News update নিউজ আপডেট

@newsupdatebd24


News update নিউজ আপডেট

22 Oct, 18:16


ফজলে নুর তাপস মেয়র থাকা অবস্থায় বাহাদুর শাহ পার্কে খাবারের দোকান বসিয়ে পার্কের পরিবেশ নষ্ট করেছিলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। সরকার পতনের পর স্থানীয় জনগণ সেই সব দোকান উচ্ছেদ করেছিলেন। এখন আবার খাবারের দোকান বসানোর তৎপরতা চলছে। ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক ও পার্কের ঐতিহ্য সংরক্ষণ সংগ্রাম পরিষদ বার বার চিঠি দেয়ার পরেও দক্ষিণ সিটি করপোরেশন ইজারা দেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে।

অন্তর্বর্তী সরকারের পক্ষে স্বল্প সময়ের মধ্যে অনেক ধরনের জটিল সমস্যার সমাধান করা সম্ভব নয় জানি, কিন্তু পার্কে খাবার দোকান বসিয়ে পরিবেশ নষ্ট করার সিদ্ধান্ত বাতিল করা তো কঠিন কিছু হওয়ার কথা না!

News update নিউজ আপডেট

22 Oct, 18:14


ইনিই আরিয়ানে তাবাতাবাই। তিনি বিশেষ অভিযানবিষয়ক সহকারী প্রতিরক্ষা সচিবের চিফ অব স্টাফ এবং পেন্টাগনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর গোয়েন্দা বিভাগের একজন কর্মকর্তা।

অভিযোগ উঠেছে, ইসরায়েলের ইরান আক্রমণ নিয়ে যুক্তরাষ্ট্রের অতি গোপন নথি তিনিই ফাঁস করেছেন।
mh/14

News update নিউজ আপডেট

22 Oct, 18:14


রাষ্ট্রপতি ইস্যুতে এই মুহুর্তে মাথা ঠান্ডা রাখা উচিৎ। হুটহাট করে মাথা গরম করে কোন ডিসিশন নেওয়ার মত উত্তেজনাকর পরিস্থিতি তৈরী করলে সেটা কিন্তু হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাও তৈরী করতে পারে। Potential Risk এনালাইসিস না করে মাথা গরম করে যে সিদ্ধান্তই নেওয়া হবে, সেটার দীর্ঘমেয়াদি ফলাফল অত্যন্ত বাজে হতে পারে। তাই ধীরস্থিরভাবে চিন্তাভাবনা করে সবদিক মিলিয়ে সবকিছু ক্যালকুলেশন করা উচিৎ বলেই অন্তত আমি মনে করি।

©সাইয়েদ আব্দুল্লা

News update নিউজ আপডেট

22 Oct, 00:20


১৬ অক্টোবর দক্ষিণ গাজার তাল সুলতানে ইয়াহিয়া সিনওয়ার এবং ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের ফুটেজ প্রকাশ করেছে ইসরায়েলি মিডিয়া।
mh/15

News update নিউজ আপডেট

20 Oct, 15:18


সিএনএন এবং নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ৭ অক্টোবর ২০২৩-এ আল-আকসা ফ্লাড অপারেশন শুরু হওয়ার পরপরই সিআইএ ইয়াহিয়া সিনওয়ারকে খুঁজে বের করার জন্য একটি বিশেষ টাস্কফোর্স গঠন করে।

যুক্তরাষ্ট্র এই অঞ্চলে গোয়েন্দা তৎপরতা উল্লেখযোগ্যভাবে বাড়ায়, যাতে হামাস এবং এর নেতা সম্পর্কে তথ্য সংগ্রহ করা যায়। তারা ইসরায়েলকে 'গ্রাউন্ড-পেনিট্রেটিং রাডার'ও সরবরাহ করে।

তবে সিএনএনের সঙ্গে কথা বলা একাধিক মার্কিন কর্মকর্তা জানান, সিনওয়ারের মৃত্যুর খবর পুরোপুরি অপ্রত্যাশিত ছিল।
mh/6

News update নিউজ আপডেট

20 Oct, 12:59


ইন্দোনেশিয়ার স্থানীয় বিমান সংস্থা SAM এয়ার-এর একটি বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা চারজন নিহত হয়েছেন।

News update নিউজ আপডেট

20 Oct, 12:59


উত্তর বৈরুতের আল হাসানাইন মসজিদের আশপাশের এলাকায় চালানো ইসরায়েলি বিমান হামলায় সব তছনছ হয়ে গিয়েছে। (hn/7)

News update নিউজ আপডেট

20 Oct, 08:54


ইসরায়েলি সেনাবাহিনী সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে।
যেখানে দেখা যাচ্ছে, গতবছর ৭ অক্টোবর ইসরায়েলে হামলা পরিচালনা করার ১২ ঘন্টা আগে নিজের পরিবারকে সুরক্ষিত টানেলে সরিয়ে নিচ্ছেন শহীদ ইয়াহইয়া সিনওয়ার।
(na/6)

News update নিউজ আপডেট

20 Oct, 08:53


পলাতক বিচ্ছিন্নতাবাদী হাছিনার কথা শুনে যেখানে সেখানে জয়বাংলা মারাইবানা পিও 😁

News update নিউজ আপডেট

19 Oct, 14:03


নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনের তথ্য অনুযায়ী:

ইসরায়েল এক বছর ধরে হামাস নেতাদের খুঁজে বের করার চেষ্টা করছে এবং এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র থেকে সক্রিয় গোয়েন্দা সহায়তা পাচ্ছে। তবে ইয়াহিয়া সিনওয়ারকে খুঁজে পাওয়ার ক্ষেত্রে সেই সহায়তা ভূমিকা রাখেনি।

ইসরায়েলে হামাস নেতাদের খোঁজে যুক্তরাষ্ট্র তৈরি করেছে একটি ‘ফিউশন সেল।'

৭ অক্টোবর ২০২৩-এ হামাসের আক্রমণের পর পেন্টাগন ইসরায়েলে কমান্ডো পাঠায়, যারা জিম্মিদের উদ্ধারের বিষয়ে পরামর্শ দেয়।

জয়েন্ট স্পেশাল অপারেশনস কমান্ডের (JSOC) সেনাদের সঙ্গে গোয়েন্দা কর্মকর্তারাও যুক্ত হন—কিছুজন ইসরায়েলে এবং বাকিরা সিআইএর প্রধান কার্যালয়ে।

ইসরায়েল ও সিআইএ সদর দফতরের গোয়েন্দা বিশ্লেষকরা নিয়মিতভাবে তথ্য বিনিময় করেছে।

কর্তৃপক্ষ এখনো জানায়নি এই ফিউশন সেলগুলো কী ধরনের গোয়েন্দা তথ্য ইসরায়েলকে দিয়েছে।
mh/5

News update নিউজ আপডেট

19 Oct, 14:02


ইয়াহইয়া সিনওয়ারের শাহাদার পর শাইখ আলী সাল্লাবী যেভাবে মূল্যায়ন করলেন—
.
জায়েদ বিন হারেসা নেতৃত্ব দিচ্ছিলেন, তিনি শহীদ হয়ে গেলেন। তারপর জাফর বিন আবি তালিব নেতৃত্ব নিলেন, তিনিও শহীদ হয়ে গেলেন। এবার আব্দুল্লাহ বিন রওয়াহা , তিনিও শহীদ হয়ে গেলেন।
.
শেষমেশ খালিদ আসলেন এবং বিজয় করলেন।
.
আল্লাহর তরবারী খালিদের আসা সময়ের ব্যাপার মাত্র ইন শা আল্লাহ্। আল্লাহ্ খালিদের আগমন ত্বরান্বিত করুন। আমিন
.
রদ্বিইয়াল্ল-হু 'আনহুম!
রহিমাহুমুল্ল-হ্!

News update নিউজ আপডেট

19 Oct, 10:48


রাশিয়ান মিডিয়া আউটলেট রাইবার সম্পর্কে তথ্যের জন্য ১ কোটি ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

রাইবার মিডিয়া আউটলেট যুক্তরাষ্ট্রে বিভেদ ছড়ানো এবং রাশিয়া-সমর্থিত, পশ্চিমবিরোধী প্রচারণা চালানোর অভিযোগে অভিযুক্ত। রাইবারকে সমর্থন দেয় রাশিয়ার প্রতিরক্ষা খাতের বড় কোম্পানি রোস্তেক।

নির্বাচনে হস্তক্ষেপের মত অভিযোগ রাইবারের একটি প্রজেক্ট থেকে এসেছে। এর "TEXASvsUSA" নামক একটি টেলিগ্রাম চ্যানেল (এখন বন্ধ) ছিলো, যা টেক্সাসকে যুক্তরাষ্ট্র থেকে আলাদা হয়ে স্বাধীনতা ঘোষণা করার জন্য সক্রিয়ভাবে প্রচারণা চালাত।
mh/3

News update নিউজ আপডেট

19 Oct, 10:05


বঙ্গোপসাগরে ২ হাজার ৭০০ কেজি ইলিশসহ আটক ৪৮ ভারতীয় জেলে কারাগারে।

News update নিউজ আপডেট

19 Oct, 10:04


ঘটনার বিবরণ (কমেডি)।
তবে হেলিকপ্টারের নাকের ডগা দিয়ে ড্রোন চলে যাওয়ার ঘটনা সত্য।

News update নিউজ আপডেট

19 Oct, 09:29


.গাজ্জার জাবালিয়া শরণার্থী শিবিরে হামলা চালিয়ে ৩৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল

News update নিউজ আপডেট

19 Oct, 09:29


https://youtu.be/LVO86wt5_X0