জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের B ইউনিট রিভিউ: যারা এই ইউনিটে এক্সাম দিবা প্লিজ শেষ পর্যন্ত পড় আশা করি কোন কনফিউশন থাকবে না।কোন প্রশ্ন থাকলে অবশ্যই মেসেজে জানাও
Wa.me/+8801981762757
"তোমরা কি জানো!!বাংলাদেশের সবচেয়ে প্রতিযোগিতামূলক বিশ্ববিদ্যালয় কোনটা?" "বাংলাদেশের সবচেয়ে প্রতিযোগিতামূলক বিশ্ববিদ্যালয় হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। যেটাকে সহজ ভাষায় জাবি বলা যায়।" আদর করে বলা হয় জানবিবি। জাবিতে এক আসনের জন্য লড়াই করে শত শত স্টুডেন্ট!কোনো কোনো ইউনিটে এক আসনের জন্য লড়াই করে ২০০-৩০০ স্টুডেন্ট! জাবিতে টোটাল ৭ টা ইউনিট। প্রত্যেকটা ইউনিটই প্রতিযোগিতামূলক! তাহলে কি জাবিতে চান্স পাওয়া কঠিন!জাবিতে পড়তে পারবো না?.. হুম,জাবিতে চান্স পাওয়া অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে কঠিন। তবে,আজকে জাবির এমন একটা ইউনিটের কথা বলবো,যেটাতে তুমি চাইলেই, এই কয়েকটাদিন একটু ট্রাই করলেই খুব সহজে চান্স পেয়ে যাবে। এই ইউনিটের কথা সবাই জানে না,জানলেও কী করতে হবে, কীভাবে পড়তে হবে ঠিকমত জানে না। যারা জানে,তারা খুব সহজেই এই ইউনিটটাকে পেয়ে যায়! আচ্ছা ভাইয়া,ইউনিটটার নাম কি? ইউনিটটার নাম হচ্ছে জাবি 'বি' ইউনিট.. এখানে রয়েছে ইকোনোমিকস,পাবলিক এড,ইউআরপির মত ভালো ভালো সাবজেক্ট! এই ইউনিটকে সহজ বললেন কেনো? কি আসে এখানে? " এই ইউনিটকে সহজ বলার কারন হচ্ছে-যাদের স্কুল লাইফের ব্যাসিক ভালো তারা মাত্র এক সাপ্তাহ পড়েও এখানে চান্স পাবে! সত্যি!! হ্যাঁ,সত্যি।
⭕ B ইউনিট(সামাজিক বিজ্ঞান) :
➡ মোট আসন: ১৬৩ + ১৬৩ = ৩২৬ টি।
* অর্থনীতি: ৩৫ + ৩৫ = ৭০
* নগর ও অঞ্চল পরিকল্পনা ( URP) :২০+২০=৪০
* লোক প্রশাসন:২৫+২৫=৫০
* সরকার ও রাজনীতি:৩৩+৩৩=৬৬
* নৃবিজ্ঞান:২০+২০=৪০
* ভূগোল ও পরিবেশ:৩০+৩০=৬০
.
কোটা আসন : ২৪(১২+১২)।
কোটার আসন আলাদা৷
⭕ পরীক্ষা দেওয়ার যোগ্যতা: বিজ্ঞান,আর্টস, কমার্স সবাই এক্সাম দিতে পারবেন। রেজাল্ট সমন্বিত হবে ছেলে মেয়ে আলাদা আলাদা।
⭕ মোট বিষয় : ৬ টি
১. অর্থনীতি
২. নগর ও অঞ্চল পরিকল্পনা
৩. সরকার ও রাজনীতি
৪. লোকপ্রশাসন
৫. ভুগোল ও পরিবেশ
৬. নৃবিজ্ঞান
⭕ প্রশ্নের ধরণ : বাংলা
📗 মানবন্টন :
➡ বাংলা -২০
➡ ইংরেজি -২০
➡ সাধারণ গণিত - ২০
➡সাধারণ জ্ঞান -১৫
➡ আইকিউ -২৫
➡ GPA marks - 20 কি কি আসে এখানে?"
.
টোটাল ৮০ নাম্বারের পরিক্ষা হয়। এর মধ্যে ৫০+ পেলেই মোটামুটি চান্স নিশ্চিত.. ইকোনোমিকস পাবার জন্য ৬৪+ পেলেই নিশ্চিত! এত্ত মার্কস? কীভাবো সম্ভব? একদম সহজ! কীভাবে সহজ..
প্রথমে আসি,
.
📗 বাংলা-২০ :এখানে বাংলা ব্যাসিক জিনিষগুলাই থাকে, প্রথমপত্র থেকে গদ্য,পদ্য থেকে ব্যাসিক প্রশ্ন দিবে, ২য় পত্র গ্রামারটিক্যালের ব্যাসিক প্রশ্ন দিবে, যেগুলা তুমি বাংলা এই কয়েকটাদিন একটু সিস্টেম ওয়াইজ পড়লেই পারবে।বিরচন থেকে প্রতি বছর ৪/৫ টা প্রশ্ন প্রায়ই আসে।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলার জন্য নবম শ্রেণির ব্যাকরণ বোর্ড বই এবং এইচএসসির বাংলা প্রথম পত্র বই দুইটি পড়লেই হবে পাশাপাশি সহায়ক হিসেবে JU BOOSTER বইটি দেখতে পারো।
📗 ইংরেজি- 20: এখানের জাবির যতগুলা ইউনিট আছে,সব থেকে সহজ ইংরেজি হয় এখানে! ব্যাসিক ইংলিশ । ইংরেজি একটু ভালোভাবে পড়লেই পারবে... কিন্তু কিছু ব্যতিক্রমধর্মী ইংলিশ ও থাকে যেই টাইপের প্রশ্নগুলো বেশিরভাগ স্টুডেন্ট ই ভুল করে। ইংরেজিতে বেস্ট প্রিপারেশন নিতে সংগ্রহ করো "JU BOOSTER " বইটি।
.
📗 সাধারণ জ্ঞান -১৫ : সাম্প্রতিক বলতে আমরা যা বুঝি, এখানে সেই টাইপের সাম্প্রতিক জিকে কম আসে,এখানের জিকেগুলা বেশিরভাগ আসে আইকিউ টাইপ, অর্থাৎ সামাজিকবিজ্ঞান টাইপ জিকে বেশি আসে, ক্লাস ৯-১০ এর সামাজিক বিজ্ঞানের মত, যাদের ব্যাসিক ভালো তারা জিকে দেখলেই বুঝবে এটার উত্তর কি! এই ধরো, পরিবার নিয়ে আসবে, চাহিদা,যোগান,ভূগোল ইত্যাদি টপিকসের উপর থাকবে। সাধারণ জ্ঞান ফুল মার্ক পেতে সংগ্রহ করো খন্দকার'স GK বইটি। যেহেতু এবার সাম্প্রতিক বেশী আসবে সেহেতু সাম্প্রতিক বেশী বেশী পড়তে হবে।সাম্প্রতিকের জন্য JU RECENT VACCINE বইটি দেখতে হবে। এই ইউনিটে সাধারণ জ্ঞানে ফুল মার্ক পেতে JU BOOSTER বইটি হতে পারো তোমার জন্য হতে পারে ট্রাম কার্ড।
📗আইকিউ-০৫ : আইকিউ মানে হচ্ছে তোমার বুদ্বি কতটুকু সেটা যাছাই করা।এটা আসলে পড়ার কিছু নেই। জাস্ট অপশন দেখে একটু মাথা খাটালেই হয়! তাও যত প্র্যাক্টিস করবে তত পারবে। ধরো,তোমাকে বলবে যদি,BME=DOG হয় তবে,MLC কত? এখন তুমি একটা জিনিষ ভাবো।প্রথম ওয়ার্ডের B এর সাথে দ্বিতীয় ওয়ার্ডের D দুই ব্যবধান। খেয়াল করে দেখো প্রত্যেকটা দুই ব্যাবধান করে। তাহলে MLC বলছে কত? যেহেতু ওগুলা দুই করে ব্যাবধান। এখানেও দুই করে ব্যাবধান হবে।তাহলে, M এর পর দুই ব্যাবধান হয় O, L এরপর দুই ব্যাবধান হয় N, C এর পর দুই ব্যাবধান হয় E. তাহলে MLC= ONE. অর্থাৎ উত্তর ONE..