগ আসবে, যখন মানুষ পরোয়া করবে না যে, সে কোথা হতে সম্পদ উপার্জন করল, হালাল হতে না হারাম হতে।
• সহিহ বুখারী, হাদিস নং ২০৫৯

DeeneLife - দ্বীনিলাইফ

06 Dec, 03:32


এবং যে ব্যক্তি কোন পাপকাজ করে, সে নিজের বিরুদ্ধেই তা করে, বস্তুতঃ আল্লাহ মহাবিজ্ঞানী, প্রজ্ঞাময়।
• আন-নিসা | আয়াত ১১১

DeeneLife - দ্বীনিলাইফ

05 Dec, 16:31


📑 আবূ সা’ঈদ আল্ খুদরী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
" যে ব্যক্তি জুমার দিন সূরা আল কাহাফ পড়বে, তার (ঈমানের) নূর এ জুমাহ্ হতে আগামী জুমাহ্ পর্যন্ত চমকাতে থাকবে। "
মিশকাতুল মাসাবীহ (মিশকাত) | ২১৭৫

DeeneLife - দ্বীনিলাইফ

03 Dec, 20:43


যারা ঈমান এনেছে তাদের হৃদয় কি আল্লাহর স্মরণে এবং যে সত্য নাযিল হয়েছে তার কারণে বিগলিত হওয়ার সময় হয়নি ?
• আল-হাদীদ | আয়াত ১৬

DeeneLife - দ্বীনিলাইফ

02 Dec, 15:33


❁ বরকতময় মাসনূন দোয়া ❁

اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى وَالتُّقَى وَالْعَفَافَ وَالْغِنَى

আল্লা-হুম্মা, ইন্নী আস্আলুকাল হুদা- ওয়াত্ তুক্কা, ওয়াল ‘আফা-ফা ওয়াল ‘গিনা-

হে আল্লাহ্‌, আমি চাচ্ছি আপনার কাছে হেদায়াত, তাকওয়া, চারিত্রিক উৎকর্ষতা ও সচ্ছলতা।
রেফারেন্সঃ সহীহ মুসলিম | ২৭২১

DeeneLife - দ্বীনিলাইফ

02 Dec, 06:16


নিশ্চয় আল্লাহ তাওবাকারীদেরকে ভালবাসেন এবং ভালবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীদেরকে।

• আল-বাকারা | আয়াত ২২২

DeeneLife - দ্বীনিলাইফ

26 Nov, 00:39


তোমাদের মধ্যে কেউ দুনিয়া চায় আর কেউ চায় আখিরাত।

• সূরা আলে ইমরান | আয়াত ১৫২

DeeneLife - দ্বীনিলাইফ

24 Nov, 05:06


❁ সকাল-সন্ধ্যার যিক্‌রসমূহ ❁

৩ বার বলবে -

بِسْمِ اللَّهِ الَّذِيْ لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

বিসমিল্লা-হিল লাযী লা- ইয়াদুর্‌রু মা‘আসমিহী শাইউন ফিল আরদি ওয়ালা- ফিস সামা-ই, ওয়াহুআস সামীউল ‘আলীম।

আল্লাহ্‌র নামে; যাঁর নামের সাথে আসমান ও যমীনে কোনো কিছুই ক্ষতি করতে পারে না। আর তিনি সর্বশ্রোতা, মহাজ্ঞানী।

উসমান (রাঃ) বলেন, “রাসূলুল্লাহ্‌ (ﷺ) বলেছেন, যদি কোনো বান্দা সকালে ও সন্ধ্যায় তিন বার করে এই দোয়াটি পাঠ করে তবে সে দিনে ও ঐ রাতে কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না।”

রেফারেন্স: সহীহ। আবু দাউদঃ ৫০৮৮

DeeneLife - দ্বীনিলাইফ

23 Nov, 08:48


আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, শক্তিধর ঈমানদার দুর্বল ঈমানদারের তুলনায় আল্লাহর নিকট উত্তম ও অতীব পছন্দনীয়। তবে প্রত্যেকের মধ্যেই কল্যান নিহিত আছে, যাতে তোমার উপকার রয়েছে তা অর্জনে তুমি আগ্রহী হও এবং আল্লাহর কাছে সাহায্য কামনা কর। তুমি অক্ষম হয়ে যেও না। এমন বলো না যে, যদি আমি এমন এমন করতাম তবে এমন হত না। বরং এ কথা বলো যে, আল্লাহ তা‘আলা যা নিদিষ্ট করেছেন এবং যা চেয়েছেন তাই করেছেন। কেননা যদি শব্দটি শয়তানের কর্মের দুয়ার খুলে দেয়।
• সহিহ মুসলিম | ৬৬৬৭(২৬৬৪)

DeeneLife - দ্বীনিলাইফ

22 Nov, 13:01


আবূ মূসা আশ'আরী (রাযিআল্লাহু তাআলা আনহু) থেকে বর্ণিতঃ
নাবী (সল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম) তাঁকে (আবূ মূসাকে গভর্নর নিযুক্ত করে) ইয়ামানে পাঠিয়েছেন। তখন তিনি ইয়ামানে তৈরি করা হয় এমন কতিপয় শরাব সম্পর্কে নবী (সল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম)- কে জিজ্ঞেস করলেন। তিনি (সল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম) বললেন, ঐগুলো কী কী? আবূ মূসা (রাযিআল্লাহু তাআলা আনহু) বললেন, তা হল বিত্‌উ ও মিয্‌র শরাব। বর্ণনাকারী সা'ঈদ (রহঃ) বলেন, আমি আবূ বুরদাহকে জিজ্ঞেস করলাম বিত্‌উ কী? তিনি বললেন, বিত্‌উ হল মধু থেকে গ্যাঁজানো রস আর মিয্‌র হল যবের গ্যাঁজানো রস। (সা'ঈদ বলেন) তখন নবী (সল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম) বললেন, সকল নেশা উৎপাদক বস্তুই হারাম।
• সহিহ বুখারী, হাদিস নং ৪৩৪৩

DeeneLife - দ্বীনিলাইফ

22 Nov, 00:39


তাওবা ও ইস্তিগফারকারীদের প্রতি আল্লাহ শাস্তি প্রেরণ করেন না
___

আল্লাহ তাআলা ইরশাদ করেন—

وَ مَا كَانَ اللهُ لِیُعَذِّبَهُمْ وَ اَنْتَ فِیْهِمْ وَ مَا كَانَ اللهُ مُعَذِّبَهُمْ وَ هُمْ یَسْتَغْفِرُوْنَ

আপনি তাদের মাঝে থাকা অবস্থায় কিছুতেই আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন না। আর তারা ক্ষমা প্রার্থনা করা অবস্থায়ও তাদেরকে শাস্তি দেবেন না।
• সূরা আনফাল | আয়াত ৩৩

এমনকি তাওবা-ইস্তিগফারের ফলে আল্লাহর পক্ষ থেকে কোনো জাতির উপর শাস্তি আসার প্রতিশ্রতি দেওয়ার পরও সে শাস্তিকে ফিরিয়ে নেওয়া হয়। এক্ষেত্রে হযরত ইউনুস আ. এর কওমের ঘটনা উল্লেখযোগ্য।

DeeneLife - দ্বীনিলাইফ

21 Nov, 12:42


আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ
যে, এক ব্যক্তি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর নিকট বললঃ
আপনি আমাকে অসিয়ত করুন। তিনি বললেনঃ তুমি রাগ করো না।। লোকটি কয়েকবার তা বললেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) প্রত্যেক বারেই বললেনঃ রাগ করো না।
• সহিহ বুখারী, হাদিস নং ৬১১৬

DeeneLife - দ্বীনিলাইফ

21 Nov, 08:58


‘যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়; জেনে রাখ, আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয়’।
• আর-রাদ | আয়াত ২৮

DeeneLife - দ্বীনিলাইফ

20 Nov, 15:41


‘হে আমার প্রিয় বৎস, সালাত কায়েম কর, সৎকাজের আদেশ দাও, অসৎকাজে নিষেধ কর এবং তোমার উপর যে বিপদ আসে তাতে ধৈর্য ধর। নিশ্চয় এগুলো অন্যতম দৃঢ় সংকল্পের কাজ’।
• সূরা লুকমান, আয়াত ১৭

DeeneLife - দ্বীনিলাইফ

20 Nov, 15:40


ফরজ সালাতের পর যিকরসমূহ

DeeneLife - দ্বীনিলাইফ

18 Nov, 02:22


৪টি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে মেয়েদেরকে বিয়ে করা!

আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে মেয়েদেরকে বিয়ে করা হয়ঃ তার সম্পদ, তার বংশমর্যাদা, তার সৌন্দর্য ও তার দ্বীনদারী। সুতরাং তুমি দ্বীনদারীকেই প্রাধান্য দেবে নতুবা তুমি ক্ষতিগ্রস্ত হবে।

• সহীহ বুখারী ৫০৯০

DeeneLife - দ্বীনিলাইফ

16 Nov, 01:52


কোন বিষয়ে আমি ইচ্ছে করলে বলি, ‘হয়ে যাও’, ফলে তা হয়ে যায়।

• ১৬/আন-নাহাল | আয়াত ৪০

DeeneLife - দ্বীনিলাইফ

12 Nov, 15:50


❁ দ্বীনের উপর অটল থাকার দোয়া ❁

শাহর বিন হাওশাব (রাঃ) উম্মু সালামা (রাঃ) কে জিজ্ঞাসা করলেন, ‘নবী (ﷺ) তার কাছে অবস্থান করার সময় কোন দোয়াটি সবচেয়ে বেশি পড়তেন?' তিনি বলেন, তিনি যে দোয়াটি সবচেয়ে বেশি পড়তেন তা হলো -
يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِيْ عَلَى دِيْنِكَ

ইয়া- মুকাল্লিবাল ক্কুলূবি সাব্‌বিত ক্কাল্‌বী ‘আলা- দীনিক্‌
হে অন্তরসমূহের পরিবর্তনকারী! আমার অন্তরকে তোমার দ্বীনের উপর অটল রাখো।

আমি জিজ্ঞাসা করলাম, “হে আল্লাহ্‌র রাসূল (ﷺ) আপনি এ দোয়াটি অধিক পরিমাণে পড়েন কেন?” নবী (ﷺ) বলেন, “হে উম্মু সালামা (রাঃ)! এমন কোনও আদম (আঃ)-সন্তান নেই, যার ক্বলব আল্লাহ্‌র দু আঙুলের মাঝখানে নেই; তিনি যাকে চান সোজা রাখেন, আর যাকে চান বাঁকা করে দেন।”

রেফারেন্সঃ সহীহ। তিরমিযী ৩৫২২

DeeneLife - দ্বীনিলাইফ

11 Nov, 02:13


১ মিনিটের যিকর

বিস্তারিত: blog.deenelife.com/one-minute-dhikr

DeeneLife - দ্বীনিলাইফ

09 Nov, 05:30


❁ নেককার স্ত্রী ও সন্তানের জন্য দুআ ❁

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا

হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে। আর আপনি আমাদেরকে মুত্তাকীদের নেতা বানিয়ে দিন।
রেফারেন্সঃ সূরা আল-ফুরকানঃ ২৫:৭৪

DeeneLife - দ্বীনিলাইফ

09 Nov, 00:41


যে আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহ তার অন্তরকে সৎপথে পরিচালিত করেন।

• সূরা আত-তাগাবুন ৬৪:১১

DeeneLife - দ্বীনিলাইফ

08 Nov, 12:45


মুখের জড়তা দূর ও কর্মে সহজতা কামনার দোয়া

‘হে আমার রব, আমার বুক প্রশস্ত করে দিন’ ‘এবং আমার কাজ সহজ করে দিন, ‘আর আমার জিহবার জড়তা দূর করে দিন- যাতে তারা আমার কথা বুঝতে পারে’।

• সূরা ত্ব-হা | আয়াত ২৫-২৮

DeeneLife - দ্বীনিলাইফ

07 Nov, 04:17


রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
সেদিন দূরে নয়, যেদিন মুসলিমের উত্তম সম্পদ হবে কয়েকটি বকরী, যা নিয়ে সে পাহাড়ের চূড়ায় অথবা বৃষ্টিপাতের স্থানে চলে যাবে। ফিতনা হতে সে তার দ্বীন সহকারে পলায়ন করবে।
• সহীহ বুখারী | ১৯

DeeneLife - দ্বীনিলাইফ

06 Nov, 13:27


আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ
প্রতি সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তা’আলার দরবারে আমল পেশ করা হয়। সুতরাং আমার আমলসমূহ যেন রোযা পালনরত অবস্থায় পেশ করা হোক এটাই আমার পছন্দনীয়।

• জামে' আত-তিরমিজি, হাদিস নং ৭৪৭
• হাদিসের মান: সহিহ হাদিস

DeeneLife - দ্বীনিলাইফ

06 Nov, 02:44


আর যে তওবাহ করে, ঈমান আনে ও সৎকাজ করে আর সৎপথে অটল থাকে, আমি তার জন্য অবশ্যই অতি ক্ষমাশীল।
• ত্ব-হা | ২০:৮২

DeeneLife - দ্বীনিলাইফ

05 Nov, 15:07


আল কুরআন পড়ুন ও শুনুন!

quran.deenelife.com

প্রাথমিকভাবে ওয়েবসাইটটি চালু করা হয়েছে, ভবিষ্যতে আরো আপডেট করা হবে। ইনশাআল্লাহ।

DeeneLife - দ্বীনিলাইফ

05 Nov, 11:43


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
মু'মিন ব্যতীত অন্য কাউকে বন্ধু বানাবে না এবং তোমার খাদ্য আল্লাহভীরু লোক ছাড়া যেন অন্য কেউ না খায়।
• মিশকাত ৫০১৮, তিরমিযী ২৩৯৫, আবূ দাউদ ৪৮৩২

DeeneLife - দ্বীনিলাইফ

05 Nov, 00:20


❁ রাব্বানা দোয়া ❁
وَارْزُقْنَا وَأَنتَ خَيْرُ الرَّازِقِينَ

আমাদেরকে রিযিক দান করুন, আপনিই শ্রেষ্ঠ রিযিকদাতা।
• সূরা আল-মায়েদাহ | ৫:১১৪

DeeneLife - দ্বীনিলাইফ

04 Nov, 14:03


যে চৌদ্দটি আমলে রিজিক বাড়ে

YouTube | Video Download | Blog Post

DeeneLife - দ্বীনিলাইফ

04 Nov, 10:46


❁ সকাল-সন্ধ্যার যিক্‌রসমূহ ❁

৩ বার বলবে -

بِسْمِ اللَّهِ الَّذِيْ لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

বিসমিল্লা-হিল লাযী লা- ইয়াদুর্‌রু মা‘আসমিহী শাইউন ফিল আরদি ওয়ালা- ফিস সামা-ই, ওয়াহুআস সামীউল ‘আলীম।

আল্লাহ্‌র নামে; যাঁর নামের সাথে আসমান ও যমীনে কোনো কিছুই ক্ষতি করতে পারে না। আর তিনি সর্বশ্রোতা, মহাজ্ঞানী।

উসমান (রাঃ) বলেন, “রাসূলুল্লাহ্‌ (ﷺ) বলেছেন, যদি কোনো বান্দা সকালে ও সন্ধ্যায় তিন বার করে এই দোয়াটি পাঠ করে তবে সে দিনে ও ঐ রাতে কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না।”

রেফারেন্স: সহীহ। আবু দাউদঃ ৫০৮৮

DeeneLife - দ্বীনিলাইফ

31 Oct, 12:51


আল্লাহ সমস্ত কিছুর স্রষ্টা এবং তিনি সমস্ত কিছুর কর্মবিধায়ক।
• আয-যুমার | আয়াত ৬২

DeeneLife - দ্বীনিলাইফ

31 Oct, 02:21


وَمَآ أَرۡسَلۡنَٰكَ إِلَّا رَحۡمَةً لِّلۡعَٰلَمِينَ
আর আমরা তো আপনাকে সৃষ্টিকুলের জন্য শুধু রহমতরূপেই পাঠিয়েছি।
• আল-আম্বিয়া | ১০৭

DeeneLife - দ্বীনিলাইফ

30 Oct, 02:18


‘যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়; জেনে রাখ, আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয়’।
• আর-রাদ | আয়াত ২৮

DeeneLife - দ্বীনিলাইফ

29 Oct, 03:02


যারা ঈমান এনেছে আল্লাহ তাদের অভিভাবক, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন। আর যারা কুফরী করে, তাদের অভিভাবক হল তাগূত। তারা তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারে নিয়ে যায়। তারা আগুনের অধিবাসী, সেখানে তারা স্থায়ী হবে।
• আল-বাকারা | আয়াত ২৫৭

DeeneLife - দ্বীনিলাইফ

28 Oct, 13:38


সূর্য হেলে পড়ার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত সালাত কায়েম কর এবং ফজরের কুরআন। নিশ্চয় ফজরের কুরআন (ফেরেশতাদের) উপস্থিতির সময়।
• আল-ইসরা | আয়াত ৭৮

DeeneLife - দ্বীনিলাইফ

28 Oct, 06:46


দ্বীনিলাইফ ভিডিও ড্রাইভ 📽
video.deenelife.com

কুরআনিক বিভিন্ন সূরা আয়াতের ভিডিও কালেকশন। থাকছে ভিডিও স্ট্রিমিংডিরেক্ট ডাউনলোড সুবিধা!

সকল ভিডিও ও কুরআনের সূরা ভিত্তিক বিভিন্ন বিভাগে ভাগ করা আছে। ভিডিওগুলোর কপিরাইট নেই, যেকোনো মাধ্যমে কোনো পরিবর্তন ব্যতীত আপলোড ও শেয়ার করা যাবে।

*ভিডিও কাজ চলমান। আল্লাহ তৌফিক দিলে ধীরে ধীরে সকল সূরা নিয়ে কাজ করা হবে ইনশাআল্লাহ!

DeeneLife - দ্বীনিলাইফ

28 Oct, 02:26


আর যখন আমার বান্দাগণ তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে, আমি তো নিশ্চয় নিকটবর্তী। আমি আহবানকারীর ডাকে সাড়া দেই, যখন সে আমাকে ডাকে। সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ঈমান আনে। আশা করা যায় তারা সঠিক পথে চলবে।

• সূরা আল-বাকারা | আয়াত ১৮৬

DeeneLife - দ্বীনিলাইফ

27 Oct, 02:59


হে মানুষ! কিসে তোমাকে তোমার মহান রব সম্পর্কে ধোঁকা দিয়েছে?
• সূরা আল-ইনফিতার | ৮২:৬

DeeneLife - দ্বীনিলাইফ

26 Oct, 02:58


মানুষের উপর কি কালের এমন কোন ক্ষণ আসেনি যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না?
আমি তো মানুষকে সৃষ্টি করেছি মিলিত শুক্রবিন্দু হতে, তাকে পরীক্ষা করার জন্য; এ জন্য আমি তাকে করেছি শ্রবণ ও দৃষ্টিশক্তিসম্পন্ন।
আমি তাকে পথের নির্দেশ দিয়েছি; হয় সে কৃতজ্ঞ হবে, না হয় সে অকৃতজ্ঞ হবে।
আমি কাফিরদের জন্য প্রস্তুত করে রেখেছি শেকল, বেড়ি ও প্রজ্বলিত অগ্নি।
• আল-ইনসান | আয়াত ১-৪

DeeneLife - দ্বীনিলাইফ

25 Oct, 09:08


আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ
মানুষ তার বন্ধুর ধ্যান-ধারণার অনুসারী হয়ে থাকে। সুতরাং তোমাদের সকলেরই খেয়াল রাখা উচিত সে কার সাথে বন্ধুত্ব স্থাপন করছে।
• জামে' আত-তিরমিজি, হাদিস নং ২৩৭৮
• হাদিসের মান: হাসান হাদিস