Sparrow Academy @sparrow_academy Channel on Telegram

Sparrow Academy

@sparrow_academy


CHAT: @Message2us_bot
STUDY METERIALS
UPDATES
MOTIVATION

এই চ্যানেলে যুক্ত থাকলে

#WBP/ #KP/PSC/WBCS/Rail/SSC/ITI Job/CGL/MTS/ARMY/CRPF/West Bengal/Central-Gov job
এর প্রিপারেশন নিতে পারবে।
_ #SPARROW_ACADEMY

Sparrow Academy (Bengali)

স্প্যারো একাডেমি - একটি সুস্থ, উৎসাহী এবং সাথে থাকার উৎসব! nnআপনি হয়তো জানেন না, তবে স্প্যারো একাডেমি একটি টেলিগ্রাম চ্যানেল যেখানে আপনি #WBP/ #KP/PSC/WBCS/Rail/SSC/ITI Job/CGL/MTS/ARMY/CRPF/West Bengal/Central-Gov job সহ সকল পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন। এই চ্যানেলে আপডেটস, অনুশীলন উপায়, মেসেজ টু অস বট সম্পর্কিত তথ্য এবং আরও অনেক কিছু পাওয়া যাবে। যাদের মধ্যে উত্সাহী এবং পড়াশোনার জন্য সময় নেই, তাদের জন্য স্প্যারো একাডেমি একটি অত্যন্ত উত্তম সমাধান।nnআপনি কি #SPARROW_ACADEMY তে যোগ দিতে আগ্রহী? তাহলে এখনই যোগ দিন এবং সঠিক পথে আপনার পথ শেখান।

Sparrow Academy

18 Nov, 03:47


বিভিন্ন_রাজ্যের_প্রাদেশিক_নৃত্য

১। পশ্চিমবঙ্গের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ ছৌ , যাত্রা , কাঠি , গম্ভীরা , ঢালি , মহল , কীর্তন

২ কেরলের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ ওপান্না , কথাকলি , চাকিয়ারকুথু , ওট্টাম থুল্লাল , মোহিনীঅট্টম , চাতিট্টি নাথাকাম , কাইকোট্টী কাল্লি , থেইয়াম , কোডীয়াট্টাম , মুডিভেট্টু , তুল্লাল , তাপ্পাত্রীকালি , কৃষ্ণানাট্টাম ।

৩। বিহারের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ যাতাযতীন , বিদেশিয়া ।

৪। ওড়িশার প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ ডালখই , ডান্ডনাটে , ঘুমরা , রনপা , ছাডায়া , ওড়িশি , সাভারি , বাহাকাওয়াটা ।

৫। মিজোরামের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ চিরাও , বাঁশ নৃত্য , লাম , কুয়াল্লাম , চেরোকান ।

৬। মণিপুরের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ মহারাসসা , মণিপুরি , কাবুই ।

৭। উত্তরপ্রদেশের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ কত্থক , চাপ্পেলী , রাসলীলা , নওটাংকি , করণ , জইতা , কাজরী , কুমাওন ।

৮। অন্ধ্রপ্রদেশের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ ভিথিভাগবাথাম , ওট্টম থেডাল , কুচিপুডি , কোট্টাম , মোহিনীআট্টাম ।

৯। মধ্যপ্রদেশের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ পান্ডভানী , মাচা , লোটা ।

১০ । পাঞ্জাবের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ গিড্ডা , ভাংড়া , ধামান , ডাফ ।

১১। হরিয়ানার প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ ঝুমুর , সয়াংগ , লুর , গাগর , খোর ।

১২। মেঘালয়ের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ নংক্রেম , লাহো ।

১৩। হিমাচল্প্রদেশের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ মুঞ্জরা , গিড্ডা পারহাউন , কায়াঙ্গা ।

১৪ । গুজরাটের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ টিপ্পানি , ডান্ডিয়ারাস , গারবা , রাসিলা , ভাবাই , গরমা ।

১৫ । তামিলনাড়ুর প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ ভরতনাট্টম , কোলাট্টাম , কুম্মি , থেরুকোট্টু , তেরাতলি , কারাগাম , কাভাডি ।

১৬ । ত্রিপুরার প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ গরিয়া , ঝুম , বিজু , চের , হাই-হক , ওয়াঙ্গালা ।

১৭। মহারাষ্ট্রের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ তামাশা , দাহিকালা , লেজিম , লাবনী , কোলি , গাফা , নাকাতা ।

১৮ । কর্ণাটকের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ ইয়কসোগানা , সুজ্ঞি , করগা , লাম্বি , কুনিথা l

১৯। অসমের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ বিহু , ওংকিয়ানাট , নাটপূজা , কোঙ্গালি , তাবাল চোঙ্গলি , বাগুরুম্বা ।

২০। । জম্মু ও কাশ্মীরের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ রাউফ , হিকাট , চাকরী , কুদডান্ডি নাচ , ডামালি , হেমিসগাম্পা ।

২১। রাজস্থানের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ গানগোর , চামার গিনাদ , ঝুলনলীলা , কায়ান গা বাজাভাঙ্গা , খাইয়াল , ভাবাই , ঘুমর , পানিহারি , ছারি , ঝুমা , সুইসিনি , কাচ্চি গোরি ।

২২। গোয়ার প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ ফুগডি , ঢালো , ডেকানি , মান্ডো , কুম্বি ।

২৩ । বিহু নৃত্যের ধরন কি কি ?
উঃ রঙ্গোলী , ভোগালী , কাঙ্গালী

Sparrow Academy

17 Nov, 11:52


Nigeria to award PM Modi with Grand Commander of The Order of the Niger, 17th international honour🎯👍

Sparrow Academy

17 Nov, 11:50


*WBPSC CLERKSHIP 1st SHIFT (17/11/24)*
1. তেজস্ক্রিয়তার SI একক কি?
Ans: বেকেরেল
2.2024 সালে পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপ কোন কোন দেশে অনুষ্ঠিত হয়েছে ?
Ans: আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ
3.CTBT কথাটি কোনটির সঙ্গে যুক্ত?
Ans : পারমাণবিক অস্ত্র নিরাময়
4. বৈটা বন্ধনা কোন রাজ্যে দেখা যায়?
Ans: উড়িষ্যা
5.হিন্দুস্থান রিপাবলিক এসোসিয়েশন এর প্রতিষ্ঠতা কে ?
Ans: শচীন্দ্রনাথ সান্যাল
6.The starry night কে লিখেছেন ?
Ans: ভিনসেন্ট ভ্যান গগ
7.সিকিম কবে ভারতের পূর্ণ রাজ্য হিসেবে স্বীকৃতি পায় ?
Ans: 1975
8. জাতক কি?
Ans: গৌতম বুদ্ধের পূর্ব জন্মের কাহিনী
9. জ্যামিতির জনক কাকে বলা হয় ?
Ans: ইউক্লিড
10. কোন দেশ 'ক্লিন আপ টু ক্লিন এনার্জি ' চালু করে ?
Ans: আমেরিকা
11. জাতীয় জরুরি ব্যবস্থা চালু করার ক্ষমতা কার আছে ?
Ans: রাষ্ট্রপতি
12.নিচের কোন খেলাটি তে সবথেকে বেশি খেলোয়াড় থাকে ?
Ans: রাগবি ( 15 জন )
13. এটর্নী জেনারেল কে নিযুক্ত করেন ?
Ans: রাষ্ট্রপতি
14.১৮ জুন থেকে ২০ জুন ২০২৪ জাতীয় যোগা অলিম্পিয়াড কোথায় অনুষ্ঠিত হলো?
Ans: কর্ণাটক
15.মোনালিসা চিত্রটি কোন জাদুঘরে রাখা আছে ?
Ans: ল্যুভর মিউজিয়াম ( প্যারিস)
16.বায়ুমণ্ডলের ঘনত্ব বৃদ্ধিতে এসিড বৃষ্টি হওয়ার কারণ কি ?
Ans: SO2,CO
17. নিচের কোনটি শক্তির একক নয় ?
Ans: কেলভিন
18.মানবদেহে দীর্ঘতম কোষের নাম কি ?
Ans: স্নায়ু কোষ
19.কোন নিষ্ক্রিয় গ্যাস ক্যান্সার চিকিৎসার জন্য ব্যবহার করা হয় ?
Ans: রেডন
20.ভারতীয় ন্যায় সংহিতার অধীনে তিনটি নতুন ফৌজদারি আইন কবে পাস হলো?
Ans: ১ জুলাই ২০২৪
21.পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি তামাক উৎপন্ন হয়?
Ans: কোচবিহার
22.নরওয়ে চেস সুপার টুর্নামেন্ট 2024 বিজয়ী হল কে?
Ans: ম্যগনাস কার্লসেন
23. জর্ডনের রাজধানীর নাম কি ?
Ans: আম্মান
24.jude felix কোন খেলার সঙ্গে যুক্ত?
Ans: হকি
25.সম্প্রতি সংবাদে আসা UDGAM portal চালু করল কোন প্রতিষ্ঠান?
Ans: RBI
26. পূর্ন স্বাক্ষরতার লক্ষ্যমাত্রা অর্জন করতে চলেছে কোন টেরিটরি?
Ans: লাদাখ
27.FALCON SHIELD 2023 সামরিক মহড়া কোন কোন দেশের মধ্যে হয়েছে ?
Ans : চীন সংযুক্ত আরব আমিরাত
28.ভারতীয় রেলের সহায়তায় IRCTC চালিত প্রথম প্রাইভেট ট্রেনের নাম কি ?
Ans: তেজস
29.ঘূর্ণিঝড় রেমান এর নামকরণ করে কোন দেশ?
Ans: ওমান
30.2024 পেন প্রিন্টার পুরস্কার পেলেন কে?
Ans : অরুন্ধতী রায়
31. কোন রাজ্য সেমিকন্ডাকটর এর প্রস্তুতি গ্রহণ করল?
Ans: গুজরাট
32. দিব্য কলা মেলা কিসের সঙ্গে জড়িত?
Ans: social justice
33. কোন ভারতীয় মহিলা প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রম করেন ?
Ans: আরতি সাহা
34.1817 সালে হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন ?
Ans: ডেভিড হেয়ার
35: কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠা হয়েছিল ?
Ans: 1857
36. কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ?
Ans : vitamin A

Sparrow Academy

17 Nov, 04:05


2nd shift gk

* বাথুকাম্মা উৎসব কোন রাজ্যের?
* ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন?
* হিন্ডন নদী কোন নদীর উপনদী?
* লোকটাক লেক ভারতের কোন অঞ্চলে অবস্থিত?
* 73 সংশোধনী কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
* 2024 সালের ফিফা সেরা পুরুষ খেলোয়াড় কে?
* অস্কারে "সেরা চলচ্চিত্র" পুরস্কার জেতা ছবির নাম কী?
* "দ্য ওয়ার্ল্ড বিলো হিজ ফিট" কার জীবনী?
* বুলগেরিয়ার মুদ্রা কি?
* দক্ষিণ আফ্রিকার আন্তসত্ত্বাবিরোধী আন্দোলনের নেতা কে ছিলেন?
* নীল অর্থনীতি কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
* প্রণব মুখার্জী কত সালে ভারত রত্ন পেয়েছিলেন?
* কোন ধরনের চিত্রকলা দেয়ালে সরাসরি করা হয়?
* জাতীয় ক্রীড়া দিবস কোন তারিখে?
* বিশ্ব রক্তদাতা দিবস কোন তারিখে?
* বলের সংজ্ঞা গতির কোন সূত্র থেকে পাওয়া যায়?
* টাইমস অফ ইন্ডিয়া পত্রিকা কোন বছরে প্রতিষ্ঠিত হয়েছিল?
* বঙ্গীয় ভূমিদান আইন কোন বছরে পাস হয়েছিল?
* অলিম্পিকের প্রতীক কোন বছরে তৈরি করা হয়েছিল?
* UV রশ্মি বায়ুমণ্ডলের কোন স্তর দ্বারা প্রতিফলিত হয়?
* কোন রশ্মির সর্বোচ্চ কম্পাঙ্ক?
* বিশ্ব এইডস দিবস কোন তারিখে?
* IUCN-এর সদর দফতর কোথায়?
* ভাস্কো ডা গামা 1498 সালে কোন বন্দরে অবতরণ করেছিলেন?
* "অপারেশন ফ্লাড" কোন বিপ্লবের সাথে সম্পর্কিত?
* অর্নিথোলজি কোন বিষয়ের অধ্যয়ন?
* বার কোন এককের একক?

Sparrow Academy

17 Nov, 04:02


WBPSC CLERKSHIP 1ST SHIFT

1. মোহিনী নাট্যম নৃত্য কোন রাজ্যের সাথে যুক্ত?

2. ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি?

3. পার্ক চিক হিমবাহ কোন রাজ্যে অবস্থিত?

4. গিগ ইকোনমি কিসের সাথে যুক্ত?

5. সারেঙ্গী বাদ্যযন্ত্রের সাথে কোন বিখ্যাত ব্যক্তির যোগ রয়েছে?
6. রেনেসাঁস এর সঙ্গে কোন বিখ্যাত শিল্পীর যোগ রয়েছে।?

7. নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন?

৪. ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস কোন দেশ আন্তর্জাতিক অনুষ্ঠানটি হোস্ট করেছিল?

9. ভারতের কোন রাজ্যে সাম্প্রতিক সময়ে যোগশ্রী প্রকল্পের সূচনা হয়েছে।?

10. লোনার হ্রদ কোন রাজ্যে অবস্থিত?
11. রাজাজি বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত?

12. আর্জেন্টিনার মুদ্রার নাম কি?

13. নাইজেরিয়ার রাজধানী কি?

14. নিউমিস ম্যেটিক্স কি?

15. সূর্য থেকে আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে?
16. জিএসটির প্রধান কে?

17. বিশ্বের ক্ষুদ্রতম দেশটির নাম কি?

18. এজরা কাপ কিসের সঙ্গে যুক্ত?

19. সংবিধানের কোন সংশোধনে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা যুক্ত?

20. অপারেশন সর্বশক্তি ভারতের কোন বাহিনীর সাথে যুক্ত

21. 21. লাইভ ডিভাইন কার লেখা?

22. কোন সুলতানি শাসক দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নীতি জারি করেন?

23. ভারতের কোন রাজ্যের সাথে মায়ানমারের সীমানা সংযোগ নেই?

24. ফিফা কবে প্রতিষ্ঠিত হয়?

25. জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি নাম?

#Collected

Sparrow Academy

02 Nov, 11:18


https://wbpsc.ucanapply.com/hall-ticket-download/eyJpdiI6Ik5MUks4dWVlMmxIUXpLbUJWSUpKMmc9PSIsInZhbHVlIjoiZWxWWFBWU2lIcmx6VkEwUGpoUkRzdz09IiwibWFjIjoiOWM1ZjU0MWJmMWVjNzU1NTk0NTI2Y2JhMWI4MGZkZDFlZTdiMmI4ZjdhYTVhMjFlOTUzMTU2MWE1NmZlNzExNiJ9

PSC Clerkship Admit card download link

Sparrow Academy

01 Nov, 00:40


🏆 পুরস্কার

🔷গ্লোবাল অ্যান্টি-রেসিজম চ্যাম্পিয়নশিপ অ্যাওয়ার্ড 2024
🔸নেপালের উর্মিলা চৌধুরী

🔷সচেতন কোম্পানি পুরস্কার
🔸 মোহনজি

🔷ফেমিনা মিস ইন্ডিয়া 2024
🔸নিকিতা পোরওয়াল (মধ্যপ্রদেশ থেকে)

🔷 54তম দাদাসাহেব ফালকে পুরস্কার (2024 সালের জন্য)
🔸 মিঠুন চক্রবর্তী

🔷 32 তম একলব্য পুরস্কার ওড়িশা সরকার।
🔸প্রত্যাসা রায় (সাঁতার)

🔷FIDE 100 পুরস্কার
🔸পুরুষ - ম্যাগনাস কার্লসেন (নরওয়ে)
🔸মহিলা - জুডিট পোলগার (হাঙ্গেরি)


#𝐐𝐮𝐢𝐜𝐤𝐑𝐞𝐯𝐞𝐬𝐢𝐨𝐧

Sparrow Academy

20 Oct, 14:31


🌪️ঝড় ও নামকরণকারী দেশ
•••••••••••••••••••••••••••••••••••
➊রেশমী ────►শ্রীলঙ্কা
➋বিজলী────► ভারত
➌অনিল ────►বাংলাদেশ
➍আইলা────►মালদ্বীপ
➎নিসর্গ─────►বাংলাদেশ
➏বায়ু──────►ভারত
➐জাওয়ার───►সৌদি আরব
➑অশনি ────►শ্রীলংকা
➒তিতলি ────►পাকিস্তান
➊⓿আম্ফান ──►থাইল্যান্ড
➊➊ দানা ────► কাতার

Sparrow Academy

19 Oct, 03:32


কালীপুজোর আগে ( ২৪-২৬ তারিখ ) ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে যার নাম *"ডানা",* এই নামটি দিয়েছে *কাতার,* এটি একটি *আরবি শব্দ* যার বাংলা অর্থ হলো - *'সুন্দর মুক্ত' ।* ঘূর্ণিঝড় টি *অন্ধ্রপ্রদেশ* এবং *বাংলাদেশ উপকূলে* আছড়ে পড়ার তীব্র আশঙ্কা। তবে এর বেশ কিছুটা প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গে বলে আশা করছেন আবহাওয়াবিদরা । এই ঘুর্ণিঝড়ের *সম্ভাব্য গতিবেগ* এখনও পর্যন্ত ধরা হয়েছে *ঘণ্টায় ১০০ কিলোমিটার।* আগামী মঙ্গলবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরীর সম্ভাবনা । বুধবার থেকে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি চলবে। বৃহস্পতিবার নিম্নচাপটি অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়টি তৈরী/ formation হবার সম্ভবনা আছে উত্তর আন্দামান সাগরে বাতাসের উপরিভাগে। এর প্রভাবে ২২ তারিখ মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবার সম্ভবনা আছে। Deep sea / middle bay of bengal এ ২২ তারিখ থেকে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাবার নিষেধাজ্ঞা জারি করা হবে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় ভারী / কোনো জায়গায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

Sparrow Academy

18 Oct, 09:50


*🌟 𝐉𝐨𝐛 𝐫𝐞𝐜𝐫𝐮𝐢𝐭𝐦𝐞𝐧𝐭 𝐮𝐩𝐝𝐚𝐭𝐞 :~* 🌟

🔰 _পোস্ট এর নাম :~_ *ITBP Medical Officer*

🔰 _মোট শূন্যপদ সংখ্যা :~_ *345 টি*

🔰 _আবেদন পদ্ধতি :~_ *online*

🔰 _আবেদনের শুরুর তারিখ :~_ 16/10/2024

🔰 _আবেদনের শেষ তারিখ :~_ 14/11/2024

🔰 𝐄𝐝𝐮𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 𝐐𝐮𝐚𝐥𝐢𝐟𝐢𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 :~ Diploma/ Degree (Engg), M.Sc (Relevant Discipline).

🔰 𝐀𝐩𝐩𝐥𝐢𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 𝐅𝐞𝐞 :~
• 𝗙𝗼𝗿 𝗚𝗘𝗡/ 𝗨𝗥/ 𝗢𝗕𝗖 𝗖𝗮𝘁𝗲𝗴𝗼𝗿𝘆: 400/-
• 𝗙𝗼𝗿 𝗦𝗖/ 𝗦𝗧/𝗣𝗪𝗗 𝗖𝗮𝗻𝗱𝗶𝗱𝗮𝘁𝗲𝘀: Nill
+ 𝗔𝗽𝗽𝗹𝗶𝗰𝗮𝘁𝗶𝗼𝗻 𝗖𝗵𝗮𝗻𝗴𝗲𝘀

••┈┈┈●•❁❁✹❁❁•●┈┈┈┈••

📖   ❤️   ⎙     ➦
𝐑ᵉᵃᵈ 𝐑ᵉᵃᶜᵗ 𝐒ᵃᵛᵉ 𝐒ʰᵃʳᵉ

══════ ≪ °❈° ≫ ══════

Sparrow Academy

18 Oct, 09:47


*🌟 𝐉𝐨𝐛 𝐫𝐞𝐜𝐫𝐮𝐢𝐭𝐦𝐞𝐧𝐭 𝐮𝐩𝐝𝐚𝐭𝐞 :~ 🌟*

👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻

🔰 _পোস্ট এর নাম :~_ *Cyber Crime Wing, West Bengal*

🔰 _মোট শূন্যপদ সংখ্যা :~_ *54 টি*

🔰 _আবেদন পদ্ধতি :~_ *online*

🔰 _আবেদনের শুরুর তারিখ :~_ Running

🔰 _আবেদনের শেষ তারিখ :~ 18/10/2024

🔰 𝐄𝐝𝐮𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 𝐐𝐮𝐚𝐥𝐢𝐟𝐢𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 :~ Computer Degree ,MCA/M.Sc/B.E/B.Tech (IT/ Computer Science)

🔰 𝐀𝐩𝐩𝐥𝐢𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 𝐅𝐞𝐞 :~
• 𝗙𝗼𝗿 𝗚𝗘𝗡/ 𝗨𝗥/ 𝗢𝗕𝗖 𝗖𝗮𝘁𝗲𝗴𝗼𝗿𝘆: Nill
• 𝗙𝗼𝗿 𝗦𝗖/ 𝗦𝗧/𝗣𝗪𝗗 𝗖𝗮𝗻𝗱𝗶𝗱𝗮𝘁𝗲𝘀: Nill
+ 𝗔𝗽𝗽𝗹𝗶𝗰𝗮𝘁𝗶𝗼𝗻 𝗖𝗵𝗮𝗻𝗴𝗲𝘀

••┈┈┈●•❁❁✹❁❁•●┈┈┈┈••

Sparrow Academy

16 Oct, 17:49


🗒️Updated Notice👇🏼
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
🔥RRB NTPC (Graduation)👨‍🎓
🧑‍💻Last date extended:
20.10.2024

🔥For UG level (12th)
🧑‍💻Last date extended:
27.10.2024

Sparrow Academy

16 Oct, 17:49


কেন্দ্রীয় সরকার আজ 3% D.A. বৃদ্ধির ঘোষণা করল , যা লাগু হবে 1 লা জুলাই,'24 থেকে। এর ফলে কেন্দ্রীয় কর্মীদের D.A. হল 53%।

একই সাথে আজ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীও সেই রাজ্যের কর্মীদের জন্য 4% D.A. ঘোষণা করল। এর ফলে সেই রাজ্যের কর্মীদের অক্টোবর মাস থেকে D.A. হল 50%।

এরপরেই এক এক করে শুরু হবে ভারতের অন্যান্য রাজ্যের D.A. বৃদ্ধির ঘোষণা। এর আগেই অবশ্য ওড়িশা,হিমাচলপ্রদেশ,সিকিম ও ঝাড়খন্ড রাজ্যে D.A. বৃদ্ধির ঘোষণা হয়ে গেছে।

কেন্দ্র-রাজ্য(পশ্চিমবঙ্গ) ফারাক ~ 53% - 14% = 39%

Sparrow Academy

14 Oct, 08:13


অক্সিন - উদ্ভিদের টপিক চলন নিয়ন্ত্রণ, ফল পরিস্ফুটন,উদ্ভিদের অপরিণত অঙ্গের অকালপতন রোধ করা।

জিব্বারেলিন - উদ্ভিদের খর্বতা নষ্ট করা, উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করা, বীজের অঙ্কুরোদ্গম ত্বরান্বিত করা।

সাইটোকাইলিন - কোষ বিভাজন ত্বরান্বিত করা, উদ্ভিদের জরা রোধে সাহায্য করা

ইথিলিন - ফল পাকাতে সাহায্য করা

Sparrow Academy

14 Oct, 04:59


*🏆নোবেল বিজয়ী 2024:🏅*
•••••••••••••••••••••••••••••••••••••
➊ চিকিৎসাক্ষেত্রে:
⚜️ভিক্টর অ্যামব্রোস─►(মার্কিন যুক্তরাষ্ট্র)
⚜️গ্যারি রুভকুন───►(মার্কিন যুক্তরাষ্ট্র)
➋ পদার্থবিজ্ঞানে:
⚜️জন হোপফিল্ড──►(যুক্তরাষ্ট্র)
⚜️জিওফ্রে হিন্টন──►(কানাডা)
➌ রসায়নে:
⚜️ডেভিড বেকার───►(আমেরিকা)
⚜️ডেমিস হ্যাসাবিস──►(ব্রিটিস)
⚜️জন এম জাম্পার──►(আমেরিকা)
➍ সাহিত্যে:
⚜️হান কাং───────►(দক্ষিণ কোরিয়া)

Sparrow Academy

11 Oct, 02:48


সুখে থাকার দুটো পদ্ধতি -
"পরিস্থিতিকে বদলে দাও!
নয়তো পরিস্থিতিকে বুঝে
নিজেকে বদলে নাও!"
শুভ সকাল ...   💐🙏♥️

Sparrow Academy

09 Oct, 05:15


🔴🔥 ফিজিওলজিতে নোবেল পুরস্কার (2024)

🔴 নোবেল বিজয়ী (ভারতীয়)

• সাহিত্য (1913)- রবীন্দ্র নাথ ঠাকুর
• পদার্থবিদ্যা (1930)- সিভি রমন

• মেডিসিন (1968) - হরগোবিন্দ খুরানা
• শান্তি (1979) - মাদার তেরেসা

• পদার্থবিদ্যা (1983)- সুব্রহ্মণ্যন চন্দ্রশেখর
• অর্থনীতি (1998) - অমর্ত্য সেন

• রসায়ন (2009)- ভেঙ্কটারমন রাধাকৃষ্ণন
• শান্তি (2014)- কৈলাশ সত্যার্থী

• অর্থনীতি (2019)- অভিজিৎ ব্যানার্জি

Sparrow Academy

09 Oct, 05:15


🔴🔥 জম্মু-কাশ্মীরের পরবর্তী মুখ্যমন্ত্রী, ইন্ডিয়া জোটের - ওমর আবদুল্লা...

Sparrow Academy

02 Oct, 14:03


Mithun Chakraborty will receive the Dadasaheb Phalke Lifetime Achievement Award at the 70th National Film Awards on October 8, 2024. The award recognizes his contributions to Indian cinema over nearly five decades. 

Sparrow Academy

02 Oct, 05:28


❤️ আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জীর

🌺Agomoni 🌺
🌺SUBHO MAHALAYA🌺

#mahalaya2024

Sparrow Academy

28 Sep, 16:00


❑ 2024 "Shigeru Ishiba" was recently elected as the next Prime Minister of Japan.

২০২৪ সম্প্রতি জাপানের জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে শিগেরু ঈশিবা।