Trypto Trader @the_trypto Channel on Telegram

Trypto Trader

@the_trypto


Empower you Web3 Knowlage and Journey with Trypto Trader <|> for Help @The_CQ

Blockchain, Crypto মাকে'টের আপডেট, Earning Opportunity, Alpha and Best ট্রেডিং সিগনাল পেতে আমাদের সাথেই থাকুন 💜

✹ আমাদের কোন Paid chanel নাই

Trypto Trader (Bengali)

চ্যানেল ট্রাইপ্টো ট্রেডার হল ব্লকচেইন এবং ক্রিপ্টোকারেন্সির সম্পর্কে অবগতি ও শিখার জন্য একটি টেলিগ্রাম চ্যানেল। এই চ্যানেলে আপনি Blockchain, Crypto মাকেটের আপডেট, Earning Opportunity, Alpha এবং Best ট্রেডিং সিগনাল পেতে পারবেন। Trypto Trader চ্যানেলে থাকার মাধ্যমে আপনি আপনার ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠান করার জন্য আবদ্ধ সঠিক অবগতি এবং পরামর্শ পেতে পারবেন। ভবিষ্যতে লেনদেন করার নির্দেশনা, সঠিক ট্রেডিং সংকেত এবং সামর্থ্য প্রাপ্ত করার জন্য Trypto Trader চ্যানেল সবসময় আপনির পাশে থাকবে। যেকোনো ধরনের পেইড চ্যানেল নেই, তার মানে আপনি এই চ্যানেলে মূল্যবান তথ্য এবং সহায়তা প্রাপ্ত করতে পারবেন।

Trypto Trader

28 Jan, 11:29


Trypto Trader pinned «ভাই আপনারা কি আমার সাথে ফাইজলামি করতেসেন? আপনারা যদি আমার কথা নাই শুনেন তাহলে চ্যনেলে পোস্ট বন্ধ করে দেওয়া উচিত না? কতগুলা পোস্টে মেনশন করসি বলেন তো? যে আমার সিগনাল গুলা মাস্ট বি ফলো করেন!! আপনারা যেন আরও সিরিয়াস হন তাই আমি "২০২৫ এ 50-100X" প্রফিট করানোর…»

Trypto Trader

15 Jan, 18:44


ভাই আপনারা কি আমার সাথে ফাইজলামি করতেসেন? আপনারা যদি আমার কথা নাই শুনেন তাহলে চ্যনেলে পোস্ট বন্ধ করে দেওয়া উচিত না?

কতগুলা পোস্টে মেনশন করসি বলেন তো? যে আমার সিগনাল গুলা মাস্ট বি ফলো করেন!!

আপনারা যেন আরও সিরিয়াস হন তাই আমি "২০২৫ এ 50-100X" প্রফিট করানোর দায়িত্ব নিসি।

CGPT, LINK, DYDX নিয়ে সিঙগেল পোস্ট মেইক করে দিসি। কতটা গুরুত্বপূর্ণ হলে একটা সিঙগেল কয়েন নিয়ে এত বড় পোস্ট লিখি? তাও কেন কিনেন নাই?

আমার সময়ের তো দাম আছে নাকি?

আমাকে যদি ফলো নাই করেন তাহলে শুধু শুধু আমি সিগনাল দিয়ে লাভটা কি?

আসলে এখানে আমার কোন লাভ আছে??
হুদাই নিজের লস কেন করব?

একটা পোস্ট লিখতে কত সময় লাগে জানেন? ১-৩ ঘন্টা+ লাগে একটা এনালায়সিস পোস্ট লিখতে। আর কিছু কিছু পোস্ট লিখতে ১-২ দিন লেগে যায়। লাইক Last Pin post, Wallet hack, Memecoin Expose.

আপনাদের উপকার না করে এই সময় নিজে পিছে দিলে $10K-$20K আসত এবং আসবে।

আর একটা কথা, আপনি এমনে এমনেই এই চ্যানেলে জয়েন করসেন? এই চ্যানেল প্রমোট করে আপনাদের আনসি প্রায় $200 খরচ করে।

নিজের টাকা খরচ করে আপনাদের দাওয়াত দিয়া এতে লাখ টাকা ইনকাম করিয়ে দিতেসি। এমন মানুষ আসলেই কি পাবেন? আসলেই! পাবেন?? পাবেন? ভেবে দেইখেন তো একটু।

আমার সিরিয়াসনেসের মুল্য এভাবে দিচ্ছেন? বাহ!! আপনাকে আমি কি করতে বলসি? আমারে ব্যাবহার করে আপনি প্রফিট করেন এটাই তো বলসি? নাকি টাকা চাইসি আপনার কাছে?


আপনারা যদি $CGPT তে মাত্র $100-$1,000 ও invest করতেন তাহলে $350-$3.5K+ প্রফিট হত, মানে ৪ লাখ টাকার প্রফিট করিয়ে দিচ্ছি তাও আপনারা গুরুত্ব দিলেন না? এটা তো মাত্র 3.5X দিসে।

10X-20X দিসে এমন সিগনাল দেই নাই? আমি একটা কয়েন নিয়ে সিঙগেল পোস্ট সহজে করি না ওই কয়েনে সুপার সুপার সুপার বুলিশ না হলে। এটা তো জানেন? ২ বছর ধরে এটাই তো করতেসি।

বাংলাদেশে এমন একটা চ্যানেল ও নাই যে আমার ধারে কাছেও আইতে পারব। একদম মারাত্মক সত্য কথা। আমি ২০২৩ এ চ্যালেন্জ নিসিলাম 20X করানোর, করাইসি 50X

Thats mean, $1K দিয়া কিনলে ওই $1K হয়ে গেসে $10K-$20K। ৪-৫ টা সিঙলেন কয়েন 10X-20X করে দিসে, আর আমি কয়েনই দিসি মনে হয় ১০-২০ টা এর মধ্যে ৪-৫ টা 10-20X দিসে আর বাকি গুলা 3-5X+!! বুঝতেসেন বিষয়টা? $1K to $20K???

বাংলাদেশে এমন সিগনাল কেউ ভাবতেও পারে না। বাংলাদেশে প্রো-ট্রেডার অনেক আছে তবে তারা কখন ও এভাবে সিগনাল বা চ্যানেল খুলে না কারন একটাই, সময় নষ্ট। এইযে পোস্ট করতেসি বা লিখতেসি এই সময়টাও কিন্তু আমার লস!

কিন্তু আমার দ্বারা যখন আপনার লাইফ সেট হবে, ওইটা আমি জানলেই আমার এই কষ্ট সার্থক। এটাই আমার ফিলোসফি

"যে জীবন পরের উপকারে আসে, সে জীবনই মহৎ।"

আপনারা সঠিক মানুষকে মুল্য দিতে জানেন না, এটা আমাদের জাতিগত দোষ!!


আর এখানের মেক্সিমামই আমাকে চিনেন। আমার Airdrop and trading এর দক্ষতা সম্পর্কেও জানেন।

এইত মাস খানেক আগে আমার দেওয়া টিপস ব্যাবহার করে একটা Airdrop থেকে অনেক মানুষ huge earn করসে। Single Airdrop থেকে ১০-২০ জন+ $5K-$10K এর মত ইনকাম করসে। আর $20K-$40K এর মত কোপ দিসে অনেকেই।

আমি বলেই দিসি এটা থেকে huge earn হবে। আপনার লাইফ সেট করার মত (যেহেতু ২-৪ টা চ্যানেলে এডমিন আছি তাই নাম বললাম না। সব গুলা চ্যানেল থেকেই আমি লেফট নিসি, Trypto Trader এ ফোকাস করার জন্য। আপনাদের সিরিয়াসনেস দেখে ভাবনায় পড়ে গেসি)


আর Trading Signal এর কথা তো বললামই। আগেরবার অনেকেই $5K-$10K করে প্রফিট করসে। কখন ও কোন প্রুফ দিসি? শো করার তো কিছু নাই, ব্যাবসা করা উদ্দেশ্য থাকলে শো করতাম।

আপনারা সিরিয়াস না হলে আমি এই চ্যানেল একটিভিটি একদম কমিয়ে দিব।

২০২৫ কোনভাবেই মিস করতে চাই না আমি।

আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি আমি যদি ২০২৫ আপনাদের ভাল করে গাইড করি আপনারা সিংগেল পারসন মিনিমাম $20-$50K Earn করতে পারবেন from Airdrop and Trading, একদম confirm! তবে এত সময় দেওয়া ও সব কিছু পাবলিকলি শেয়ার করা নিয়েও অনেক বাধ্যবাধকতা আছে।

2-4 টা সিংগেল Airdrop থেকেই $20K-$50K পসিবল। শুরু Opportunity খুজে Hard work করলেই হয়। এসব বলার দরকার নাই সবাইই জানেন।

তবে আপনারা সিরিয়াস না। আর আমার ও সময় পাওয়া লাগবে আপডেট দিতে। পোস্ট করতে যে সময় লাগবে তা Airdrop এর পিছে দিলে আরও ভাল amount আমার portfolio তে add হবে। আর আপনারা কেউ এসব পেইডের কথা বলবেন না।

এসব সম্ভব না কারন, আপনি Earn করলেন $20K-$50K। আমি Total paid fee পেলাম $2K-$3K। কিন্তু কিন্তু আমার সময় দেওয়া লাগতেসে অনেক। এই সময় যদি নিজে কাজ করি তাহলে এই $2K-$4K fees এর ৫-৭ গুন ইনকাম হবে।

পেইড হল মুলত ব্যাবসায়ীদের জন্য
যোগ্য লোকরা এসব পেইডে বিশ্বাসী না।
কারন এসব পেইড সময় নষ্ট নিজে কাজ করলে এর থেকে ৫-১০ গুন ইজিলি আসবে। একটা চ্যানেল চালানো এত সোজা না।

আর আপনারা গুরুত্ব দিতে জানেন না।
তাই এই টাইপের চ্যানেল এখন বাংলাদেশে একটাও নাই। হয়ত বা Trypto trader কেও হারাতে পারেন।

এখন ডিসিশান আপনাদের হাতে!!

Trypto Trader

14 Jan, 19:15


কালকে কিছু important কথা বলব।

আপনাদের সিরিয়াসনেস দেখে আমি চরম'ভাবে ব্যার্থিত। কালকের পোস্ট মনোযোগ দিয়ে পড়বেন।

দুই বছরের জার্নি।
এতদিন অনেক কিছুই বলি নাই।
কাল বলব শক্ত কিছু কথা।

Trypto Trader

10 Jan, 20:28


আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ❤️

👀🔥 $CGPT "600%" Profit Done

ইশশ বিশাল বড় কোপ হয়ে গেল সবার! যারা আমারে শুরু থেকে ফলো করতেসেন এবং মাসখানেক ধরে ফলো করতেসেন।

আমি $0.08, তে সিগন্যাল দিসিলাম 😁 600% NOW - CHECK IT OUT

👀💥 4X Profit from Last Post

এইত মাস খানেক আগে ডিসেম্বরে আপনাদের ChainGPT নিয়ে বড় একটা পোস্ট মেইক করে দিসিলাম। মাস্ট বাই করতেই হবে এমন কয়েন ছাড়া আমি কখন ও সিঙগেল পোস্ট লিখি না। আশা করি সবাই কিনসিলেন। যারা এত মাস খানেক আগে কিনসিলেন তাদের 4X+ Profit আছে আর যারা আমাকে শুরু থেকেই ফলো করেন তাদের 6X+ Profit, ইশশ কুপ। আমি সিঙগেল পোস্ট করা কয়েন মাস্টবি কিনতে হয় এবং এসব কয়েন $100 ডলার দিয়ে কেনার কয়েন না $400-$500 to $1000 দিয়ে কেনার কয়েন গুলা নিয়াই সিঙগেল পোস্ট লিখি।

জাস্ট এতটুকু আবার মনে করিয়ে দিতে চাই। আমি চ্যালেন্জ নিসি ২০২৫ সালে আপনাকে ৫০-১০০X প্রফিট করাব।

মাথায় রাইখেন! সময় থাকতে মুল্যদেন। লসটা আপনারই CGPT $100-$500-$1000 কিনলে আপনাদের $300-$2000+ প্রফিট হইসে এবং যারা কিনেন নাই তাদের এই $300-$2000 ডলার লস!! এই ডলার গুলা আপনার হতে পারত না?? কিন্তু হল না।

আমি 50-100X প্রফিট করামু এটা সময়ই প্রমান করবে দিন শেষে আপনি লুজার হয়েই থাকবেন।৷ $5K-$20K মিস করবেন, অন্যরা আমারে ফলো করে লাইফ সেট করবে।

লাইফ আপনার, মাথা আপনার, ডিসিশান আপনার! লাভ লস ও আপনার। আর মাঝখান দিয়ে ঘন্টার পর ঘন্টা নিজের কাজ ফালায়া প্রকৃতপক্ষে লসটা হচ্ছে আমার। এই সময় নিজের ইনকামের পিছে দিলে নিসন্দেহে হাজার ডলার আমার ইনকামের সাথে যোগ হত। যাইহোক, লাভের জন্য অবশ্য মানুষকে হেল্প করতেসি না!! আপনার প্রফিট করে ইনবক্সে একটু SS ও তো দিতে পারেন? এতটুকু তো আশা করতে পারি? আপনি প্রফিট করে একটু SS দিলেও তো একটু মটিভেশন পেতাম?? আমি ঘন্টার পর ঘন্টা সময় দিতেসি আর আপনারা অনেকে সিগনাল গুলা বাই ও করেন না আবার অনেকে প্রফিট করে মেসেজ দেবাট ও সময় পান না। আমরা বাঙ্গালী বড়ই স্বার্থপর 🥲

❤️‍🔥 কথা একটাই চ্যানেলটি পিন করে রাখুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন ভাল লাগলে। এটি সম্পুর্ন একটি অলাভজনক, বেক্তিগত মতামত শেয়ারিং চ্যানেল and actualization Agenda 2025

Trypto Trader

08 Jan, 05:37


Trypto Trader pinned «Hello সবাইকে, ২০২৫ আমি শুরু করতে চাই আপনাদের একটা পরামর্শ দিয়ে। এখন পর্যন্ত আপনার জিবনে পড়া সব থেকে গুরুত্বপূর্ণ পোস্ট হতে যাচ্ছে এটা! !? দয়া করে অনেক মনোযোগ দিয়ে পুরা পোস্ট পড়বেন। এখন free না হলে সেইভ করে রাখেন পড়ে পইড়েন। এটা মোস্ট ইম্পরট্যান্ট ও মোস্ট…»

Trypto Trader

06 Jan, 18:23


Hello সবাইকে, ২০২৫ আমি শুরু করতে চাই আপনাদের একটা পরামর্শ দিয়ে।

এখন পর্যন্ত আপনার জিবনে পড়া সব থেকে গুরুত্বপূর্ণ পোস্ট হতে যাচ্ছে এটা!

!? দয়া করে অনেক মনোযোগ দিয়ে পুরা পোস্ট পড়বেন। এখন free না হলে সেইভ করে রাখেন পড়ে পইড়েন। এটা মোস্ট ইম্পরট্যান্ট ও মোস্ট সিরিয়াস একটা পোস্ট।

(বলতে পারেন মোটিভেশান, এডভাইস, গাইডলাইন। যারা কাজে লাগাবে দিন শেষে তারাই জয়ি হবে। আর যারা মুলত কোন কাজে ফোকাস করতে পারে না, চারিদিকে দৌড়ায়, মনস্থির করে পরিস্থিতি বিবেচনায় নিজের গোল সেট করতে পারে না, তাদের ক্ষেত্রে মটিভেশন কাজ করবে মাসটারবেশানের মত ১০ সেকেন্ডের সাময়িক উত্তেজনার মতো!!)

আমি কথা দিলাম, আপনি এই কথাগুলো আপনি জিবনে প্রয়োগ করতে পারলে। আজকের এই পোস্ট আপনার জিবন পরিবর্তন করে দিতে পারে। trust me!

🔸 1) প্রথম কাজটি হল

এই বছরের শুরুতেই সেট করেন এই বছর কি কি কাজ বা কি কি অর্জন করতে চান! এ বছরে যা যা করতে চান তার লিস্ট করুন। একটা Example ~

1) এ বছর programming শিখব।
2) Communication skill increase করব ও Network build করব।
3) নিজের জন্য একটা হেলদি ডায়েট সেট করব এবং ফিটনেস ঠিক করব।
4) প্রতিদিন এত কিলো দৌড়ায়া বছরে এত কিলো দৌড়াব।
5) ৫০ টা বই পড়ব।
6) এত টাকা কামাব।

এভাবে লিস্ট করবেন এ বছর আপনি কি কি অর্জন করতে চান এবং "ওই অনুযায়ী ডেইলি রুটিনে এগুলার জন্য সময় যোগ করে কাজে লেগে পড়ুন"

🔸 2) Time Management and Daily Routin তথা "ডিসিপ্লিন"

আমার "The key of sucess" লিস্টে এই জিনিসটা add করে রাখসি। এই গুন আপনার মধ্যে না থাকলে add করে নেন, এটা ছাড়া জিবনে সাকসেস হওয়া অসম্ভব, আজ্ঞে হ্যাঁ!! লাইফে ডিসিপ্লিন আনার চেষ্টা করেন, এটা মোস্ট ইম্পরট্যান্ট।

ডেইলি সকাল থেকে রাত পর্যন্ত কি কি করতে হবে টাইম ম্যানেজমেন্ট করে এবং 2025 এ কি কি টার্গেট সেট করসেন (point/1) কে লক্ষ করে Daily Routin সাজাবেন।

Daily Routin এমন সহজভাবে সাজাবেন যাতে তা মানতে পারবেন। শুরুর দিকে আপনি ঠিকমত মানতে পারবেন না একটু কষ্ট হবে, তবে হাল ছাড়া যাবে না চেষ্টা চালিয়ে যাবেন। একসময় দেখবেন লাইফটা আপনার হাতের মুঠোয় এসে পড়েছে।

Daily রুটিন এ আগেই লাফ দিয়ে গাছে উঠার মতো কঠিন করবেন না, ব্যাসিক থেকে বা কালকে থেকেই পালন করতে পারেন এমনভাবে না সাজালে এই রুটিন ফলো করতে পারবেন না। শুরুতেই প্রেসার ও বড় কাজ করে ২-৪ দিন মেনেই মোটিভেশান শ্যাষ হয়ে যাবে।

ঘুম থেকে উঠে নাশটা থেকে - ঘুমানোর আগ প্রর্যন্ত। কোন কোন সময় ফাও ওয়েস্ট করতেসেন বা FB স্কল করতেসেন ( সোশ্যাল মিডিয়া ব্যাবহারের নির্দিষ্ট টাইম সেট করতে পারবেন না তবে লিমিট রাখবেন দিনে ৪০-৬০ মিনিটের বেশি ব্যাবহার করব না) এভাবে A-Z সব লিস্ট করবেন।

এবং আজকে আপনার ডেইলি রুটিন ঠিকমত পালন করা হইসে কি না তা ডেইলি ঘুমানোর আগে ভাববেন। আপনার সপ্নকে পাওয়ার রাস্তায় আজ কতটুকু আগালেন সাহেব? নিজেকে প্রশ্ন করবেন।

মেক্সিমাম মানুষ রুটিন বানায় তবে তা আর পালন করতে পারে না। এখন দেখেন যা ভাল মনে করেন। আপনি কোন দলে থাকতে চান? ১০-২০% এর? নাকি ব্যার্থ ৭০-৯০% এর দলে? ডিসিশান আপনার হাতে। আপনার ভবিষ্যতে আপনি ছাড়া আর কেউ কনট্রোল করতে পারে না। চেষ্টা করলে আপনারে কেউ দাবায়া রাখতে পারবে না.....ইনশাআল্লাহ!!

🔸 3) Set your life's goal.

রিপিট, ২০২৫ এর শেষে কি কি গেইন করতে চান তা কিভাবে সেট করবেন? তা সেট করবেন হল আপনার লাইফের গোল বা Aim কে টার্গেট করে।

আপনার লাইফের গোল কি? হ্যাঁ, কি তা? জানেন না? ভাবেন শুয়ে শুয়ে সময় না হলে, পরে ভেবে পোস্ট আবার পড়বেন।

লাইফের গোল কি তা জানেন না। জিবন মানে কি তা জানেন? না জানলে কি এই জন্ম বৃথা না? খুব দ্রুত লাইফের গোল সেট করেন। ASAP

এটা ২-৪ মিনিটের ব্যাপার না। ঘন্টার পর ঘন্টা ভাবতে হয়। আমার তো লাগসে ২ বছর!! আর এসব কিছুই যদি ভাবা না থাকে। লাইফের গোল/Aim কি মানে জিবনে কি করতে চান? বয়স তো হইসে ছোটকালের মত ডাক্টার তো আর হতে চাইবেন না? তাহলে কি করতে চান? কি হতে চান? কিভাবে কি করবেন এবং কিভাবে কিভাবে কোন মাধ্যমে গোল বা aim পুরন করতে পারবেন, এসব ভাবুন আগে। Example- টাকা কামাইতে চান? কোন উপায় Crypto? Freelancing? উদ্দোক্তা? আপনারটা আপনি ছাড়া ভাল উওর কেউ দিতে পারবে না। তো Goal and Aim সিলেক্ট করার পর ২০২৫ এ কি গেইন করতে চান এবং daily routin সাজান।

এই বিষয় গুলার জন্যই 90% বাঙগালি লাইফে সাকসেস হতে পারে না, তাহলে ১০% এ ঠুকতে হলে আপনাকে মারাত্মক পরিশ্রমী ও বুদ্ধিমান হতে হবে। 😉

😒 এই পোস্ট এর মুল্য কত জানেন?? আপনি কোন কিছু দিয়ে এর মুল্য চুকাতে পারবেন না, তবে একটা উপায় আছে৷ এই টিপস কাজে লাগিয়ে নিজের জিবনকে সাজান। "আমার মাধ্যমেই না হয় নতুন করে ভাবলেন জিবনের মানে কি? জিবনে কি করতে চাই? এই ২০২৫ এ গোল কি? এবং গোল পুরণ করতে Daily Routin বানালেন"।

❤️‍🔥 সবাইকে রিকোয়েস্ট করব পোস্টের লিংক টি শেয়ার করে দিন। যাতে আমাদের মাধ্যমে অনেকে উপকৃত হতে পারে!!

Trypto Trader

31 Dec, 17:47


ওইদিন না trypto Trader এর যাত্রা শুরু হয়েছিল? 🫠

কিভাবে যেন 2023 শুরু হল এবং 2024 শেষ হয়ে গেল! প্রায় ২ বছর কেটে গেল এত দ্রুত?

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা! 🥳

আশা করি আমাদের লাইফের সব থেকে বড় ইনকাম হবে ২০২৫ সালে!

আপনাদের যেন 2024 এর থেকেও বহুগুণ প্রফিট করাতে পারি সেই জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ!!

2025 সাল আপনার জিবনে একটাই! এই বছরকে "Do or Die" হিসেবে নিয়ে আপনার জিবন সেটেল করার প্রতিজ্ঞা নিন।

মিনিমাম $100K target নিয়ে কাজ করা শুরু করেন। আশা করি আপনি সফল হবেন। যতটুকু গাইডলাইন দরকার, আপনাদের সাথে আছি 🤝

Lets fuck and build your Career ✍️

Trypto Trader

29 Dec, 15:58


👀🔥 Wow $XLM 6X+ পাম্প করসে

🥳 আপনাদের যেই target দিসিলাম হিট করসে। প্রায় 500%+ পাম্প করসে।

💥 এই BigCap কয়েন গুলা সময় নিয়ে পম্প করে। যেমন Avax, Atom, Near, Trx and XRP কি করল?

সামনে 5-10X অনেক গুলা কয়েনই দিবে যেগুলা আমি সিগন্যাল দিসি। পরে বলবেন আহারে কিনলাম না কেন!

আর এত এত ঘ্যানা প্যাচাল পারতেসি, আপনাদের বিরক্ত লাগে? যে.. এটা কিনেন ওটা কিনেন, আমাকে ফলো করেন তা নাহলে বিগ বাশঁ খাবেন। এখানে লাভ কি আমার নাকি আপনার? নাকি আপনাদের থেকে টাকা নিয়ে সিগন্যাল দিচ্ছি? এই বিরক্ত একসময় আফসোসে রুপান্তরিত হবে, যেমনটা 2023 এ হইসিল। ওই আফসোস রিকভারের জন্যই নতুন সুযোগ পাচ্ছেন। এইবার ও যারা মিস করবে এদের আফসোসের কোন শেষ থাকবে না।

See you suuun 👀.....!!

❤️‍🔥 Stay tuned with @The_Trypto

Trypto Trader

28 Dec, 10:45


👀🔥 $ALGO 500% প্রফিট Done

সময় ছিল না তাই অনেক দিন পর আপডেট দিলাম 🫠 আশাকরি প্রফিট বুক করসিলেন। আমার গুলা এখন ও wallet এ আছে সেল দেওয়ার সময় ও পাই নাই।

💥 আমি যে সিগনাল গুলা দিচ্ছি সময় লাগলেও এইগুলা মাস্টবি পাম্প করবেই। আমি উপরে ২ টা লিস্ট দিসি সব গুলা একদম মারাত্মক লেভেলের কয়েন। আমি যা যা কিনি ওই গুলাই আপনাদের দেই।

❤️‍🔥 Stay tuned with @The_Trypto

Trypto Trader

27 Dec, 14:15


এই মুহুর্তে কেনার মত কয়েন List -3
Short term 2X Long term 5-10X

1. ATOM : একটা জায়ান্ট Blockchain, Cosmos chain সম্পকে সবাই কম বেশি জানেন। এটা থেকে আমরা ভাল কিছু আশা করতে পারি :)

চাইলে $5.5-$4.5 এ গেলে কিনতে পারে অথবা এখন অল্প কিছু নিন। TP 5-10X?

2. SAFE : এটাও ভাল একটা প্রজেক্ট Web3 project গুলার সিকিউরিটি নিয়ে কাজ করে। আমরা $3-$4B মার্কেটক্যাপ আশা করতপই পারি

এটা $07-$0.85 এর দিকে কেনাটা best হবে যদি যায়, এখন ও কিনতে পারেন তবে ডাউন দিলে 10-20% লস হতে পারে।

3. OP : the classic প্রজেক্ট. Ethereum Layer/2 এর মধ্যে Op most popular and Best Rollups। যার Rollups আরও অনেক layer/2 use করে।

Op $1.5-$1.3 তে কিনবেন এবং Sell $5-$8 :) ইয়্যাস

4. ZK : Zksync থেকে সবাই ভাল একটা Airdrop আশা করসিল তবে সবাইকে হতাশ করসে। এজন্য মুলত Zksync নিয়ে কেউ কথা বলে না।

Ethereum best Layer/2 এর তালিকায় Zksync থাকবেই, Scalability একটু কম থাকলেও Zksync সিকিউর।

Optimism vs Zksync কে best?

ZK কিনবেন $0.12-$0.14 এর দিকে, আরও নিচেও নামতে পারে যদি মার্কেটে আবার flash Sell আসে। এসব ডিপে কিনতে হবে prepare থাকতে হবে।

5. TIA : টিয়া পাখিও ভাল করবে, মার্কেট ভাল করলে সবই ভাল করবে। তবে আমাদের লাগবে Top performer! 2-4X তো সব কয়েনই দিতে পারে বাট আমাদের 5-15X লাগবে।

আমরা পুটিঁ মাছ খাই না।
আমাদের লাগবে বোয়াল!!

6. DYM : এটাও মেটামুটি খারাপ না avarage একটা প্রজেক্ট। আপনারা কিনতে পারেন উপরের ২ টা list + এই list এর 1-4 এই কয়েন গুলা Most important!!

(আমি মোটামুটি বললেও ভাল, Bcz খারাপ কোন কয়েন এখানে দেই নাই। সবই Top Top project, কিন্তু ওইযে আমাদের লাগবে বোয়াল)

*বি:দ্র* সবাই Fund management করে কিনবেন। উপরে একটা পোস্ট দিসি ওইটা ফলো করলেই আইডিয়া পাবেন কিভাবে Fund management করতে হয়। নাহলে মারা খাবেন বলে দিলুম। সামনে মার্কেটে আরও লাল দেখতে পারে। প্যারা খায়েন না আপডেট দেওয়ার try করব, তবে জাস্ট জানায়া রাখলাম ডাউন expected!

❤️‍🔥 Stay tuned with @The_Trypto

Trypto Trader

25 Dec, 20:47


এই মুহুর্তে কেনার মত কয়েন List -2
Short term 2X Long term 5-10X

1. ORDI : Solanar মত Ordinals এরও বড় একটা কমিউনিটি আছে। হাইপ আসলে দেখবেন এদের কাহিনি। $19 এ সিগনাল দিয়ে 4x প্রফিট করাইসিলাম। Ordi নিয়ে বিস্তারিত পড়ুন

ORDI এখন কিনেন ও $20 এর দিকে নিবেন। আমাদের TP $120-$250+, yes!!

2. JUP : allready অনেক বক বক করসি এখন ও করি! Jupiter এর প্রচুর হাইপ এবং এই হাইপ অরগানিক হাইপ! Other project এর মত Airdrop পেলে গেলে আর use হয় না এমন না, Jupiter evergreen একটা প্রজেক্ট।

আমার টারগেট $5+ JUP :) এখন ও কিনতে পারেন $9.65-$0.82 এ৷

3. TRX : Tron হল একটা classic blockchain, আমরা সবাই কমবেশি ইউজ করসি। বিভিন্ন investment site এ trc-20 USDT তেই transaction করত।

যাইহোক trx এই বুল মার্কেটে অনেক ভাল করবে। লাইক $0.7-$1.5 আশা করি All time high

4. MAVIA : most popular একটা গেমিং প্রজেক্ট, এটা কয়দিন আগেও $2.4 এর দিকে ছিল তবে binance future থেকে delist করে দেওয়ার পর এত ডাউন দিসে।

আপনারা $1.1-$0.85 এ কুনবেন and Target $3.5-$6 মানে 3-6X midterm এর TP দিচ্ছি এগুলা।

5. WEN : Solanar cat কোনডা? আবশ্যই WEN। আমি WEN রে PENGU এর সাথে কমপেয়ার করি। এটা এই প্রাইস থেকে 2-5X দিবে। আপনদের কাজ হবে জন্য নে ভুলে যাওয়া কারন অনেক সময় দিবে।

বিস্তারিত পড়ুন Memecoin Masterclass

# মার্কেট খেলবে, খেলতে দিন। সাইকোলজিক্যাল গেইমে আপনাকে জিততে হবে। মার্কেটের ফাঁদে পড়ে হতাশ হয়ে বা লসে সেল দেওয়া মানে আপনি হেরে যাওয়া।

এখন গুরুত্ব দিয়ে কিনবেন না এবং সব গুলা যখন big pump করবে তখন আবার কেনার জন্য উতলা হয়ে যাবেন 😒 আগের বার এইকাম করসেন এইবার ভুলেও কইরেন না। বার বার বলতেসি আফসোসের শ্যাষ থাকবে না, কথাগুলা গুরুত্ব দিয়েন।

❤️‍🔥 Stay tuned with @The_Trypto

Trypto Trader

25 Dec, 12:06


👀🔥 $MNT 150%+ Profit done

💥 এটা তো জাস্ট শুরু গাইষ! MNT $2 যাবে মানে 4X। Trypto trader রে শুরু টা তো করতে দেন? 🫠

স্কিনশর্ট নিয়ে রাখুন এই বুল মার্কেট আমাদেরই হবে ~ ইনশাআল্লাহ।

❤️‍🔥 Stay tuned with @The_Trypto

Trypto Trader

23 Dec, 14:57


🔥 $CGPT 6X (600%) Profit

👀💥 Last Signal post থেকে 130%

পুরা একটা Single post মেইক করে দিসি $CGPT নিয়ে তারপরেও কোন কোন হতভাগারা কিনেন নাই? এটা অনেক ভাল প্রজক্ট তাই আমি ২-৩ বার সিগনাল দিসি 2023 এও দিসি এখন ও দিলাম। অবশেষে Binance Future তে Listed হল। 🔸

কিচ্ছু বলার নাই! 😤 এখন ও সময় আছে যেই যেই সিগন্যাল দেই সব গুলা ফলো করুন। নাহলে আফসোসের কোন শ্যাষ থাকবে না কিন্তু

❤️‍🔥 Stay tuned with @The_Trypto

Trypto Trader

21 Dec, 15:37


এই মুহুর্তে কেনার মত কিছু কয়েন যেগুলো দ্রুত ভাল রিটার্ন দিতে পারে, just remind

১/ NEAR : এটা হল একটা Layer/1 Blockchain, অনেক ভাল। মুলত Ukrain and Russia war এর কারনে এটা তেমন উঠে দাড়াতে পারতেসে না। Near Founding team হল Ukrainian, আমি সামনে চেষ্টা করব NEAR নিয়ে full Fundamental Analysis দেওয়ার। আপনারা $4-$5 এর মধ্যে Near কিনতে পারেন। আশা করি এটা ভাল একটা পাম্প করবে।

২/ SEI : এটাও একটা Layer/1 Blockchain SEI $5-$6B ডলার মার্কেটক্যাপ হবে মিনিমাম সামনের বুল মার্কেটে। চেষ্টা করব SEI নিয়েও single একটা পোস্ট তৈরি করার জন্য। সুন্দর একটা প্রজেক্ট এটা। আপনারা $0.27-$0.4 এ কিনে 2-3X Target রাখুন মিডটার্মে। লং টার্মে এটা 4-6X দিতে পারে তবে সময় লাগবে, এসব কয়েন গুলো মার্কেট ট্রেন্ডে ধীরে ধীরে মুভ করে, ধৈর্যের প্রয়োজন।

অবশ্য আপনাদের SEI $0.12 তে সিগন্যাল দিসিলাম মনে আছে? এটা 8X profit দিসিল 👀🔥

৩/ LUNA : আয় হায় রে, এ্যাতো হামারি লুনা হ্যায় জিসনে হামকো ছ্যাকা দিয়া থাঁ!! এটা এখন কিনেন ভাল একটা পাজিশনে আছে এখন কিনে 50-100% short term এ টার্গেট থাকবে। long term এ $1.4-$2.4 থাকবে, 5X!!

৪/ NOT : ton এর সব থেকে ভাল প্রজেক্ট, এটা খুব ভাল করবে । আপনারা আমার থেকে ভাল জানেন probably nothing.

এটা এখন কিনতে পারেন এবং এই প্রাইস থেকে -15-20% এর জন্য অপেক্ষাও করতে পারেন। Target $0.095 short term এর জন্য আর মিডটার্মের জন্য $2B মার্কেট ক্যাপ তথা 3X

৫/ DOGS : বেশি কিনবেন না অল্প কিনবেন লাইক আপনার portfolio এর 5-15% এটা সিগন্যাল দেওয়ার কারন হল অনেক ডাউন দিসে তাই 😜 এখন কিনলে 20-50% শর্ট-টার্মেই পাওয়া যাবে।

৬/ বাদাম : আর একটা add করতে পারেন তা হল PNUT, এটা Memecoin তাই memecoin হাইপ ছাড়া তেমন ওাম্প করবে না। এটা $1.8 থেকে ডাউন খেতে খেতে $0.6 আসছে। আপনারা কিনে Hold করতে পারেন $1.0-$1.1 এ সেল

😵‍💫 আমি আপনাদের আর কিছু বলব না, আমি যে যে কয়েন দিচ্ছি সব গুলা সেই মাল। এগুলো না কিনলে মুল মার্কেট মিস হবে ফর শিওর। বুল মার্কেটের টপ পারফরমার লিস্টের মেক্সিমাম কয়েন আমি আপনাদের দিব এবং দিচ্ছি!!

📸 স্কিনশর্ট নিয়ে রাখেন, 2023 এ যেমনটা বলসিলাম আমারে ফলো না করলে আফসোস করবেন! পরে WLD $1 to $10, Arkham $0.3 to $3, Ordi $19 to $90 সহ 40X+ প্রফিট হওয়ার পর অনেক আফসেস করসিল। এইবার ও আমার দেওয়া সিগনাল গুলো না কিনলে আফসোস করবেন take SS.

💌 কোন সাহায্য লাগলে ইনবক্সে মেসেজ দিতে পারেন। এই চ্যানেলের জন্য ভলুনটার নেওয়া হবে, যারা তাদের ভ্যালুয়েবল পোস্ট এই চ্যানেলে দিতে পারব (পরে জানাব-কিভাবে নিব) জাস্ট আনাকে একটু একটিভ হতে দেন বাংলাদেশের No.1 কোয়ালিটিফুল চ্যানেল হবে এটা 👀

❤️‍🔥 কথা একটাই চ্যানেলটি পিন করে রাখুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন ভাল লাগলে। এটি সম্পুর্ন একটি অলাভজনক, বেক্তিগত মতামত শেয়ারিং চ্যানেল and actualization Agenda 2025

Trypto Trader

19 Dec, 19:28


Market নিয়ে কিছু কথা!!

BTC প্রায় 8% ডাউন দিসে এবং Altcoin গুলা 50%+ ডাউন দিসে এই কয়দিনে।

কয়দিন আগে মার্কেট আপডেট নিয়ে উপরে একটা পোস্ট দিসিলাম ওইটা পড়ুন আগে।

আপনারা প্যানিকড হবেন না এই ডিসেম্বর মাসটা খারাপ যেতে পারে, ধৈর্য ধরে Hold করুন এবং Ballance দেখা বন্ধ করে দিন।

মনে আছে? 2023 October এ মার্কেট Crush করসিল Binance FUD এ? তারপর আপনাদের ফুল সাপোর্ট দিসিলাম and যে যে সিগনাল দিসি সব গুলাই প্রায় 5-10X পাম্প করসিল!!

আমি উপরে আপনাকে বড়লোক বানানোর চ্যালেন্জ নিসি। আপনার কাজ জাস্ট আমাকে ফলো করা আমার কাজ আপনার গাইড করা। তো Bull মার্কেট Trypto Trader Team এর সাথে এনজয় করবেন, নাকি দু:খে কাদবেন ডিসিশান আপনার।

সময় আছে, সময় থাকতে মুল্য দিন। ২০২৩ এ চ্যালেন্জ দিসিলাম 20X প্রফিট করাব। তা পুরন করসি 40X+ প্রফওট করানোর মাধ্যমে। আর এবার নিসি আপনাকে বড়লোক বানানোর চ্যানেন্জ!! 😒

BTC 94K এট আশেপাশে আসতে পারে এবং আপনাদের উপরের পোস্ট কি বলসিলাম? bitcoin একটা বাড়ি মারতে পারে এবং আমার মতে এটাই হবে কেনার শেষ সুযোগ।

মার্কেটে বড় Investor রা তখনই interested হয় বা বড় amount ঠুকতে থাকে যখন তাদের মনে হয় এখন কেনা প্রফিটেবল লাইক এখন। সব জয়েন তার আগের জায়গায় ফিরে এসেছে। 50-80% করে ডাউন দিসে মেক্সিমাম কয়েন।

Bull মার্কেটের আগে এই রকম ডাউন আমি আশা করেছিলাম 😙 পেলাম ও। শপিং করে নিন সবাই, again এটাই শেষ সুযোগ হতে পারে এর পর আর কেনার সুযোগ নাও পেতে পারেন

"সবাবার কা ফাড কিঠা হেতা হ্যায়" এই Crash এর মাসখানেক পর আমরা ভাল একটা পাম্প দেখতে পাব। যেমনটা 2023 এর Bear এর পর জনুয়ারি-ফেব্রুয়ারীতে আমরা 5-10X প্রফিট করেছিলাম। এইবারের বুল মার্কেট হবে মেগা বুল 🔥

ফলো করতে থাকেন Trypto Trader থেকে অনেক কিছু পাওয়া বাকি আছে আপনাদের 🫠

এখন কেনার মত ভাল কিছু কয়েন List দিমুনে আগামীকাল। আজকে সবারই বড় লস তাই আপনাদের একটু মটিভেট করতে আসলাম। রোগীর কোন সময় কি ঔষধ দরকার তা একজন অভিজ্ঞ ডাক্তারের জানা থাকা উচিত। সবাই চ্যানেলটা পিন করে রাখেন মাস্ট বি...😉

❤️‍🔥 Stay tuned with @The_Trypto

Trypto Trader

19 Dec, 15:26


Remind হিসেবে কিছু কয়েন সাজেশন আসছে... 👀

আশা করি অল্প সময়ের মধ্যেই 50-100% রিটার্ন পাবেন।

Trypto Trader

18 Dec, 20:00


Free তে Earning opportunity 5-10X প্রফিট Expected, Lets try.....

তো সবাই জানেন, Fuel Bitget PoolX এর মাধ্যমে 275M $FUEL token sell করতেসে, $0.02 করে $5.5M ডলারের।

১৭ তারিখ impossible finance এ fuel এর WL & Public round গেসে, ওখানে ওরা same price এ FUEL token sell করেছিল।

Details about Bitget x Fuel Poolx

1) আপনারা Bitget apps এ গিয়ে "PoolX" এ গেলেই দেখতে পাবেন। Max $5K subscribe করতে পারবেন। Total যত subscribers হবে ওই অনুযায়ী আপনি Allocation পাবেন।

2) আপনার 100% টোকেন Token Generation Event (TGE) তে পেয়ে যাবেন।

3) Bitget ব্যাআহার করতে অবশ্যই KYC লাগবে। তো USDT লাগায়া দেন, প্যারা নাই সিকিউরিটি ভাল Bitget এর। phone number, auth, fund code add করে নিলেই হবে।

Fuel ওদের privet sale এর থেকে অনেক cheap এ সেল দিচ্ছে - token price 0.02 at $200M FDV.

PoolX price থেকে 5X-8X expected, আমাদের free তে শিওর শট।

যদি....
Total Subscribe $400M হয়

> তাহলে per $1,000 ডলার Subscribe করার জন্য আপনি প্রায় 687.5 টি $FUEL টোকেন পাবেন ~ $13.75 ডলারের।
> এবং $5,000 Subscribe করার জন্য প্রায় $60 ডলারের টোকেন পাবেন।

Price 5x হলেও = $60 ~ $350+
Profit $50 to $300+

* এটা আপনারা সবাই দেখসেন, তবে জাস্ট রিমাইন্ডার হিসেবে জাস্ট এই পোস্টটি করা। যাতে কাউর জুসি প্রফির মিস না যায় 😉

Trypto Trader

15 Dec, 19:23


সবাইকে মহান বিজয় দিবসের সুভেচ্ছা ❤️

একাত্তর থেকে চব্বিশ, এ বিজয় আমাদের সবার 🇧🇩 প্রতি ইঞ্চি ইঞ্চি মাটি তাজা রক্ত দিয়ে কেনা। কেউ বাকা চোখে তাকালে তার ওই চোখ উপ্রে ফেলে তার পেছন দিয়ে ভরে দেওয়া হবে। বাংলাদেশ জিন্দাবাদ!!

Trypto Trader

10 Dec, 15:06


BTC এবং Altcoin গুলা কি আরও ডাউন দিবে? কি কি কয়েন এ্যাকিউমুলেট করব?

১) হ্যাঁ, মার্কেট নিচের দিকে আরও একটা বারি দেওয়ার অনেক chance আছে। ওইটাই হতে পারে শেষ সুযোগ।

আপনারা ভাল ভাল কয়েন গুলা কিনবেন এবং কেনা থাকলে এই প্রাইসে accumulate করবেন।

২) কি কি কয়েন কিনবেন? আমি আপনাকে নিচে কিছু কয়েন List দিচ্ছি তবে আরও কয়েনের list পাওয়ার জন্য উপরের পোস্ট গুলা scrool করেন অনেক গুলা কয়েনের list পাবেন।

আমি উপরে Layer/1, Layer/2, DEX, Perpetual Dex সহ অনেক গুলা ক্যাটাগরির কয়েন দিসি, সব ক্যাটাগরির কয়েন কিনবেন।

COIN LIST : DYDX, MERL, TRX, AI, NFP, OP, TON, DOGS, NOT, RONIN, PIXEL, W, ZK, JUP, ETHFI, EIGEN

আপনাদের অনেকে এখন ও কেনা নাই আপনারা এখন কিছু কিনবেন, এবং ১০%-২০% এ আরও একটা বাই Order লাগাইয়া রাখুন।

Trypto Trader

10 Dec, 07:42


Hello everyone!! আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা আপডেট আসতেসে।

এই আপডেট ফলো না করলে বা মিস করলে আপনার বুল মার্কেট মিস হয়ে যাবে।

চ্যানেলটা পিন করে করুন দ্রুত 😉
খুব শীঘ্রই আপডেট দিয়ে দিব।

Trypto Trader

09 Dec, 02:10


🔥 $IDEX $0.038 tooo $0.11

👀💥 প্রায় 3X Profit Done


Perpetual DEX এর সিগন্যাল গুলা totally Boom, আপনারা অল্প পরিমানে প্রফিট বুক করেন। IDEX ডাউন দিলে আমার একুমুলেট করে নিবেন, congratulations 🥳

❤️‍🔥 Stay tuned with @The_Trypto

Trypto Trader

07 Dec, 14:21


এখন Buy করা যায় এমন Coin খুজতেসেন? বাহ!! কি সুন্দর

আপনাদের recently LINK, Moodeng, Mumu, Bigtime, Pendle সহ ৫-৭ টা কয়েন দিসি। এইত কয়দিন আগে দিসি এখন সব গুলাই 50-150% পাম্প করে ফেলসে।

আপনাদের যে এই কয়মাস ধরে সিগন্যাল দিলাম কিনেন নাই কেন তখন?

এখন প্রতেকটা কয়েন 100%-150% করে পাম্প করসে, আমরা হালকা প্রফিট বুক করতেসি আর আপনারা এখন কিনতে চান?

এটাই সমস্যা ফাও পরামর্শকে কেউ দাম দেন না। আপনাদের যেই কয়েন গুলা দিসি allready সব গুলা 2-5X পাম্প করসে, শিওর থাকেন এগুলার মধ্যে বেশিরভাগ কয়েনই Bull market কাপাবে।

এখন ও সময় আছে একটিভলি ফলো করতে থাকেন, মিনি বুলের কথা খেয়াল নাই? WLD 10X? Arkhm 10X? Sei 10X?

এবার ও কি আফসোস করবেন? নাকি নিজে প্রফিটের প্রুফ দিবেন আর হাসবেন? কোনটা করবেন? 😏

ডিসিশান আপনার হাতে।

Trypto Trader

06 Dec, 14:16


🔥 $DYDX $0.9 tooo $2.4

👀💥 2.6X Profit Done


DYDX হলো Fundamentally সব থেকে strong একটা perpetual dex এবং এটা Own blockchain launch করার পর এটার usecase আগের অনেক বেড়েছে। DYDX $4-$5B যাবে, আমাকে বিশ্বাস করলে ok

❤️‍🔥 Stay tuned with @The_Trypto

Trypto Trader

06 Dec, 12:16


🔥 $APX $0.3 tooo $0.12

👀💥 প্রায় 4X Profit Done


আপনাদের Perpetual DEX নিয়ে A-Z বলসিলাম। কিভাবে কাজ করে এবং কিছু সিগন্যাল দিসিলাম, ইতিমধ্যে সব গুলাই অনেক পাম্প করে ফেলসে।

❤️‍🔥 Stay tuned with @The_Trypto

Trypto Trader

05 Dec, 19:59


🤔 একটা কয়েন সাধারণত কখন পাম্প করে? এবং কেন পাম্প করে? বিস্তারিত!!

1) হাইপ এবং কমিউনিটির সাপোর্ট

একটা কয়েন নিয়ে যখন অনেক কথাবার্তা হবে, সবাই অনেক excited থাকবে তখন এমনিতেই ওই কয়েন পাম্প করা শুরু করে। হাইপ উঠলে আরও প্রফিটের আশায় অনেক investor রা invest করে।

কমিউনিটির সাপোর্ট most important! হাইপ উঠবে কেমনে? কমিউনিটির মেমবার দিয়েই তো? জাস্ট হাইপ ও কমিউনিটির সাপোর্ট দিয়ে বিলিয়ন ডলার মার্কেট ক্যাপ হয়ে যাচ্ছে অনায়াসে।

2) ওই কয়েনে অনেক মানি ইনফ্লো হওয়া

যখন বড় বড় ইনভেস্টটররা বা হোয়েলরা কেন একটা নির্দিষ্ট কয়েনে অনেক ইনভেস্ট করেন, মানে ওই কয়েনের অনেক মানি ইনফ্লো হলে ওই কয়েন পাম্প করে। আর invest করে কখন, যখন হাইপ উঠে আা কমিউনিটি সাপোর্ট থাকে।

3) নতুন কোন ফিচার নিয়ে আসা যা ওই কয়েনের usecase বাড়িয়ে দেয় বা News

কোন কয়েন যখন কোন নতুন ফিচার নিয়ে আসে যা তার usecase বাড়িয়ে দেয় এর কারনে ওই কয়েন পাম্প করতে পারেন। লাইক DYDX De, service to Own Blockchain launch করল।

এই টাইপের বা কোন ধরনের big news এর জন্য ওই কয়েনের দাম বাড়তে পারে।

4) New Big CEX Listing

যখন কোনো কম পপুলার একটা কয়েন বড় কোনো এক্সচেঞ্জে (যেমন Binance, Coinbase) লিস্ট হয়, তখন ওইটার ভাল পাম্প করতে পারে লাইক THE 2-3X পাম্প করেছিল।

5) টেকনিক্যাল এনালাইসিস।

যখন কয়েনের প্রাইস চার্টে ব্রেকআউট হয় মানে একটি নির্দিষ্ট রেজিস্টেন্স লেভেল ব্রেক করে তখন trader রা বুলিশ হয়ে কিনতে শুরু করে এবং এর কারনে দাম বেড়ে যায়।

6) মার্কেট ম্যানিপুলেশন এর মাধ্যমে

যখন কোন হোয়েল বা আ গ্রুপ অফ হোয়েলকোন কয়েন নিয়ে খেলে তখন পাম্প করতে পারে। Korean Whale এর নামে পাম্প ডাম্প অনেক পপুলার crypto তে। ওরা অনেক বড় amount বাই করে ম্যানিপুলেশন করে। like STMX, OGN, TRB হইসিল last minibull এ।

7) Bull Market / মার্কেট ট্রেন্ড

যখন মার্কেট ট্রেন্ড থাকে তখন সব কয়েন পাম্প করবে এটাই স্বাভাবিক। হয়ত অনেক সময় ভাল প্রজেক্ট ও দেরিতে পাম্প করে বাট মার্কেট পাম্প করলে সব কয়েনই কম বেশি পাম্প করে বুল মার্কেট বা ALT Season এ লাইক এখন 100-150% পাম্প করে নাই এমন কোন কয়েন নাই।

❤️‍🔥 কথা একটাই চ্যানেলটি পিন করে রাখুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন ভাল লাগলে। এটি সম্পুর্ন একটি অলাভজনক, বেক্তিগত মতামত শেয়ারিং চ্যানেল and actualization Agenda 2025

Trypto Trader

17 Nov, 15:16


ছোট একটা remind

আপনারা যারা আমার সিগন্যাল ফলো করে $2 এ থাকতে TON কিনসিলেন তারা এবং যাদের কেনা নাই আপারা এখন ও TON কিনতে পারেন।

TON $30B-$50B এর দিকে আমরা প্রফিট বুক করব। TON $25-$30B মার্কেট ক্যাপ হওয়া জাস্ট সময়ের ব্যাপার।

আমি সামনে TON নিয়ে full detailded একটা post লেখার try করব! আপনারা কি আরটিকেল টাইপের পোস্ট পড়তে পছন্দ করেন? নাকি জাস্ট সিগন্যাল দিব?

Trypto Trader

15 Nov, 19:14


অনেকে কেনার জন্য Memecoin খুজতেসেন। তাদের জন্য দুইটা memecoin

আপাতত Solana and Ethereum এর কোন ভাল meme Coin buy possition এ নাই। আমরা Brc/20 ordinals হাইপের জন্য অপেক্ষায় থেকে এই দুটি কয়েনের দিকে নজর রাখতে পারি।

Short term / mid term এর signal এটা, আপনার part by part কিনবেন। Ordi pump করলে এই দুইটা অটোমেটিক পাম্প করবে। ভাল হাইপ আছে

মানে Ordinals Season আসলে পাম্প করবে এমন না as a meme season এও এগুলা পাম্প করতে পারে। তবে Ordinals ক্যাটাগরির meme অবশ্যই Ordinals হাইপেই সতেজতা অনুভব করে।

অবশ্যই আপনার রিস্কে অল্প amount নিতে পারেন এবং ধীরে ধীরে invest বাড়ান নিদিষ্ট পরিমানে যতটুকু আপনি কিনতে চান!!

Trypto Trader

14 Nov, 19:11


I'm too early 🙈😒

TON season আসার আগেই আপনাদের TON সিগন্যাল দিসিলাম $2 এ থাকতে।

Same Memecoin সম্পর্কেও বলসি, এই bull মার্কেট কাপাবেই Memecoin, মাস্ট বি এই post টা সবাই পড়ুন।

প্রমান? হাতে কলমে দেখতেই পাচ্ছেন। sorry to say, আমার সময় হচ্ছে না নাহলে আপনাদের ভাল ভাল কিছু সিগনাল প্রভাইড করতে পারতাম। তবে আমরা এখন Alt season এর জন্য অপেক্ষা করতে পারি

এই বুল মার্কেটে সব থেকে বেশি মানি ইনফ্ল হবে Meme coin গুলায় $50-$100B ডলার ঠুকবে মিনিমাম। তো আপনারা কিছু lowcap এবং বাকি গুলে midcap and bigcap memecoin কিনতে পারেন। bigcap like Pepe, bonk এবং midcap মানে wen, Retardio, Moodeng, Pnut এসব আর lowcap গুলা হলো $5-$20M এর মার্কেট ক্যাপ গুলা (নিজস্ব মতবাদ)

এখন কেনার মত ভাল menecoin নাই সবই পাম্প করে ফেলসে তবুও কিছু memecoin দেওয়ার try করব, সাথেই থাকুন।

❤️‍🔥 Stay tuned with @The_Trypto

Trypto Trader

13 Nov, 18:46


আপনারা অনেকে এখন বাই করার জন্য টোকেন খুজতেসেন। চাইলে LINK কিছুটা কিনে নিতে পারেন।

আমরা midterm $22-$30 এর দিকে sell করে profit বুক করতে পারি। long term 30-40 বা আপনার ইচ্ছামত সাজাতে পারেন।

এসব Bigcap কয়েন আস্তে আস্তে করে মুভ নিবে, আশা করি 2025 Q1 এর শেষের দিকে per link $25+ থাকবে।

এবং মার্কেট আপডেট হল : Bitcoin কে রেঞ্জ করতে হবে। তো রেঞ্জ 90-95K বা আরও নিচে বা 100-110K এর দিকেও করতে পারে। রেঞ্জ করার পরই মুলত Alt গুলা পাগলা পাম্প করতে পারে।

Trypto Trader

11 Nov, 16:43


Wow Bitcoin New ATH $85,000

অথচ, আমাদের portfolio উল্লেখযোগ্য ভাবে বাড়ে নি কিন্তু!! 🫠

Bitcoin Dominance না কমলে Altcoin গুলা তেমন পাম্প করবে না। তাই Dominance কমা লাগবে। Dominance কমলে আমরা Altcoin এ ভাল একটা মুভ দেখতে পারব, তাই ডমিনেন্স কমতেই হবে।

Trypto Trader

11 Nov, 09:29


Market Update

Bitcoin হাল্কা করে কারেকশন নিতে পারে। যেমন 77-79 হাজারের দিকে আসতে পারে তখন আমরা accumulate করে নেওয়ার সুযোগ পাব।

আর যদি BTC 80K-82K-84K এর মধ্যে stable হয় বা বেশি লারাচারা না করে তাহলে Altcoin Season পেতে পারি এর জন্য Bitcoin dominance কমা লগবে।

Trypto Trader

09 Nov, 17:20


নতুন করে ক্রিপ্ট মার্কেটে $350B ডলার + ঢুকসে, এই লাস্ট কয়েন দিনে।

মেক্সিমাম ফান্ড BTC তেই ঢুকেছে। বাকিগুলো Alts এ ঠুকতেসে, তাই আমরা পাম্প দেখতে পাচ্ছি।

সামনে আরও পাম্প দেখব আমরা, আর টুকটাক কারেকশন তো থাকবেই। সামনের দিন গুলাতে USA থেকে অনেক টাকা ঠুকবে crypto তে, চিন এবং ইউরোপ থেকেও বিলিয়ন ডলার ঠুকবে।

আমি অনেক গুলো সিগন্যাল দিসি ওইগুলা কিনুন, scrool করে post গুলা পড়ুন

আর অবশ্যই টপে কিছু কিনবেন না, রিস্ক ম্যানেজমেন্ট করুন। ধীরে ধীরে ব্যাগ ভর্তি করুন। হুট করে সব ঠুকালে ব্যাগ ছিড়েও যেতে পারে, so ধৈর্য ধরেন ভায়েরা।

❤️‍🔥 Stay tuned with @The_Trypto

Trypto Trader

07 Nov, 08:39


বুল মার্কেটে ট্রাম্প অনেক help করবে মানে বুল মাকেটের জন্য অবশ্যই trump কে লাগত

কারন বুল মাকেটের জন্য Crypto তে মানি ইনফ্লো হওয়া মাস্ট আর মানি ইনফ্লো হওয়ার সব থেকে বড় way হলো Giant company গুলো তারপর বিভিন্ন অফিস, institutions গুলায়Crypto এর ব্যাবহার, সরকারিভাবে (USA) Crypto currency এর ব্যাবহার স্বাভাবিক করা সহ এই রকম কাজ বাজের জন্য মানি ইনফ্লো হতে পারে এবং ধীরে বিটকয়েন সহ অল্ট কয়েনে টাকা ঠুকলেই পাম্প করবে।

Crypto নিয়ে US gov অনেক আগে থেকেই বুলিশ, মেবি trump বলসিল আমরা crypto কে দখল করতে না পারলে চায়না crypto কে দখল করে নিবে।

আপনারা allready দেখসে China Crypto তে কতটা এগিয়ে। মেক্সিমাম Crypto exchange, project, VC চায়না বেজড।

আরও একটা বড় বিষয় হচ্ছে last 24 hours এ crypto তে $200B ডলারের মত টাকা ঠুকসে। যেটা iugee🔥

তাই সবাইকে বলব সব কিছু hold করে রাখুন, এবং এখন ও অনেক সময় বাকি কাঙ্ক্ষিত বুল মার্কেট পেতে। তাই কেউ বেশি excited হয়ে টপে কিনবেন না।

❤️‍🔥 Stay tuned with @The_Trypto

Trypto Trader

26 Oct, 18:16


আগে একটা সময় ছিল, যখন মার্কেট ভাল ছিল, তখন IDO Projects বেশি লঞ্চ হত!!

কিন্তু এখন IDO বিষয়টা হয়ে গেসে রেগুলার বিষয়! প্রতিনিয়তই IDO হচ্ছে।

এবং মার্কেট খারাপ হওয়ার জন্য প্রজেক্ট গুলা higest 2X দিচ্ছে। এতে যারা কিনতেসে তাদের শিওর লস। কারন এই প্রজেক্ট যে টিকবে কোন গ্যারান্টি আছে?

ধরলাম 10% TGE এ একটা IDO তে আমি $500 invest করসি, এটা 2X pump করসে IDO প্রাইস থেকে। এখন আমি সেল করতে পারলাম $50 এর টোকেন $100 তে। এবং বাকি ১২ মাস বসে আমার ওই $৪০০ invest উঠাব? এই প্রজেক্টের মধ্যে এমন কি আছে এটা ভাল করবে? আর এসব IDO project গুলা privet sale ও করে তাই maximum ido project সর্বোচ্চ ido price এ থাকে আবার অনেক ভাল ভাল প্রজেক্ট ১০০-৪০০% ডাউন দেয়।

এখন Launchpad গুলাতে ভাল কোন প্রজেক্ট IDO করে না, করলেও tier/1 CEX গুলাতে করে। আর Tier/2- Tier/3 project এর IDO থেকে তেমন প্রফিট হয় না উলটা লস।

অবশ্য CEX গুলা যে project এর IEO করে এইগুলা ভাল প্রজেক্ট মানে tier/2 টাইপের। আর IDO platfrom like Seedify, chainGPT আগে ভাল ভাল IDO করত। এগুলাও এখন shit হয়ে গেসে মার্কেটের জন্য, মার্কেট ভাল থাকলে price এমনেই 50-100% পাম্প করে। আগের BSC Station আর এখনকার Seedify and ChainGPT same.

এখন বর্তমানে সব থেকে পপুলার একটা IDO platform হচ্ছে ChainGPT মার্কেট ভাল হলেই যখন ভাল ভাল IDO আসবে তখন CGPT ভাল পাম্প করবে $200-$350M+ যাবে, বলে আশা রাখছি।

তাই আপাতত IDO গুলা কইরেন না। লাভ নাই, যতটুকু দেখলাম, Public or KOl allocation নেন সব খানেই লস। কারন যেই প্রজেক্ট গুলা ভাল ওই গুলা IDO করে না। Tier/3 project গুলাই বেশি IDO করে।

❤️‍🔥 Stay tuned with @The_Trypto

Trypto Trader

25 Oct, 18:34


🇺🇸 US গভমেন্ট USDT নিয়ে তদন্ত করবে। তাহলে USDT কি Scam করে ফেলল?

তেমন প্যানিক হবার কিছু নাই, Allready আমি বলসি USDT নিয়া বড় কিছু হইলে BTC ডাউনের জায়গায় উলটা পাম্প করবে। কারন USDT এর মানি BTC inflow হবে।

তবে এই news টা ভাল না, SEC মাঝে মধ্যেই এমন লারা দেয় এটাই সমস্যা। তবে USDT এর থেকে তুলনামুলক ভাবে USDC একটু বেশি সিকিউর বলা যায়।

উপরের post টা পড়েন, অনেক সময় নিয়ে লিখসি wallet কিভাবে সেইফ রাখবেন এটা পড়লেই বুঝে যাবেন কিভবাে আপনার ডলারকে সেইফ ভাবে রাখতে হয়। আমি আপনাদের অনেক ক্ষেত্রেই ঝড়ের পূর্বে পূর্বাআভাস দেই। এটা তেমন effect ফেলবে না, তবে ১% হলেও রিস্ক নিতে চাই না।

আপনার টাকার ৩০% offline এ রাখা ভাল এবং বাকি ৬০-৭০% এর মত ওই wallet tricks ফলো করে রাখুন। আর বাকি Stable fund মানে Usdt গুলা 50% USDC তে and 50% USDT তে করে রাখুন।

❤️‍🔥 এখন ও চ্যানেলটা পিন করেন নাই? দ্রুত পিন করে ফেলুন, তা না হলে আপনি জিবনে অনেক বড় ভুল করতে যাচ্ছেন!!

Trypto Trader

21 Oct, 17:42


আজ Decentralised trading platform এর TOP কিছু কয়েন শেয়ার করব, যেগুলো থেকে 4-8X রির্টান Expect করতেসি!

এই Article এ মুলত Decentralised trading platform সম্পকে বিস্তারিত আলোচনা করব এবং কিছু কয়েন শেয়ার করব। যেগুলো এই বুল মাকেটে অনেক ভাল Performance দেখাবে বলে মনে করছি।

Decentralised Trading Platfrom কি?

এটাকে অনেকটা DEX বলতে পারি তবে DEX নিয়ে একটা সিরিজ করার ইচ্ছা আছে তাই আজ Decentralised Trading Platfrom হিসেবেই উল্লেখ করি। এটা বলতে মুলত বোঝায় আমার টাকা আমার কাছে রেখে trading করা। CEX গুলাতে আমরা ডলার Exchange এট কাছে জমা দিয়ে tradeকরি তবে এখানে আমার walletএ টাকা রেখে আমি trade করতে পারব যা সিজিউর, Exchange scam হওয়ার Chance নাই।

এই টাইপের প্রজেক্ট গুলা সামনে ভাল করবে বা এটার ভাল ইউজ কেইস আছে এবং থাকবে৷ এই Platform গুলাতে Spot and Future দুই ধরনের trade ই করা যায় যা Centralised exchange এও করা যায়।

DEX vs CEX এর, সুবিধা এবং অসুবিধা

Dex এর সুবিধা একটাই যা অনেক important তা হল আমার টাকাও কনট্রোল আমার কাছে থাকবে। মানে কোন CEX এ বর্গা না দিয়ে wallet এ ডলার রেখে trade করতে পারব।

অসুবিধা অনেক যেমন, লিকুইডিটি কম থাকে অন্য দিকে CEX এ অনেক লিকুইডিটি থাকে। DEX এ একটা transaction করতে অনেক সময় লেগে যায় এবং fee ও বেশি লাগে অন্যদিকে CEX এ সেকেন্ডের মধ্যে Buy-Sell করা যায় এবং fees ও কম লাগে।

CEX থাকতে এগুলা Use করে লাভ কি?

ওইযে আমি বলসিলাম না এই মহাবিশ্বের কোন কিছুই স্থিতিশীল না! সব কিছুই আপেক্ষিক ভাবে সেইফ বা স্থির, শুধু সৃষ্টি কর্তা ছাড়া। এটাই উওর, ছোট তে বুঝে নেন।

Decentralised Trading এর মধ্যে Top একটা কয়েন হল DYDX যা কিনতেই হবে।

এই কয়েনটার মধ্যে কি এমন আছে যে এটাকে এত গুরুত্বপূর্ণ হিসেবে উপস্থাপন করছি এবং যে 4X-8X profit দিবে, লেটস ডিসকাস।

DYDX Most popular একটা Decentralised perpetual Exchange, এটার মতো পপুলারিটি Perpetual DEX আর নাই বললেই চলে, Aevo এসে নিলারখেলা দেখাই আলে গেল।

DYDX এ আগে Ethereum chain এর মাধ্যমে trade করা যেত এখন এদের Own blockchain launch করসে।এখন আপনারা একদম low fee তে trade করতে পারবেন। যেটা অনেকে গুরুত্বপূর্ণ এবং DYDX কে একদম Unique করেছে।

DYDX $0.85 এর দিকে সিগন্যাল দিসিলাম কয়দিন আগে। 50% পাম্প করে ফেলসে 🤝

APEX : এটা নিউ একটা Perpetual Exchange তবে ভালই grow করসেতে তাই এটাকে আপনাদের portfolio তে রাখতে পারেন now $1.4 করে চলতেসে, আপনারা অল্প amount কিনতে পারেন। তবে আমরা mainly কিনব DYDX, এটাই king like OP

IDEX : একদম low amount কিনবেন, usecase নাই বললেই চলে কারন সিমিলার প্রজেক্ট অনেক আছে তাই এটার মধ্যে তেমন ইউনিকিউ কিছু নাই। $50M ক্যাপ now

AEVO : DYDX কে কাইত করে ফেলবে বলে ধারনা করেছিলেন অনেকে তবে তা আর হল না। টিম নুব গিরি করে খেয়ে দিল৷ $2 ডলার থেকে কনটিনিউআসলি ডাম্প মারতে মারতে $0.27 এ চলে গেসিল Now $0.38

সব Token unlocked তাই এখন থেকে কনটিনিউ পাম্প দেখা যেতে পারে। আপনারা আরও নিচে কিনতে পারেন লাইক 30-32, অবশ্যই অল্প করে কয়েক part এ কিনবেন। আশা করছি এটা আমরা এটা থেকে 150-200% প্রফিট বার করতে পারব।

Again আপনারা মুলত ফোকাস দিয়ে কিনবেন DYDX, আপনাদের ২ বার সিগন্যাল দিসি $0.85-$0.87 এর দিকে। কারন Last 1 year Low $0.8, তাই আমরা 500% প্রফিট করতে পারব ~ ইনশাআল্লাহ

এখন ও যারা আমাকে ফলো করতেসেন না বা ভবিষ্যতেও করবেন না, তারা kindly চ্যানেল থেলে left নিয়ে নিন। 150-200 জন থাকতেও এভাবে সিগন্যাল দিয়ে 30-40X প্রফিট করাইসি এখন ও ওভাবেই সিগন্যাল দিচ্ছি। আপনারা গুরুত্ব না দিলে কপাল পোড়া হয়ে প্রফিট দেখে আফসোস করবেন।

❤️‍🔥 কথা একটাই চ্যানেলটি পিন করে রাখুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন ভাল লাগলে। এটি সম্পুর্ন একটি অলাভজনক, বেক্তিগত মতামত শেয়ারিং চ্যানেল and actualization Agenda 2025

Trypto Trader

16 Oct, 20:26


আজকে আপনাদের নতুন করে একটা কয়েনের সাথে পরিচয় করিয়ে দিব!

তবে ৩ জুলাই ২০২৩ সালে আপনাদের CGPT বাই করতে বলসি ২-৩ বার post করে। ওই price থেকে CGPT 500% পাম্প করে এবং এখম ডাউন দিয়ে আগের buying price থেকে 2X আপ এ আছে।

CGPT আসলে কি? সংক্ষিপ্ত পরিচয়

ChainGPT মুলত একটা ai project এবং এর অনেক usecase আছে। Binance এ listed নাই এমন Ai কয়েনের মধ্যে সব থেকে ভাল কয়েন হিসেবে এটাকে ধরতে পারেন। Crypto তে Most popular Ai project হলো ChainGPT.

CGPT এর কি রকম usecase আছে?

এটার সব থেকে বড় usecase হল Launchpad সিস্টেম। CGPT token হোল্ড করে IDO থেকে কয়েন কেনা যাবে। IDO season বা হাইপ আসলে এটা অটোমেটিক পাম্প করবে। এই সময় সব থেকে Popular and Qualityfull Launchpad হল ChainGPT যেটা Seedify সহ Gamefi, Daomaker, Redkite, Pols launchpad এর জনপ্রিয়তাকে ক্রস করে ফেলসে, এটাকে Top launchpad ধরতে পারি।

মজার বিষয় হল এই ChainGPT এর IDO যেই যেই Launchpad এ হইসিল ওই Launchpad গুলা দিন দিন হারিয়ে যাচ্ছে বা ডিল পাচ্ছে না >< আর একটা বিষয় CGPT IDO থেকে 20X এর মত পাম্প ও করসিল।

কত X profit করে exit নিব?

আমাদের Allready 5X done, এখন যারা বাই করবেন তারা এই প্রাইস থেকে 3-5X এ প্রফিট বুক করে ফেলবেন ৬০-৮০% তারের প্রফিট hold করবেন। বুল মাকেটে অনেক ভাল পারফর্মেন্স করবে এই CGPT। তবে এর Founder Israeli, তেমন সমস্যা হবে না।

❤️‍🔥 Stay tuned with @The_Trypto

Trypto Trader

12 Oct, 16:12


আমার মতামত About Memecoin

আগে, মানে এই 202-2023 পর্যন্ত মানুষ সব থেকে বেশি লস খেত Future trading করে। এখন সবাই চালাক হয়ে গেসে, তাই এখন ওই ক্ষেত্রটা পাল্টে memecoin এর দিকে চলে গেসে। আগে খেয়াল করসেন? memecoin season ছাড়া এসব মরা থাকত আর এখন ১২ মাসই Memecoin season? তাই বার বার মেনশন করতেসি avoid buying shitcoin যেমনটা Future trade এর ক্ষেএে বলসিলাম।

উপরে Just খারাপ ব্যাপার গুলাই বললাম Memecoin গুলা নিয়া! 🙂 তাহলে কি সব Scam? এই গুলা কেনা বাদ দিব? আরে না ভাই হুনেন একটু ঝাকানাকা ইনফরমেশন দেই আপনাদের।

সামনের সময় গুলাতে Crypto তে সব থেকে বেশি Valuation দখল করবে এই Memecoin গুলা!! হ্যাঁ ভাই ঠিকই শুনসেন, এক কথায় এই বুল মাকেট কাপাবে Memecoin, সামনে দেখতেই পাবেন যা হতে যাচ্ছে আই হোপ।

বুল কাপাবে বলতে সবই কি বুল কাপাবে? না ভাল ভাল Memecoin গুলা যেগুলের hype and বিশাল community আছে এরাই। আবার অনেক Memecoin হুট করে হাইপে চলে আসে যেমন Modeng then US Election এর জন্য Trump coin সহ কত কি। তবে ভাল করবে শুধু যেগুলো Unique, interesting, হাইপ, বিশাল কমিউনিট আছে। কিন্তু এর বাহিরেও অনেক অনেক কয়েন ভাল করবে।

👀 Bull মাকেটের Memecoin র‍্যালি যেন আবার আপনার মিস না হয়ে যায়!!

❤️‍🔥 কথা একটাই চ্যানেলটি পিন করে রাখুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন ভাল লাগলে। এটি সম্পুর্ন একটি অলাভজনক, বেক্তিগত মতামত শেয়ারিং চ্যানেল and actualization Agenda 2025

Trypto Trader

12 Oct, 16:12


Memecoin trade করে সবাই বড়লোক হয়ে যাচ্ছে! লাখ লাখ ডলার কামাচ্ছে

চলুন আজ একটু Expose করা যাক Memecoin থেকে আসলেই কি 100-1000X possible??

পার্ট ১ - Memecoin জিনিসটা কি?

সাধারণত Memecoin বলতে আমরা যেটা বুঝি আমরা ওই অনুযায়ী আলেচনা করব। লেভেলের কথা বার্তা এখানে বাদ দিব।

এখনকার হিসেব Memecoin কে দুইটা পার্টে ভাগ করতে পারি, এখানে পার্ট বললে ভুল হবে, এটাকে দুইটা "সময়" বা দুইটা "অবস্থানকালের" কথা বলতে পারি।

1/ প্রথম অবস্থায় বা নতুন অবস্থায় ওই কয়েন গুলা তথা Shitcoin : মুলত আপনি বা আমরা Memecoin Signal পাই কোথা থেকে? হয়ত কোন Shiller থেকে অথবা Hype থেকে তাই ত?

আর এই Memecoin Caller রা বেশিরভাগ সিগন্যালই তখন দেয় যখন মাকেট ক্যাপ $100K to 1M থাকে বা $5-$10M থাকে। এই অবস্থাকে আমরা Shitcoin বলতে পারি, এবং আমরা সবাই জানি সব Shitcoin ই ভাল করবে না বা করে না বেশিরভাগই Scam করে।

2/ Midcap/Lowcap MemeCoin : এখানে Midcap বলতে মোটামুটি অবস্থা বুঝাইসি তথা $100-$500M আর Lowcap under $10-$100M

এই Lowcap কয়েন গুলা মুলত ভাল করে বেশি তথা like $10-$50M এর ভিতরে আর -$5-10M তথা $1-$5-$7M এর গুলা Scam করে বেশিরভাগ। এই পর্যন্ত Memecoin এর ব্যাসিক আলোচনা করলাম।

Twitter এ দেখা যায় Memecoin থেকে 100-1000X profit করে, এটা কি সত্য?

কে করে এমন 100X profit? আপনি দেখসেন কাউকে? ওইযে Twitter এ অনেকে post করে i made $100 to $100K from অমুক কয়েন, এটা একদম ভিত্তিহীন। এর মানে এটা না যে Memecoin 100-1000X পাম্প করে না, পুরাটা পড়ুন বুঝতে পারবেন।

ওকে তাহলে আর একটু ডিপে যাই। মনে করেন আমি $১০ ডলার করে ১০০ টা কয়েন কিনলাম $1000 ডলার দিয়া তার মধ্যে একটা 100X দিল আর বাকি গুলা Scam তাহলে কেমন হবে? লাভ লস আছে? আর যদি সব গুলাই Scam করে, তখন কি হবে!! আমার কোন একটা বা কিছু কয়েন যে 50-100X দিবে guarenty কি?

অনেকে Whale বা Meme specialist দের wallet Track করে, আপনি কি জানেন? এরা $100K to $1M করলেও হুট করে -1000-10,000% হয়ে যায়? Memecoin trader দের মধ্যেও পাথক্য আছে। অনেকে Shitcoin বাই করে $100K-$1M ক্যাপ এর আর আশা করে 10-100X দিবে, মানে Gamblin.

আর Shitcoin type Memecoin এ 100-1000X করা একদম চান কপালওয়ালা ছাড়া পসিবল না কিন্তু 10-20X আমি নিজেই করসি তো এটা পসিবল। মুল কথা ওই 100-1000X করতে পারবে ১০০ জনে ১ থেকে ১০ জন আর বাকি ৯০-৯৯ জন লস খাবে, আপনি কোন দলে থাকবেন? আমি রিয়েলিটি বললাম।

বুঝেন নাই বিষয়টা? ঠেলে দিমু, একটু ঠেলে দেই?

আমি সোজা কথা বলব, ঘুরায়া প্যাচায়া বলে লাভ নাই। জুয়া চিনেন জুয়া?? হ্যা এটাই এই shitcoin trading যাকে জুয়া বললেও ভুল হবে না। আপনারা আবার গোলায়া ফেলবেন না, এখানে Shitcoin এর কথা বলসি একদম কম মাকেটক্যাপ গুলা like $100-$500K যা বাই করার আগে সবার মনোভাব থাকে হয় সব ডলার লস না হয় 10-100X কোপ।

Memecoin থেকে কি $100 to $100K পসিবল? অনেকেই তো এত প্রফিট করে

Popcap 100X, Bonk 200X, Neiro 100X সহ অনেক অনেক কয়েন 50-100X দেয়। আপনি এখন 100X করতে গিয়া একদম শুরুর দিকে $100-$500K ক্যাপ এর কয়েন গুলা বাই করে 100-1000X ওয়ালা কয়েন গুলা ধরতে পারবেন এই গ্যারান্টি কে দিল আপনাকে?

তো এই ফাকে Memecoin Shiller দের একটু Expose করে ফেলি : Memecoin এ অনেক Scam হচ্ছে। মুলত এসব Meme Shiller রা paid promotion করে। অনেকে Memcoin project মেইক করে Twitter এর বিভিন্ন Caller/Shiller দের দিয়া promote করাই এবং যখন মনে হয়, এটাই সময় তখন ওরা Scam করে। মানে Promoter এবং ওরা এমন ভাবে Shill করবে যে এইযে মনে হবে এক্ষুনি 100% পাম্প করবে।

তাই দয়া করে কোন memecoin Shiller দের promote করা কোন shitcoin কিনবেন না। কোন ভাল কয়েন যদি promote করে লাইক, ওই memecoin এর অনেক হাইপ এবং community বড় ও মাকেটক্যাপ ও বেশি, তাহলে কিনবেন এছাড়া না।

Memecoin থেকে ভাল প্রফিট করতে হলে memecoin এ নজর রাখতে হয় ও Expertness ও থাকতে হয়। মানে আপনার Experience না থাকলে তেমন ভাব করতে পারবেন না।

তাহলে কিভাবে 10-50X দিতে পারে এমন MemeCoin খুজে পাবেন?

মনে করেন এখন কিছু কয়েনকে সবাই Shill করতেসে বা ওইটার অনেক হাইপ চলতেসে। যেমন

> Retardio 10X
> Harrypotter Bitcoin 5X
> Modeng 10X
> Neiro 10X
> Trump 3X

আপনাকে এমন memecoin chose করতে হবে যেটার হাইপ অনেক এবং যেটাতে সবাই বুলিশ এবং $20-$50M মাকেটক্যাপ ওয়ালা কয়েন গুলা কিনবেন এর নিচের দিকে গেলে রিস্কি হয়ে যায়। $10-$50M ওয়ালা গুলাই সব অনেকটা সেফ এমন 2-5X আরামসে আসবে। উপরে Example দিসি এই টাইপের হাইপ ওয়ালা কয়েন গুলা ভাল করে এবং এক সময় $500-$1B ক্যাপ রিচ করে।

আমি মুলত আপনাদের যা নিয়া সর্তক করতেসি তা হল Shitcoin গুলা কিনবেন না এসব Scam করে 90%। এইটাই এই Post এর অধেক আর বাকি অধেক এই নিচের পার্টে।

Trypto Trader

12 Oct, 11:36


Memecoin এ trade করে অনেকে $100 to $100K profit করে ফেলে।

আজ রাতে এটার অপারেশন করব। একদম Fully Exposed হবে, সবাই রেডি থাকুন।

Trypto Trader

07 Oct, 20:21


কেমনে যেন জিবন থেকে ১ টি বছর কমে গেল বুঝতেই পারলাম না 😪

বয়স যেমন বাড়ছে তেমনি দিন দিন চাপ ও বাড়ছে! তবে আয়ু তো সীমিত।

Teen age থেকে লাফ দিয়ে জিবনের নতুন একটি ধাপে পা দিলাম। দোয়া করবেন যাতে আল্লাহ আমাকে নেক হায়াত দান করেন এবং দেশ ও জাতির কল্যানে অবদান রাখতে পারি। এই শপথ ছোটকালে স্কুলে পিটি করা সময় নিয়েছিলাম তবে তাকে বাস্তব রুপে প্রতিফলন ঘটানোর সময়ে এসে উপনীত হয়েছি 💜

Trypto Trader

04 Oct, 18:56


এটা একটা কুইক পোস্ট, যাতে মার্কেট আপডেট ও ভাল কয়েন গুলা আমাদের যেন মিস না হয়, মনে করিয়ে দিতে post টি করা।

Part/1 : একনজরে Market update

আশাকরি, সামনের কয়দিনের ভিতর BTC 64300+ এ পাম্প করতে পারে। ভাবসাব খারাপ হলে প্রথমে 58-59K এ আসবে এবং এরপর আরও ডাউন দিয়ে হয়ত 54K-52K এর দিকে যেতে পারে। এজন্য অল্ট কয়েনের জন্য ভাল নিউজ নাই আপাতত। যদি BTC 66K+ হিট করে তাহলে ভাল কিছু আশা করতে পারি। আই হোপ ইসরায়েল পালটা হামলা করবে না, ইরানের হামলাটা অনেকটা Scripted ছিল, ইরান এখন তেমন কিছু করবে না বলে আশা রাখছি। তাই মাকেট পাম্প করতেও পারে।

Part/2 : বুল মাকেট নিয়ে একদম ছোট করে আলোচনা করলাম।

সামনে bull মকেট আসতেসে তবে মুল মাকেট মানে এটা না ১-২ দিনেই সব কয়েন 200-400% পাম্প করবে। অনেক ব্যাপার আছে, কিন্তু মুল বিষয় বুল টুল আপনার দেখা দরকার নাই, just আপনার যৌক্তিক expectations অনুযায়ী সেল দিবেন। আমি ভাবছি USA election এবং বুল মাকেট থেকে কিভাবে আমরা প্রফিট বার করব ওই বিষয়টা বিস্তারিত explain করব।

Previous minibull এ এক একটা কয়েন অনেকবার করে post করসি যাতে কোন সিগন্যালই যেন আপনাদের মিস না হয়। তাও অনেকে আবুল signal chanel গুলা ফলো করে আরও ডিপের জন্য wait করতেসিলেন। তো Crypto তে ভাল কিছু চ্যানেল ফলো করতে হয় এবং নিজে বুঝে trade করতে হয়। আমাদের investor হতে হবে trader না,আমরা trader হলে প্রফিট করতে পারব না তাই আমাদের investor হইতে হবে।

XAI & Pixel : এই দুটা কয়েন মোটামুটি ভাল, এই দুইটা এখন কিনার মুল রিজন Cai $127 আর Pixel $142 মাকেটক্যাপ এখন। আমরা $400-$650M মাকেট ক্যাপ এ আমরা প্রফিট বুক করে নিতে পারি।

OP : হ্যাঁ the king iz here OP best zone $১ বলে আমি মনে করি । তবে avarage buy $1-$1.3 এ মধ্যে রাখাটা আমি best হবপ। Arb সহ layer 2 গুলা পাম্প করবে তবে op হল কিং তাই কিংই সব থেকে ভাল পারফর্ম করবে বলে আশা করি। কিং বলার কারন investor রা Op নিয়া অনেক পজিটিভ থাকে মানে Op খুব দ্রুত কামব্যাক করে তাই অনেকেরই পছন্দের লিস্টে থাকে Layer2 কয়েনের মধ্যে।

DYDX & Aevo : এখানে Dydx এ আমরা বেশি invest রাখব এবং Aevo তে অল্প এবং এখন চাইলে কিনতে পারেন যারা আগে কিনেন নাই। এ ছাড়াও UNI, 1INCH, POL, Inj, Avax, Dkt, Ict, Etc, Jup, Mavia ও কিছু কিনে রাখতে পারেন।

আমি জানি না, কে কত লসে আছেন বা কার কত তে বাই করা। তো মুল বিষয় proper fund & Risk management করে কিনতে হবে সব কয়েনই। আর মাকেট মুভমেন্ট বুঝে ক্যাটাগরি wise ইনভেস্ট করতে হবে। আমি হয়ত active থাকলে আপনাদের A-Z guide করতে পারতাম বা যদি ডিসকাশন গ্রুপ Creat করার option থাকত!! Discussion group খুলে help করতে গেলে আমার আবার Airdrop করার সময় সীমিত হয়ে যাবে, পাশাপাশি পড়ালেখাও আছে। সময় তো ২৪ ঘন্টা লিমিটেড 🫠 তাই সময় খুবই কম এবং এবং এখানে invest করতে হবে trading না, trading is all about experice.

❤️‍🩹 ইনশাআল্লাহ, এখন থেকে নিয়মিত হবার চেষ্টায় আছি! আমাদের সাথেই থাকুন

Trypto Trader

02 Oct, 17:23


এই post এ আমরা Optimistic Rollups and ZK-Rollups সম্পকে A-Z জানব।

আমরা Rollups বলতে কি বুঝি ??

কোন Chain এ যখন অনেক ব্যাবহারকারী একসাথে উক্ত chain use করে তখন এত এত transaction গুলার কারন জ্যাম বেধে যায় এবং process করতে না পারার কারন Ethereum network congested হয়ে যায় এবং এই কারনে অনেক fee লাগে transaction করতে। Rollups গুলা এই সমস্যার সমাধান করে, মানে আমরা layer/2 তে transaction করলে এটা offchain এ হয় এবং পরে অনেক গুলো transaction কে Zk-prove দ্বারা transaction validity check করে এটা onchain এ পাঠায় এবং কম খরচে Ethereum এ transaction করা পসিবল হয়। আমরা Ethereum এ transaction করতে হলে single করতে হবে তথা derect onchain এ আর Layer/2 তে করলে ওরা অনেক গুলা transaction একসাথে onchain অথা Ethereum layer/1 এ Tx করায় এজন্য fee কম লাগে।

What is Optimistic Rullups??

Optimistic rollups সব থেকে পপুলার এবং Arbitrum, Base, Optimisn সহ অনেকে optimistic rollups use করসে। এটা অনেক popular এবং শক্তিশালীও বটে কারন অনেকে $1700 USDT আয় করেছে Optimism airdrop থেকে। তুলনামূলক ভাবে Ethereum layer/2 এর মধ্যে অনেক fast transaction করে optimism তাই এর জনপ্রিয়তাও অনেক।

What is Zero Knowlage (ZK) Rollups

Zero Knowladge (Zk) Rollups টা মোটামুটি আমরা সবাই চিনি as a Flop মাল কিন্তু আগের বার Final match এ ভাল performance না দেখাতে পারলেও এবার কোয়ালিটি তে এগিয়ে যাবে BPL এ। তাই এই Bull মাকেটের জন্য আমরা ZK কে portfolio তে add করব, এখন price এজটু আপে আছে তবে $0.1-$0.08 এ best হয় কিনলে এখন 0.13 তে আছে।

Optimistic or Zero-knowladge (ZK) এর মধ্যে কোন Rollups টা বেশি ভাল??

মুলত optimisn and Zksync এর উদ্দেশ্য এক ও অভিন্ন মানে, এরা Ethereum এর gas fee, security and tx দ্রুত সময় করার জন্যই কাজ করছে। দুটা Chain ই ভাল! আমরা কাউকে খারাপ বলতে পারি না।

Optimism security এর দিক দিয়া একটু পিছিয়ে, যেমন Optimistic rollups কোন transaction validity চেক না করেই সব গুলাকে valid হিসেবে ধরে transaction process করে, যাতে দ্রুত সময়ের মধ্যে transaction হয়ে যায়। কিন্তু, Zksync zero-knowladge-prove (ZkP) দ্বারা validity check করে valid না হওয়া পর্যন্ত এই transaction কে invalid ধরে নেয়। তাই transaction process করতে তুলনামুলক ভাবে একটু সময় বেশি লাগে, তবে zksync security কে প্রাধান্য দিয়েছে এবং Optimism দ্রুত সময়ে, যাতে transaction complete হয় এর উপর প্রাধান্য দিসে কিন্তু Security তে একটু দুর্বল। যদি কখনও prove হয় ওই transaction invalid তাহলে আবার শুরু থেকে process করা হয়। Optimistic rollups এর থেকে Zksync সময় বেশি নেয় কিন্তু transaction এর validity চেক করেই transaction confirm করে। তো দুইটা আমার মতে সমানই তবে Security কে প্রাধান্য দিলে Zksync এগিয়ে থাকবে কিন্তু Optimism security বাদেও Zksync থেকে Strong এবং transaction দ্রুত হয় তাই আমি Zk and Op rollups কে সমান সমান নম্বর দিব।

Ethereum L/2 এর জন্য কম সময়ে, কম খাজনায়, ঝামেলা ছাড়াই Tx হয়। এক কথায় মানে ভাল দামেও সাশ্রয়ী কাকঁলী ফানিচা'র। এখন ethereum tx fees low $0.7-$2 করে, এই post যখন লিখি জুলাইতে তখন অনেক হাই ছিল gas fees তাই এই post লেখার প্রয়োজনীয়তা অনুভব করেছিলাম।

Next post থেকে বিভিন্ন Category wise বা Single coin নিয়ে Details সহ সিগন্যাল আসবে এবং Airdrop/Alpha ও শুরু করব। দুঃখিত, মুল সমস্যা হলো আমি সময় পাচ্ছি না পড়ালেখার প্রেসারে আছি তাই কনটিনিউ করতে পারছি না ~ ইনশাআল্লাহ এখন থেকে একটিভলি পোস্ট করব।

❤️‍🔥 কথা একটাই চ্যানেলটি পিন করে রাখুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন ভাল লাগলে। এটি সম্পুর্ন একটি অলাভজনক, বেক্তিগত মতামত শেয়ারিং চ্যানেল and actualization Agenda 2025

Trypto Trader

25 Sep, 19:15


$HMSTR token Price prediction and Fully অপারেশনড by Trypto Trader

Hamster kombat tokenomics

»» Total/Max supply : 100B
»» Circulation Supply : 64B
»» Airdrop Szn 1 : 60B
»» Airdrop Szn 2 : 15B
»» Team token : 5.75B
»» Partnership : 7.75B
»» Liquidity & others : 11.5B

>>> HMSTR কে Recent project Dogs ও Catizen এর সাথে তুলনা করে দেখা যাক এর price কত হতে পারে। আমরা ৩ ধাপে price calculate করব প্রথমে Compare to Dogs and Catizen.

>>> Campare Hamster With Dogs

→ Dogs Total Supply : 550B
→ Hmstr Total supply : 100B
→ Dogs Marketcap : $700M
→ Hmstr Marketcap : $500-$700M??

>>> Campare Hamster With Catizen

→ Catizen Total Supply : 1B
→ Hmstr Total supply : 100B
→ Catizen Marketcap : $300M
→ Hmstr Marketcap : $380-$600M??

Dogs এর সাথে compare করে আমরা যা পেলাম। প্রথমত Dogs এর community suppprt and hype অনেক ছিল মানে এটা রিয়েল হাইপ টিকটকার ও আমরা সবাই hyped ছিলাম। Dogs $750M-$900M এ stable হতে পারত যদি না Pavel এর গ্রেফতার news না আসত, মুলত এই জন্যই অনেক পেনিক্ড হয়ে যায় তারপর আমরা দেখসি Ton-Dogs-Not সবাই মিলে একদম পুরাদমে শিল করসে যাতে কেউ পানিক না হয়। এটা দেখসেনই ওরা কি রকম মাকেটিং করসে Dogs এর।

Catizen এর বিষয়টা একটু ভিন্ন প্রথমত হাইপ অনেক বেশি ছিল না তবে কমও ছিল না। শেষের সময় এত user না হলে আমরা early farmer রা ভাল কিছু পেতাম। শেষের দিকে huge user জয়েন করেছিল এবং Catizen মোটামুটি amount দিতে যেটা নিরপেক্ষ দৃষ্টিতে দেখলে Others airdrop তথা layer/2 বা এসবের তুলনায় ভাল বা সমমান।

কিন্তু কিন্তু Hamstr কে আমরা একটা shit project বলে মনে করি, কারন টিকটকার বেশি তাই :) তবে 300M user huge and Record user তো সবাইকে খুশি করা ইমপসিবল, এবং এটা Zksync টাইপের হবে এটা ওরা জানে এটা তাই season/2 রাখসে যাতে Starknet এর মত team member ছাড়া বাহিরের ১ জন হলেও যেন ব্যাবহার করে। তো দেখেন user এর দিক থেকে এটা একদম record user! কিন্তু এটা community কে খুশি করতে পারেনি এবং পারত ও না, যেটা Dogs-not করসে। আমরা Dogs-Notcoin এর হিসেবে ধরলে এটা একদম খারাপ করবে না আবার $1B ক্যাপ হবে এমন ও ধরা যাচ্ছে না তবে মোটামুটি হবে বলে আশা করছি।

>>> Compare to Pre-Market

এটার মাকেটক্যাপ Pre-market এর হিসেবে $1B করে চলতেসে। যেহেতু প্রি-মাকেটে ভাল price আছে তা shit project ও বলা ঠিক হবে না :) pre market থেকে 20-30% এর বেশি ডাম্প মারবে না, hope that। কারন Xai ছাড়া খুব কমই Token ই pre-market এর বদনাম করসে।

>>> HMSTR price at এত FDV/MC??

➠ Per Hamster 0.0030$ at $300M
➠ Per Hamster 0.0045$ at $450M
➠ Per Hamster 0.0055$ at $550M
➠ Per Hamster 0.0065$ at $650M
➠ Per Hamster 0.0080$ at $800M

••• তো আমার prediction হচ্ছে : Hmstr $450-$650M এর মধ্যে থাকবে। হয়ত একটু বেশি বা কম ও হতে পারে তবে এর মধ্যে থাকার পসিবিলিটি সব থেকে বেশি। $900-$1B মাকেটক্যাপ হিউজ মনে হয় না এই মুহুতে যেটা Hamster reach পারবে।

❤️‍🔥 Best of luck, সামনে আরও ভাল ভাল কনটেন্ট আসবে আমাদের সাথেই থাকুন।

Trypto Trader

21 Sep, 15:32


Hamster থেকে কি লাখ টাকা ইনকাম হবে? চলুন Hamster সম্পকে জানা যাক!

আজ বিস্তারিত আলোচনা করব Hasmter সম্পকে এবং পরের Post এ hamster এর price prediction করব।

আসলে Hamster Kombat টা কি?

TON MiniApp সিজনে সব থেকে হাইপে যে প্রজেক্ট টি আছে তা হল Hamster Kombat। এটার হাইপ অনেক আদের youtube, facebook, telegram এ হিউজ পরিমানে fan/followers আছে।

এবং pre market এর হিসেবে এটা DOGS, Cati, Not থেকেও ভাল প্রজেক্ট ধরতে পারি এই মুহুতে, কারন ton সিজনের মাঝের বা শেষের দিকে এসে এত মার্কেটক্যাপ হওয়া অনেক বড় ব্যাপার।

Hamster এর founder কে?

Dogs এর মত এটার CEO/FOUNDER সহ টিমের তথ্য হইড রাখেছে। নাম দেখে মনে হচ্ছে কোন ইন্ডিয়ান নীল ছবির হেল্পার এটি বানিয়েছে তার ওয়েবসাইটের দর্শক বৃদ্ধি করার জন্য।

এটা কিভাবে কাজ করে? মানে কি কাজের জন্য এটা আমাদের টাকা দিচ্ছে?

মুলত আমাদের ট্যাপ করে point এর বিনিময় এরা আমাদের free তে টাকা দিচ্ছে। আমাদের মুল কাজ এখানে ট্যাপাট্যাপি করা যত বেশি ট্যাপাট্যাপি করবেন তত বেশি টাকা পাবেন। তাই বেশি বেশি ট্যাপাট্যাপি করুন আর ইনকাম করুন।

আমাদেরকে Airdrop দিবে কখন?

Paypal, Luna, Bkash, Nagad, Ring ID,  সহ সব Tier-1 Exchange এ Hamster listing হবে ২৬, সেপ্টেম্বর, ২০৬৯ এ। এই একই দিনে আমরা সবাই আমাদের টাকা সরাসরি withdraw করে সুইস ব্যাংকে নিতে পারব তাই সবাই এই দিনের জন্য সবাই অস্ত্র শান করে নিন।

কতা এইড না ব্যাডা কতা হইল এখন কি আমরা লাখ টাকা ইনকাম করে একটা সুন্দরী বউ আর একটা R15 কিনতে পারব?

হ্যাঁ, আমি hamster এর CEO এর সাথে গোপন মিটিং করেছি এবং জানাল তারা শুধু বাংলাদেশি user যারা রেগুলার hamster দেখত তাদের জন্য $100K করে Extra reward দিবে। তার মানে আমরা সবাই Hamster থেকে $100K করে পাব যারা হামিসটার দেখতাম রেগুলার।

💔 আমি দুঃখিত অশ্লিল ভাষা ব্যাবহারের জন্য। Trypto Trader এর সাথেই থাকুন

Trypto Trader

17 Sep, 22:41


আমি আপনাদর প্রায় ১ বছর আগেই বলসিলাম binance নিয়া এবং Binance দিন দিন ওই কাজ গুলোই করতেসে!!

আগে একটা প্রজেক্ট Binance এ আসা মানে অনেক কিছু এবং অনেক ভাল ভাল প্রজেক্ট তথা Bear মাকেটে $400-$600B মাকেট ক্যাপ ও কম না এগুলো Binance এ আসত না কিন্তু এখন? WTF going on!!

Binance দিন দিন User satisfaction নষ্ট করতেসে কিন্তু সংখ্যক User বাড়তেসে। এক নজড়ে এর বির্তকৃত কিছু কাজ

১) Binance CEO change হওয়ার পর আমার অনেক কিছুই দেখতে পাচ্ছি আমার Binance এর অনেক Angel এবং পুরাতন কর্মীদের কাট করা এবং Binnace apps এর interrace ও অনেকটা Change হইসল

২) Hamster Combat, Babaydoge-Neiron-Turbo সহ অনেক প্রজেক্ট Binance list করতেসে এগুলে কি binance এ লিস্ট হওয়ার মতো Quality রাখে? তাহলে হাইপ কে পুজি করে এদের আরও হাইপে তোলা হচ্ছে অল্প কিছু টাকার জন্য বা user দের জন্য?

আগে এবং এখন ও কোন প্রজেক্টের এবিলিটি যদি থাকে $500M Valuation হওয়ার তাহলে just binance listing ই তার valuation 2X করে $1B করে দিতে পারে বলে কমিউনিটির ধারনা ছিল এবং আছে। Pre market এ হরহামেশা এমনটাই দেখা যায়, Binance listing announcement আসলেই Price প্রায় 2X হয়ে যায় তথা মাকেটক্যাপ 2X হয়ে যায়। এটা কি Binance জানে না? তাহলে কেন তারা নিজেদের Quality নিজ হাতে ধ্বংস করতেসে?

৩) All Fund are SAFU (Secure Asset Fund for Users) এই কথা দের মুখের কবিতা যদি হয়ে থাকে তাহলে ওদের কোন অবৈধ বাপ অধিকার দিসে কারও Account লিগ্যাল নোটিশ ছাড়া ব্যান/ফ্রিজ করতে?

Binance একবার না দু দু বার Palestinians দের Binance account freez করে দেয় without any valid reasons. প্রথমত এই বছরলর শুরুর দিকে Account freez করে Israel এর এই দাবিতে যে এই একাউন্ট গুলা Hamas কতৃপক্ষের এ এগুলোতে মেবি লাখ খানেক ডলার ছিল, আমি এদের একটা address onchain দেখেছিলাম।

শুধু ব্যান করেই ক্ষ্যান্ত হয় নি ওই ডলার গুলো Israel কে দিয়া দিসিল। এখন Recently আবার অনেক গুলা Account ব্যান করসে! এগুলা Gaza Now থেকে নেওয়া এবং Binance কতৃপক্ষ এটা স্বীকার ও করসে। Binance কে এই অধিকার টা কে দিসে আর একজনের টাকায় হস্তক্ষেপ করতে? without any valid reasons আমার টাকা ব্যাটা চলস আমার আমার গলায়ই ছুড়ি? Binance ইনকাম করে কোথা থেকে? CZ $60B ডলার ইনকাম করসে কোথা থেকে? কই পাইল কে দিসে?

বুঝলাম Zionist দের কথা শোনা ফরজ তোদের জন্য বা বাটপারি করবি তবে কিছু হইলেই SAFU SAFU চো*দ্যা*স ক্যান?

আর Recently Boykot Binance trend টা আরও কুছু দিন চললেই ওদের চরম শিক্ষা হয়ে যেত। ওদের বিরাট আড় একটা অংশ আমরা from turkiye, bangladesh, pakistan, Mena, India more..

Binance quality থেকে Quantity তে শিফ্ট হয়ে ময়লা পুকুরে ইলিশ মাছ ধরতে নামসে।

❤️‍🩹 Stay Tuned with @The_Trypto

Trypto Trader

11 Sep, 17:32


Catizen কেমন প্রজেক্ট? এটা কি Dogs থেকেও ভাল প্রফিট দিতে সক্ষম?

Dogs, not, blum সহ সব মাইনিং প্রজেক্টের মধ্যে Catizen সব থেকে Strong project এবং Binance listing এর সব থেকে বড় হকদার। Catizen TON এর মধ্যে সব থেকে বেশি হাইপ ওয়ালা P2E and Meme coin

Ton, Binance labs, binance wallet, Xiaomi এর সাথে partnership আছে Catizen এর এবং total প্রায় 40M User and 10M daily active user. তবে exciting বিষয় হচ্ছে Pavel নিজে Catizen শেয়ার করসে।

What Is Catizen Game?

Telegram এর সব থেকে পপুলার puzle Game হচ্ছে Catizen এবং আমরা বলতে পারি Ton Ecosystem এর first and most hyped gaming project Catizen & এটা build করসে Pluto Studio

Catizen minibot এ গেম খেলসে বা ভিসিট করসে প্রায় 40M telegram account (i cant mention User cause maximum are airdrop farmers) এবং এর মধ্যে Only 23M (প্রায়) user eligible for airdrop অবশ্য সংখ্যাটা অনেক বাড়বে কারন recently সব influencer জোর দেওয়ার কারনে অনেক মানুষ নতুন করে ফোকাস দিচ্ছে।

Catizen Airdrop পাবে কারা কারা?

Catizen Airdrop Allocation এই ৬ ধরনের লেভেলের user দের দেওয়া হবে।
1) Silver league
2) Gold league
3) Platinum league
4) Diamond league
5) Master League
6) Royal League
Catizen এ আহামরি বেশি user জয়েন করে নাই মাত্র 17-18M user তাই ভাল amount earn করার সুযোগ থাকছে free তে তাই সবাই সব একাউন্টে মিনিমাম সিলভার লিগে পৌছাবেন কারন ওরা বলেই দিসে যে সিলভার লীগ থেকে শুরু করে উপরের দিকের সবাই Airdrop পাবে

যত বেশি Task তত বেশি Reward!!

1) আপনার যত একাউন্ট আছে সব গুলায় সিলভার করে রাখেন এবং কিছু একাউন্ট বা সব গুলায় কিছু $ খরচ করে Farm করুন (এই post এ ভাল reaction পেলে tricks share করব) আমি বলতে চাচ্ছি কিছু একাউন্টে বেশি বেশি Game খেলুন + fish কিনে level আপনি করুন যাতে ওই একাউন্ট গুলোতে বেশি reward পান। এবং vKitty Coin বেশি বেশি কালেক্ট করতে ভুলবেন না কিন্তু এটাও ইম্পরট্যান্ট।

2) Telegram task-Spin সব যাবতীয় Task করবেন কারন যত বেশি interact করবেন তত বেশি reward chance পাওয়ার পসিবিলিটি বাড়বে।

3) Daily login তথা Activity রাখতে হবে তা না হলে কোন ঝামেলা হলেও হতে পারে। এবং কিছু রেফার করে রাখতে পারেন এটা আপনার Allocation আরও increase করতে সহায়তা করবে।

My Thought About CATIZEN

এখন 17-18M user silver-royal League এ আছে হিসেবে তেমন user না। Airdrop মেবি আর ৬-৮ দিনের মত থাকবে তো 40M এর বেশি user জয়েন করার কথা না। তাহলে আপনারা যদি জাস্ট খরচ না করে সিলভার লিগেও থাকেন তাহলে ভাল একটা কোপ হয়ে যাবে!! (With Unlimited account) আর যদি আপনারা চান খরচ করে লেভেল আপ করেন তাহলে আমি তাও বলে দিতে পারব মানে $5 এর মত খরচ হবে এবং Earning ও ভাল হবে কারন Maximum user silver and gold league এ থাকবে তাই খরচ করে উপরের লেভলে যেতে পারলে ভাল reward earn করা পসিবল।

Basically, Silver league এ থাকলে কত reward পেতে পারেন? এই মুহুর্তের এভারেজ হিসেব ধরলে আপনি $3.7-$4 এর মত পেতে পারেন তবে সামনে user অনেক বাড়বে তখন $2.5-$3 করে পাওয়া যেতে পারে। তাই খরচ এবং শ্রম দিয়ে লেভেল আপ করতে পারে এটাই Best হবে আর যদি free তে কোপ দিতে চান তাহলে Awamileague এই থাকেন।

আমি আরও বিস্তারিত ক্যালকুলেশন Price prediction post এ বলব অথবা যদি আপনারা চান কিভাবে "কিছু $ খরচ করে 2-5X পর্যন্ত রির্টান পাবেন" এই tricks share করব যদি আপনারা আমাদের help করেন। মানে, অবশ্যই Crypto তে আপনার চেনা লোক আছে? তার কাছে এই post forward করুন অথবা chanel link দিয়ে জয়েন করতে বলুন 🙂 then ইনবক্সে একটা লারা দিয়েন যে ভাই এই কয়জনকে বলসি then chanel এ না দিলেও তাদের ইনবক্সে দেওয়ার "চেষ্টা" করব।

❤️‍🔥 Stay Tuned with Trypto Trader

Trypto Trader

05 Sep, 16:10


Hello everyone, চলুন আমরা আজ জানি Ethereum Layer 2 কিভাবে কাজ করে।

প্রথমে জানতে হবে Layer 2 কি

Ethereum হচ্ছে Layer/1 BlockChain এবং আমরা জানি Ethereum এ Transaction fees কতটা high এবং সময় সাপেক্ষ। তাই Ehrereum (layer/1) network এর scalability বাড়াতে Layer/2 Chain build হয় Ehereum এর উপর যেমনটা Recently Bitcoin এর উপর ও হচ্ছে। Eth L/2 বুঝলেই Layer/2 বুঝবেন তাই এটা নিয়া আলাদা পোস্ট লিখি নি।

Ethereum L/2 এর মুল কাজ Tx spreed বাড়ানো, Gas fee কমানো and Security বাড়ানো। এবং এই সমাধান গুলো কয়েক ভাবেই করা যায় যেমন sidechain, ZkEvm, Optimistic and Zk Rollups এর সাথে আমরা সবাই পরিচিত। এসব নিয়া বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। এটা নিয়া আরও একটি পোস্ট পাবেন।

Ethereum এ L2 কেন প্রয়োজন?

2013 সালে Vitalik Ehereum প্রতিষ্ঠা করেন, তবে আমরা তেমন গ্রথ দেখতে পাইনি। এইত যখন Online এ নতুন কাজ করি তখন দেখলাম Bitcoin এরপর শুধু Lite coin এ অবস্থান তবে এখন Bitcoin এর পর Ethereum ছাড়া ভাবাই যায় না এবং এর মাকেট ক্যাপ Around $400M half of btc marketcap, its huge

Ethereum এর ব্যাবহার দিন দিন বাড়ার কারনে এই চেইনে tx spreed and Security তে ভাটা পড়েছে। daily প্রায় 1M tx হয় এত High trafic এর কারনে network congested হয়ে যায় এবং User দের High fees and অনেক সময় দিতে হচ্ছে যেমন bitcoin Send করতে গিয়া বুড়া হতে হয়।

তো Ethereum এর ব্যাবহার সহজ করার জন্যই L/2 এর আবিষ্কার এবং দিন দিন এর Usecase বাড়বেই কারন Ethereum এর ব্যাবহারকারী বাড়লে Ethereum L/2 ব্যাবহারকারী ও বাড়বে। Sidechain থেকে আমরা Rollups এর সাথে বেশি পরিচিত তাই Optimistic and Zero Knowlage Rollups নিয়ে আলোচনা করব অন্য এক Post এ।

Ethereum Layer/2 Scalability কতভাবে বাড়ানো যায় ও কিভাবে এগুলো কাজ করে ?

Ethereum Layer/2 Scalability বাড়ানো কয়েক ভাবে তবে সব থেকে পপুলার হল Optimistic Rullups and zero knowladge (ZK) Rullups

আরও দুই ভাবে Ehereum Layer/2 Chain এর Scalability বাড়ানো যায় তথা Side Chain and হালকা করে ZkEvm তো sidechain হল different blockchain এর মাধ্যমে কাজ করা হয় আর ZkEvm এরও একই কাজ tx spreed increase সহ blockchain সবার জন্য available করা।

তো Op and Zk Rollups এর সাথে আমরা সব থেকে বেশি পরিচিত তাই। আর Ethereum Layer/2 কিভাবে কাজ করে এর সম্পুর্ন উওর Zk/Optimistic Rollup এর এর Post এ জানতে পারবেন এবং এই post দ্বারা Ethereum L/2 কিভাবে কাজ করে এর বেইসিক জানলাম।

আরও পড়ুন : কিভাবে Layer/1 কাজ করে

🙌 Note : পোস্ট টি জুনে লিখসিলাম সময় না পাওয়ার জন্য regular হতে পারিনি। 1 and Layer/2 Chain নিয়ে বিস্তারিত জানার পর আমরা Layer-1 and Layer-2 কিছু ভাল কয়েনের Anlyses দিব। এটা আমাদের Agenda 2025 মধ্যে অন্তর্ভুক্ত, Details Coming soon About "Agenda 2025"

Trypto Trader

31 Aug, 15:54


আর এজন্য আপনার একটা Mail creat করা লাগবে আলাদা। এবং এই mail এ Recovery mail, phones  number, Auth key, Key সহ সব সেভ করে রাখবেন। যাতে কোন ভাবেই এটা না হারায়।

২.১ Telegram এ privet group creat করে ওইখানে Phrase গুলা রেখে দিন। আর privet group link gmail to gmail বা google note, drive এ সেইভ রাখতে পারেন।

২.২ ওইযে New Gmail creat করসেন ওটা দিয়া Google Notes, Google drive, Gmail to gmail এ Phrase গুলা রেখে দিন।

২.৩ Google এর থেকেও বেশি সেইফ হল Microsoft তো আপনি Microsoft documents + Nots এ এগুলো সেইভ করে রাখবেন ওই Same Gmail creat করে।

২.৪ Offline এ Word গুলা লিখে রাখেন এবং সম্ভব হলে মুখস্ত করে রাখুন। এই কয়টা স্তর মানলে phrase হারাবার পসিবিলিটি 0% এ নেমে আসবে।

এখন আপনার ফোন থেকে Wallet বা ওই wallet গুলা ডিলেট করে দেন! এতে phone hack হলেও wallet সেইফ থাকবে ১০০% ইনশাআল্লাহ।

এবং Wallet tips এর Most Important part হল! phrase গুলা just 12/24 আকারেই রাখবেন না। এগুলো Edit করবেন মানে আরও ২-৪-১০ টা wallet phrase এর সাথে add করবেন এবং তার মাঝে ওই A,b or C wallet এর phrase রাখবেন মানে এমনভাবে রাখবেন যাতে অন্য কেউ বুঝতে না পারে বা মিলাতে না পারে wallet গুলা। সব কিছু মেইনটেইন করলে আপনার wallet হওয়ার সম্ভাবনা 0%

Note : এগুলো আমার নিজের personal opinion যা আমি ফলো করি। আর Hardware wallet সবাই কিনতে পারবে না + Available ও না তেমন তাই এভাবেই আমি Fund রাখি। আপনার ভাল লাগলে বা যুক্তিসঙ্গত হলে ফলো করতে পারেন। আর ভাল না লাগলে আপনার ফলো না করাই বেটার আগের মতো রাখতে পারেন।

আর মাথায় রাখবেন Hole Universe হল আপেক্ষিক! মানে ধরেন এখন সব ঠিক আছে কিন্তু USDT UST এর মত ইসকাম করল, এখন কিছু করার আছে? বা ধরেন আপনি এই টাকা দিয়া জমি রাখসেন বা ব্যাংকে রাখসেন এখন ব্যাংক দেউলিয়া হয়ে গেল বা আপনার জমি প্রভাবশালী কেউ জোর পূর্বক দখল করে নিল এখন কিছু করার আছে? ওকে সব বাদ! এসব কিছুই হল না সব ঠিক আছে কিন্তু, আপনি মরে গেলেন এখন? তাই আমার এ কথাটা মাথায় রাখবেন সৃষ্টিকথা ছাড়া প্রতেকটা বস্তু বা বিষয় আপেক্ষিক এবং একটি অস্থির way অবলম্বন করে ওই বিষয়টা prove করতে হয়। এটাই সৃষ্টি জগতের নিয়ম তাই ১০০% বলাটা ভুল!

❤️‍🔥 কথা একটাই চ্যানেলটি পিন করে রাখুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন ভাল লাগলে। এটি সম্পুর্ন একটি অলাভজনক, বেক্তিগত মতামত শেয়ারিং চ্যানেল and actualization Agenda 2025

Trypto Trader

31 Aug, 15:54


আপনি যদি আপনার ডলার হারাতে না চান তাহলে এই post টি গুরুত্ব সহকারে পড়ুন

একটা ছেলে ওর সারা জিবনের ইনকাম $15K ডলার হ্যাক হয়ে গেল! ও একদম derepressed, তো আপনার বা আমার Full ডলার যদি চুরি হয়ে যায় কেমন হবে? আর কামব্যাক করতে পারবেন? তাই আগেই সতক থাকুন, mind it ভাবিয়া করিয় কাজ করিয়া ভাবিয়া না।

এখানে কিছু Question আছে যে ডলার কোথায় সেইফ Wallet নাকি Exchnage? যারা বলে Exchange ওদের গিয়া একটু Ask করেন তো Bitcoin/Crypto মানে কি, এটা কেন Creat করা হইসে? যদি উওর হয় নিজের টাকায় full acess নিজের কাছে রাখর জন্য! WTF, তাহলে তাকে আবার জিজ্ঞেস করেন "আমি কেন আমার টাকা আরেক জনের কাছে বর্গা দিব?" এখন বলবেন wallet হ্যাক হয়ে গেলে তো ব্যাক পাওয়ার Chance 0% আর Exchange এ কিছু হলে ব্যাক পাওয়ার  possibility আছে। Ok বুঝলাম তাহলে avarage কয়জনের wallet হ্যাক হয়? সবার হলে কি কেউ wallet এ টাকা রাখত? আমার তো চার বছর যাবত কখনও একটা wallet ও হ্যাক হয় নাই এতো এতো daaps এ wallet connect করলাম।

আর Recently Binance Palestinian দের account freez করে ডলার আটকে দেয়! ওহ তাহলে ওই গাধাতে গিয়া বলেন Binance সারাদিন SAFU SAFU ("Secure Asset Fund for Users”) করে ক্যান? আমি অনেক আগে এটা নিয়ে বিস্তারিত বলসিলাম তাই আর কথা বাড়াব না। পড়ে আসুন → t.me/The_Trypto/179

আমরা সবাইই যেহেতু Wallet এ hold রাখি তাই wallet এ কিভাবে টাকা সেইফ রাখবেন তা নিয়েই মুলত আলেচনা।

ডলার হ্যাক হতে বাচতে ফলো করুন

Asset Distribution : মনে করি, আপনার কাছে $1000 ডলার আছে আপনার উচিত হলো অফলাইনে কিছু টাকা রাখা মানে cash/bank/bkash এ 20-30% fund রাখবেন সরানো এবং বাকি 40-70% আমরা wallet + Exchange এ রাখব। আপনার টাকা যদি আপনি ছুয়েই না দেখতে পারেন তাহলে ইনকাম করে লাভটা কি? এভাবে এসেট রাখলে Hack/Scam হওয়ার পসিবিলিটি 1% ও থাকবে না আর হলেও আই হোপ আস্তে আস্তে রিকভার করতে পারবেন। আল্লাহ না করুন আর যদি সব ডলার wallet বা Binance এ রাখেন আর ওইটা কোনভাবে হ্যাক বা কিছু হয় তাহলে আপনি একদম depressed হয়ে যাবে এবং ব্যাক করা খুবই কষ্টকর হবে। তাই Asset distribution most important একটি বিষয়।

তাহলে আমদের প্রথমে জানতে হবে wallet Hack হয় কিভাবে?

Onchain এ : এটা বেসিক্যালি আমাদের wallet এ কোন ড্যাপস এ onchain signature / পারমিশন দেওয়ার জন্য হয় বা কোন website এ Wallet Connect করার জন্য হয়। আরও অনেক কিছু আছে তবে Onchain signature টাই মুল বিষয়।

Phone hack : আমাদের ফোনে মুলত ম্যালওয়ার বা ভাইরাস ঠুকিয়ে সিসটেমকে Controll নিয়ে ওরা Wallet hack কিংবা Exchange account hack করে। এছাড়া আর বড় way নাই Secret phrase পাবলিক হলেও হ্যাক হয়।

Phone/Device হ্যাক করা হয় কিভাবে?

এক এক জনকে এক একভাবে ট্রাপে ফেলে ওরা! ওরা অনেক ক্ষেত্রে টাগেট করে আবার অনেক ক্ষেএে ফিশিং লিংক দিয়ে ট্রাপে ফেলে। যেমন টুইটারে দেখবেন কমেন্টে লিংক দেওয়া। অনেকের ইনবক্সে ফিশিং লিংক দেয় ওই লিংকে গেলে বা wallet connect করলে হ্যাক হয়ে যেতে পারে কোন কিছু নামানো লাগে না লিংকে click করেই হ্যাক করা সম্ভব। অনেকে অনেকভাবে আপনাকে ফাইল দিতে পারে ওই ফাইড ডাউনলোড করবেন না করলেই কেল্লাফতে। বেইসিকলি এগুলোই ছিল system হ্যাক এর মুল করল গুলো আরও থাকতে পারে আমার মতে এইগুলোই আসল।

হ্যাক থেকে বাচার উপায় কি? 

সাবধানতা অবলম্বন : আপনাকে টুইটারে বা টেলিগ্রামে বা লিংকডিনে বা অন্য কোথাও কেউ কোন সাইট লিংক, কোন ফাইল, কোন apk দিলে click করা বা ডাউনলোড করা থেকে বিরত থাকবেন। কারন এভাবেই এখন হ্যাক হচ্ছে wallet + Phone। আর আপনার ফোন হ্যাক হলে wallet সহ সহ documents হ্যাকারের কাছে চলে যাবে তাই Allert. আর একটা জিনিস জানেন? বড় একটা চোর হল Facebook + Imo এই দুই পাজিত একই কাজ করে search history সহ অনেক Info collect করে সেল করে বা এই গুলো use করে এমনকি Apple এর বিরুদ্ধেও অভিযোগ আছে user data চুরি করার। আপনি খেয়াল করলেই prove দেখতে পাবেন। আরও একটা বিষয় হলো Playstore থেকে Unknow বা তেমন পপুলার না এমন Apps download করা থেকে বিরত থাকুন আর খেয়াল রাখবেন ওই apps থেকে Security allert এমন কিছু আসে নাকি এবং Aok file ও Riskey like Exchange, Walle। এক কথায় অনেক সতর্ক থাকতে হবে।

যেই Tips Follow করার কারনে একটি বারের জন্যও আমার wallet হ্যাক হয় নি।

১) ধরে নিই আপনার $1000 ডলার আছে আর $300 ডলার Offline এ সরিয়েছেন এখন $700 ডলারকে আমরা 3 ভাগ করব A $300 B $200 C $200 এখন A-B-C টা Wallet Creat করব এবং যথাক্রমে ডলার গুলো ৩ টা wallet এ Diposit করব! আপনারা যেকোন একটি wallet use করতে পারেন কারন সব wallet security সেইম Recommended থাকবে Safepall

২) এখন most important! এই Phrase + privet key save রাখতে হবে। তো কিভাবে Safe রাখবেন? নিচে কিছু way দিচ্ছি এখানে আপনাদের phrase গুলা রাখতে পারেন

Trypto Trader

27 Aug, 16:04


Blum নিয়ে বিস্তারিত পোস্ট চান?

তাহলে লাগা 111 রিয়েকশন 🔥

Blum নিয়া post লিখতে হলে অনেক ঘাটতে হবে। আর বাংলায় information collect করে সাজিয়ে সাজিয়ে এতবার post টাইপ করে দেইখেন কেমন মজা।

আর খেয়াল করে দেখবেন Aricle, Blog post এসব পড়া professional লোকদের কাজ এরা ভিডিও দেখে না। ভিডিও থেকে ভাল information blog এ ভাল করে Explan করা যায়। খেয়াল করে দেখবেন অনেক রাইটার জাস্ট বই লেখে ওরা ভিডিও বানায় না কারন ভিডিও বানানো extra একটা কাজ ওখানে script/edit এসবে অনেক সময় নষ্ট হয় তবে লিখতে তাদের সময় ও বাচে and বড় বড় , ডকুমেন্টারি, রিপোর্ট এসব Website এ publish করে Text আকারে।

আমি কেন চ্যানেলে কম Post করি?

Trypto Trader

25 Aug, 15:19


Telegram CEO কে এরেস্ট করসে এই জন্য কি Ton/Not Coin এর মত Dogs এরও হাইপ কমে গেল? DOGS কি Scam করবে?

পাভেল এর উপর মুলত জঙ্গীদের সাপোট, মাদক পাচার, অপরাধের সাথে জড়িত, জালিয়াতি করা, অপরাধ এবং অপরাধীদের সাইবার নিরাপওা দেওয়া বা সাপোর্ট করা, এবং USA এর বিরুদ্ধে যারা গেসে তাদের information না দেওয়ার জন্য আরও অনেক অভিযোগ দিয়ে arrest করসে। মুল বিষয় হচ্ছে Telegram এর কাছে রাশিয়া, ইউরোপ, আমেরিকা সহ সবাইই user information চাইসিল কিন্তু telegram দিতে আপওি জানায়। তারা কোন user information দিতে পারবে না কোন গর্ভনমেন্ট বা কাউকে এবং এই জন্যই মুলত ওরে ধরসে এবং একটু হিন্ট দিয়া দিল সবাইকে next টাইম যেন এত লয়ালিটি না দেখায় কারন সবাইই নিজের লাভের জন্য ডিপলম্যাটিক হয় কিন্তু পাবেলের কথা সোজা user দের কোন information Government কে আমরা দিব না এবং এই সাপোটের জন্যই telegram এর এত জনপ্রিয়তা তথা freedom of speech এর জন্য।

Durov কে Arrest করা পর Ton এবং Notcoin কেন ডাউন দিল?

পাভেলকে ধরার news ছড়ানোর পরই Ton and Notcoin প্রায় 20% Drop করে এবং Ton বড় একটা ধাক্কা খায় অবশ্য পাভেল ফেরার পর Ton ব্যাক করবে প্যারা নাই। যখন কোন project এর Ceo বা কাউকে বা ওই platform এর বড় সমস্যা দেখা দেয় তখন ওটার শেয়ার বা প্রাইস কমে যায় এটা Simple তাই যে ওইটা scam এমন না।

তাহলে কি DOGS Scam করল?

আমি আগের ২ টা post এ একদম স্পষ্ট করে বলি দিসি "কোন কিচ্ছু ম্যাটার করে না, অনলি হাইপ ইজ রিয়্যাল" যদি এই এরেস্টের জন্য হাইপ কমে যায় বা Dogs এ Negativity তাহলে এটা খারাপ দিক আর Community possitive না Negative তা Twitter এর post দিয়ে অনুমান করা সম্ভব

তবে হাইপ কমে গেলে আগের মত price আশা করা যায় না। এখন Tron meme + এই ব্যাড নিউজ খারাপ প্রভাব ফেলতে পারে

পাভেলের কি ২০ বছর জেল হবে?

ইউরোপ এর ল অনুযায়ী ওর উপর যা যা অভিযোগ দিসে ওই অনুযায়ী পাভেলের কে ২০ বছর পযন্ত জেল হতে পারে। But ওকে কেন যেন ধরসে? হ্যা Freedom of Speech এর জন্য এবং Allready Elon musk, Andrew Tate সব অনেকে ওর পক্ষে পোস্ট দিসে। আর Telegram কি Ring ID পাইসেন যে কোন user নাই এদের CEO কে ধরবে আর কিছুই হবে না? আমার মতে এটা একটা Warning, telegram এ হামাস + অনেক জায়গায় অনেকে information pass করে Telegram দ্বারা বা টেলিগ্রাম group খুলে অনেকে অনেক গোপন বিষয় শেয়ার করে এটা USA ভাল করেই জানে আর USA এর এই information গুলা লাগবে এবং যা যা লাগবে তা তা Telegram কে provide করতেই হবে। আর পাভেল রাশিয়ান কিন্তু!! এটা মাথায় রাইখেন। এখানে পিলিটিক্যালি অনেক বিষয় আছে ও সবই জানে তবুও কেন গেল ফ্রান্সে? জানে না এখানে freedom of speech নাই বা কোন ঝামেলা হতে পারে? হালায় তাও গেসে। ও মনে করসে আমি সিটিজেন তাই আমারে দুধ কলা খাওয়াবে :)

আপনি কি জানেন? খোদ ইলন মাস্ককেও ইউরোপ warning দিসে এবং Blackmail করসে। এই জন্য Europe জাসটিস সিসটেমকে নিয়া এত মেমে শেয়ার দিচ্ছে বা ক্রিটিসাইজ করতেসে।

মুলত Durov কে কেন গ্রফতার করসে?

1/ অনেকে তাদের বিরুদ্ধে বলতেসে মানে আমরিকা and ইসরায়েল এর বিরুদ্ধে/গোপন বিষয়গুলা Youtube, Facebook and Twitter এ দিলে তা কতৃপক্ষ ডিলেট করতে বাধ্য হয় but টেলিগ্রামে এসব চলতেসে এবং কেউ তাদের বাধা দিচ্ছে না মানে Pavel টেলিগ্রামে freedom of speech এর সঠিক ব্যাবস্থা করতে পারছে এবং এটা ততক্ষন পর্যন্ত ভাল যতক্ষন পর্যন্ত আমরিকা ও ইসরাইলের বিরুদ্ধে না যায়! গেলেই ওই কনটেন্ট যেকোন মুল্যে রিমুভ করতেই হবে কিন্তু টেলিগ্রাম তা করবে না সাফ জানিয়ে দিসে এবং তাদের personal information চাইসে তাও দিবে না। হামাস, ইরান সহ অনেক সংগঠন তাদের কার্যক্রম টেলিগ্রামে করতেসে এবং এটাকে ওরা টেরোরিজিম বলে ঘোষনা দিয়ে টেলিগ্রামরে এইগুলো বন্ধ করতে বলসে + তাদের information দিতে বলসে এবং না দেওয়াতেই ওরা অভিযোগ আনসে Durov এর সম্মতিতেই এ্যন্টি আমরিকা কাজ চলছে টেলিগ্রামে তাকে এসব বন্ধ করতে বলসে কিন্তু Durov করে নাই এজন্যই মুলত

2/ ইসরায়েলের একটা Website হ্যাক করে গোমর ফাস করে দিসে কিছু হ্যাকার এবং এই গুলা তো facebook বা অন্য কোথাও দিলে শিওর ও arrest হত বা Post remove করা হত এই জন্য telegram এ দিসে এবং পাভেলকে রিমুভ করতে বলসে ও করে নাই এজন্য আরও ক্ষেপসে।

আরও একটা বিষয়! এখন এই মুহুত থেকে টেলিগ্রাম সেইফ না। তাই সব কিছু just টেলিগ্রাম এই সাইভ রাখবেন না। কারন durov কে ওরা ছাড়বে না ততক্ষণ পর্যন্ত যতক্ষন না পযন্ত ও ওদের ডিমান্ড পুরন না করবে। মানে ও ফরাসি নাগরিক ওরে শাস্তি দিবে বা দিতে পারবে প্রশাসন যদি না ওদের ডিমান্ড পুরন না করে এটা সবাই জানে এবং news ও হইসে দেখলাম।

অন্য দিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী কথা বলতেসে France এর সাথে যাতে ওকে ছেড়ে দেয় এবং টেলিগ্রামের কোন Information যেন ওরা নিতে না পারে বা ওকে ভয় না দেখায় জন্য ওরা কাজ করতেসে। দেখা যাক কতটুকু কি হয়।

❤️‍🔥 Stay tuned with @The_Trypto

Trypto Trader

21 Aug, 13:01


বেশিভাগ চ্যানেলই হাইপ আসলে নাচে এবং খুব কম সংখক চ্যানেল আছে যারা হাইপের আগেই পটেনশিয়াল project এর ব্যাপারে তাদের knowlage শেয়ার করে

TON এইটা Next Solana বলে সবাই চিল্লাচ্ছে বা Ton hype আসার পর সবাইই তাদের interest দেখাচ্ছে। যেটা Not and Dogs আসার পর আরও বেড়ে গেসে। শুরুর দিকে Dogs কে সবাই Shit project ভাবসে আমিও ভাবসিলাম but হাইপের ঠেলায় এটাও সাকসেসফুল project. আর এসব meme type এর project এর কিচ্ছু লাগে না Just Community support থাকলেই Moon এবং ১০ টায় এমন একটা (Not & Dogs) বের হয়। এসবের আগা মাথা নেই তো আগে থেকে কেউ কিছুই বলতে পারবে না এটাই - স্বাভাবিক হাইপ এর উপরই সব।

But TON যে একটা মারাত্মক project আপনাদের আগেই বলে দিসিলাম। কারন Telegram আগে থেকেই Ton কে সাপোট করতেসে এবং এটার Binance listing ছাড়াই $5B marketcap ছিল যখন TON $2 ছিল এবং আপনাদের বলসিলাম বাই করতে। এখব আপনারা যদি মূল্য না দেয় তাহলে আমার তো কিছু করার নাই, আমি Just বলতে পারব এতটুকুই। Ton এর মতো অনেক কিছুই শেয়ার করসি যেগুলা crypto তে অনেক Hype creat করসে Like Wld $19 এ বাই করতে বলার পর ATH $96 হিট করসিল।

তারপর Ai Season কি আমাদের মিস হইসিল? Top gainer Ai Coin WLD + Arkham দুই টাই আপনাদের একদম ডাউনে সিগন্যাল দিসি এবং এই টাই 10X করে প্রফিট দিসে। আপনাদের আমি আহামরি শত শত কয়েন দেই নাই, যেগুলা দিসি সব গুলাই 3-10x করে পাম্প করসে। এখনও Final bull market বাকি এটা তো mini Bull, খেলা তো Just শুরু ভ্রো

এই টাইপের Opportunity আর কোথাও পাবেন? বা আর কোথাও কাউকে এভাবে বলতে দেখসেন? হাতে গোনা দু একটা ছাড়া।

আপনাদের থেকে Just support চাই, lets build a Great Community in BD 🙏

Trypto Trader

16 Aug, 16:00


$DOGS token Price prediction and Claiming guidelines by Trypto Trader

>> DOGS token Claiming Guide

Allready withdraw open হইসে আপনি চাইলে আপনার কয়েন withdraw করতে পারবেন তবে এখন না করাই ভাল পরে Notcoin এর মত বাশঁ খেতে পারেন। একদম ২০ তারিখ listing এর আগে claim করে সব token একটা wallet এ আনবেন তারপর Exchange এ Diposit করবেন, একটা একটা করে Diposit করবেন না। কারন সবারই 10-50 টা করে একাউন্ট এবং প্রায় 10M account not eligible করে দিসে এবং 42.5M account Eligible হইসে তাদের 400B Token distribute করবে avarage 9,500 Dogs per account but যার Point যত তত Dogs পাবে।

তো claim Start হওয়ার পর Tonkeeper দিয়া Claim করবেন এবং gas fee $0.2 TON রাখলেই হবে। Claim করার পর সব Token একটা wallet এ নিয়া ২-৩ টা Exchange এ diposit করে যা করার করবেন কারন ওদের pre market এর জন্য price অনেক ডাউন দেয় আর Tier-2 CEX গুলাতে liquidity কম থাকে এই জন্য Sell pressure এ অনেকটা ডাম্প মারে। আর Binance এ list হলে তো কথাই নাই।

>>> Dogs token প্রাইস প্রিডেকশন

»» Total/Max supply : 550B
»» Circulation Supply : 401.5B
»» Community : 448.25B
»» For Airdrop : 401.5B
»» Selected users : 46.75B
»» Team token : 55B
»» Liquidity : 46.75B

>>> $Dogs কে কিসের সাথে compare করবেন? অবশ্যই Notcoin। তবে অনেকে বলতেসেন Supply huge হয়ে যাচ্ছে তো আগে অন্য Memecoin এর সাথে dogs এর supply compare কর দেখা যাক।

Compare Supply with others meme

→ Shiba Inu supply: 589.26T tokens
→ DOGE supply : 145.5B tokens
→ FLOKI supply : 9.69T tokens
→ WIF supply : 998.9M tokens
→ BONK supply : 69.47T tokens
→ Notcoin supply : 100B tokens

তো সাপলাই doesn’t matter bro! আমাদের Just Circulating সাপলাই ধরে compare করে দেখতে হবে মাকেট ক্যাপ কত হবে এবং প্রজেক্টের দৌড় কত দুর এটা দেখে price calculate করব।

>>> Campare Dogs With Notcoin

→ Not Total Supply : 100B
→ Dogs Total supply : 550B
→ Not Marketcap : $1B
→ Dogs Marketcap : $500M-$800M??

তো দেখেন হাইপ এর দিক থেকে Dogs কোন অংশে Notcoin এর থেকে কম না এদের প্রায় 50M মাইনার। এটার মাকেটক্যাপ Pre market এর হিসেবে $650M এর মত আছে Binance Listing news আসলে $800M-1B হিট করবে। আর না হলে সর্বনিম্ন কত হব? $350-$500M? তো binnace listing news হলে Dogs Notcoin এর থেকেও অনেক বেশি হাইপে চলে যাবে। এখন just এটারই অপেক্ষা! সব কিছু টিম এবং Binance listing এর উপরই এখন depend করতেসে।

>>> DOGS Token price কত হবে??

➠ Per Dogs 0.00062$ at Airdrop Valuation & Marketcap $250M
➠ Per Dogs 0.00125$ at Airdrop Valuation & Marketcap $500M
➠ Per Dogs 0.002 at Airdrop Valuation & Marketcap $800M
➠ Per Dogs 0.0025$ at Airdrop Valuation & Marketcap $1BM
➠ Per Dogs 0.005$ at Airdrop Valuation & Marketcap $2B

••• আশা করি Dogs $500-$700M cap এ থাকতে পারবে, আর binance listing হলে $800-$1B এ থাকতে পারে। Big Expectation == big depression :|

❤️‍🔥 Guys, সবার কাছে Request করি চ্যানেলটি পিন করে রাখুন! এর থেকেও গুরুত্বপূর্ণ অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব, So kindly pin করে রাখুন 🙏

1,476

subscribers

143

photos

31

videos