ইসলাম ও ইসলামী বিশ্বের বার্তা....(AAHR10 NEWS)...⚔️

@alaksa10


আমরা চাই আমাদের চ্যানেলের মাধ্যমে অন্ধকারাচ্ছন্ন আত্মাগুলো আলোকে ফিরে আসুক।ইবাদতে অনাগ্রহী আত্মাগুলোতে আগ্রহ সঞ্চার হোক।মৃতপ্রায় আত্মাগুলোতে ছড়িয়ে পড়ুক প্রাণশক্তি। ভালো কিছুর প্রত্যাশায় ইন শা আল্লাহ...

প্রয়োজনেঃ https://t.me/saadibne10

ইসলাম ও ইসলামী বিশ্বের বার্তা....(AAHR10 NEWS)...⚔️

22 Oct, 05:52


আপনার সন্তানের সামনে হাত তুলে আল্লাহর কাছে  দু'আ করুন।

যখন আপনি দেখবেন আপনার সন্তানের মন খারাপ বা সে কোন কারনে হতাশ, তখন তার সামনে হাত তুলে আল্লাহর কাছে দু'আ করুন। এতে আপানার সন্তান উৎসাহ পাবে, সাহস পাবে।

যদি দেখেন আপনার সন্তান কোন কারনে উত্তেজিত বা রাগান্বিত, তাহলে তার সামনে তার জন্য দু'আ করুন যা আপানার সন্তানের অন্তরে প্রশান্তি এনে দিবে এবং সে দুশ্চিন্তা মুক্ত হবে।

আপানার সন্তান যখন কোন কারনে খুশি থাকবে, হাত তুলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। এটা দেখে আপানার সন্তান শিখবে কোন কারনে খুশি হলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হয়।

যখন আপনি দু'আ করবেন একটু জোরে জোরে দুয়া করুন , যেন আপনি যা বলছেন সেটি আপানার সন্তান শুনতে পায়।

এই বিষয় গুলো আপনার সন্তানকে আল্লাহর সম্পর্কে অধিক সচেতন করে তুলবে। সে বুঝতে শিখবে যে, জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় আল্লাহ কাছে হাত পেতে সাহায্য চাইতে হয়, শুকরিয়া আদায় করতে হয়।

এর পর যখনি আপনার সন্তান আনন্দে অথবা কষ্টে মধ্যে দিয়ে দিন পার করবে তখনি এই অভ্যাসটির কারনে আপানার সন্তানকে আল্লাহর কাছে হাত পেতে সাহায্য চাইবে, এমনকি যখন সে বৃদ্ধ হবে তখনো আপনার শিখিয়ে দেওয়া এই অভ্যাস টি তার মধ্যে থেকে যাবে। 

এই ছোট কাজটিও এক ধরনের ইবাদাত কারণ আপনি আপনার সন্তানের সামনে ছোট বড় যা করবেন সবই সে দেখেছে এবং শিখছে তাই আপনার সন্তানের সামনে সেটাই করুন যেটা তাকে আল্লাহকে চিনতে, জানতে এবং তাকে ভয় পেতে শিখাবে।

ইসলাম ও ইসলামী বিশ্বের বার্তা....(AAHR10 NEWS)...⚔️

22 Oct, 03:46


বুক ফাটা তৃষ্ণায় এক গ্লাস ঠান্ডা পানির বদলে ঝাঁঝালো ভিনেগার পানে তো শান্তি মেলে না! তাহলে মন অশান্ত হলে রবের স্মরণ বাদ দিয়ে গান-বাজনায় কেন শান্তি খুঁজি

"জেনে রাখ, আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয়।" [সুরা রাদ ২৮]

ইসলাম ও ইসলামী বিশ্বের বার্তা....(AAHR10 NEWS)...⚔️

22 Oct, 03:45


ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে সাত আজারবাইজানীয় নাগরিককে ইসরায়েলে গ্রেপ্তার করা হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম জানায়, হাইফা এবং কিরিয়াত এলাকায় বসবাসকারী এই ব্যক্তিরা দুই বছর ধরে টাকার বিনিময়ে ইরানের জন্য গুপ্তচরবৃত্তি করেছে। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, তাদের কিছু লক্ষ্যবস্তুর ছবি তুলে ইরানে পাঠানো হয়েছিল, যা পরবর্তীতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলায় ব্যবহার করা হয়।

তারা বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে এবং ছবি তোলে।
যেমন:
— নাবাতিম এবং রামাত ডেভিডের বিমান বাহিনীর ঘাঁটি।
— তেল আবিবের কারিয়া ক্যাম্প এবং আয়রন ডোম ব্যাটারি সাইট।
— হাদেরার বন্দর, বিদ্যুৎকেন্দ্র এবং জ্বালানি অবকাঠামো।
— তারা অপারেটরদের কাছ থেকে গোলানি ঘাঁটিসহ কৌশলগত এলাকার মানচিত্রও পেয়েছিল।

ইসলাম ও ইসলামী বিশ্বের বার্তা....(AAHR10 NEWS)...⚔️

22 Oct, 03:44


১৬ অক্টোবর দক্ষিণ গাজার তাল সুলতানে ইয়াহিয়া সিনওয়ার এবং ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের ফুটেজ প্রকাশ করেছে ইসরায়েলি মিডিয়া।

ইসলাম ও ইসলামী বিশ্বের বার্তা....(AAHR10 NEWS)...⚔️

22 Oct, 03:42


বৈরুতে চলছে ইসরায়েলি তাণ্ডব...

বৈরুতের সেন্ট-থেরেসি এলাকায় বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল।

ইসলাম ও ইসলামী বিশ্বের বার্তা....(AAHR10 NEWS)...⚔️

22 Oct, 03:42


ঘূর্ণিঝড় 'অ্যাশলির' কারণে যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে ফেরি, ফ্লাইট ও ট্রেন পরিষেবা বন্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার যুক্তরাজ্যের আবহাওয়া সংস্থা, মেট অফিস, তীব্র বাতাস ও বন্যার সতর্কতা জারি করেছে।

জানা গেছে, স্কটল্যান্ডের অ্যাবারডিন ও অর্কনির মধ্যেবর্তী অঞ্চলে একটি ফেরিতে একজন যাত্রী আহত হলে তাকে এয়ারলিফ্ট করা হয়।

এছাডাও, অ্যাবারডিন সমুদ্র সৈকতে ঝড়ের কবলে পড়া নারী ও শিশু সহ তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

মেট অফিসের সতর্কতায় বলা হয়েছে, স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডে ঘণ্টায় ৮০ মাইল (১২৮.৭ কিমি) বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

ইসলাম ও ইসলামী বিশ্বের বার্তা....(AAHR10 NEWS)...⚔️

22 Oct, 03:33


কিছু প্রশান্তিময় আয়াত যা জান্নাতের প্রতি আমাদের লালসা বাড়িয়ে দেয়।

©Muslim's Deed

ইসলাম ও ইসলামী বিশ্বের বার্তা....(AAHR10 NEWS)...⚔️

22 Oct, 03:31


যে কাজ রুহের শান্তি মেলায় তেমন আরও একটা কাজ করতে পেরেছি। ভয়াবহ অসহায়কে উদ্ধার!

সামনের চারটি দাঁত ফেলে দিয়েছে মেরে, গরম পানিতে ঝলসে দেয়া হয়েছে শরীরের বিভিন্ন অংশ। চুল সোজা করার ইলেক্ট্রিক মেশিন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে দুই হাত। এমন কোনো নির্যাতন নেই যা করা হয়নি। অথচ নির্যাতনকারীর সুন্দর চেহারা রাস্তা ঘাটে ফেসবুকে টিকটকে কতটা মানবিক। চার বছর ধরে অমানবিক নির্যাতনের শিকার এক গৃহকর্মীকে উদ্ধার করা গেছে।

অত্যাচারকারি দিনাত জাহান আদর। চেহারা দেখে মানুষ চেনা যায় না।

ইসলাম ও ইসলামী বিশ্বের বার্তা....(AAHR10 NEWS)...⚔️

22 Oct, 03:31


প্রত্যেকটা বাড়ি ও ফ্ল্যাটে বাথরুম ছোট হয় বেডরুম বড় হয়, কেন জানেন ?

কারণ বাথরুম জরুরাত আর বেডরুম মাকসাদ।

মাকসাদের  পরিধি বিস্তৃত হওয়া আর জরুরতের পরিধি সংকীর্ণ হওয়ার উপলব্ধিটা আমরা আমাদের ঘর ও ফ্ল্যাট থেকেই নিতে পারি।

আল্লাহর গোলামী আপনার জিন্দেগীর মাকসাদ আর অর্থ কামানো এটা জিন্দেগীর জরুরাত।

কিন্তু আমাদের জরুরত মাকসাদে পরিণত হয়ে পুরো জীবনব্যাপী বিস্তৃত হয়ে গেছে।

আর আল্লাহর গোলামী মাকসাদ এটা বাথরুমের মত সংকুচিত হয়ে গেছে। কোন কোন জীবনে মাকসাদের অস্তিত্বই খুঁজে পাবেন না, বাথরুম দিয়েই পুরো ফ্ল্যাট ভরে গেছে।

আসুন আমরা আমাদের ফ্ল্যাট দেখে জীবনের চেতনায় পরিবর্তন আনি। মাকসাদকে বেড রুমের মতো বড় বানিয়ে দিই আর জরুরতকে বাথরুমের মত ছোট বানিয়ে দিই।

- মুফতী আব্দুল মাজিদ (হাফি.)

ইসলাম ও ইসলামী বিশ্বের বার্তা....(AAHR10 NEWS)...⚔️

22 Oct, 03:30


প্রথমে ট্যাঙ্ক থেকে শেল নিক্ষেপ করা হলো।
সঙ্গী চার যোদ্ধাই শাহাদাত বরণ করলেন।
বেঁচে রইলেন শুধু ইয়াহইয়া সিনওয়ার।

এরপর রকেট লঞ্চার থেকে মিসাইল নিক্ষেপ করা হলো।
সিনওয়ার গুরুতর আহত হলেন।
দাঁড়িয়ে থাকার শক্তি হারিয়ে একটা সোফার উপর বসে পড়লেন।

এরপর তারা একটা ড্রোন প্রেরণ করল।
সিনওয়ারের ডান হাতের ক্ষতস্থান থেকে তখন রক্ত ঝরছে।
তার শরীর নিস্তেজ হয়ে আসছে।

এরমধ্যেও শরীরের সবটুকু শক্তি সঞ্চয় করে বাম হাত দিয়ে একটা লাঠি তুলে ছুঁড়ে মারলেন ড্রোনটার দিকে।
অবশেষে ইসরায়েলি স্নাইপারের গুলিতে শাহাদাত বরণ করলেন।

এরকম বীরের মতো মৃত্যুর বিবরণ কয়েক দশকে একবার পাওয়া যায়।
আর পাওয়া যায় সাহিত্যে, মহাকাব্যে।
ইয়াহইয়া সিনওয়ার আমাদের চোখের সামনে ঘটে যাওয়া মহাকাব্যিক লড়াইয়ের সবচেয়ে সাহসী যোদ্ধা।
অমর মহানায়ক।

পেইন্টিং: Taz E Taiyaba
লেখা: Mozammel Hossain Toha

ইসলাম ও ইসলামী বিশ্বের বার্তা....(AAHR10 NEWS)...⚔️

22 Oct, 03:30


অবরুদ্ধ অবস্থায় থেকে নিজেদের বিপন্ন জীবনের বর্ণনা, একের পর এক গণহত্যার বর্ণনা, লাইভ ছবি-ভিডিও, রক্তাক্ত-ছিন্নভিন্ন লাশ কোনোকিছুই আজ এই বিশ্বকে জাগাচ্ছে না।

বলছি, জাবালিয়ার কথা।
হস্পিটাল, সিভিলিয়ান বাড়ি, আশ্রয়ের স্থান, স্কুলে থাকা আশ্রিতরা, তাঁবু করে থাকা কিংবা এম্নেই স্বাভাবিক হাঁটছে এমন শিশু, নারী, বৃদ্ধ কেউই গণহত্যা থেকে রেহাই পাচ্ছে না।

এই বিশ্ব মানবতার বাণী মিথ্যে
এই তথাকথিত মুসলিম বিশ্ব ভুয়া
ওআইসি, মুসলিম লীগ, আরব বিশ্ব, ইসলামিক বিশ্ব সব ভুয়া, তামাশা।
জাতিসংঘ হলো বিশ্বনেতাদের পিকনিকের স্থান।

ইসলাম ও ইসলামী বিশ্বের বার্তা....(AAHR10 NEWS)...⚔️

22 Oct, 03:30


রাহিমাহুল্লাহ।

ইসলাম ও ইসলামী বিশ্বের বার্তা....(AAHR10 NEWS)...⚔️

20 Oct, 16:59


সুহাইল ভাই প্রায় সময় আমাদের কোর্ট পড়ত উনার সাথে। উনার স্ত্রী প্রতি কোর্টে খাবার নিয়ে আসতেন। উনার স্ত্রীও জেনারেল শিক্ষিত! সম্ভবত সফটওয়্যার ইন্জিনিয়ার। সুহাইল ভাইয়ের ফাঁসির রায় হওয়ার পর উনার স্ত্রী'র জন্য ভার্সিটির প্রফেসরসহ অনেক এলিট ফ্যামেলি থেকে ভালো ভালো প্রস্তাব আসতে থাকে।

তো সুহাইল ভাই প্রায় সময় উনার স্ত্রীকে বলতেন!" তুমি অন্য জায়গায় বিবাহ করে নাও! আমার সম্পূর্ণ অনুমতি আছে। আমার তো প্রায় মামলার ফাঁসি। (৩টা শাতিমে রসূল হ'ত্যা) বের হওয়ার সম্ভাবনা নেই। প্রাইয় বলতেন! তো একদিন, সম্ভবত উনি যাওয়ার আগের কোর্ট অর্থাৎ ২২ এর অক্টোবরের দিকে আমাদের একসাথে কোর্ট পরে। উনার স্ত্রী' সেদিন মজাদার অনেক খাবার আনেন আমাদের জন্য। সেদিন সুহাইল ভাই! পূর্বের মত বললেন!- অন্য যায়গাতে বিবাহ করে নাও! তোমার বয়স অনেক কম! সামনে স্পেশাল ক্যারিয়ার রয়েছে। সেদিন উনার স্ত্রী'র আবেগময় এক বক্তব্য আমাকে এতটা কাঁদিয়েছে! ওয়াল্লাহি! আমার এখনো মনে হলে চোখ দিয়ে অনিচ্ছায় পানি বের হয়ে আসে। (আমার চোখে পানি চলে আসছে)

উনার স্ত্রী আমাদের বোন সেদিন বলেছিলেন!
"আপনি এত্ত স্বার্থপর কেন? আপনি একাই জান্নাতে যেতে চান? আমাকে নিবেন না? আমাকে আপনার থেকে পৃথক করে- জান্নাতে একা যাওয়ার ইচ্ছে করেছেন? এতো স্বার্থপর কবে থেকে হলেন? কারাগার বুঝি মানুষকে স্বার্থপর বানাই! আগে জানতাম না! একটুকু বলে হাউমাউ করে কান্না করে দেন! ভাই বিশ্বাস করবেন না! যারা সেদিন কোর্টের গারতে ছিলো! এমন কেও ছিল না যে কান্না করেনি। মাসরুর মাহমুদ ভাই ছিলো! সে ফ্লোরে পরে কান্না করে দিলো। আমরা সবাই কাঁদতে লাগলাম! আর আফসোস করলাম! আহ- যদি এমন কেও জীবনে আসে! কতই না সৌভাগ্যবান হতাম।

এই ভাইটিকে আন_সার আ_ল ইসলামের ভাইয়েরা কোর্ট থেকে ছিনতাই করেছিলেন। অন্যদিকে কোর্টে আসামী ছিনতাই মিথ্যা মা_মলায় সুহাইল ভাইয়ের স্ত্রীকে সিটিটিসি ফাঁসিয়ে আটক করেছে। এখন সুহাইল ভাইয়ের স্ত্রীসহ তার বোন কারাগারে আছেন। কোন নারী কি আসামী ছিনতাই করতে পারে? সুহাইল ভাইয়ের স্ত্রীসহ বোনকে মিথ্যা মামলা থেকে অব্যবহিত চাই।

সে সময় আদালতে থাকা এক ভাই এই কাহিনী আমার কাছে বর্ণনা করেছেন।

-সালিহ আদনান

ইসলাম ও ইসলামী বিশ্বের বার্তা....(AAHR10 NEWS)...⚔️

20 Oct, 16:58


আল্লাহ তাআলা বলেন,
وَنَبۡلُوكُم بِٱلشَّرِّ وَٱلۡخَیۡرِ فِتۡنَةࣰۖ وَإِلَیۡنَا تُرۡجَعُونَ
"আর আমি তোমাদেরকে পরীক্ষা করি মন্দ এবং ভাল দ্বারা, আর আমারই নিকট তোমাদেরকে ফিরে আসতে হবে"।[১]
.
"বস্তুত মানুষকে পরীক্ষার্থেই দুনিয়ার এ ক্ষণভঙ্গুর জীবন সুখ-দুঃখ, ভাল-মন্দ, সমৃদ্ধি ও দারিদ্র্য এবং বিপদাপদ ও সুখ-সম্পদের ব্যবস্থা রয়েছে। বিচিত্র ও বিভিন্ন অবস্থার মানদণ্ডে মানুষকে পরীক্ষা করা হয়। বিপদে কে সবর অবলম্বন করে, নেয়ামত লাভ করে কে শোকর গুজার হয়, আর কে অকৃতজ্ঞ নেমকহারাম হয়, কে প্রকৃত বান্দা, আর কে নকল, সবই বিভিন্ন অবস্থায় মানুষের আমলের মাধ্যমে প্রকাশ পায়"।[২]
.
[১) সূরা আম্বিয়া: ৩৫;
২) মাওলানা মো. আমিনুল ইসলাম (রাহ.), তফসীরে নূরুল কোরআন: ১৭/৪৯] p: 870

ইসলাম ও ইসলামী বিশ্বের বার্তা....(AAHR10 NEWS)...⚔️

20 Oct, 16:58


"যে ব্যক্তিকে আল্লাহ ইলম দান করেছেন, তাঁকে আল্লাহ এমন বিষয় দান করে অনুগ্রহ করেছেন যা সম্পদ, সন্তান, স্ত্রী, প্রাসাদ, যানবাহন এবং সকল কিছু থেকে মহান"।
.
~ শাইখ মুহাম্মাদ বিন সালিহ আল উসাইমিন [রাহ.]
.
[ শারহু রিয়াদিস সালিহীন: ৫/৪৪৪, দারুল ওয়াতন, রিয়াদ, ১৪২৬ হি.] p: 869

ইসলাম ও ইসলামী বিশ্বের বার্তা....(AAHR10 NEWS)...⚔️

20 Oct, 16:58


বন্ধুবান্ধবের আড্ডায় আল্লাহ আযযা ওয়া জাল্ল কে অন্তরে স্মরণ রাখা এবং বারবার মৌখিকভাবে তাঁর যিকর করা যথেষ্ট কঠিন কাজ। তবে যদি এটা করা যায় তাহলে এটা অনেক বড় অর্জন হবে। কেননা এটা এই পরিমাণ মানসিক দৃঢ়তার প্রমাণ দেয় যতটা দৃঢ়তা থাকলে দ্বীন ও দুনিয়ার কামিয়াবি অর্জন অনেক সহজ হয়ে যায়৷

ইসলাম ও ইসলামী বিশ্বের বার্তা....(AAHR10 NEWS)...⚔️

20 Oct, 03:57


তিনটি বিষয় নিয়ে কখনো (মানুষের সামনে) কথা বলো না :

• (নিজের) গুনাহ
• (নিজের) নেক আমল
• (নিজের) দুঃখ-কষ্ট

— ইমাম সুফিয়ান আস সাওরি (রহ.)
[আবু নু‘আইম, হিলইয়াতুল আউলিয়া: ৯৩৯৭]

- সংগৃহীত

1,767

subscribers

2,115

photos

437

videos