Ashik Biswas (@ashikbiswas) Kanalının Son Gönderileri

Ashik Biswas Telegram Gönderileri

Ashik Biswas
Bu Telegram kanalı özeldir.
WBRS,WBCS 2020(2nd Attempt)
Joint BDO, WBCS 2019. (1st Attempt)

https://www.facebook.com/ImAshikBiswas
https://www.instagram.com/_imashikbiswas_/
https://youtube.com/channel/UCRj2GCZsbA1R6POr_-LNOgA
4,294 Abone
48 Fotoğraf
2 Video
Son Güncelleme 09.03.2025 02:42

Ashik Biswas tarafından Telegram'da paylaşılan en son içerikler

Ashik Biswas

25 Aug, 12:33

10,232

যদি কেউ কৌতূহলী থাকে তাদের উদ্দেশ্যে বলি যে আমি ইন্টারভিউ তে যাইনি। কারণ আমি এক্সিকিউটিভ/প্রশাসনে এ আর যেতে চাইনা। সুতরাং ইন্টারভিউ তে by chance executive এ selection হলে সিট টা নষ্ট হতো।
Ashik Biswas

30 Jun, 15:25

14,689

Congratulations. ইন্টারভিউ এর জন্যে প্রিপারেশন কাল সকাল থেকেই শুরু করে দাও। One more hardle to cross. ❤️
Ashik Biswas

28 Apr, 10:08

18,144

A GR SERVICES.pdf
Ashik Biswas

13 Apr, 18:01

18,332

Expections of the Board
---------------------------------------
1. Realistic Candidate ( যে চাকরিটাকে সমাজ সেবা না ভেবে professional একটি জব হিসেবে ভাবে।

2. Honesty ( বোর্ডের লোকজন আমার তোমার তো হাজার হাজার এমন candidates দেখেছেন। চাকরির সময়ে তারা শত শত officers ও দেখেছেন। যদি ভাবো যে হয়তো ইন্টারভিউ বোর্ডে তাদের bluff করে দিতে পারবে, তবে সেটা তোমার মহা আহাম্মকি।)

3. Flexible candidate ( যে নিজের opinions এর বাইরে গিয়েও আরেকজনের opinion কে importance দিতে জানে । প্রয়োজন ও স্থান অনুসারে নিজেকে mould করে নিতে পারবে।)

4. Well read candidate (কি উত্তর দিচ্ছ তার থেকে important হলো কেমন ভাবে উত্তর টা দিচ্ছ। 5 টা factual প্রশ্ন না পারলেও সমস্যা নেই তবে opinion based question এর ভালোভাবে উত্তর দিতে হবে।)
Ashik Biswas

30 Mar, 14:30

14,474

সরকার WBCS এর সিলেবাস চেঞ্জ নিয়ে খুব সিরিয়াস ভাবেই ভাবছে। আজ একটা অর্ডার এর ড্রাফট পেলাম। অর্ডারে UPSC ফরম্যাটে WBCS conduct করার কথা বলা হয়েছে। MCQ পেপার গুলো descriptive করার কথা বলা হয়েছে। যদিও এই ড্রাফট টির সত্যতা যাচাই করার মতো কোনো উপায় ই আমার কাছে নেই।

Note: Draft মানে হলো কোনো অর্ডার করার আগে বারবার দেখে নেওয়া হয় যে কোনো ভুল আছে কিনা। বাংলায় মানে খসরা। অনেকবার ড্রাফট করার পর revised final draft signature হয়ে memo বসে final order এর রূপ নেয়। যতক্ষণ পর্যন্ত অর্ডার না হয়, কোনো কিছুই অফিসিয়াল নয়।

MEMORANDUM.pdf
Ashik Biswas

07 Mar, 05:31

15,833

মানসিক ভাবে প্রস্তুত হও।
Ashik Biswas

06 Mar, 09:17

13,335

Jay baba internet.😎
EPISODE 8 (GI/Resoning)
____

Weightage - 100 marks in mains + Don't bother about prelims ( কারণ একটা মার্ক্স ও add হয়না)
_
Books for practice

1) Mains Mock test books
2) Testbook app
3) RS agarwal

Online Sources
1) Protiyogita mantra ( free in unacademy app)

https://unacademy.app.link/0xp6EQcdgob

2) e1 coaching centre (youtube)

https://youtu.be/Fi7aWpqYm8g


3) SSC Adda247 (youtube)
__
Note- memorize alphabet codes A-1, B-2, C-3......Z-26 (through mnemonics like kings11punjab for K11, T20, EJOTY for 5,10,15,20,15, right to vote for R18 etc.)
____
Remark- WBCS এ maths থেকে resoning তুলনামূলক ভাবে বেশি কঠিন আসে। বেশি বড় GI আসলে সেগুলোকে স্কিপ করে সেই সময়ে অন্য maths বা GI করাই বুদ্ধিমানের কাজ।


** অঙ্কের জয় বাবা ইন্টারনেট এপিসোডটা থেকেই GI/ RESONING এর sources পাওয়া যাচ্ছিল বলে এই এপিসোড টা আনার ওতো তাগিদ অনুভব করিনি। sorry for that.
Ashik Biswas

04 Mar, 08:27

9,401

Jay baba internet.😎
EPISODE 7 (Math)
____

Weightage - 100+ marks in mains+ Don't bother about prelims (কারণ একটা মার্ক্স ও add হয়না)
____
Books- Rakesh yadav cgl previous year.
____
Youtube channels
(যারা একদম ই নতুন তাদের জন্যে)

1) Subir das by Smart maths

https://youtube.com/playlist?list=PLJxxUm4IwzUJNPVY_I4gB25S78L6z2jWg

2) RS agarwal by smart maths

https://youtube.com/playlist?list=PLJxxUm4IwzUKRG4F9P_qwn3-oadQdUm-H
____
Youtube channels
( যারা খুব ই ভালো স্কোর করতে চাও তাদের জন্যে)

1) e1 coaching centre.

https://youtu.be/yEKvQyZXRVk

2) Abhinay maths

https://youtube.com/playlist?list=PLNUQFlO5ynhZd1KyDbBuySLD5d-u1AHIh

3) Maths with pawan rao

4) Gagan pratap maths

5) Neon classes
____
For Mental calculations
(Vedic math)

1)
https://youtube.com/playlist?list=PL76x8Kx9LfNFu6yIEa_QpiiQyNv8Id7IR

2)
https://youtube.com/playlist?list=PLQQU09Sb8hdGBU9rEFJnwgtYdJ0haiFze

3)
https://youtube.com/playlist?list=PLSFLBWXoYMtzPXT9vqXFfJmXLqJNqveuc
____
Apps to check how fast is your calculation.

Math tricks (google play store)

যত লেভেল up হবে, তত বুঝবে তোমার calculation ফাস্ট হচ্ছে।
____
Note- বাজারে সব্জিয়ালা, মুদি, মাছওয়ালারা যেভাবে মুখে মুখে calculations করে, সেভাবে করতে শিখতে হবে। তাদের বেশির ভাগ ই অশিক্ষিত/অল্প শিক্ষিত হয়। তারা কিছু না জেনেও বৈদিক পদ্দতি ব্যবহার করে অতো ভিড় সামাল দিয়ে দেয়। আমাদের মুদির দোকানে আমি অনেক বসেছি, তাই অনেক ছোটবেলা থেকেই একটা ধারণ পেয়েছি মেন্টাল calculation এর। Try it. পরীক্ষায় অর্ধেক অঙ্ক কলম ছাড়াই করে ফেলবে।
____
Remark- যত ভালো স্টুডেন্ট ই হোক না কেন, ডেইলি অঙ্ক প্র্যাক্টিস না করলে পরীক্ষা দিয়ে এসে কান্নাকাটি করতেই হবে।
Ashik Biswas

02 Mar, 04:14

8,258

Jay baba internet.😎
EPISODE 6 (Current Affairs)
____

Weightage - 50 marks in mains+ Don't bother about prelims (কারণ একটা মার্ক্স ও add হয়না)
____
Youtube channel

1) For descriptive writing (language papers)

Onlyias the hindu editorial discussion.

https://youtube.com/c/OnlyIasnothingelse

2) For mcq papers

Onlyias prelims booster.

https://youtube.com/c/OnlyIasnothingelse
____
Note- Editorial টা ডেইলি শুনবেই শুনবে। কোনোদিন ও যাতে মিস না হয়। ডেইলি শুনলে language পেপার লিখতে প্রবলেম হবে না।
____
Remark- CA এর জন্যে বেশি চাপ নিয়ো না। ডেইলি ডেইলি ভিডিও দেখেও 50 নম্বর এর কত পারবে কোনো ঠিক নেই। ওর থেকে পলিটি/ইকোনমি/অঙ্ক করা অনেক বুদ্ধিমানের কাজ।
Ashik Biswas

28 Feb, 03:41

8,806

Jay baba internet.😎
EPISODE 5 (Economy)
____

Weightage - 100 marks in mains+ Don't bother about prelims (কারণ একটা মার্ক্স ও add হয়না)
__
Phase I (Books)

1) NCERT 11- Indian economic development.

https://youtube.com/playlist?list=PLf-38DXDEyGBiDm4dL6qchMiYmZLZyHnS

2) NCERT 12- Macroeconomics

https://youtube.com/playlist?list=PLf-38DXDEyGBluUgUP-11t1i49d29yZHF

3) One minute economics

https://youtube.com/playlist?list=PLhICud5IUwVhK85aHuhrY3-iUwq6eOC6L

___
Phase II (Advanced)

1) Mrunal Economy
https://youtube.com/playlist?list=PLAMBum9_RkuPPGvD7HI9wfsDSxWwJYz94
_

Note- মেইন্স এ ইংরেজিতে প্রশ্ন আসবে। অতএব term গুলো ইংরেজি তে না জানলে ভুরি ভুরি জ্ঞান থাকলেও পরীক্ষায় ভালো নম্বর উঠবে না।
____
Remark- one of the most scoring subject. একটু খুঁটিয়ে পড়লেই ভালো নম্বর পাওয়া যায়। বেশির ভাগ aspirants ই এটা ভয়ে পড়েনা। অন্যদের থেকে এগিয়ে থাকার এটাই মোক্ষম সুযোগ । আমি পলিটি/ইকোনমি পেপার টাতেই সব থেকে বেশি জোর দিয়েছিলাম। আর 2019, 2020 দুটোতেই highest মার্ক্স এটাতেই উঠছে।