Next Exam

@nextexam_in


𝐖𝐁𝐂𝐒/𝐒𝐒𝐂-𝐆𝐃-𝐌𝐓𝐒/𝐖𝐁𝐏-𝐒𝐈-𝐂𝐎𝐍/𝐁𝐀𝐍𝐊𝐈𝐍𝐆/𝐑𝐀𝐈𝐋/𝐑𝐑𝐁/𝐒𝐁𝐈/𝐄𝐗𝐂𝐈𝐒𝐄/etc.

🇮🇳This Channel Has Been Established With The Aim Of Providing Proper Guidance To Youths Preparing For All Govt.
✆ 𝘾𝙤𝙣𝙩𝙖𝙘𝙩 👉 @Srana_official

Next Exam

03 Sep, 17:08


সংবিধানে মোট ৪৫০ এর অধিক আর্টিকেল বা অনুচ্ছেদ আছে। সংবিধানের যে ধারাগুলি বিভিন্ন পরিক্ষায় বার বার আসে, শুধুমাত্র সেই ধারাগুলি এখানে তুলে ধরা হলো। এখন এই অনুচ্ছেদগুলি এক নজরে দেখে নিন

👉Article  1: কেন্দ্র, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নাম ।
👉Article 2ঃ নতুন রাজ্য গঠন ।
👉Article  3ঃ নতুন রাজ্যের গঠন পদ্ধতি, সীমানা নির্ধারন , নামকরন ।
👉Article  4ঃ নতুন রাজ্যের আইন রচনা ।
👉 Article   (5-11): নাগরিকত্ব
👉Article   ( 12-35): মৌলিক অধিকার ।
👉Article  14: আইনের চোখে সবার সমান অধিকার এবং সমান সংরক্ষনের ব্যবস্থা ।
👉Article  15(C): মহিলা এবং শিশুদের জন্য যানবাহনে সিট সংরক্ষনের ব্যবস্থা ।
👉Article  16: সরকারী চাকুরির ক্ষেত্রে সবার সমান সুযোগের ব্যবস্থা ।
👉Article 17: অস্পৃশ্যতা দূরীকরন ।
👉Article  18: বিদ্যা বিষয়ক বা সামরিক খেতাব ছাড়া রাষ্ট্র অন্য কোন খেতাব দান করতে পারবে না । (রাজা, মহারাজা, পন্ডিত ইত্যাদি বিলোপ করা হল)
👉Article 19:বাক স্বাধীনতার অধিকার ।
👉Article 20:অপরাধীর অপরাধ সংক্রান্ত তিনটি অধিকারের কথা আছে ।
👉Article 21:জীবনের নিরাপত্তা ও ব্যক্তিগত স্বাধীনতার কথা উল্লেখ আছে ।
👉Article 21(A):শিক্ষার অধিকার ।
👉Article 22:গ্রেফতার ও আটক সংক্রান্ত কিছু অধিকার বলা আছে ।
👉Article 23:মানুষ কেনাবেচা বন্ধ করা এবং জোর করে কাজ করানো বন্ধ করার ব্যবস্থা।
👉Article 24:শিশুশ্রম বন্ধ করা হয়েছে ।
👉Article 25 থেকে 28 ধর্মীয় স্বাধীনতার অধিকার যেমন ধর্মবিশ্বাস, ধর্মানুষ্ঠান ও ধর্মপ্রচারের অধিকার দেওয়া হয়েছে ।
👉Article 31(1):সম্পত্তির অধিকার আগে এই ধারায় ছিল । বর্তমানে সম্পত্তির অধিকার আর মৌলিক অধিকার নেই। তাই সম্পত্তির অধিকারকে বর্তমানে 300(A) ধারায় নিয়ে যাওয়া হয়েছে ।

👉Article 32:সংবিধানের মৌলিক অধিকার প্রতিবিধানের জন্য সুপ্রীম কোর্ট ৫ রকম লেখ, নির্দেশ বা রিট জারী করতে পারে ।
👉Article 40:গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থা ।
👉Article 41: বেকার ও বার্ধক্য ভাতা ।
👉Article 45: অবৈতনিক বাধ্যতামূলক শিশুশিক্ষা ।
👉Article 47: রাজ্যে মদ নিষিদ্ধ করার নির্দেশ ।
👉Article 48(A): পরিবেশ , বন এবং বন্যপ্রানী রক্ষা ।
👉Article 49: মনুমেন্ট, জাতীয় সৌধ এবং ঐতিহাসিক স্থান সংরক্ষন ও রক্ষা ।
👉Article 51(A):11 টি মৌলিক কর্তব্য এই ধারায় বর্নিত আছে ।
👉Article 52: ভারতের রাষ্ট্রপতি ।
👉Article 54: রাষ্ট্রপতি নির্বাচন ।
👉Article 55: রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ।
👉Article 61:রাষ্ট্রপতির অপসারণ বা   ইমপিচমেন্ট পদ্ধতি ।
👉Article 72:রাষ্ট্রপতি কোন আসামীর মৃত্যুদন্ড রদ করতে পারে এই ধারা অনুযায়ী ।
👉Article 75(3): মন্ত্রীপরিষদ লোকসভার নিকট দায়বদ্ধ থাকবে ।
👉Article 76: অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া ।
👉Article 93:স্পিকার এবং ডেপুটি স্পিকার ।
👉 Article 108: কিছু বিশেষ ক্ষেত্রে সংসদের যৌথ অধিবেশন ।
👉Article 110: অর্থ বিল ।
👉Article 112: বাজেট ।
👉Article 123: সংসদের অধিবেশন বন্ধ থাকলেও
👉Article 124: সুপ্রীম কোর্ট।
👉Article 148: কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল। ( C&AG)
👉Article 153: রাজ্যপাল
👉Article 165: অ্যাডভোকেট জেনারেল ।
👉Article 214: হাই কোর্ট।
👉Article 226: কিছু বিশেষ ক্ষেত্রে হাইকোর্টের রিট জারি করার ক্ষমতা।
👉Article 243:. পঞ্চায়েত।
👉Article 243A:. গ্রাম সভা ।
👉Article 266.: Consolidated Funds and public accounts of India and of the States
👉Article 267:. আপৎকালীন তহবিল ।
👉Article 280:. অর্থ কমিশন ।
👉Article 300A:. সম্পত্তির অধিকার ।
👉Article 312:. সর্বভারতীয় প্রবেশিকা পরিক্ষা (IAS) .
👉Article 315:. কেন্দ্র এবং রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন ।  (UPSC & PSC)
👉Article 324:. ইলেকশন কমিশন ।
👉Article 326:. প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোটাধিকার দেওয়া হয়েছে ।
👉Article 335:. চাাকরির ক্ষেত্রে  SC &  CT দের সংরক্ষনের ব্যবস্থা ।
👉Article 343:. কেন্দ্রের সরকারী ভাষা ।
👉Article 352:. দেশে জাতীয় জরূরী অবস্থা ঘোষনা ।
👉Article 356:. রাজ্যে জরুরী অবস্থা ঘোষনা ।
👉Article 360:. আর্থিক জরুরী অবস্থা ঘোষনা ।
👉Article 368: সংসদের অনুমোদন সাপেক্ষে সংবিধান সংশোধনের অধিকার ।
👉Article 370: জম্বু কাশ্মীরের জন্য বিশেষ আইন।
https://t.me/nextexam_in

Next Exam

24 Aug, 07:40


*সংবাদপত্র এবং প্রতিষ্ঠাতা*

1. বেঙ্গল গেজেট 1780 (কলকাতা) এর প্রতিষ্ঠাতা?
*উত্তর। জেমস অগাস্টাম হিকি*

2. সমাচার দর্পণ 1818 (কলকাতা) এর প্রতিষ্ঠাতা?
*উত্তর। জে. সি. মার্শম্যান*

3. হিন্দু প্যাট্রিয়ট 1853 (কলকাতা) এর প্রতিষ্ঠাতা?
*উত্তর। গিরিশচন্দ্র ঘোষ*

4. সোম প্রকাশ 1859 (কলকাতা) এর প্রতিষ্ঠাতা?
*উত্তর। দ্বারকানাথ বিদ্যাভূষণ*

5. ইন্ডিয়ান মিরর 1861 (কলকাতা) এর প্রতিষ্ঠাতা?
*উত্তর। দেবেন্দ্রনাথ ঠাকুর*

6. অমৃত বাজার 1868 (কলকাতা) এর প্রতিষ্ঠাতা?
*উত্তর। মতিলাল/শিশির ঘোষ*

7. হিন্দু 1878 (মাদ্রাজ) এর প্রতিষ্ঠাতা?
*উত্তর। বীর রাঘবচারী*

8. কেশরী 1881 (বোম্বে) এর প্রতিষ্ঠাতা?
*উত্তর। বাল গঙ্গাধর তিলক*

9. ভারতের প্রতিষ্ঠাতা 1890 (বোম্বে)?
*উত্তর। দাদাভাই নওরাজী*

8. The Indian Review 1900 (Madras) এর প্রতিষ্ঠাতা?
*উত্তর। ক. ন্যাটেশন*

11. ভারতীয় মতামত 1903 (দক্ষিণ আফ্রিকা) এর প্রতিষ্ঠাতা?
*উত্তর। মহাত্মা গান্ধী*

12. যুগান্তর 1906 (কলকাতা) এর প্রতিষ্ঠাতা?
*উত্তর। ভূপেন্দ্রনাথ দত্ত*

13. বঙ্গদর্শন 1873 (কলকাতা) এর প্রতিষ্ঠাতা?
*উত্তর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়*

14. The Leader 1918 (এলাহাবাদ) এর প্রতিষ্ঠাতা?
*উত্তর। মদন মোহন মালব্য*

15. স্বদেশ মিত্রম 1882 (মাদ্রাজ) এর প্রতিষ্ঠাতা?
*উত্তর। হ্যাঁ। এস. আইয়ার*

16. সার্ভেন্টস অফ ইন্ডিয়া 1918 (এলাহাবাদ) এর প্রতিষ্ঠাতা?
*উত্তর। গোপাল কৃষ্ণ গোখলে*

17. স্বাধীনতা 1919 (এলাহাবাদ) এর প্রতিষ্ঠাতা?
*উত্তর। মতিলাল নেহেরু*

18. নবজীবন 1919 (আহমেদাবাদ) এর প্রতিষ্ঠাতা?
*উত্তর। মহাত্মা গান্ধী*

19. ইয়ং ইন্ডিয়া 1919 (আহমেদাবাদ) এর প্রতিষ্ঠাতা?
*উত্তর। মহাত্মা গান্ধী*

20. হিন্দুস্তান টাইমস 1924 (বোম্বে) এর প্রতিষ্ঠাতা?
*উত্তর। এর। এম পানিক্কর*

21. হরিজন 1933 (পুনে) এর প্রতিষ্ঠাতা?
*উত্তর। মহাত্মা গান্ধী*

https://t.me/nextexam_in

Next Exam

18 Aug, 07:24


https://t.me/nextexam_in

*✍️তিনটি নতুন রামসার সাইট: ভারত তিনটি নতুন রামসার সাইট ঘোষণা করেছে।*

*
🔥অবস্থান:*
•••••••••••••••••
*তামিলনাড়ু:*
নাঞ্জারায়ন এবং কাজুভেলি পাখির অভয়ারণ্য

*মধ্যপ্রদেশ:* তাওয়া জলাধার

*🔥মোট সংখ্যা:*
দেশে এখন *মোট ৮৫টি* রামসার সাইট রয়েছে।

_এই সাইটগুলি জীববৈচিত্র্য এবং জলাভূমি সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ

https://t.me/nextexam_in
https://t.me/nextexam_in

Next Exam

15 Aug, 04:34


১। পদার্থের ক্ষুদ্রতমা কণা – অণু ।
২। পদার্থের স্থায়ী মূল কণিকা –
ইলেকট্রোন, প্রোটন ও নিউট্রন ।
৩। তেজস্ক্রিয় রশ্মিতে থাকে –
আলফা, বিটা ও গামা কনিকা ।
৪। পদার্থের পরমাণুর প্রোটন সংখ্যা ও
পারমাণবিক সংখ্যা – পরস্পর সমান ।
৫। পৃথিবী ও উহার নিকটস্থ মধ্যকার বস্তুর
আকর্ষণ বলকে বলে – অভিকর্ষ বল ।
৬।বরফ গলনের সুপ্ত তাপ – ৮০ক্যালরি।
৭। ০ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়
শব্দের গতি – ৩৩২ মিটার/সেকেন্ড ।
৮। সুর্যোদয় ও সুর্যাস্তের সময় আকাশ
লাল দেখায় – লাল আলোর
তরঙ্গদৈর্ঘ্য বেশি বলে ।
৯। সূর্য থেকে পৃথিবীতে আগত রশ্মি –
সৌর রশ্মি ।
১০। পৃথিবী ঘূর্ণায়নের ফলে আমরা
ছিটকিয়ে পড়ি না – মধ্যাকর্ষণের
জন্য ।
১১।প্রেসার কুকারে রান্না তারাতারি হওয়ার কারন – উচ্চচাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায় ।
১২। চা তাড়াতাড়ি ঠান্ডা হয় –
কালো রংয়ের কাপে (কালো
রংয়ের তাপ শোষণ ক্ষমতা বেশি)।
১৩। চা দেরীতে ঠান্ডা হয় – সাদা
রংয়ের কাপে (সাদা রংয়ের তাপ
শোষণ ক্ষমতা কম)।
১৪। শব্দের গতি সবচেয়ে বেশি – কঠিন
মাধ্যমে ।
১৫। শব্দের গতি সবচেয়ে কম – বায়বীয়
মাধ্যমে ।
১৬। তিনটি মূখ্য বর্ণ – লাল, সবুজ ও নীল ।
১৭। ৪ডিগ্রি সে: তাপমাত্রায় জলের ঘনত্ব – সর্বোচ্চ
১৮। ইউরেনিয়াম, নেপচুনিয়াম
প্লুটোনিয়াম হল – তেজস্ক্রিয়
পদার্থ ।
১৯। রাবারের স্থিতিস্থাপকতা কম
এবং লোহা বা ইস্পাতের স্থিতিস্থাপকতা বেশি ।
২০। উন্নত ধরণের বিস্ফোরোক (ডিনামাইট) আবিষ্কার করে ধনী হয়েছিলেন – আলফ্রেড নোবেল ।
২১। ডিজিটাল ফোনের প্রধান বৈশিষ্ঠ
– ডিজিটাল সিগনাল ডেটাবেজ ।
২২। পীট কয়লা – ভিজা ও নরম ।

২৩। তাপ আটকা পড়ে তাপমাত্রা
বৃদ্ধিকে বলে – গ্রীনহাউজ ইফেক্ট।
২৪। পরমাণু ভেঙ্গে প্রচন্ড শক্তি সৃস্টি
করাকে বলে – ফিউশন বিক্রিয়া ।
২৫। বায়ু এক প্রকার – মিশ্র পদার্থ ।
২৬। লোহার উপর দস্তার প্রলেপ
দেয়াকে বলে – গ্যালভানাইজিং ।
২৭। আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে – মরিচিকায় ।
২৮। জল বরফে পরিণত হলে – আয়তনে বাড়ে ।
২৯। জল কঠিন, তরল ও বায়বীয় অবস্থায়
থাকতে পারে ।
৩০। বৈদুতিক বাল্বের ফিলামেন্ট
তৈরী – টাংস্টেন দিয়ে ।
৩১। CFC বা ক্লোরোফ্লোরো কার্বন
ধ্বংস করে – ওজন স্তর ।
৩২। ডুবোজাহাজ হতে জলের উপরে

দেখার জন্য ব্যবহৃত হয় – পেরিস্কোপ ।
৩৩। ব্যাটারি হতে পাওয়া যায় –
ডিসি কারেন্ট ।
৩৪। সর্বোত্তম তড়িৎ পরিবাহক – তামা ।
৩৫। পারমাণবিক চুল্লিতে মডারেটর
হিসেবে ব্যবহৃত হয় – গ্রাফাইট ।
৩৬। শব্দের চেয়ে দ্রুত গতিতে চলে –
সুপারসনিক বিমান ।
৩৭। বায়ুতে বা শুণ্য স্থানে শব্দের গতি
– ৩x১০ ১০ সে. মি. ।
৩৮। কাঁচা লোহা, ইস্পাত ও কোবাল্ট –
চুম্বক পদার্থ ।
৩৯। আলোর নিয়মিত প্রতিফলণ ঘটে –
দর্পনে ।
৪০। স্টিফেন হকিন্স একজন – পদার্থবিদ।
৪১। পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস,

কয়লা ইত্যাদি – জীবাস্ম
জালানি ।
৪২। জীব-জগতের সবচেয়ে ক্ষতিকর রশ্মি – অতি বেগুণী রশ্মি ।
৪৩। এক্সরে এর একক – রনজেন ।
৪৪। তেজস্ক্রীয়তার একক কুরি ও এর
আবিস্কারক – হেনরী বেকুইরেল ।
৪৫। রেডিয়াম আবিস্কার করেন –
মাদাম কুরি ।
৪৬। পারমাণবিক বোমা উৎপন্ন হয় –
ফিশন পদ্ধতিতে ।
৪৭। হাইড্রোজেন বোমা উৎপন্ন হয় –
ফিউশন পদ্ধতি।
৪৮। পারমানবিক ওজন = প্রোটন ও
নিউট্রনের ওজন ।
৪৯। প্লবতা সূত্র আবিস্কার করেন –
আর্কিমিডিস ।
৫০। দূরবীক্ষণ যন্ত্র আবিস্কার করেন –
গ্যালিলিও ।
https://t.me/nextexam_in
https://t.me/nextexam_in

Next Exam

11 Aug, 08:09


*বিভিন্ন পরীক্ষা আসা বাছাই করা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর*

1.এস.ই.জেড – এর অর্থ কী?

Ans - স্পেশাল ইকনমিক জোন
2. যে রাজ্যে মাইথন বাঁধটি অবস্থিত তা হল

Ans - ঝাড়খণ্ড
3.ভারতে কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম? 

Ans - গুজরাট 


4.কোন নদীর তীরে শ্রীনগর শহর অবস্থিত?

Ans -  ঝিলম
5.‘ঝুম’ বলতে বোঝায়?

Ans -  এক ধরনের চাষ
6.ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার কোথায় অবস্থিত?

Ans - ডিগবয়
7.মরূদ্যান সৃষ্টির মূলে বায়ুর কোন ক্রিয়াটি দায়ী?

Ans - অবর্ঘস
8. লুধিয়ানার সাথে কোন শিল্প বেশী সংযুক্ত

Ans - পশম বয়ন 
9.ভারতে কোন শস্য সর্বাধিক পরিমাণ জমিতে চাষ করা হয়?

Ans - ধান
10.শের শাহের সেনাপতি কে ছিলেন?

Ans - ব্রহ্মজিত গৌড়
11.পানিপথের তৃতীয় যুদ্ধ কোন সালে হয়েছিল?

Ans - 1761
12.চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের প্রধান নেতা কে ছিলেন? 

Ans - সূর্য সেন
13.পোর্ট্রেট চিত্রকলায় তাৎপর্যপূর্ণ অবদান হল-

Ans - অজন্তা চিত্রকলার
14.এলাহাবাদ প্রশস্তি কোন সম্রাটের কীর্তি বর্ণনা করা হয়েছে?

Ans -  সমুদ্রগুপ্ত
15.‘বন্দেমাতরম' কে রচনা করেন?

Ans - বঙ্কিমচন্দ্র
16.আজাদ হিন্দ ফৌজ কে প্রতিষ্ঠা করেন? 

Ans - রাসবিহারী বোস
17.শকাব্দ গননা কোন বছর শুরু হয়? 

Ans - ৭৮ খ্রিষ্টাব্দ 
18.আত্মীয়সভা' কে প্রতিষ্ঠা করেছিলেন?

Ans - রামমোহন রায়
19.‘সীমান্ত গান্ধী’ কাকে বলে?

Ans - আব্দুল গফফর খান
20.নীচের কোন ক্ষেত্রেটিতে কুমার গন্ধর্ব খ্যাতি অর্জন করেন?

Ans -  নৃত্য
21.যে দিনটিতে সুনামি তামিলনাড়ু ও আন্দামান দ্বীপপুঞ্জে আছড়ে পড়েছিল?

Ans - ২৬ ডিসেম্বর ২০০৪
22.লন টেনিস কোর্টের জন্য খ্যাত ‘উইম্বলডন' অবস্থিত

Ans - লন্ডনে
23.Netaji, the forgotten hero' চলচ্চিত্রের পরিচালক হলেন? 

Ans - শ্যাম বেনেগাল 
24.পথের দাবী’ কে লিখেছিলেন?

Ans -শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
25.বিহু উৎসব হল-

Ans -  অসমের
https://t.me/nextexam_in

Next Exam

11 Aug, 02:34


https://t.me/nextexam_in
🛑 WBP CONSTABLE & SI 🛑 WBCS
🛑 KP C & SI 🛑 CLERKSHIP
https://t.me/nextexam_in


1. স্বতবিলোপ নীতি কে প্রবর্তন করেন ?
➟ লর্ড ডালহৌসি

2. কলকাতা এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় ?
➟ 1784 সালে

3. কবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় ?
➟ 1793 সালে

4. কবে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ শুরু হয় ?
➟ 1857 সালে

5. বিধবা বিবাহ আইন কত সালে প্রচলন করা হয় ?
➟ 1856 সালে

6. বাঘা যতীন নামে কে পরিচিত ছিলেন ?
➟ যতিন্দ্রনাথ মুখার্জি

7. কে ভারতের প্রথম ভাইসরয় ছিল ?
➟ লর্ড ক্যানিং

8. কে ভারতের শেষ ভাইসরয় ছিল ?
➟ লর্ড মাউন্টব্যাটেন

9. ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম রেল যোগাযোগ কে চালু করেন ?
➟ লর্ড ডালহৌসী

10. ভারতীয় উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রার প্রচলন করেন কে ?
➟ লর্ড ক্যানিং

11. কোন দেশের লোকদের ওলন্দাজ বলা হয় ?
➟ হল্যান্ড

12. ব্রিটিশ পার্লামেন্টে ‘ভারত শাসন আইন’ পাস হয় কখন ?
➟ 1773 সালে

13. আদালতে ফরাসি ভাষার পরিবর্তে দেশীয় ভাষার প্রচলন করেন কোন ইংরেজ শাসক ?
➟ লর্ড বেন্টিঙ্ক

14. সতীদাহ প্রথার বিলোপ সাধন করেন কে ?
➟ লর্ড বেন্টিঙ্ক

15. কখন সতীদাহ প্রথার বিলোপ সাধন করা হয় ?
➟ 1829 সালে

16. উপমহাদেশে সংস্কৃতি ও ফরাসির পাশাপাশি ইংরেজি শিক্ষার প্রবর্তণ করেন কে ?
➟ লর্ড বেন্টিঙ্ক

17. মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের সমাধি কোথায় ?
➟ মায়ানমারে

18. উপমহাদেশের সর্বশেষ ব্রিটিশ গর্ভনর কে ছিলেন ?
➟ লর্ড মাউন্ট ব্যাটন

19. উপমহাদেশে সর্বপ্রথম ‘রাজস্ব বোর্ড’ স্থাপন করেন কোন ইংরেজ শাসক ?
➟ ওয়ারেন হেস্টিংস

20. গৌতম বুদ্ধ প্রথম কোথায় ধর্মপ্রচার করেন ?
➟ সারনাথ

21. কে সিদ্ধার্থ নামে পরিচিত ছিলেন ?
➟ বুদ্ধ

22. গৌতম বুদ্ধের স্ত্রীর নাম কী ?
➟ যশোধরা

23. ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয় ?
➟ 1600 সালে

24. গান্ধিজি কোথা থেকে ডান্ডি যাত্রা শুরু করেন ?
➟ সবরমতী আশ্রম

25. হর্ষবর্ধন রচিত একটি নাটক হল
➟ কাদম্বরী

26. হর্ষচরিত কার রচনা ?
➟ বানভট্ট

27. রামচরিত কার রচনা ?
➟ সন্ধ্যাকর নন্দী

28. বুদ্ধচরিত কে রচনা করেন ?
➟ অশ্বঘোষ

29. শেরশাহ প্রবর্তিত স্বর্ণ মুদ্রার নাম কী ?
➟ মোহর

30. ময়ূর সিংহাসন কার জন্য নির্মিত হয়েছিল ?
➟ শাহজাহান
https://t.me/nextexam_in

🛑 WBP CONSTABLE & SI 🛑 WBCS
🛑 KP C & SI 🛑 CLERKSHIP

🔥 ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর :


► গৌড়বহোকাব্য রচনা কে করেন?
উঃ- যশোবর্মনের রাজকবি বাকপতিরাজ।

► চোল বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ- বিজয়ালয়

► মেহুলা বলতে কী বোঝায়?
উঃ- হরপ্পা সভ্যতার অধিবাসীরা বাণিজ্যকে মেহুলা বলতেন।

► কোন আন্দোলনের সময় বল্লভভাই প্যাটেল সর্দার উপাধি পান?
উঃ- বারদৌলী সত্যাগ্রহের সময়।

► "India for Indians" এই উক্তিটি করেছিলেন?
উঃ- দয়ানন্দ সরস্বতী

► মহেশ দাস কার আসল নাম?
উঃ- বীরবল।

► নৌবিদ্রোহ সংঘটিত হয়েছিল?
উঃ- ১৮ই ফেব্রুয়ারি, ১৯৪৬ সালে।

► কংগ্রেস সোসালিস্ট পার্টির প্রতিষ্ঠা করেন?
উঃ- জয়প্রকাশ নারায়ণ

► নাদির শাহ ভারত আক্রমণ করেন?
উঃ- মহম্মদ শাহ এর আমলে।

► কে সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেন?
উঃ- গান্ধীজি (১৯১৬)

► কাকে স্বাদেশিকতার ধর্মগুরু বলে অভিহিত করা হয়?
উঃ- বঙ্কিমচন্দ্রকে

► ভারতের জাতীয় সংগীত "জন-গণ-মন" কোন অধিবেশনে প্রথম গাওয়া হয়?
উঃ- ১৯১১ সালে কোলকাতা অধিবেশনে

► ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ইংলিশ প্রেসিডেন্ট কে ছিলেন?
উঃ- জর্জ উইল

► সুভাষচন্দ্র বসু ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হয় কবে?
উঃ- ১৯৩৮ সালে হরিপুরা অধিবেশনে

► বন্দেমাতরম পত্রিকার প্রতিষ্ঠাতা কে?
উঃ- অরবিন্দ ঘোষ

► জাবতী প্রথা প্রবর্তন করেন কে?
উঃ- ১৫৮২ খ্রীঃ এ টোডরমল।

► আলমগীর বাদশাহ গাজী উপাধি ধারণ করেন?
উঃ- ঔরঙ্গজেব

► সম্রাট আকবরের শেষ বিজয় কোনটি?
উঃ- আসীরগড় দূর্গ

► দাগ ও হুলিয়া ব্যবস্থা প্রবর্তন করেন?
উঃ- আলাউদ্দিন খলজী

► ফা-হিয়েন ভারতে আসেন?
উঃ- দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে

► চরক কোন যুগের চিকিত্সক ছিলেন?
উঃ- কুষান যুগের

► দশকুমারচরিত এর রচয়িতা কে ছিলেন?
উঃ- দন্ডিন।
https://t.me/nextexam_in

Next Exam

11 Aug, 02:32


ভারতের গুরুত্বপূর্ণ হ্রদ

https://t.me/nextexam_in

⚪️ ডাল লেক: - জম্মু ও কাশ্মীর
🟣 উলার লেক: - জম্মু ও কাশ্মীর
🔵 বারিনাগ হ্রদ: - জম্মু ও কাশ্মীর
🔴 মানস বল হ্রদ: - জম্মু ও কাশ্মীর
🟡 নাগিন হ্রদ: - জম্মু ও কাশ্মীর
🔵 শেষনাগ হ্রদ: - জম্মু ও কাশ্মীর
🔴 অনন্তনাগ হ্রদ: - জম্মু ও কাশ্মীর

🟡 রাজসমন্দ হ্রদ: - রাজস্থান
🛑 পিচোলা হ্রদ: - রাজস্থান
🔵 সম্ভর হ্রদ: - রাজস্থান
🟠 জয়সমন্দ হ্রদ: - রাজস্থান
🟡 ফতেহসাগর হ্রদ: - রাজস্থান
🟠 দিদওয়ানা হ্রদ: - রাজস্থান
🔵 লুঙ্কারনসার হ্রদ: - রাজস্থান

⚪️ সাততাল হ্রদ: - উত্তরাখণ্ড
🔵 নৈনিতাল হ্রদ: - উত্তরাখণ্ড
🔵 রক্ষতাল হ্রদ: - উত্তরাখণ্ড
🟢 মালতাল হ্রদ: - উত্তরাখণ্ড
🟡 দেবতাল হ্রদ: - উত্তরাখণ্ড
🔵 নৌকোচিয়াতাল হ্রদ: - উত্তরাখণ্ড
🔴 খুরপতাল হ্রদ: - উত্তরাখণ্ড

🟤 হুসেনসাগর হ্রদ: - অন্ধ্র প্রদেশ
⚪️ কলেরু হ্রদ: - অন্ধ্র প্রদেশ
🟣 ভেম্বনাদ হ্রদ: - কেরালা
🔵 অষ্টমুদি হ্রদ: - কেরালা
🟢 পেরিয়ার লেক: - কেরালা
🛑 লুনার হ্রদ: - মহারাষ্ট্র
🔵 পুলিকট হ্রদ: - তামিলনাড়ু ও অন্ধ্র প্রদেশ
🔵 লেকটাক হ্রদ: - মণিপুর
🔴 চিলকা হ্রদ: - ওড়িশা

https://t.me/nextexam_in
https://t.me/nextexam_in

Next Exam

02 Feb, 13:18


📢 প্রতিষ্ঠাতা, শেষ সম্রাট ও শ্রেষ্ঠ সম্রাট 👇
https://t.me/nextexam_in
https://t.me/nextexam_in

● মোঘল বংশের প্রতিষ্ঠাতা----- বাবর ।
● মোঘল বংশের শেষ সম্রাট-- দ্বিতীয়বাহাদুর শাহ
● মোঘল বংশের শ্রেষ্ঠ সম্রাট--- আকবর ।
● সেন বংশের প্রতিষ্ঠাতা---- সামন্ত সেন ।
● সেন বংশের শেষ সম্রাট---- সূর্য সেন।
● সেন বংশের শ্রেষ্ঠ সম্রাট---- বিজয় সেন।
● গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা---- শ্রীগুপ্ত ।
● গুপ্ত বংশের শেষ সম্রাট---- বিজয় গুপ্ত ।
● গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট---- সমুদ্রগুপ্ত ।
● লোদী বংশের প্রতিষ্ঠাতা---- বহলুললোদী ।
● লোদী বংশের শেষ সম্রাট---- ইব্রাহিমলোদী ।
● লোদী বংশের শ্রেষ্ঠ সম্রাট---- ইব্রাহিমলোদী ।


● সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা-- সিমুকসাতবাহন ।
● সাতবাহন বংশের শেষ সম্রাট-- যজ্ঞশ্রীসাতকর্ণী
● সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট---গৌতমীপুত্র সাতকর্ণী ।
● তুঘলক বংশের প্রতিষ্ঠাতা----গিয়াসউদ্দিন তুঘলক ।
● তুঘলক বংশের শেষ সম্রাট---- নাসিরুদ্দিনমামুদ
● তুঘলক বংশের শ্রেষ্ঠ সম্রাট--- মহম্মদ বিনতুঘলক ।
● পুষ্যভূতি বংশের প্রতিষ্ঠাতা---- প্রভাকরবর্ধন ।
● পুষ্যভূতি বংশের শেষ সম্রাট---- হর্ষবর্ধন ।
● পুষ্যভূতি বংশের শ্রেষ্ঠ সম্রাট---- হর্ষবর্ধন ।
● সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা---- খিজিরখাঁ ।
● সৈয়দ বংশের শেষ সম্রাট---- আলাউদ্দিনআলম শাহ ।
● সৈয়দ বংশের শ্রেষ্ঠ সম্রাট---+ মোবারকশাহ ।


● পাল বংশের প্রতিষ্ঠাতা---- গোপাল ।
● পাল বংশের শেষ সম্রাট---- মদন পাল ।
● পাল বংশের শ্রেষ্ঠ সম্রাট---- দেবপাল ।
● খলজি বংশের প্রতিষ্ঠাতা----জালালউদ্দিন খলজি ।
● খলজি বংশের শেষ সম্রাট---- কুতুবউদ্দিনমোবারক খলজি
● খলজি বংশের শ্রেষ্ঠ সম্রাট----আলাউদ্দিন খলজি
● চোল বংশের প্রতিষ্ঠাতা---- বিজয়ালয়।
● চোল বংশের শেষ সম্রাট---- কুলতুঙ্গ ।
● চোল বংশের শ্রেষ্ঠ সম্রাট---- রাজেন্দ্রচোল ।
● দাস বংশের প্রতিষ্ঠাতা---- কুতুবুদ্দিনআইবক ।
● দাস বংশের শেষ সম্রাট---- কায়ুর্মাস ।

● দাস বংশের শ্রেষ্ঠ সম্রাট---- ইলতুৎমিস ।
● পহ্লব বংশের প্রতিষ্ঠাতা---- সিংহবিষ্ণু ।
● পহ্লব বংশের শেষ সম্রাট---- অপরাজিতবর্মণ ।
● পহ্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট---- নরসিংহবর্মণ ।
● মৌর্য বংশের প্রতিষ্ঠাতা---- চন্দ্রগুপ্তমৌর্য ।
● মৌর্য বংশের শেষ সম্রাট---- বৃহদ্রথ ।
● মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট---- অশোক ।
● চালুক্য বংশের প্রতিষ্ঠাতা---- প্রমথপুলকেশী
● চালুক্য বংশের শেষ সম্রাট--- দ্বিতীয়কীর্তি বর্মণ।
● চালুক্য বংশের শ্রেষ্ঠ সম্রাট---- দ্বিতীয়পুলকেশী ।
● হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা----বিম্বিসার ।
● হর্ষঙ্ক বংশের শেষ সম্রাট---- নাগদাস ।


● হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ সম্রাট---- অজাতশত্রু।

Next Exam

18 Dec, 02:26


Brand Ambassador

🔸Pankaj Tripathi
🔹UPI Safety Ambassador

🔸MS Dhoni
🔹State bank of India

🔸Katrina Kaif
🔹Swiss Watchmaker ‘Rado’

🔸Chetan Bhagat
🔹Henry Harvin Education

🔸Mahendra Singh Dhoni
🔹Lay’s

🔸Mohammed Shami
🔹Sports brand Puma

🔸Neeraj Chopra
🔹Laureus Ambassador
https://t.me/nextexam_in
https://t.me/nextexam_in

Next Exam

03 Dec, 13:55


ACE Scanner_2023_12_03.pdf

Next Exam

27 Nov, 15:49


https://t.me/nextexam_in

Changing India- মনমোহন সিং ।
An Autobiography - অ্যানি বেসান্ত
Sunny days an autobiography - সুনীল গাভাস্কার
Playing it my way - আত্মজীবনী রচয়িতা সচিন তেন্ডুলকর ।
Six machine - বইটির রচয়িতা ক্রিস গেইল
The Race of My Life - বইটির রচয়িতা মিলখা সিং।
Mind master - বইটির রচয়িতা বিশ্বনাথন আনন্দ ( তিনি ছিলেন দাবা গ্র্যান্ড মাস্টার )
India Wins Freedom - মৌলানা আবুল কালাম আজাদ ।
The lamp is life- বইটির রচয়িতা রাস্কিন বন্ড।
https://t.me/nextexam_in
https://t.me/nextexam_in

Next Exam

18 Nov, 17:34


🛑 FOOD SI 🛑 KOLKATA POLICE 🛑 WBP LADY CONSTABLE 🛑 WBCS

❤️ ভারতের জাতীয় উদ্যান

https://t.me/nextexam_in
https://t.me/nextexam_in

🔷জিম করবেট জাতীয় উদ্যান – উত্তরাখণ্ড

🔷কাজিরাঙ্গা জাতীয় উদ্যান – আসাম

🔷গির ফরেস্ট জাতীয় উদ্যান - গুজরাট

🔷সুন্দরবন জাতীয় উদ্যান - পশ্চিমবঙ্গ

🔷সাতপুরা জাতীয় উদ্যান - মধ্যপ্রদেশ

🔷 ইরাভিকুলাম জাতীয় উদ্যান - কেরালা

🔷পেঞ্চ জাতীয় উদ্যান - মধ্যপ্রদেশ

🔷সারিস্কা জাতীয় উদ্যান - রাজস্থান

🔷কানহা জাতীয় উদ্যান - মধ্যপ্রদেশ

রন্থম্বোর জাতীয় উদ্যান – রাজস্থান

🔷বান্ধবগড় টাইগার রিজার্ভ - মধ্যপ্রদেশ

🔷বান্দিপুর জাতীয় উদ্যান - কর্ণাটক

🔷নগরহোল জাতীয় উদ্যান - কর্ণাটক

🔷পেরিয়ার জাতীয় উদ্যান - কেরালা

🔷মানস জাতীয় উদ্যান - আসাম

🔷 গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক - হিমাচল প্রদেশ

🔷সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান - মহারাষ্ট্র

🔷 রাজাজি জাতীয় উদ্যান – উত্তরাখণ্ড

🔷সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক - কেরালা

🔷দুধওয়া জাতীয় উদ্যান – উত্তরপ্রদেশ

🔷পান্না জাতীয় উদ্যান - মধ্যপ্রদেশ

🔷ভান বিহার জাতীয় উদ্যান - মধ্যপ্রদেশ

🔷ভরতপুর জাতীয় উদ্যান - রাজস্থান

🔷ব্যানারঘট্টা জাতীয় উদ্যান - কর্ণাটক

🔷ওয়ান্দুর মেরিন ন্যাশনাল পার্ক - আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

🔷নামেরি জাতীয় উদ্যান - আসাম

🔷মুদুমালাই জাতীয় উদ্যান - তামিলনাড়ু

🔷জলদাপাড়া জাতীয় উদ্যান - পশ্চিমবঙ্গ

🔷পিন ভ্যালি জাতীয় উদ্যান - হিমাচল প্রদেশ

🔷ওরাং জাতীয় উদ্যান - আসাম

🔷গোরুমারা জাতীয় উদ্যান - পশ্চিমবঙ্গ

🔷সিমলিপাল জাতীয় উদ্যান - ওড়িশা

🔷মরুভূমি জাতীয় উদ্যান - রাজস্থান

🔷দাচিগাম জাতীয় উদ্যান - জম্মু ও কাশ্মীর

🔷মৃগাভানি জাতীয় উদ্যান - তেলেঙ্গানা

🔷হেমিস জাতীয় উদ্যান – জম্মু ও কাশ্মীর

🔷নামদাফা জাতীয় উদ্যান - অরুণাচল প্রদেশ

🔷খাংচেন্দজোঙ্গা জাতীয় উদ্যান - সিকিম

🔷ইন্ডারকিল্লা জাতীয় উদ্যান - হিমাচল প্রদেশ

🔷মাউন্ট হ্যারিয়েট জাতীয় উদ্যান - আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

🔷আনশি জাতীয় উদ্যান - কর্ণাটক

🔷কিশতওয়ার জাতীয় উদ্যান - জম্মু ও কাশ্মীর

কেইবুল লামজাও জাতীয় উদ্যান - মণিপুর

ব্ল্যাকবাক জাতীয় উদ্যান - গুজরাট

🔷কুনো জাতীয় উদ্যান - মধ্যপ্রদেশ

🔷গঙ্গোত্রী জাতীয় উদ্যান – উত্তরাখণ্ড

🔷নন্দা দেবী এবং ফুলের উপত্যকা জাতীয় উদ্যান – উত্তরাখণ্ড

🔷পাপিকোন্ডা জাতীয় উদ্যান - অন্ধ্রপ্রদেশ

🔷 বাল্মীকি জাতীয় উদ্যান - বিহার

🔷বেতলা জাতীয় উদ্যান - ঝাড়খণ্ড

🔷কেওলাদেও জাতীয় উদ্যান ভরতপুর – রাজস্থান

Next Exam

02 Nov, 18:12


♨️ KOLKATA POLICE ♨️ WBP ♨️ FOOD SI ♨️ LADY CONSTABLE ♨️ WBCS

❇️ ভারতীয় ইতিহাস সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ❇️

1. ভারতীয় ইতিহাসের প্রাচীনতম সংস্কৃতি কোনটি?
উত্তর: সিন্ধু-সরস্বতী সভ্যতা।

2. গুপ্ত সাম্রাজ্যের সময় ভারতীয় আন্দোলনগুলি কি ছিল?
উত্তর: ভদ্রলোক আন্দোলন এবং কান্তিলী সংঘর্ষ।

3. আশোক সাম্রাজ্যের প্রসিদ্ধ শিলালিপির নাম কি?
উত্তর: এশোকান শিলালিপি।

4. মৌর্য সাম্রাজ্যের প্রথম সাম্রাজ্যপতি কে?
উত্তর: চাঁদ্রগুপ্ত মৌর্য।

5. খিলজী সাম্রাজ্যের সময় কোন মুগল সাম্রাজ্যপতি ভারত আক্রমণ করে?
উত্তর: মুহম্মদ গজনি।

6. বাবর কোন যুদ্ধে দিল্লি দখল করেন?
উত্তর: পানিপত যুদ্ধে।

7. তাজমহল কে নির্মাণ করেন?
উত্তর: শাহজাহান।

8. ইংরেজি প্রাচীন দক্ষিণ ভারতের প্রথম কোন বিশ্ববিদ্যালয় কি?
উত্তর: মাদ্রাস প্রথম বিশ্ববিদ্যালয় (প্রস্তুত করা হয় 1857 সালে)।

9. ইন্দিরা গান্ধী কে ভারতের কোন প্রধানমন্ত্রী ছিলেন?
উত্তর: 1966 থেকে 1977 পর্যন্ত এবং 1980 থেকে 1984 পর্যন্ত।

10. ইন্দিরা গান্ধীকে কখন নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়?
উত্তর: 1971 সালে।

11. ভারতীয় স্বাধীনতা আন্দোলনের জনক কে?
উত্তর: মহাত্মা গান্ধী।

12. ভারতীয় স্বাধীনতা আন্দোলনে কোন পর্যায়ে স্বাধীনতা দিবস পালন করা হয়?
উত্তর: 15 অগস্ট বা স্বাধীনতা দিবস।

13. ১৯৪৭ সালে ভারতের উত্তর ভাগ এবং পশ্চিম ভাগ পৃথক রাষ্ট্র হিসেবে কোন নামে পরিচিত ছিল?
উত্তর: ভারত এবং পাকিস্তান।

14. ভারতীয় সংবিধান কততম নবাবর্ষে অ্যাপ্রোভ করা হয়?
উত্তর: 26 নম্বর নবাবর্ষে অনুমোদিত হয়।

15. ভারতের প্রথম রাষ্ট্রপতি কে?
উত্তর: ডঃ রাজেন্দ্র প্রসাদ



16. ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে?
উত্তর: জওহর লাল নেহরু।

17. ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সময় বাংলাদেশের প্রথম কণ্ঠশিল্পী কে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।

18. ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সময় কত বছর বাংলাদেশের ভাষা আন্দোলন ঘটে?
উত্তর: 1952 সালে।

19. ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সময় কে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী?
উত্তর: শেখ মুজিবুর রহমান।

20. ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামের কেন্দ্রীয় কমিটি কোন ছিল?
উত্তর: ইংগ্লিশ বাজার কমিটি।

21. ভারতের প্রথম রাষ্ট্রীয় গান কি ছিল?
উত্তর: বন্দে মাতরম্‌।

22. ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সময় কোন সন্ধি দ্বারা বাংলাদেশের মুক্তি ঘটে?
উত্তর: ১৯৭১ সালের শিমলা সন্ধি।

23. ভারতের স্বাধীনতা সংগ্রামে কাকী প্রথা প্রথিত ছিল কার দ্বারা?
উত্তর: বিপিন চন্দ্র পাল।

24. ভারতের স্বাধীনতা আন্দোলনে আনার্সিনের প্রকাশিত কোন পত্রিকা ছিল?
উত্তর: স্বরাজ পত্রিকা।

25. ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সময় বাংলাদেশের প্রথম সংসদ কোথায় গঠিত হয়?
উত্তর: তেজগাঁও, ধাকা।

Next Exam

02 Nov, 18:10


🛑 WBCS 🔴 WBPSC 🟠 WBP - KP (SI) 🟢 FOOD SI 🟡 SSC GD 🟣 MTS 🍥 RAILWAY 🔵👇

🛜 ইতিহাসের কিছু Top প্রশ্নোত্তর 🛜

গান্ধার শিল্প কোন যুগের? কুষাণ যুগের
পুনা চুক্তি হয় কত সালে? ১৯৩২ সালে
মাস্টারদা নামে কে পরিচিত? সূর্য সেন
স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি দিন অনশন কে করেছিলেন? যতীন দাস
গান্ধী আরউইন চুক্তি অপর নাম কি? দিল্লি চুক্তি
কাকোরি ষড়যন্ত্র মামলায় প্রধান অভিযুক্ত কে ছিলেন? রামপ্রসাদ বিসমিল
রাইটার্স বিল্ডিং অভিযান কত সালে হয়? ১৯৩০ সালে
রাশিয়ায় বলশেভিক আন্দোলন হয় কত সালে? ১৯১৭ সালে
রাওলাট আইন পাস হয় কত সালে? ১৯১৯ সালে
খোদা সত্যাগ্রহ হয় কত সালে? ১৯১৮ সালে
গান্ধীজী প্রথম সত্যাগ্রহ কোথায় করেন? দক্ষিণ আফ্রিকার নাটালে
ভারতে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় করেন? চম্পারনে
হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিশচন্দ্র মুখোপাধ্যায়
দক্ষিণ ভারতের কৃষক আন্দোলন হয় কত সালে? ১৮৭৫ সালে
ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরমান দেন কে? ফারুকশিয়ার
পাটলিপুত্র কোথায় অবস্থিত? গণ্ডক-গঙ্গা-শোন নদীর সঙ্গমে
ম্যাঙ্গালোরের সন্ধি হয় কত সালে? ১৭৮৪ সালে
বৃহৎকথা কে লেখেন? গুণাঢ্য
এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে? উইলিয়াম জোন্স
সগৌলির সন্ধি হয় কত সালে? ১৮১৬ সালে
কল্পনা দত্ত কিসের সঙ্গে যুক্ত ছিলেন? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে

Next Exam

02 Nov, 18:09


♨️ KOLKATA POLICE ♨️ WBP ♨️ FOOD SI ♨️ LADY CONSTABLE ♨️ WBCS 👇

📊 সাধারণ জ্ঞান এর গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর 📊

1) কোন রাজধানী শহরের উচ্চতা সবচেয়ে বেশি?
উত্তরঃ কুইটো, ইকুয়েডর।

2) আলফা-কেরাটিন কোন জিনিসে প্রোটিন থাকে?
উত্তরঃ উল।

3) সেন্ট ফ্রান্সিসের জন্মস্থান উমব্রিয়ার কোন শহর ছিল?
উত্তরঃ আসিসি।

4) লাটভিয়ার এই রাজধানী কখনও কখনও “বাল্টিকের প্যারিস” নামে পরিচিত।
উত্তরঃ রিগা।

5) কোনটি পারমাণবিক চুল্লিতে ‘একটি মডারেটর’ হিসাবে ব্যবহৃত হয়?
উত্তরঃ গ্রাফাইট।

6) কোন প্রজাতি রোবস্ট অস্ট্রালোপিথেসাইন নামে পরিচিত?
উত্তরঃ Australopithecus boisei এবং Australopithecus robustus.

7) ভিটামিন K এর রাসায়নিক নাম কি
উত্তরঃ ফাইলোকুইন

8) কোন দেশ সরাসরি ইরাকের পূর্বে অবস্থিত?
উত্তরঃ ইরান।

9) কেঁচোর গমন অঙ্গের নাম কি ?
উত্তরঃ সিটা

10) টাইপসেটিংগুলি কী কী যা শুধুমাত্র পাঠ্য তৈরি করে?
উত্তর: হট-মেটাল টাইপসেটিং এবং ফটোটাইপসেটিং।

11) শচীন টেন্ডুলকার কোন দেশের বিপক্ষে তার 100তম আন্তর্জাতিক সেঞ্চুরি করেন?
উত্তরঃ বাংলাদেশ।

12) কোন পূর্ব আফ্রিকান ভাষা আফ্রিকান এবং আরব ব্যবসায়ীদের মধ্যে লিঙ্গুয়া ফ্রাঙ্কা হিসাবে বিকশিত হয়েছিল?
উত্তরঃ সোয়াহিলি।

13) মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল কত সালে ?
উত্তর: 1948 সালে

14) কোন দিনটিতে পলাশীর যুদ্ধের সূচনা হয়েছিল বলে জানা যায় ?
উত্তর: 1757 সালে

15) কোন অনুপযুক্ত কাজের ফলে মানুষের মধ্যে ‘মাইক্সেডিমা’ অবস্থা হয়?
উত্তরঃ থাইরয়েড গ্রন্থি।

16) জলপাই ও আঙ্গুর উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ কোনটি?
উত্তরঃ ইতালি।

17) 1610 সালে গ্যালিলিও গ্যালিলি কোন গ্রহের চারটি চাঁদ আবিষ্কার করেন?
উত্তরঃ বৃহস্পতি।

18) কোন আইনি শব্দ সম্পত্তি বন্ধক নির্দেশ করে?
উত্তরঃ বন্ধক।

19) বৈদিক সমাজে একদল পরিবারকে বোঝাতে কোন শব্দটি ব্যবহৃত হত?
উত্তরঃ গ্রামা।

20) কোন রাস্তাটি নিউ ইয়র্ক সিটির পূর্ব দিক এবং পশ্চিম দিককে ভাগ করেছে?
উত্তরঃ ফিফথ এভিনিউ।

Next Exam

02 Nov, 18:08


কমনওয়েলথ গেমস 2022-এ ভারতীয় পদক বিজয়ীরা
_
1. সংকেত সরগর - রৌপ্য - পুরুষদের 55 কেজি ভারোত্তোলন
এরকম গুরত্বপূর্ন GK এবং প্রতিদিন ফ্রী MockTest দিতে আমাদের টেলিগ্রাম join করুন 👇
https://t.me/nextexam_in
2. গুরুরাজা পূজারি - ব্রোঞ্জ - পুরুষদের 61 কেজি ভারোত্তোলন
3. মীরাবাই চানু - স্বর্ণ - মহিলাদের 49 কেজি ভারোত্তোলন
4. বিন্দ্যারানী দেবী - রৌপ্য - মহিলাদের 55 কেজি ভারোত্তোলন
5. জেরেমি লালরিনুঙ্গা - স্বর্ণ - পুরুষদের 67 কেজি ভারোত্তোলন
6. অচিন্ত্য শিউলি - স্বর্ণ - পুরুষদের 73 কেজি ভারোত্তোলন
7. সুশীলা দেবী লিকমাবাম - রৌপ্য - মহিলাদের 48 কেজি জুডো
8. বিজয় কুমার যাদব - ব্রোঞ্জ - পুরুষদের 60 কেজি জুডো
9. হরজিন্দর কৌর - ব্রোঞ্জ - মহিলাদের 71 কেজি ভারোত্তোলন
10. ভারতীয় মহিলা দল - স্বর্ণ - মহিলাদের চার লন বোল
11. বিকাশ ঠাকুর - রৌপ্য - পুরুষদের 96 কেজি ভারোত্তোলন
12. ভারতীয় পুরুষ দল - স্বর্ণ - পুরুষদের দল টেবিল টেনিস
13. ভারতীয় মিশ্র দল - রৌপ্য - মিশ্র দল ব্যাডমিন্টন
14. লাভপ্রীত সিং - ব্রোঞ্জ - পুরুষদের 109 কেজি ভারোত্তোলন
15. সৌরভ ঘোষাল - ব্রোঞ্জ - পুরুষদের একক স্কোয়াশ
16. তুলিকা মান - রৌপ্য - মহিলাদের +78 কেজি জুডো
17. গুরদীপ সিং - ব্রোঞ্জ - পুরুষদের +109 কেজি ভারোত্তোলন
18. তেজস্বিন শঙ্কর - ব্রোঞ্জ - পুরুষদের লম্বা লাফ অ্যাথলেটিক্স
19. মুরালি শ্রীশঙ্কর - রৌপ্য - পুরুষদের লম্বা লাফ অ্যাথলেটিক্স
20. সুধীর কুমার - স্বর্ণ - পুরুষদের হেভিওয়েট প্যারা পাওয়ারলিফটিং
21. আংশু মালিক - রৌপ্য - মহিলাদের 57 কেজি ফ্রিস্টাইল কুস্তি
22. বজরং পুনিয়া - স্বর্ণ - পুরুষদের 65 কেজি ফ্রিস্টাইল কুস্তি
23. সাক্ষী মালিক - স্বর্ণ - মহিলাদের 62 কেজি ফ্রিস্টাইল কুস্তি
24. দীপক পুনিয়া - স্বর্ণ - পুরুষদের 86 কেজি ফ্রিস্টাইল কুস্তি
25. দিব্যা কাকরান - ব্রোঞ্জ - মহিলাদের 68 কেজি ফ্রিস্টাইল কুস্তি
26. মোহিত গ্রেওয়াল - ব্রোঞ্জ - পুরুষদের 125 কেজি ফ্রিস্টাইল কুস্তি
27. প্রিয়াঙ্কা গোস্বামী - রৌপ্য - মহিলাদের 10000 মিটার দৌড় অ্যাথলেটিক্স
28. অবিনাশ সাবলে - রৌপ্য - পুরুষদের 3000 মিটার স্টিপলচেজ অ্যাথলেটিক্স
29. ভারতীয় পুরুষ দল - রৌপ্য - পুরুষদের চার লন বোল
30. জেসমিন ল্যাম্বোরিয়া - ব্রোঞ্জ - মহিলাদের 60 কেজি লাইটওয়েট বক্সিং
31. পূজা গেহলট - ব্রোঞ্জ - মহিলাদের 50 কেজি ফ্রিস্টাইল কুস্তি
32. রবি কুমার দাহিয়া - স্বর্ণ - পুরুষদের 57 কেজি ফ্রিস্টাইল কুস্তি
33. ভিনেশ ফোগাট - স্বর্ণ - মহিলাদের 53 কেজি ফ্রিস্টাইল কুস্তি
34. নবীন কুমার - স্বর্ণ - পুরুষদের 74 কেজি ফ্রিস্টাইল কুস্তি
35. পূজা সিহাগ - ব্রোঞ্জ - মহিলাদের 76 কেজি ফ্রিস্টাইল কুস্তি
36. মোহাম্মদ হুসামুদ্দিন - ব্রোঞ্জ - পুরুষদের 57 কেজি ফেদারওয়েট বক্সিং
37. দীপক নেহরা - ব্রোঞ্জ - পুরুষদের 97 কেজি ফ্রিস্টাইল কুস্তি
38. রোহিত টোকাস - ব্রোঞ্জ - পুরুষদের 67 কেজি ওয়েল্টারওয়েট বক্সিং
39. সোনালবেন প্যাটেল - ব্রোঞ্জ
- মহিলাদের একক ক্লাস 3-5 প্যারা টেবিল টেনিস
40. ভাবিনা প্যাটেল - ব্রোঞ্জ - মহিলাদের একক ক্লাস 3-5 প্যারা টেবিল টেনিস
41. মহিলা হকি দল - ব্রোঞ্জ - মহিলা হকি হকি
42. নিতু ঘাঙ্গাস - স্বর্ণ - মহিলাদের 48 কেজি সর্বনিম্ন ওজন বক্সিং
43. অমিত পানঘল - স্বর্ণ - পুরুষদের 51 কেজি ফ্লাইওয়েট বক্সিং
44. এলডহোস পল - স্বর্ণ - পুরুষদের ট্রিপল জাম্প অ্যাথলেটিক্স
45. আবদুল্লাহ আবুবকর - রৌপ্য - পুরুষদের ট্রিপল জাম্প অ্যাথলেটিক্স
46. সন্দীপ কুমার - ব্রোঞ্জ - পুরুষদের 10000 মিটার দৌড় অ্যাথলেটিক্স
47. আন্নু রানী - ব্রোঞ্জ - মহিলাদের জ্যাভলিন নিক্ষেপ অ্যাথলেটিক্স
48. নিখাত জারিন - স্বর্ণ - মহিলাদের 50 কেজি লাইট ফ্লাইওয়েট বক্সিং
49. শরৎ কামাল / জি সাথিয়ান - রৌপ্য - পুরুষদের ডাবলস টেবিল টেনিস
50. দীপিকা পাল্লিকাল / সৌরভ ঘোষাল - ব্রোঞ্জ - মিক্সড ডাবল স্কোয়াশ
51. কিদাম্বি শ্রীকান্ত - ব্রোঞ্জ - পুরুষদের একক ব্যাডমিন্টন
52. মহিলা ক্রিকেট দল - রৌপ্য - মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেট
53. শরথ কমল / শ্রীজা আকুলা - স্বর্ণ - মিক্সড ডাবলস টেবিল টেনিস
54. ট্রিসা জলি / গায়ত্রী গোপীচাঁদ - ব্রোঞ্জ - মহিলা ডাবল ব্যাডমিন্টন
এরকম গুরত্বপূর্ন GK এবং প্রতিদিন ফ্রী MockTest দিতে আমাদের টেলিগ্রাম join করুন 👇
https://t.me/nextexam_in
55. সাগর আহলাওয়াত - রৌপ্য - পুরুষদের 92+ কেজি সুপার হেভিওয়েট বক্সিং
56. পি.ভি. সিন্ধু - স্বর্ণ - মহিলা একক ব্যাডমিন্টন
57. লক্ষ্য সেন - স্বর্ণ - পুরুষদের একক ব্যাডমিন্টন
58. সাথিয়ান জ্ঞানসেকরন - ব্রোঞ্জ - পুরুষদের একক টেবিল টেনিস

Next Exam

02 Nov, 18:05


🛑 WBCS 🔴 WBPSC 🟠 WBP - KP (SI) 🟢 FOOD SI 🟡 SSC GD 🟣 MTS 🍥 RAILWAY 🔵👇

🌼 বিভিন্ন শহরের উপনাম 🌼

❇️ শহর - উপনাম 👇
অমৃতসর - স্বর্নশহর
মাদুরাই - দক্ষিণ ভারতের কাশী, উৎসবের শহর
আমেদাবাদ - ভারতের ম্যানচেস্টার
দার্জিলিং - পাহাড়ের রানী
মুসৌরী - হিমালয় পর্বতের রানী
পুনে - দাক্ষিণাত্যের রানী
হাওড়া - ভারতের গ্লাসগো, ভারতের শেফিল্ড
বর্ধমান - পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার
দূর্গাপুর - পশ্চিমবঙ্গের রুঢ়
নবদ্বীপ - ভারতের অক্সফোর্ড
কোয়েম্বাটুর - দক্ষিণ ভারতের ম্যানচেস্টার
কানপুর - উত্তর ভারতের ম্যানচেস্টার
কোচি - আরব সাগরের রানী
কলকাতা - প্রাসাদ নগরী, City of Joy
মুম্বাই - ভারতের প্রবেশদ্বার, ভারতের হলিউড, মূলধন রাজধানী, ভারতের ভেনিস
চেন্নাই - দক্ষিণ ভারতের প্রবেশদ্বার, সবুজ নগরী
শিলিগুড়ি - উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার
ক্যানিং - সুন্দরবনের প্রবেশদ্বার

Next Exam

30 Oct, 12:14


কিছু বিখ্যাত আত্মজীবনী

1. দি টেস্ট অফ মাই লাইফ -- যুবরাজ সিং
2. উইংস অফ ফায়ার --- এ পি জে আব্দুল কালাম।
3. কোরেজ এন্ড কংভিকশন --- জেন ভি কে সিং
4. এ শট অফ হিস্টোরি --- অভিনব বিন্দ্রা ।
5. দি রেস অফ মাই লাইফ --- মিলখা সিং ।
6. ওয়ান লাইফ ইজ নট এনাফ --- কে নটবর সিং
7. দি সাবস্টেন্স এন্ড দি শ্যাডো --- দিলীপ কুমার ।
8. দি আনব্রেকেবুল --- মেরি কম
10. প্লেয়িং ইট মাই ওয়ে ---- সচিন তেন্ডুলকর ।
11. নট জাস্ট এন একাউন্টট্যান্ট : দি ডায়েরি অফ দি ন্যাসানস কংসাইন্স কিপার --- বিনোদ রাই।
12. স্ট্রেট ফ্রম দি হার্ট --- কপিল দেব ।
13. অল ফ্রম দি মেমোরি --- বি ভি আচার্য
14. ম্যাটার্স অফ ডিস্ক্রিশন -- ইন্দর কুমার গুজরাল ।
15. মাই কান্ট্রি মাই লাইফ --- লালকৃষ্ণ আদবানি ।
16. ট্রুথ , লাভ, এন্ড এ লিটিল ম্যালিস --- খুসবন্ত সিং
17. যখন ছোট ছিলাম --- সত্যজিৎ রায় ।
18. লক্ষ্ণৌ বয় এ মেমোরী --- বিনোদ মেহেতা
19. এন্ড দেন ওয়ান ডে --- নাসিরউদ্দিন শাহ
20.  সানি ডেজ ---- সুনীল গাভাস্কার

https://t.me/nextexam_in

Next Exam

30 Oct, 12:09


♦️𝐈𝐌𝐏𝐎𝐑𝐓𝐀𝐍𝐓 𝐂𝐈𝐓𝐘-𝐑𝐈𝐕𝐄𝐑
  🟡গুরুত্বপূর্ণ শহর - নদী🟡

🔷 আগ্রা- যমুনা
🔶 হায়দ্রাবাদ- মুসি

🔷 লক্ষ্ণৌ- গোমতী
🔶 সুরাট- তাপ্তি

🔷 আহমেদাবাদ- সবরমারতি
🔶 শ্রীনগর- ঝিলাম

🔷 অমরকন্টক- নর্মদা
🔶 কলকাতা- হুগলি

🔷 অমরাবতী- কৃষ্ণ
🔶 নাসিক- গোদাবরী

🔷 অযোধ্যা- সরয়ু
🔶 জামশেদপুর- স্বর্ণা রেখা

🔷 কটক- মহানদী
🔶 বারাণসী- গঙ্গা
🔶 গুয়াহাটি- ব্রহ্মপুত্র
https://t.me/nextexam_in

Next Exam

24 Oct, 06:46


1. মৌলিক অধিকারের প্রস্তাব প্রথম দেওয়া হয় - করাচি অধিবেশন 1931 ।
2. যদি পৃথিবীর চারদিকে বায়ুমণ্ডল না থাকতো তবে পৃথিবী হতো- অত্যধিক শীতল
3. তপশিলি উপজাতি সংখ্যায় সব থেকে বেশি কোন কেন্দ্রশাসিত অঞ্চলে - লাক্ষাদ্বীপ
রাজ্যে শতকরা তপশিলি জাতির পরিমাণ বেশি - মিজোরামে
4. লাক্ষা দ্বীপের রাজধানীর নাম - কাভারাত্তি
5. দাদরা ও নগর হাভেলির রাজধানীর নাম - সিলভাসা
6. তপশিলি জাতির পরিমাণ সব থেকে বেশি - চন্ডিগড়ে।
7. অসম ভেঙে মেঘালয় রাজ্যটি তৈরি হয় - 1972 সালে।
মেঘালয়ের মুখ্যমন্ত্রী - কনরাড সংমা
রাজ্যপাল- ফাগু চৌহান
8. মিজোরাম ও অরুণাচল প্রদেশ পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়- 1987 সালে।
9. সমব্যথী প্রকল্পে যদি কোন ব্যক্তি মারা যায় তার মৃতদেহ সৎকার করার জন্য- 2 হাজার টাকা দেওয়া হয়।
10. মানবিক পেনশন প্রকল্প চালু হয় 2018 সালে, প্রতিবন্ধীদের 1 হাজার টাকা করে মাসে দেওয়া হয় ।
11.জাইরে হল - কঙ্গোর প্রাচীন নাম
12. রাজ্য পুনর্গঠন কমিশন স্থাপিত হয় - 1953 সালে।
13. বিন্ধ পর্বত হলো পাললিক শিলা দ্বারা গঠিত - স্তুপ পর্বত।
14. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে রয়েছে- 10 ডিগ্রি চ্যানেল ।
15. নেপাল ও তিব্বত সীমান্তে অবস্থিত নদীর নাম - গণ্ডক।
16. বন্দেমাতরম গানটি 1875 সালে কোন স্বাধীনতা সংগ্রামী রচনা করেছেন- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
17. কোন সুলতান সিংহাসনে আরোহণ এর আগে দাস ছিল না- আলাউদ্দিন খলজী।
18. গাজী মালিকের প্রকৃত নাম- গিয়াস উদ্দিন তুঘলক
19. কোন বছর বিজয়নগর সাম্রাজ্যের উত্থান হয়- 1336 সালে
20. কোন সম্রাজ্যটি 1336 সালে হরিহর ও বুক্কা প্রথম গড়ে তুলে - বিজয়নগর সাম্রাজ্য ।
রায়ত শব্দটির অর্থ হল - কৃষক
21. 1857 সালের মহাবিদ্রোহ কোন শহরে শেষ হয়- গোয়ালিয়র
22. এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বা ADB প্রতিষ্ঠিত হয় - 1966 সালে সদর দপ্তর ফিলিপিন্সের ম্যানিলা তে।
23. বিশ্ব বাণিজ্য সংস্থার প্রতিষ্ঠা 1995 সালে সদর দপ্তর জেনেভাতে ।
24. NATO প্রতিষ্ঠা হয় 1949 সালে সদর দপ্তর - ব্রাসেলস
25. বিধবা বিবাহ আইন পাস হয়- 1856 সালে 26 শে জুলাই।
26. পশ্চিমবঙ্গের একজন স্বাধীনতা সংগ্রামীর নাম- ক্ষুদিরাম বোস
27. বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক - পালি ভাষায় রচিত।
28. চারমিনার অবস্থিত - হায়দ্রাবাদে
29. ক্ষুদিরাম বসু কে ফাঁসি দেওয়া হয়েছিল- মুজাফফরপুরে।
30. ঋকবেদে কোন যুদ্ধের উল্লেখ রয়েছে- দশ রাজার যুদ্ধ ।
31. মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিয়েছিল- 1946 সালের 16 ই আগস্ট।
32. ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেছেন - রাজবিহারী বসু।
33. আকবর ইবাদতখানা নির্মাণ করেছেন 1575 সালে।
34.1929 সালে লাহোর অধিবেশনের সভাপতিত্ব করেছেন- জহরলাল নেহেরু
35. ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরয় ছিলেন - লর্ড লিনলিথগো ।
36. লবণ সত্যাগ্রহ হয়েছিল - 1930 সালে ।
বিখ্যাত সাঁচি স্তুপ নির্মাণ করেছেন- সম্রাট অশোক।
37. কোন ঐতিহাসিক প্রাচীন ভারতের ইতিহাসের উপর গবেষণার জন্য বিখ্যাত - আমলেশ ত্রিপাঠি।
38. কোন ভাইসরয়ের আমলে বিশ্ববিদ্যালয় আইন তৈরি হয়েছিল- লর্ড কার্জন
39. বাণিজ্যের উদ্দেশ্যে ভারতের প্রথম এসেছিল - পর্তুগিজরা।
40. রাজনীতি বিষয়ে বিখ্যাত গ্রন্থ দ্যা প্রিন্সের রচয়িতা- ম্যাকিয়াভেলি
40. অভিনব ভারত নামে গুপ্ত সমিতির প্রতিষ্ঠাতা- ভি.ডি সাভারকার
41. মুসলিম লীগ পাকিস্তানের প্রস্তাব দিয়েছিল- 1940 সালে লাহোর অধিবেশনে
42. ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পরিমাণ - 40%
43. আলোর তরঙ্গ হল- তির্যক তরঙ্গ
44. দুধে পাওয়া যায় এমন একটি দুদ্ধ শর্করা হলো - ল্যাকটোজ
45. নিউটন হল- বলের একক
46. মিথানয়িক এসিড দেখা যায় কোথায়- পিঁপড়ের হুঁলে ।
47. সব থেকে হালকা গ্যাস- হাইড্রোজেন
লেন্সের ক্ষমতার একক - ডায়পটার।
48. হাইড্রোজেন বোমা কোন বিক্রিয়ায় তৈরি হয় - পারমাণবিক সংযোজন বিক্রিয়া ।
49. মানুষের মূত্রের মাধ্যমে কোন ভিটামিন নিঃসৃত হয় - ভিটামিন সি
50. জীবাশ্ম দহন থেকে কোন গ্রীন হাউজ গ্যাস নির্গত হয়- কার্বন ডাই অক্সাইড ।
51. ফায়ার এয়ার নামে পরিচিত - অক্সিজেন গ্যাস
52. মানুষের রক্তের ph এর মান- 7.5
53. CNG এর মূল উপাদান - প্রোপেন
54. প্লাস্টিক তৈরিতে PVC এর পুরো নাম- পলিভিনাইল ক্লোরাইড ।
55. মার্শ গ্যাস নামে পরিচিত - মিথেন ( CH4 )
56. প্লাস্টার অফ প্যারিস নামে পরিচিত- জিপসাম
57. জার্মান সিলভারে ব্যবহৃত হয় - কপার, জিংক, নিকেল।
58. নামদফা জাতীয় উদ্যান - অরুণাচল প্রদেশে।
https://t.me/nextexam_in