পানির ট্যাংকের সাথে এরকম হিট ইন্সুলেশন জড়িয়ে নিন। হিট ইন্সুলেশনের নাম পি ই ফোম। ঘরের চালের টিনের দোকানের সাধারণত কিনতে পাওয়া যায়। এই ফোম ট্যাংকের গায়ে তিন স্তরে পেচিয়ে রাখলে দুইদিন পর্যন্ত একই তাপমাত্রা বজায় রাখে। সেই সাথে উপরে যদি একটি ছোট চাল দেওয়া যায় তাহলে আরো ভালো হয়।
আমি গত কয়েক বছর যাবত এই পদ্ধতি ব্যবহার করে খুব ভালো সুফল পাচ্ছি। অল্প কিছু টাকা খরচ করলে আপনিও এই সুবিধা ভোগ করতে পারবেন।
-সংগৃহীত
@Sondhane