ইসলামিক আয়োজন ⚡ @islamicayojon Channel on Telegram

ইসলামিক আয়োজন

@islamicayojon


https://t.me/islamicayojon

ইসলামিক আয়োজন ⚡ (Bengali)

ইসলামিক আয়োজন চ্যানেলটি একটি সামাজিক মাধ্যম প্লাটফর্ম, যেখানে ইসলামিক বিষয়ক বিভিন্ন প্রকারের আয়োজন, ইসলামিক বই, একতা ও শান্তির উপদেশ, নামাজের সঠিক পদ্ধতি, মৌলুদ উল নবী ও নামাজের ফজিলত সহ ইসলামিক বিষয়ে বিস্তারিত তথ্য ও উপদেশ পাওয়া যায়। যারা ইসলামের বাহক হওয়ার প্রতিশ্রুতি নেয়েছেন, তারা এই চ্যানেলে যোগ দিতে পারেন এবং অনুসরণ করতে পারেন এই সম্পর্কে। ইসলামিক আয়োজন চ্যানেলটি সঠিক ইসলামিক জ্ঞানে আলোকিত হওয়ার অভিজ্ঞতা দেয়।

ইসলামিক আয়োজন

31 Dec, 07:27


থার্টি-ফার্স্ট নাইট (Happy New Year) উদযাপনে ঈমানও চলে যেতে পারে!

— ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহি.)

হে প্রিয় ভাই ও বোন, ইসলামি সংস্কৃতিকে আঁকড়ে ধরুন, অপসংস্কৃতিকে পায়ের নিচে পিষে ফেলুন!

ইসলামিক আয়োজন

30 Dec, 17:30


আপনার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কি?

ইসলামিক আয়োজন

30 Dec, 17:30


অবশ্যই তোমরা এক জঘন্য বিষয়ের অবতারণা করেছ!

ইসলামিক আয়োজন

24 Dec, 17:53


অনেকেই ভাববেন এটা সত্যি কিনা? আসলে শুধু সত্যি না এটা অহরহ যেটা প্রকাশ হয়না। আর সবচেয়ে অবাক করা ব্যাপার অনেক দ্বীনের সাধারণ বুঝ আছে বা নামাজি এমন অনেক মানুষও আক্রান্ত বা প্রভাবিত।

এটার পিছনে একটা বড় কারণ পর্ণগ্রাফি ও হস্তমৈথুন। মেয়েদের প্রতি অতিরিক্ত আকর্ষণ ও হারাম ভালোবাসা।

[Temp.]

ইসলামিক আয়োজন

20 Dec, 06:44


জুমার দিনের গুরুত্বপূর্ণ ৪টি আমলঃ

● সূরা আল-কাহফ পাঠ করা

● অধিক পরিমাণে দরুদ পড়া
اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ
[“আল্ল-হুম্মা সল্লি ওয়া সাল্লিম ‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদ (সল্লল্ল-হু আ'লাইহি ওয়া সাল্লাম)”]

● বেশি বেশি ইস্তিগফার পড়া
أَسْتَغْفِرُ اللّٰهَ
[“আস্তাগফিরুল্ল-হ”]

● আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়ে দু'আ করা

অবশ্যই বেশি বেশি পৃথিবীর সকল দেশের ম|জলু°ম, মুজ|হিদ, ক|র|ব°ন্দী মুসলিম ভাই-বোন ও দ্বীনের দাঈদের জন্য দু'আ করবেন। আল্লাহ তা'আলা সকল জ|লিম, মুন|ফিক, ত|গু°ত ও কু-ফফ|রদের হেদায়েত লিখা থাকলে হেদায়েত দিন নয়তো ধ্বংস করে দিন, আমিন।

ইসলামিক আয়োজন

20 Dec, 03:36


সিরিয়ার একজন শিক্ষক মিশেল কিলো। যিনি সিদনায়া কারাগারে বন্দী ছিলেন। একদিন তিনি প্রহরীর মাধ্যমে বন্দীরত একটি শিশুর কক্ষে যাওয়ার সুযোগ পান যেখানে শিশুটি ও তার মা ছিলো। শিশুটির বয়স ছিলো প্রায় পাঁচ বছর।

তিনি সেখানে শিশুটিকে একটি গল্প শোনাতে গিয়ে বললেন —

“একটি পাখি ছিলো....”
শিশুটি তখন বললো “পাখি মানে কী?”
মিশেল কিলো বললো “এটি একটি গাছের উপর ছিলো”
শিশুটি তাকে থামিয়ে দিয়ে আবার বলে উঠলো “গাছ মানে কী?”

এবার মিশেল কিলো দুঃখে কান্নায় ভেঙে পড়েন আর প্রহরীকে চিৎকার করে বলেন, “আমাকে এখান থেকে নিয়ে যাও”

© সংগৃহীত

ইসলামিক আয়োজন

19 Dec, 17:26


একটি শীতকালীন ফ্বিকহ। সকলে সতর্ক থাকি ইনশাআল্লাহ এ বিষয়ে —

“শীতকালে শরীরের চামড়া একটু রুক্ষ হয়ে যায়। তাই ওজুর সময় চামড়া ভালমত ডলে ধোয়া উচিত। অন্যথায় অনেক সময় চামড়ার কোন কোন জায়গায় পানি পৌঁছায় না। ফরজ অঙ্গ ঠিকমত না ভিজলে ওজু হবে না। আর ওজু না হলে নামাজও হবে না!”

— শাইখ আব্দুল্লাহ আল মাসুদ (হাফি.)

ইসলামিক আয়োজন

18 Dec, 13:43


“পৃথিবী ধ্বংস হোক, ধ্বংস হোক আমাদের সংগঠন, দল এবং অস্তিত্ব! কিন্তু, আমাদের হাত যেন বেআইনীভাবে কোন মুসলিমের র°ক্ত ঝরার কারণ না হয়!”

— শাইখ আতিয়াতুল্লাহ আল লিবি (রাহিমাহুল্লাহ‎)

ইসলামিক আয়োজন

18 Dec, 04:45


https://youtu.be/yWYkbKZuEtg?si=St9JZ8UrfOBzsgGN

যারা পর্ণোগ্রাফি ও হস্তমৈথুনে আসক্ত কিন্তু এটা ছাড়তে চান তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ।

যারা আসক্ত কিন্তু বের হতে চান না, ভাবতেছেন এটায় কোন সমস্যা নেই তারাও দেখুন।

উভয়ের জন্যই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। অনেক অজানা বিষয় জানতে পারবেন ও এই জঘন্য মহামারী থেকে বের হতে সহায়তা করবে ইনশাআল্লাহ। কিন্তু, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন ও বুঝার চেষ্টা করবেন।

ইসলামিক আয়োজন

17 Dec, 03:21


যারাই হস্তমৈথুনে অভ্যস্ত কথাগুলো তাদের জন্য, এটা শুধু দুনিয়ার বিষয়ে বলা আখিরাত আল্লাহ জানে!

ইসলামিক আয়োজন

17 Dec, 03:19


আপনি হস্তমৈথুনে অভস্ত্য হলে আপনার লিঙ্গের গোড়া চিকন হয়ে যাবে। বিয়ের আগে ভয় কাজ করবে। সাংসারিক জীবন নিয়ে ভয় ও খারাপ চিন্তা তৈরি হবে। বিয়ের পর দ্রুত বীর্যপাত এবং লিঙ্গত্থান হবে। শারিরীক ও মানসিকভাবে দূর্বল হয়ে যাবেন।

স্ত্রীর কাছে কাপুরুষ হয়ে সারাজীবন থাকবেন। নিজের স্ত্রীকে খুশি তো করতে পারবেনই না, যেটা তার হক! উলটো সে পরকিয়াও করতে পারে।

মোটিভেশনে কাজ হয় না, এর আগে বলছি কয়েকবার তাই বাস্তবতা বলে দিলাম। এখন দেখেন যেটা ভালো মনে করেন।

ইসলামিক আয়োজন

16 Dec, 10:04


বিজয়ী দেশগুলোর মধ্যে সর্বোত্তম রাষ্ট্র হলো মক্কা। সর্বোত্তম ব্যক্তি তা বিজয় করেন। সর্বোত্তম মাস রমজানে এবং সর্বোত্তম দিন “শেষ দশ দিনে” তা বিজিত হয়। মর্যাদা পাওয়ার সবগুলো কারণ একত্রিত হওয়ার সত্ত্বেও বিজেতা কোনো “বিজয় দিবস” ঘোষণা করেননি।

কোনো জাতীয় দিবস রাষ্ট্রকে ঝুঁকিমুক্ত করতে পারেনা, ঠিক তেমনি জনগণকে সরকারের সাথে সম্পৃক্ত করতে পারেনা। মিশরে জাতীয় দিবস মোট দশটি, তিউনিসিয়ায় সাতটি, আর লেবাননে পাঁচটি। যার যত বেশি দিবস তার পতনও তত দ্রুত হয়েছিল!

যখন থেকে বিজয়ের ধারা আরম্ভ হয়েছিল তখন থেকেই রাষ্ট্রের বিজয় উৎযাপন করতে দিবস নির্ধারণ করার কোনো নজির ইসলামের ইতিহাসে পাওয়া যায়না। কারণ মুসলিমদের প্রকৃত দিবস ও উৎসব হলো ঈমানের বাস্তবায়ন ও মানুষকে স্বাধীন করার মাঝে। মনে রাখবেন, আল্লাহ রাষ্ট্রকে সৃষ্টি করেছেন মানুষের সম্মানার্থে, মানুষকে রাষ্ট্রের সম্মানার্থে নয়।

— শাইখ আব্দুল আজিজ তারিফি (হাফি.)

ইসলামিক আয়োজন

16 Dec, 03:15


যু-দ্ধ (সাময়িক) শেষ হয়েছে, তারা কবিতার কাছে ফিরে গেছে! 🤍

উমাইয়া মসজিদ, দামেস্ক, সিরিয়া
(১৩/১২/২০২৪)

ইসলামিক আয়োজন

14 Dec, 15:59


“আমি বিয়ের আগে সবসময় দৃষ্টি হিফাযত করে চলার চেষ্টা করতাম। জানো! আমি যাকে বিয়ে করেছি তাকে কেউ আহামরি সুন্দরী বলে না। কিন্তু আমার কাছে তাকে দুনিয়ার সবচে' সুন্দরী মেয়ে মনে হয়।”

এক ভাই কথাগুলো আমাকে বেশ কয়েক বছর আগে বলেছিলেন। মন থেকেই বলেছিলেন হয়তো। যার কারণে এতোদিন পরেও কথাগুলো আমার মনে থেকে গেছে। ইন শা আল্লাহ আরো বহুদিন মনে থাকবে।

একটি বইতে পড়েছিলাম, যারা খুব বেশি পর্নোগ্রাফিতে অভ্যস্থ, তাদের মধ্যে নারীর শরীর নিয়ে একটি মিথ্যা ধারণা সৃষ্টি হয়। নীল জগতের এডিটিং আর সার্জারির সাথে সে বাস্তব জগতকে গুলিয়ে ফেলে। তাই সে চিন্তা করতে শুরু করে, বিয়ে করে হয়তো ঠকেছে।

অন্যদিকে, যারা নিজের দৃষ্টি হিফাযত করে চলে, তাদের মধ্যে এমন মানসিকতা গড়ে ওঠার সম্ভবনা কম। তাই স্ত্রী যদি সামান্য রূপবতীও হয়, তাকে অসম্ভব রূপবতী মনে হয় - যার দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকা যায়। অনেকটা ওই কবিতার মতো -

ہم نے اس کو اتنا دیکھا جتنا دیکھا جا سکتا تھا
لیکن پھر بھی دو آنکھوں سے کتنا دیکھا جا سکتا تھا

“আমি তাকে এত দেখেছি, এত দেখেছি, যতখানি দেখা যায়,
তবুও - এই দুটি চোখ দিয়ে কতোই বা আর দেখা যায়!”

রূপবতী হোক বা না হোক, কিছুদিন গেলে রূপ দিয়ে আর চলে না। তখন সম্পর্কটা চলে কম্প্রোমাইজে। পারষ্পরিক বোঝাপড়ায়।

আচ্ছা, কখনো এভাবে ভেবে দেখেছেন? যে মেয়েটাকে কালো বলে আমরা ব্যঙ্গ করছি, অসুন্দর বলছি — সে যদি জান্নাতে যায়, তবে হুরের চেয়েও রূপবতী হবে। দুনিয়াতে তো আমরা কেবল তার সাময়িক রূপটা দেখি।

— শিহাব আহমেদ তুহিন

ইসলামিক আয়োজন

13 Dec, 17:31


নতুন দ্বীনে ফেরা বা পুরোনো সকল ভাই-বোনদের প্রতি শাইখুনা হারুন ইযহার (হাফি.) এর গুরুত্বপূর্ণ নসিহতঃ

অ|ই-এস কেবল একটি বাগী সংগঠনই নয়, বরং তাদের নেতৃত্বের কোন একটা জায়গা গোপন বিশ্ব-কু-ফ্ফ|র শক্তির পুতুল হিসবে সন্দিগ্ধও বটে!

অতি বিশুদ্ধতার দাবী নিয়ে গড়ে উঠা ইসলামের ইতিহাসের চরমপ°ন্থী খ|ওয়|রেজ নামের কলঙ্কের সাথে তাদের আচরণগত সদৃশ্য তো আছেই!

তাওহীদপন্থী তরুণ প্রজন্ম, তাদের অপরিণামদর্শী আবেগপ্রবণ বয়ান গ্রহণ করার বিষয়ে সাবধান!

ইসলামিক আয়োজন

08 Dec, 09:02


যাইদ ইবনু সাবিত (রাদিআল্লাহু তা'আলা আনহু) থেকে বর্ণিত তিনি বলেন —

আমরা রাসূলুল্লাহ (সল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম)-এর সম্মুখে উপস্থিত হয়ে চামড়ার উপর হতে কুরআন সংকলন করেছিলাম। সে সময় রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) বললেন — “শামের জন্য মঙ্গল। আমরা বললাম, তা কেন হে আল্লাহ্‌র রাসূল! তিনি বললেন — কেননা দয়াময় রহমানের ফেরেশতাগণ তার উপর নিজেদের ডানা বিস্তার করে রেখেছেন।”

[জামে' আত-তিরমিজি, হাদিস নং ৩৯৫৪]

ইসলামিক আয়োজন

08 Dec, 02:24


সেদনায়া কারাগার

সিরিয়ার সংঘাত শুরুর পর থেকে এই কারাগারে নির্যা-তন ও মৃ-ত্যুদণ্ডের মাধ্যমে প্রায় ৩০,০০০ মানুষের প্রাণহা-নির কথা জানা গেছে! এছাড়া অসংখ্য ভিন্নমতাবলম্বী ও মানবাধিকারকর্মীকে অ|টক রাখা হয়েছে।

স্থানীয় লোকজন জানাচ্ছে, সমস্ত কারাগার থেকে এমন কিছু বন্দীকে তারা মুক্তি দিয়েছে, যারা জানেই না যে হাফেজ আল-আসাদ মারা গেছেন। উল্লেখ্য, হাফেজ আল-আসাদ হচ্ছে বাশার আল-আসাদের বাবা। যিনি আজ থেকে ২৪ বছর আগেই মারা গেছেন।

খবরে বলা হয়, বন্দীরা ভেবেছিল যে সিরিয়া আক্র-মণকা-রী সাদ্দাম হোসেনের সেনাবাহিনী তাদের ছেড়ে দিয়েছে। অর্থাৎ, বন্দীরা জানেই না পৃথিবীতে এমনকি তাদের নিজেদের দেশে গত ২০ বছরে কী ঘটেছে!

ইসলামিক আয়োজন

07 Dec, 12:12


উম্মুল মুমিনীন আয়েশাকে ( রাদিআল্লাহু তা'আলা আনহা) জিজ্ঞাসা করা হয়েছিল, কোন নারী সর্বোত্তম? উত্তরে তিনি বলেছিলেন —

“যে নারী কথাবার্তার প্যাঁচ বুঝে না। পুরুষদের ভোজ-বাজি সম্পর্কেও ধারণা রাখে না। একদম নিষ্কলুষ হৃদয়ের অধিকারী। শুধু স্বামীর জন্য সাজগোজ করতে জানে এবং তার পরিবারের সর্ব বিষয়ে রক্ষণশীল হয়।”

সূত্রঃ রাগিব আল আসফাহানী, মুহাযিরাতুল উদাবা, ২/২২২

ইসলামিক আয়োজন

07 Dec, 08:17


একজন মুজ!হি-দকে গতকাল হামাতে এক সাংবাদিক লাইভে প্রশ্ন করে, তোমাদের উদ্দেশ্য কি?

তিনি বলেন — “আমরা একটি ইসলামী আমিরাত প্রতিষ্ঠা করতে চাই!”

ইসলামিক আয়োজন

02 Dec, 13:23


কনসার্টে যাওয়া নর-নারীর প্রত্যেকেই ফাসেক। কনসার্টে একত্রে ঢলাঢলি করা নারী-পুরুষ উভয়েই দুশ্চরিত্র। বিয়ের ক্ষেত্রে এসব মানুষদের এড়িয়ে চলুন।

বেহায়া নারী দিয়ে সংসার হয় না, বেগাইরত পুরুষ নিয়ে মানসিক প্রশান্তি পাওয়া যায় না।

© Mayraj Hossain

ইসলামিক আয়োজন

01 Dec, 01:55


সবাই একে আন-সাবস্ক্রাইব করে দিন,,,

ইসলামিক আয়োজন

29 Nov, 17:22


মুমিন কখনো অশ্লীলভাষী হয়না।

যত কিছুই ঘটুক! প্রতিবাদের ভাষা মার্জিত হওয়া চাই, ইংরেজিতে (Cডিi) বা এজাতীয় অশ্লীল গালি লেখা বাদ দিন!

ইসলামিক আয়োজন

27 Nov, 17:05


কয়েক দিন ধরে আমি একটু ডিপ্রেশনে আছি, সবাই আমার জন্য দোয়া করবেন,

ইসলামিক আয়োজন

27 Nov, 17:04


তর-বারি বিক্রি করে আমরা জায়নামাজ কিনে নিয়েছি, ইজ্জত লু-ঠ হচ্ছে আর আমরা দু'আ করেই চলছি!

— আল্লামা ইকবাল (রাহি.)

ইসলামিক আয়োজন

27 Nov, 02:23


আজকের বক্তব্যে মুফতি হারুন ইযহার (হাফিজাহুল্লাহ) একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন — “আমাদের বাংলাদেশী মুসলিমদের দায়িত্ব হল অযোধ্যার রাম মন্দির ভেঙে বাবরি মসজিদ ফিরিয়ে আনা। ঠিক যেভাবে মধ্যপ্রাচ্যের মুসলিমদের দায়িত্ব হল আমাদের আল-অ!কসাকে ফিরিয়ে আনা।”

মূল মেসেজ হচ্ছে, প্রত্যেক অঞ্চলের মুসলিমরা নিজেদের শত্রুদের নিজেরাই দমন করবে। অন্যদের জন্য বসে থাকবে না। আল-অ!কসা মুক্ত করার চেষ্টা যেভাবে সে অঞ্চলের মুসলিমরা করে যাচ্ছে, সেভাবে আমাদেরও হিন্দের দূর্গ দখল করতে হবে। এরপরেই তিনি যুগান্তকারী সে কথাটি বলেছেন — “আমি ওসিয়ত করে যাচ্ছি, যদি আমাকে মে-রে ফেলা হয়, তবু আপনাদের দায়িত্ব হচ্ছে ইসলামকে দিল্লি পর্যন্ত নিয়ে যাওয়া।”

সর্বশেষ তিনি বলেন — “জিহ!দ আমাদের বাংলাদেশী মুসলিমদের জন্য রক্ষাকবচ! এটা স-ন্ত্র!স নয়!”

© সাজ্জাদ হুসাইন

ইসলামিক আয়োজন

25 Nov, 17:44


ইবন হাযম আন্দালুসী (রাহিমাহুল্লাহ) বলেন —

“নারীদের প্রতি সদাচরণ করা ফরজ এবং তাদের দোষ-ত্রুটি অনুসন্ধান করা জায়েজ নয়।”

[আল-মুহাল্লা, ৯/২২৪]

ইসলামিক আয়োজন

24 Nov, 07:11


নিশ্চয় জান্নাত হবে তার আবাসস্থল!

ইসলামিক আয়োজন

24 Nov, 07:11


হে আল্লাহ, হযরত আদম (আলাইহিস সালাম) থেকে শুরু করে এই মূহুর্ত পর্যন্ত যত মুমিন-মুমিনা, নর-নারী ঈমান নিয়ে আপনার কাছে চলে গেছে তাদের সকলকে ক্ষমা করুন।

তাদের সকলের কবরকে নূরে ভরপুর করে দিন, কবরের সকল ফেতনা ও আযাব থেকে হেফাজত করুন। তাদের কবরকে জান্নাতের দিকে আরো প্রশস্ত করে দিন। জান্নাতে তাদের মর্যাদা ও দুনিয়ায় সম্মান বৃদ্ধি করে দিন। তাদের কবরকে জান্নাতের একটি বাগানের টুকরো হিসেবে কবুল করে নিন।

আল্লহুম্মা আমিন।

ইসলামিক আয়োজন

24 Nov, 07:10


গাযা'য় এক শ-হীদের ল!শ খাচ্ছে কুকুর!

ইসলামিক আয়োজন

21 Nov, 05:20


ফেইসবুকে অনেক গ্রুপ/পেজ আছে যেখানে যেনা, ব্য!ভিচার ও হারাম অনেক কাজগুলো নিয়ে এমনভাবে পোস্ট ও কমেন্ট করা হয় যেন বিষয়গুলো একদম স্বাভাবিক!

অনেকে এগুলোর পক্ষে সাফাই গায়, আবার অনেকে ডাইরেক্টলি ইন্ডাইরেক্টলি সাপোর্ট ও করে! আবার অনেকে যেনা করে নূন্যতম আফসোস বোধ তো নাই উল্টো হাসি-তামাশা করে!

আচ্ছা এই বিষয়গুলো কি আসলেই এত সহজ? আল্লাহর যেকোনো বিধান নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা বা কোন হারামকে হালাল ভাবাটা কি ঈমান ভঙ্গের কারণ না?

এগুলো বর্তমানে অনেক বেশি হচ্ছে, অজ্ঞতার কারণেও যদি হয় তারপরও এমন ঈমান বিধ্বংসী কাজ করতে গিয়ে কখনো ওরা ভেবে দেখে না? যেটা হারাম সেটা আমি কিভাবে হালালের মতন ট্রিট করি? যদি ঈমান হারিয়ে কবরে যায় তাহলে কি মাফ পাওয়ার কোন সুযোগ আছে?

পাপকে পাপ মনে করে, কিন্তু তারপরও পাপ করাটা এক বিষয় কিন্তু পাপকে পাপ মনে না করা, তুচ্ছ করে দেখা, সেটার পক্ষে সাফাই গাওয়া, প্রমোট করা ইত্যাদি এগুলো ঈমান বিধ্বংসী বিষয়! যার পরিণতি সোজা জাহান্নাম!

ইসলামিক আয়োজন

20 Nov, 05:39


আয়মান সাদিক'কে যারা আদর্শ স্বামী উপাধি দিচ্ছেন তারা কি আদৌ আদর্শ স্বামীর ডেফিনেশন জানেন?

• প্রথমত দাইয়ূস কখনোই আদর্শ স্বামী হতে পারে না। বউকে সবার সামনে প্রেজেন্ট করে আখিরাত নষ্ট করছে!

• দ্বিতীয়ত পা ধরে সরি বলা — স্বামী তার স্ত্রীর রাগ, অভিমান ভাঙাতে অবশ্যই সরি বলতে পারে, একবার নয় অনেকবার ই বলতে পারে কিন্তু পা ধরতে হবে কেন? আবার সেটা মাইকিং করে জানাচ্ছে? নূন্যতম লজ্জা থাকলে কাজটা করে থাকলেও মানুষকে এভাবে জানাতো না, স্বামী পরিবারের কর্তা সেখানে তিনি কিভাবে নিজেকে ছোট করে বউকে উচ্চ আসনে বসাচ্ছে? ভুলে যাবেন না এই সেই লোক যে মসজিদে বিয়ে করে পরের দিন গান বাজনা, নাচানাচি, পার্টি করেছিলো। এদেরকে আদর্শ তকমা দেওয়ার আগে দু'বার ভাবুন!

• রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন — “আমি যদি কাউকে অন্য কোন লোকের প্রতি সিজদা করার নির্দেশ দিতাম তাহলে অবশ্যই স্ত্রীকে তার স্বামীর প্রতি সিজদা করার নির্দেশ দিতাম।’’ [তিরমিযি, ১১৫৯]

স্বামীর সম্মান মর্যাদা বোঝার জন্য এই একটি হাদিসই যথেষ্ট মনে করি।

• এই বিষয় টা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে বিষয়টা, না জানি এখন এই শয়তানি বীজ মেয়েদের মধ্যে ঢুকে গিয়ে দাম্পত্য জীবনে কত অশান্তির সৃষ্টি হবে! স্ত্রীদের এখন তার স্বামী কে সরি বলার মনমানসিকতা ই চলে যাবে, স্বামী'কে বলবে আপনি আমার পা ধরে সরি বলুন। আস্তাগফিরুল্লাহ!

• মেয়ে হয়েও বিষয়টা নিয়ে আপনাদের মতো এত লাফালাফি করতে পারলাম না। যেটা শরীয়ত বিরোধী সেটাকে দেখা মাত্রই ভালো মনে হলেও আদৌ ভালো কি না? যাচাই করুন!

• অনেকের চোখে সে হয়তো সো-কলড আদর্শ স্বামী But Sorry To Say সে আমার কাছে দাইয়ূস ও গায়রতহীন পুরুষ ছাড়া আর কিছুই নয়!

© Umme Ayesha [পরিমার্জিত]

ইসলামিক আয়োজন

19 Nov, 10:28


হে আল্লাহ, আমাদের সকল ভাই ও বোনদেরকে তাড়াতাড়ি একজন সত্যিকার দ্বীনদার, মুত্তাকী জীবনসঙ্গী দান করো!

জীবনের অর্ধেক সুখ নিহিত দ্বীনদার, মুত্তাকী, যুহুদ এবং অল্পচাহিদাসম্পন্ন জীবনসঙ্গিনী পাওয়ার মধ্যে।

ইসলামিক আয়োজন

18 Nov, 17:30


শাইখ আব্দুল আজিজ বিন বায (রাহিমাহুল্লাহ) সৌদী উলামাদের মধ্যে শাসকদের ইনফ্লুয়েন্স থেকে সবথেকে বেশী মুক্ত আলেম ছিলেন বরং শাসক তার কথা শুনতো। তার সময়ের সৌদীতে ঐ অপকর্মগুলো হয়নি যা এখন হচ্ছে!

যাইহোক, শাইখ আবদুল আজিজ বিন বায (রাহিমাহুল্লাহ) মুসলিম বিশ্বের সকল শাসকদের ফিলি-স্তিন সম্পর্কিত কিছু উপদেশ দিয়েছিলেন। তা মূলত ছিলো ৪ টা পয়েন্ট এ। সেগুলোর মুখতাসার হলো :

১. শাসকদের সকল বিষয়ে আল্লাহর বিধান অনুযায়ী শাসন করতে হবে, কারণ শাসকরা জনগণের ঈমান সংস্কারের একটি মাধ্যম।

২. সকল মুসলিমদের শরিয়াহর উপর ঐক্যবদ্ধ করতে হবে, যাতে ইহু-দিদের! অ!ক্রমণ দূর করা যায় এবং তথাকথিত ইসর!ইল রাষ্ট্র সম্পূর্ণরূপে নির্মূল করা যায়।

৩. সকল রাষ্ট্র মিলিয়ে সজ্জিত অস্ত্রশস্ত্রসহ শক্তিশালী একটি ঐক্যবদ্ধ সেনাবাহিনী গঠন করতে হবে এবং এটি যথাযথ পরিকল্পনার সাথে পরিচালিত করতে হবে।

৪. পশ্চিমাদের সাথে জোটবদ্ধ হওয়া থেকে উম্মাহকে বিরত থাকতে হবে, একটি স্বাধীন ঐক্যবদ্ধ দল হিসেবে গড়ে উঠতে হবে এবং কুফফ!রদের প্রভাব এড়াতে হবে।

[মাজমুউল ফাতাওয়া, ইবন বায ৬/৬৩-৬৫]

ইসলামিক আয়োজন

18 Nov, 15:32


ইমাম মহীউদ্দীন নববী (রাহিমাহুল্লাহ) বলেন —

“যদি পুরুষ বিয়ের জন্য পাত্রী দেখতে যান এবং দেখার পর তাকে পছন্দ না হয় তবে তাকে চুপ থাকতে হবে। তার জন্য এটি বলা জায়েজ নয় যে, 'আমার তাকে পছন্দ হয়নি', কারণ এটি ঐ নারীর জন্য অপমানজনক।”

[রাওযাতুত তালেবীন, ৭/২১]

ইসলামিক আয়োজন

17 Nov, 14:47


একজন অবিবাহিত মানুষ যত আমলই করুক, যত ভালো কাজই করুক, তার ঈমান অর্ধেক। সে যৌবনে বিয়ে না করা পর্যন্ত মিসকিন।

— শাইখ জুলফিকার আহমাদ নকশাবন্দী (হাফি.)

ইসলামিক আয়োজন

17 Nov, 06:09


নারীশিক্ষা নিয়ে শরীয়তের অবস্থান :

জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবক্ষেত্রে, সব কাজে মানুষ শুধু একটি উসুলকেই সামনে রাখবে, একটি বস্তুকেই অনুসরণ করবে, সেটা হলো, শরীয়ত। আরও সহজ ভাষায় বললে, কুরআন-সুন্নাহের বিধান।

মানুষ শরীয়তের বিধানের মুকাল্লাফ হওয়ার পর থেকে কোনো কাজই শরীয়তের বাইরে করতে পারবে না। শরীয়তের বাইরে কিছু চিন্তা করারও অনুমতি তার নেই। এমনকি হাসি-ঠাট্টারও শরয়ী সীমা রয়েছে।

এই মূলনীতির আলোকে নারী শিক্ষা নিয়ে আমাদের বক্তব্য হলো, শরীয়তের বিধান ঠিক রেখে কেউ যদি জেনারেল লাইনে সর্বোচ্চ ডিগ্রিও অর্জন করে, তাতে কোনো আপত্তি নেই। এখন দেখতে হবে, এসব ক্ষেত্রে শরীয়তের বিধান কী কী? মৌলিকভাবে কয়েকটি বিষয়ই সামনে আসে: পর্দার বিধান ঠিক রাখা, শরীয়তের বিপরীত কোনো কিছু না শেখা। সুতরাং কোথাও যদি এমন কোনো প্রতিষ্ঠান থাকে, যেখানে পর্দার বিধান ঠিক থাকে, শরীয়তের খেলাফ কিছুই করা হয় না, তাহলে সেসব প্রতিষ্টানে নারীদের উচ্চশিক্ষাকে শরীয়ত সমর্থন করে। তবে, প্রথমত মাথায় রাখতে হবে, ফরজ পরিমাণ শিক্ষাটা তিনি পাচ্ছেন কি না?

ফরজ পরিমাণ শিক্ষা কী?

মানুষ যখন যে কাজ করবে, সেই কাজে শরীয়তের বিধান কী, সেটা জানা তার জন্য ফরজ। পাশাপাশি নারীদের জন্য সংসার-পরিচালনা বিষয়ক কিতাবী-বাস্তবিক জ্ঞান অর্জন করাও ফরজ। এখন দেখার বিষয় হলো, আমাদের নারীরা কি ফরজ পরিমাণ ইলম শিখেছেন? আমাদের যেসব বোন উচ্চশিক্ষা অর্জন করছেন, তারা কি নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য আবশ্যকীয় পরিমাণ ইলম শিখেছেন? আবশ্যকীয় পরিমাণ মাসআলা তারা শিখেছেন? এগুলো তো তাদের জন্য ফরজ ছিল। এখন যেসব ভাই তাবিয়ী ও তাবে-তাবিয়ীদের যুগে নারীদের উচ্চশিক্ষার হাওয়ালা দিচ্ছেন, তখনো তো কুরআন-হাদীসই ছিল মূল শিক্ষা। এখন কি কুরআন-হাদীসকে মূল শিক্ষা হিসেবে দেখা হচ্ছে? উচ্চশিক্ষায় শিক্ষিত কত পার্সেন্ট নারী ফরজ পরিমাণ ইলম অর্জন করেছেন? এই হিসাবটা আমাদের সামনে রাখা দরকার।

উচ্চশিক্ষা কি ফরজ আইন?

না, জেনারেল লাইনে উচ্চশিক্ষা অর্জন করা ফরজে আইন নয়, বরং ক্ষেত্রবিশেষ ডাক্তার হওয়া, শিক্ষিকা হওয়া ইত্যাদি কিছু পেশা নারীদের জন্যও ফরজে কেফায়া। কারণ আমাদের মা-বোনদের চিকিৎসা, শিক্ষা ইত্যাদি কিছু কাজের জন্য সেসব সেক্টরে নারীদের প্রয়োজন অবশ্যই রয়েছে। তবে এখনকার সময়ে ফরজে কেফায়া পরিমাণ পূর্ণ হয়ে গিয়েছে কি না এটাও আমাদের হিসাব করতে হবে। প্রত্যেক পরিবার থেকে একজন করে ডাক্তার হওয়া ফরজে কেফায়া নয়; বরং একটি এলাকার জন্য পর্যাপ্ত পরিমাণ নারী চিকিৎসক থাকা আবশ্যক। প্রত্যেক পরিবার থেকে একজন শিক্ষিকা হওয়া আবশ্যক না; বরং একটি এলাকার জন্য পর্যাপ্ত পরিমাণ থাকাই আবশ্যক।

এ ছাড়া নারীদের জন্য অন্যান্য পেশা যেমন পাইলট হওয়া, ম্যানেজার হওয়া, ব্যাংকার হওয়া ইত্যাদি যেসব পেশা নারীদের সাথে সংশ্লিষ্ট নয়, সেসব শিক্ষা অর্জন করা, সেসব পেশা গ্রহণ করা আবশ্যক তো দূরের কথা, মুস্তাহাবও নয়।

আমাদের মূল বক্তব্য :

শুরুর কথাটি শেষেও উল্লেখ করছি, আমাদের কাছে শরীয়তই অগ্রগণ্য। শরীয়তের সাথে আমরা অন্য কিছুকে তুলনা করতে চাই না, শরীয়তকে বাদ দিয়ে পুরো দুনিয়াও আমরা পায়ে মাড়াতে চাই না।

আর এ যুগের স্কুল, কলেজ-ভার্সিটির ভেতরগত দৈনদশা দেখে নারীদের তো পরের কথা, আমাদের ভাইদের সেখানে পড়া নিয়েও আমরা শঙ্কিত। তাদের দ্বীন-ঈমান নিয়ে আমরা আতঙ্কিত। সেখানে বোনদের নিয়ে শঙ্কা তো আরও বহুগুণে বেশি।

আমাদের ভাই-বোনেরা দ্বীন-ঈমানকে বিকিয়ে দিয়ে উচ্চশিক্ষা অর্জন করার চেয়ে ফরজ পরিমাণ ইলম শিখে দ্বীন-ঈমান ঠিক রাখাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এতে যদি স্কুল-কলেজের বারান্দাতেও না যেতে হয়, তাতেও আমরা রাজি আছি।

আমরা চাই না আমাদের বোনেরা দুনিয়া কামানোর জন্য উচ্চশিক্ষা অর্জন করুক। আমরা তাদেরকে দুনিয়ার এই কঠিন ময়দানে নামাতে চাই না। তারা আমাদের কাছে প্রস্ফুটিত ফুলের মতো। তারা আমাদের ঘরে রানীর মতো থাকুক, পুরুষের সাথে গা মিলিয়ে, নিজের সতীত্ব, পর্দা, স্বকীয়তা সব কিছু বিলীন করে তারাও আয়-রােজগার করুক, এটা আমরা কখনোই চাই না। এই দায়িত্ব পুরুষদের। আমরা এটা সিদ্ধান্ত নিইনি যে, স্বামীর অবর্তমানে সে কী করে খাবে! তাই তাকে সার্টিফিকেট অর্জন করতে হবে। বরং প্রয়োজনের মুহূর্তে সে যেন প্রয়োজন পরিমাণ আয় করতে পারে, এর জন্য প্রয়োজনীয় হস্তশিল্প, কুটিরশিল্প, বা যেই কাজ তার স্বকীয়তা, তার পর্দাকে ঠিক রাখে, এমন কাজ শেখার ব্যাপারে তাকে উদ্বুদ্ধ করি। যেন স্বামীর বর্তমানেও সে প্রয়োজনে স্বামীকে আয়-রোজগারে সাহায্য করতে পারে।

শেষ কথা :

আমরা শরীয়তের বিপরীত কোনো কথা তো দূরের কথা, কোনো শব্দও শুনতে ও মানতে রাজি নই। কলেজ-ভার্সিটি কেন, শরীয়তের খেলাফ কাজ যদি কোনো দ্বীনী প্রতিষ্ঠানেও হয়, তাহলে সেখানেও আমাদের ভাই-বোনদের পড়া জায়েয নয়।

© উস্তাদ তানজীল আরেফীন আদনান (হাফি.)

ইসলামিক আয়োজন

15 Nov, 12:37


বিষয়টা যদি সত্যি হয়ে থাকে তাহলে নিজেদের জন্য বড় আফসোস! ছেলেটাকে কত গালি, অপবাদ ও অভিশাপ দিয়েছে লাখ লাখ মানুষ!!

হয়তো কখনো তার কাছে ক্ষমা চাওয়ার সৌভাগ্য হবে না, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। এগুলোর ভার বহন করা অনেক কঠিন!

এই মিডিয়া ও ঘটনার পিছনের মূল কাহিনি না জেনেই প্রচার ও বিশ্বাস করা যে ভুল সেটা বার বারই প্রমাণিত! তার উপর ছেলেটা মাদ্রাসায় পড়ে, এমন সুযোগ কি আর মিস করা যায়?

এজন্যই আমি অনেক সময় মনে করি চুপ থাকা হলো এই দুনিয়ার শ্রেষ্ঠ ইবাদতগুলোর মধ্যে একটা, এই একটা আমল বহু পাপের রাস্তা বন্ধ করে দেয়।

আল্লহুম্মাগফিরলানা!

ইসলামিক আয়োজন

14 Nov, 15:44


অন্যায্যভাবে কাওকে ত!কফির করা যেমন গর্হিত অপরাধ!

একইভাবে যার উপর ত!কফিরের কোনো প্রতিবন্ধকতা নেই, তাকে ত!কফির না করাও গর্হিত অপরাধ!

উপরের বৈশিষ্ট্য খ!রেজিদের, নিচের বৈশিষ্ট্য মুরজিয়!দের!

আহলুস সুন্নাহ ওয়াল জামায়াত এর মধ্যবর্তী। তারা অন্যায় ভাবে কাওকে ত!কফির করে না। আবার যে ত!কফিরের উপযুক্ত তাকে তারা ত!কফির করে।

[ব্যক্তিকে তাকফির করা আওয়ামের দায়িত্ব না, আলেমগণের দায়িত্ব]

© Murtoza Shahriar

ইসলামিক আয়োজন

14 Nov, 14:56


ইসলাম বিবাহ সহজ করছে, কিন্তু বর্তমান সমাজ বিবাহ কঠিন করে রাখছে!

সহজ সুন্নাতি বিবাহ দেখার জন্য আজকে ৫ ঘন্টা সফর করেছিলাম। আলহামদুলিল্লাহ তা দেখার সুযোগ ও হইছে।

ভাইয়ের পক্ষ থেকে দেনমোহর ছিলো নগদ ১০ হাজার টাকা। মিষ্টি ৫ কেজি, খেজুর ১ কেজি, এটাই তার বিবাহের খরচ। আর মেয়ের বাবার খরচ বলতে আমরা তিন জন গিয়েছিলাম আমাদেরকে এক বেলা আপ্যায়ন।

ব্যাস বিবাহ শেষ, বারাকাল্লাহ!

— ম. আতিক

ইসলামিক আয়োজন

31 Oct, 17:28


গাজার দৃশ্য!!কুকুরের এমন মহানুভবতা কি মানুষের মাঝে আছে!?

#savepalestine #SaveGaza #SaveMuslims

ইসলামিক আয়োজন

24 Oct, 04:58


বিরত থাকুন

ইসলামিক আয়োজন

24 Oct, 04:58


আমার সবচেয়ে পছন্দের সূরা, আলাদা শক্তি জোগাড়, অনেক বিষয় ভাবতে শেখায়।

কেন পছন্দ জানিনা! কিন্তু অনেক বেশি ভালো লাগে, লম্বা সূরা কিন্তু আলাদা প্রশান্তি কাজ করে!

ইসলামিক আয়োজন

24 Oct, 04:58


আল্লাহু আকবার, আল্লাহু আকবার!

হে কুকুর জাহান্নামে স্বাগতম!

ইসরায়েলি সেনাবাহিনীর ৪০১ ব্রিগেডের কমান্ডার, কর্নেল এহসান দাকসা, গাজা উপত্যকার উত্তরে জাবালিয়ায় হামাস প্রতিরোধ যোদ্ধাদের হাতে নিহত হয়ে জাহান্নামে গেছে!

ইসলামিক আয়োজন

24 Oct, 04:58


আগে কথা বলার মানুষ ছিল, এখন সেটাও হারিয়েছি আমরা!

গ|জার একজন শিক্ষকের শেষ পোস্ট :

কেন, শেষ সময়ে এসে ই হুদি দের বিরুদ্ধে গাছ ও পাথরকেও কথা বলতে হবে জানেন? কারণ, সারা পৃথিবীর মানুষ বোবার মতো নিশ্চুপ হয়ে থাকবে!

— আহমেদ রফিক (হাফি.)

ইসলামিক আয়োজন

24 Oct, 04:58


অবশেষে ছাত্রলীগ নিষিদ্ধ করলো সরকার

ইসলামিক আয়োজন

24 Oct, 04:58


ছাত্রলীগকে নি!ষিদ্ধ করা হয়েছে। দায়ী ভাইয়েরা এই সুযোগকে কাজে লাগাতে পারেন। পরিচিত কেউ ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট থাকলে তাকে কোনো আলেমের সাথে তাবলীগে পাঠিয়ে দিন। একজনও যদি আপনার দাওয়াতের কারণে দ্বীনের পথে ফিরে আসে, এর চেয়ে বড় সফলতা আপনার জীবনে আর কী আছে!

শাসকের দরজা তাদের জন্য বন্ধ হয়ে গেলে দায়ীর দরজা সবার জন্য খোলা থাকে সবসময়। দায়ী আর শাসক এক না। শাসকের দরজা যেখানে বন্ধ হয়ে যায়, দায়ীর দরজা সেখানে খুলে যায়। তাই, সবাই শাসক না হয়ে দায়ী হন।

— তানজীল আরেফীন আদনান (হাফি.)

ইসলামিক আয়োজন

24 Oct, 04:58


ছাত্রলীগকে নি!ষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করে সরকারীভাবে গেজেট প্রকাশ করা হয়েছে!

এতোদিন আমাদেরকে জ!ঙ্গি-সন্ত্র!সী ট্যাগ দিয়েছে, আজকে ওরা আসলেই সন্ত্র!সী সংগঠন হিসেবে নি!ষিদ্ধ ঘোষিত হলো!

ওদেরকে যেখানেই পাবেন সেখানেই সাথে সাথে ধরাই দিবেন এই সন্ত্র!সীদেরকে!

ইসলামিক আয়োজন

24 Oct, 04:58


এক মুজ!হিদ তার স্ত্রীকে বিবাহ করার কিছুদিন পরেই শাহ!দাত বরণ করলেন। অতঃপর তার একটি চিঠি পাওয়া গেলো, যাতে তিনি লিখেছিলেন —

❝কখনোই এমনটি মনে করোনা যে আমি তোমাকে স্বার্থপরের মতো বিবাহ করেছি এটা জানার পরেও যে খুব দ্রুতই আমাকে আল্লাহর রাস্তায় হ!ত্যা করা হবে। বরং আমি তোমাকে বিবাহ করেছি এটা জানার পরে যে একজন শ!হীদ তার পরিবারের জন্য সুপারিশ করতে পারবে। তাই আমি চাই জান্নাতে তুমি আমার পরিবারের অন্তর্ভুক্ত হও।❞

অতঃপর তিনি তার স্ত্রীর উদ্দেশ্যে একটি কবিতা লিখেন —

وخطبتكي قبل النفير
لا لأكسر ذلك القلب الحنون

আর আমি তোমাকে যু!দ্ধের আগে প্রস্তাব দিয়েছিলাম, সেই কোমল হৃদয়টি না ভাঙার জন্য!

وعشتقي لكن قلبي لم يزل
يرنو لساحات المنون

এবং আমি তোমাকে ভালবাসতাম, কিন্তু আমার হৃদয় এখনও শাহ!দাতের মৃ!ত্যুর জন্য আকাঙ্ক্ষিত!

وعلمت فضل شهادةٍ
بشفاعةٍ فأردتها لكِ يا فتون

এবং আমি শিখেছি যে শাফাআত হচ্ছে শাহ!দতের একটি গুণ, তাই আমি এটি তোমার জন্য চেয়েছিলাম, হে সুন্দরী!!

© সংগৃহীত

ইসলামিক আয়োজন

24 Oct, 04:58


আমলে সালেহ

ডান পা আগে :

ঘরে, মসজিদে প্রবেশের সময়। পায়জামা, প্যান্ট, লুঙ্গী, জুতো, মোজা পরার সময়।

বাম পা আগে :

মসজিদ ও ঘর থেকে বের হওয়ার সময়। বাথরুমে প্রবেশের সময়। পায়জামা, প্যান্ট, লুঙ্গী, জুতো-মোজা খোলার সময়।

নিজে আমল করব। সন্তান-শাগরিদকে আমলে উদ্বুদ্ধ করব, ইনশাআল্লাহ।

— শাইখ আতিক উল্লাহ (হাফি.)

ইসলামিক আয়োজন

24 Oct, 04:58


এবার আবু উব!য়দা (হাফিজাহুল্লাহকে) সরাসরি সতর্ক করেছে মুহাম্মাদ আলি হুসাইনি

আল আরাবিয়া চ্যানেলে বলেন :

❝আবু উব!য়দার পরিচয় প্রকাশ হয়ে গিয়েছে। সে র!ফাহ অঞ্চলের আশেপাশে আছে। দূরে কোথাও নেই। সুতরাং সে যেন গ!জা ছেড়ে মিশর চলে যায়। অন্যথায় তার সময় ফুরিয়ে আসছে।❞

আলি হুসাইনির কথা মারাত্মক, এর আগে যতগুলো কথা বলছে প্রায় সব মিলে গেছে। আল্লাহ আমাদের মুজ!হিদদের রক্ষা করুন।

ইসলামিক আয়োজন

24 Oct, 04:58


আপনার কাছে কি অনেক টাকা আছে? শুধু শুধু টাকা সঞ্চয় করছেন আর টাকা ব্যাংকে রেখে জোগাচ্ছেন?

একটা পরামর্শ দেই, ভবিষ্যতে কি হবে আল্লাহ জানে কিন্তু কারোর কাছে যদি পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে তার কখনোই টাকা জোগানো বা সঞ্চয় করা উচিত নয়।

ভবিষ্যতে যদি আপনি আরো টাকাওয়ালা হতে চান বা এই বর্তমান টাকা গুলোকে সঠিক কাজে লাগাতে চান তাহলে — সোনা ও জমি কিনুন!

বলা যায় না, এমন সময়ও আসতে পারে যে তখন এই কাগজের টাকার কোন মূল্যই থাকবে না। তখন আপনি লাখ-কোটি টাকার মালিক হলেও আপনার সেই টাকা মূল্যহীন।

তাই, আপনি যদি সত্যিই আপনার টাকাকে সঞ্চয় ও বৃদ্ধি করতে চান তাহলে জমি ও সোনা কিনুন, ইনশাআল্লাহ এর ফলাফল পরবর্তীতেই দেখতে পাবেন।

ইসলামিক আয়োজন

24 Oct, 04:58


আগে এলাকার ছেলেরা ভাবতো ভদ্র, ধার্মিক, চরিত্রবান হলে বিয়ের বাজারে তার কদর বেশি।

বিত্তশালী অনেক পরিবার তার মেয়ের জন্য এমন ছেলে খুঁজত। সেটা যতই বেকার ও দরিদ্র হোক৷ তারা জানতো একটা ভালো ছেলের হাতে দিলেই মেয়ে সুখী হবে৷

আর এখন ছেলেরা জানে প্রতিষ্ঠিত হলে বিয়ের বাজারে তার কদর বেশি। সে প্রতিষ্ঠিত হবার আগে প্রেম, জ্বি-না যাই করুক। সে টাকার জোরে ভালো মেয়ে পাবেই।

এজন্য আজ ছেলেরা ভালো হবার প্রতিযোগিতা করে না। চরিত্র রক্ষার চেষ্টাও করে না। সে ভালো করেই জানে বিয়ের আগে ফূর্তি করি, আবাসিক হোটেলে যাই! যাই করিনা ক্যান!

ক্যারিয়ার হলে বিয়ে দুই চোখ বন্ধ করে করা যায়। তো এই সমাজে ডিভোর্স হবে না! ডিভোর্স কী হবে পশু পাখির মাঝে?

— WaraQah WQ

ইসলামিক আয়োজন

24 Oct, 04:58


শাইখুল ইসলাম ইমাম ইবন তাইমিয়া (রাহিমাহুল্লাহ) বলেন —

“কখনো কখনো বিচ্ছেদের বেদনা (এমন কেউ যাকে আপনি ভালোবাসেন) মৃত্যুর চাইতে বেশি গভীর।”

[মাজমুঊ' আল-ফাতওয়া, অধ্যায় ৩৫, পৃষ্ঠা : ২৯৯]

ইসলামিক আয়োজন

24 Oct, 04:58


সিনওয়ারের দৈনিক অজিফা

‘ইয়াহইয়া সিনওয়ার প্রতিদিন নির্দিষ্ট জিকির করতেন। প্রতিদিনের অজিফা পূর্ণ করতেন। যত গুরুত্বপূর্ণ কাজই থাকুক, তিনি কখনো অজিফা ছাড়েননি।’

ইবরাহিম দুআইরির ভাষ্যে ইয়াহইয়া সিনওয়ারের জীবনী

© Iftekhar Jamil

ইসলামিক আয়োজন

24 Oct, 04:58


ইমাম ইদ্রিস আশ শাফিঈ (রাহিমাহুল্লাহ) বলেন —

“আমি সান'আ শহরে একজন নারীকে মাত্র ২১ বছর বয়সে 'নানী' হতে দেখেছি। পাশে ছিল তার ৯ বছর বয়সী কন্যা। তার কোলে ছিল ১০ মাস বয়সী সন্তান।”

[আস সুনানুল কুবরা, খন্ড - ১, পৃষ্ঠা : ৩২০]

ইসলামিক আয়োজন

24 Oct, 04:58


আমরা অনেক সময় পোস্ট দিয়ে ৩০/১/২ ঘন্টা পর ডিলেট করি এর কারণ হলো বর্তমানে অনেকের টেলিগ্রাম চ্যানেল, আইডি ডিজেবল হয়ে যাচ্ছে।

অনেক বড় বড় চ্যানেলও সেম অবস্থা হইছে, আমাদের চ্যানেল ও চলে যেতে পারে, চ্যানেল গেলে আইডি, বট সবই যাবে!

তাই অনেক বিষয় চাইলেও দিয়ে রাখাটা সম্ভব না, তাই দ্রুত ডিলেট করে দেওয়া হয়।

যদি সত্যি আমাদের চ্যানেল চলে যায় তাহলে আমাদেরকে এখানে পাবেন, আর পরবর্তীতে এই একই নামে টেলিতে চ্যানেল পাবেন ইনশাআল্লাহ

ইসলামিক আয়োজন

24 Oct, 04:58


আমলে সালেহ

ফজরের সুন্নাতে প্রথম রাকআতে সুরাতুল কাফিরূন, দ্বিতীয় রাকআতে সুরাতুল ইখলাস পড়া সুন্নত।

সন্তানকে, শাগরিদকে নিয়মিত মনে করিয়ে দিবো। নিজেও আমল করব, ইনশাআল্লাহ।

— শাইখ আতিক উল্লাহ (হাফি.)

ইসলামিক আয়োজন

24 Oct, 04:58


অনেকেই বলতেছেন নারীবাদী জাহান্নামের কিট নাস্তিক তসলিমা নাসরিন নাকি জাহান্নামে চলে গেছে!

এ কথা সম্পূর্ণ ভুল!

ওর আইডি শুধু Remembering করে দিছে আমাদের কিছু স্প্যামার ভাইয়েরা সত্যিকারে মরে নাই এখনো! কিটটা এখনো জীবিত!

ইসলামিক আয়োজন

24 Oct, 04:58


জীবন একটাই, সুযোগ একবারই! একটু যাচাই-বাছাই করে ইবাদত করেন। অর্থসহ একটু কুরআন-হাদিস পড়লে আপনি আলেম বা মুফতি হয়তো হতে পারবেন না।

কিন্তু, অন্তত এতোটুকু বুঝতে শিখবেন, কোন আলেম ভুল বা মিথ্যা বলে আর কোন আলেম সঠিক বলে!

— ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহি.)

ইসলামিক আয়োজন

24 Oct, 04:58


কারাগারে এক ভাইয়ের কাহিনী, বর্ণনা করেছেন কারাগারের আরেক ভাই :

আব্দুুল্লাহ (ছদ্ম নাম) ভাই প্রায় সময় আমাদের কোর্ট পড়ত উনার সাথে। উনার স্ত্রী প্রতি কোর্টে খাবার নিয়ে আসতেন। উনার স্ত্রীও জেনারেল শিক্ষিত! সম্ভবত সফটওয়্যার ইন্জিনিয়ার। ভাইয়ের ফাঁসির রায় হওয়ার পর উনার স্ত্রী'র জন্য ভার্সিটির প্রফেসরসহ অনেক এলিট ফ্যামেলি থেকে ভালো ভালো প্রস্তাব আসতে থাকে।

তো ভাই প্রায় সময় উনার স্ত্রীকে বলতেন — তুমি অন্য জায়গায় বিবাহ করে নাও! আমার সম্পূর্ণ অনুমতি আছে। আমার তো প্রায় ম!মলার ফঁ!সি (৩টা শ!তিমে রাসূল হ!ত্যা) বের হওয়ার সম্ভাবনা নেই, প্রায়ই বলতেন!

তো একদিন, সম্ভবত উনি যাওয়ার আগের কোর্ট অথাৎ ২২ এর অক্টোবরের দিকে আমাদের একসাথে কোর্ট পরে। উনার স্ত্রী সেদিন মজাদার অনেক খাবার আনেন আমাদের জন্য। সেদিন ভাই পূর্বের মত বললেন — অন্য জায়গাতে বিবাহ করে নাও! তোমার বয়স অনেক কম! সামনে স্পেশাল ক্যারিয়ার রয়েছে। সেদিন উনার স্ত্রী'র আবেগময় এক বক্তব্য আমাকে এতটা কাঁদিয়েছে! ওয়াল্লাহি! আমার এখনো মনে হলে চোখ দিয়ে অনিচ্ছায় পানি বের হয়ে আসে! (আমার চোখে পানি চলে আসছে)

উনার স্ত্রী আমাদের বোন সেদিন বলেছিলেন —

“আপনি এত্ত স্বার্থপর কেন? আপনি একাই জান্নাতে যেতে চান? আমাকে নিবেন না? আমাকে আপনার থেকে পৃথক করে - জান্নাতে একা যাওয়ার ইচ্ছে করেছেন? এতো স্বার্থপর কবে থেকে হলেন? ক!রাগার বুঝি মানুষকে স্বার্থপর বানাই! আগে জানতাম না!” একটুকু বলে হাউমাউ করে কান্না করে দেন! ভাই বিশ্বাস করবেন না! যারা সেদিন কোর্টের গারদে ছিলো! এমন কেও ছিল না যে কান্না করেনি। এক ভাই এটা শুনে ফ্লোরে পরে কান্না করে দিলো।

আমরা সবাই কাঁদতে লাগলাম! আর আফসোস করলাম! আহ্! যদি এমন কেও জীবনে আসে! কতই না সৌভাগ্যবান হতাম!

— Ahmed Sadiqur Rahman