Amar bKash (আমার বিকাশ) @amarbkash16247 Channel on Telegram

Amar bKash (আমার বিকাশ)

@amarbkash16247


Amar bKash (আমার বিকাশ) (Bengali)

আমার বিকাশ (Amar bKash) নামক চ্যানেলটি বাংলাদেশের বিভিন্ন প্রবাসী এবং দেশের মানুষের জন্য উপকারী একটি টেলিগ্রাম চ্যানেল। এই চ্যানেলে বিভিন্ন সহজ উপায়ে বিকাশ সেবা সম্পর্কিত তথ্য, টিপস, প্রশ্ন ও উত্তর পাওয়া যায়। চ্যানেল আপনার বিকাশ সেবার অভিজ্ঞতা প্রশ্ন করা এবং বিভিন্ন সমস্যার সমাধান পেতে সহায়ক হবে।nnচ্যানেলে একজন অভিজ্ঞ প্রশিক্ষক প্রত্যাহার দিচ্ছেন, যেন সমস্যা কারো হাতে উঠায় না। এছাড়া, চ্যানেলে প্রতিদিন প্রশ্ন ও উত্তর সারা দিন প্রকাশিত হচ্ছে, যাতে অনেক মানুষ উত্তর পাতে পারে।nnআমার বিকাশ চ্যানেলে যোগ দিন এবং আপনার বিকাশ সম্পর্কিত সমস্যা সমাধান করা এবং নতুন কিছু শেখা প্রশ্ন করা এবং উত্তর পেতে পারেন! আমার বিকাশ (Amar bKash) চ্যানেল - আপনার জন্য সব কিছু বিকাশ সংক্রান্ত।

Amar bKash (আমার বিকাশ)

10 Feb, 13:04


প্রেমের বিকাশ ২ - https://www.tiktok.com/@amarbkash16247/playlist/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0%20%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B6%20%E0%A7%A8-7464887339412622101?is_from_webapp=1&sender_device=pc

Amar bKash (আমার বিকাশ)

27 Jan, 15:08


‘২,২০০ টাকার ইলিশ মাত্র ৭০০ টাকায়’—বিশ্বাস করলেই বিপদ!

এই ধরনের অবিশ্বাস্য অফারের ফাঁদ পেতে অনেকের সাথেই প্রতারণা করে যাচ্ছে প্রতারকচক্র। আসুন জেনে নিই কীভাবে মাছ, কাপড় কিংবা দৈনন্দিন পণ্য বিক্রি করার বিজ্ঞাপন দিয়ে প্রতারণার ফাঁদ পাতা হচ্ছে। অর্ডার কনফার্ম করতে নেওয়া হয় অগ্রিম টাকা, ডেলিভারির কথা বলে নেয়া হয় ফুল পেমেন্ট। এভাবে গ্রাহকদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে প্রতারকচক্র পেইজে এবং ফোন নাম্বার ব্লক করে দেয়। অনেক সময় ডেলিভারির জন্য একটা কোড পাঠানো হয়েছে বলে বিকাশ থেকে আসা ওটিপি নেয়ার চেষ্টা করে থাকে প্রতারকচক্র।

এই প্রতারকচক্র থেকে বাঁচতে আমাদের হতে হবে সচেতন! আসুন কিছু সতর্কতা অবলম্বন করে সবাই নিরাপদ থাকি:

- অনলাইনে কোনোকিছু কেনার জন্য যাচাই না করে টাকা পরিশোধ না করি।
- যাচাই করতে, ফেসবুক পেইজটি কবে খোলা হয়েছে দেখে নিই।
- পরিচিত কেউ কি সেই পেইজ থেকে কোনো পণ্য কিনেছে তা জেনে নিই।
- ফেসবুক গ্রুপে পেইজের ব্যাপারে পোস্ট করে সত্যতা যাচাই করে নিই।
- প্রতারকদের ব্যাপারে নিজে সতর্ক থাকি, আর আশেপাশের সবাইকেও সচেতন করি।

সতর্ক থাকলে নাই বিপদ, আমার বিকাশ নিরাপদ!

Amar bKash (আমার বিকাশ)

25 Jan, 13:45


একটি জীবনমুখী ক্যালেন্ডার

Amar bKash (আমার বিকাশ)

20 Jan, 13:03


এখন ভাবছি সেভিংস-এর টাকা দিয়ে কী করব!

Amar bKash (আমার বিকাশ)

19 Jan, 13:01


আমার তো সবই লাগে। আপনার?

Amar bKash (আমার বিকাশ)

16 Jan, 13:34


রেডি, ওয়ান টু থ্রি...

Amar bKash (আমার বিকাশ)

13 Jan, 13:03


#আমারবিকাশ ২৪/৭

Amar bKash (আমার বিকাশ)

23 Dec, 12:45


টুইস্ট সবার শেষে!

Amar bKash (আমার বিকাশ)

17 Dec, 13:01


খুঁজে পেলে কমেন্টে জানান এক্ষুনি!

Amar bKash (আমার বিকাশ)

12 Dec, 12:13


আপনার বন্ধু রিকোয়েস্ট মানি একসেপ্ট করেছে তো?

Amar bKash (আমার বিকাশ)

03 Dec, 11:22


আমার বিকাশ-এ পাওয়া যায় সব ধরনের ডিজিটাল সার্ভিস। এজেন্ট, মার্চেন্ট, বাণিজ্যিক ব্যাংক, এনবিএফআই, ইউটিলিটি সার্ভিস প্রোভাইডার, টেলিকম অপারেটর, সরকারি সেবা প্রদানকারী এবং এনজিও-এর সাথে মিলে আমার বিকাশ গড়ে তুলেছে এমন একটি ইকোসিস্টেম, যা ডিজিটাল লেনদেনকে করেছে আরও সহজ ও শুরু করেছে ক্যাশলেস লাইফস্টাইল।

Amar bKash (আমার বিকাশ)

27 Nov, 16:22


Channel photo updated

Amar bKash (আমার বিকাশ)

11 Nov, 14:00


বিকাশ-এ বিভিন্ন ধরনের সরকারি ভাতা যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা দেওয়া শুরু হয়েছে। এইসব সময়ে প্রতারকরা বিভিন্ন ভাবে প্রতারণার ফাঁদ পাতে কিছু ক্ষেত্রে সমাজসেবা অফিসার সেজে কল করে বলে, ‘আমি সমাজসেবা অফিস থেকে বলছি। আপনার ভাতার চালু রাখার জন্য তথ্য আপডেট করতে হবে বা একাউন্টে সমস্যা হয়েছে। নাম্বার চেক করে দেখার জন্য আপনার মোবাইলে আসা ওটিপি বলেন।’
আবার কিছু প্রতারক বলে, ‘আপনার ভাতার টাকা বৃদ্ধি পেয়েছে। বেশি টাকা পেতে আপনার মোবাইলে যে ওটিপি গেছে, সেই নাম্বার দিন।’

এছাড়াও প্রতারকরা অনেক ভাবে আপনার কাছ থেকে আপনার বিকাশ একাউন্টের পিন নাম্বার, ওটিপি হাতিয়ে নিতে চাইবে। তাই সতর্ক থাকতে হবে। আপনার পিন নাম্বার, ওটিপি কখনও কাউকে দেবেন না। বিকাশ কর্তৃপক্ষ থেকে ফোন করে কখনোই আপনার পিন নাম্বার ও ওটিপি জানতে চাইবে না।

প্রতারকদের ব্যাপারে নিজে সতর্ক থাকুন, আপনার আশেপাশের সবাইকে প্রতারকদের ব্যাপারে খুলে বলুন, তাদেরও সতর্ক করে দিন। সতর্ক থাকলে নাই বিপদ, আমার বিকাশ নিরাপদ!

Amar bKash (আমার বিকাশ)

27 Oct, 14:21


Channel photo updated

Amar bKash (আমার বিকাশ)

24 Oct, 15:20


বিকাশ-এ ৫টি প্রিয় নাম্বারে যেকোনো সময়ে ২৫,০০০ টাকা পর্যন্ত সেন্ড মানি করতে পারবেন একদম ফ্রিতে। এবং প্রতিমাসে প্রয়োজন হলেই আগের ৫টি প্রিয় নাম্বার বদলে ফেলে একদম নতুন ৫টি প্রিয় নাম্বার অ্যাড করতে পারবেন

Amar bKash (আমার বিকাশ)

23 Oct, 14:08


যখন তখন দিয়ে দিন বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেটসহ যেকোনো বিল বিকাশ অ্যাপ-এ।

Amar bKash (আমার বিকাশ)

22 Oct, 14:01


বিকাশ মার্চেন্ট আউটলেটে পে-লেটার ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন খুব সহজেই। বিকাশ অ্যাপ-এ আপনার প্রাপ্য লোন লিমিটের মধ্যে আপনি চাইলে একসাথে সর্বোচ্চ ৫টি বিকাশ পে-লেটার চালু রাখতে পারবেন।

Amar bKash (আমার বিকাশ)

20 Oct, 14:02


সময়ের সাথে প্রতারণার ধরনও পাল্টাচ্ছে, প্রতারকরা নানান ভাবে ফাঁদ পেতে থাকে আপনার তথ্য নেওয়ার জন্য। কোনো ওয়েবসাইটে বা কোথাও যদি কোনো ধরনের বোনাস, উপহার বা সরকারি প্রণোদনা পাওয়ার জন্য আপনার বিকাশ নাম্বার এবং একাউন্টের বর্তমান ব্যালেন্স জানতে চায়, বুঝে নেবেন এটা প্রতারণার ফাঁদ। মনে রাখবেন, বিকাশ থেকে আপনাকে কল করে বা বিকাশ-এর ওয়েবসাইট আপনার একাউন্টের বর্তমান ব্যালেন্স জানতে চাইবে না।

অপরিচিত ওয়েবসাইট বা ফর্মে কোনো ধরনের পাসওয়ার্ড, পিন, ওটিপি দেবেন না। সতর্ক থাকলে নাই বিপদ, আমার বিকাশ নিরাপদ!

Amar bKash (আমার বিকাশ)

15 Oct, 09:20


Channel photo updated

Amar bKash (আমার বিকাশ)

12 Oct, 13:20


আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে।

Amar bKash (আমার বিকাশ)

08 Oct, 12:00


বিকাশ অ্যাপ-এ ব্যালেন্স কম থাকলে অ্যাড মানি করে ফেলুন সাথে সাথেই। আপনার বিকাশ একাউন্টে প্রতিমাসে সর্বোচ্চ ৫০ বার অ্যাড মানি করতে পারবেন।

Amar bKash (আমার বিকাশ)

06 Oct, 16:02


যখন তখন কার্ড টু বিকাশ-এ, টাকা আনি আরামসে।

Amar bKash (আমার বিকাশ)

04 Oct, 18:19


ঘরে বসে কার্ড টু বিকাশ করে অ্যাড মানি করুন যখন তখন আরামসে। এখন অনলাইন শপিং কিংবা ফুড ডেলিভারির পেমেন্ট হবে আরও সহজে।

Amar bKash (আমার বিকাশ)

02 Oct, 14:00


আরামসে কার্ড টু বিকাশ করলেই আকর্ষণীয় ক্যাশব্যাক!

বিকাশ অ্যাপ-এ প্রথমবার কার্ড টু বিকাশ-এর মাধ্যমে অ্যাড মানি করলে পেয়ে যাবেন ক্যাশব্যাক।

Amar bKash (আমার বিকাশ)

01 Oct, 14:07


দিন-রাত যেকোনো সময়, যেকোনো প্রয়োজনে কার্ড টু বিকাশ-এর মাধ্যমে অ্যাড মানি করুন খুব সহজেই।

Amar bKash (আমার বিকাশ)

01 Oct, 12:08


কার্ড টু বিকাশ কখন ব্যবহার করেন?
public poll

যখনই টাকার প্রয়োজন হয় – 132
👍👍👍👍👍👍👍 64%

উপরের সবগুলো সময়েই – 29
👍👍 14%

যখন বাসায় থাকি – 27
👍 13%

যখন বাইরে থাকি – 17
👍 8%

👥 205 people voted so far.

Amar bKash (আমার বিকাশ)

27 Sep, 06:11


বিকাশ একাউন্টে টাকা কম? নো টেনশন। বিকাশ অ্যাপ-এ আপনার অ্যামেক্স কার্ড স্ক্যান করে কার্ড টু বিকাশ করুন আরামসে।

Amar bKash (আমার বিকাশ)

25 Sep, 13:39


বিকাশ একাউন্টে টাকা কম? নো টেনশন। বিকাশ অ্যাপ-এ আপনার ভিসা কার্ড স্ক্যান করে কার্ড টু বিকাশ করুন আরামসে।

Amar bKash (আমার বিকাশ)

16 Sep, 05:10


নবীর আদর্শ আর ইসলামের পবিত্রতায় ভরে উঠুক সবার জীবন।

Amar bKash (আমার বিকাশ)

10 Sep, 13:32


বিভিন্ন ধরনের লেনদেন করার পর অনেক সময় এজেন্ট বা বিকাশ-এর কর্মকর্তা সেজে প্রতারকরা ফোন করে অনেক ধরনের তথ্য দিয়ে বা ভয় দেখিয়ে একাউন্টের ওটিপি বা পিন নাম্বার নেওয়ার ফাঁদ পেতে থাকে। লেনদেন করার পর এমন কোনো ফোন পেলে বুঝে নিতে হবে এটা প্রতারকের কাজ। সবসময় মনে রাখতে হবে, কখনোই একাউন্টের ওটিপি বা পিন কাউকে দেওয়া যাবে না। এবং বিকাশ-এর অফিশিয়াল নাম্বার হচ্ছে ১৬২৪৭, কখনো যদি বিকাশ থেকে ফোন করা হয় সেটা শুধু মাত্র ১৬২৪৭ থেকেই আসবে।

সতর্ক থাকলে নাই বিপদ, আমার বিকাশ নিরাপদ!

Amar bKash (আমার বিকাশ)

09 Sep, 12:47


বিকাশ থাকতে ক্যাশ ক্যান Mama!