CUMILLA RETINA @cumillaretina Channel on Telegram

CUMILLA RETINA

@cumillaretina


All students all over Bangladesh.

CUMILLA RETINA (English)

Are you a student in Bangladesh looking for a channel that provides valuable information and resources for your academic journey? Look no further than 'CUMILLA RETINA'! This Telegram channel is dedicated to serving all students all over Bangladesh, offering a diverse range of content to help you succeed in your studies. Whether you're preparing for exams, seeking study tips, or looking for updates on educational events, 'CUMILLA RETINA' has got you covered. With a community of fellow students to engage with, you can share experiences, ask questions, and support each other on your learning path. Join 'CUMILLA RETINA' today and take your education to the next level!

CUMILLA RETINA

13 Jan, 14:52


প্রশ্ন কেমন হবে সে বিষয়ে সংবাদ সম্মেলনে সাবেক ডিজি ( স্বাস্থ্য )  ডা. আজাদ স্যার
ভিডিও টা ৩ বছর আগের

প্রশ্নের ধরণ রেটিনার প্রশ্নের মতোই

CUMILLA RETINA

13 Jan, 14:43


এমন কলম নিতে হবে

CUMILLA RETINA

13 Jan, 14:35


সেশন টা কেমন ছিলো।

আমাদের দোয়া তোমাদের জন্য সবসময় 💓

CUMILLA RETINA

13 Jan, 14:15


https://youtube.com/live/ZMlhX_051gw?feature=share

CUMILLA RETINA

13 Jan, 10:52


প্রিয় শিক্ষার্থী,
আজ ১৩ তারিখ রাত ০৮ টাই তোমাদের মেডিকেল পরিক্ষার দিন করণীয় বিষয়ক বিশেষ লাইভ সেশন অনুষ্ঠিত হবে। সবাই সময় মত উপস্থিত থাকবে। (https://www.youtube.com/@retinacumillabranch7188?sub_confirmation=1) চ্যানেলটি Subscribe করে রাখ, তাহলে ‍সেশন শুরু হওয়ার সাথে সাথে তোমার কাছে নটিফিকেশন চলে যাবে।

CUMILLA RETINA

13 Jan, 09:00


পরীক্ষার দিন কি কি নিতে হবে?
কয়টা এমসিকিউ আনসার করবো?
পরীক্ষার হলে কয়টায় যেতে হবে?
হিজাব বা নিকাব পরিধান করে যাওয়া যাবে কিনা??
এগুলো ছাড়াও তোমাদের জানতে চাওয়া সব প্রশ্নের উত্তর দেওয়া হবে আজকের লাইভ সেশনে

CUMILLA RETINA

13 Jan, 06:14


জুলাই গণ-অভ্যুত্থানের সর্বকনিষ্ঠ শহিদ কে & বয়স কতো?

CUMILLA RETINA

13 Jan, 05:49


প্রিয় শিক্ষার্থী,
তোমরা নিশ্চয়ই মনোযোগ সহকারে গুরুত্বের সাথে পড়াশোনা করে যাচ্ছ।

পরীক্ষার দিন যেহেতু ঘনিয়ে আসছে, তোমার চিন্তাও নিশ্চয়ই বাড়ছে। কিন্তু তোমার প্রথম লড়াইটা হবে তোমার অতিরিক্ত চিন্তা বা ওভার থিংকিং বা টেনশনের বিরুদ্ধে। পরীক্ষার প্রশ্ন কেমন হবে, পরীক্ষার দিন আমার কি অবস্থা হবে এ সকল চিন্তা আমাদেরকে যেন কখনোই ঘায়েল না করে।অসংখ্য স্টুডেন্ট তাদের ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও শুধুমাত্র অতিরিক্ত চিন্তা এবং পরীক্ষার হলে নার্ভাসনেসের কারণে চান্স পাওয়া থেকে ছিটকে পড়ে। তাই আমাদের পরামর্শ এখন তুমি পরীক্ষার দিনের অবস্থা কি হবে তা নিয়ে খুব বেশি চিন্তা করবে না, তোমার আজকের দিনটা গত দিনের চেয়ে যেনো ভালো হয় সে দিকটাই লক্ষ্য রাখবে।

তোমার দ্বিতীয় লড়াই হচ্ছে তোমার আশেপাশের বিভিন্ন মানুষের সমালোচনার বিরুদ্ধে। তারা তোমাকে নিয়ে অনেক কিছুই বলবে, তোমার বাবা মাকে হয়তো অনেক কিছু বলবে, তাদের এই আলোচনা সমালোচনার ঊর্ধ্বে উঠে তোমাকে পড়াশোনা করে যেতে হবে।

তৃতীয়ত, অসুস্থতার বিরুদ্ধে লড়াই করতে হবে। তুমি যেন কোনো ভাবেই অসুস্হ না হয়ে পড় সে জন্য শরীরের প্রতিদিনের মৌলিক চাহিদাগুলো ঠিকভাবে পূরণ করতে হবে।জাঙ্ক ফুড,স্পাইসি ফুড খাওয়া থেকে বিরত থাকতে হবে।পরিমিত সুষম খাবার খেতে হবে ও ঘুম ঠিক রাখতে হবে।

সর্বোপরি মহান সৃষ্টিকর্তার নিকট সাহায্য প্রার্থনা করতে হবে,যাতে করে সার্বিক পরিবেশ- পরিস্হিতি আমার অনুকূলে থাকে।।

"আমাদের হাসি গানে কথা ও কাজে
মুখরিত হবে ধারা নতুন সাজে"

ইনশাআল্লাহ!

CUMILLA RETINA

12 Jan, 17:28


রেটিনা পরিবারের সম্ভাবনাময়ী ছাত্রী ''আফ্রিদা চৌধুরী মুনা''
স্ট্রোক জনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

CUMILLA RETINA

12 Jan, 16:46


আগামীকাল সবাই এডমিট কার্ড প্রিন্ট করে নিও ( অবশ্যই কালার প্রিন্ট )

বাসায় রোল নাম্বার, সিরিয়াল নাম্বার, সিগনেচার  ওএমআরে পূরণ করে প্রাকটিস করিও
মিনিমাম ৫ বার

CUMILLA RETINA

12 Jan, 13:14


সেন্টার আর ভেন্যূ নিয়ে অনেকেই তালগোল পাকিয়ে ফেলছো।

পরীক্ষা হবে ভেন্যূতে। তোমার অ্যাডমিট কার্ডে খেয়াল করে দেখো, ভেন্যূ কোথায়, সেটা লেখা আছে।

কুমিল্লা রিজিয়নের সকলের সেন্টার লিখা Cumilla Medical College..

কিন্তু কারো ভেন্যু কুমিল্লা মেডিকেল কলেজ আবার কারো ভেন্যু ভিক্টোরিয়া ডিগ্রি সেকশন...

ভেন্যুতেই তোমার পরীক্ষার সিট, ওখানেই পরীক্ষা দিতে যেও..
কোন বিল্ডিং বা কোন রুমে তোমার পরীক্ষা হবে তা ২/১ দিনের মধ্যে প্রকাশিত হবে

অনেকেরই সকাল বেলা না খেয়ে পরীক্ষা দিতে যাওয়ার অভ্যাস আছে। একদম এমন করো না। খেয়ে দেয়ে ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে যেয়ো,কেমন?

সবার জন্য শুভকামনা ও দোয়া রইলো ❤️❤️❤️

CUMILLA RETINA

12 Jan, 12:44


মেডিকেল ভর্তি পরীক্ষার প্রবেশ পত্র ডাউনলোড শুরু হয়েছে। ডাউনলোড করা যাবে ১৪ জানুয়ারি,২০২৫ পর্যন্ত।
অবশ্যই রঙিন প্রিন্ট করতে হবে।

প্রবেশপত্র ডাউনলোড লিঙ্ক ঃ http://dgme.teletalk.com.bd/mbbs/index.php

CUMILLA RETINA

12 Jan, 08:16


"Dr. Tasnim Ferdaus proudly shared his experience during the grand celebration. As a dedicated teacher, he feels honored by the achievements of his students in securing spots at prestigious institutions. 🎉👨‍🏫"

CUMILLA RETINA

12 Jan, 07:27


মেডিকেল ভর্তি পরীক্ষার প্রবেশ পত্র ডাউনলোড করা যাবে আজ সন্ধ্যা ৬ টা থেকে।
ডাউনলোড করা যাবে ১৪ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত।

প্রবেশপত্র ডাউনলোড লিঙ্কঃ
http://dgme.teletalk.com.bd/mbbs/index.php

CUMILLA RETINA

28 Dec, 13:22


প্রিয় SSC'25 শিক্ষার্থীরা,
এসএসসি চূড়ান্ত মডেল টেস্ট পরীক্ষা তোমার প্রস্তুতিকে শাণিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি তোমাদের অধ্যয়নের পুরো প্রস্তুতির প্রক্রিয়াকে সহজ ও পরিকল্পিত করে তুলবে, এবং ভালো ফলাফল করতে সহায়তা করবে।

তাই, তোমাদের জন্য রেটিনা আয়োজন করতে যাচ্ছে "SSC মডেল টেস্ট'২৫" ব্যাচ। এটি শুধুমাত্র বিজ্ঞান বিভাগের জন্য। মডেল টেস্টে অংশগ্রহণ করলে তোমাদের চূড়ান্ত পরীক্ষার পরিবেশ বুঝতে পারবে ও আত্মবিশ্বাস বাড়াতে ভূমিকা রাখবে। সেই সাথে নিয়মিত পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে তোমরা তোমাদের দূর্বল দিকগুলো চিহ্নিত করতে পারবে এবং ভুল সংশোধন করে চূড়ান্ত পরীক্ষায় ভালো ফলাফল আনতে ব্যাপক সাহায্য করবে।

তাই আর দেরি কেনো? ঝটপট ভর্তি হয়ে যাও, নিজের প্রস্তুতিকে গুছিয়ে নাও।

রেটিনা কুমিল্লা
ঠিকানা:
টমসম ব্রিজ, নিউ ভিক্টোরিয়া হোস্টেলের বিপরীতে, ইকরা মাদ্রাসা
যোগাযোগ: 01795494474

তোমার স্বপ্নপূরণের সঙ্গী হতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আজই যোগাযোগ করো।

CUMILLA RETINA

28 Dec, 08:40


https://www.facebook.com/share/p/kKofSLQ264WBDBZR/

CUMILLA RETINA

28 Dec, 07:15


কালকের কুইজের কে কতটা পেরেছো?



আজকের পোলের টপিকস জানা আছে তো?

CUMILLA RETINA

28 Dec, 05:28


পরীক্ষা কেমন হয়েছে সবার?

CUMILLA RETINA

05 Dec, 05:49


আসসালামু আলাইকুম।
প্রিয় শিক্ষার্থীরা, মডেল টেস্ট প্রোগ্রামের পরীক্ষাগুলোর উপর লাইভ সলভ ক্লাস হবে ইউটিউব লাইভে এবং ভিডিও LMS এও রেকর্ডেড থাকবে ইনশাআল্লাহ।

যেদিন যেই পরীক্ষা সেই পরীক্ষার সলভ ক্লাস ওইদিন রাত ৯.৩০ টায় ইউটিউব লাইভে নেওয়া হবে ইনশাআল্লাহ।

CUMILLA RETINA

03 Dec, 23:58


আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে?
তোমার ছেলে উঠলে গো মা রাত পোহাবে তবে!

CUMILLA RETINA

03 Dec, 18:42


আজকে কয়টা অধ্যায় পড়েছো?

CUMILLA RETINA

03 Dec, 16:02


বিবিসির প্রভাবশালী ১০০ নারীর তালিকায় জায়গা পেয়েছেন কুড়িগ্রামের চিলমারী উপজেলার রিকতা আখতার বানু লুৎফা।

বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তি বিভাগে স্থান পেয়েছেন তিনি। সেরিব্রাল পালসিতে আক্রান্ত তাঁর কন্যা সন্তানকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি করতে অস্বীকৃতি জানায়। এ ঘটনার পর ২০০৯ সালে তিনি নিজের জমি বিক্রি করে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করেন। সে স্কুলের নাম রিকতা আখতার বানু (লুৎফা) বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়। সেখানে এখন তিন শর বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে।

CUMILLA RETINA

03 Dec, 06:07


https://www.facebook.com/share/g/15EzriJHKQ/

কুমিল্লা রেটিনার ফেসবুক গ্রুপ

CUMILLA RETINA

02 Dec, 18:40


অধ্যায় ভিত্তিক পড়াশোনার পরিকল্পনা

০৩ ডিসেম্বর:

১. ১ম অধ্যায় (C)
২. ২য় অধ্যায় (A)
৩. ৩য় অধ্যায় (C)
৪. ৮ম অধ্যায় (A)
৫. ১১দশ অধ্যায় (B)
৬. ১০ম অধ্যায় (A)
৭. ১২দশ অধ্যায় (B)

> নির্দেশনা:



সর্বোচ্চ অধ্যায়গুলো সিকুয়েন্স মেনে পড়ার চেষ্টা করবে।

কোনো অধ্যায় বাদ পড়লে, পরের দিন ওই অধ্যায় প্রথমে পড়বে।

ধরো ৫টি অধ্যায় পড়তে পেরেছো, তাহলে পরের দিন ১১/১২ অধ্যায় আগে ধরবে।



---

০৪ ডিসেম্বর:

১. ৪র্থ অধ্যায় (C)
2. ৫ম অধ্যায় (B)
3. ৬ষ্ঠ অধ্যায় (A)
4. ৭ম অধ্যায় (B)
5. ৯ম অধ্যায় (C)

> প্র্যাকটিস:



অধ্যায় পড়ে অনলাইনে প্র্যাকটিস করবে।

ভুলগুলো বিশ্লেষণ করবে এবং সেগুলো থেকে শিখবে।

---

পড়ার কৌশল:

1. প্রয়োজনীয় অংশে ফোকাস:

বোল্ড লাইন, দাগানো লাইন, উদাহরণ, বৈশিষ্ট্য, সংখ্যাগত তথ্য, প্রকারভেদ, কাজ।



2. ডাইজেস্ট ও সহকারী বই থেকে নোট নেওয়া:

সহকারী বইয়ের তথ্য আবুল হাসান স্যারের বইয়ে নিয়ে আসা।

যদি ইতোমধ্যে কাজটি করে থাকো, তাহলে দ্রুত রিভিশন দাও।



3. গাইড এবং প্রশ্নব্যাংক সলভ:

প্রতিটি অধ্যায়ের জন্য গাইড ও প্রশ্নব্যাংক সমাধান করতে হবে।
---
সাধারণ নির্দেশনা:

সব অধ্যায় পড়া সম্ভব নাও হতে পারে।

কমপক্ষে ৮টি অধ্যায় শেষ করার চেষ্টা করবে।

যদি কোনো অধ্যায় বাদ পড়েও যায়, তা নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই।


সময়মতো পরিকল্পনা অনুযায়ী এগোলে প্রস্তুতি অনেক ভালো হবে।

A- সহজ
B- মধ্যম
C-বড়,তথ্য বেশি

CUMILLA RETINA

02 Dec, 18:26


বোটানির গুরুত্বপূর্ণ টপিকস

CUMILLA RETINA

02 Dec, 18:16


বোটানি পেপার ফাইনাল এর আগে সেরাদের কাছ থেকে শুনে আসি কিভাবে প্রিপারেশন নিয়েছিলো।

CUMILLA RETINA

02 Dec, 17:42


প্রিয় শিক্ষার্থীরা,

আশা করি তোমরা সবাই ভালো আছো। আগামী ৫ তারিখ থেকে বোটানি পেপার ফাইনাল দিয়ে মডেল টেস্ট শুরু হতে যাচ্ছে। এটি তোমাদের জন্য চূড়ান্ত প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ

সারা বাংলাদেশে রেটিনার সব ব্রাঞ্চের সব ব্যাচে একই পরীক্ষা অনুষ্ঠিত হবে, তাই প্রতিযোগিতার এই মঞ্চে নিজের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত থাকো।

সফলতার জন্য তোমাদের কঠোর পরিশ্রম, দৃঢ় মনোবল এবং নিয়মিত প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখো, তুমি যদি তোমার স্বপ্ন পূরণের জন্য নিজের সেরাটা দাও, তাহলে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে কেউ তোমাকে থামাতে পারবে না।

আমরা, কুমিল্লা রেটিনার পক্ষ থেকে, তোমাদের প্রতি পূর্ণ আস্থা রাখি। নিজের প্রতি বিশ্বাস রাখো, সময়মতো পড়াশোনা করো এবং আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাও। রেটিনার দীর্ঘ অভিজ্ঞতা তোমাদের পথপ্রদর্শক হবে।

সবাইকে শুভকামনা!

তোমার পাশে আছে,
রেটিনা পরিবার।

CUMILLA RETINA

02 Dec, 05:09


দেশের নৌবহরে যুক্ত হলো দেশীয় প্রযুক্তিতে নির্মিত আরেকটি যুদ্ধ জাহাজ। ‘বানৌজা বিশখালী’ নামের যু'দ্ধ'জা'হা'জ'টি তৈরি করেছে খুলনা শিপইয়ার্ড লিমিটেড ।

CUMILLA RETINA

02 Dec, 03:49


আগামী ৫ ডিসেম্বর থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার আদলে পরীক্ষা হবে।

কয়েকটি নির্দেশনাঃ

১. নির্দিষ্ট সময়ের আগে পরীক্ষার হলে  উপস্থিত থাকতে হবে।

২.আইডি কার্ড ছাড়া কেউ পরীক্ষা দিতে পারবে না। ( অফিস থেকেও কোন অনুমতি দেওয়া হবে না )

৩ কোনোমতে এক্সাম টাইম পরিবর্তন করা যাবে না।

৪.পরীক্ষার হলে মুঠোফোন, কোনো ধরনের ডিজিটাল ডিভাইস, ক্যালকুলেটর, হাতঘড়ি বা পকেটঘড়ি নিয়ে প্রবেশ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এরপরও পরীক্ষার হলে কারও কাছে উল্লিখিত নিষিদ্ধ কোনো কিছু পাওয়া গেলে অথবা কাউকে এ ধরনের কোনো ডিভাইস ব্যবহার করতে দেখা গেলে তাঁর উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে। ব্যাগ মোবাইল সাথে আনলে তা অবশ্যই সামনে জমা রাখতে হবে।

৫.প্রশ্নের সাথে OMR থাকবে। OMR কোনো মতে ছিঁড়া যাবে না। প্রশ্ন থেকে OMR আলাদা করলে OMR বাতিল হবে।

৬.রোল নম্বর নির্দিষ্ট স্থানে ইংরেজিতে লিখে এরপর সংশ্লিষ্ট বৃত্তগুলো তদানুযায়ী যথাযথভাবে বল পেন দিয়ে ভরাট করতে হবে। কোনো প্রকার ঘষামাজা বা কাটাকাটি করলে OMR বাতিল বলে গণ্য হবে। বৃত্তগুলো এমনভাবে ভরাট করতে হবে যেন ভেতরের লেখাটি দেখা না যায়। জেল পেন বা মার্কার পেন দিয়ে বৃত্ত ভরাট করলে  OMR বাতিল হবে।

৭.প্রশ্নপত্রের সঙ্গে দেওয়া OMR এ প্রতিটি প্রশ্নের জন্য চারটি সম্ভাব্য উত্তরের বৃত্ত থাকবে। এর মধ্য থেকে সঠিক উত্তরের বৃত্তটি পরিচ্ছন্নভাবে ওপরে প্রদর্শিত নিয়ম মেনে সম্পূর্ণ ভরাট করতে হবে। OMR এ নির্দিষ্ট বৃত্তগুলো ভরাট করা এবং নির্দেশিত স্থানে যথাযথ তথ্য প্রদান করতে হবে। এ ছাড়া অন্য কোনো স্থানে কিছু লিখা সম্পূর্ণ নিষিদ্ধ এবং লিখলে OMR বাতিল বলে গণ্য হবে।

৮. খসড়ার জন্য প্রশ্নপত্র ব্যবহার করা যাবে। কোনো পৃথক কাগজ ব্যবহার করা যাবে না। প্রশ্নপত্রের কোনো অংশ ছেঁড়া যাবে না কিংবা কারও সঙ্গে বদল করা যাবে না।  কোনো মতে Option এ দাগ দেওয়া যাবে না।

৯.OMR শীট এর নিচে কোনো বই খাতা বা হার্ডবোর্ড রাখা যাবে না।

১০.পরীক্ষায় অসদুপায়, দেখাদেখি করলে উত্তরপত্র  বাতিল বলে গন্য হবে।

১১. প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর প্রদান করা হবে এবং প্রতিটি ভুল উত্তর দেওয়ার জন্য ০.২৫ নম্বর কাটা হবে। জিপিএ মার্ক সহ সেন্ট্রাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে।

CUMILLA RETINA

01 Dec, 16:09


কুমিল্লা মেডিকেল কলেজে অধ্যয়নরত ৩১তম ব্যাচের(MBBS 3rd year) শিক্ষার্থীবৃন্দ,

আপনাদের ২য় পেশাগত এমবিবিএস পরীক্ষার প্রস্তুতির জন্য রেটিনা কুমিল্লা শাখার উদ্যোগে একটি বিশেষ "Prof Guideline & Dua Program" আয়োজন করা হয়েছে। এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য আপনাদের সঠিক দিকনির্দেশনা প্রদান এবং মানসিক অনুপ্রেরণা জাগিয়ে তোলা।

প্রধান অতিথি:
ডা. এম. এম. হাসান
বিভাগীয় প্রধান, ইউরোলজি ডিপার্টমেন্ট
কুমিল্লা মেডিকেল কলেজ, কুমিল্লা

অনুষ্ঠানের বিস্তারিত:
📅 তারিখ: ৪ ডিসেম্বর ২০২৪
সময়: বিকাল ৩:০০ টা
📍 স্থান: রেটিনা ক্যাম্পাস
নিউ হোস্টেল মসজিদের বিপরীতে, টমসমব্রিজ, কুমিল্লা

অনুষ্ঠানের কার্যক্রম:

৩:০০ - ৩:১০: কুরআন তেলাওয়াত

৩:১০ - ৩:৪০: প্রফ গাইডলাইন

৩:৪০ - ৪:০০: প্রধান অতিথির বক্তব্য

৪:০০ - ৪:২০: দোয়া ও নাস্তা বিতরণ

আশা করি, এই আয়োজনটি আপনাদের পরীক্ষার প্রস্তুতিকে সহজ করবে।

সবার জন্য রেটিনা কুমিল্লা শাখার পক্ষ থেকে রইলো শুভকামনা।

নিবেদক,
পরিচালক
রেটিনা কুমিল্লা শাখা

CUMILLA RETINA

30 Nov, 17:06


রসায়ন অনুশীলনী এমসিকিউ -
১. হাজারী স্যার
২. কবির স্যার
৩. বোর্ড পরীক্ষার এমসিকিউ [( ২০১৫-২০২৩ ) ২৪'এ রসায়ন পরীক্ষা হয় নাই  ]

হাজারী স্যারের বইয়ে অনুশীলনীতে বোর্ড পরীক্ষার এমসিকিউ অনেকগুলো মিসিং আছে, তাই বইয়ের শেষে দেওয়া বোর্ড পরীক্ষার এমসিকিউ গুলো পড়ে নিও

সঠিক উত্তরটাই পড়তে হবে, ভুল পড়া যাবে না

সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা ❣️❣️

CUMILLA RETINA

29 Nov, 17:16


আগামীকালকের পরীক্ষার প্রস্তুতি কেমন??

CUMILLA RETINA

29 Nov, 08:58


৩০ নভেম্বর ফিজিক্স অনুশীলনীর MCQ-এর উপর পরীক্ষা।
ফিজিক্স ১ম ও ২য় পত্র
পূর্ণমান ১০০।

বিগত সালের ফিজিক্সে আসা ২০টি প্রশ্ন অনুশীলনীর mcq থেকে আসছে



আমাদের মডেল টেস্ট কোর্সে ভর্তি চলছে।

০২ ডিসেম্বর কেমিস্ট্রি অনুশীলনীর mcq এর উপর পরীক্ষা অনুষ্ঠিত হবে।

CUMILLA RETINA

28 Nov, 16:51


আজ রেটিনা কুমিল্লা শাখার আয়োজনে কুমিল্লা মেডিকেল কলেজের ১ম পেশাগত এমবিবিএস শিক্ষার্থীদের(২য় বর্ষ MBBS) জন্য 'Prof Guideline & Dua Program' সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

✳️ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:

🔹 প্রধান অতিথি:
বিশিষ্ট নাক, কান, গলা বিশেষজ্ঞ, কুমিল্লা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. জাহাঙ্গীর আলম মজুমদার।

🔹 বিশেষ অতিথি: ডা. আরিফ চৌধুরী
সাবেক প্রধান পরিচালক রেটিনা কুমিল্লা, চেয়ারম্যান, নিউ ভিশন মডেল হসপিটাল।



অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রেটিনা কুমিল্লার প্রধান তত্ত্বাবধায়ক আব্দুল মান্নান
সঞ্চালনা করেন রেটিনা কুমিল্লা ব্রাঞ্চের ডিরেক্টর ইব্রাহীম হোসেন সাকিব

দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন:
৩১তম ব্যাচের শিক্ষার্থী কাজী ইফাজ আহমেদ।

📌 অনুষ্ঠানে ১ম প্রফ পরীক্ষার্থীদের পরীক্ষাকরণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।
📌 এটি শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা ও মানসিক প্রেরণা প্রদান করেছে।

🌟 আগামীর পরীক্ষার জন্য সকল অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শুভকামনা রইল। 🌟

CUMILLA RETINA

28 Nov, 16:28


এই চার্টের গুরুত্ব বলে শেষ করার মতো না

CUMILLA RETINA

28 Nov, 05:44


আমাদের রুটিন টা ২ টি ফেইজ এ ভাগ করা হয়েছে

কেউ চাইলে খুব সহজে ২ বার রিভিশন দিতে পারবে

CUMILLA RETINA

28 Nov, 05:39


📚 Final Model Test Routine (Session: 2024-25)
🔹 RETINA মেডিকেল ও ডেন্টাল ভর্তি প্রস্তুতি
💡 চূড়ান্ত মডেল টেস্ট রুটিন প্রকাশিত!

> Phase-01 এবং Phase-02-এর বিস্তারিত সময়সূচি প্রকাশিত হয়েছে।

৩০ নভেম্বর:
ফিজিক্স অনুশীলনীর MCQ পরীক্ষা
২ ডিসেম্বর:
কেমিস্ট্রি অনুশীলনীর MCQ পরীক্ষা

👉 মডেল টেস্ট ব্যাচে ভর্তি চলছে!
📅 পরীক্ষার সময়কাল:
05 ডিসেম্বর 2024 থেকে 09 জানুয়ারি 2025 পর্যন্ত

🔸 Doctors Hunt Exam: ১৭ ডিসেম্বর ২০২৪
🔸 Model Test-08: ২৩ ডিসেম্বর 2024 (All Textbook MCQ Exam)
🔸 Model Test-11: ০৫ জানুয়ারি 2025 (All Textbook Bold Line Exam)

🎯 স্বপ্ন যদি থাকে সাদা এপ্রোন গায়ে জড়ানোর, তাহলে প্রস্তুতি নিন আজই!
সঠিক গাইডলাইনের জন্য RETINA-র অভিজ্ঞতাই যথেষ্ট।

📞 যোগাযোগ করুন:
01795494474

RETINA: ৪৪ বছরের সাফল্যের অভিজ্ঞতায় পাশে আছি তোমার।
#Retina #FinalModelTest #MedicalPreparation #Admission2024

CUMILLA RETINA

27 Nov, 18:27


শুরু হতে যাচ্ছে "RETINA Model Test programme " এর প্রথম পর্ব!

গত বছর ভর্তি পরীক্ষায় ফিজিক্সে মূল বইয়ের এমসিকিউ থেকে হুবহু ২০ এর মধ্যে ২০ টি প্রশ্ন এসেছে। ফিজিক্স এবং কেমিস্ট্রিতে মূল বইয়ের এমসিকিউ থেকে প্রায়ই হুবহু প্রশ্ন পাওয়া যায়।

তোমাদের প্রস্তুতিকে আরও শাণিত করতে রেটিনা কুমিল্লা শাখা নিয়ে এলো "মডেলটেস্ট প্রোগ্রাম"।
এই পরীক্ষাগুলো হবে অনুশীলনী কোশ্চেনের উপর ভিত্তি করে, যা তোমাদের ভর্তি পরীক্ষার জন্য অনন্য প্রস্তুতি নিশ্চিত করবে।

পরীক্ষার সময়সূচি:

৩০ নভেম্বর: ফিজিক্স অনুশীলনী এমসিকিউ

০২ ডিসেম্বর: কেমিস্ট্রি অনুশীলনী এমসিকিউ

০৫ ডিসেম্বর থেকে: বোটানি পেপার ফাইনাল দিয়ে শুরু হবে ফাইনাল মডেল টেস্ট প্রোগ্রাম।


"ফাইনাল মডেল টেস্ট" প্যাকেজে ভর্তি চলছে।

তোমার স্বপ্নপূরণের পথে এগিয়ে যেতে আজই প্রস্তুতি নাও!
যোগাযোগ: রেটিনা কুমিল্লা শাখা | 01795494474

CUMILLA RETINA

25 Oct, 15:39


প্রিয় শিক্ষার্থী,

আমাদের কোচিংয়ে এখন পর্যন্ত ২১টি লেকচার শেষ হয়েছে, আর বাকি আছে ১৫টি লেকচার

তাহলে এখন চিন্তায় পড়ে গেছো? অর্ধেকের বেশি ক্লাস শেষ! এখন কী করবো?

চিন্তার কিছু নেই! আমরা, কুমিল্লা রেটিনা, সবসময় তোমাদের পাশে আছি। তোমাদের মধ্যে তিন ধরনের শিক্ষার্থী রয়েছে:

1. ক্যাটাগরি ০১: যারা মোটামুটি সব ক্লাস ঠিকঠাক করে পড়াশোনা করেছো – তোমরা মোটামুটি ২০-২৫%।
2. ক্যাটাগরি ০২: যারা মাঝেমধ্যে পড়াশোনা করো, কিন্তু সব শেষ করতে পারো না, এবং মার্ক মাঝারি থাকে – তোমরা প্রায় ৫০%।
3. ক্যাটাগরি ০৩: যারা এখনো পড়াশোনায় পুরোপুরি মনোযোগী হতে পারছো না, তবে চেষ্টা করে যাচ্ছো – তোমরা প্রায় ২০-২৫%।

তোমাদের পরিচালক ভাইয়াও একসময় ক্যাটাগরি ০৩-এর মধ্যে ছিল, কারণ আমি বুয়েটের জন্য প্রস্তুতি নিয়েছিলাম, মেডিকেলের জন্য তেমন কিছু পড়া হয়নি। তাই হতাশ হবার কিছু নেই!

এখন আসি, ক্লাস ৬০% শেষ – এখন কী করবো?

১. নিয়মিত ক্লাসে আসো: ক্লাসে আসলে অনেক পড়া সহজেই শেষ হয়ে যায়। আমরা টিচারদের নির্দেশ দিয়েছি যেন ক্লাসের পড়া ক্লাসেই সম্পন্ন করা হয়। তাই বাকি ক্লাসগুলো ভালোভাবে শেষ করো। যারা একদম শূন্য থেকে শুরু করছো, তারাও নতুন করে শুরু করতে পারো।

২. টিউটোরিয়াল পরীক্ষাগুলো ভালোভাবে দাও: এখনও ৭টি টিউটোরিয়াল বাকি। প্রতিটি টিউটোরিয়াল পরীক্ষায় আরও ৬টি ক্লাসের প্রস্তুতি নেওয়া সম্ভব। যদি ঠিকমতো পড়ো, তবে ২১টি ক্লাসের প্রস্তুতি হয়ে যাবে। তাই অল্প অল্প করে টিউটোরিয়ালের জন্য পড়াশোনা শুরু করো। ক্লাস টেস্টগুলো আগেই দিয়েছো, তাই এখন রিভিশনের ওপর জোর দিতে হবে।

আমরা ১০ দিন আগেই টিউটোরিয়াল পরীক্ষার ঘোষণা দিচ্ছি। এখন সময় এসেছে বেশি পরিশ্রম করার, তাই এই সুযোগে প্রস্তুতি নিতে থাকো।

৩. বাকি ১৫টি ক্লাসের পরিকল্পনা: 
আমরা ৮টি সলভ ক্লাস নেওয়ার পরিকল্পনা করেছি, যেখানে ১৫টির মধ্যে অন্তত ৮টি ক্লাস নিশ্চিতভাবে পরিষ্কার হবে। অতিরিক্ত লেকচার ও সলভ ক্লাসেও যুক্ত হবে, যা আরও সহায়ক হবে।

৪. রেটিনা LMS ও অনুশীলনীর MCQ ক্লাস: LMS থেকে ক্লাসগুলো রিভিউ করো এবং অনুশীলনীর MCQ এবং লাইভ ম্যাথ ক্লাসগুলো কাজে লাগাও।

এরপরও কিছু বাকি থাকলে, সাবজেক্ট ফাইনাল ও পেপার ফাইনাল পরীক্ষাগুলোতে গিয়ে ফিল-আপ করতে পারো। এইভাবে এগোলে ১০০% প্রস্তুতি নেওয়া সম্ভব।

আর মনে রেখো, ভার্সিটির ৮০%  মেডিকেল পরীক্ষার প্রস্তুতি দিয়ে হয় যাবে, । আজকের কৃষি ভর্তির পরীক্ষায় এর বড় উদাহরণ দেখলে!

তোমাদের জন্য আমাদের একটাই অনুরোধ, আমাদের জন্য দোয়া করো যেন সর্বোচ্চ সাপোর্ট দিতে পারি। 💪❤️

CUMILLA RETINA

25 Oct, 12:11


#বাস্তবতা

সময় চলে যায়,রয়ে যায় অলসতা!

আমাদের অলসতাকে পজিটিভলি জাস্টিফাই করার জন্য  আমরা প্রতিনিয়ত কিছু কারণ দাড় করায়।
এইযে যেমন বলি যে এই সপ্তাহে প্রচুর ঠান্ডা পড়ছে তাই একটু ঘুমিয়ে থাকি, একটু পরে পড়ার টেবিলে যায়।

কিন্তু, কারণ ও  সময় দুটোই অবিরত চলতে থাকে অন্তিমের পথে অন্যদিকে অলসতা গেঁথে বসে আমাদের জীবনে.....

CUMILLA RETINA

25 Oct, 03:39


"ঢাকা মেডিকেল কলেজ"

মেডিকেল ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের স্বপ্নের ক্যাম্পাস ঢাকা মেডিকেল কলেজ। দেশের অন্যতম শীর্ষস্থানীয় এই শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয়। বায়ান্নর ভাষা আন্দোলন ও একাত্তরের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই প্রতিষ্ঠানটি প্রতিবছর দক্ষ ও যোগ্যতাসম্পন্ন চিকিৎসক গড়ে তোলার মাধ্যমে দেশের চিকিৎসা খাতে অনবদ্য ভূমিকা রেখে চলেছে। স্বাধীনতার ৫০ বছর পরেও দেশের চিকিৎসা ব্যবস্থায় অপ্রতিদ্বন্দ্বী অবস্থানে রয়েছে এ চিকিৎসা কেন্দ্রটি।

🤔 তোমার স্বপ্নের ক্যাম্পাস কোনটি?

CUMILLA RETINA

24 Oct, 18:37


#Convert_your_situation_to_your_motivation❤️

ছোট খাটো অপূর্ণতায় কষ্ট পেয়োনা,প্রশান্তি আছে নিকটে!
ভয়কে জয় করে উদ্যমী হলেই সাদা অ্যাপ্রোন জড়াবে তোমার গায়ে...!

# যাদের জিপিএ -৫ আসেনি....ঃ

তাদের প্রতি আমার এক ব্যক্তিগত ইতিহাস শেয়ারঃ

সেন্ট যোসেফ এ পড়াকালীন পারফরম্যান্স মোটামুটি ভালো ছিলো!
প্রত্যাশা ছিলো মার্ক যেমনই আসুক জিপিএ-৫ আসবে......
কিন্তু, রেজাল্ট আসলো ৪.৮৩!! আর, ঐবারেই প্রথম মেডিক্যাল অ্যাডমিশন টেস্ট এ জিপিএ এর উপর ২০০ মার্ক এপ্লাই করা হয়েছিলো!!তো সবমিলিয়ে অনেক ভেঙ্গে পড়েছিলাম!!...
তখন, কোচিং করতাম রেটিনাতে মেডিক্যাল আর আরেকজায়গায় ভার্সিটি তো টানা ৬ ঘন্টা ক্লাস করতাম!!
রেজাল্ট এর টানা ৫ দিন কোনো পড়াশোনা করতে পারিনি তবে রেগুলার কোচিং এ গিয়েছিলাম,আর সারা রাতভর কান্নায় সিক্ত হতো চোখ দুগাল...!!!
তারপরেও, আশা হারায়নি যে আল্লাহ হয়তো এই রেজাল্ট এর মাধ্যমেই আমাকে ভালো কিছু দিবে..।।সাথে, আরেকটি চিন্তা মাথায় আসছিলো যে প্রত্যেকে তো ১০-১৫ টি প্রশ্ন ৫০-৫০ সম্ভাবনা নিয়ে আনসার করে আসবে!! তারমধ্যে যদি একটি নাও হয় করার কিছু নেই আবার এমনও হতে পারে যে ৮-৯ টি হয়ে গেছে তখন তো আমার যে প্রায় ৫ মার্ক কাটা যাবে সেটার ঘাটতি পূরণ হয়ে গেলো!!!
এই চিন্তাটা আমাকে মোটিভেশান জুগিয়েছে দেন আবার পড়াশোনা শুরু করলাম আগের মতো!!!
....................দেন পরীক্ষার আগের সপ্তাহের টাইফয়েড এর ট্রাজেডি হয়েছিলে,সেফট্রায়োক্সন নিয়ে পরীক্ষা দিতে গেলাম!!পরীক্ষা, মোটামুটি ভালো হলো........
দেন,অসুস্থতার কারণে জাবিতে এক্সাম দিতে পারলাম না!!
তারপরের দিন রেজাল্ট!!! হসপিটাল থেকে ইনজেকশন নিয়ে বাসায় ফেরার পথে... শুনলাম কুমিল্লা মেডিক্যাল❤️
আল্লাহর পরিকল্পনা নিঃসন্দেহে সুন্দর ও সর্বোত্তম ❤️❤️

আল্লাহর উপর ভরসা রাখো উনি জিরো করতে পারে হিরো আবার হিরোকেও জিরো...সবই সম্ভব শুধু তার উপর ভরসা রাখো!!!❤️
সকলের স্বপ্ন পূরণ ও সর্বাঙ্গীণ সুস্থতা কামনা!!!


২ বছর আগে লিখেছেন

ডা: আসাদুজ্জামান সুমন ভাইয়া
সিনিয়র ফিজিক্স লেকচারার ও

সাবেক প্রধান পরিচালক কুমিল্লা রেটিনা

CUMILLA RETINA

24 Oct, 16:39


প্রিয় শিক্ষার্থীরা,
তোমাদের মেডিকেল ভর্তি প্রস্তুতি কেমন চলছে? রেজাল্টের আনন্দে আত্মহারা হয়ে পড়ালেখায় যেন গ্যাপ পড়ে না যায়। নিয়মিত ক্লাসের পড়াগুলো গুছিয়ে নিবে, টিচারের গাইডলাইন ফলো করবে। পড়াশুনা গুছিয়ে নেওয়ার পাশাপাশি মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্নে বেশি বেশি পরীক্ষা দেয়া এবং সারা দেশের মেধাবী মেডিকেল ভর্তিচ্ছুদের মধ্যে নিজের অবস্থান যাচাই করে নেয়াটা এখন সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

গত সেশনগুলোতে তোমরা নিশ্চয়ই দেখেছো, যারা নিয়মিত পরীক্ষায় অংশগ্রহণ করতো, স্ট্যান্ডার্ড প্রশ্নে পরীক্ষা দিয়ে অভ্যস্ত ছিল তারাই চান্স পেয়েছে।

এজন্য তোমাদের এই সংগ্রামমুখর পথের সহায়িকা হিসেবে রেটিনা নিয়ে আসছে তোমাদের বহুল আকাঙ্ক্ষিত “Final Model Test Batch"। তোমরা যারা মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্নে পরীক্ষা দিয়ে নিজেকে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যোগ্য হিসেবে গড়ে তুলতে চাও,দ্রুত ভর্তি হয়ে যাও।

পরীক্ষা শুরু: ১ নভেম্বর
(বি:দ্র: - পরীক্ষা ১ দিন এগিয়ে আনা হয়েছে
১ নভেম্বর থেকে শুরু হবে )

আসন সংখ‍্যা সীমিত

🔎 স্থানঃনিউ হোস্টেলের বিপরীত গলি, টমছমব্রিজ,কুমিল্লা।

☎️ 01993623469, 01795494474

CUMILLA RETINA

18 Oct, 16:48


"কুমিল্লা রেটিনা ২০২৩-২৪ সেশনের ঢাকা মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীরা ২০২৪-২৫ সেশনে ভর্তিকৃত শিক্ষার্থীদের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে কথা বলেন।
তাদের মুখে শুনো তুমি জয়ের গল্প,
'শূন্য থেকে শুরু, আশা হল প্রেরণা,
স্বপ্ন পূরণের পথ তোমার হাতের মুঠোয়।'

কুমিল্লা রেটিনার শিক্ষার্থীদের পক্ষ থেকে—
তোমাদের সাফল্যই আমাদের গর্ব,
স্বপ্ন পূরণের এই যাত্রায় আমরা আছি তোমাদের পাশে।"

CUMILLA RETINA

18 Oct, 13:28


প্রিয় HSC'24 শিক্ষার্থী বন্ধুরা,

রেজাল্ট পেয়ে গেছো, এবং এখন থেকেই শুরু হয়েছে তোমাদের এডমিশনের প্রস্তুতি। নিজেকে সঠিকভাবে প্রস্তুত করতে প্রয়োজন সঠিক দিকনির্দেশনা, তথ্যবহুল ক্লাস, পরীক্ষা, এবং মডেল টেস্ট।

রেটিনা নিয়ে এসেছে ঢাবি'র ক-ইউনিট ভর্তি পরীক্ষার জন্য অনলাইন "ক্র্যাশ কোর্স"। যারা মেডিকেল ভর্তি প্রস্তুতির পাশাপাশি এই পরীক্ষায় অংশ নিতে চাও, তারা রেটিনার এই কোর্সে যোগ দিয়ে নিজেকে আরও এগিয়ে নিতে পারো।

📅 ক্লাস শুরু: ২১ অক্টোবর, ২০২৪  
📝 কোর্স ফি: ৩০০০ টাকা (প্রকাশনা ছাড়া) | ৪০০০ টাকা (প্রকাশনা সহ)

🔸কোর্সে থাকছে: 
- ক্লাস: ২২টি 
- ক্লাস টেস্ট: ২২টি

🔸প্রকাশনাসমূহ: 
- ঢাবি প্রশ্নব্যাংক 
- ম্যানুয়াল গাইডলাইন: উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাধারণ জ্ঞান

বি: দ্র: এসব অনলাইন ক্লাসের পাশাপাশি থাকবে কুমিল্লাতে অফলাইন মডেল টেস্ট এবং ৪টি গ্র্যান্ড ম্যারাথন ক্লাসের আয়োজন!


📞 যোগাযোগ: 01795494474

CUMILLA RETINA

17 Oct, 18:48


"ভূমিকম্প আল্লাহর নিদর্শনসমূহের একটি। তিনি যখন চান, তখন তাঁর ইচ্ছায় ভূমি কাঁপে। কুরআনে বলা হয়েছে: *'আর যখন পৃথিবী তার কম্পনে কম্পিত হবে' (সূরা যিলযাল 99:1)।* আল্লাহর ক্ষমতা ও কুদরতের প্রতি আমাদের স্মরণ করিয়ে দেয় এই ঘটনা।"

CUMILLA RETINA

17 Oct, 18:36


প্রিয় শিক্ষার্থী,

আগামীকালের পরীক্ষাটি রুটিন পরীক্ষার বাইরে আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই যে, তোমাদের সফলতার জন্য আমরা কতটা আন্তরিক। এই আন্তরিকতাকে কাজে লাগিয়ে সর্বোচ্চ চেষ্টা করো—ইন শা আল্লাহ, চান্স হবেই।
এক্সাম ব্যাচের জন্য বড় পরিকল্পনা আসছে সামনে।

**"স্বপ্নগুলো উড়তে দাও আকাশের পানে, 
সাফল্য ধরা দেবে একদিন ঠিকই, 
হাল ছেড়ো না, সামনে এগিয়ে যাও, 
ইন শা আল্লাহ, তুমিই হবে বিজয়ী।"**

যাদের পরীক্ষায় পয়েন্ট কম এসেছে, তাদের জন্যও আমাদের বিশেষ পরিকল্পনা রয়েছে। আমরা চাই না, রেটিনা থেকে হতাশা নিয়ে বের হও। আমাদের লক্ষ্য হলো, তোমাদের বিদায়টা হাসিমুখে হোক।

**"হতাশা নয়, সম্ভাবনায় ভরা জীবন, 
আমরা চাই বিদায়টা হোক হাসিমুখে, 
তোমাদের হাসিমুখই আমাদের চাওয়া, 
ইন শা আল্লাহ, ভালো কিছু হবেই।"**

শুভ কামনা, 
রেটিনা কুমিল্লা ব্রাঞ্চ

CUMILLA RETINA

17 Oct, 10:06


প্রিয় শিক্ষার্থীরা,
তোমাদের মেডিকেল ভর্তি প্রস্তুতি কেমন চলছে? রেজাল্টের আনন্দে আত্মহারা হয়ে পড়ালেখায় যেন গ্যাপ পড়ে না যায়। নিয়মিত ক্লাসের পড়াগুলো গুছিয়ে নিবে, টিচারের গাইডলাইন ফলো করবে। পড়াশুনা গুছিয়ে নেওয়ার পাশাপাশি মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্নে বেশি বেশি পরীক্ষা দেয়া এবং সারা দেশের মেধাবী মেডিকেল ভর্তিচ্ছুদের মধ্যে নিজের অবস্থান যাচাই করে নেয়াটা এখন সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

গত সেশনগুলোতে তোমরা নিশ্চয়ই দেখেছো, যারা নিয়মিত পরীক্ষায় অংশগ্রহণ করতো, স্ট্যান্ডার্ড প্রশ্নে পরীক্ষা দিয়ে অভ্যস্ত ছিল তারাই চান্স পেয়েছে।

এজন্য তোমাদের এই সংগ্রামমুখর পথের সহায়িকা হিসেবে রেটিনা নিয়ে আসছে তোমাদের বহুল আকাঙ্ক্ষিত “Final Model Test Batch"। তোমরা যারা মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্নে পরীক্ষা দিয়ে নিজেকে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যোগ্য হিসেবে গড়ে তুলতে চাও,দ্রুত ভর্তি হয়ে যাও।

পরীক্ষা শুরু: ২ নভেম্বর

আসন সংখ‍্যা সীমিত

রেটিনার যেকোনো কোর্সে(মূল ব‍্যাচ এবং এক্সাম ব‍্যাচ) ভর্তিকৃত ছাত্রছাত্রীদের  জন‍্য কোর্সটি ফ্রি

🔎 স্থানঃনিউ হোস্টেলের বিপরীত গলি, টমছমব্রিজ,কুমিল্লা।

☎️ 01993623469, 01795494474

CUMILLA RETINA

17 Oct, 03:57


📢 প্ল্যান বি নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা

বন্ধুরা, আমরা যারা মেডিকেলের প্রস্তুতি নিচ্ছি, আমাদের লক্ষ্য একটাই—সফলভাবে মেডিকেলে চান্স পাওয়া। তবে এটি মাথায় রাখতে হবে যে, সবসময় সবকিছু আমাদের পরিকল্পনা মতো হবে না। তাই প্ল্যান বি রেডি রাখাটা বুদ্ধিমানের কাজ।

🔹 ঢাবি এক্সাম: যদি ঢাবির পরীক্ষা মেডিকেলের আগে হয়ে যায়, চেষ্টা করো ম্যাথ ও ফিজিক্সের গুরুত্বপূর্ণ অংশগুলো রিভিশন করতে। এক্সাম দিন পর্যন্ত যতটুকু পারো প্রস্তুতি নিতে হবে। পরীক্ষার হলে অবশ্যই অংশগ্রহণ করবে।

🔹 ভিন্ন পরিকল্পনা: মেডিকেলের বাইরে তোমার আর কী অপশন আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোও অসাধারণ সুযোগ দিতে পারে। তাই মেডিকেলের পাশাপাশি ঢাবি বা অন্যান্য ইউনিভার্সিটির জন্যও প্রস্তুত থাকো।

তোমার প্ল্যান বি ঠিকঠাক রেডি রাখো, যাতে তুমি যেকোনো পরিস্থিতিতে শক্ত অবস্থানে থাকতে পারো। কঠিন পরিশ্রম আমাদের সবার করণীয়, তবে বিকল্প পথও চিন্তা করা জরুরি।

স্বপ্ন দেখো, পরিশ্রম করো, এবং সবসময় প্রস্তুত থাকো!

📝 যে কোনো জিজ্ঞাসা থাকলে যোগাযোগ করতে পারো

CUMILLA RETINA

16 Oct, 19:53


প্রিয় শিক্ষার্থী,

আগামীকাল শুক্রবার তোমাদের মিনি মডেলটেস্ট অনুষ্ঠিত হবে। এটি তোমাদের জন্য একটি সুযোগ, যেখানে তোমরা নিজের প্রস্তুতিতে থাকা দুর্বলতাগুলো চিহ্নিত করতে পারবে এবং আরও ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে।

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রতিযোগিতা কঠিন, তবে তুমি যদি আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাও এবং তোমার স্বপ্নের প্রতি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকো, তাহলে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। নিজের ওপর বিশ্বাস রাখো এবং মনে রেখো, প্রত্যেকটা ছোট পদক্ষেপ তোমাকে গন্তব্যের আরও কাছে নিয়ে যাচ্ছে।

পরীক্ষার সময়সূচি:

- ব্যাচ L01, L02, L03, L04, L05, L06, L07, L08, L09: সকাল ৯:০০ থেকে সকাল ১০:০০
- ব্যাচ L10, L11, L12, L13, L14, B01, B02, B04, B05: সকাল ১০:৩০ থেকে সকাল ১১:৩০

পরীক্ষার স্থান: রেসিডেনশিয়াল স্কুল এন্ড কলেজ, কুমিল্লা
যোগাযোগ: 01993623469, 01795494474

তোমার স্বপ্নের পথে প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ, তাই সাহস নিয়ে এগিয়ে যাও। তুমি পারবে!

শুভেচ্ছান্তে,
পরিচালক
রেটিনা, কুমিল্লা ব্রাঞ্চ

CUMILLA RETINA

15 Oct, 17:49


প্রিয় শিক্ষার্থী,
তোমরা তো জানো,'ফল' ব্যাপারটা ভালো। আচ্ছা, বলোতো,ফলের সাথে 'অফল' মিশলে কি হয়? উত্তর একদম সহজ। ফলাফল।
আজ তোমাদের এইচএসসি/আলিম পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। কেউ ভালো করেছ, কেউ হয়তো একটু খারাপ। কেউ খুশিভরা মন নিয়ে সবাইকে ফোন করে করে জানাচ্ছে, আবার কেউ হয়তো দুঃখে মুখ লুকাতে চাইছে। জীবন আসলে এমনই। কখনো মেঘ, কখনো রোদ্দুর।
কখনো বর্ষা, কখনো সূর্যমুখর সময়।

ভালো করো, অথবা খারাপ। একটা কথা বলি, তোমার জন্য আল্লাহর সিদ্ধান্তই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। তোমায় তোমার রব যতখানি ভালোবাসেন, এরচেয়ে বেশি কেউ ভালোবাসে না। তার নেওয়া প্রতিটি সিদ্ধান্তের পেছনে নিঃসন্দেহে কল্যাণ রয়েছে। ফলাফল যাই হোক, শান্ত থেকো।

আমাদের রবতো অতীত জানেন, জানেন বর্তমান। তিনিই গড়ে দেন ভবিষ্যতের ঠিকানা। আমরা শুধু একটা সময় নিয়েই প্রতিক্রিয়া দেখাই। মন ভালো অথবা খারাপ করি। মুখ হাসিহাসি অথবা ভার করি। আমরা নিশ্চয়ই একটা বিষয়কে সামনে রেখে আমাদের জীবনে থাকা অন্য সব সুখের বিষয়গুলোকে অস্বীকার করবো না। চলো, ফলাফল ভালো হলে আমরা শুকরিয়া আদায় করি। যদি কোন কারণে খারাপ হয়ে থাকে, আমরা সবর করবো। প্রতীক্ষায় রইবো আগামীর সূর্যরাঙা দিনের।
অনেক ভালো থেকো। শুভকামনা রইলো।
আল্লাহ হাফিজ😘