উম্মাহ সেন্ট্রাল — Ummah Central

@salaficentralbn


সালফে স্বলেহীনদের মানহাজ অনুযায়ী বিশুদ্ধ আক্বীদাহ'র আওয়াজ পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর
.
আমাদের অফিসিয়াল ফেসবুক পেইজঃ-
www.facebook.com/SalafiCentralMedia
.
YouTube:
www.youtube.com/@-SalafiCentralBN
.
টুইটারঃ-
https://twitter.com/SCBN_Media

উম্মাহ সেন্ট্রাল — Ummah Central

25 Sep, 16:13


www.facebook.com/SalafiCentralMedia/posts/122186676530084307
.
❝ আমরা ধ্বংস হয়ে যাব, যদি রাসূলুল্লাহ স্বাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সম্মান রক্ষা না করি! ❞

— শাইখ আবি আব্দিল্লাহ উসামা ইবনু মুহাম্মাদ [রহিমাহুল্লাহ]
.
Ummah Central - উম্মাহ সেন্ট্রাল

উম্মাহ সেন্ট্রাল — Ummah Central

25 Sep, 15:15


https://www.facebook.com/SalafiCentralMedia/posts/122186676530084307

উম্মাহ সেন্ট্রাল — Ummah Central

24 Sep, 11:08


https://www.facebook.com/SalafiCentralMedia/videos/1937036426776444

উম্মাহ সেন্ট্রাল — Ummah Central

21 Sep, 05:40


www.facebook.com/SalafiCentralMedia/posts/122185382282084307
.
চলুন, সবাই একটি দাবী তুলি:

প্রতি জেলায় একটি করে শরীয়াহ কোর্ট প্রতিষ্ঠা করা হউক

অন্তত যাদের অন্তরে আল্লাহর ভয় আছে
তারা তাদের ঈমান রক্ষা করতে সমর্থ হবে।

— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
.
Ummah Central - উম্মাহ সেন্ট্রাল

উম্মাহ সেন্ট্রাল — Ummah Central

20 Sep, 14:45


https://www.facebook.com/SalafiCentralMedia/posts/122185382282084307

উম্মাহ সেন্ট্রাল — Ummah Central

19 Sep, 16:56


www.facebook.com/SalafiCentralMedia/posts/122185104752084307
.
মুসলিমের রক্ত আজ সস্তা কেন ?
.
ইসলামী শারীয়াহ'তে একজন মুসলিমের জীবনের দাম কত, সেটা বুঝতে হবে, মনে রাখতে হবে। মুসলিমের জান-মাল-সম্পদের নিরাপত্তা শারীয়াহ'র সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর একটি। যদি আপনি জানতে চান কোনো রাষ্ট্র আসলেই শারীয়াহ দ্বারা শাসিত হয় কি না? তাহলে সেই রাষ্ট্রে মুসলিমের রক্তের মূল্য কত, সেটি দেখুন।
.
মুসলিমের রক্তের প্রকৃত মূল্য আমার মনে রাখতে হবে। এটা আমাদের সবার দায়িত্ব। আমাদের জানতে হবে ইসলামী শারীয়াহ'তে একজন মুসলিমের রক্ত কতটা মূল্যবান। আল্লাহ ও তাঁর রাসূল ﷺ মুসলিমের সম্মান ও মর্যাদা সম্পর্কে কী বলেছেন, সেটা জানতে হবে, পরস্পরকে জানাতে হবে। সত্যিকারের ইসলামী রাষ্ট্রে প্রতিটি মুসলিমের জীবন, সম্পদ ও সম্মান সুরক্ষিত থাকে। যখন সে আক্রান্ত হয় তখন তার প্রতিরক্ষায় এগিয়ে আসে রাষ্ট্র। যখন কেউ তার অধিকার ছিনিয়ে নেয়, রাষ্ট্র তখন সেই হামলাকারীর কাছ থেকে তার অধিকার ফিরিয়ে আনে।
.
আমরা এই শারীয়াহ এবং এমন ইসলামী রাষ্ট্রের (খিলাফাহ'র) দিকেই আহ্বান করি।
.
[ড. ইয়াদ আল-কুনাইবীর আয়নাঘর থেকে]
.
Ummah Central - উম্মাহ সেন্ট্রাল

উম্মাহ সেন্ট্রাল — Ummah Central

19 Sep, 15:39


https://www.facebook.com/SalafiCentralMedia/posts/122185104752084307

উম্মাহ সেন্ট্রাল — Ummah Central

19 Sep, 14:42


www.facebook.com/SalafiCentralMedia/posts/122185015508084307
.
তারা আল্লাহর কিতাবকে নিজেদের পিঠের পিছনে ছুঁড়ে মেরেছে !
তাঁর আয়াত সমূহকে স্বল্প মূল্যে বিক্রি করেছে !
এবং তাঁর দ্বীনকে করেছে অবাঞ্ছিত !
তারা হিদায়াতকে বিক্রি করেছে গোমরাহির বদলে !
এবং ক্ষমাশীলতাকে শাস্তির বদলে !
এদের উদাহরণ হলো কিতাববহনকারী গাধা
আর জিভ বের করে হাঁপাতে থাকা কুকুরের মত !
.
Ummah Central - উম্মাহ সেন্ট্রাল

উম্মাহ সেন্ট্রাল — Ummah Central

19 Sep, 12:37


https://www.facebook.com/SalafiCentralMedia/posts/122185015508084307

উম্মাহ সেন্ট্রাল — Ummah Central

19 Sep, 11:46


মরুর সিংহ
শহীদ উমার আল-মুখতার (রহিমাহুল্লাহ)

.
আজ হতে ৯৩ বছর আগে এই দিনে দখলদার ইতালিয় সেনাদের হাতে লিবিয়ার কিংবদন্তীতুল্য সংগ্রামী নেতা ওমর আল মুখতার শাহাদত বরণ করেন। এ সময় তার বয়স হয়েছিল ৭২ বছর।
.
মুখতারের নেতৃত্বে ২৩ বছর ধরে ইতালিয় উপনিবেশবাদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়েছিল লিবিয়ার মুসলিমগণ।
.
শৈশবে ইয়াতিম অবস্থায় তাকে দত্তক পুত্র হিসেবে গ্রহণ করেছিলেন শারিফ আল গ্বারিয়ানি নামের এক ব্যক্তিত্ব। তিনি ছিলেন সেনুসসি সুফি নামের এক ধর্মীয়-রাজনৈতিক আন্দোলনের কর্মী।
.
মুখতার জাগবুবে সেনুসসি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছিলেন ৮ বছর। তিনি ছিলেন কুরআন-বিশেষজ্ঞ। মুখতার ১৮৯৯ সালে দখলদার ফরাসিদের বিরুদ্ধে লড়াই করার জন্য শাদে গিয়েছিলেন। সেখানে ফরাসিদের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছিলেন রাবিহ আজ জুবাইর।
.
১৯১১ সালের অক্টোবর মাসে অটোম্যান তুর্কি সাম্রাজ্যের সঙ্গে ইতালির যুদ্ধের সময় ইতালির নৌবাহিনী হানা দেয় লিবিয়ার উপকূলে। সে সময় লিবিয়া ছিল তুর্কি সাম্রাজ্যের অংশ। ইতালিয়রা লিবিয়াকে আত্মসমর্পণ করতে বলে। কিন্তু তুর্কি সেনারা ও তাদের লিবিয় সহযোগীরা আত্মসমর্পণের পরিবর্তে উপকূল ছেড়ে পেছনের দিকে সরে আসেন।
.
ইতালিয় হানাদার বাহিনী তিন দিন ধরে ত্রিপলি ও বেনগাজিতে বোমা বর্ষণ করে।
.
লিবিয়ার সাইরেনাইকা অঞ্চলের জনগণ ওমর মুখতারের নেতৃত্বে একের পর এক প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যেতে থাকেন। মরুভূমির লড়াইয়ে অভিজ্ঞ ওমর মুখতার হয়ে ওঠেন ইতালিয় সেনাদের জন্য চক্ষুশূল। অবশেষে ১৯৩১ সালের ১১ সেপ্টেম্বর এক অতর্কিত হামলায় আহত ও বন্দি হন মুখতার। ৫ দিন পর আতঙ্কগ্রস্ত ইতালিয় দখলদাররা তাকে ফাঁসিতে ঝুলিয়ে শহীদ করে।
.
ঐতিহাসিক বর্ণনা থেকে জানা যায় মরুর সিংহ নামে খ্যাত ওমর মুখতারকে মুসোলিনির ইটালিয়ান সেনা অফিসার জিজ্ঞেস করেছিলঃ
তুমি কি জান তোমার শাস্তি মৃত্যুদণ্ড?
জবাবে ওমর মুখতার বলেছিলেন, হ্যাঁ।
ওই অফিসার বললেন, তুমি যা করেছ তার জন্য তুমি কী অনুতপ্ত?
ওমর মুখতার বললেন, প্রশ্নই হয় না, আমি আমার দেশ আর মানুষের জন্য লড়েছি।
সেনা আদালতের বিচারক তার দিকে তাকিয়ে বলে, তোমার মত লোকের এমন পরিণতি দেখে আমি দুঃখিত।
ওমর মুখতার বললেন, "কিন্তু এটাই তো জীবন শেষ করার সর্বশ্রেষ্ঠ উপায়। মহান আল্লাহকে ধন্যবাদ তিনি আমাকে এভাবে বীরের মত শহীদ হওয়ার সুযোগ দিয়েছেন।”

এরপর বিচারক প্রস্তাব দিল তাকে মুক্ত করে দেয়া হবে যদি তিনি মুজাহিদদের কাছে চিঠি লেখেন যাতে মুজাহিদরা ইটালিয়ানদের সাথে যুদ্ধ বন্ধ করে। ওমর মুখতার বিচারকের দিকে তাকিয়ে বলেছিলেনঃ

যেই শাহাদত অঙ্গুলি দিয়ে আমি প্রতিদিন সাক্ষ্য দেই যে এক আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই। সেই আঙ্গুল দিয়ে অসত্য কোনো কথা লিখতে পারবো না। আমরা আল্লাহ ছাড়া আর কারও কাছে আত্মসমর্পণ করি না। আমরা হয় বিজয় লাভ করি, না হয় শাহাদাত বরণ করি।

#The_Lion_of_the_Desert
#UMAR_AL_MUKHTAR
.
Ummah Central - উম্মাহ সেন্ট্রাল