🔥হ্যাঁ ভাই হয়তো সত্যি, আমি কোনো অহংকার করি না, কিন্তু আমি কাজের সময় যেটা করলে আমার ভালো হবে , ইউজার দের ভালো হবে আমি সেটাই করি।🔥
🔥Bera Stone , আমি যেরকম ভাবে পারসি , প্রথমেই টার্গেট করসি , প্রথমেই যেকটুন আমি পারসি , আমার জ্ঞান দিয়ে অনুধাবন করে , যত গুলা সম্ভব ১০ টা প্রজেক্ট এর কাজ এক প্রজেক্ট দিয়ে advantage নেয়ার চেষ্টা করসি , ইউজারদের যত advantage দেয়া যায় , সে জন্য ৩ টা ভিডিও লাইভ দিসি , এনালাইসিস দিসি, যারা করসেন ঠিক মতন গুড লাক , আর যাদের ফান্ড সিলো না তাদের কে বলবো যে আপনরা সব ফ্রী কাজ করেন , তো আপনাদের ফান্ড হবে একদিন যদি কাজ ঠিক মতন করেন, ধৈর্য নিয়ে থাকেন তো আপনরাও একদিন করতে পারবেন। আর যারা বলদ যাদের ফান্ড থাকার পর ও করেন নাই ,যারা লস লাভ এর হিসাব করেন , তাদের বলবো 🔥
🔥দেরি তে হলেও , সৃষ্টি কর্তা সাহায্য করতে ভুলে না 🔥
🔥তারা এটা ৩ বেলা করে প্রতিদিন বলবেন। হ্যাঁ এটা খারাপ জিনিস না , এটা আপনি উপরওয়ালার কাছে সাহায্য চাইসেন , তাই আপনাকে উপরওয়ালা অবশ্যই একদিন সাহায্য করবেন।🔥
🔥আপনি তখন বলদ আর গাধা থেকে মানুষে পরিনত হবেন।🔥
🔥আর হ্যাঁ আমি অবশ্যই chlange নিয়ে কাজ করতে ভালবাসি , আমি পরিশ্রম করতে ভালোবাসি, আমি নিজের সততা দিয়ে কাজ করতে পছন্দ করি , আমি নিজে যেটা সেটাই প্রকাশ করি, আমি মানুষ কে দিয়ে বা মানুষের নাম বিক্রি করে চলি না , আমি যা পারবো, যেটুকু পারবো তাই বলবো, দিন শেষ এ আমি সেটা প্রমাণ করে দিবো , চোখে আঙুল দিয়ে দেখায় দিবো। 🔥
🔥আর অবশ্যই পৃথিবীতে তে ইগো বলতে বুঝি , যে তুমি যদি না পারো, তোমার মনের মধ্যে নিজের মধ্যে হিট করো ,যে আমি কেনো পারবো না , এটা হিট করো , তুমি ও পারবে, কিন্তু তোমার নাই কোনো চেষ্টা , তুমি যদি বলো কাজ করবো কি ভাবে ? ওই লোক টার যে ইগো, চুল এর কাজ করবো না , তোর কাজ তুই কর, লাভ নাই ওই লোকটা তোমার ইগো তে হিট করসে যে তুমি যাতে কাজ করে ভালো করো, তো দিন শেষ এ তুমি যে বললে ওই সালা লোকের ইগো বেশি , ওনার লস হয় নাই লস তোমার হইসে , তুমি উল্টা ওনার ইগো দেখতে গিয়ে , নিজের ই লস করলে। 🔥
✅ইগো হয় তখন যখন তোমার মধ্যে ফিল হয় যে আমি কি ভাবে কাজ করবো? আমি কেনো পারবো না ? অন্য রা পারে আমি পারি না কেনো ?;
আমি ইগো বলতে পজিটিভ ভাবে এটা বুঝি , আর আমি ঐভাবে চিন্তা করতে করতে এখন ও প্রতি মোমেন্ট এ শিখে যাস সি ,
✅হম ইগো ? আমি ম্যাক্স প্রো এটা যেদিন তুমি মনে করবে যে তুমি ম্যাক্স প্রো , ওইদিন তোমার ইগো এমন ভাবে তোমার মন কে করা করবে , ওইদিন থেকে তুমি তোমার কাজের যে জ্ঞান, ধৈর্য ছিল তা হারায় ফেলবে।✅
✅ইগো বলেতে আমি বুঝি , যত পারো তোমার মধ্যে তুমি তোমাকে বলো , আমি পারি না কেনো ? হিট করো নিজে কে,তাহলে তুমি পারবে। আর যেদিন ই তুমি বলবা যে ওই লোকের ইগো বেশি , তো তুমি তোমার মধ্যের যে কাজ করা নামের জ্ঞান , সামর্থ্য , শিক্ষা টা ছিল ওইদিন ই হারায় ফেলবে, আর এইভাবে দিনের পর দিন মানুষের ইগো দেখতে গিয়ে তুমি ইগোর গড ফাদার হয়ে গেছো, যেখানে তুমি পেলে জিরো।