Regarding OBC NCL
Railway vs SSC
সমস্ত OBC candidate দের একটা করে obc certificate থাকে, যেটা কি না SDM/DM office থেকে provide করা হয়।। কিন্তু কেন্দ্রীয় সরকারের পরীক্ষা দিতে গেলে document verification e SDM অফিস থেকে পাওয়া certificate টি ছাড়াও , NCL format দেখতে চায়.....
এবার candidate রা অধিকাংশ সময়ে যেই query গুলো নিয়ে post করে সেগুলো আমি solve করে দেওয়ার চেষ্টা করছি.....
Question no. 1
Ssc, Railway, IBPS , সবার কি NCL format আলাদা আলাদা হয়???
-> না, NCL FORMAT একটাই।। এবার Railway notification publish করলে RRB এর watermark দেওয়া থাকে, SSC করলে ssc er watermark, ibps করলে IBPS এর watermark....
মানে কাউকে যদি আমি টাকা পাঠাতে চাই আমি Google pay/phone pe/ pay tm/Amazon যা খুশি দিয়ে পাঠাতে পারি , টাকা টা কিন্তু তার মূল bank account ei dhukbe ....
So NCL format o একটাই হয়।। যেকোনো NCL format যেকোনো পরীক্ষার DV তে নিয়ে যাওয়া যায়, কোনো অসুবিধা নেই .....
Question No.2
NCL format নিয়ে গেলে ssc কর্তা/ RRB কর্তা/ IBPS কর্তা কি কি check koren????
-> প্রথমে check করেন NCL এর resolution no ta আর SDM office থেকে পাওয়া certificate টার resolution no টা একই কিনা....
দ্বিতীয়ত check করেন SDM/DM মহাশয় কোন তারিখে হস্তাক্ষর করেছেন??
তৃতীয়ত check করেন তোমার sub caste (for example barujibi, goala gope etc) টা central er list e আছে কি না....
Question no. 3
Ssc এর NCL format কবে বানাতে হবে???
-> ssc এর ক্ষেত্রে NCL format টি last date of apply এর আগেই বানাতে হয়।। অর্থাৎ NCL FORMAT er upor SDM/DM মহাশয় হস্তাক্ষর করে যেই তারিখ টি লিখবেন, সেটা যেন last date of apply এর আগের তারিখ হয়।।
প্রসঙ্গত বলে রাখি SSC এর ক্ষেত্রে NCL format টির মেয়াদ হয় তিন বছর (যদিও এটা নিয়ে মত বিরোধ আছে)
আরেকটা কথা হলো DV এর সময় ssc orginal NCL এর Xerox copy টা নিয়ে, original টা তোমাকে ফেরত দিয়ে দেবে, অর্থাৎ তুমি ঐ NCL format টা অন্য আরেকটি পরীক্ষার DV তে ব্যাবহার করতে পারবা.....
Question no. 4
Railway এর NCL format কবে বানাতে হবে????
Railway এর ক্ষেত্রে নিয়ম টা একটু আলাদা।। রেলের ক্ষেত্রে নিয়ম হলো, যেই তারিখে DV হবে, সেই তারিখ থেকে এক বছর পুরানো যেকোনো NCL format ওনারা accept করেন।। অর্থাৎ এই ক্ষেত্রে last date of apply এর কোনোরকম গল্প নেই....
তার মানে এই দাঁড়াচ্ছে, যখন DV list publish হবে, তুমি চাইলে তখন ও NCL format বানাতে পারো।।
প্রসঙ্গত বলে রাখি, RRB এর ক্ষেত্রে NCL format টির মেয়াদ হয় এক বছর (এটা নিয়ে কোনো মত বিরোধ নেই)
আরেকটি গুরুত্বপূর্ণ কথা, RRB কিন্তু Original NCL format জমা নিয়ে নেবে (যদিও RRC নেয় না, ওরা Xerox নেয়), অর্থাৎ এর মানে এই দাঁড়াচ্ছে, তুমি যদি RRB এর একই বছরের চারটে পরীক্ষার DV তে select হও তাহলে প্রত্যেক পরীক্ষার DV এর আগেই তোমাকে NCL FORMAT বানাতে হবে....
IBPS বা অন্যান্য central government er exam আমি কোনো দিন ও দিই নি, সেইজন্য তাদের নিয়ম সম্পর্কে আমার ধারণা নেই.....
সবশেষে দুটি কথা , যেকোনো central government exam er ক্ষেত্রে তোমার State obc certificate ta notification release হওয়ার আগেই issue করা হতে হবে, তবেই তোমাকে OBC candidate hisebe মান্যতা দেওয়া হবে.....
ধরো CGL আর NTPC একসাথে fill up করেছো, ধরো আন্দাজ করতে পারলে দুটি পরীক্ষার ই DV মোটামুটি একই সময়ে হবে, এবং NTPC এর DV আগে হবে।।
সেক্ষেত্রে তোমার কাছে যদি একটাই NCL FORMAT থাকে, তাহলে ওটা কিন্তু NTPC এর DV তে জমা নিয়ে নেবে, তাহলে তুমি সেক্ষেত্রে CGL এর DV তে গিয়ে আর original certificate দেখাতে পারবা না.....
So একটু চোখ কান খোলা রেখে এই Format গুলি তোমাকে বানাতে হবে.....
[SC /ST দের central format SSC check করে কি না জানি না, রেল কিন্তু check করবে]