Medilogy @medilogy1 Channel on Telegram

Medilogy

@medilogy1


মেডিলজির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে স্বাগতম


Visit our website:

www.medilogybd.com

YouTube channel:

https://youtube.com/@MedilogyBD?si=GqXYbednq07JIMf4

Medilogy (Bengali)

মেডিলজির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল Medilogy-এ স্বাগতম। আমরা এখানে চিকিৎসা, ঔষধ, স্বাস্থ্য ও সম্প্রতি চিরস্থায়ী সমস্যা সম্পর্কে তথ্যাদি প্রকাশ করে থাকি। Medilogy চ্যানেল এ দেখতে পাবেন আমাদের ওয়েবসাইট www.medilogybd.com এবং YouTube চ্যানেল https://youtube.com/@MedilogyBD?si=GqXYbednq07JIMf4। আসুন তাত্ক্ষণিক সব স্বাস্থ্য সমস্যার সমাধান এর জন্য Medilogy-এ যোগ দিন এবং সামান্য পরামর্শ পেতে আমাদের চ্যানেলে থাকুন।

Medilogy

13 Feb, 17:18


none of us ask to be disappointments. none of us wanna be disappointments. yet we become burdens to ourselves, and it is up to us to get out of it because most others will probably drag us behind.

Medilogy

13 Feb, 12:09


Medilogy pinned «⚠️ এএমসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নোটিশ ⚠️ এএমসি পরীক্ষার্থীবৃন্দ সম্ভবত নিজ নিজ নাম্বারে একটা টেক্সট মেসেজ পেয়েছেন যে, একটা ওয়েবসাইটের লিংক দেয়া, সেখানে গিয়ে এএমসিগুলোর জন্য আবেদন করতে হবে। প্রথমত, মেসেজটা ১০০% সত্য। এখন এর পুরো প্রক্রিয়া সম্পর্কে…»

Medilogy

13 Feb, 12:09


⚠️ এএমসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নোটিশ ⚠️

এএমসি পরীক্ষার্থীবৃন্দ সম্ভবত নিজ নিজ নাম্বারে একটা টেক্সট মেসেজ পেয়েছেন যে, একটা ওয়েবসাইটের লিংক দেয়া, সেখানে গিয়ে এএমসিগুলোর জন্য আবেদন করতে হবে। প্রথমত, মেসেজটা ১০০% সত্য। এখন এর পুরো প্রক্রিয়া সম্পর্কে বলি।

১. যেসব ক্যান্ডিডেটের এএফএমসি-এএমসি ভর্তি পরীক্ষায় ১৪০ বা তার উপরে মার্ক আসছে, তারা এএমসিগুলোতে আবেদন করার জন্য যোগ্য। অ্যাপ্লিকেশন লিংক: https://afmc.edu.bd/admission

২. যারা এ আবেদন করবেন তারা এএমসিগুলোতে সরাসরি নির্বাচিত হবেন, বিষয়টা এমন নয়। যারা আবেদন করবেন, তাদের মধ্যে থেকে মার্কের ভিত্তিতে এএমসিগুলো নির্ধারণ করে দেয়া হবে এবং সে অনুযায়ী পরবর্তী ধাপগুলোতে অংশ নিতে হবে। এক্ষেত্রে এরকমটা বলা মুশকিল যে কত মার্কে কোন এএমসি পাওয়া যাবে।

৩. ১ নং পয়েন্টে দেয়া লিংকে ঢুকে যেসব তথ্য চাওয়া হয়েছে [রোল, ইউজার আইডি, মোট মার্ক (২০০ র মধ্যে, মার্ক চেক করার জন্য http://afmc.teletalk.com.bd/ ) নাম, ইমেইল, মোবাইল নং, এএমসি (যেকোনো একটা সিলেক্ট করতে হবে) এবং বিকাশ পেমেন্টের ট্রাঞ্জ্যাকশন আইডি ও পেমেন্ট যে নাম্বার থেকে করা হয়েছে], এসব তথ্য খুবই সতর্কতার সাথে পূরণ করতে হবে। কোনোটাতে ভুল পাওয়া গেলে সেক্ষেত্রে আবেদন বা ভর্তি বাতিলের ক্ষমতা ভর্তি কমিটির আছে।

৪. আবেদন করার জন্য 01769016808 নাম্বারে ১০০ টাকা বিকাশে "সেন্ড মানি" করতে হবে (১ নং পয়েন্টের ওয়েবসাইট থেকে নেয়া) এবং বিকাশের ট্রাঞ্জ্যাকশন আইডি সেভ করে রাখতে হবে। যে নাম্বার থেকে বিকাশে টাকা পাঠানো হয়েছে এবং ট্রাঞ্জ্যাকশন আইডি, দুটোই আবেদন ফরমে লাগবে। এগুলো খুবই সাবধানে পূরণ করতে হবে।

৫. উল্লেখ্য, আপনি একবার আবেদন করতে যেকোনো একটি এএমসি সিলেক্ট করতে পারবেন, একসাথে একাধিক এএমসি সিলেক্ট করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি ৫ টি এএমসির জন্য ৫ বার আবেদন করতে পারবেন, এতে আপনার ১০০ টাকা করে মোট ৫০০ টাকা বিকাশ করতে হবে ৩ নং পয়েন্টে দেয়া নাম্বারে।

৬. এ অ্যাপ্লিকেশনের সাথে এএফএমসির প্রার্থী নির্বাচন এবং বেসরকারি মেডিক্যাল কলেজগুলোর ভর্তি প্রক্রিয়ার কোনো সম্পর্ক নেই।

Medilogy

12 Feb, 13:39


জাহাঙ্গীরনগর পর্যন্ত যারা আসছেন, তারা অবশ্যই যোদ্ধা। কিন্তু এর পর থেকে যারা চলতে থাকবেন, তারা অনেক উঁচু লেভেলের যোদ্ধা, তাদের ধৈর্য অসীম। utmost respect for all of them. <3

Medilogy

12 Feb, 06:36


reminder: made for our dental candidates

Medilogy

11 Feb, 18:26


and there are times when we have to start from where others had already stopped long ago, because we wouldn't have an alternative then. in that scenario, we have to trust ourselves, have faith in luck enough to believe in miracles and work more than before. all of these combined can guarantee one thing, that it will be okay.

we are many yet we are one. we shall rise and we shall prevail. we shall help those in need, so that we may step into victory together one day.

until then, the person writing feels honoured to be one of you.

Medilogy

11 Feb, 12:51


English shortcut revision ( DAT EXAM)
হাতে গুনে গুনে আর ১৫-১৬ দিন আছে। এই সময়ে একটু tricky way তে রিভিশন দিলেই একদম খাপে খাপ🔥

১. প্রথম ৫ দিন শুধুমাত্র এই টপিকগুলা ভালভাবে প্রাকটিস করা যেতে পারে -
❇️ Parts of speech ( Details এ রিভাইস দিলে ভাল হয় )
❇️ subject verb agreement + Right form of verb
❇️ Tense, Voice , Narration ( HSC based rules)
❇️ Phrase & Clause, Sentence

২. এবার দেখো প্রথম ৫ দিনেই তুমি অনেকখানি মেইন জিনিস কভার করে ফেলছো। এরপর তোমার target Vocabulary...
এখানে তুমি Syn-Ant , Appropriate Preposition , One word substitution, Idioms যতটুকু পারবা দেখে যাবা। MAT, DAT, BCS কভার করলেও অনেক দুর প্রিপারেশন হয়ে যাবে।

৩. হাতে আছে আর শেষ ৫ দিন! তাই না? এখন তুমি বিগত ৫ বছরের MAT,DAT এর সকল প্রশ্নই সলভ করবে। এর পাশাপাশি এবারের MAT প্রশ্নের টপিকগুলা আবার রিভিশন দিবে। এই টপিকগুলার ৬০-৭০% রিপিট হবে। বেশিও হয় অনেকসময়। আমার অভিজ্ঞতা যা বলে আর কি।


~ নোমান ভাইয়া

Medilogy

09 Feb, 04:52


জাহাঙ্গীরনগর ডি ইউনিটের ক্যান্ডিডেটরা তো আজকে পরীক্ষাই দিবেন। তো বাকি যারা আছেন, আজকে সারাদিন পোল চলবে। সলভ করবেন? ভাল্লাগবে। কাজে দিবে। কাজে না দিলেও ক্ষতি হবে না।

চ্যানেল লিঙ্কঃ https://t.me/medilogypolls

Medilogy

08 Feb, 14:19


সবাই নিজেদের সাধ্যমত একটু সাহায্য করবেন

লতিফ ভাই রংপুর মেডিক্যাল কলেজের একজন মেধাবী ছাত্র। সবাই নিজেদের সাধ্যমত পাশে দাঁড়ালে উনার চিকিৎসা সম্ভব হবে আশা করি।

Medilogy

06 Feb, 19:14


no one can say if anything will be the same as before, but it is certain that everything will be alright.

success and failure are never permanent. effort is permanent, and it is the result of that effort that we think is permanent.

only if we understood a bit more....

Medilogy

03 Feb, 17:04


তাতে কী হইছে? এখনো তো বহুত দূর বাকি। এখন টুকটাক থামতে পারেন ঠিক আছে, মাইনষের তো বিরাম বিশ্রাম দরকার, কিন্তু একেবারে থামলে কী আছে সামবে তা তো দেখা যাবে না! বরঞ্চ একটু একটু করে আগান, তাইনা?

Medilogy

02 Feb, 13:27


ডেন্টালের জিকের জন্য আগের বছরগুলার প্রশ্ন দেখা লাগবে। হুবহু কমন পাওয়ার সম্ভাবনা প্রায় জিরো, কিন্তু টপিকগুলা কমবেশি কমন আসতেই পারে। আর মেডিক্যালের সময় যা যা পড়ছিলেন, ঐগুলা আবার দেখা লাগবে।

ইংলিশের জন্য বিসিএস আর ঢাকা, রাজশাহী ভার্সিটির প্রশ্ন সলভ করতে পারলে সবচে ভালো হয়। যদি আগে থেকে বিসিএস প্রশ্ন সলভ করা থাকে তাহলে আরো ভালো। তবে প্রশ্নগুলো উত্তরসুদ্ধা মুখস্ত করা উচিত না, কারণ মুখস্ত করলে শুধু ঐ প্রশ্নটা পারা যায়, আর কোনোরকম বুঝেশুনে সলভ করলে ঐ ধরনের প্রশ্নগুলো পারা যাবে।

জিকেই একদিন পড়ে চারদিন ফেলে রাখার জিনিস না। যতই অল্প হোক, প্রতিদিন জিকেই প্রশ্ন টুকটাক সলভ করা লাগবেই।

পিসিবি তো জানেনই সবাই, আগে দাগানো লাইন আর অনুশীলনী পড়া লাগবে। এগুলো সাফ করেন।

আপনি আগে থেকে যথেষ্ট পড়ে আসছেন। যা পড়বেন, তার মধ্যেও নতুন পড়া কমই, পুরনো পড়াই বেশি। কিন্তু যদি মনে করেন একদম নতুনভাবে পড়তেছেন, এটা একটা সমস্যা। সেক্ষেত্রে ফোকাসটা একটু বাড়ানো লাগবে।

সবচে গুরুত্বপূর্ণ, আশা রাখা উচিত, উচ্চাশা না। যা আছে ভাগ্যে, তাইই সই।


~ সীমান্ত

Medilogy

01 Feb, 06:08


সফল হলে শুধুই পরিশ্রমের ক্রেডিট আর ব্যর্থ হলে ভাগ্যের দোষ দেওয়াটা কোনো ভালো কিছু না। দুই জায়গায়ই পরিশ্রম আছে, ভাগ্য আছে। ভাগ্য আছে জন্যই পরিশ্রম করার সুযোগটা পর্যন্ত পাইছেন। এটা আমরা যত তাড়াতাড়ি বুঝতে পারি তত তাড়াতাড়িই আমাদের জন্য সবকিছু সহজ হয়ে যাবে।

Medilogy

31 Jan, 20:53


shame is never in failure, but in thinking failure is the end.

glory is not in success, but thinking success is permanent.

such is life.

Medilogy

31 Jan, 15:01


we need to stop normalizing "নিজের যোগ্যতা না থাকলে চান্স পাওয়া যায়না" mentality.

চান্স পাইলে অবশ্যই একজন ক্যান্ডিডেটের সেটার যোগ্যতা আছে, কথা সত্য (যদিও এবারের কিছু ঘটনা দেখে আমার বিপরীতটাও মনে হচ্ছে)। কিন্তু "চান্স না পাইলে ক্যান্ডিডেটের একটুও যোগ্যতা নাই" বিষয়টা একেবারেই ভিত্তিহীন। হতেই পারে ঐ ক্যান্ডিডেটের হয়তো চান্স পাওয়ার তথাকথিত *যোগ্যতা* নাই, তার মানে কি এই যে ঐ ক্যান্ডিডেটের কোনো যোগ্যতাই নাই?
একজন ক্যান্ডিডেট অন্য আরো অনেক অনেক বিষয়ে আমাদের মত দুইদিন আগে চান্স পাওয়া ক্যান্ডিডেটদের চাইতে হাজারগুণে যোগ্য হতে পারেন, যেই পরিমাণ যোগ্যতা রাখা আমাদের কাছে দিবাস্বপ্ন মনে হতে পারে। সেটা নিজেরা অর্জন না করতে পারি ঠিক আছে, কিন্তু সেজন্য অন্যেরে নিয়ে আমরা *যোগ্যতা* র প্রশ্ন কেন করি?

Medilogy

30 Jan, 19:30


and when everything feels futile, when hope seems distant, when lights start to fade away, it's best to stand up, look at yourself and say "বহুতদূর যাওয়া বাকি, ভাগ্যে বিশ্বাস রাখি, চেষ্টা করতে থাকি".

Medilogy

29 Jan, 19:57


you don't have to carry the weight of the whole world on your shoulders. just remember, whatever you'll do is for yourselves and your families. if you can not, the least you can do is try. if you feel too tired to even try, take some time off from everything else.

we will probably leave, but we're not leaving you behind, not yet.

Medilogy

29 Jan, 17:57


what if someone told you that you're doing okay and doing okay is a lot many can even ask for and that you should take care of yourself otherwise you might not be strong enough to keep on going?

read it again.

Medilogy

28 Jan, 18:38


Medilogy pinned «https://drive.google.com/file/d/1ZXzd1md6-F9gy_KYnUsvPhWlbkGWgJPY/view?usp=drivesdk ডেন্টাল প্রশ্ন অ্যানালাইসিস aka 'Armament'.»

Medilogy

28 Jan, 18:38


https://drive.google.com/file/d/1ZXzd1md6-F9gy_KYnUsvPhWlbkGWgJPY/view?usp=drivesdk

ডেন্টাল প্রশ্ন অ্যানালাইসিস aka 'Armament'.

Medilogy

26 Jan, 14:31


এএফএমসি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ফলাফল প্রকাশিত

Medilogy

25 Jan, 16:42


আগামীকাল থেকে ডেন্টাল ক্র্যাশ কোর্সের এক্সাম শুরু হচ্ছে। কোর্সটি সবার জন্য উন্মুক্ত/ ফ্রি। কোর্সের লিংক :
https://www.medilogybd.com/course/details/DentalCrashCourse25

মেডিলজি ওয়েবসাইটে একাউন্ট ওপেন করবে যেভাবে :
https://youtu.be/M5UF0mLrlMQ

Medilogy

25 Jan, 16:40


Medilogy pinned «https://drive.google.com/file/d/1IjQ3sq9bH3ijeevg89rxKSIOxfcni_51/view?usp=drivesdk দেখেন, পড়েন, কাজে লাগান, শেয়ার করেন।»

Medilogy

25 Jan, 16:40


https://drive.google.com/file/d/1IjQ3sq9bH3ijeevg89rxKSIOxfcni_51/view?usp=drivesdk

দেখেন, পড়েন, কাজে লাগান, শেয়ার করেন।

Medilogy

24 Jan, 20:24


দেখবেন যা নিয়ে আফসোস হয় তা নিয়ে আফসোসটা ধীরে ধীরে মুছে গেছে। মুছে যায়ই, সময়ের ব্যাপার শুধু। আফসোস করতে করতে তো আর সামনে আগানো যায়না, তাইনা?

Medilogy

24 Jan, 18:21


ডেন্টাল ক্র্যাশ কোর্স (ফ্রি) : মেডিলজি

এক্সাম রুটিন দিলাম।ওয়েবসাইটে এক্সাম হবে। লস প্রোজেক্টের সবাইকে যুক্ত করা হবে।রিভিশন ক্লাসগুলোর রুটিন সামান্য পরিবর্তন হবে। আমরা ক্লাসের নতুন রুটিন দেবো। সবাই ওয়েবসাইটে ফ্রিতে কোর্সে যুক্ত হয়ে যাও দ্রুত।

কোর্সের লিংক
https://www.medilogybd.com/course/details/DentalCrashCourse25

Medilogy

23 Jan, 18:43


everything will be alright again, but no one knows if it will be the same. regardless, we march on, putting our faith in luck and trying our best to keep our minds sane.

Medilogy

23 Jan, 12:12


এএফএমসিওয়ালারা, বেশি চাপ নিয়েন না, নতুন পড়া দেখার কাম নাই কারণ আপ্নে বহুত পড়ছেন এখন পর্যন্ত। যত বেশি সম্ভব দাগানোর মন নিয়ে পরীক্ষার হলে ঢুকবেন। বড় কথা, শান্তশিষ্ট থাকা লাগবে। এটা এমন না যে এখানে চান্স মিস গেলে ডিশটাপ হবে, কারণ এখানে কে চান্স পাবে আর পাবে না তা কেউই জানে না, কোনো প্রেডিকশনই কাজ করবে না।

যেহেতু রেজাল্ট দিতে একটু দেরি হয়, তাই এএফএমসি দিয়ে এসে বড়জোর একদিনের মত বিরতি নিয়ে পড়া শুরু করবেন, বসে থাকা যাবে না। যা আছে কপালে।

যারা অলরেডি চান্স পাইছেন, নিষেধ করলেও হলগুলাতে কালকে বেশ কয়েকজনেরই চান্দমুখ দেখা যাবে, তাই এই ব্যাপারে কিছু কওয়ার নাই। যা ভালো বুঝেন করেন। কারোর হক না খাইলেই হৈছে।

অ্যাডমিশন তো কেবল শুরু।


~ সীমান্ত

Medilogy

23 Jan, 06:14


এএফএমসি-এএমসি ভর্তি পরীক্ষার হলে যা যা নেয়া লাগবেঃ

১. অ্যাডমিট কার্ড (কালার প্রিন্ট)
২. এইচএসসির অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন (দুটোরই মূলকপি নেয়া ভালো, যাতে কোনো রিস্ক না থাকে)
এক্ষেত্রে, যদি অ্যাডমিট বা রেজিস্ট্রেশনের মূল কপি না থাকে, তাহলে যেটার মূলকপি নাই সেটার ফটোকপি সত্যায়িত করে নিয়ে যেতে হবে। দুটোর একটারও যদি মূলকপি না থাকে, তাহলে দুটোরই ফটোকপি সত্যায়িত করে নিয়ে যেতে হবে।
৩. ব্যবহৃত ও কালি আছে এমন কমপক্ষে ৩ টা কলম (পেন্সিল, রাবার এগুলো না নেয়াই ভালো)
৪. প্লাস্টিকের শক্ত স্কেল (কাঠ বা স্টিলেরটা না নেয়াই ভালো)
৫. স্বচ্ছ ফাইল (যেটার ভিতর দিয়ে সবকিছু দেখা যায়, যেটাতে আপনি উপরের জিনিসগুলো নিতে পারবেন)

ঘড়ি, ক্যালকুলেটর বা যেকোনো ধরনের ডিভাইস নেয়া নিষিদ্ধ এবং এগুলো কারোর কাছে পাওয়া গেলে তাকে তৎক্ষণাৎ বহিষ্কার করা হবে।

© আল নাহিয়ান ধ্রুব
AFMC-26

Medilogy

21 Jan, 14:44


battles end quickly, wars don't. of course wars end too, but it takes quite some time and costs more than what a battle does.

nonetheless, those who fight deserve dignity regardless of identity.

Medilogy

21 Jan, 09:10


যারা এএফএমসি-এএমসি ভর্তি পরীক্ষা দিবেন, তারা এটা ব্যবহার করতে পারেন

ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির জন্য এ অ্যানালাইসিস অনুযায়ী টপিক ধরে ধরে দাগানো লাইনগুলো পড়ে ফেলেন যত দ্রুত সম্ভব। জিকেইর জন্য মেডিক্যালের প্রিপারেশনই যথেষ্ট, আলাদা কিছু দরকার নাই। এখানে অনুশীলনী থেকে প্রশ্ন কমই আসে, আগে থেকে অনুশীলনী টুকটাক সলভ করা থাকলেই চলে, এবং দাগানো লাইনগুলো পড়লে অনুশীলনীও মোটামুটি কভার হয়ে যাবে।

এএফএমসিতে প্রশ্ন রিপিট খুবই কম হয়, এজন্য এখানে প্রশ্নের উত্তর দেয়া হয়নি।

সময় কম, বুঝেশুনে আগান। আমরা সাথে আছি।

Medilogy

20 Jan, 12:54


এএফএমসির অ্যাডমিট কার্ড ডাউনলোড লিংকঃ http://afmc.teletalk.com.bd/

১. কালারপ্রিন্ট হতে হবে, সাদাকালো অ্যালাউড না
২. নিজ ডিভাইসে ডাউনলোড করে দোকান থেকে প্রিন্ট করানো যাবে
৩. ডাউনলোড করার পর ডিভাইসে সেভ করে রাখতে হবে এবং দ্রুততম সময়ের মধ্যে প্রিন্ট করাতে হবে
৪. ডাউনলোড করার পর একবার পুরো অ্যাডমিট কার্ডটা পড়ে নিবেন

Medilogy

18 Jan, 16:29


⚠️ TO BE READ CAREFULLY ⚠️

২০২৪-২৫ সেশনের এএফএমসি-এএমসি ভর্তি পরীক্ষা যারা দিবেন তাদের জন্যঃ

১. এএফএমসি সরকারি, এএমসিগুলো এবং নৌবাহিনী মেডিক্যাল কলেজ বেসরকারি।
২. মানবণ্টন আর প্রস্তুতি মেডিক্যালের অনুরূপ
৩. এএফএমসির জন্য ৮৫+, এএমসিগুলোর জন্য ৭৫+ মার্ক সেফ ধরা যায়। তাই, যত বেশি সম্ভব দাগানো লাগবেই।
৪. ভর্তি পরীক্ষায় শুধুমাত্র এএফএমসি, এএমসি ও এনএমসিসির সিলেক্টেড রোলের লিস্ট থাকবে, কোনো মেধাক্রম থাকে না। সিলেক্টেড রোলধারী ক্যান্ডিডেটরা নির্দিষ্ট তারিখে নিজ নিজ প্রতিষ্ঠানে (এএফএমসি/এএমসি/এনএমসিসি) তে উপস্থিত হয়ে স্বাস্থ্য পরীক্ষায় অংশ নিবেন। এটা সিরিয়াস কিছুই না, দুএকজন বাদে কাউকেই অন্তত এই জায়গায় আটকায় না।
৫. অ্যাপ্লাই করে থাকলে, মেডিক্যালে চান্স মিস গেলে, পরীক্ষা দেওয়ার বিকল্প নাই। "যা আছে কপালে" মনে করেই পরীক্ষা দিয়ে আসবেন, কোনোরূপ উচ্চাশা রাখবেন না, উচ্চাশা রাখলেই হতাশ হতে হবে।


~ সীমান্ত

Medilogy

18 Jan, 14:19


যারা ডেন্টাল ভর্তি পরীক্ষা দিতে চান তাদের জন্যঃ

১. ডেন্টালের জন্য অনুশীলনী আর দাগানো লাইনগুলা ভালোভাবে পড়েন। শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলা আগে পড়ে সাফ করেন। সময় কমই লাগবে যদি আপনি মেডিক্যালের প্রিপারেশনের সময় মোটামুটি ভালোমত পড়ে থাকেন।
২. জিকেই মেডিক্যালের মতই পড়েন। স্পেশালি ইংলিশ বিসিএসের প্রশ্ন সলভ করেন।
৩. ১ মাস সময় পাওয়া যাবে, প্রশ্ন উড়াধুরা সলভ করেন। প্রশ্ন সলভ জানি কম না হয়। পড়া আর প্রশ্ন সলভ করা দুইটাই সমানভাবে হবে, তাহলেই ইম্প্রুভমেন্ট হবে।
৪. এএফএমসি না দিয়ে ডেন্টাল দিতে চাইলে আগামীকালকের পর পড়তে বসেন। রেজাল্ট দিক, রেজাল্ট দেখেন, দেখা যাক কী হয়। এএফএমসি দিতে চাইলে অবশ্যই আজ থেকে পড়া ধরেন, সময় কম।
৫. ডেন্টালের ক্যারিয়ার মেডিক্যালের মতই (আমি আমার অল্প জ্ঞানে যতটুকু জানি আরকি, ভালো জানবেন আমার ডেন্টালের সিনিয়র-ব্যাচমেটরা)। কেউ যদি বলে "ডেন্টালের এই দেশে দাম নাই", "ডেন্টালরে কেউ গুণেনা", ঐ বান্দারে বইলেন, "আপ্নেদের জন্যই দেশে ডাক্তারদেরই দাম নাই"।

ডেন্টালের ভর্তি পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি, অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট ২০ জানুয়ারি রাত ১১.৫৯। good luck.


~ সীমান্ত

Medilogy

17 Jan, 19:42


না পড়ে এএফএমসি দেওয়া উচিত হবে না। মাঝে ৫ দিনের মত সময় যেহেতু আছেই, রিভিশনে টুকটাক গ্যাপ যদি থাকে কভার করে ফেলার চেষ্টা করেন। বড়সড় গ্যাপ এখন আর কভার করার কাম নাই। নতুন কিছুও পড়ার কাম নাই। ফিজিক্স কেমিস্ট্রি অনুশীলনী থেকে কমই আসে, কিন্তু তাও সলভ করা ভালো।

আর যেই অ্যানালাইসিস দেওয়া আছে, ঐটা অনুযায়ী টপিক ধরে ধরে আগান, সময় মোটেও বেশি লাগবে না কারণ এ সবগুলোই আপনার ফ্রেশ পড়া, একদম ফ্রেশ। ঐসব প্রশ্নের সাথে উত্তর দেয়া থাকলে আপনারা ঐ টপিক আর দেখতেন না, শুধু উত্তরই দেখতেন। হুবহু প্রশ্নোত্তর মুখস্ত করে তো লাভ নাই, টপিকগুলা দেখা লাগবে যে।

অন্তত এখন ঘুমান, কারণ ৩ মাস ধরে ভালোই কষ্ট করছেন। না ঘুমালেও, অন্তত দুশ্চিন্তা কৈরেন্না। দুশ্চিন্তা হওয়া স্বাভাবিক, কিন্তু মনে রাখা লাগবে, ভাগ্য বলেও জিনিস একখান আছে।

তাও যদি মনোবল না পান, পড়তে যদি আর ইচ্ছাই না হয়, এটা অস্বাভাবিক কিছু না। আল্লাহ ভাগ্য অনুসন্ধান করতে বলছেন। ভাগ্য অনুসন্ধান অনেক অনেক বেশি বিস্তৃত একটা জিনিস, যেটা যেকোনো একটা ক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ থাকে না।

Medilogy

17 Jan, 16:37


"আমি পারছি তো তুমি পারবা না কেন?" জিনিসটা হচ্ছে একটা বুলশীট।

মাউন্ট এভারেস্টই ধরি। ধরা যাক কেউ মাউন্ট এভারেস্ট জয় করছে, অবশ্যই সে প্রশংসা পাওয়ার যোগ্য। এখন সে এসে যদি জনগণরে বলে, "আমিও মানুষ তুমিও মানুষ, আমি এভারেস্ট জয় করতে পারলে তুমিও পারবে না কেন?", সাথে যদি চিনি মিশায়া কয় "শুধু ইচ্ছাশক্তি থাকলেই তুমিও এভারেস্ট জয় করে ফেলতে পারবে", এইটা হবে খুবই কৃঞ্জ একটা লজিক। কার‍ণ যে কেউই জানে এভারেস্ট পর্যন্ত যাইতে টেকাপয়সা লাগে, সুস্থতা লাগে, সুযোগসুবিধা থাকতে হয়, যেইটা সবার থাকে না। সেইজন্য কি এই, যে এভারেস্ট জয় করলো সেই শ্রেষ্ঠ আর বাকিরা নিম্নস্তর?

just because we got some similarities doesn't mean i gotta do everything you did or i gotta be able to do everything you pulled off and vice versa. we really have to think about it.


~ সীমান্ত

Medilogy

17 Jan, 14:33


১. এএফএমসির প্রিপারেশন আলাদা কিচ্ছুই না। যা মেডিক্যালের জন্য পড়ছেন, তাইই পড়া লাগবে।
২. রেজাল্ট ওয়েবসাইটে আপলোড দেওয়ার আগ পর্যন্তও আশা থাকে। i personally believe in miracles.
৩. আজকের দিনটা বিরতি থাক। কাল থেকে আবার পড়া শুরু করেন, কারণ এতদিন ধরে পড়াশোনা করার পর বড়সড় একটা পরীক্ষা দিয়ে ক্লান্ত থাকাটাই স্বাভাবিক, পড়ায় মন নাইই বসতে পারে।
৪. খবরদার সেকেন্ড টাইমের চিন্তা এখন করবেন না। আরো অ্যাডমিশন আছে, সেগুলা আগে কনসিডার করতে হবে, তারপর সেকেন্ড টাইম দিবেন কিনা সেটা ফ্যামিলির সাথে আলোচনা করবেন।
৫. you did well, soldier. in that tense situation you couldn't have done better than what you did. good work.

Medilogy

17 Jan, 11:33


Medilogy pinned «– ভাই এএফএমসির জন্য প্রিপারেশন নিবো কেম্নে? – এইখান থেকে শুরু তো করেন, তারপর যা আছে কপালে! https://drive.google.com/file/d/1H65Cma0NhM-Rdc3flnm1gwdhpPQ6GEfe/view?usp=drivesdk দেখেন, যদি হতাশ হন, ঠিক আছে হতাশ হন, কিন্তু হতাশ হয়ে বসে পড়া যাবে না।»

Medilogy

17 Jan, 11:32


– ভাই এএফএমসির জন্য প্রিপারেশন নিবো কেম্নে?
– এইখান থেকে শুরু তো করেন, তারপর যা আছে কপালে!

https://drive.google.com/file/d/1H65Cma0NhM-Rdc3flnm1gwdhpPQ6GEfe/view?usp=drivesdk

দেখেন, যদি হতাশ হন, ঠিক আছে হতাশ হন, কিন্তু হতাশ হয়ে বসে পড়া যাবে না।

Medilogy

17 Jan, 08:56


Medilogy pinned «https://www.facebook.com/share/v/1E1sJyTJ4G/ মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন সলভ লাইভ|মেডিলজি»

Medilogy

17 Jan, 08:56


https://www.facebook.com/share/v/1E1sJyTJ4G/

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন সলভ লাইভ|মেডিলজি

Medilogy

17 Jan, 01:42


Medilogy pinned «মেডিকেল ভর্তি পরীক্ষা (মক টেস্ট) : HSC 25 সকাল দশটায় লিংক ওপেন হবে। সকাল ১১টায় ক্লোজ হবে। ২৫, ২৬ ব্যাচের যে কেউ এক্সাম দিতে পারবে। রেজিস্ট্রেশন না করলেও পারবে। মেডিকেল ভর্তি পরীক্ষা (মক টেস্ট) : মেডিলজি। ★প্রশ্ন ১০০ টি৷ ★ সময় ৬০ মিনিট। ★সকাল ১১টার মধ্যে…»

Medilogy

17 Jan, 01:42


মেডিকেল ভর্তি পরীক্ষা (মক টেস্ট) : HSC 25
সকাল দশটায় লিংক ওপেন হবে। সকাল ১১টায় ক্লোজ হবে। ২৫, ২৬ ব্যাচের যে কেউ এক্সাম দিতে পারবে। রেজিস্ট্রেশন না করলেও পারবে।

মেডিকেল ভর্তি পরীক্ষা (মক টেস্ট) : মেডিলজি।

★প্রশ্ন ১০০ টি৷
★ সময় ৬০ মিনিট।
★সকাল ১১টার মধ্যে নিজ দায়িত্বে উত্তরপত্র সাবমিট করতে হবে।
★১০০ টাই দাগাবে। নেগেটিভ মার্কিং নেই।

এক্সাম লিংক

https://forms.gle/gqszeBUqayZvn6fY8

Medilogy

16 Jan, 17:23


বারান্দায় গিয়া আকাশের দিক তাকায়া বিশাল একখান শ্বাস নেন, নিজেরে বলেন "বহুত করছস, এখন বাকি শুধু পরীক্ষাটা দিয়া আসা", তারপর ঘুম্পাড়েন। রাত জাগার কাম নাই আজকে। আসলেই আর কাম নাই এখন।

may luck be in your favour.

Medilogy

15 Jan, 11:11


miracles might happen to those who believe miracles can happen. miracles seldom happen to those who deny it. it's about whether or not you believe in it.

Medilogy

15 Jan, 09:29


keep calm, trust yourselves, have faith in luck, everything will be easy.

no need to panic, no need to be depressed, no need to doubt.

this is not the end of time. this is not the end of reality.

Medilogy

14 Jan, 17:47


you trained hard enough. get some sound sleep, eat enough and free yourselves of negative thoughts. it'll be easier than what you think.

may luck be in your favour.

Medilogy

13 Jan, 19:49


কয়েক জায়গায় লেখা দেখলাম, ক্যান্ডিডেটদেরকে মোটিভেট করার নাম করে বলা হচ্ছে "আর এক সপ্তাহ পর নাকি ক্যান্ডিডেটের *ভাগ্য নির্ধারণ* হয়ে যাবে" (কারণ ঐসময়ে মেডিক্যালের রেজাল্ট দিবে), এইসেই হ্যানত্যান।

আমার প্রশ্ন হচ্ছে তিনটা,
১. এই একটা মাত্র ভর্তি পরীক্ষা কীভাবে একজন ক্যান্ডিডেটের *ভাগ্য নির্ধারক* (!) হয়? মানে ভাগ্য কি এতই সস্তা আর ফেলনা যে এইটাকে নির্ধারণ করে একটা মাত্র ভর্তি পরীক্ষা?!
২. এইযে বলা হলো এই একটা রেজাল্টে ক্যান্ডিডেটের ভাগ্য নির্ধারণ হয়ে যাবে, ক্যান্ডিডেটটা চান্স যদি মিস করে তখন তার যেই মানসিক অবস্থাটা হবে, সেটার দায় কি যারা এইসব বলে *মোটিভেশন* দেয় তারা নিবে?
৩. দুনিয়ার কথা বাদ, এই দেশে কি আর সেক্টর নাই? মাইনষে কি আর সেক্টরে যায়া ভালো করতেছে না?

আমরা যেই জিনিসটা ভুলে যাই, সেটা হচ্ছে ভাগ্য সবার নির্ধারণ হয়েই আছে। whatever we do is attributed to luck itself, no matter how much we try to deny it.


~ সীমান্ত

Medilogy

13 Jan, 15:39


কারণ এই এখন পর্যন্ত আপনারা বহুত কষ্ট করে নিজেদের মত করে প্রিপারেশন নিছেন, ঐটাই যথেষ্ট। এখন যেই সময়টা আছে, প্লিজ, বাড়তি কোনো চাপ নিয়েন না। পড়ার বেশি চাপ নেওয়ার কোনো দরকার নাই। যা পড়ছেন তাইই সই।

you prepared as much as you could. you just have to utilize it and everything will be done before you know it.

Medilogy

13 Jan, 12:33


⚠️ DO NOT TRY THIS AT HOME, SCHOOL OR ANYWHERE ELSE ⚠️

মেডিক্যালের ২ দিন আগ দিয়া হঠাৎ খেয়াল হৈলো, লাস্ট একবার প্রজেকশন কৈরা দেখি যে আমার এই প্রিপারেশনে মেডিক্যালে চান্স পাওয়া আদৌ সম্ভব কিনা। প্রজেকশন করলাম, দেখলাম চান্স পাওয়ার সম্ভাবনা কমই, যদি না কোনো মিরাকল হয়। কিছুক্ষণের জন্য বোধ হৈলো সবই বৃথা, প্রায় আড়াই মাসের প্রিপারেশন চক্ষের সামনে ভাসতেছিলো।

তে ঐদিন পরে জিকে দেখতেছি একটু, আমি আবার ভাস্কর্য সাহিত্য চলচ্চিত্র তেমন কিছুই পড়িনাই, পারিও না। হঠাৎ দেখলাম "সংশপ্তক ভাস্কর্য"। শব্দটা দেখে মনে করলাম সাত সম্পর্কিত কিছু মনে হয়, সাতটা স্তম্ভ আছে জন্য হয়তো নাম ঐটা। গুগল করলাম। গুগল ঐ শব্দটা সম্পর্কে কয় "পরাজয় জেনেও যে হাল ছাড়ে না"

তে তারপর মনে হৈলো হাল ছাড়মুনা। যা হয় হোকগা, যা প্রিপারেশন নিছি তাইই সই। তাছাড়া তো উপায়ও নাই। যাইহোক।


~ সীমান্ত

Medilogy

13 Jan, 07:32


১. যদি ভেন্যু অনেক দূরে হয় (বাড়ি থেকে দেড় ঘণ্টার বেশি), তাহলে আজকালের মধ্যেই থাকার জায়গা ঠিক করে ফেলেন, তবে সতর্কতা অবলম্বন করবেন কারণ এ সময় প্রতারকরা সক্রিয় থাকতে পারে। অপরিচিত জায়গা হলে অবশ্যই একলা যাবেন না, ফ্যামিলি/ফ্রেন্ডদের কারোর সাথেই যাবেন।
২. যদি ভেন্যু নিজ জেলাতেই হয় কিন্তু দূরে, তাহলে সকালবেলা যত তাড়াতাড়ি সম্ভব বের হবেন। ৯.৩০ এর মধ্যে পরীক্ষার হলের গেট বন্ধ করে দিবে, আপনার টার্গেট হবে যাতে সকাল ৮ টা, খুব দেরি হলেও ৮.২০ এর মধ্যেই পরীক্ষার হলে থাকতে পারেন।
৩. ভেন্যু লোকেশন আগে থেকে জানা না থাকলে গুগল ম্যাপ ইউজ করবেন। কোথায় নামতে হয়, সেখান থেকে ভেন্যু কতদূর, সবই জানতে পারবেন। এজন্য মোবাইলে আগে থেকে এমবি তুলে রাখবেন যথেষ্ট।
৪. নিজের কাগজপাতি সবসময় নিজের কাছেই রাখবেন। আপনার কলম স্কেল এগুলা হারায়ে গেলে সমস্যা নাই কেনা যাবে, কিন্তু আপনার কাগজপাতি হারালে হিউজ ডিশটাপ। কারোর ভরসায় নিজের কোনোপ্রকার কাগজপাতি রেখে দেয়া যাবে না।
৫. নিজের উপর বিশ্বাস রাখেন।

Medilogy

12 Jan, 19:16


it's gonna be alright. trust yourself and have faith in luck.

Medilogy

12 Jan, 13:15


১. কারোর যদি অ্যাডমিট কার্ডে ডুপ্লিকেট ফটো আসে, ঐ অ্যাডমিট কার্ডটা পিসি বা ল্যাপটপ থেকে ডাউনলোড দিয়ে দেখেন, এই সমস্যাটা দূর হওয়ার কথা। (edit: যদি ওয়াটারমার্ক টাইপের ছবি থাকে, লেখা দেখা যাচ্ছে, তাহলে সমস্যা নাই। যদি লেখা একেবারেই দেখা না যায় তাহলে সেটা সমস্যা)

২. আপনার পরীক্ষা দিতে হবে ভেন্যুতে। এখন অ্যাডমিট কার্ডে ভেন্যুর রুম নাম্বার কীজন্য উল্লেখ নাই সেটাই বুঝতেছিনা। তবে সমস্যা নাই, ভেন্যুওয়াইজ সিটপ্ল্যান দিলে সেখানে নিজের রোল অনুযায়ী সিট পাবেন, এ সিটপ্ল্যান ভেন্যুগুলাতে থাকেই।

৩. আজকেই, মানে আজকেই অ্যাডমিট ডাউনলোড করবেন! আগামীকালকের মধ্যে প্রিন্ট করাবেন, একাধিক কালার প্রিন্ট করাবেন। কোনো রিস্ক নেয়া যাবে না।

Medilogy

12 Jan, 12:38


Medilogy pinned «http://dgme.teletalk.com.bd/mbbs/index.php মেডিক্যালের অ্যাডমিট ডাউনলোড করা যাচ্ছে»

Medilogy

12 Jan, 12:38


Medilogy pinned «ডাক্তারি ভর্তি পরীক্ষার হলে যা নেওয়া যাবে এবং যাবে না নেওয়া যাবে অ্যাডমিট কার্ড আগের একটা পোস্টে বলছি, অ্যাডমিট কার্ড কালার প্রিন্ট লাগবেই, কারণ সাদাকালো কপি গ্রহণযোগ্য না। এটা হচ্ছে প্রাইমারি জিনিস, এটা না নিলে পরীক্ষা দিতে পারবেন না। অ্যাডমিট কার্ডের…»

Medilogy

12 Jan, 12:38


Medilogy pinned «অ্যাডমিট কার্ড সংক্রান্ত কিছু কথাঃ ১. পরীক্ষার আগের দিনের ভরসায় বসে না থেকে আজকেই দিনের আলো শেষ হওয়ার আগে (edit: সন্ধ্যা ৬ টা থেকে ডাউনলোড করা যাবে) অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিবেন। যদি এখন ওয়েবসাইট ডাউন থাকে তাহলে সমস্যা নাই, আগামীকাল সকালের মধ্যেই ঐটা…»

Medilogy

12 Jan, 12:37


http://dgme.teletalk.com.bd/mbbs/index.php

মেডিক্যালের অ্যাডমিট ডাউনলোড করা যাচ্ছে

Medilogy

12 Jan, 10:37


ডাক্তারি ভর্তি পরীক্ষার হলে যা নেওয়া যাবে এবং যাবে না


নেওয়া যাবে

অ্যাডমিট কার্ড
আগের একটা পোস্টে বলছি, অ্যাডমিট কার্ড কালার প্রিন্ট লাগবেই, কারণ সাদাকালো কপি গ্রহণযোগ্য না। এটা হচ্ছে প্রাইমারি জিনিস, এটা না নিলে পরীক্ষা দিতে পারবেন না। অ্যাডমিট কার্ডের কোনোপ্রকার ফটোকপি গ্রহণযোগ্য না।

এইচএসসির রেজিস্ট্রেশন
এটা লাগবেই, এবং সম্ভব হলে আসল কপিটাই নিয়ে যেতে হবে। যদি আসল কপি না থাকে, ফটোকপি নিয়ে যাওয়া যাবে, সেক্ষেত্রে ফটোকপিটা প্রথম শ্রেণির সরকারি যেকোনো গ্যাজেটেড কর্মকর্তার মাধ্যমে সত্যায়িত করে নিতে হবে, এবং পরীক্ষার হলে এ ব্যাপারে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে আসল কপি না আনার কারণ উল্লেখ করতে হবে, এতে তেমন কোনো সমস্যা হবে না।

কলম
কলম কমপক্ষে ৩ টা নেওয়া উচিত। পুরোপুরি নতুন বা আগে একেবারেই ব্যবহার করা হয়নি এমন কলম নেয়া যাবে না, কারণ ওএমআর শীট পূরণ করতে এসব কলম ব্যবহার করলে সমস্যা হতে পারে। তাই, আগে বেশ কয়েকবার ব্যবহার হইছে এবং যথেষ্ট কালি আছে এমন কমপক্ষে ৩ টা কলম নিতে হবেই, এর বেশি নিলেও ভালো। কলমটা হতে হবে এমন যেন বাইরে থেকে কলমের কালির লেভেল বুঝা যায়, নইলে এটার জন্য সমস্যা করতে পারে। ব্যক্তিগতভাবে আমি রেকমেন্ড করি ম্যাটাডোর অলটাইম, কারণ এটা দিয়ে ওএমআর পূরণ করে স্বাচ্ছন্দ্য পাওয়া যায়, আবার বাইরে থেকে কালিও দেখা যায়।

স্কেল
স্কেল সত্যি বলতে লাগবেই এমন না, তবে কিছু ভেন্যুতে প্রশ্নপত্র থেকে ওএমআর ছিঁড়তে বলতে পারে (আমাদের ভেন্যুতে বলছিলো যতদূর মনে পড়ে), তখন স্কেল কাজে লাগে। এক্ষেত্রে স্কেল মানে প্লাস্টিকের শক্ত ও স্বচ্ছ স্কেল যা পাওয়া যায়, ঐটাই নিবেন। স্টিলের স্কেল নেওয়ার কোনো দরকার নাই, এটা যথেষ্ট রিস্কি।

ফাইল
উপরে যা যা বলা হলো, এগুলো একসাথে নেয়ার বুদ্ধি হচ্ছে স্বচ্ছ ফাইল, এবং সেটা অতি অবশ্যই স্বচ্ছ (বাইরে থেকে ফাইলের ভিতরের সবকিছু দেখা যায়) ই হতে হবে। তবে এমনভাবে এগুলো ফাইলের মধ্যে নিতে হবে যাতে করে ইনভিজিলেটর কোনো ডকুমেন্ট দেখতে চাওয়ামাত্র দ্রুততম সময়ের মধ্যে সহজেই বের করে দেখানো যায়। স্বচ্ছ ফাইল না নিলে ওটা নিয়ে ঢুকতেই আপনাকে বাধা দেয়া হতে পারে।

চশমা
যে চশমা ছাড়া চোখে দেখতে অসুবিধা হয় বা কোনো অসুস্থতার কারণে ব্যবহার করা হয়, তা অবশ্যই নেয়া যাবে। কিন্তু ঢংয়ের চশমা নেওয়া উচিত না, কারণ পরীক্ষার হল কোনো ঢং করার জায়গা না।


নেওয়া যাবে না

ঘড়ি
প্রত্যেকটা পরীক্ষার হলে সচল দেয়ালঘড়ির ব্যবস্থা থাকে, যা আগে থেকেই হল সুপাররা চেক করে থাকেন। তাও যদি কোনো কারণে কোনো পরীক্ষার হলে ঘড়ি না থাকে বা ঘড়ি নষ্ট থাকে, তাহলে সেক্ষেত্রে ইনভিজিলেটররা সময় বলবেন নির্দিষ্ট ব্যবধানে, আপনাদেরকে জানাবেন পরীক্ষার আর কতক্ষণ বাকি আছে। তবে, কেউ যদি ঘড়ি নেয়, তা ক্ষেত্রবিশেষে এক্সপেল করার জন্য যথেষ্ট কারণ। কোনো ঘড়িই, ডিজিটাল বা অ্যানালগ, নেয়া যাবে না।

পানির বোতল
ক্যান্ডিডেটের পিপাসা পাইতেই পারে, সেক্ষেত্রে পরীক্ষার হলে ঢোকার আগেই পানি খেয়ে তারপর ঢুকতে হবে। কিছু কিছু ভেন্যুতে খাবার পানির ব্যবস্থা থাকে (আমাদের ভেন্যুতে ছিলো)। আর, পানি নিয়ে ঢুকলেও ওএমআর খুবই সেন্সিটিভ একটা জিনিস, সেটাতে পানি পড়াটা খুব ভালো দেখাবে না।

টিস্যু
অনেকেই আছেন ঘাম মুছার জন্য টিস্যু নিয়ে যান। পরীক্ষার হলের ভিতরে টিস্যু নিয়ে না ঢোকাই ভালো। যদি ঘাম মুছতেই হয়, পরীক্ষার হলের ভিতরে ঢোকার আগে মুছে নিবেন, আর পরীক্ষার হলের ভিতরেও যদি ঘামেন, শার্ট/জামার হাতা কীজন্য আছে?

বোর্ড
আপনাদের কাছে এরকম মনে হতেই পারে, যে ওএমআর শীট পূরণ করবো কিন্তু টেবিল যদি এবড়োথেবড়ো হয় তাহলে বোর্ড নিলে ভালো হবে। সত্যি বলতে, কোনো পরীক্ষার হলেই বোর্ড নেয়া উচিত না, বিশেষত মেডিক্যাল ও এএফএমসি ভর্তি পরীক্ষায় এটা এক্সপেল করার যথেষ্ট কারণ।

পেন্সিল
পেন্সিল নেয়া যাবেই না এমন না, তবে বেশকিছু ভেন্যুতে বলে দেয়া হয় পেন্সিলের বদলে কলম ব্যবহার করতে। আর সত্যি বলতে, পেন্সিলের কাজও নাই তেমন এখানে। প্রশ্নপত্রে রাফ করার জন্য আপনি কলমই ব্যবহার করতে পারবেন, এবং এটা যথেষ্ট সময় সাশ্রয়ী।

ওয়ালেট/মানিব্যাগ/যেকোনো ধরনের ব্যাগ
আপনার সাথে ভেন্যুতে যে/যারা যাবেন তাদের কাছে আপনার ওয়ালেট/মানিব্যাগ/যেকোনো ধরনের ব্যাগ রেখে যাবেন। এরকম কেউ না থাকলে ভেন্যুতে বা ধারেকাছে বিশ্বস্ত কোথাও ওয়ালেট/মানিব্যাগ/ব্যাগ রেখে যাওয়া যায় কিনা খুঁজে বের করবেন। সবচেয়ে ভালো হয় একেবারেই যদি ওয়ালেট/মানিব্যাগ না নেন, টেকাপয়সা নিজের পকেটে রাখবেন। আর ব্যাগ নেয়ার কোনো কারণই নাই, যেখানে বোর্ড পরীক্ষায়ও ব্যাগ নিয়ে ঢুকতে দেয়না.....আর পেন্সিল ব্যাগ নেয়া উচিত না, যেহেতু আপনি একটা স্বচ্ছ ফাইলের ভিতর সবকিছুই নিচ্ছেন।

মোবাইল ফোন/যেকোনো ধরনের ডিভাইস
why are we still here? why are you still here? আপনার উদ্দেশ্য কী? আপনি কেনো?

যাইহোক, এগুলোই ব্যাপার। আশা করি আপনাদের কাজে লাগবে।


সীমান্ত ও তিথী আপু
মেডিলজি

Medilogy

12 Jan, 06:45


অ্যাডমিট কার্ড সংক্রান্ত কিছু কথাঃ

১. পরীক্ষার আগের দিনের ভরসায় বসে না থেকে আজকেই দিনের আলো শেষ হওয়ার আগে (edit: সন্ধ্যা ৬ টা থেকে ডাউনলোড করা যাবে) অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিবেন। যদি এখন ওয়েবসাইট ডাউন থাকে তাহলে সমস্যা নাই, আগামীকাল সকালের মধ্যেই ঐটা ফিক্স হয়ে যাবে। ডাউনলোড করতে দূরদূরান্ত মাউন্ট এভারেস্ট প্যাসিফিক ওশান সাইবেরিয়া যাইতে হয় না, ইন্টারনেট থাকলেই যথেষ্ট। ডাউনলোড লিংক: http://dgme.teletalk.com.bd/mbbs/index.php
২. ডাউনলোড করার পর একবার অ্যাডমিট কার্ডটা খুবই ভালোভাবে পড়বেন, টপ টু বটম। কোনো বিষয় না বুঝলে জিজ্ঞাসা করবেন আমাদেরকে।
৩. ডাউনলোড করার পর দ্রুততম সময়ের মধ্যেই অ্যাডমিট কার্ড প্রিন্ট করাবেন, এবং সেটা অতি অবশ্যই রঙিন প্রিন্ট হতে হবে, সাদাকালো চলবে না। নিজের ডিভাইসে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে তারপর দোকানে গিয়ে প্রিন্ট করানো যাবে, ঐটা সমস্যা নাই।
৪. আপনারা কোনো পুচ্চি বাচ্চা না। প্রিন্ট করানোর পর প্রিন্টেড কপি অবশ্যই এমন কোনো ভালো জায়গায় রাখবেন যাতে সহজেই খুঁজে পাওয়া যায়। আর ডাউনলোড করা কপিটা নিজের ডিভাইসে সেভ করে রেখে দিবেন, যাতে কোনো কারণে প্রিন্টেড কার্ড হারায়ে গেলেও প্রিন্ট করায়ে নিতে কোনো সমস্যা না হয়।

Medilogy

11 Jan, 20:19


it's better to sleep and refuel for the next day than to keep studying with an already tired body and mind. choice is yours.

Medilogy

11 Jan, 17:34


দেখেন, ৩ মাস (গড় হিসাব ধরলাম) ধরে পড়াশোনা করছেন, পরীক্ষা দিছেন অনেক, প্রশ্ন সলভ করছেন অনেক, এগুলাই দরকার ছিলো। এখন যেটা দরকার, সেটা হচ্ছে আপনি নিজে একটু শান্ত থাকার চেষ্টা করেন। প্যানিক না করলে আরো ভালো হয়। প্রিপারেশন এতদিন যা নিছেন, ঐটাই ঝালাই দেন, সাথে নিজের দিকে তাকানোর চেষ্টা করেন, আশা করা যায় সব ঠিকঠাকই যাবে।

Medilogy

11 Jan, 06:12


"Calm down, doctor. Now is not the time for fear. That comes later."

–Bane, The Dark Knight Rises.

Medilogy

10 Jan, 19:34


because it's okay to be tired, no matter whatever else is shown.

refuel, restore, recure.

Medilogy

10 Jan, 16:38


এবারের ডাক্তারির ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে কিছু কথা

Medilogy

10 Jan, 13:54


Medilogy pinned «রাত দশটায় লিংক ওপেন হবে। ১০.৪০ এ ক্লোজ হবে। পরের লিংকগুলোতে এক্সাম দিলে নিরবচ্ছিন্ন ভাবে এক্সাম দিতে পারবে। The last test : Medilogy ★প্রশ্ন ১০০ টি৷ ★ সময় ৪০ মিনিট। ★রাত ১০.৪০ এর মধ্যে নিজ দায়িত্বে উত্তরপত্র সাবমিট করতে হবে। ★২৩ ব্যাচের ৩ মার্ক অতিরিক্ত…»

Medilogy

10 Jan, 13:54


রাত দশটায় লিংক ওপেন হবে। ১০.৪০ এ ক্লোজ হবে। পরের লিংকগুলোতে এক্সাম দিলে নিরবচ্ছিন্ন ভাবে এক্সাম দিতে পারবে।

The last test : Medilogy

★প্রশ্ন ১০০ টি৷
★ সময় ৪০ মিনিট।
★রাত ১০.৪০ এর মধ্যে নিজ দায়িত্বে উত্তরপত্র সাবমিট করতে হবে।
★২৩ ব্যাচের ৩ মার্ক অতিরিক্ত কাটবে। নেগেটিভ মার্কিং নেই।
★প্রথম লিংকে প্রবলেম হলে অন্য লিংকে ট্রাই করুন।

লিংক ১
https://forms.gle/gdk3YgFhS1vNeGyj6

লিংক ২
https://forms.gle/zRnKcECMc54RbrDx6

লিংক ৩
https://forms.gle/twhpfJBRW29tXFg9A

লিংক ৪
https://forms.gle/iEEyzoqkd1G9Que78

লিংক ৫
https://forms.gle/g6Jx6DB8wk1erfig8

Medilogy

10 Jan, 12:00


রাত দশটায় এক্সাম। রাত ১১.৩০ এ রেজাল্ট। ১২টার আগেই জেনে যাবা কে জিতলো ৫০ হাজার টাকা 🔥

Medilogy

10 Jan, 08:30


যেহেতু মেডিক্যাল ভর্তি পরীক্ষার আর এক সপ্তাহ আছে, সেহেতু #medilogy_MAT_analysis এখন থেকেই ব্যবহার শুরু করেন। কাজে দিবে।

Medilogy

10 Jan, 03:34


আজ রাত দশটায় দেখা হচ্ছে।

Medilogy

03 Jan, 08:46


আজ সন্ধ্যা সাতটায় দেখা হচ্ছে জিকে আন্তর্জাতিকের চতুর্থ ক্লাস নিয়ে। থাইকেন বহুত ফায়দা হবে। না থাকলে শীতে কাঁপাকাঁপি কমবে না। হা হা হা। এটাই বাস্তব।

Medilogy

02 Jan, 08:15


Medilogy pinned «এবার মেডিলজি থেকে মেডিকেলে চান্সপ্রাপ্তদের জন্য থাকছে ❣️ ★একটা সত্যিকারের গ্রান্ড সেলিব্রেশন 🔥 ★ সেরা রেজাল্টের জন্য iPhone 16 🔥 ★ ডিএমসিতে চান্সপ্রাপ্তদের জন্য মেডিকেলের বই 🔥 ★আর্থিকভাবে অস্বচ্ছল চান্সপ্রাপ্তদের জন্য বই 🔥 ★চান্সপ্রাপ্ত সবার জন্য গিফট হ্যাম্পার…»

Medilogy

02 Jan, 08:15


এবার মেডিলজি থেকে মেডিকেলে চান্সপ্রাপ্তদের জন্য থাকছে ❣️

★একটা সত্যিকারের গ্রান্ড সেলিব্রেশন 🔥
★ সেরা রেজাল্টের জন্য iPhone 16 🔥
★ ডিএমসিতে চান্সপ্রাপ্তদের জন্য মেডিকেলের বই 🔥
★আর্থিকভাবে অস্বচ্ছল চান্সপ্রাপ্তদের জন্য বই 🔥
★চান্সপ্রাপ্ত সবার জন্য গিফট হ্যাম্পার 🔥
★ গোল ডিগার্সের চান্সপ্রাপ্তদের জন্য স্পেশাল উপহার 🔥

Medilogy

01 Jan, 16:22


Medilogy pinned «মেডিলজিয়ান এক্সাম : জিকে ★প্রশ্ন ১০০ টি৷ ★ সময় ৪০ মিনিট। ★রাত ১১ টার মধ্যে নিজ দায়িত্বে উত্তরপত্র সাবমিট করতে হবে। ★নেগেটিভ মার্কিং নেই।সেকেন্ড টাইমারদের ৩ মার্ক কাটবে। ★যেকোন লিংকে ঢুকলেই হবে। লিংক ১ https://forms.gle/SJHbWXYLfY6Dj8icA লিংক ২ https…»

Medilogy

01 Jan, 16:22


মেডিলজিয়ান এক্সাম : জিকে

★প্রশ্ন ১০০ টি৷
★ সময় ৪০ মিনিট।
★রাত ১১ টার মধ্যে নিজ দায়িত্বে উত্তরপত্র সাবমিট করতে হবে।
★নেগেটিভ মার্কিং নেই।সেকেন্ড টাইমারদের ৩ মার্ক কাটবে।
★যেকোন লিংকে ঢুকলেই হবে।

লিংক ১
https://forms.gle/SJHbWXYLfY6Dj8icA

লিংক ২
https://forms.gle/vzWWDJcg3jLsUW6GA

Medilogy

01 Jan, 15:54


Medilogy pinned «আজকের জিকে এক্সাম শুরু ঠিক রাত ১০.২০ এ। শেষ ঠিক ১১টায়। ২০ মিনিট সময় বেশি পাইলা পড়ার জন্য 😄»

Medilogy

01 Jan, 15:54


আজকের জিকে এক্সাম শুরু ঠিক রাত ১০.২০ এ। শেষ ঠিক ১১টায়। ২০ মিনিট সময় বেশি পাইলা পড়ার জন্য 😄

Medilogy

01 Jan, 09:55


আজ রাত দশটার জিকে (সাম্প্রতিক + আন্তর্জাতিক) এক্সামটা মিস দিস না দোহাই লাগে। হুডি,ওয়াটার পটের জন্য না। নিজের জন্য এক্সামটা দিস।

Medilogy

30 Dec, 16:00


Medilogy pinned «মেডিলজিয়ান এক্সাম : মেডিম্যাথ ★প্রশ্ন ৫০ টি৷ ★ সময় ২০ মিনিট। ★রাত ১০.২০এর মধ্যে নিজ দায়িত্বে উত্তরপত্র সাবমিট করতে হবে। ★নেগেটিভ মার্কিং নেই।সেকেন্ড টাইমারদের ১.৫ মার্ক কাটবে। ★যেকোন লিংকে ঢুকলেই হবে। লিংক ১ https://forms.gle/FDmnaaiprC5FkCna9 লিংক ২…»

Medilogy

30 Dec, 16:00


মেডিলজিয়ান এক্সাম : মেডিম্যাথ

★প্রশ্ন ৫০ টি৷
★ সময় ২০ মিনিট।
★রাত ১০.২০এর মধ্যে নিজ দায়িত্বে উত্তরপত্র সাবমিট করতে হবে।
★নেগেটিভ মার্কিং নেই।সেকেন্ড টাইমারদের ১.৫ মার্ক কাটবে।
★যেকোন লিংকে ঢুকলেই হবে।

লিংক ১
https://forms.gle/FDmnaaiprC5FkCna9

লিংক ২
https://forms.gle/5CEKRPFZtrfoq86y5

Medilogy

29 Dec, 16:06


you wanna give up? then you shoulda given up a long time ago. since you didn't, you can't just give up now.

Medilogy

29 Dec, 12:18


১৮ দিন, ২৫ দিন, ৬০ দিন

Medilogy

29 Dec, 09:11


মোবাইলে যেভাবে ডেন্টাল ভর্তি পরীক্ষার আবেদন করতে হবে, first person view


ডেন্টাল ভর্তি পরীক্ষার সেন্টার এখানে পাওয়া যাবে

ডেন্টালের চয়েসলিস্ট এখানে পাওয়া যাবে

Medilogy

28 Dec, 12:43


যারা Extra-info নিয়ে খুব প্যারা খাচ্ছো তাদের জন্য এই পোস্ট। শুধুমাত্র এগুলো এনাফ না।

🔴Botany -
কোষ রসায়ন, জীব প্রযুক্তি, শৈবাল ছত্রাক।

🔴zoology -
রক্ত সংবহন, জীনতত্ত্ব ও বিবর্তন , মানবজীবনের ধারাবাহিকতা

🔴chemistry -
কর্মমুখী ও অর্থনৈতিক রসায়ন এর কবীর স্যার এর ইনফো। এক্ষেত্রে mcq দেখলে কিছুটা কভার হয়ে যাবে।

🔴physics -
গতিবিদ্যা, চল তড়িৎ, তাপগতিবিদ্যা এই chapter গুলো তপন স্যার থেকে MATH গুলা করে যাবা অবশ্যই।


🔴Alert: আমি বারবার বলে দিচ্ছি, এগুলা এনাফ না। যারা আগে দেখোনি তারা মেইনবুক এর পাশাপাশি দেখতে পারো। না দেখলে ক্ষতি নেই। তোমার ইচ্ছে পুরোটাই। যাদের কভার হয়েছে এগুলা তাদের জন্য অগ্রিম শুভেচ্ছা।


~ নোমান ভাইয়া

Medilogy

27 Dec, 13:53


দেখেন, চয়েসলিস্ট ফলো করলে অবশ্যই ভালো, নাহলে নিজের বাড়ির কাছের ডেন্টাল কলেজ/ইউনিটই সবচে আগে দিবেন, কোনো সমস্যা নাই।

যেটা খেয়াল রাখতে হবে, সেটা হলো সব ডেন্টাল কলেজ/ইউনিটই চয়েসে দিতে হবে। নইলে মার্ক ভালো পাওয়ার পরও চয়েসে সব ডেন্টাল না দেওয়া থাকার কারণে ডেন্টালে চান্স মিস যেতেই পারে। তাছাড়া এম্নিতেও, সবগুলা ডেন্টাল চয়েসে না দিয়ে দুই একটা বাদ রাখার কোনো লজিক দেখি না।

পরশু থেকে ডেন্টালের অ্যাপ্লাই শুরু, ২০ জানুয়ারি পর্যন্ত চলবে। অ্যাপ্লাই সিস্টেম মেডিক্যালের মতই, ফি ১০০০ টাকা।

মোবাইলে মেডিক্যালের অ্যাপ্লাই প্রসেস ও ডেন্টালের সার্কুলার, দুটোই এ চ্যানেলেই দেয়া আছে।

Medilogy

27 Dec, 12:49


Medilogy pinned «ডেন্টালের চয়েসলিস্ট লিস্ট-ক যাদের ঢাকার বাইরে ডেন্টাল হলেও সমস্যা নাই তাদের জন্য লিস্ট-খ যাদের ঢাকায় বা ঢাকার আশেপাশে থাকার ইচ্ছা তাদের জন্য লিস্ট-ক ১. ঢাকা ডেন্টাল কলেজ ২. ডেন্টাল ইউনিট, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ৩. ডেন্টাল ইউনিট, রাজশাহী মেডিক্যাল কলেজ…»

Medilogy

27 Dec, 12:49


ডেন্টালের চয়েসলিস্ট


লিস্ট-ক যাদের ঢাকার বাইরে ডেন্টাল হলেও সমস্যা নাই তাদের জন্য
লিস্ট-খ যাদের ঢাকায় বা ঢাকার আশেপাশে থাকার ইচ্ছা তাদের জন্য


লিস্ট-ক
১. ঢাকা ডেন্টাল কলেজ
২. ডেন্টাল ইউনিট, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ
৩. ডেন্টাল ইউনিট, রাজশাহী মেডিক্যাল কলেজ
৪. ডেন্টাল ইউনিট, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ
৫. ডেন্টাল ইউনিট, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ
৬. ডেন্টাল ইউনিট, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ
৭. ডেন্টাল ইউনিট, এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ, সিলেট
৮. ডেন্টাল ইউনিট, শেরে বাংলা মেডিক্যাল কলেজ, বরিশাল
৯. ডেন্টাল ইউনিট, রংপুর মেডিক্যাল কলেজ

লিস্ট-খ
১. ঢাকা ডেন্টাল কলেজ
২. ডেন্টাল ইউনিট, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ
৩. ডেন্টাল ইউনিট, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ
৪. ডেন্টাল ইউনিট, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ
৫. ডেন্টাল ইউনিট, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ
৬. ডেন্টাল ইউনিট, রাজশাহী মেডিক্যাল কলেজ
৭. ডেন্টাল ইউনিট, এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ, সিলেট
৮. ডেন্টাল ইউনিট, শেরে বাংলা মেডিক্যাল কলেজ, বরিশাল
৯. ডেন্টাল ইউনিট, রংপুর মেডিক্যাল কলেজ

Medilogy

25 Dec, 07:33


Medilogy pinned «মেডিকেলের প্রশ্ন এবার খুব কঠিন হলে প্রশ্নের প্যাটার্ন হবে ২০১০ এর আগের মতো। ২০০৩ থেকে ২০১০ পর্যন্ত মেডিকেল এবং ডেন্টালের প্রশ্নগুলো  পোল আকারে প্রাকটিস করতে চাও? বোনাস হিসেবে থাকবে বিসিএসের ইংরেজি প্রশ্নগুলো। জয়েন করো মেডিলজির পোল চ্যানেলে।লিংক https://t…»

Medilogy

25 Dec, 07:33


মেডিকেলের প্রশ্ন এবার খুব কঠিন হলে প্রশ্নের প্যাটার্ন হবে ২০১০ এর আগের মতো। ২০০৩ থেকে ২০১০ পর্যন্ত মেডিকেল এবং ডেন্টালের প্রশ্নগুলো  পোল আকারে প্রাকটিস করতে চাও?
বোনাস হিসেবে থাকবে বিসিএসের ইংরেজি প্রশ্নগুলো।

জয়েন করো মেডিলজির পোল চ্যানেলে।লিংক https://t.me/medilogypolls

Medilogy

24 Dec, 15:53


এবার মেডিক্যালের আগে ডেন্টালে অ্যাপ্লাই করে রাখা উচিত কি না?


সার্কুলারের পোস্টে দেখেন, ডেন্টালের অ্যাপ্লাইয়ের শেষ তারিখ ২০ জানুয়ারি, অর্থাৎ মেডিক্যাল ভর্তি পরীক্ষার ঠিক ৩ দিন পর। ১৭ জানুয়ারি মেডিক্যাল ভর্তি পরীক্ষা, তাহলে আশা করা যায় ১৯ জানুয়ারি সন্ধ্যার মধ্যে সবাই মেডিক্যালের রেজাল্ট পেয়ে যাবেন। একটা খুব পরিচিত সিনারিও দেই।
সিনারিও হচ্ছে, আপনি ডাক্তার হতে চান। মেডিক্যালে আপনি চান্স পাননি। বেসরকারি মেডিক্যালে পড়ার মত আর্থিক অবস্থাও আপনার নাই। আপনি ডাক্তারি টার্গেট করেই এতদিন প্রিপারেশন নিছেন, সেকেন্ডারি কিচ্ছুই ভাবেননি।
এখন যেটা হবে, ১৯ তারিখেই সন্ধ্যায়ই নাহয় আপনি ডেন্টালে অ্যাপ্লাই করলেন। কিন্তু সেন্টার আছে শুধুমাত্র ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, বরিশাল এ কয়টা জেলায়। যেহেতু এ কয়দিনের মধ্যে অনেক অ্যাপ্লাই জমা পড়বে, আপনি যে আপনার বাড়ির কাছে বা সুবিধামত জায়গায় সিট পাবেন বিষয়টা এমন নাইই হতে পারে। আবার বিভিন্ন কারণে দেখা যাইতে পারে আপনি ২০ তারিখেও অ্যাপ্লাইই করতে পারলেন না। এটা কি খুব ভালো কিছু হবে?
এখন আপনার ধারণা হতেই পারে যে, ডেন্টালে পড়লে কোনো চাকরি নাই ক্যারিয়ার নাই, খালি মানুষের মুখের ভিতর তাকায়ে থাকা লাগে, ডেন্টালে পড়লে ডেন্টিস্ট বলবে, ডাক্তার বলবে না। এরকম ধারণা থাকাটা দোষের কিছু না, কারণ বাংলাদেশে ডাক্তারদের (সেটা হোক এমবিবিএস বা বিডিএস) দাম নাই, কোনোকালে ছিলোও না। অনেকেই আছেন ডেন্টিস্ট চিনেনও না। বিশ্বাস করেন, এমবিবিএসের পড়াশোনার থেকেও বিডিএসের পড়াশোনা যথেষ্ট পরিমাণ কঠিন আছে। ক্যারিয়ারের কথা বললে এমবিবিএস পাশ করলে যে ক্যারিয়ার, বিডিএস পাশ করলেও সেই ক্যারিয়ারই। এমন না যে বিডিএসে গবেটরা পড়ে আর এমবিবিএসে ব্রিলিয়ান্টরা পড়ে শুধু (যেই ধারণাটা এমনকি এমবিবিএসেরও অনেকের মধ্যে আছে)
ডেন্টালে সিট ৫৪৫ টা, যা মেডিক্যালের ১০ ভাগের ১ ভাগ। এতে আপনার মনে হতে পারে, ডেন্টালে চান্স পাওয়া অনেক কঠিন, সিট এত কম, পরীক্ষা দিয়েই বা কী লাভ। দেখেন, নিজের ভাগ্য অনুসন্ধান না করে বসে পড়লে কিন্তু চলবে না, তাইনা? আপনার সিট দরকার একটাই, হতে চান ডাক্তার, তাহলে ডেন্টালে অ্যাপ্লাই করবেন!
ডেন্টালে অ্যাপ্লাই শুরু হবে ২৯ ডিসেম্বর। মেডিক্যাল পরীক্ষার আগেই ডেন্টালের অ্যাপ্লাই সেরে রাখেন। তাতে পরে যদি মেডিক্যাল আপনার মিস হয়ও, অন্তত এমন চিন্তা করতে হবে না যে আপনাকে তাড়াতাড়ি ডেন্টালের অ্যাপ্লাই করতে হবে বা এমন কিছু। ডেন্টালের পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি, মাঝে ৪০ দিন সময় পাবেন নিজেকে গোছায়ে তোলার জন্য।

Medilogy

24 Dec, 14:31


ডেন্টালে মোট সিট ৫৪৫ টি। সেকেন্ড টাইমার ক্যান্ডিডেটদের ৩ এবং সরকারি মেডিক্যাল কলেজ/ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিটে ভর্তি ক্যান্ডিডেটদের ৬ কাটবে।

Medilogy

24 Dec, 14:28


মুক্তিযোদ্ধার নাতিপুতিদের জন্য কোনো কোটা নাই, স্পষ্ট। কোটার সিট ফাঁকা থাকলে মেরিট থেকে নেওয়া হবে।

Medilogy

24 Dec, 14:28


পরীক্ষার সেন্টার। এ সেন্টারগুলো বাদে দেশে আর কোথাও ডেন্টাল ভর্তি পরীক্ষা হয় না।

Medilogy

24 Dec, 14:28


অ্যাপ্লাই, পেমেন্ট এগুলা পুরোপুরি মেডিক্যালের মতই। আলাদা কিচ্ছুই না।

Medilogy

24 Dec, 14:27


এ ছবির প্রত্যেকটা ইনফর্মেশন ভালোভাবে দেখা লাগবে

Medilogy

24 Dec, 14:27


আন্তর্জাতিক রক্স

Medilogy

24 Dec, 14:26


কারা অ্যাপ্লাই করতে পারবেন?
এসএসসি'২১-এইচএসসি'২৩
এসএসসি'২২-এইচএসসি'২৪
এসএসসি'২১-এইচএসসি'২৪

Medilogy

24 Dec, 14:26


পড়তে পড়তে এর মধ্যে ডেন্টালের সার্কুলার দিছে, সেই খেয়াল আছে কারোর? নিচের ছবিগুলা আর সেগুলার ক্যাপশন দেখেন, ঐটুকুই লাগবে।

Medilogy

24 Dec, 13:43


edited:

যারা এএফএমসি-এএমসিতে অ্যাপ্লাই করছেন, তারা হয়তো এই মেসেজটা পাইছেন। এই মেডিক্যাল কলেজটা সম্পর্কে অনেকেই জানেন না, তাইই এ মেসেজটা প্রার্থীদেরকে দেয়া হয়েছে।

বলে রাখি, নৌবাহিনী মেডিক্যাল কলেজ চট্টগ্রাম, এটাকে আমি সংক্ষেপে লিখছি NMCC, একটি বেসরকারি মেডিক্যাল কলেজ, তাই এখানকার খরচও বেসরকারি মেডিক্যাল কলেজগুলোর অনুরূপ হবে। যদি প্রার্থী চান NMCC তেই পড়াশোনা করবেন, সেক্ষেত্রে NMCC কে চয়েসলিস্টের উপরের দিকে যুক্ত করতে হবে।

যদি প্রার্থীর সেরকম আর্থিক সামর্থ্য বা ইচ্ছা না থাকে, তাহলে প্রার্থী যে আবেদন জমা দিয়েছেন সেটাই যথেষ্ট, নতুন করে আর আবেদন করতে হবে না। সেক্ষেত্রে চয়েসলিস্টে সবার শেষে NMCC অটোমেটিক যুক্ত হবে।

মোটকথা, চয়েসলিস্টের একদম শেষে NMCC অটোমেটিক যুক্ত হয়ে যাবে। শেষে বাদে অন্য কোনো সিরিয়ালে NMCC যুক্ত করতে চাইলে তখন নতুন করে আবেদন করতে হবে।

আশা করি এতে সংশ্লিষ্ট বিভ্রান্তি দূর হবে।

নৌবাহিনী মেডিক্যাল কলেজ সম্পর্কে:
https://www.facebook.com/share/p/1Ci1oBqTVE/

Medilogy

22 Dec, 18:33


try or try trying.

Medilogy

22 Dec, 13:09


⚠️ লম্বা লেখা সতর্কবাণী ⚠️

কিছু ফ্যাক্টর আছে কোচিংয়ের পরীক্ষাগুলোতে কাজ করে না কিন্তু অ্যাডমিশনে অনেক বেশি কাজ করে। ফ্যাক্টর আছে বহুত, কিন্তু ৫ টা এরকম ফ্যাক্টর তুলে ধরি –

১. আপনি এক্সামব্যাচে পরীক্ষা দিচ্ছেন। আপনি জানেন (মানে আপনি সচেতনভাবে না জানলেও অবচেতনভাবে জানেন) যে এক্সামব্যাচের মার্কের গুরুত্ব অতটাও বেশি না। কিন্তু আপনি যখন অ্যাডমিশন পরীক্ষা দিবেন, তখন আপনি আপনার চোদ্দগুষ্টি সবাই জানে যে অ্যাডমিশনের মার্কের গুরুত্ব অপরিসীম।

২. ১ নং পয়েন্টের লজিকেই, আপনি জানেন আপনি যত ইচ্ছা তত দাগালেও সমস্যা নাই। সেম কথা তো অ্যাডমিশনে বলা যাবে না।

৩. আপনি এক্সামব্যাচে পরীক্ষা দিতে দিতে যে কোচিংয়ে, যে রুমে পরীক্ষা দেন, সেখানে যাদের সাথে পরীক্ষা দেন তারা তো তারাই, বেঞ্চিসুদ্ধ আপনার পরিচিত হয়ে উঠবে। পরিচিত জায়গায় পরীক্ষা দিলে পরীক্ষা ভালো হতেই পারে। কিন্তু আপনি কি আপনার সেন্টার/ভেন্যুতে এক্সামব্যাচের পরীক্ষা দিতে পারতেছেন? আসবেনই একবার, তাও সেটা অ্যাডমিশনের জন্য। নতুন পরিবেশে প্রায় সবাইই আনকম্ফোর্টেবল বোধ করবেই, এটা অস্বাভাবিক কিছু না।

৪. অনলাইন এক্সামব্যাচে যে আমি আপনি আমরা সবাই শুয়েবসে ইচ্ছামত পরীক্ষা দেই সেটা সবাই জানে। শুয়েবসে পরীক্ষা দেয়া আর চেয়ারটেবিলে পরীক্ষা দেয়া দুইটা আলাদা জিনিস।

৫. ট্রেন্ডঃ পরীক্ষার হলে ঢোকার আগ পর্যন্ত পড়াশোনা করলে পরীক্ষা ভালো হয়। মানে লজিকটা দেখেন, আপনার প্রায় দুই বছরের পড়া নাকি পরীক্ষার হলে ঢুকার আগ পর্যন্ত পড়লে পরীক্ষা ভালো হবে। আপনি যে টপিক পড়ে পরীক্ষার হলে ঢুকবেন, সে টপিক থেকে প্রশ্ন এলে আপনি ভালোমত উত্তর করতে পারবেন সবাই জানে। কিন্তু যে টপিকটা পড়লেন না, সেটাতে যে আপনার ফোকাস কমে গেলো, সেখান থেকে প্রশ্ন আসলে তখন কি করবেন?

তাহলে এগুলো থেকে উত্তরণের উপায় কী?

১. এক্সামব্যাচে বেশি করে পরীক্ষা দেন। প্র্যাকটিস অনেক বাড়ানো লাগবে। কোথায় পরীক্ষা দিবেন, কোথা থেকে প্র্যাকটিস করবেন, সেটা আপনার সমস্যা আপনিই বুঝে নেন।

২. কার মার্ক কী সেটা দেখে আপনার কাজ নাই। আপনার মার্ক আপনার কাছে, আপনার প্রেপ আপনার কাছে, আপনার অ্যাডমিশন আপনার কাছে, আপনার রেজাল্ট আপনার কাছে, আপনি আপনার কাছে। মনে রাখবেন কথাটা।

৩. ডাক্তারি অ্যাডমিশনে অন্তত ৯০ টার ধারেকাছে দাগানোর ট্রাই করবেন। তাই বলে সবই দাগাতে যাওয়ার দরকার নাই, এখন আপনি আমার মত পাগলাটে হলে তাহলে আলাদা বিষয়।

৪. পরীক্ষার আগের একদিন দুইদিন পড়ায় একটু ঢিলা দিতে পারেন। ততদিনে পড়া হয়ে যাবে অনেক বেশি, বেশিরভাগ সিলেবাসই, হয়তোবা একদম ১০০% সিলেবাসই কভার হয়ে যাবে, তখন যতটা সম্ভব ঠাণ্ডা থাকার চেষ্টা করতে হবে। ওই সময়টাতে অনেকেই প্যানিক করে জন্য ভয়ানক ভালো প্রেপ নিয়েও অনেকে অ্যাডমিশন ভালো করতে পারে না। আর পরীক্ষার হলে ঢোকার আগে এইযে দেখেন না যে ছেলেপেলে বই হাতে নিয়ে পড়ায় মগ্ন থাকে, এটা যদি মনে করেন আপনার লাভ হবে তাহলে পরীক্ষার হলে ঢোকার ১ সেকেন্ড আগ পর্যন্তও পড়বেন। যদি মনে করেন লাভ নাই, তাহলে লাভ নাই।

৫. মেডিক্যাল দিয়ে এসে প্রশ্ন না মিলানোটাই ভালো ডিসিশন হবে, যদি এএফএমসি-এএমসি ভালো করার ন্যূনতম ইচ্ছা আপনার থাকে। আর মিলালে মিলাবেন, কিন্তু একটু খেয়াল রাখবেন যাতে এইজন্য আপনার মনমেজাজের অবস্থা *ইয়ে* না হয়ে যায়। মেডিক্যালে চান্স পেয়ে গেলে তো ভালো, নাহলে এএফএমসি-এএমসি তো দেওয়া লাগবে, বলেন?

বোঝা যায় কিছু?


~ সীমান্ত

Medilogy

21 Dec, 14:47


"A man's ambition should never exceed his worth"

– unknown

Medilogy

20 Dec, 20:19


কারণ চান্স না পাইলে যেমনটা দেখানো হয় ক্যান্ডিডেট "হেরে" গেছে, ঐটা সত্যি বলতে কেউ হারে না। losing a battle doesnt mean losing the war. হিসাবনিকাশ ঐটার পরও বাকি থাকে অনেক।

তাই, প্লিজ, ভাগ্যে বিশ্বাস রাখা জরুরী।

Medilogy

20 Dec, 18:07


#medilogy_MAT_analysis

মেডিক্যাল ভর্তি পরীক্ষার আন্তর্জাতিক প্রশ্ন সংকলন

Medilogy

20 Dec, 18:06


#medilogy_DAT_analysis

ডেন্টাল ভর্তি পরীক্ষার ২০২১-২২ থেকে ২০০০-০১ সেশন পর্যন্ত আন্তর্জাতিক বিষয়াবলীর প্রশ্ন সংকলন

Medilogy

08 Dec, 05:22


যেকোনো ভর্তি পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ঐ ভর্তি পরীক্ষা সম্পর্কে ধারণা রাখা (প্রিপারেশন কিরকম হবে সেটার কথা বলতেছি না)।

অনেকেই আছেন এখন পর্যন্ত জানেন না যে এবার মেডিক্যালে সেকেন্ড টাইমারদের ৩ কাটা হবে এবং জিপিএর উপর ১০০ মার্ক রাখা হবে। অনেকেই জানেন না যে সরকারি মেডিক্যালে সিট ৫৩৮০ টা, এএফএমসি-এএমসির টোটাল সিট ৩৭৫ টা এবং সরকারি ডেন্টালে সিট ৫৪৫ টা। অনেকেই জানেন না যে এইসব ভর্তি পরীক্ষায় অ্যাপ্লাই করার জন্য কলেজের চয়েস সাজানো লাগে, নাহলে মার্ক ভালো পাইলেও চান্স অনিশ্চিত হয়ে যায়। অনেকেই জানেন না যে এইসব ভর্তি পরীক্ষা নির্দিষ্ট কিছু সেন্টারে হয় এবং সেইসব সেন্টারগুলোর ক্যাপাসিটি লিমিটেড জন্য একদম শেষ ডেটের ভরসায় না থেকে যত দ্রুত সম্ভব অ্যাপ্লাই করাই ভালো। অনেকেই জানেন না যে এএফএমসি-এএমসি ভর্তি পরীক্ষা ৬ টা জেলার সেনানিবাসে (ঢাকা, বগুড়া, রংপুর, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম) হয়। অনেকেই জানেন না যে এইসব ভর্তি পরীক্ষায় কোনোপ্রকার রাফ পেপার দেয়া হয়না এবং প্রশ্নে উত্তর নির্দেশ করে এমন দাগ দেয়া নিষেধ। অনেকেই জানেন না যে কোথাও চান্স পাওয়ার পর কাগজপাতি, ফটোগ্রাফ একদম রেডি রাখা লাগে জমা দেয়ার জন্য।

আপনি খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছেন, সন্দেহ নাই, কিন্তু যেইজন্য প্রিপারেশন নিচ্ছেন ঐ জিনিসটা সম্পর্কে ধারণা না রাখলে চলে? আমরা তো আর আপনাকে মুখে তুলে ঐ ধারণা খাওয়ায়ে দিতে পারি না, আপনার অ্যাডমিশন, আপনারই এইসব খোঁজ রাখা লাগবে।

Medilogy

07 Dec, 17:14


AFMC-AMC mythbusting

১. এএফএমসি সরকারি, প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিচালিত। এএমসি আছে ৫ টা, এগুলো বেসরকারি, সেনাবাহিনী পরিচালিত। ভর্তি পরীক্ষা একটাই, মার্কের ভিত্তিতে অ্যালটমেন্ট হয়।
২. এএফএমসি-এএমসিতে অ্যাপ্লাই করতে আর পরীক্ষা দিতে শারীরিক যোগ্যতা লাগে না। শারীরিক যোগ্যতা লাগে পরীক্ষা দেওয়ার পর, সিলেকশনে গিয়ে। আর শারীরিক যোগ্যতার ক্ষেত্রে অনেকাংশে ছাড় দেয়া হয় যতদূর জানি এবং দেখছি, যেহেতু আইএসএসবিতে অ্যাটেন্ড করার কোনো ব্যাপার নাই এখানে।
৩. এএফএমসিতে এমবিবিএস পাশ আর ইন্টার্নশিপ পর্যন্ত ১০ লাখের মত খরচ হয়, এএমসিগুলোতে ৩০-৩৫ লাখের মত।
৪. এএফএমসিতে সিট ১২৫ টা, এএমসিগুলাতে টোটাল ২৫০ টা।
৫. প্রিপারেশন মেডিক্যালের যা, এএফএমসিরও তাই।

Medilogy

07 Dec, 14:39


কারণ মেডিক্যালের আগে আমাদের আছে ৪০ দিন, কিন্তু আসলে আমাদের আছে ৩৫ দিন অথবা কম। একইভাবে আমাদের ডেন্টালের আগে আছে ৮০ দিন, কিন্তু আসলে আমাদের আছে ৭৫ দিন অথবা কম। মেডিক্যালের ১-২ সপ্তাহের মধ্যেই এএফএমসি হওয়ার সম্ভাবনা প্রবল (note that আমি একবারও "হবে" শব্দটা উল্লেখ করিনি)। আর আগামীকালই সম্ভবত মেডিক্যাল আর ডেন্টালের সার্কুলার দিতে পারে।

সেক্ষেত্রে আমাদের করণীয়, আগে আমরা দেখবো অ্যাপ্লাইয়ের তারিখ, যে মেডিক্যাল শেষ হওয়ার পর ডেন্টালে অ্যাপ্লাই করা যাবে কিনা, সেক্ষেত্রে আমরা ডেন্টালের অ্যাপ্লাই মেডিক্যাল পরীক্ষার পর করতেই পারি। কিন্তু মেডিক্যাল পরীক্ষার আগেই ডেন্টালের অ্যাপ্লাই শেষ হয়ে গেলে তাহলে কিন্তু ডেন্টালে অ্যাপ্লাই করতেই হবে। একইভাবে এএফএমসির ব্যাপারটাও তাইই বলা যায়।

আমাদের এমনটা কখনোই মনে করা উচিত না যে আমরা আমাদের টার্গেট জায়গায় চান্স পাবোই বা এরকম কিছু, কারণ ঐ টার্গেট মিস যাওয়ার জন্য খুব বেশি কিছু আসলে লাগে না।


~ সীমান্ত

Medilogy

07 Dec, 09:12


exhausted? take some time off. reload. refuel. restore. it aint the end of reality.

Medilogy

05 Dec, 02:50


Medilogy pinned «মেডিকেল প্রিপারেশন নেওয়া বাচ্চাগুলো অনেক পড়ছে এটা বড় ব্যাপার নয়। বড় ব্যাপার হলো ওরা যে রকম মানসিক স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে। বিশেষ করে সেকেন্ড টাইমার বাচ্চারা। এত লম্বা সময় ধরে বাচ্চাগুলো এই স্ট্রেস হ্যান্ডেল করছে। এই অবস্থা থেকে মুক্তি দরকার। তার জন্য চান্স…»

Medilogy

05 Dec, 02:50


মেডিকেল প্রিপারেশন নেওয়া বাচ্চাগুলো অনেক পড়ছে এটা বড় ব্যাপার নয়। বড় ব্যাপার হলো ওরা যে রকম মানসিক স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে। বিশেষ করে সেকেন্ড টাইমার বাচ্চারা। এত লম্বা সময় ধরে বাচ্চাগুলো এই স্ট্রেস হ্যান্ডেল করছে। এই অবস্থা থেকে মুক্তি দরকার। তার জন্য চান্স পাওয়া দরকার। বাচ্চাগুলো যখন তার এই কষ্টের পুরস্কার পায় তখন তাদের মুখগুলোও হয় দেখার মতো। তার পরিবার, আপনজন মিলিয়ে এমন এক আনন্দর মূহুর্ত তৈরী হয় যা ওদের কল্পনার থেকেও আনন্দের। সবার জন্য দোয়া।

Medilogy

04 Dec, 14:19


কর্মমুখী রসায়ন - Chapter analysis

#medunitions


১. কোনটি কোন ধরনের প্রিজারভেটিভস ( শক্তিশালী, প্রাকৃতিক, কৃত্রিম) - সব থেকে গুরুত্বপূর্ণ

২. কোনো জিনিসে কোনো কিছুর সংযুতি কত শতাংশ??

( ফরমালিন, মাছ , মাংস, বাশ কোরল,দুধ, কাচ , মাখন, ইত্যাদি)

৩.সাসপেনশন, কোয়াগুলেশন, কলয়েড এই ছকটা -২০০%( details দেখবা এই অংশটুকু)....

৪. গ্লাস ক্লিনার, যত ধরনের টয়লেট্রিজ, মেহেদি,পারফিউম এগুলার composition খাতায় ছক করে একজায়গায় রাখবা। মনে থাকবে সহজে।

৫. যত ধরনের সংকেত এবং বানিজ্যিক নাম, temperature, ppm..


Note : অনুশীলনীর প্রশ্ন - হাজারি স্যার পড়লেই হবে শুধু।


~ নোমান ভাইয়া

Medilogy

03 Dec, 19:26


greetings, dear fellow weary traveller. we know you're travelling a gruelling and challenging path, many of us have gone down that path quite some time ago, and we know it's taking a toll on you.

thus we recommend that you take care of yourself, of both your physical and mental health, so that the rest of the journey becomes easier for you.

Medilogy

03 Dec, 10:20


#medilogy_MAT_analysis
#medilogy_DAT_analysis
#medilogy_AFMC_analysis

২০২৩-২৪ থেকে ২০১৮-১৯ সেশন পর্যন্ত মেডিক্যাল, ডেন্টাল ও এএফএমসি-এএমসি ভর্তি পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস এ তিন হ্যাশট্যাগে ক্লিক করলেই পাবেন। যেহেতু এ চ্যানেল পাবলিক, তাই টেলিগ্রামে যে কেউই এগুলো দেখতে পারবেন, যেহেতু আমরা অনেকেই অন্যান্য সকল সোশ্যাল মিডিয়া থেকে ডিসকানেক্টেড হয়ে শুধু টেলিগ্রামেই কানেক্টেড আছি।


good luck to all of you, no matter how good or bad your preparation is, no matter how much struggle you're going through.

Medilogy

03 Dec, 06:42


#medilogy_DAT_analysis

২০২৩-২৪ সেশন থেকে ২০১৮-১৯ সেশন পর্যন্ত ডেন্টাল ভর্তি পরীক্ষায় আসা ইংরেজি প্রশ্ন অ্যানালাইসিস

feel free to share if needed!

Medilogy

02 Dec, 12:05


#medilogy_DAT_analysis

২০২৩-২৪ সেশন থেকে ২০১৮-১৯ সেশন পর্যন্ত ডেন্টাল ভর্তি পরীক্ষায় আসা রসায়ন দ্বিতীয় পত্র প্রশ্ন অ্যানালাইসিস

feel free to share if needed!

Medilogy

25 Nov, 08:20


Medilogy pinned «পড়াশোনার কি অবস্থা বুঝতেছো না! রিভিশনে যাওয়ার আগে অবস্থা বোঝার জন্য এক্সাম হয়ে যাক??? ‘মেডিলজি চ্যাম্প -MAT 24’। তারিখ ৮ ডিসেম্বর রাত দশটা।থাকছে এক লক্ষ টাকার প্রাইজমানি।রেজিস্ট্রেশন লিংক https://forms.gle/a3UWGJc1GND7s8po8»

Medilogy

25 Nov, 08:20


পড়াশোনার কি অবস্থা বুঝতেছো না! রিভিশনে যাওয়ার আগে অবস্থা বোঝার জন্য এক্সাম হয়ে যাক???

‘মেডিলজি চ্যাম্প -MAT 24’। তারিখ ৮ ডিসেম্বর রাত দশটা।থাকছে এক লক্ষ টাকার প্রাইজমানি।রেজিস্ট্রেশন লিংক

https://forms.gle/a3UWGJc1GND7s8po8

Medilogy

24 Nov, 13:04


#medunitions

ডাক্তারি ভর্তি পরীক্ষার জন্য সেমিকন্ডাক্টর অধ্যায় থেকে যা যা পড়লে ভালো

১. সকল বিজ্ঞানীর নাম ও কাজ
২. পরিবাহী, অর্ধপরিবাহী, অপরিবাহীর উদাহরণ, রোধ
৩. শক্তি-যোজন-নিষিদ্ধ-পরিবহন ব্যান্ড, ব্যান্ড অনুযায়ী পরিবাহী-অর্ধপরিবাহী-অপরিবাহী
৪. এক্সট্রিন্সিক সেমিকন্ডাক্টরের উদাহরণ
৫. n-p type অর্ধপরিবাহী তৈরি প্রক্রিয়া, হোল-ইলেকট্রন কোনটি কোন বাহক
৬. জাংশন ব্যারিয়ার মান, ডায়োড ব্যবহার
৭. সম্মুখ-বিপরীত বায়াসের বৈশিষ্ট্য (প্রবাহ উৎপন্ন, প্রবাহমাত্রা, বিভবপার্থক্য-প্রবাহের সম্পর্ক)
৮. রেক্টিফিকেশন প্রক্রিয়া
৯. ট্রাঞ্জিস্টর সংজ্ঞা, প্রকার, অংশ, সুবিধা-অসুবিধা, ব্যবহার, ট্রাঞ্জিস্টর অ্যাম্প্লিফায়ার ব্যবহার
১০. সংখ্যাপদ্ধতি প্রকারভেদ, রূপান্তর (সলভ করার জিনিস, সলভ করলে খুবই ভালো হয়, যেহেতু আইসিটিতেও পড়ছেন সবাই)
১১. বুলিয়ান বীজগণিতের সূত্র-সম্পর্ক, লজিকগেট প্রকারভেদ ও সংজ্ঞা (এগুলোও আইসিটির পড়া, এখন পড়তে বেশি সময় লাগার কথা না)
১২. ইসহাক স্যারের সারসংক্ষেপ (সেটা অবশ্যই চ্যাপ্টারটা একবার পড়ার পর পড়বেন)
১৩. অনুশীলনী (ইসহাক স্যার তপন স্যার দুইটাই সলভ করতে পারলে খুবই ভালো হয়, আগে ইসহাক স্যার সলভ করতে হবে। বেশিরভাগ প্রশ্নই লাগে, স্কিপের প্রশ্ন কিছুটা কম বলা যায়)

Medilogy

24 Nov, 10:44


never let anyone belittle your efforts. never belittle others' efforts.

Medilogy

24 Nov, 06:26


#medunitions

ডাক্তারি ভর্তি পরীক্ষার জন্য চল তড়িৎ অধ্যায় থেকে যা যা পড়লে ভালো

১. সকল গাণিতিক সূত্র, একক, মাত্রা, মুখস্ত মান
২. তাপমাত্রা গুণাঙ্ক বলতে কী বুঝায়?
৩. জুলের তাপী ক্রিয়ার তিন সূত্র ও গাণিতিক রূপ
৪. প্রবাহ ও প্রবাহঘনত্বের সাথে তাড়নবেগের সম্পর্ক
৫. রোধের দুই সূত্র, নির্ভরশীলতা, সমবায়ের প্রকারভেদ, শ্রেণি সমবায়ের বৈশিষ্ট্য, সমান্তরাল সমবায়ে R ও nr এর সম্পর্ক
৬. ওহমের সূত্র
৭. ওয়াট/কিলোওয়াট-ঘণ্টা বলতে কী বুঝায়? BOT কী?
৮. ফিউজের তার – ৩ ভাগ সীসা, ১ ভাগ টিন, শ্রেণিতে যুক্ত, গলনাঙ্ক কম
৯. তড়িৎকোষের প্রকারভেদ ও উদাহরণ
১০. কার্শফের সূত্র:
প্রথম সূত্র – যোগফল শূন্য
দ্বিতীয় সূত্র – মোট তড়িৎচালক শক্তি=রোধ ও প্রবাহমাত্রার গুণফলগুলোর যোগফল
১১. শান্ট – কম রোধ, সমান্তরালে যুক্ত, অ্যামিটারে ব্যবহারিক প্রয়োগ, সংশ্লিষ্ট সূত্র
১২.
অ্যামিটার – তড়িৎ পরিমাপ, বর্তনীতে শ্রেণিতে যুক্ত, নিম্নরোধ ব্যবহৃত যাতে পরিমাপ্য প্রবাহ হ্রাস না পায়
ভোল্টমিটার – বিভবপার্থক্য পরিমাপ, বর্তনীতে সমান্তরালে যুক্ত
পটেনশিওমিটার – দুটি কোষের emf এর তুলনায় ব্যবহৃত। কম মানের বিভবপার্থক্য, প্রবাহ ও রোধও পরিমাপ করা যায়
হুইটস্টোন ব্রিজ – চারটি রোধের লুপে চারটি সংযোগস্থল, যেকোনো দুটি বিপরীত সংযোগস্থলের মাঝে বিদ্যুৎকোষ, অপর দুটির মাঝে গ্যালভানোমিটার
পোস্টঅফিস বক্স – অজানা রোধ নির্ণয়, হুইটস্টোন ব্রিজের ঘনসংবদ্ধ রূপ। প্রথম ব্যবহৃত হত পোস্টঅফিসে টেলিগ্রাফের তারের রোধ নির্ণয়ে, তাই নাম পোস্টঅফিস বক্স
১৩. অনুশীলনী (অংক অনেকগুলোই স্কিপ করার মত। হাতে হাতে ক্যালকুলেশন করা গেলে স্কিপ করা যাবে না। অনুশীলনী সলভ করলেই অংক ও আনুষঙ্গিক প্রশ্ন সম্পর্কে ধারণা পাবেন)

Medilogy

24 Nov, 05:11


ইংরেজি নিয়ে জাতীয় সমস্যার সলভ :

প্রথম কথা ইংরেজি এখন বাকি সময়ের মধ্যে কিভাবে শেষ করবে?
উত্তর :
step 1★তুমি প্রথমে রুটিন করে নাও। দিন ভাগ করে নাও। ৩ দিন রাখো Right form of verb, ১ দিন রাখো tense, ২ রাখো noun... এভাবে করে রুটিন বানাও ৭ দিনের। তাহলে দেখবে ইজি হবে।
step 2★ প্রথমে MAT, DAT,BCS ভালভাবে সলভ করবে। এই ৩ টা segment সলভ করার সময় দরকার হলে explanation নিজে লিখে রাখবে ছোট করে, যাতে পরে বুঝতে সুবিধা হয়। type ধরে ধরে সলভ করবে তাহলে catch করতে সুবিধা হবে।
step 3★ এরপর বাকি যতটুকু সময় / দিন তোমার হাতে বরাদ্দ থাকলো এই topic এর জন্য সেই সময়টুকুতে DU, RU ,CUএর প্রশ্ন সলভ করো। কেউ জব প্রশ্ন সলভ না করতে পারলে অসুবিধা নাই। সলভ করলে লসও নাই। আশা করি বুঝছো। Question short, খুব কম সময়ে পড়া যায় এমন প্রশ্ন বারবার দেখবা। এগুলাই আসে।

step 4★ Vocabulary প্রতিদিন ২০-৩০ টা যেভাবে সুবিধা হয় পড়বে। আজকে ৩০ মিনিট ভোকাবুলারি পড়লে কালকে যখন আবার নতুন পড়া শুরু করবে , তখন আগের দিনের পড়া রিভিশনের জন্য ৫-১০ মিনিট রাখবে। ভোকাবুলারি নিয়মিত পড়লে তবেই ভাল করা সম্ভব। আরেকটি কথা, কিছু জিনিস কঠিন লাগলে বারবার লিখবে, তাহলে আত্মস্থ হবে সহজে।

step 5★ যেখানেই এক্সাম দাও না কেন, সেই প্রশ্নতে কি কি ভুল করলে সেগুলা বই এ দাগিয়ে নেয়া। এভাবে বারবার ভুল যাওয়া জিনিস এ গুরুত্ব দিবে। তা না হলে দেখবে সেই প্রশ্নই ১৭ই জানুয়ারি তোমার জন্য বিপদ ডেকে আনবে।

step 6★ যত যা কিছু পড়বে,চেষ্টা করবে ৫-৬ দিন পর একবার সময় নিয়ে রিভিশন দেয়ার as a whole & যা পড়বে সাথে সাথে recall করার চেষ্টা করবে vocab part। Grammar part ইজি, যদি তুমি বাংলা অর্থ ধরে ধরে চিন্তা করো সহজভাবে।


~ নোমান ভাইয়া

Medilogy

23 Nov, 09:16


#medunitions

ডাক্তারি ভর্তি পরীক্ষার জন্য আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব এবং তাপগতিবিদ্যা অধ্যায় থেকে যা যা পড়লে ভালো

আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব:
১. সকল গাণিতিক সূত্র, একক, মাত্রা, কোন রাশি দ্বারা কী বুঝায় (তাপগতিবিদ্যার জন্যও প্রযোজ্য)
২. আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য ও সূত্রাবলী, আদর্শ গ্যাস সমীকরণ
৩. প্রমাণ তাপমাত্রা-চাপ, পরমশূন্য তাপমাত্রা
৪. গ্যাসের অণুর মৌলিক স্বীকার্য (বেশি জটিল লাগলে এটা অধ্যায় শেষ করার পরে পড়বেন)
৫. অতিবিক্ষ্যাত "মূল গড় বর্গবেগ" সম্পর্কিত তথ্য
৬. গ্যাসের গতিতত্ত্বের জনক বার্নৌলি এবং ব্রাউনীয় গতির আবিষ্কারক আইনস্টাইন, যেটা আমরা অনেকেই ভুল করি
৭. গড় মুক্তপথের নির্ভরশীলতা (যদিও এটার গাণিতিক সূত্র জানা থাকলে আলাদা করে পড়ার দরকার নাই তেমন)
৮. স্বাধীনতার মাত্রার এবং γ এর মানগুলো, এর গুরুত্ব (তাপগতিবিদ্যা অধ্যায়ে আছে)
৯. সম্পৃক্ত-অসম্পৃক্ত বাষ্পের বৈশিষ্ট্য (মূল পয়েন্ট – সংজ্ঞা, স্থান, বয়েল-চার্লসের সূত্র মানে কিনা, রূপান্তর। এটা জটিল মনে হলে অধ্যায় পড়া শেষ করার পর পড়বেন)
১০. 0° ও 100°C এ বাষ্পচাপের মান
১১. আর্দ্রতার প্রকারভেদ, সংশ্লিষ্ট ঘটনাবলী (গল্প পড়ার মত করে পড়বেন, মুখস্ত করার দরকার নাই, মূল জিনিস বুঝতে পারলেই হইছে), আপেক্ষিক আর্দ্রতা x% দ্বারা কী বুঝায়?
১২. আর্দ্রতামাপক যন্ত্রের শ্রেণিবিভাগ, হাইগ্রোমিটারের পাঠের পার্থক্যের ব্যাখ্যা

তাপগতিবিদ্যা:
১. উষ্ণতামিতিক ধর্ম ও পদার্থের নাম (উদাহরণ – রোধ-পারদ থার্মোমিটার, পাইরোমিটার) ও ব্যবহার
২. তাপগতিবিদ্যার সকল সূত্র, সম্পর্কিত সকল বিজ্ঞানীদের নাম, ব্যবহার, মূল বক্তব্য
৩. তাপমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে C/5=F-32/9=K-273/5 (অ্যাডমিশনে এসেও এই সূত্র না জানলে চড়ানো উচিত), তাপমাত্রার পার্থক্যের ক্ষেত্রে 1°C=1.8°F=1K, এবং সংশ্লিষ্ট সব অংক
৪. ত্রৈধবিন্দুর শর্তাবলী, অক্সিজেন, আর্গন, পারদ ও পানির ত্রৈধবিন্দু (পানিরটা আপনারা সবাইই জানেন)
৫. কোন তাপমাত্রা কোন কোন স্কেলে একই মান দেয় টাইপের অংক (এগুলো সোজা মুখস্ত করবেন)
৬. তাপগতীয় প্রক্রিয়াগুলোর দাগানো লাইন
৭. সিস্টেমের প্রকারভেদ ও সংজ্ঞা
৮. সমোষ্ণ-রুদ্ধতাপীয় পরিবর্তনের শর্ত-বৈশিষ্ট্য (মিলিয়ে পড়লে সহজ হবে)
৯. মেয়ার হাইপোথিসিস
১০. তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের বিবৃতিগুলো – (বিবৃতি পুরো পড়তে গেলে প্যাঁচ লাগবেই, তারচে মূল শব্দগুলো মনে রাখলে ভালো)
ক্লসিয়াস – বাইরের শক্তি, স্বয়ংক্রিয় যন্ত্র
কেলভিন – শীতল
প্ল্যাংক – তাপশোষণ, কাজে রূপান্তর
কার্নো – তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর
১১. প্রত্যাবর্তী-অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার শর্ত ও উদাহরণ
১২. কার্নো ইঞ্জিনের অংশগুলো, কোন ধাপে কী প্রক্রিয়া ঘটে, কার্নোচক্রে এন্ট্রপির পরিবর্তন
১৩. কোন ইঞ্জিনের দক্ষতা বেশি?
১৪. রেফ্রিজারেটরের মূলনীতি
১৫. এন্ট্রপির দাগানো লাইন, তাৎপর্য (খুবই গুরুত্বপূর্ণ টপিক), পৃথিবীর তাপীয় মৃত্যু

দুই অধ্যায়েই অনুশীলনী সলভ করা লাগবেই, তবে স্কিপ করার মত প্রশ্নও আছে। হাতে হাতে ক্যালকুলেট করার মত সব অংকই সলভ করা লাগবে।

Medilogy

23 Nov, 07:30


"The enemy who forces you to retreat is himself afraid of you at that very moment."

credits unknown

Medilogy

22 Nov, 12:45


#medunitions

ডাক্তারি ভর্তি পরীক্ষার জন্য পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায় থেকে যা যা পড়লে ভালো

১. সব সূত্র, একক, মাত্রা, কোন রাশি দিয়ে কী বুঝায়
২. রাসায়নিক বন্ধনের প্রকারভেদ ও শর্তাবলী
৩. পদার্থের প্রকারভেদ
৪. স্থিতিস্থাপকতা সংক্রান্ত সংজ্ঞাগুলো: (নিচেরগুলা আগে পড়েন, তারপর অন্য)
নমনীয়/অস্থিতিস্থাপক বস্তু – বাঁকায়া বল সরাইলে সামহোয়াট বাঁকা থাকে
পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু – বাঁকায়া বল সরাইলে ঐরকমই বাঁকা থাকে
পূর্ণ স্থিতিস্থাপক বস্তু – বাঁকায়া বল সরাইলে একদম আগের মত হয়া যায়
পূর্ণ দৃঢ় বস্তু – বল দিয়া বাঁকানো বেসম্ভব
স্থিতিস্থাপক সীমা – বলের যেই সীমা পর্যন্ত বস্তু পূর্ণ স্থিতিস্থাপক
অসহ/ভঞ্জক ভার/ওজন – ন্যূনতম ভার/ওজনের নিগে বস্তু ছিঁড়তাছে/ভাঙতেছে
অসহ পীড়ন – একক ক্ষেত্রফলে অসহ ভার
৫. বিকৃতি-পীড়নের প্রকারভেদ, সেগুলোর সংজ্ঞা, সূত্র
৬. স্থিতিস্থাপক গুণাঙ্কের প্রকারভেদ, সেগুলোর সংজ্ঞা
৭. ইসহাক স্যারের বইয়ের গুণাঙ্কের ছক। প্রাথমিকভাবে নিচের উপায়ে পড়তে পারেন
কোনো তরলের কখনো Y আর n গুণাঙ্ক থাকে না। সব পদার্থের আয়তন গুণাঙ্ক থাকে।
স্টিল লোহা নিকেলের Y একই (2x10^11N/m²)
তামা আর পিতল দুইটা একই টাইপের জিনিস, এদের Y ও কাছাকাছি [যথাক্রমে (1.26 ও 1)x10^11N/m²]
সীসার Y সবচে কম (7x10^10N/m²)
পারদ অনেক ভারী তাই এর K সবচে বেশি (2.6x10^10N/m²)
পানি আর গ্লিসারিনের K যথাক্রমে (2.1, 4)x10^9N/m²
৮. পয়সনের অনুপাতের সম্ভাব্য মান, মানের ছক (যে কয়টা পারেন পড়েন), এর একক ও মাত্রা নেই
৯. প্রবাহের প্রকারভেদ
সম-অসম প্রবাহীর সর্বক্ষণ বেগের সাথে সম্পর্কিত
স্থির-অস্থির প্রবাহীর বেগের দিকের সাথে সম্পর্কিত
শান্ত-অশান্ত যেকোনো বিন্দুতে প্রবাহীর বেগের মান ও দিকের সাথে সম্পর্কিত
১০. শান্ত-অশান্ত প্রবাহের বৈশিষ্ট্য
১১. প্রান্তিক বেগের নির্ভরশীলতা
১২. নিউটনের প্রবাহের সূত্র, নিউটনীয়-অনিউটনীয় তরল কী?
১৩. সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা, একক, গ্লিসারিন-পানির সান্দ্রতার সম্পর্ক, সান্দ্রতার প্রয়োজনীয়তা
১৪. তরল ও গ্যাসের সান্দ্রতার উপর তাপমাত্রা-চাপের প্রভাব
১৫. রেনল্ড, স্টোকসের সূত্র (গাণিতিক রূপ ভালোমত জানা থাকলে বাংলা যা লেখা আছে তা বুঝতে সহজ হবে)
১৬. পৃষ্ঠটান-শক্তির একক, বৈশিষ্ট্য, পৃষ্ঠটানের প্রভাবক বিষয় ও ব্যবহার
১৭. সংসক্তি – একই পদার্থ
আসঞ্জন – বিভিন্ন পদার্থ
১৮. স্পর্শকোণের প্রকারভেদ, উদাহরণ, নির্ভরশীলতা
১৯. অনুশীলনী (বেশ কয়েকটা স্কিপ করা যাবে, হাতে হাতে অংক যা যা করা যাবে সবই করলে ভালো)

Medilogy

21 Nov, 17:06


#medunitions

ডাক্তারি ভর্তি পরীক্ষার জন্য গতিবিদ্যা অধ্যায় থেকে যা যা পড়লে ভালো

(আমি আরেকবার বলতেছি, আগেও বলছি, চ্যাপ্টারটা যদি আগে পড়া না থাকে তাহলে আগে এ টপিকগুলোই "পড়লে ভালো", এগুলো থেকে কমন থাকবেই এমন গ্যারান্টি কেউ দিতে পারবে না। in a battle you should never be empty handed, use anything at your disposal)

১. সকল সূত্র
২. এক, দ্বি, ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামোর উদাহরণ, জড় প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতির সূত্র প্রযোজ্য, আপেক্ষিক গতির সংজ্ঞা, সব গতিই আপেক্ষিক গতি
৩. কিছু সংজ্ঞার গুরুত্বপূর্ণ শব্দগুলো
দূরত্ব – সময়ের সাথে অবস্থানের পরিবর্তন
সরণ – নির্দিষ্ট দিকে (দূরত্বের সংজ্ঞা)
দ্রুতি – একক সময়ে অতিক্রান্ত দূরত্ব
বেগ – একক সময়ে অতিক্রান্ত সরণ
গড়দ্রুতি – দূরত্ব/সময়
গড়বেগ – সরণ/সময়
তাৎক্ষণিক দ্রুতি – শূন্যের কাছাকাছি ব্যবধানে সময়ের সাথে বস্তুর দূরত্ব পরিবর্তনের হার
তাৎক্ষণিক বেগ – একই, দূরত্বের জায়গায় সরণ হবে
মধ্যবেগ – (আদিবেগ+শেষবেগ)/২ [যখন একইদিকে]
৪. ত্বরণের প্রকারভেদ ও উদাহরণ
৫. প্রাসের –
i. গতিপথ দ্বিমাত্রিক ও প্যারাবোলা (ইসহাক স্যারের বইয়ে প্যারাবোলা মানে অধিবৃত্ত লেখা যদিও আসল অর্থ পরাবৃত্ত, কী দাগাবেন সেটা আপনার সমস্যা)
ii. ৪৫° নিক্ষেপণে পাল্লা সর্বোচ্চ
iii. সর্বাধিক উচ্চতায় বেগ-ত্বরণ কোণ ৯০° ও বেগ একমাত্রিক
iv. আনুভূমিক বরাবর ত্বরণ নেই
৬. গ্যালিলিওর তিন সূত্র (মহাকর্ষ ও অভিকর্ষ অধ্যায়েও বলছিলাম, ডিটেইল আপনারা আগেই পড়ছেন, এখন এক নজর দেখেন)
৭. গিনি-পালক পরীক্ষা নিউটনের, ১৮০ ফুট হেলানো স্তম্ভ থেকে
৮. বৃত্তাকার পথে সমদ্রুতিতে কৃতকাজ শূন্য কিন্তু ত্বরণ উপস্থিত কারণ বেগ পরিবর্তিত না হলেও প্রতিমুহূর্তে দিক পরিবর্তিত হচ্ছে
৯. সুষম বৃত্তীয় গতির বৈশিষ্ট্য
১০. অনুশীলনী (বেশিরভাগই সলভ করতে পারলে ভালো হয় খুবই। স্কিপ করার মত জিনিস কম না)

Medilogy

21 Nov, 11:38


#medunitions

ডাক্তারি ভর্তি পরীক্ষার জন্য তরঙ্গ অধ্যায় থেকে যা যা পড়লে ভালো

(এমন না যে এখান থেকে সবই কমন আসবে, এমনকি এই অধ্যায় থেকে প্রশ্ন নাইই থাকতে পারে, এটা প্রশ্নকর্তাদের ইচ্ছা। কিন্তু, যদি পড়তেই চান, এ টপিকগুলো পড়ে রাখলে ভালো, তারপর নাহয় সময় বা ইচ্ছা বা দুটোই থাকলে বাকিগুলোও দেখবেন)

১. তরঙ্গের বৈশিষ্ট্য, প্রকারভেদ
২. আড় তরঙ্গ – সমকোণ, শীর্ষ-পাদ
লম্বিক তরঙ্গ – সমান্তরাল, সংকোচন-প্রসারণ
এদের বৈশিষ্ট্য (সংজ্ঞা, তরঙ্গদৈর্ঘ্য, সমবর্তন, তরঙ্গ উৎপন্নের কারণ – এ চারটা বৈশিষ্ট্য সবার আগে পড়তে হবে, দুই তরঙ্গের বৈশিষ্ট্য মিলায়ে পড়লে ভালো) ও উদাহরণ
৩. তরঙ্গ সংক্রান্ত রাশির সংজ্ঞা (এগুলো লাগবেই, কোনো মাফ নাই। কিন্তু গরুর রচনার মত পুরা সংজ্ঞা পড়ারচে কয়েকটা শব্দ পড়লে কাজে দিবে)
পূর্ণকম্পন – এক বিন্দু থেকে ঐদিক দিয়ে ঐ বিন্দুতে ফেরত
দোলনকাল – এক পূর্ণকম্পনে প্রয়োজনীয় সময়
তরঙ্গদৈর্ঘ্য – দোলনকালে তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব (বইয়ে যা লেখা আছে তার সাথে মিলায়ে দেখবেন)
কম্পাঙ্ক – একক সময়ে পূর্ণকম্পনের সংখ্যা (দোলনকালের বিপরীত রাশি)
বিস্তার – সাম্যাবস্থা থেকে ডানে-বামে/উপরে-নিচে সর্বোচ্চ সরণ
দশা – তরঙ্গের কণার মুহূর্তের অবস্থান, গতির অবস্থা-দিক
তরঙ্গমুখ – তরঙ্গের সমদশাসম্পন্ন কণাগুলো যে তলে অবস্থিত
শীর্ষ-পাদ – ধনাত্মক-ঋণাত্মক দিকে সর্বোচ্চ সরণ (আড় তরঙ্গের বৈশিষ্ট্য)
তীব্রতা – একক সময়ে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে শক্তিপ্রবাহ
তীক্ষ্মতা/পিচ – চিকনা-মোটা
জাতি/গুণ/কোয়ালিটি – দুটি শব্দের তীব্রতা-তীক্ষ্মতা একই, উৎস আলাদা, এদেরকে চিহ্নিতকরণের বৈশিষ্ট্য
৪. দশাপার্থক্য=(2π/λ)xপথপার্থক্য সংক্রান্ত অংক ও শর্ত
৫. অগ্রগামী তরঙ্গের বৈশিষ্ট্য (পড়তে পারলে খুবই ভালো, নাহলে আপাতত স্কিপ)
৬. উপরিপাতনের ফলে সৃষ্ট লব্ধি তরঙ্গের মান (শর্ত – একই বিস্তার ও কম্পাঙ্ক)
"প্রায়" একই দশা=> লব্ধি বিস্তার="প্রায়" 2xএকটি তরঙ্গের বিস্তার
বিপরীত দশা=> লব্ধি বিস্তার= "প্রায়" ০
৭. স্থির তরঙ্গের বৈশিষ্ট্য ও শর্ত (পড়তে পারলে ভালো, না পারলে আপাতত স্কিপ)
৮. স্থির তরঙ্গের বিন্দুদ্বয়
সুস্পন্দ বিন্দু=বিস্তার সর্বোচ্চ। পরপর দুটির দূরত্ব λ/2. λ/4 এর জোড় গুণিতক দূরের বিন্দুতে পাওয়া যায়।
নিস্পন্দ বিন্দু=বিস্তার ০। পরপর দুটির দূরত্ব λ/2. λ/4 এর বিজোড় গুণিতক দূরের বিন্দুতে পাওয়া যায়।
৯. পরবশ কম্পনের উদাহরণ
১০. মুক্ত ও পরবশ কম্পনের পার্থক্য
১১. অনুনাদের ক্ষেত্রে অবমন্দন↓=বিস্তার↑=তীক্ষ্মতা↑
১২. ক্ষীণতম ও সর্বোচ্চ সহনীয় শব্দের বিস্তারের মান ও অনুপাত
১৩. তীব্রতার সূত্র, একক, নির্ভরশীলতা
১৪. প্রমাণ তীব্রতা, তীব্রতা লেভেল, বেলের সংজ্ঞা, ডেসিবেল ও তীব্রতার সম্পর্ক (1db=26% intensity)
১৫. Sone
১৬. তীব্রতা লেভেলের ছক (সর্বনিম্ন শ্রাব্য, পাতার শব্দ, স্বাভাবিক কথাবার্তা, জেটপ্লেন, কানে বেদনা দানকারী শব্দ)
১৭. সেকেন্ডে ১ বিট বলতে কী বুঝায়?
১৮. বিটের বৈশিষ্ট্য ও প্রয়োগ
১৯. মূলসুর/প্রথম সমমেল, উপসুর, সমমেল/হার্মোনিক, দ্বিতীয় সমমেল/অষ্টক, তৃতীয় ও চতুর্থ সমমেলের সংজ্ঞা (মূল আর উপসুরের সংজ্ঞা মুখস্ত করেন, কিন্তু সমমেল একবার একবার বুঝতে পারলে পরের বাকিগুলোও বুঝতে পারবেন, মুখস্ত করতে হবে না তখন), সব সমমেল উপসুর কিন্তু সব উপসুর সমমেল নয়
২০. সুরবিরামের ছক
২১. সুর ও স্বর, ত্রয়ীর অনুপাত, সলো ও অর্কেস্ট্রা
২২. সুরযুক্ত শব্দের তিন বৈশিষ্ট্য ও এদের সংজ্ঞা (এর মধ্যে আগেউ দুটোর উল্লেখ আছে)
২৩. টানাতারের সূত্রাবলী (শুধু গাণিতিক সূত্রটা মুখস্ত রাখলেই গরুর রচনা আকারে লেখা সূত্রগুলো বুঝতে পারবেন)
২৪. একমুখ খোলা নলে শুধু বিজোড় হার্মোনিক পাওয়া যায়, দুইমুখ খোলা নলে জোড় ও বিজোড় হার্মোনিক পাওয়া যায়

Medilogy

20 Nov, 14:50


#medunitions

ডাক্তারি ভর্তি পরীক্ষার জন্য জ্যামিতিক আলোকবিদ্যা অধ্যায় থেকে যা যা পড়লে ভালো

১. ফার্মাটের নীতির মাধ্যমে কী কী প্রতিপাদন করা যায়, প্রতিফলন-প্রতিসরণের প্রথম ও দ্বিতীয় সূত্র
২. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত, অপ্টিক্যাল ফাইবারের ব্যবহার
৩. লেন্সমেকারের সূত্রের গাণিতিক রূপ
৪. ইসহাক স্যারের উদাহরণ ৬.১ এর ১ নং অংকে আছে "পানিতে কাঁচলেন্সের ফোকাস দূরত্ব বায়ুতে ফোকাস দূরত্বের ৪ গুণ" এবং এটার ভিত্তিতে ৫ আর ৬ নাম্বার অংকে উত্তর শর্টকাটে বের করা যাবে
৫. বাস্তব-অবাস্তব বিম্ব কোথায় উৎপন্ন হয়, পরম-আপেক্ষিক প্রতিসরণাঙ্ক কোন মাধ্যম থেকে কোন মাধ্যমের ক্ষেত্রে পাওয়া যায়, প্রতিসরণাঙ্কের সূত্রগুলো, ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণের শর্ত
৬. বিবর্ধনের সূত্রের গাণিতিক রূপ ও সংশ্লিষ্ট টুকটাক অংক
৭. লেন্সে প্রতিবিম্বের অবস্থান-প্রকৃতির ছক (আর কিছু যদি নাইই পড়েন, আগে এটা পড়েন)
৮. লেন্সের ক্ষমতার সূত্র, কোন লেন্সে ক্ষমতা +/–
৯. মাইক্রোস্কোপ-টেলিস্কোপের প্রকারভেদগুলো (আগে পড়বেন), প্রতিফলক টেলিস্কোপের সুবিধা-অসুবিধা (এটা পরে পড়লেও চলে)
১০. প্রিজমের প্রতিসরণ তল, শীর্ষ, কোণ, ভূমির সংজ্ঞা (প্রথমটার সংজ্ঞা বুঝতে পারলে বাকিগুলো দেখলেই পারবেন, মুখস্ত করতে হবে না), প্রিজমের মধ্যে বিচ্যুতির রাশিমালা, ন্যূনতম বিচ্যুতির শর্ত ও নির্ভরশীলতা
১১. বিশুদ্ধ, প্রাথমিক, মূল ও পরিপূরক বর্ণ, কোন বর্ণের বিচ্যুতি সর্বোচ্চ-সর্বনিম্ন, হলুদ বর্ণ মধ্য রশ্মি
১২. র‍্যালের সূত্র (র‍্যালে মানে ল্যাম্বডার চতুর্থ ঘাতের সমানুপাতিক)
১৩. অনুশীলনী (সব লাগে না, বেশকিছু স্কিপ করার মত)

Medilogy

20 Nov, 08:55


মাঝেমধ্যে দেখবেন, শ্রম দিচ্ছেন ঠিকই কিন্তু সেই অনুযায়ী ফল পাচ্ছেন না। এর কারণ হতে পারে যে ঐ শ্রমটার ফল হয়তো পরে পাবেন, নয়তো শ্রমটা সঠিক উপায়ে দেয়া হচ্ছে না, অথবা সঠিক জায়গায় দেয়া হচ্ছে না, হতেও পারে শ্রমের ফল না পাওয়ার পিছে নিজেরই কোনো ছোটখাট ভুল আছে।

সে যাইই হোক না কেন, শ্রমের ফল পাওয়া যায়ই। efforts never remain unanswered.

Medilogy

19 Nov, 18:32


#medunitions

প্রচলিত ধারণা অনুযায়ী আমরা ধরে নিচ্ছি অ্যাডমিশন একটা যুদ্ধই, ঠিক আছে। তে যুদ্ধে নামলে কি শুধু গলা ফাটায়া "আমি অ্যাডমিশন যোদ্ধা আমায় জিততেই হবে!" কইলে জিতবেন? না। আপনের লাগবে সরঞ্জাম, মিউনিশন্স, হতে পারে কার্বাইন, মেশিনগান, মর্টার, বুলেট, শেল, ফ্লেয়ার, যেগুলা যুদ্ধক্ষেত্রে কাজে লাগে। we are providing you munitions here for your medical admission *war*. ঠিক আছে?

এই হ্যাশট্যাগে প্রাথমিকভাবে ফিজিক্স আর কেমিস্ট্রির কোন চ্যাপ্টার থেকে কী কী পড়তে হবে, পড়লে ভালো, এগুলোর পোস্ট পাবেন। feel free to give these to anyone you want!

Medilogy

19 Nov, 17:53


#medunitions


ডাক্তারি ভর্তি পরীক্ষার জন্য জ্যোতির্বিদ্যা অধ্যায় থেকে যা যা পড়লে ভালো

১. কোন বিজ্ঞানী কী বলছে, কী করছে, কোন বিজ্ঞানীর নামে কোন ঘটনার নামকরণ আছে
২. v=HD, R=2GM/c² সংক্রান্ত যা একক, মান, মাত্রা, প্রশ্ন আছে সব
৩. মহাবিশ্বের পরিণতির তিন মত, ঘনত্ব প্যারামিটার কোন মতানুযায়ী কত হবে
৪. মহাবিশ্বের মৌলিক উপাদান, সূর্যের ক্ষমতা
৫. গ্যালাক্সির প্রকার ও গঠন
৬. মৌলিক কণাগুলোর ধরন, স্পিন
৭. ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের ব্যাসার্ধ ও চৌম্বকক্ষেত্রের প্রভাব (বাকিগুলো আপনারা পারবেন ঐ কনফিডেন্স আমার আছে)
৮. নক্ষত্রের পরিণতি, চন্দ্রশেখর সীমা
৯. অপ্টিক্যাল টেলিস্কোপের প্রকারভেদ, ব্যবহৃত উপাদান
১০. অনুশীলনী (প্রায় বেশিরভাগ প্রশ্নই লাগে, এখানে অংক কমই, তাও হাতে হাতে করার মত)


~ সীমান্ত

Medilogy

19 Nov, 14:15


#medunitions

ডাক্তারি ভর্তি পরীক্ষার জন্য তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও তাড়িতচৌম্বক আবেশ অধ্যায় থেকে যা যা পড়লে ভালো

১. তড়িতের চুম্বক ক্রিয়া ও চুম্বকের তড়িৎ ক্রিয়া কে আবিষ্কার করেন, এগুলো ক্রিয়া ব্যবহার করে কী কী যন্ত্রপাতি আবিষ্কৃত হয়েছে
২. গাণিতিক সূত্র, সূত্রের প্রয়োগ, কোন সূত্রের মাধ্যমে কী পাওয়া যায়, কোন সূত্রের কোন রাশিতে কী বুঝায়, মাত্রা, একক, কোন এককে কী বুঝায় (সাথে সূত্রের বাংলা বিবরণ ভিত্তিক প্রশ্ন সলভ করতে হবে)
৩. সংশ্লিষ্ট সংজ্ঞা (মূলত সংজ্ঞাভিত্তিক প্রশ্ন সলভ করলে খুবই ভালো হয়, কারণ হুবহু সংজ্ঞা খুব কমই আসে। আর সংজ্ঞা ব্লান্ট মুখস্ত করার চাইতে সংজ্ঞাভিত্তিক প্রশ্ন সলভ করলে মনে থাকে ভালো)
৪. ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম
৫. চৌম্বক বল অনুভব ও সমান্তরাল তড়িৎবাহী পরিবাহীর মধ্যবর্তী ক্রিয়াশীল বলের শর্ত
৬. গাণিতিক উদাহরণ ৪.৬ এর ঠিক আগের "জানার বিষয়" গুলো
৭. ভৌগোলিক ও চুম্বকীয় উত্তর-দক্ষিণ মেরু সম্পর্কিত দাগানো লাইন
৮. ভূচুম্বকত্বের উপাদান, অন্তর্ভুক্ত মানগুলো
৯. চৌম্বক পদার্থের শ্রেণিবিভাগ, উপাদানগুলোর নাম, ফেরো-প্যারা-ডায়াচুম্বকের বৈশিষ্ট্যগুলো (এগুলো মিলিয়ে পড়তে পারলে সহজ মনে হবে)
১০. স্থায়ী চুম্বকের বৈশিষ্ট্য, ব্যবহৃত পদার্থ ও কাজের ছক
১১. দক্ষিণাবর্তী-বামাবর্তী ছক
১২. তড়িৎপ্রবাহের মাত্রা বৃদ্ধির শর্ত
১৩. ট্রান্সফর্মারের দাগানো লাইন, সূত্র ও অংক
১৪. AC, DC সংজ্ঞা, সূত্র, AC প্রবাহগুলোর সম্পর্ক, সংশ্লিষ্ট মান
১৫. আকৃতি গুণাঙ্কের দাগানো লাইন


~ সীমান্ত

Medilogy

19 Nov, 11:03


#medunitions

ডাক্তারি ভর্তি পরীক্ষার জন্য মহাকর্ষ ও অভিকর্ষ অধ্যায় থেকে যা যা পড়লে ভালো:

১. গ্যালিলিওর সূত্র আপনারা সবাইই বহুতবার পড়ছেন। একবার একটু চোখ বুলাবেন।
২. কেপলারের তিন সূত্র
৩. মহাকর্ষীয় ধ্রুবক সংক্রান্ত প্রশ্ন (সংজ্ঞা, মাত্রা, একক)
৪. G এবং বিভিন্ন জায়গায় ও অক্ষাংশে g এর মান, g কত ডিগ্রি অক্ষাংশে আদর্শ
৫. পৃথিবী থেকে কত উচ্চতায়/গভীরতায় g এর মান কত মার্কা অংক
৬. অভিকর্ষ কেন্দ্র (তপন স্যারের বইয়ে ভালোভাবে আছে, পড়লে ভালো)
৭. মুক্তিবেগ সংক্রান্ত সূত্র, অংক, মান এবং v ও ve র সম্পর্ক কেমন হলে কী হবে
৮. ইসহাক স্যার আর তপন স্যারের অনুশীলনী (যেকোনো একটা সলভ করলে আরেকটার অধিকাংশ সলভ করা হয়ে যাবে। অনুশীলনীর যেসব অংক ডাক্তারি ভর্তি পরীক্ষায় আসার মত, সেসব অংক বুঝেশুনে সলভ করলে জোস)


~ সীমান্ত

Medilogy

19 Nov, 09:23


#medunitions

পরিমানগত রসায়ন থেকে যা যা লাগবে :
১. জারক ও বিজারক

২. মোল, মোলারিটি, একক ও সুত্র নিয়ে যত খুটিনাটি

৩. নির্দেশক এর বর্ন পরিবর্তন ( ছক করে নিবে নিজের মত)

৪. অনুশীলনী তে দেখবা আয়ন সমতাকরন আছে। সেখানে

5:10 এমন ম্যাথ আছে সেগুলা দেখে নিবে।

৫. এই অধ্যায় এর ম্যাথ 200% আসবেই

(glucose এর ক্ষেত্রে mg/dl to mmol/L , PPM, W= MVS /1000, PH, n=w/m , n = v/22.4 , n = N/6.023 x 10^-23 এবং S1V1=S2V2 )

৬. বিয়ার ল্যাম্বার্ট এর সুত্র দেখবা।

অনুশীলনী সলভ এর জন্য হাজারী স্যার যথেষ্ট। কেউ চাইলে কবির স্যার এ থাকা এক্সট্রা ম্যাথ করে ফেলবা।

~ নোমান ভাইয়া

Medilogy

19 Nov, 08:16


#medunitions

অর্থনৈতিক রসায়ন থেকে যা যা details পড়বে:
১. কয়লা ২. ন্যানো কনা

৩. কাঁচ ৪. চামড়া ট্যানিং

বাকিগুলা সুপারফিশিয়ালি দাগানো লাইন পড়লেই হবে। অনুশীলনী শুধুমাত্র হাজারী স্যারই এনাফ এই অধ্যায় এর জন্য।


~ নোমান ভাইয়া

Medilogy

18 Nov, 18:07


অনুশীলনী থেকে প্রশ্ন আসবে কিনা কেউ জানেনা। ফিজিক্স কেমিস্ট্রির প্রশ্নের সবগুলোই অনুশীলনী থেকে আসতে পারে, আবার একেবারে নাও আসতে পারে। যে বলবে আসবেই এবং যে বলবে আসবেই না, দুই পার্টির কাউকেই পুরোপুরি বিশ্বাস করবেন না।

তাহলে অনুশীলনী সলভ না করলেই তো চলে! নাকি অনুশীলনী সলভ করাই লাগবে?

জ্বি। অবশ্যই সলভ করা লাগবে। আপ্নে টানা এক কিলোমিটার হাঁটতে পারেন না অথচ ম্যারাথনে নামার আশা করেন। এটা সম্ভব না। আগে অনুশীলনী সলভ করে শেষ করেন, তারপর অন্যান্য প্র্যাকটিস বই প্রশ্নব্যাংক মডেলটেস্ট এগুলা ধরবেন।


~ সীমান্ত

Medilogy

18 Nov, 08:18


বহুত দেখবেন, মেডিক্যালের প্রিপারেশন না নিয়েও মেডিক্যালে চান্স পাইছে। এরকমটা বাস্তবেই হয়। যাদের এইচএসসির সময়ে প্রিপারেশন ভালো থাকে, বেসিকের গুষ্টি উদ্ধার করা থাকে, তাদের জন্য মোটামুটি বেশিরভাগ অ্যাডমিশনই সহজ বলা চলে। এরকম ক্যান্ডিডেট নেহাৎ কম না।

কিন্তু আমি আর আপ্নে ঐরকম না। আমরা খুব ভালো ছাত্র না, একটু বেশি পড়লে হয়তো পারি, এইচএসসিতে ফাঁকিবাজি কৈরা আইছি, ইচ্ছা আছে মেডিক্যালে চান্স লিমু, তাই মেডিক্যালের প্রিপারেশন না নিয়েও চান্স পাওয়া যায় এডা বাস্তব হৈলেও আমাদের জন্য এডা ইল্যুশন। যেহেতু এদ্দিন ধরে মেডিক্যালের প্রিপারেশন লইতেছি, সেহেতু ঐটাই আরো ইম্প্রুভড করার চিন্তা করা লাগবে।

Medilogy

17 Nov, 19:34


those of you who have abandoned other social media only to focus on study, you deserve the best because not everyone can abandon social media, especially to the extent you guys did. a huge applause to you.

this channel is for you, so that even in depression and frustration you may find a beacon of hope and cheer yourself up. that's all we want.

Medilogy

16 Nov, 17:57


আগেও বলছিলাম, এখনো বলি।

পড়াশোনার ব্যাপারে হিংসা করতে যায়েন না। আপনি মনে করলেন পড়াশোনার ব্যাপারে প্রতিযোগিতা করা ভালো, ঠিক আছে, কিন্তু ঐ থেকে কেম্নে জানি প্রতিযোগিতাটা হিংসা হয়ে গেলোগা। প্রতিযোগিতা করতে করতে দেখা যাচ্ছে আপনারচে যেই ভালো রেজাল্ট করে তারেই হিংসা করা শুরু করলেন। কেউ আপনারচে ভালো করবে এই জিনিসটাই সহ্য করতে পারতেছেন না। কেউ ইম্প্রুভমেন্টের চেষ্টা করলে তারে পারলে টানাহেঁচড়া করে পিছে আনেন।

ফলাফলটা হয়তো সাময়িকভাবে এরকম হতেই পারে যে আপ্নে রেজাল্ট ঠিকই ভালো করতেছেন, সবার কাছে ভালো ছাত্রের খেতাব পাইতেছেন, সবাই আপ্নেরে ধন্যি ধন্যি করতেছে। কিন্তু এত সহজে ছাড় পায়া যাবেন? এডাই আপ্নের মনে হয়?

এক হাদিসে আছে, হিংসা সব ভালো কামকাজকে ধ্বংস করে দেয় (এটা সহিহ কিনা আর সহিহ হয়ে থাকলে কেউ রেফারেন্সটা জানায়েন)। আপ্নেরা তো সবাই বুদ্ধিমান, ইশারা টের পাওয়া যায়?


~ সীমান্ত

Medilogy

16 Nov, 15:23


আরেকটা মজার কথা শুনেন।

যে যতই বলুক no luck all skill, ঐ skill অর্জন করাটাও luck এর অংশ। তাই বলে আবার এমন ভাবা যাবে না যে ভাগ্যের উপর সব ছেড়ে দিলেই চলবে। yall gotta believe in luck, merit and skill. এর মধ্যে, merit আর skill মিস গেলেও যদি luck ঠিক থাকে, তাও অনেককিছুই সম্ভব। কিন্তু merit আর skill দুইটাই আছে, luck যদি ঠিক না থাকে, there's very little we can do about it.

Medilogy

16 Nov, 05:09


Medilogy pinned «কতবার রিভিশন দিতে হবে? -যত বেশি রিভিশন দিতে পারবে তত ভালো। কিন্তু ভালভাবে অধ্যায় না পড়া হলে তুমি দ্রুত রিভিশন দিতে পারবে না। ফলে প্রথমে ভালভাবে শেষ করো। অনেকে আছো একবার পড়লে পড়া অনেকদিন মনে থাকে। তাদের জন্য রিভিশন কতবার হলো তার চেয়ে গুরুত্বপূর্ণ পড়া এমনভাবে…»

Medilogy

16 Nov, 05:09


কতবার রিভিশন দিতে হবে?

-যত বেশি রিভিশন দিতে পারবে তত ভালো। কিন্তু ভালভাবে অধ্যায় না পড়া হলে তুমি দ্রুত রিভিশন দিতে পারবে না। ফলে প্রথমে ভালভাবে শেষ করো।

অনেকে আছো একবার পড়লে পড়া অনেকদিন মনে থাকে। তাদের জন্য রিভিশন কতবার হলো তার চেয়ে গুরুত্বপূর্ণ পড়া এমনভাবে শেষ হলো যে পরে মনে থাকবে। তবে রিভিশনের গুরুত্ব সবসময়ই থাকবে। ফলে একবার বেশি রিভিশন দিতে পারলে কেন নয়!

অনেকে আছো ভালভাবে পড়লেও দ্রুত ভুলে যাও পড়া। সেজন্য পরীক্ষায় কনফিউশনে পড়ো। নাম্বার কম আসে। তাদের ক্ষেত্রে রিভিশন ম্যাটারস! রিভিশন বেশি দিতে পারলে কনফিউশন কমে যাবে। ভর্তি পরীক্ষায় চারটা অপশনের মধ্যে একটা দাগাতে হয়। ফলে বারবার রিভিশনের কারনে অনেক প্রশ্নের উত্তর চোখের সামনে ভেসে উঠবে।

একটা কথা মনে রাখলে ভালভাবে শেষ করে তারপরই রিভিশন।

Medilogy

16 Nov, 04:11


'লস প্রোজেক্ট ৩.০' প্রি-বুকিং ফর্ম
https://forms.gle/Wvz89uozfbTvwUoo6

Medilogy

15 Nov, 18:31


মজার কথা শুনবেন একটা?

শুধু পড়াশোনা দিয়েই চান্স হয়না। এইযে কারোর চান্স মিস গেলেই আমরা বলি তার পড়াশোনায় ঘাটতি ছিলো, পড়েনাই জন্য চান্স পায়নাই, হ্যাঁ হয়তো তার পড়াশোনায় ঘাটতি থাকতেই পারে, তার মানে এই না যে তার চান্সটা মিস গেছে পড়াশোনায় ঘাটতির কারণে। পড়াশোনা বাদেও তো মানুষের জীবনে অনেককিছু থাকে, যা আমরা দেখি না, শুনি না, জানি না। শুধু একটা দিক দেখেই কেন মানুষের তথাকথিত *ব্যর্থতা* (কারণ কোথাও চান্স না পাওয়াটাকে অন্তত আমার কাছে কোনো ব্যর্থতা মনে হয়না) র দায় দেই আমরা?

একেকজনের জীবন একেকরকম, একেকজনের গল্পও একেকরকম।

Medilogy

15 Nov, 12:26


– ভাই মোটামুটি সব অ্যাডমিশনেরই তো তারিখ দিয়ে দিছে। কিন্তু ভাই একেকবার পড়তে বসি আর মনে হয় এতবেশি কম্পিটিশন, এত যোগ্য ক্যান্ডিডেট আছে, আমি তাদের মধ্যে কেম্নে চান্স পাবো! আমার কী আদৌ ঐরকম যোগ্যতা আছে? আবার যদি ভাগ্যে না থাকে?
– দেখেন ভাই, প্রিপারেশন নিতে নিতে মাঝেমধ্যে মনে হবে কোনোকিছুরই মূল্য নাই, আদৌ আপনাকে দিয়ে কোনোকিছু সম্ভব হবে না। এটা মনে হওয়া স্বাভাবিক, মনে না হওয়াও স্বাভাবিক, এটা ক্যান্ডিডেটের মাইন্ডসেটের উপর কিছুটা নির্ভর করে। যখন মনে হবে প্রিপারেশন নিয়ে লাভ নাই, দুইটা কাজের যেকোনো একটা করতে পারেন, এক হচ্ছে প্রিপারেশন নেওয়া বাদ দিবেন আর দুই হচ্ছে কিছু বিরতি নিয়ে কার জন্য আর কীসের জন্য প্রিপারেশনটা নিচ্ছেন সেটা মনে করবেন। আর ভাগ্যে থাকা না থাকা ওটা সত্যি বলতে কেউই জানে না, কিন্তু ভাগ্য অনুসন্ধানে কি কোনো বাধা আছে?

আগাতে থাকেন, কোথাও না কোথাও ভালো কিছু খুঁজে পাবেনই।

Medilogy

13 Nov, 06:55


nothing is fair. the system is rotten. people are toxic. no one is trustworthy. many will try and hold you back. being a ননীর পুতুল will get you nowhere.

stand up and fight, or sit down and be annihilated. in the face of imminent defeat, the only thing you can do is to put up a deadly fight.

Medilogy

12 Nov, 16:28


Congratulations. You achieved failure. Failure has been achieved. Now, the only place to go from failure is to win. You have to achieve failure. You have to take it that far. Nobody wants to go that far, it's too scary. But you know something? I got news for you. That's where winning is.

credits unknown


#medilogy_impetus

Medilogy

07 Nov, 05:59


বোটানি | প্রথম অধ্যায় | অক্ষরপত্র | আজিবুর স্যার | প্রয়োজনীয় তথ্যাবলি, পার্থক্যসমূহ, অনুশীলনী।

Medilogy

27 Oct, 15:20


#medilogy_DAT_analysis

২০২৩-২৪ সেশন থেকে ২০১৮-১৯ সেশন পর্যন্ত ডেন্টাল ভর্তি পরীক্ষায় আসা রসায়ন প্রথম পত্র প্রশ্ন অ্যানালাইসিস

feel free to share if needed!

Medilogy

27 Oct, 07:36


#medilogy_DAT_analysis

২০২৩-২৪ সেশন থেকে ২০১৮-১৯ সেশন পর্যন্ত ডেন্টাল ভর্তি পরীক্ষায় আসা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র প্রশ্ন অ্যানালাইসিস

feel free to share if needed!

Medilogy

26 Oct, 15:56


#medilogy_AFMC_analysis

২০২৩-২৪ সেশন থেকে ২০১৮-১৯ সেশন পর্যন্ত এএফএমসি-এএমসি ভর্তি পরীক্ষায় আসা রসায়ন দ্বিতীয় পত্র প্রশ্ন অ্যানালাইসিস

do share and spread it, it would mean a lot to us :)

Medilogy

26 Oct, 08:43


#medilogy_AFMC_analysis

২০২৩-২৪ সেশন থেকে ২০১৮-১৯ সেশন পর্যন্ত এএফএমসি-এএমসি ভর্তি পরীক্ষায় আসা রসায়ন প্রথম পত্র প্রশ্ন অ্যানালাইসিস

do share and spread it, it would mean a lot to us :)

Medilogy

24 Oct, 12:48


#medilogy_AFMC_analysis

২০২৩-২৪ সেশন থেকে ২০১৮-১৯ সেশন পর্যন্ত এএফএমসি-এএমসি ভর্তি পরীক্ষায় আসা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র প্রশ্ন অ্যানালাইসিস

Medilogy

23 Oct, 13:51


#medilogy_AFMC_analysis

২০২৩-২৪ সেশন থেকে ২০১৮-১৯ সেশন পর্যন্ত এএফএমসি-এএমসি ভর্তি পরীক্ষায় আসা বোটানি প্রশ্ন অ্যানালাইসিস

feel free to spread it out!

Medilogy

23 Oct, 09:50


#tacticalmedilogy

click the hashtag to find something useful.

Medilogy

23 Oct, 09:16


#medilogy_AFMC_analysis

২০২৩-২৪ সেশন থেকে ২০১৭-১৮ সেশন পর্যন্ত এএফএমসি-এএমসি ভর্তি পরীক্ষায় আসা ইংরেজি প্রশ্ন অ্যানালাইসিস

এটাতে উত্তর দেওয়া আছে, শুধু ইংরেজির অ্যানালাইসিসগুলোতেই উত্তর দেয়া থাকবে। this comes highly recommended. don't forget to share!

Medilogy

22 Oct, 21:10


অনেকেই আছেন, অন্যান্য সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে টেলিগ্রামে শিফট হয়েছেন পড়াশোনার তাগিদে। we know it wasn't an easy task, and you deserve a huge round of applause for making it happen.

আপনাদের সবার টার্গেট পূরণ হোক। কোনো একদিন আপনাদের সাথে গল্পে গল্পে জানা হবে আপনাদের স্ট্রাগল সম্পর্কে।

Medilogy

22 Oct, 15:32


#medilogy_MAT_analysis

২০২৩-২৪ থেকে ২০১৮-১৯ সেশন পর্যন্ত মেডিক্যাল ভর্তি পরীক্ষায় আসা জীববিজ্ঞান দ্বিতীয় পত্র প্রশ্ন এনালাইসিস।

Grab it properly & don't hesitate to share !