Quran Hadith Daily ✺

@quranhadithdaily_air


🌟✦✧✧ আসসালামু অলাইকুম ✧✧✦🌟

আপনার অতি মূল্যবান মতামত জানাতে উক্তো ঠিকানায় সরাসরি ম্যাসেজ করুন: @AIR_Chat_bot

ইসলামিক কুইজের চ্যানেল:🔰
https://t.me/IslamicQuiz_AIR

যাজাক আল্লাহ খইরন। 🕋

Quran Hadith Daily ✺

22 Oct, 13:02


আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা বলেনঃ

سَنَفْرُغُ لَكُمْ اَيُّهَ الثَّقَلٰنِ

'হে মানুষ ও জ্বীন! আমি শীঘ্রই তোমাদের (হিসাব নেওয়ার) প্রতি মনোনিবেশ করবো।'
(Ar-Rahman 55: Verse 31)

Quran Hadith Daily ✺

21 Oct, 13:02


আবূ সাঈদ খুদরী (রাযিঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
'যখন তিন ব্যক্তি একত্রিত হবে, তখন তাদের একজন যেন তাদের (সালাতের) ইমামতি করে, আর তাদের মধ্যে ইমামতির সর্বাধিক যোগ্য হলো সেই ব্যক্তি, যে সর্বাধিক বিশুদ্ধভাবে কুরআন পড়তে পারে।'
[আদ-দারেমী; হাদীসঃ ১২৮৬]

Quran Hadith Daily ✺

20 Oct, 13:02


আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা বলেনঃ

وَاصْبِرْ نَفْسَكَ مَعَ الَّذِيْنَ يَدْعُوْنَ رَبَّهُمْ بِالْغَدٰوةِ وَالْعَشِيِّ يُرِيْدُوْنَ وَجْهَهٗ

'তুমি ধৈর্য্য সহকারে নিজেকে তাদের সাথেই রাখো, যারা সকাল-সন্ধ্যায় তাদের রবকে ডাকে, শুধুমাত্র তাঁর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে।'
(Al-Kahf 18: Verse 28)

Quran Hadith Daily ✺

19 Oct, 13:02


╔═══━━━── • ──━━━═══╗
জলের অভাব থাকলে করণীয়
╚═══━━━── • ──━━━═══╝


ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ

'রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযূর প্রতিটি অঙ্গকে একবার করে ধুয়েছেন।'
[তিরমিযী; হাদীসঃ ৪২]

Quran Hadith Daily ✺

18 Oct, 13:03


আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা বলেনঃ

لَا تُسْرِفُوْا

'তোমরা অপচয় করো না।'
(Al-An'am 6: Verse 141)

Quran Hadith Daily ✺

17 Oct, 13:04


আবূ হাতিম আল মুযানী (রাযিঃ) থেকে বর্ণিতঃ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
'তোমরা যে ব্যক্তির দ্বীনদারিতা ও নৈতিক চরিত্র দ্বারা সন্তুষ্ট আছো, এমন ব্যক্তি যদি তোমাদের নিকট বিয়ের প্রস্তাব নিয়ে আসে, তাহলে তার সাথে (তোমাদের মেয়েদের) বিয়ে দিয়ে দাও।'
[তিরমিযী; হাদীসঃ ১০৮৪]

Quran Hadith Daily ✺

16 Oct, 13:04


আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা বলেনঃ

السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَا ؕ اِنْ كُنْتُمْ مُّوْقِنِيْنَ

'তিনি আসমানসমূহ ও যমীন এবং এ দুয়ের মধ্যবর্তী সমস্ত কিছুর রব, যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হও।'
(Ash-Shu'ara 26: Verse 24)

Quran Hadith Daily ✺

15 Oct, 13:03


╔════━━━── • ──━━━════╗
বুঝে সালাত আদায় করার গুরুত্ব
╚════━━━── • ──━━━════╝


উকবা বিন আমর (রাযিঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
'যখন কোনো মুসলিম পূর্ণরূপে উযূ করে সালাতের জন্য দাঁড়ায় এবং সে যা পাঠ করছে তা সে বুঝে, তখন সে প্রথম দিনের শিশুর মত (নিষ্পাপ) হয়ে সালাত সম্পন্ন করে।'
[মুস্তাদরাকে হাকেম; হাদীসঃ ৩৫০৮]

Quran Hadith Daily ✺

14 Oct, 13:03


আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা বলেনঃ

وَ مَا کَانَ اللّٰہُ لِیُضِیۡعَ اِیۡمَانَکُمۡ

'আল্লাহ এমন নন যে, তিনি তোমাদের ঈমানকে নষ্ট করে দেবেন।'
(Al-Baqarah 2: Verse 143)

Quran Hadith Daily ✺

13 Oct, 13:02


আনাস ইবনে মালেক (রাযিঃ) থেকে বর্ণিতঃ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
'আমি এমন একটি দলের সাথে বসবো যারা ফজরের সালাত থেকে শুরু করে সূর্য ওঠা পর্যন্ত মহান আল্লাহর যিকিরে মশগুল থাকে। এ কাজ আমার নিকট ইসমাঈল (আঃ)-এর বংশের দাসী আযাদ করার চেয়েও অধিক প্রিয়।'
[আবূ দাউদ; হাদীসঃ ৩৬৬৭]

Quran Hadith Daily ✺

12 Oct, 13:02


আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা বলেনঃ

فَاِذَا قَضَيْتُمُ الصَّلٰوةَ فَاذْكُرُوا اللّٰهَ قِيٰمًا وَّقُعُوْدًا وَّعَلٰي جُنُوْبِكُمْ

'যখন সালাত সম্পন্ন করবে তখন দাঁড়িয়ে, বসে এবং শুয়ে আল্লাহকে স্মরণ করবে।'
(An-Nisa 4: Verse 103)

Quran Hadith Daily ✺

11 Oct, 13:02


আবদুল্লাহ ইবনে আমর (রাযিঃ) থেকে বর্ণিতঃ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
'পবিত্র কুরআনের পাঠক, হাফিজ ও তার উপর আমলকারীকে (কিয়ামতের দিন) বলা হবে, তুমি কুরআন পাঠ করতে থাকো এবং উপরে চড়তে থাকো। আর ঠিক সেইভাবে স্পষ্ট ও ধীরে ধীরে পড়তে থাকো, যেভাবে তুমি দুনিয়াতে পড়তে। কেননা, (জান্নাতের ভিতর) তোমার স্থান ঠিক সেখানে হবে, যেখানে তোমার শেষ আয়াতটি খতম হবে।'
[রিয়াযুস স্বা-লিহীন; হাদীসঃ ১০০৮]

Quran Hadith Daily ✺

10 Oct, 13:03


আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা বলেনঃ

ٱلَّذِينَ ءَاتَيْنَٰهُمُ ٱلْكِتَٰبَ يَتْلُونَهُۥ حَقَّ تِلَاوَتِهِ ؕ أُو۟لَٰٓئِكَ يُؤْمِنُونَ بِهِ

'যাদেরকে আমি কিতাব দিয়েছি, যারা তা যথাযথভাবে পাঠ করে। তারাই এর প্রতি ঈমান আনে।'
(Al-Baqarah 2: Verse 121)

Quran Hadith Daily ✺

09 Oct, 13:02


আবূ হুরাইরাহ (রাযিঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
'যখন কোনো ব্যক্তি রাতের বেলায় স্বীয় স্ত্রীকে ঘুম থেকে জাগিয়ে উভয়ে একত্রিতভাবে অথবা পৃথক পৃথকভাবে দুই রাকাত (তাহাজ্জুদের) সালাত আদায় করে, তখন তাদেরকে আল্লাহর "যিকিরকারী" ও "যিকিরকারিণীর" তালিকায় লিপিবদ্ধ করা হয়।'
[আবূ দাউদ; হাদীসঃ ১৩০৯]

Quran Hadith Daily ✺

08 Oct, 13:03


আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা বলেনঃ

جَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً

'তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন।'
(Ar-Room 30: Verse 21)

Quran Hadith Daily ✺

07 Oct, 13:03


╔════━━━── • ──━━━════╗
মদিনায় মৃত্যুবরণ করার মর্যাদা
╚════━━━── • ──━━━════╝


ইবনে উমার (রাযিঃ) থেকে বর্ণিতঃ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
'কেউ মদীনাতে মৃত্যুবরণ করতে সক্ষম হলে সে যেন সেখানেই মৃত্যুবরণ করে। কারণ যে ব্যক্তি সেখানে মৃত্যুবরণ করবে আমি তার জন্য সুপারিশ করবো।'
[তিরমিযী; হাদীসঃ ৩৯১৭]

Quran Hadith Daily ✺

06 Oct, 13:03


আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা বলেনঃ

اِذَا جَآءَ اَجَلُهُمْ لَا يَسْتَاْخِرُوْنَ سَاعَةً وَّلَا يَسْتَقْدِمُوْنَ

'যখন তাদের নির্দিষ্ট সময় এসে পড়বে, তখন তারা এক মুহূর্তও তা পিছোতে অথবা এগোতে পারবে না!'
(An-Nahl 16: Verse 61)

Quran Hadith Daily ✺

05 Oct, 13:02


আবূ হুরাইরাহ (রাযিঃ) থেকে বর্ণিতঃ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
'কুরআনের কোনো বিষয় নিয়ে ঝগড়া-বিবাদে লিপ্ত হওয়া কুফরী!'
[সুনানুল কুবরা লিন নাসাঈ; হাদীসঃ ৮০৯৩]

Quran Hadith Daily ✺

04 Oct, 13:02


আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা বলেনঃ

مَا يُجَادِلُ فِيْۤ اٰيٰتِ اللّٰهِ اِلَّا الَّذِيْنَ كَفَرُوْا

'কাফিররাই কেবল আল্লাহর আয়াতসমূহ নিয়ে বিতর্কে লিপ্ত হয়!'
(Ghafir 40: Verse 4)

Quran Hadith Daily ✺

03 Oct, 13:02


আবূ উমামাহ (রাযিঃ) থেকে বর্ণিতঃ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
'তাঁদের জন্য সুসংবাদ যাঁরা আমাকে দেখেছে (এবং ঈমান এনেছে) এবং সাতবার (অগণিত) সুসংবাদ ঐ সকল লোকেদের জন্য, যারা আমাকে না দেখেও আমার উপর বিশ্বাস স্থাপন করেছে।'
[মিশকাত; হাদীসঃ ৬২৯০]