CryptoBangla - ক্রিপ্টোবাংলা @cryptobanglanfa Channel on Telegram

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

@cryptobanglanfa


বাংলাভাষীদের জন্য ক্রিপ্টোকারেন্সি'র আলফা, এয়ারড্রপ, ট্রেডিং সিগনাল, টুলস ও মার্কেট অ্যানালাইসিস।

এয়ারড্রপ এর প্রধান চ্যানেল - https://t.me/CBAirdrops

সব ফ্রি!

https://youtube.com/@cbdrop2025?
-
No Financial Advice

#bitcoin #crypto #ethereum

CryptoBangla - ক্রিপ্টোবাংলা (Bengali)

ক্রিপ্টোবাংলা - এটা একটি টেলিগ্রাম চ্যানেল যেখানে বাংলা ভাষায় ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত অলফা, এয়ারড্রপ, ট্রেডিং সিগনাল, টুলস এবং মার্কেট অ্যানালাইসিস সহ বিভিন্ন তথ্য পাবেন। এখানে সকল সেবা নিশেচিত ফ্রি প্রদান করা হয়। চ্যানেলে যোগদান করলে https://youtube.com/@cbdrop2025? এই ঠিকানায় যাওয়া যাবে। এই চ্যানেলে কোনও আর্থিক পরামর্শ প্রদান করা হয়না। চ্যানেলে #bitcoin #crypto #airdrop #ethereum সহ বিভিন্ন পোস্ট দেওয়া হয়।

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

05 Feb, 10:11


💰💰Road To Moon 💰💰

☠️Project Name: Naoris Protocol

☠️Funding: 11.5M

☠️Backers: Tier 03

☠️Task Type: Extension

☠️Reward: Confirmed

☠️Expectation: Medium


Same Grass লাইক প্রজেক্ট,ভিডিওতে বিস্তারিত বলা আছে। জয়েন করার আগে সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল!

Wallet Here----> Link

Access Code---->

5JK8QHoWmfkv3Aqf

DashBoard Here----> Link

Tutorial Here----> Link

রেফার লিংক ব্যবহার  করা বাধ্যতামূলক নয়।কিন্তু ব্যবহার করলে দাতা এবং গ্রহীতা উভয়েই কিছু এক্সট্রা পয়েন্ট পেয়ে থাকেন!

পোস্টে রিয়েক্ট করে আপনার রেসপন্স শো কইরেন। রেসপন্স পেলে কাজ করার আগ্রহ বাড়ে

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

05 Feb, 08:27


https://nft.megaeth.com/login

দেখেন তো কেউ WL পাইসেন নাকি...MegaETH NFT MINT WL

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

04 Feb, 21:50


Crypto Emotion

We r so back <> its so over <> We r so back <> its so over <> we r so back <> its so over <> we r so back <> its so over <> we r so back <> its so over <> We r so back <> its so over <> we r so back

(Copied)

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

04 Feb, 20:48


https://x.com/whale_alert/status/1886823605784240372?t=8FaROvnC38LJpNpP9HlCjA&s=19

আর আপনি বলছেন যে বুলরান আসবে না?

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

04 Feb, 20:04


কোনো প্রজেক্টের বেশিরভাগ টোকেনই একটি ওয়ালেটে থাকা খুব বিপদজনক ব্যাপার। কারণ, সেই ওয়ালেট বিভিন্নভাবেই পুরো প্রজেক্টের অনেককিছু নিয়ন্ত্রণ করতে পারে। এর মধ্যে আছে, পাম্প/ডাম্প করে দামের ম্যানিপুলেশন। যত বেশি ওয়ালেটে টোকেনগুলো রাখা থাকবে, ততই নিরাপদ। কিন্তু স্ক্যামাররাও সেটা জানে - অনেকেই ‘ওয়ালেট ডিস্ট্রিবিউশন’ চেক না করে কোনো প্রজেক্টে ইনভেস্ট করেনা। সে জন্য তারা বিভিন্ন ওয়ালেটে টোকেন পাঠিয়ে দেয় যেন খোলা চোখে দেখলে মনে হয় যে টোকেনগুলো কোনো একটি নির্দিষ্ট ওয়ালেটে না থেকে বিভিন্ন লোকের কাছে আছে। তারা ইনভেস্টরদেরকে একটা মিথ্যে মিথ্যে ভালো অনুভূতি দেয় যে প্রজেক্টটি ডি-সেন্টারলাইজড ভাবেই আছে। কিন্তু তারা আসলে প্রজেক্টকে একটি ওয়ালেটের মাধ্যমে নিয়ন্ত্রণ না করে, বরং ‘ওয়ালেট গ্রুপ’ বা ‘ক্লাস্টার’ হিসাবে নিয়ন্ত্রণ করে।

তবে আশার কথা হচ্ছে - এই ‘ওয়ালেট গ্রুপ’ চেক করারও টুল আছে যা বেশিরভাগ ক্ষেত্রেই বিনা পয়সায় ব্যবহার করা যায়। সরাসরি ওদের সাইটে ঢুকলে সব টোকেন অ্যানালাইসিস করা ফ্রি নাও হতে পারে। তবে Dexsceener এর মাধ্যমে ঢুকলে বেশিরভাগই সময়ই এটি ফ্রি। যে টুলটা এখানে বলবো তার নাম হলো ‘বাবলম্যাপস’। এটার মাধ্যমে ওয়ালেট-থেকে-ওয়ালেট ট্রাঞ্জেকশনের যাচাই করে দেখা যায় কোন ওয়ালেটগুলো একটি গ্রুপ বা ক্লাস্টার এর অন্তর্ভুক্ত এবং শতকরা কতভাগ টোকেন তাদের নিয়ন্ত্রণে আছে।

যেমন, ছবিতে দেয়া এই বেনামী টোকেন রাখা ওয়ালেট ‘cd50’ -তে মাত্র ১০% টোকেন আছে। কিন্তু তারগ্রুপ পুরো প্রজেক্টের ৩০.১৮% নিয়ন্ত্রণ করে। তার মানে খুব সম্ভবনা যে এসব ওয়ালেট একজন লোক বা কোনো ছোট একটি গ্রুপের হাতে আছে। দেখা যাচ্ছে যে এই প্রজেক্টে আরো গ্রুপ আছে হয়তো তারাও টোকেন যে বানিয়েছে তারসাথে সংশ্লিষ্ট।

https://bubblemaps.io/

#know

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

04 Feb, 17:35


কেউ কি টেলিগ্রাম > ফ্রাগমেন্ট এ কেওয়াইসি করতে সক্ষম হয়েছেন? কীভাবে? আমার তো কয়েক সপ্তাহ ধরে আটকে আছে!

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

04 Feb, 15:14


ক্রিপ্টো বেসিক - স্ন্যাপশট
-

বন্ধুদের পুরো গ্রুপ বিয়ে বাড়িতে দাওয়াত খেতে গিয়েছেন। খাবার টেবিলে আপনার পাশে বসলো বন্ধু হাবুল যে কিনা একবারে ৬ প্লেট বিরিয়ানি খায়। আর আপনি খান কোনোরকমে এক প্লেট। ৩ প্লেট বিরিয়ানি সাঁটিয়ে হাবুল যখন নেক্সট প্লেট সাবাড় করার আগে যখন একটু বিশ্রাম নিচ্ছে, তখন আপনি কেবল মুরগির রান চিবোতে শুরু করেছেন।

তখনই এলো ক্যামেরাম্যান। স্ন্যাপ!

বিয়ের ছবিতে দেখা গেলো হাবুল ভদ্রলোকের মত বসে আছে আর আপনি দাঁতমুখ খিঁচিয়ে মুরগীর রানে গুষ্টি উদ্ধার করছেন!

এটাই হলো স্ন্যাপশট!

-

ইউজারদের অ্যাক্টিভিটি ট্র‍্যাক করার জন্য বিভিন্ন প্রজেক্ট তাদের ব্লকচেইনে স্ন্যাপশট নিয়ে থাকে। মূলত টেস্টনেটে। বেশিরভাগ ক্ষেত্রেই কাউকে আগে থেকে না জানিয়ে।এভাবেই এয়ারড্রপ দেয়া হয় মূলত।

স্ন্যাপশট নেয়া হয় ব্লকচেইনের একটা নির্দিষ্ট ব্লকে যেটার আগের যেকোনো অ্যাক্টিভিটি খুব সহজেই বিভিন্ন টুলের মাধ্যমে দেখা যায়। একেক প্রজেক্টের স্ন্যাপশট ক্রাইট্রেরিয়া একেক রকম - যেমন, ব্রিজিং, ট্রাঞ্জেকশন, এনএফটি মিন্ট, ভোটিং ইত্যাদি।




#know

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

04 Feb, 14:32


Maybe this is going to give something big✌️

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

04 Feb, 04:03


জীবনে কোনো একসময় লিটার প্রতি ৫০ টাকা করে পেট্রল কিনেছিলেন। আর গতমাসে কিনেছিলেন ২০০ টাকা করে।

তবে এই মাসে কিনছেন ১৫০ করে।

-

তাই পেট্রলের অতীত বা ভবিষ্যৎ দাম কেমন হবে তা ভাবতে গেলে আপনার মনে সেই দাম ৫০ থেকে ২০০ টাকার মধ্যে ঘুরাফিরা করা স্বাভাবিক।

এখানে ৫০ টাকা হলো সাপোর্ট আর ২০০ টাকা হলো রেজিস্ট্যান্স।

-

ট্রেডিং এই দুই প্যারামিটার গুরুত্বপূর্ণ। সাপোর্ট হলো সেই দাম যেই দামের লেভেলে কেনার প্রেশার এত বেশি থাকে যে দাম আর কমতে পারেনা। আর রেজিস্ট্যান্স হলো সম্পূর্ণ বিপরীত! সেখানে বেচার প্রেশার ভয়াবহ বেশি থাকে। দাম আর বাড়েনা তখন।

সাধারণত অতীতের সবচেয়ে কম  (সাপোর্টের ক্ষেত্রে) বা বেশি (রেজিস্ট্যান্স এর ক্ষেত্রে) নামগুলোকে সরলরেখায় যোগ করে, সাপোর্ট ও রেজিস্ট্যান্স হিসাব করা হয়।

ছবিতে এই দুটোর সবচেয়ে সিম্পল ফর্ম দেয়া হলো।

-

সাপোর্ট ও রেজিস্ট্যান্স হলো ট্রেডিং এর সাইকোলজিকাল লেভেল। আরো সাইকোলজিকাল লেভেল আছে।

-

মানবজীবনে সাইকোলজিকাল লেভেলগুলো খুব চমকপ্রদ বিষয়। কখনো কি ভেবে দেখেছেন, 'জোরদার সত্যি' কথা কেন '৩ সত্যি'? কেন ২ বা ৪ সত্যি নয়?

#know

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

04 Feb, 04:02


আর হয়ত ২০/২৫ দিন সময় বাকি আছে।
রেগুলার ট্রাঞ্জেকশন করতে ভুলবেন না। তাছাড়া Maximum Reward পাওয়ার জন্য Lisk Of Life NFT টা নিসি। সাথে গিটকয়েন পাসপোর্ট 13+ করে পয়েন্ট গুলো ক্লেইম করে নিসি।✌️

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

03 Feb, 18:40


Claim Henlo Points

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

03 Feb, 10:17


Market Bullish থাকুক কিংবা Bearish.... We'll Always Keep Printing Money...!!!

ক্রিপ্টোবাংলা তার ইউজার প্রতি বরাবরই সম্মান দেখায়। তার ই ধারাবাহিকতায় আপনাদের অনেক দিনের চাওয়া,"টপিক অনুযায়ী আলাদা চ্যানেল" আমরা পূর্ণ করতেসি। তাই এয়ারড্রপের এই চ্যানেলে শুধুমাত্র এয়ারড্রপ সংক্রান্ত পোস্ট ই দেখতে পারবেন!

চ্যানেলের প্রথম পোস্ট হতে যাচ্ছে এটা। শুরুর পোস্ট টা নাহয় আপনাদের সফলতার গল্প নিয়েই থাকুক। আপনাদের ক্রিপ্টো জারনি এবং তাতে ক্রিপ্টোবাংলার অবদান ও আপনার মোট প্রফিট সম্পর্কে বিস্তারিত লিখুন কমেন্টবক্সে... যেন আপনার সাফল্য দেখে আরো ১০ টা মানুষ অনুপ্রেরণা পায়... সুন্দর কিছু সাফল্যের গল্পের অপেক্ষায় রইলাম!🖤

#Lets_Grow_Together 🖤

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

03 Feb, 09:18


Let's Make Airdrop Great Again.....!🖤

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

03 Feb, 08:40


শুধুমাত্র এই একটা কারনেই কাল বলসিলাম কেউ ফিউচার ট্রেড কইরেন না। আশা করি আমাদের কমিউনিটির কেউ লিকুইডেট হোন নাই🙂

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

03 Feb, 07:02


আমি এমন অনেক মানুষ কে চিনি,যারা BTC 15K-100K এর এই দৌড় টা ধরতে পারেন নাই Just Because of FEAR...!! 15K-17K এই রেঞ্জে প্যানিকের ঘটি বাটি বেচে বের হয়ে গেসিলেন....!!!
The Fast Is আমরা বরাবর ই বলি,"পীরদের (Including Us) মুরিদ হইয়েন না। কিছু কিনার আগে নিজের যথেষ্ট রিসার্চ করে তারপর ই টোকেন কিনেন...! So যদি আদৌ নিজে রিসার্চ করে কিছু কিনে থাকেন,Then Cross Check again and HAVE A RELAX✌️

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

03 Feb, 06:37


আবারো সেম মেসেজ,"যতটুকু লস গেলে আপনার জীবন যাত্রায় কোনো প্রভাব পড়বে না,ক্রিপ্টোতে ঠিক ততটুকু ইনভেস্ট করবেন...." 🙂

ধার করা টাকায় নিয়ে ক্রিপ্টোতে আসবেন না প্লিজ! ফ্রি এয়ারড্রপ করেন,এয়ারড্রপ থেকে ডলার কামান... সেই টাকা লস করেন,প্যারা নাই! কিন্তু বাপ, মা,আত্নীয়, বন্ধুদের থেকে ধার করে এনে ইনভেস্ট করবেন না!

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

03 Feb, 03:42


চারিদিকে ডিস্কাউন্ট!

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

02 Feb, 22:04


Creat Account With Mail
Input Access Code
Bind X
Complete social Task

☠️Join Here----> Link

☠️Access Code----> 77140a3007ad

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

02 Feb, 18:47


আজকের লাইভ কেমন লাগলো....?

অতীতের ইতিহাস বলে,"যখন সবাই হাল ছেড়ে দিয়ে বের হয়ে যেতে চায়,তখনি নতুন করে খেলা শুরু হয়..." 😉

Avoid Future Trade, Avoid Panic Selling....! Good Days Are Closer Than You Think🖤

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

02 Feb, 17:14


Join Live

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

30 Jan, 19:45


Buying Some Xion and Staking For Airdrop Purpose... Absolutely NFA🙂
এই টাকা লস গেলেও আমার লাইফে কিচ্ছু আসবে যাবে না,সো Take Risk According To Your Portfolio
#Huge_Risk

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

30 Jan, 18:19


আপনি জানতেন কি সারাক্ষণ চার্টের দিকে তাকিয়ে থাকলে প্রজেক্টের দাম বাড়েনা?

তারচেয়ে বরং প্রাইস অ্যালার্ট সেট করুন কিংবা লিমিট অর্ডার দিয়ে রাখুন। #know

তাকিয়ে থাকার সময় নষ্ট না করে, সেই সময় নতুন কিছু জানার চেষ্টা করুন। যেমন, লিকুউইডিটি লক করা থাকলেও কীভাবে প্রজেক্ট রাগপুল/স্ক্যাম করতে পারে।

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

30 Jan, 17:24


রিভেঞ্জ ট্রেড এর উদাহরণ

https://www.facebook.com/share/r/1AJmFAY8pQ/

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

30 Jan, 15:23


0x6be774ebc5afdcd3754f4a6e53b7932a95a45def

Dev টোকেন লক করেনি। টোকেন লক করলেই ডিজেন করার কথা ভাবতে পারেন।

সুপার রিস্কি!

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

30 Jan, 14:45


💰💰Road To Moon 💰💰

☠️Project Name: Emergence

☠️Funding: N/A

☠️Backers: N/A

☠️Task Type: AI BOT

☠️Reward: Potential

☠️Expectation: Medium


Story Protocol এই সাইকেলে সুপার পারফর্ম করার কথা। স্বাভাবিক ভাবে এই ইকোসিস্টেম এর প্রজেক্ট গুলোও ভালো রিটার্ন দিতে পারে। সেরকম ই একটা প্রজেক্ট হচ্ছে এই Emergence. সম্পূর্ণ ফ্রি এয়ারড্রপ এ চাইলে যে কেউ ই কাজ করতে পারবেন! বিস্তারিত ভিডিওতে দেওয়া আছে।

Join Here----> Link

Tutorial Here-----> Link

Our Tweet----> Link


রেফার লিংক ব্যবহার  করা বাধ্যতামূলক নয়।কিন্তু ব্যবহার করলে দাতা এবং গ্রহীতা উভয়েই কিছু এক্সট্রা পয়েন্ট পেয়ে থাকেন!

পোস্টে রিয়েক্ট করে আপনার রেসপন্স শো কইরেন। রেসপন্স পেলে কাজ করার আগ্রহ বাড়ে

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

30 Jan, 10:39


Life Of Lisk NFT টা কিনতে চাচ্ছি কারন এই NFT HOLDER রা ও এয়ারড্রপ পাবে... খরচ হবে প্রায় ৮০$ এর মত... কি মনে হয় আপনাদের? Worth IT হবে এই NFT কিনা?👾

Lisk Airdrop Details

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

30 Jan, 09:26


24*7 টুইটারে পড়ে থাকার মত সময় চলতেসে... Every Single Second Is Precious!! Be active right now or regret later...!🙂

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

30 Jan, 07:02


💰💰Road To Moon 💰💰

☠️Project Name: 77- BIT

☠️Funding: N/A

☠️Backers: N/A

☠️Task Type: Mining

☠️Reward: Confirmed


প্রজেক্ট টা বেশ ভালো লাগসে... সম্পূর্ণ ফ্রি এয়ারড্রপ, ভিডিওতে বিস্তারিত বলা আছে। ইচ্ছে করলে জয়েন করেন। Battle Pass কিনতে প্রায় ২৩$/২৪$ ফি যাবে... মন চাইলে কিনতে পারেন( আমি কিনব)....

Join Here----> Link

Access Code----> kidhr

Tutorial Here----> Link

রেফার লিংক ব্যবহার  করা বাধ্যতামূলক নয়।কিন্তু ব্যবহার করলে দাতা এবং গ্রহীতা উভয়েই কিছু এক্সট্রা পয়েন্ট পেয়ে থাকেন!

পোস্টে রিয়েক্ট করে আপনার রেসপন্স শো কইরেন। রেসপন্স পেলে কাজ করার আগ্রহ বাড়ে

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

29 Jan, 18:59


"চাচা,মারকেট এত লাল কেনো..."
"আর অল্ট সিজন কোথায়"?
বানীতে-ছ্যাকাখোড় ক্রিপ্টোরাজ

#Fun_Post

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

29 Jan, 18:51


আপনি জানতেন কি লজ্জাস্থান আর ওয়ালেটের প্রাইভেট সম্পূর্ণ গোপন রাখতে হয়?

🙄

#know

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

29 Jan, 18:04


💰💰Road To Moon 💰💰

☠️Project Name: Emergence

☠️Funding: N/A

☠️Backers: N/A

☠️Task Type: AI BOT

☠️Reward: Potential

☠️Expectation: Medium


Story Protocol এই সাইকেলে সুপার পারফর্ম করার কথা। স্বাভাবিক ভাবে এই ইকোসিস্টেম এর প্রজেক্ট গুলোও ভালো রিটার্ন দিতে পারে। সেরকম ই একটা প্রজেক্ট হচ্ছে এই Emergence. সম্পূর্ণ ফ্রি এয়ারড্রপ এ চাইলে যে কেউ ই কাজ করতে পারবেন! বিস্তারিত ভিডিওতে দেওয়া আছে।

Join Here----> Link

Tutorial Here-----> Link

Our Tweet----> Link


রেফার লিংক ব্যবহার  করা বাধ্যতামূলক নয়।কিন্তু ব্যবহার করলে দাতা এবং গ্রহীতা উভয়েই কিছু এক্সট্রা পয়েন্ট পেয়ে থাকেন!

পোস্টে রিয়েক্ট করে আপনার রেসপন্স শো কইরেন। রেসপন্স পেলে কাজ করার আগ্রহ বাড়ে

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

29 Jan, 15:17


অল্প কিন্তু তুলনামূলক নিরাপদ প্রফিট এর জন্য () আর () কিনে রাখতে পারেন।

হিডেন দুইটা কয়েন আলফা চ্যানেলে এর পরের পোস্টে আসবে।

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

29 Jan, 15:13


ক্রিপ্টো অ্যানালাইসিস মোটামুটি ৩ রকম।

ফান্ডামেন্টাল
টেকনিক্যাল
ডিজেন

-

কোনো কয়েন বাস্তব জীবনে কী কাজে আসে। এদের টোকেনোমিক্স কেমন, ফান্ডিং কেমন, টিম কেমন? কম্যুনিটি এনগেজমেন্ট ভালো কিনা। এসব দেখেই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করা হয়। মূলত লং-টার্ম হোল্ডিং এর জন্য এই অ্যানালাইসিস কাজে আসে।

-

আর শুধুমাত্র ক্রিপ্টো'র দামের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস ও মার্কেট এর ওভারওল কন্ডিশন দেখে যেই অ্যানালাইসিস করা হয়ে সেটিকে বলে টেকনিক্যাল অ্যানালাইসিস। প্রাইস চার্টে নানারকম আঁঁকিবুকি করে মুভিং অ্যাভারেজ, RSI ইত্যাদি প্যারামিটার দেখে এই অ্যানালাইসিসের মাধ্যমে দামের প্রেডিকশন করা হয়। শর্ট-টার্ম গেইনের জন্যে এটি কাজে আসতে পারে যদি কোনো প্রজেক্টের মার্কেটক্যাপ খুব বড় হয় - যেমন বিটকয়েন। ছোট প্রজেক্টে এর তেমন কোনো ব্যবহার নেই।

-

ডিজেন ট্রেডিং হলো হিতাহিত জ্ঞান হারিয়ে ইনভেস্ট করা। এটির স্থায়িত্বকাল কয়েক মিনিট থেকে কয়েক দিন মাত্র। এর জন্য জানা থাকা লাগে মার্কেটের হাইপ এর গতি প্রকৃতি আর আলফা অর্থাৎ ইনসাইডার/এক্সপার্ট ইনফরমেশন। ব্লকচেইন এক্সপ্লোরার এর উপর আপনার ভালো জ্ঞানও থাকা লাগবে। এখানে অল্প কয়েক সেকেন্ডের মধ্যে কেনা/বেচার ডিসিশন নিয়ে ফেলতে হয় বিধায় আপনার জন্য টুল লাগবে টুইটার, টেলিগ্রাম, ডেক্সস্ক্রিনার, রিক স্ক্যান আর ট্রেডিং বট যেমন ব্যানানাগান।

-

ক্রিপ্টোবাংলার টেলিগ্রাম চ্যানেলে প্রতিটি বিষয়ের উপর এত বেশি পোস্ট/টিউটোরিয়াল দিয়েছি যে লিংক দিতে দিতে পুরো লেখাই ভর্তি হয়ে যাবে। তাই আর দিলাম না। তার চেয়ে বরং #know ট্যাগ ব্যবহার করে নিজেই খুঁজে নিন। It's free. আসলে Nothing is free, you have to pay attention.

তো আপনার Attention পেয়েছি কি?

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

29 Jan, 14:39


আমার নোটপ্যাড নতুন নতুন অসংখ্য প্রজেক্ট দিয়ে ভরে গেসে। এত বেশি ভালো ভালো প্রজেক্ট আসতেসে মারকেটে...! কিন্তু সত্যি বলতে শেয়ার করার আগ্রহ ই পাচ্ছি না... আপনারা নূন্যতম রেসপন্স ও শো করেন না,যা খুব ই হতাশাজনক!!! 🙂

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

29 Jan, 13:22


💰💰Road To Moon 💰💰

☠️Project Name: LayerEdge

☠️Funding: N/A

☠️Backers: Tier 03

☠️Task Type: Extension

☠️Reward: Confirmed


Grass Type এর প্রজেক্ট,কোনো কাজ নাই। জাস্ট একবার ঢুকে নোড টা রান করে রাখবেন। বিস্তারিত ভিডিওতে বলা আছে।

Join Here----> Link

Access Code----> ooKjKpHv

Tutorial Here----> Link


রেফার লিংক ব্যবহার  করা বাধ্যতামূলক নয়।কিন্তু ব্যবহার করলে দাতা এবং গ্রহীতা উভয়েই কিছু এক্সট্রা পয়েন্ট পেয়ে থাকেন!

পোস্টে রিয়েক্ট করে আপনার রেসপন্স শো কইরেন। রেসপন্স পেলে কাজ করার আগ্রহ বাড়ে

Join Our New Channel

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

29 Jan, 12:16


শনিবার থেকে শুক্রবার টানা ৭ দিন বাজারে বেগুন কিনতে গেলেন।বেগুনের দাম প্রতিদিন যথাক্রমে টাকার অংকে,

শনি ৩০
রবি ৪০
সোম ৫০
মঙ্গল ৩০
বুধ ৪০
বৃহস্পতি ৬০
শুক্র ৪০

-

স্পট ট্রেডিং কেমন পারেন?

-

বেগুনের দামে ফিরে আসি। তাহলে এই সপ্তাহে বেগুনের গড় দাম কত? হিসাব করতে হলে সবদিনের দাম যোগ করে তাকে ৭ দিয়ে ভাগ করতে হবে।

তাহলে হয়, (২৯০/৭) = ৪১.৪

-

কিন্তু যদি জিজ্ঞাসা করি, বুধবারে দিন শেষে ৩-দিনের আর ৪ দিনের চলমান গড় কত?

চলমান গড় কোনো স্থির সংখ্যা নয়। এটির হিসাব নির্ভর করে কোন সময়ে সর্বশেষ কত সময়ের জন্য হিসাব করা হচ্ছে। তাই বুধবারের ৩-দিন চলমান গড় হবে,

(৪০+৩০+৫০)/৩ = ৪০

আর একই দিনে ৪-দিনের চলমান গড়?

(৪০+৩০+৫০+৪০)/৪ = ৪০!

দুই হিসাবে চলমান গড় কেন একই হলো? কারণ,রবিবার এর দাম গড় ৪০ এর সমান!

-

চলমান গড়কে ইংরেজিতে বলে মুভিং এভারেজ বা MA। প্রজেক্টের দামের ট্রেন্ড বুঝার জন্য এই প্যারামিটার জানা ও সঠিক প্রয়োগ করা স্পট ট্রেডিং এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরেকটি গুরুত্বপূর্ণ প্যারামিটার হলো RSI।

ট্রেডার তাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন টাইম ফ্রেমের MA বাছাই করে টেকনিক্যাল এনালাইসিস করে থাকেন। সবচেয়ে জনপ্রিয় হলো - ১৪, ৩০, ১০০, ২০০ সময় ব্যবধান (দিন, ১ ঘণ্টা ইত্যাদি) এর MA।

-

তো এখন কি স্পট ট্রেডিং আগের চেয়ে একটু ভালো হবে?

#know

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

29 Jan, 11:56


এটা মনে হচ্ছে বিশাল কিছু দিতে যাচ্ছে....! কেউ জয়েন করসেন? কার কয়টা Yap হলো? কমেন্টে জানান তো!

Join Here

https://yaps.kaito.ai/referral/1380292033558900738

রেফার লিংক ব্যবহার করা বাধ্যতামূলক নয়।কিন্তু ব্যবহার করলে দাতা এবং গ্রহীতা উভয়েই কিছু এক্সট্রা পয়েন্ট পেয়ে থাকেন!

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

29 Jan, 11:42


3x done

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

29 Jan, 08:46


💰💰Road To Moon 💰💰

☠️Project Name: Abstract

☠️Funding: 11M

☠️Backers: Tier 01

☠️Task Type: Mainnet

☠️Reward: Potential


এটা পুরো একটা ইকোসিস্টেম, ভালো সম্ভাবনা আছে মোটা অংকের রিওয়ার্ড দেওয়ার। যদিও কিছুই কনফার্ম না। ভিডিও তে বিস্তারিত বলা আছে। ঝটপট কাজ করে ফেলেন ত!

Join Here----> Link

Tutorial Here----> Link

এই ইকোসিস্টেম এ এখন অসংখ্য অপরচুনিটি পাবেন... চোখ কান খোলা রাখেন! মূল গাছ থেকে লাভ না হলেও ডালপালা থেকে প্রচুর ডলার কামানোর সুযোগ আছে!Specially Keep Eyes On NFT's Of Abstract!

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

23 Jan, 15:19


💰💰Road To Moon 💰💰

☠️Project Name: Mind  network

☠️Funding:12.5M

☠️Backers: Tier-01

☠️Task Type: Social

☠️Reward: Confirmed


এই প্রজেক্ট টা নতুন একটা প্রোগ্রাম লঞ্চ করেছে নাম "CitizenZ Advocate" প্রোগ্রাম... কিছু সিম্পল টাস্ক করলে একটা NFT দেবে।  Soul Bound এই NFT HOLDER জন্য আছে এয়ারড্রপ! ভিডিও দেখে বিস্তারিত কাজ করে ফেলুন ঝটপট!!

জয়েন লিংক ০১----> এখানে

জয়েন লিংক ০২-----> এখানে

টিউটোরিয়াল লিংক----> এখানে

রেফার লিংক ব্যবহার  করা বাধ্যতামূলক নয়।কিন্তু ব্যবহার করলে দাতা এবং গ্রহীতা উভয়েই কিছু এক্সট্রা পয়েন্ট পেয়ে থাকেন!

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

23 Jan, 13:11


Buying some 0xF857B2764095B9A5F57C3E71F82f297fE4e45334 here.

#nfa

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

23 Jan, 12:18


কোন চেইন প্রফিটেবল বেশি?

উত্তর - যেই চেইনের ডলার ভ্যালু বেশি বা বাড়ন্ত!

-

কীভাবে সেটা বুঝবো? ব্রিজিং দেখে!

ক্রিপ্টোতে প্রতি সেকেন্ডে এক চেইন থেকে অন্য চেইনে ব্রিজিং হচ্ছে। কোনো কোনো চেইনের দিকে ডলার বেশি যাচ্ছে। কারণ - সেইদিকে প্রফিটের সম্ভাবনা বেশি হওয়ায় লোকজন সেইদিকেই ধাবিত হচ্ছে। ফলে সেই চেইনের টোকেনগুলো ফুলে ফেঁপে উঠছে।

পুরো ক্রিপ্টোজগতের মোট ব্রিজিং এর তথ্য কীভাবে দেখা যায় সেটা এখনও নিশ্চিত নই। তবে কিছু ব্রিজিং পোর্টালের ডেটা অ্যানালাইস করে পুরো মার্কেটের একটা মোটামুটি ধারণা পাওয়া যায়। যেমন - ডিব্রিজ। এটার এয়ারড্রপের কথা অনেকবার বলেছিলাম এখানে। যারা করেছিলেন, তারা হয়তো আমার মত বড় অংকের টোকেনও এয়ারড্রপ পাবেন এই মাসে।

ডিব্রিজ এর একটা বড় অ্যাডভান্টেজ হলো - এটি ইভিএম এর সাথে নন-ইভিএম চেইনের ব্রিজিংও করতে পারে খুব সহজে। নিচের লিংক থেকে আপনার পছন্দসই টাইমলাইন (যেমন সর্বশেষ ২৪ ঘণ্টা, ৩ দিন ইত্যাদি)। অনুযায়ী ব্রিজিং এর গতিপ্রবাহ দেখতে পাবেন।

https://app.debridge.finance/analytics

#know

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

23 Jan, 12:14


যারা ভিডিও ছাড়া কোনো কাজ করতে পারেন না, তাদের এই ভিডিও কাজে আসবে।. 😊

এই ভিডিও'র ভিউ সংখ্যা সাড়ে ৫ মিলিয়ন।

#know


https://youtu.be/qsKoT__cmAw?si=Z0SKkyZKV3w6eQ44

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

23 Jan, 09:29


NotPixel এর কি অবস্থা? কে কে ক্লেইম করে সেল দিসেন? কার কত প্রফিট হলো? কে কে কত টোকেন হোল্ড করতেসেন?😇

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

23 Jan, 06:13


💰💰Road To Moon 💰💰

☠️Project Name: Fraction AI

☠️Funding: 6M

☠️Backers: Tier 01

☠️Task Type: Testnet

☠️Reward: Confirmed


AI এর যে হাইপ চলতেসে,মনে হচ্ছে এই সেক্টর টার ফিউচার ভালো। সেই ট্রেন্ড এর ই একটা প্রজেক্ট এই Fraction। জয়েন করার বিস্তারিত প্রসেস ভিডিও তেই বলে দিসি! ভিডিও দেখে ঝটপট জয়েন করে ফেলুন তো!

Join Here----> Link

Waitlist Here----> Link

Tutorial Here----> Link

রেফার লিংক ব্যবহার  করা বাধ্যতামূলক নয়।কিন্তু ব্যবহার করলে দাতা এবং গ্রহীতা উভয়েই কিছু এক্সট্রা পয়েন্ট পেয়ে থাকেন!

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

23 Jan, 04:37


#funpost or not!

https://youtube.com/shorts/V17w0Kg6uAM?si=kNyFSvdzqcV0Y7JV

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

23 Jan, 02:16


মাইকেল বেরি একজন বিখ্যাত বিনিয়োগকারী এবং হেজ ফান্ড ম্যানেজার, যিনি ২০০৮ সালের মার্কিন যুক্তরাষ্ট্রের হাউজিং বাজারের পতন সম্পর্কে সঠিকভাবে পূর্বাভাস দিয়েছিলেন। তিনি তার হেজ ফান্ড Scion Capital এর মাধ্যমে বিপুল অংকের মুনাফা অর্জন করেন। মাইকেল বেরির এই বিনিয়োগের কৌশল এবং পূর্বাভাসের ওপর ভিত্তি করে "দ্য বিগ শর্ট" মুভিটি বানানো হয়। অনেকেই হয়তো দেখে থাকবেন - আমার খুব পছন্দের মুভি। এই মুভি'তে বেরি'র চরিত্রটি অভিনয় করেন অভিনেতা ক্রিশ্চিয়ান বেল।

-

যাইহোক তার এই স্ট্যাটাসটা তার দেয়া ২০২৩ এর জানুয়ারি'তে। সেই সময় তিনি আবার মার্কেট ডাম্পের আশায় সব স্টক বিক্রি করে দেন! কিন্তু ঘটে তার বিপরীত!!

-

তার মানে কেউ একবার ভালো করলে, সে ভবিষ্যতেও ভালো করবে তার নিশ্চয়তা নেই একদমই! তাই তাকে অন্ধভাবে অনুসরণ করার দরকার নেই! ক্রিপ্টো'র প্রচুর ইনফ্লুয়েন্সার এর ক্ষেত্রেও এই কথা খাটে।

তাই সবচেয়ে স্মার্ট অ্যাপ্রোচ হবে প্রতিটি পোস্ট/ইনফো অন্তত আরো দুইটা সোর্স থেকে যাচাই করে নেয়া। একই কথা ক্রিপ্টোবাংলা'র ক্ষেত্রেও প্রযোজ্য। আমাদের উদ্দেশ্য সৎ হলেও, ভুল হওয়াও খুব স্বাভাবিক

আর যারা আপনাকে ১০০% গ্যারান্টি দেয় আর আর কোনো প্রশ্ন করলে ধমক দেয়, তাদের থেকে বোধহয় দূরে থাকাই শ্রেয়।

#know

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

22 Jan, 21:24


#Totally_Off_Topic

https://www.facebook.com/Shironamhinbangladesh/videos/1560927714566458/

খুব ভালো লাগলো,তাই শেয়ার করা... 🖤

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

22 Jan, 19:52


কিছু $PX নিলাম 0.23$ রেটে...🥹

#nfa_dyor

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

22 Jan, 19:19


টোকাই শশা কি বলে এগুলা....?🥱😬

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

22 Jan, 18:55


আপনি আমি দুইজনেই নিয়মিত ট্রেড করি। কিন্তু আপনার সাফল্যের হার ও প্রফিটের হার আমার চেয়ে অনেক বেশি। তাহলে কে বেশি স্মার্ট? নিশ্চয়ই আপনি!

আর, আপনার ওয়ালেটেই স্মার্ট ওয়ালেট।

আপনি যদি স্মার্ট ওয়ালেট নিয়মিত 'ট্রাকিং' করেন, তাহলে আপনি মার্কেটের গতিপ্রকৃতি সম্পর্কে ধারণা পাবেন আগে থেকেই। কারণ এরা কিছু ইনসাইডার/অ্যানালাইটিক ইনফরমেশন (আলফা) সবার আগে থেকে পায়। সেই আলফা'র হিসাবে তারা কোনো প্রজেক্টে সবার ঢুকে পড়ে। আর জানেনই তো, কোনো প্রজেক্টে সবচেয়ে বেশি প্রফিট আসে, যদি আগে থেকে ঢোকা যায়।

খেয়াল করেছেন কিনা, আগের প্যারাগ্রাফে আমি স্মার্ট ওয়ালেটকে 'ট্রাকিং' করতে বলেছি। কপি ট্রেড করতে বলিনি। 'কপি ট্রেড' করা মূলত বেশ রিস্কি - প্রফিটের চেয়ে লস বেশি হয়। কারণ বেশিরভাগ ভালো ওয়ালেটের অনেকগুলো কপি ট্রেডার থাকে। কপি ট্রেডার তাই চাইলেই পাম্প/ডাম্প করতে পারে।

-

স্মার্ট ওয়ালেট ট্রাকিং এর অনেকগুলো উপায় আছে। সবচেয়ে সহজ কিন্তু খরুচে উপায় হচ্ছে - Nansen, ChainEdge এর মত টুল ব্যবহার করা। এদের মাসিক খরচ ১০০+ ডলার প্লাস। এদের ড্যাশবোর্ডে আপনি আপনার ইচ্ছেমত ট্র্যাকার সেট করতে পারেন।

আর দ্বিতীয় উপায় হচ্ছে, ব্লকচেইনেই নিজেই খুঁজে নেয়া। তবে, এর জন্য বেশ সময় দিতে হবে। এই পদ্ধতিতে স্মার্ট ওয়ালেট ট্র্যাক করতে হলে, আপনাকে সম্প্রতি পাম্প হওয়া যেকোনো ক্রিপ্টোর Dexcreener, GMGN বা BullX পেইজে যেতে হবে। সেখানে 'Top Trader' নামে একটা ট্যাব দেখতে পাবেন। সেখানে সর্বোচ্চ প্রফিট করা ওয়ালেটগুলো আপনার 'সম্ভাব্য' স্মার্ট ওয়ালেট! #know

এবার সেই স্মার্ট ওয়ালেটগুলোর প্রফিট/লস অ্যানালাইসিস করুন। আপনি GMGN -এ তাদের বিগত বিভিন্ন সময়ের যেমন ৭/৩০ দিনের সাফল্য দেখতে পাবেন। সাফল্যের শতকরা হার ও ডলার মূল্যে যেই ওয়ালেটগুলো আপনার পছন্দ হয়, সেইগুলোই স্মার্ট ওয়ালেট!

এরপর এইগুলো Cielo এর মত বট দিয়ে টেলিগ্রামেই ট্র্যাক করুন!

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

22 Jan, 17:51


OK!! Back To 100M Mcap <3

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

22 Jan, 17:23


Not Selling a Single Piece Of PX💰

Moon or Dust🚀

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

22 Jan, 17:14


Ton Block Chain Future= 🫰

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

22 Jan, 16:52


কেউ ক্লেইম করতে পারসেন...????

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

22 Jan, 16:26


এই নিউজ ডাইজেস্ট আপনার বুকমার্ক করা আছে তো? #know

https://feed.defillama.com/

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

22 Jan, 16:01


Px এর কি অবস্থা...?
কেউ ক্লেইম বা সেল করসেন?

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

22 Jan, 14:47


💰💰Road To Moon 💰💰

☠️Project Name: Super Position

☠️Funding: N/A

☠️Backers: N/A

☠️Task Type: Mainnet

☠️Reward: Confirmed


এরা Linea এর মত Layer3 তে একটা Xp ক্যাম্পেইন আনসে। বেশকিছু Quest আসবে,আপাতত ৩ টা আসছে... ভিডিওতে বিস্তারিত বলে দিসি। মাল্টিপল আইডি থেকে জয়েন করার সাজেশন থাকলো! আর ডোমেইন কিনলে রেফার লিংক ব্যবহার করে কিনবেন,প্রফিট পারসেন্টেজ গ্রুপেই গিভওয়ে করে দিবনে!

Welcome

LongTail

Meow

Cubes

Domain Mint

টিউটোরিয়াল দেখুন এখানে!

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

22 Jan, 13:22


☠️Listing 10 Pm
☠️Claim 9 Pm



Claim Link

http://t.me/tokentable_bot/pixel

Market

https://dedust.io/swap/TON/PX

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

18 Jan, 22:30


Market লাল,তার মানে ETH CHAIN এ গ্যাস ফি একদম তলানীতে...! চাইলে এখন ডোমেইন কিনে রাখতে পারেন GAIANET এর,ফি কিন্তু খুব ই কম যাবে!

বিস্তারিত আছে নিচের লিংকে দেওয়া পোস্টে...! আর যারা নোড রান করতেসেন,চ্যাটবটের সাথে রেগুলার চ্যাটিং করতে ভুলবেন না যেনো!

https://t.me/CryptoBanglaNFA/3471

#Multi_Suggested 🔥

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

18 Jan, 19:22


ক্রিপ্টো মানেই আফসোস এর জায়গা... আবার ক্রিপ্টো মানেই অসংখ্য সুযোগের জায়গা... একটা দরজা বন্ধ হলে,সম্ভাবনার দশটা দরজা খুলে যায়...!
সবচেয়ে বড় কথা,রিজিকে না থাকলে কখনোই সেটা পাবেন না... So Keep Calm and Work Hard...! কারন....? কষ্ট করলে,কেষ্ট মেলে...!🖤

#Off_Topic🖤

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

18 Jan, 19:13


Connect Your Wallet To Your Open Campus ID....!!

https://id.opencampus.xyz/dashboard

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

18 Jan, 17:02


Never Catch a Flying Bird, Nor a falling knife...! 🥱

#know

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

18 Jan, 16:42


💰💰Road To Moon 💰💰

☠️Project Name: PIN AI

☠️Funding: 10M

☠️Backers: a16z Crypto

☠️Task Type: Bot

☠️Reward: Confirmed!


AI এর ট্রেড দিন দিন বাড়তেসে... সেই ট্রেন্ডে গা ভাসানো নতুন আরেকটা প্রজেক্ট হচ্ছে PIN AI যারা অলরেডি ১০ মিলিয়ন ডলার ফান্ড রাইজ করে ফেলসে, পেছনে আছে a16z এর মত জায়ান্ট ইনভেস্টর!!!

কাজ সম্পূর্ণ ফ্রি এবং খুব ই সিম্পল! তাই প্রত্যেকে জয়েন করতে ভুলবেন না!

সব সোশ্যাল মিডিয়া কানেক্ট করবেন!
ডেইলি টাস্ক এন্ড চেক ইন করবেন!
গেম খেলবেন!
মাইনিং পাওয়ার বাড়াবেন!

☠️☠️জয়েন করুন ---> লিংক


রেফার লিংক ব্যবহার  করা বাধ্যতামূলক নয়।কিন্তু ব্যবহার করলে দাতা এবং গ্রহীতা উভয়েই কিছু এক্সট্রা পয়েন্ট পেয়ে থাকেন!

#Airdrop

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

18 Jan, 14:56


সরকারী অফিসে ঘুষ দিলেন। ক্রিপ্টো'তে দেবেন না তা কি হয়?

প্রতিটি ট্রাঞ্জেকশনের জন্য একটা ফি দেয়া লাগে। গ্যাস ফি। আপনি হয়তো খেয়াল করেন নি যে ট্রাঞ্জেকশন অ্যাপ্রুভ করার সময় আপনার ওয়ালেট সাধারণত 'নরমাল' সেট করে রাখে। অর্থাৎ মার্কেট কন্ডিশন হিসাবে 'নরমাল' রেটে আপনার গ্যাস ফি অর্থাৎ ট্রাঞ্জেকশন ফি কাটা যায়। ফলে আপনার ট্রাঞ্জেকশনগুলো রেগুলার সময়ে সম্পন্ন হয়।

কিন্তু আপনি চাইলে কিছু অতিরিক্ত ফি যোগ করতে পারেন যাতে আপনার ট্রাঞ্জেকশন অন্যদের চেয়ে তাড়াতাড়ি সম্পন্ন হয়। এই অতিরিক্ত ফি'কে বলে 'টিপ' বা 'ব্রাইব'। আর জানেনই তো ব্রাইবের বাংলা শব্দ হলো ঘুষ! আর টিপ এর অর্থ হলো বখশিস!

শব্দ দুইটি কি এখন আরেকটু বেশি চেনা চেনা লাগছে?

-

সাধারণত ওয়ালেট থেকে ওয়ালেটে ট্রাঞ্জেকশন বা সোয়াপ এর জন্য 'নরমাল' রেট সেট করলে তেমন কোনো সমস্যা নেই। কিন্তু ডিজেন করতে বিশেষ করে টেলিগ্রাম বট দিয়ে ডিজেন করতে টিপ/ব্রাইব বাড়ানো অত্যন্ত জরুরী। কারণ সেখানে প্রতি সেকেন্ডে মার্কেটের কন্ডিশন ভয়াবহ রকম পালটে যায়। সেখানে তাই টিপ/ব্রাইব বাড়িয়ে অন্যদের চেয়ে মিলিসেকেন্ড এগিয়ে গেলে দাও মারা সহজ হয়!

#know

নো ফা অ্যা!

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

18 Jan, 07:10


Plume যদি CEX ক্লেইম করতে চান এই ফর্ম ফিলাপ করেন! আমি অফচেইন ক্লেইমের জন্য বসে আছি! Cex Claim করলে নাকি বুস্ট দিবে না!

UxLink Season 2 এর ক্লেইম আজ দুপুর ২ টাই!

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

18 Jan, 06:54


💰💰Road To Moon 💰💰

☠️Project Name: PIN AI

☠️Funding: 10M

☠️Backers: a16z Crypto

☠️Task Type: Bot

☠️Reward: Confirmed!


AI এর ট্রেড দিন দিন বাড়তেসে... সেই ট্রেন্ডে গা ভাসানো নতুন আরেকটা প্রজেক্ট হচ্ছে PIN AI যারা অলরেডি ১০ মিলিয়ন ডলার ফান্ড রাইজ করে ফেলসে, পেছনে আছে a16z এর মত জায়ান্ট ইনভেস্টর!!!

কাজ সম্পূর্ণ ফ্রি এবং খুব ই সিম্পল! তাই প্রত্যেকে জয়েন করতে ভুলবেন না!

সব সোশ্যাল মিডিয়া কানেক্ট করবেন!
ডেইলি টাস্ক এন্ড চেক ইন করবেন!
গেম খেলবেন!
মাইনিং পাওয়ার বাড়াবেন!

☠️☠️জয়েন করুন ---> লিংক


রেফার লিংক ব্যবহার  করা বাধ্যতামূলক নয়।কিন্তু ব্যবহার করলে দাতা এবং গ্রহীতা উভয়েই কিছু এক্সট্রা পয়েন্ট পেয়ে থাকেন!

#Airdrop

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

18 Jan, 03:53


​​Updated: ​​A short list of the upcoming TGEs, primary listings, product releases you should know about.

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

18 Jan, 03:45


আপনি একটা প্রজেক্টে ১০ ডলার ইনভেস্ট করলেন। আরেক হোয়েল করলো ১ লাখ ডলার। কার বেচাকেনায় প্রজেক্টের দাম ও ভবিষ্যতের ইমপ্যাক্ট বেশি? হোয়েলের নিশ্চয়!

এদিকে প্রজেক্ট ডাম্প হচ্ছে। কিন্তু সেই হোয়েল তার কয়েন একদমই বেচছে না। সে কিন্তু অন্য প্রজেক্ট কেনাবেচা করছে। কিন্তু কেন?

-

সাধারণত হোয়েলরা অনেক ইনসাইডার ইনফরমেশন পায়। এমন তো হতে পারে, সেই হোয়েল জানে এই প্রজেক্ট আপ হবেই! সেই জন্যই হোল্ড করে রেখেছে?

-

এই জন্য সব সময় বিশেষ করে নতুন প্রজেক্টগুলোতে টপ হোল্ডার এর অ্যাক্টিভিটি দেখতে হয়। ডাম্প হওয়া সত্ত্বেও তারা যদি টোকেন হোল্ড করে থাকে, সাধারণত সেটা ভালো লক্ষণ। যেমন এই র‍যান্ডম প্রজেক্টের স্ক্রিনশট এর মত। এসব https://dexscreener.com/ দিয়ে দেখা যায়।

কিন্তু মনে রাখতে হবে যে, হোয়েলরাও ভুল করে! আরো অনেক কিছু দেখতে হবে ইনভেস্ট করার আগে।

-

অ্যাবসলিউটলি নো ফাইনান্সিয়াল অ্যাডভাইস!

#know

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

17 Jan, 18:00


CryptoBangla - ক্রিপ্টোবাংলা pinned «💰💰Road To Moon 💰💰 ☠️Project Name: Gaianet ☠️Funding: 10M ☠️Backers: Bybit, Mantle ☠️Task Type: Social,Node Run ☠️Reward: Confirmed প্রজেক্ট টা মোটামুটি পটেনশিয়াল #airdrop... সবাই জয়েন করতে পারবেন... ভিডিওতে A to Z বিস্তারিত বলে দিসি... জয়েন করার আগে…»

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

17 Jan, 18:00


💰💰Road To Moon 💰💰

☠️Project Name: Gaianet

☠️Funding: 10M

☠️Backers: Bybit, Mantle

☠️Task Type: Social,Node Run

☠️Reward: Confirmed


প্রজেক্ট টা মোটামুটি পটেনশিয়াল #airdrop... সবাই জয়েন করতে পারবেন... ভিডিওতে A to Z বিস্তারিত বলে দিসি... জয়েন করার আগে অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিও ফুল মনোযোগ দিয়ে দেখবেন... স্পেশালি যারা ইনভেস্ট করবেন... ইউজার ওয়াইজ ভাগ করে দিচ্ছি...

জিরো ফান্ড ইউজার= শুধু ফ্রি টাস্ক

মিডিয়াম ফান্ড ইউজার= ফ্রি+ নোড

হাই ফান্ড ইউজার= ফ্রি+নোড+ডোমেইন


Gaia Point Link----> Here

⛔️Access Code----> RDTslC

Node Buy Link----> Here

⛔️Access Code----> CBDR-OP25

Domain Buy Link---> Here

⛔️Access Code----> RDTslC

☠️☠️Tutorial Here----> Link☠️☠️


যেহেতু ইনভেস্টমেন্ট রিলেটেড এয়ারড্রপ,তাই অবশ্যই #NFA_DYOR...

আর এখানে সব টাস্ক এ রেফার কোড ব্যবহার করার সাজেশন থাকলো( যেকারো টা কইরেন কিন্তু কইরেন)... কারন রেফার কোড ইউজ করলে বেশ ডিস্কাউন্ট পাবেন!

ফ্রি টাস্ক টা প্রত্যেক ইউজার মাস্ট মাস্ট করবেন!!আর যাদের ২৫$ খরচের মত সামর্থ্য আছে তারা মাস্ট নোড টা রান কইরেন!

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

17 Jan, 17:40


২০০$ পানিতে ফেলে দিলাম...
কারো কাছে পানিতে ফেলে দেওয়ার মত ২০০$ আছে...? থাকলে কমেন্টে জানায়েন তো!
পানিতে ফেলা ডলার কিন্তু খুব কম সময় ফেরত আসে!! ☠️

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

17 Jan, 16:24


সিম্পল রিমাইন্ডার।

নিউইয়র্ক টাইম শুক্রবার বিকাল ৫ টা থেকে সোমবার সকাল ৮ পর্যন্ত সাধারণত ক্রিপ্টো মার্কেট হাল্কা ডাম্প থাকে যদি না কোনো স্পেশাল বুলিশ নিউজ না থাকে। #know

জানেনই তো কেন।

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

17 Jan, 15:17


Okey!
Let's Start Again...! <3

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

17 Jan, 15:07


claim airdrop

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

17 Jan, 13:21


Orbiter Finance এর #airdrop এলিজিবিলিটি ঘোষণা করেছে। এরা ইউজারদের ফার্মিং করতেছিলো বলেই আগেই অ্যাক্টিভিটি বন্ধ করে দিয়েছিলাম। তবে কয়েক হাজার পেলাম। দাম সম্পর্কে আইডিয়া নেই।

এখানে চেক করুন - https://orbiter.finance/en/

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

17 Jan, 12:12


ক্রিপ্টোজগতে HODL (হডল) এর একরকম বিপরীত শব্দ হলো SCALP (স্ক্যাল্প)।

HODL এর অর্থ হলো ‘হোল্ড অন ফর ডিয়ার লাইফ’ - সোজা বাংলায়, মাটি কামড়িয়ে পড়ে থাক! কেয়ামত চলে আসলেও ক্রিপ্টো বিশেষত বিটকয়েন বিক্রি না করা! জীবনের বিভিন্ন প্রয়োজনে বিটকয়েন বিক্রি না করে সেটা ধরে রাখার যৌক্তিকতা কতটুকু সেটা অন্য আলোচনার বিষয়। তবে অনেকের মতে অনেক বেশি ট্রেডিং করার চেয়ে হডলিং করলে ক্রিপ্টোতে লাভবান হবার সম্ভাবনা বেশি। কিন্তু, সবার জীবনের পরিস্থিতি একরকম না। প্রথাগত জ্ঞান কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকলে ভাত-তরকারী স্বয়ংক্রিয়ভাবে প্লেটে চলে আসেনা। সেজন্য নিয়মিত ট্রেডিং করে উপার্জনের চেষ্টা করতে হয় অনেককেই। #know

ট্রেডিং বেশ কয়েক রকম হতে পারে। লং-টার্ম, সুইং বা ডে ট্রেডিং বা ডিজেন। যারা দিনের মধ্যে একাধিক ট্রেডিং করেন একই ক্রিপ্টোজুটিতে (যেমন, বিটিসি-ইউএসডিটি), তাদেরকে বলে ডে-ট্রেডার। স্ক্যাল্পিং আসলে ডে-ট্রেডিং এর একটি অংশ। স্ক্যাল্পিং এর জন্য টেকনিক্যাল অ্যানালাইসিস খুব ভালোভাবে জানতে হয়। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস জানা তেমন প্রয়োজন নয়। তবে খেয়াল রাখতে হবে যেন, ট্রেডিং পেয়ার এ যেন যথেষ্ট লিকিউডিটি থাকে।

সারাক্ষণ চার্টের দিকে চেয়ে থেকে ২ থেকে ৫% দামের উঠানামা করলেই ট্রেডিং করা হয়। এক্ষেত্রে কখনই লং-টার্ম চার্ট দেখা হয়না। সর্বোচ্চ ‘দৈনিক চার্ট’ দেখা হয় - সম্ভবত সেরা হলো ‘৫ মিনিট পর্যন্ত সীমার চার্ট’ এর উঠানামা খেয়াল করা। অ্যানালাইসিস এর মূল দুইটা প্যারামিটার হলো মুভিং অ্যাভারেজ (চলমান গড়) ও আরএসআই। এছাড়াও আছে ভলিউম বা ডাইভারজেন্স/কনভারজেন্স, সাপোর্ট/রেজিস্ট্যান্স লেভেল। ইত্যাদি। কতদিনের মুভিং অ্যাভারেজ দেখতে হয় সেটিও নির্ভর করে ট্রেডারের পছন্দের উপর।

স্ক্যাল্পিং এ দৈনিক প্রফিট/ডলার তুলে আনা যায়। কারো কাছে যদি ১০ হাজার ডলার থাকে, তাহলে প্রতিদিন ১০০ থেকে ১৫০ ডলার সহজেই প্রফিট করা যায়; যদি অন্তত ৬০% ট্রেডিং এ সঠিক সিদ্ধান্ত নেয়া যায়। তবে, ট্রেডিং এ যথেষ্ট জ্ঞান ও অভিজ্ঞতা না হওয়া পর্যন্ত স্ক্যাল্পিং না করার পরার্মশ দেই আমি!

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

17 Jan, 11:10


ক্রিপ্টোবাংলাবাসী... কাল আমার জীবনের অন্যতম খুশি'র একটা দিন ছিল... কারন টা নাহয় অজানাই থাকুক... সেই খুশিতেই আজকের এই ছোট্ট ৫০$ এর গিভওয়ে'র আয়োজন ছিল... যে ৬৭ জন ক্লেইম করেছেন সবাইকে অভিনন্দন... আমার জন্য দোয়া করবেন সবাই।
#ধন্যবাদ

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

17 Jan, 10:11


আরো ৩৮ জন ক্লেইম করতে পারবেন... নিউ প্যাক... পার পারসন 0.5$...!

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

13 Jan, 01:15


কোনো ইনফ্লুয়েন্সার যদি বলে সে ৫০০ ডলার দিয়ে কোনো টোকেন কিনছে, তখন সাথে সাথে সেখানে পুরা পোর্টফলিও নিয়ে ঝাঁপিয়ে না পড়া ভাল হবে। একটু সময় নিয়ে যাচাই করুন। #know

কারণ,

৫০০ ডলার হয়তো তার পোর্টফলিও'র খুব কম অংশ কিন্তু আপনার জন্য অনেক! সে হয়তো রিস্ক ম্যানেজমেন্ট ঠিক মত করেছে। কিন্তু আপনি?

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

12 Jan, 19:24


ক্রিপ্টো অ্যানালাইসিস মোটামুটি ৩ রকম।

ফান্ডামেন্টাল
টেকনিক্যাল
ডিজেন

-

কোনো কয়েন বাস্তব জীবনে কী কাজে আসে। এদের টোকেনোমিক্স কেমন, ফান্ডিং কেমন, টিম কেমন? কম্যুনিটি এনগেজমেন্ট ভালো কিনা। এসব দেখেই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করা হয়। মূলত লং-টার্ম হোল্ডিং এর জন্য এই অ্যানালাইসিস কাজে আসে।

-

আর শুধুমাত্র ক্রিপ্টো'র দামের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস ও মার্কেট এর ওভারওল কন্ডিশন দেখে যেই অ্যানালাইসিস করা হয়ে সেটিকে বলে টেকনিক্যাল অ্যানালাইসিস। প্রাইস চার্টে নানারকম আঁঁকিবুকি করে মুভিং অ্যাভারেজ, RSI ইত্যাদি প্যারামিটার দেখে এই অ্যানালাইসিসের মাধ্যমে দামের প্রেডিকশন করা হয়। শর্ট-টার্ম গেইনের জন্যে এটি কাজে আসতে পারে যদি কোনো প্রজেক্টের মার্কেটক্যাপ খুব বড় হয় - যেমন বিটকয়েন। ছোট প্রজেক্টে এর তেমন কোনো ব্যবহার নেই।

-

ডিজেন ট্রেডিং হলো হিতাহিত জ্ঞান হারিয়ে ইনভেস্ট করা। এটির স্থায়িত্বকাল কয়েক মিনিট থেকে কয়েক দিন মাত্র। এর জন্য জানা থাকা লাগে মার্কেটের হাইপ এর গতি প্রকৃতি আর আলফা অর্থাৎ ইনসাইডার/এক্সপার্ট ইনফরমেশন। ব্লকচেইন এক্সপ্লোরার এর উপর আপনার ভালো জ্ঞানও থাকা লাগবে। এখানে অল্প কয়েক সেকেন্ডের মধ্যে কেনা/বেচার ডিসিশন নিয়ে ফেলতে হয় বিধায় আপনার জন্য টুল লাগবে টুইটার, টেলিগ্রাম, ডেক্সস্ক্রিনার, রিক স্ক্যান আর ট্রেডিং বট যেমন ব্যানানাগান।

-

ক্রিপ্টোবাংলার টেলিগ্রাম চ্যানেলে প্রতিটি বিষয়ের উপর এত বেশি পোস্ট/টিউটোরিয়াল দিয়েছি যে লিংক দিতে দিতে পুরো লেখাই ভর্তি হয়ে যাবে। তাই আর দিলাম না। তার চেয়ে বরং #know ট্যাগ ব্যবহার করে নিজেই খুঁজে নিন। It's free. আসলে Nothing is free, you have to pay attention.

তো আপনার Attention পেয়েছি কি?

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

12 Jan, 19:18


ফুলটাইম ডিজেন কে কে করেন?

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

12 Jan, 18:54


Check Your Eligibility...!!

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

12 Jan, 14:26


অনেকেই আর্লি রিটায়ারমেন্টে যেতে চান। ক্রিপ্টো রোজগার দিয়ে তা সম্ভব অনেকের পক্ষেই!

আমেরিকার মত উন্নত দেশে কেউ অবসরে যেতে হলে সাধারণ রেকোমেন্ডেশন হলো বার্ষিক খরচের ২৫ গুণ ডলার সমপরিমাণ ইনভেস্টমেন্ট ও ফিক্সড অ্যাসেট থাকতে হবে। যা থেকে মাসিক ইনকাম আসতে থাকবে।

-

বাংলাদেশে অবস্থানকারীদের জন্য আর্লি রিটায়ারমেন্টের সমপরিমাণ অ্যাসেট বা ইনভেস্টমেন্ট কত থাকতে হবে?

একই রকম হয়তো। #know

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

12 Jan, 05:53


৪০ দিনের মধ্যে BNKR টোকেনের কল ১০০ গুণ হলো!

তার মানে ১ লক্ষ টাকা ইনভেস্ট করলে ১ কোটি টাকা হত।

-

কিন্তু এর মাঝেও বেশ কিছু প্রজেক্ট ফ্লপ করেছে। এটাই ডিজেন।

-

তাই মাত্র ১ টা ভালো সিগনাল অন্য কয়েকটা ফ্লপ কল এর দু:খ ভুলিয়ে দিতে পারে।

এখানে রিস্ক ম্যানেজমেন্ট সবচেয়ে জরুরি। সঠিকভাবে ডিজেন করছেন কি?

-

সেরা ডিজেন বট - https://t.me/SigmaTrading3_bot?start=ref=1578020410

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

12 Jan, 03:49


Plume Passport Early Access


https://forms.plumenetwork.xyz/passport

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

11 Jan, 21:21


ক্রিপ্টোটার্ম - মুনব্যাগ
-------------------------------

ধরুন আপনি একটি তুলনামূলক রিস্কি প্রজেক্টে ইনভেস্ট করলেন। কিন্তু ভাগ্যজোরে সেই কয়েনে বিশাল প্রফিট এলো। কিন্তু আপনি বিশ্বাস করেন, এটি আরো প্রফিট দিতে পারে। কিন্তু প্রজেক্টটি রিস্কি হবার কারণে, প্রজেক্টটি হারিয়েও যেতে পারে। এই দুইমুখী মানসিক অবস্থায়, আপনি মূলধন বা অল্পকিছু প্রফিট সহ মূলধন তুলে নিলেন। আর বাকি টোকেনগুলোর কথা কয়েক সপ্তাহ/মাস এর জন্য ভুলে গেলেন। এই ফেলে যাওয়া টোকেনগুলোকেই বলে - মুনব্যাগ।

ক্রিপ্টোতে “মুনিং (Mooning)” মানে হলো দামের অস্বাভাবিক বৃদ্ধি। আপনার প্রত্যাশা এই ‘মুনব্যাগ’ও মুনিং করবে। না করলেও সমস্যা নেই। মূলধন তো তুলেই নেয়া হয়েছে!

#know

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

11 Jan, 21:21


ক্যাশ মিক্সার

ক্রিপ্টোকারেন্সিতে সব লেনদেনের তথ্য সবার জন্য উন্মুক্ত। অর্থাৎ, ব্লকচেইনে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে যে কেউ ইন্টারনেটের মাধ্যমে লেনদেনের যাবতীয় তথ্য দেখতে পাবে। শুধুমাত্র কয়েন দাতা ও গ্রহীতার ব্যক্তিগত তথ্য ছাড়া।

যেহেতু লেনদেনগুলো উন্মুক্ত, তাই একবারে অনেক বেশি পরিমাণ কয়েনের লেনদেন হলে সেটি অনেকের নজরে পড়ে। বিভিন্ন ধরনের প্রোগ্রাম এগুলো নিয়মিত খেয়াল রাখে। এদের মধ্যে Whale Watcher বেশ জনপ্রিয়। এরা রিয়েল টাইমে বিটকয়েন বা ইথারিয়াম সহ বড় বড় লেনদেন সনাক্ত করে পাবলিশ করে। আর জানেনই তো, বড় ধরনের লেনদেন কোনো ক্রিপ্টোকারেন্সির দামের উপর প্রভাব ফেলে। তাই, এসবে নিয়মিত আপডেটেট থাকা ভালো।

এই নজরদারি এড়াতে অনেকে ক্যাশ মিক্সার ব্যবহার করে। এটি আসলে এক ধরনের স্মার্ট কন্ট্রাক্ট যা কোনো ওয়ালেটে থাকা বড় অংকের ক্রিপ্টোকে 'বার্ন' করে একাধিক নতুন ওয়ালেটে পাঠিয়ে দেয়। এতে লেনদেন অনুসরণ 'প্রায়' অসম্ভব হয়ে পড়ে। কারণ, মূল ওয়ালেটে বার্নিং পর আর কিছু ব্লকচেইনে পাওয়া যায়না। অন্যদিকে নতুন ওয়ালেটগুলোতে জমা হওয়া ক্রিপ্টো অগোচরে নিজের কাজ চালিয়ে যায়। ক্যাশ আউট করাও বেশ সুবিধের।

সাধারণত হ্যাকাররা বড় ধরনের কোনো হ্যাক করতে পারলে, এই প্রযুক্তি ব্যবহার করে। যাতে তারা ধরা না পড়ে। হোয়েল অর্থাৎ বড় অংকের ক্রিপ্টো হোল্ডাররাও এটি করতে পারে!

***

১৪ মাসের আগের পোস্ট এইটা। এর মাঝে নতুন কোন ক্যাশ মিক্সার বাজারে এলো?

#know

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

11 Jan, 21:21


কিছু অংক বেশ সহজ। যদি কিছু অনুমান সহজ হয়।
যেমন, বিটকয়েনের দাম কত হতে পারে আসন্ন বুল মার্কেটে?

***

গত বুলমার্কেটে বিটকয়েনের দাম ৬০ হাজার ডলারের উপর উঠেছিলো। তখন পুরো ক্রিপ্টো মার্কেটের মার্কেটক্যাপ কত ছিলো? ৩ ট্রিলিয়ন। এখন মার্কেটক্যাপ কত? ১.২৫ ট্রিলিয়ন।

এইবারের বুল মার্কেটে সর্বোচ্চ কত মার্কেটক্যাপ উঠবে?

৩ ট্রিলিয়ন?

কিন্তু, প্রতিবারের বুলমার্কেট আগের বারের চেয়ে অনেক বেশি মার্কেটক্যাপ নিয়ে এসেছে।

তাহলে, ৫ ট্রিলিয়ন?

মুদ্রাস্ফীতির কারণে ডলারের অবমূল্যায়ন হয়েছে। সেটা হিসাবে ধরলেও ৫ ট্রিলিয়নএমনিতেই হবার কথা।

তাহলে বিটকয়েনের ভবিষ্যত দাম কত হবার কথা?

বর্তমান দাম x ভবিষ্যত মার্কেট ক্যাপ / বর্তমান মার্কেট ক্যাপ

= ৩৫ হাজার x ৫ / ১.২৫
= ১ লক্ষ ৪০ হাজার।

***

বিটকয়েনের দাম যতগুণ বাড়ে, ইথারিয়ামের দাম তার ১.৫ গুণ করে বাড়ে। কয়েনমার্কেটক্যাপের উপরের দিকের কয়েনগুলো ২ থেকে ১০ গুণ বাড়ে।

***

তো ভালো প্রজেক্টে আছেন তো? কিন্তু, যতটুকু আর্থিক ক্ষতি হলে আপনার জীবনযাত্রায় কোনো প্রভাব পড়বেনা তার চেয়ে বেশি বিনিয়োগ কখনই করবেন না। শেষের এই কথাটা ছাড়া উপরের কোনো কথাই ফাইনান্সিয়াল অ্যাডভাইস হিসাবে গণ্য করা উচিত হবে না!

#know

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

11 Jan, 21:21


লঞ্চপ্যাড
-----------

ক্রিপ্টো প্রজেক্টের সংখ্যা এখন এত বেশি যে একজন মানুষের পক্ষে সব ক্রিপ্টো প্রজেক্ট নিয়ে গবেষণা করা সম্ভব না। এই সমস্যা মেটানোর জন্য কিছু প্রজেক্ট আছে যারা নিজেরাই সময় নিয়ে নতুন কিছু প্রজেক্ট যাচাই-বাছাই করে। এগুলোকে বলে ‘লঞ্চপ্যাড’। যাচাই-বাছাইয়ের উপর ভিত্তি করে তারা ক্রিপ্টো প্রজেক্ট এর রেটিং দেয় যাকে বলে ‘ভেটিং’। এই কাজ করতে তারা পারিশ্রমিক নিয়ে থাকে - কখনও ডলারে আবার কখনও ক্রিপ্টোতে। ক্রিপ্টো প্রজেক্টগুলোরও বেশ সুবিধা এতে। কারণ লঞ্চপ্যাডের মাধ্যমে কোনো প্রজেক্ট বাজারে এলে প্রজেক্টগুলোর মার্কেটিং ভালো হয়। আবার যারা ক্রিপ্টো প্রজেক্টে বিনিয়োগ করতে আগ্রহী তাদেরও সময় বেঁচে যায়।

এটি একধরনের win-win সিচুয়েশন।

লঞ্চপ্যাডগুলোতে আসা ক্রিপ্টোগুলোর সাফল্যের হার তুলনামূলক বেশি। লঞ্চপ্যাডে রিলিজ হবার পরপরই বেশিরভাগ ‘ভালো’ ক্রিপ্টোর দাম ২৫ থেকে ৫০ গুণ হয়ে যায়। তাই ‘লঞ্চপ্যাড স্টেকিং’ করে কয়েন পাবার জন্য নির্বাচিত হওয়া তাই খুব লাভজনক বিনিয়োগ। কিন্তু ‘স্টেকিং’ এ বিনিয়োগের পরিমাণ হতে হয় অনেক বেশি। কয়েক হাজার ডলার পর্যন্ত তা হতে পারে। তাই গড়পড়তা ক্রিপ্টোপাগল লোক এতে বিনিয়োগ করতে পারেনা। :(

‘বাজারে এখন প্রচুর লঞ্চপ্যাডও চলে এসেছে যাদের মধ্যে অনেকগুলোই আবার স্ক্যাম! এখন লঞ্চপ্যাডগুলোর ভেটিং করবে কে?

(পরিমার্জিত রিপোস্ট)

#know

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

11 Jan, 21:21


ক্রিপ্টোর ত্রিমুখী সমস্যা


একটি ক্রিপ্টো প্রজেক্টকে হতে হয় ডিসেন্ট্রালাইজড (১)। অর্থাৎ প্রজেক্টের ক্ষমতা অল্প কয়েকজনের হাতে বন্দী থাকবেনা। আরো হতে হয়, হ্যাকিং থেকে নিরাপদ (২)। ব্লকচেইনে দ্রুত ও ঝামেলামুক্ত লেনদেন হওয়াটাও জরুরী। অর্থাৎ প্রতি সেকেন্ডে যে ক্রিপ্টোতে যত বেশি লেনদেন করা যায়, সেটি তত এফিসিয়েন্ট (৩)।

কিন্তু ইথারিয়াম প্রতিষ্ঠাতা, ভিটালিক, এর মতে উপরের ৩টি গুণের সবগুলো কোনো নির্দিষ্ট ক্রিপ্টো প্রজেক্টে একইসময়ে উপস্থিত থাকা প্রায় অসম্ভব। যেকোনো দুইটিতে কোনো ক্রিপ্টো প্রজেক্ট ভালো পারফরম্যান্স দেখালে বাকিটাতে ধরা খেয়ে যায়। তার নিজের প্রজেক্ট ইথারিয়ামের উদাহরণই দেয়া যায়। এটি ডিসেন্ট্রালাইজড ও তুলনামূলক নিরাপদ। কিন্তু লেনদেন তুলনামূলক ধীর ও প্রচুর গ্যাস ফি গুনতে হয়। অপরদিকে, সোলানা ডিসেন্ট্রালাইজড নয়, হ্যাকিং এর বিরুদ্ধেও খুব ভালো নয়। কিন্তু এই ব্লকচেইনে লেনদেন দ্রুততর।

ক্রিপ্টো প্রযুক্তি এখনও খুব প্রাথমিক অবস্থায় আছে। আশা করা যায় সময়ের সাথে এই ত্রিমুখী সমস্যার সমাধানও চলে আসবে। বাড়বে এর গ্রহণযোগ্যতা। ততদিনে প্রথমদিকের ব্যবহারকারী হিসাবে আমরা অনেকখানি এগিয়ে থাকবো বলেই বিশ্বাস!

(রিপোস্ট। তবে এবার বলেন, সেলেস্টিয়া'র মডুলার ব্লকচেইন এই সমস্যার সমাধান করতে পারবে?)

#know

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

11 Jan, 21:20


হ্যাকিং হাত থেকে বাঁচার জন্য প্রতিটি এক্সচেঞ্জের জন্য ভিন্ন ভিন্ন ইমেইল অ্যাড্রেস ব্যবহার করার পরামর্শ দেয়া হয়। যাতে কোনো কারণে কোনো এক্সচেঞ্জ হ্যাক হয়ে গেলেও ইমেইল অ্যাড্রেস ফাঁস হয়ে যাওয়া থেকে যেন অন্য অ্যাকাউন্ট গুলো নিরাপদে থাকে। পাসওয়ার্ডের ক্ষেত্রেও ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করা ভালো। খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ - তাতে কোনো সন্দেহ নেই।

কিন্তু একাধিক ইমেইল অ্যাড্রেস একই সময় চালানো সহজ নয়। তাই এর জন্য সহজ সমাধান কিন্তু জিমেইল এই আছে! একটা জিমেইল অ্যাড্রেসকে শত শত ইমেইল অ্যাড্রেস হিসাবে ব্যবহার করা যায়।

ডট (.) ও প্লাস (+) চিহ্ন ব্যবহার করে।

যেমন ধরুন আপনার ইমেইল আড্রেস হলো [email protected]

এটিকে আপনি ডট (.) ও প্লাস (+) দিয়ে বিভিন্ন ভাবে লিখতে পারেন। যেমন,

[email protected]
[email protected]
[email protected]
[email protected]

কিন্তু যেভাবেই লেখেন না কেন ইমেইলের ইনবক্স কিন্তু একটাই! বিশ্বাস না হলে, অন্য ইমেইল অ্যাড্রেস থেকে ইমেইল পাঠিয়ে টেস্ট করে দেখুন!

অফিসিয়াল গুগল ব্লগ এখানে - https://gmail.googleblog.com/2008/03/2-hidden-ways-to-get-more-from-your.html?m=1&fbclid=IwAR1ZMsKkTuYJ-7LGV4OgJ3JuKsiz1iueEFedszralL-CVzA403nAncZ_u1o
.
নো ফাইন্যান্সিয়াল বাট টেকনিক্যাল অ্যাডভাইস!

#know

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

11 Jan, 21:20


একটা ধাতব কয়েনের দুইটা দিক থাকে - হেড আর টেইল। কয়েনটা উপরের দিকে ছুঁড়ে মারলে হেড বা টেইল পড়বেই। মাটির উপর কয়েনটি পড়ার পর কয়েনের দুইদিকই একই সাথে উপরের দিকে থাকতে পারেনা। যেকোনো একদিক উপরে থাকবে। তাইনা?
-
ধরেন, আপনি বাজি ধরলেন 'হেড' এর দিকে। তাহলে বাজিতে আপনার জেতার সম্ভাবনা কত শতাংশ?

১/২, অর্থাৎ ৫০%।

আবার ধরেন, কয়েনটি ১০ বার উপরে ছুঁড়ে মারা হবে আর প্রতিবারই আপনার বাজি থাকবে 'হেড' এ। প্রতিবারেই হেড বা টেইল পড়ার সম্ভাবনা ৫০%। কিন্তু, তাহলে কি ১০ বার টস করলে ৫ বার হেড পড়বে আর ৫ বার টেইল পড়বে? এইটা কি নিশ্চিত?

না।

-

এই জিনিসগুলো গণিতের যে শাখায় পড়ানো হয়, সেটিকে বলে 'পরিসংখ্যান' বা ইংরেজিতে বলে 'স্ট্যাটিসটিক্স'। আর পুরো কনসেপ্টটার নাম হলো 'প্রোবাবিলিটি।'

-

১০ বার কয়েন টস করলে ৫০% সময় 'হেড' পড়ার সম্ভাবনা খুব কম। কারণ, ১০ একটা খুব ছোট সংখ্যা; অন্তত পরিসংখ্যানের ভাষায় খুব ছোট 'স্যাম্পল সাইজ'। স্যাম্পল সাইজ ছোট হলে প্রোবাবিলিটি নিখুঁত হয়না। ভালো এস্টিমেট করতে হলে স্যাম্পল সাইজের মান অনেক বড় হওয়া লাগে।

সেই হিসাবে কয়েনটা যদি ১০ হাজার বার টস করা হত, তাহলে প্রোবাবিলির কনসেপ্ট অনুযায়ী প্রায় ৫০% সময় হেড উপরেই পড়তো। কারণ, ১০ হাজার তুলনামূলক বড় 'স্যাম্পল সাইজ'।

-

ক্রিপ্টো'র টেকনিক্যাল অ্যানালাইসিস একধরনের প্রোবাবিলিটি অ্যানালাইসিস ছাড়া আর কিছু নয়। স্যাম্পল সাইজ যত বড় হয়, সেখানে ক্যালকুলেশন এর রেজাল্ট তত ভালো হয়। অর্থাৎ, বড় বড় ক্রিপ্টো যেমন বিটকয়েন, ইথারিয়াম এ টেকনিক্যাল অ্যানালাইসিস ভালো করা যায়। ছোট মার্কেটক্যাপের ক্রিপ্টো'তে টেকনিক্যাল অ্যানালাইসিস তেমন কার্যকরী নয়। কারণ, ছোট মার্কেটক্যাপ মানে হলো ছোট স্যাম্পল সাইজ।

ছোট ক্রিপ্টো'র দাম মূলত ওঠানামা করে - মূলত হাইপের উপর ভিত্তি করে।

-

তাহলে যারা ছোট ক্রিপ্টো উপর কঠিন কঠিন অ্যানালাইসিস করে, তারা কি ভুল? সেটা আমার জানা নেই। সেটা যাচাই এর দায়িত্ব আপনারই। কারণ, এই লেখা পড়ার পর আপনি এখন প্রোবাবিলিটি আগের চেয়ে একটু ভালো বোঝেন!

#know

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

11 Jan, 21:20


শনিবার থেকে শুক্রবার টানা ৭ দিন বাজারে বেগুন কিনতে গেলেন।বেগুনের দাম প্রতিদিন যথাক্রমে টাকার অংকে,

শনি ৩০
রবি ৪০
সোম ৫০
মঙ্গল ৩০
বুধ ৪০
বৃহস্পতি ৬০
শুক্র ৪০

-

স্পট ট্রেডিং কেমন পারেন?

-

বেগুনের দামে ফিরে আসি। তাহলে এই সপ্তাহে বেগুনের গড় দাম কত? হিসাব করতে হলে সবদিনের দাম যোগ করে তাকে ৭ দিয়ে ভাগ করতে হবে।

তাহলে হয়, (২৯০/৭) = ৪১.৪

-

কিন্তু যদি জিজ্ঞাসা করি, বুধবারে দিন শেষে ৩-দিনের আর ৪ দিনের চলমান গড় কত?

চলমান গড় কোনো স্থির সংখ্যা নয়। এটির হিসাব নির্ভর করে কোন সময়ে সর্বশেষ কত সময়ের জন্য হিসাব করা হচ্ছে। তাই বুধবারের ৩-দিন চলমান গড় হবে,

(৪০+৩০+৫০)/৩ = ৪০

আর একই দিনে ৪-দিনের চলমান গড়?

(৪০+৩০+৫০+৪০)/৪ = ৪০!

দুই হিসাবে চলমান গড় কেন একই হলো? কারণ,রবিবার এর দাম গড় ৪০ এর সমান!

-

চলমান গড়কে ইংরেজিতে বলে মুভিং এভারেজ বা MA। প্রজেক্টের দামের ট্রেন্ড বুঝার জন্য এই প্যারামিটার জানা ও সঠিক প্রয়োগ করা স্পট ট্রেডিং এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরেকটি গুরুত্বপূর্ণ প্যারামিটার হলো RSI।

ট্রেডার তাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন টাইম ফ্রেমের MA বাছাই করে টেকনিক্যাল এনালাইসিস করে থাকেন। সবচেয়ে জনপ্রিয় হলো - ১৪, ৩০, ১০০, ২০০ সময় ব্যবধান (দিন, ১ ঘণ্টা ইত্যাদি) এর MA।

-

তো এখন কি স্পট ট্রেডিং আগের চেয়ে একটু ভালো হবে?

#know

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

11 Jan, 21:20


বাজারে গিয়ে কচি লাউ কিনলেন। উদ্দেশ্য রাতেই লাউ-চিংড়ি খাওয়া। কিন্তু দোকানী একটু অপেক্ষা করে খেতে বললো। কারণ তাএ মতে কচি লাউটা পোক্ত হয়ে আরেকটু বড় হতে পারে।

কিন্তু দুইদিনে উলটা লাউ শুকিয়ে ২০% আয়তনে কমে গেলো।

লাউ এর আরো লস কমাতে তাই সাথে সাথেই কেটে খেয়ে ফেললেন। আর অপেক্ষা করলেন না।

-

এই তো ট্রেডিং এর 'স্টপ লস' কমান্ড শিখে গেলেন!

-

কোনো ক্রিপ্টোর দাম কমে মূলধনে টান পড়লে অল্প লসে বিক্রি করাকে বলে স্টপ লস। প্রায় প্রতিটি সেন্ট্রালাইজড এক্সচেঞ্জে স্টপ লস বা SL সেট করা যায়।

-

যারা স্টপ লস ইউজ করেন, তাদের বেশিরভাগই একটা পূর্ব-নির্ধারিত স্টপ লস শতাংশ হিসাবে (যেমন ১০%, ১৫% ইত্যাদি) ঠিক করে রাখেন। কিন্তু এই ধরনের ফিক্সড স্টপ লস এ কিছু সীমাবদ্ধতা আছে। সেটি নিয়ে আরেকদিন বলা যাবে!

#know

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

11 Jan, 21:19


সাপ্লাই আর ডিমান্ডের সূত্র অনুযায়ী - কেনার প্রেশার বাড়লে দাম বাড়ে, আর বেচার প্রেশার বাড়লে দাম কমে। সবজি বাজার হোক আর ক্রিপ্টো বাজারে হোক - সব জায়গায় এই সূত্র খাটে।

-

তরমুজ ও সফেদা কয়েন এর বাজার দেখা যাক। উভয়ের মার্কেটক্যাপ, সাপ্লাই ও দাম সমান। আবার, দুই কয়েনেই কেনার ও বেচার প্রেশার সমান। অর্থাৎ কয়েনের দামও স্থিতিশীল।

কিন্তু তরমুজ এ শেষদিনে ট্রাঞ্জেকশন হয়েছে ২ মিলিয়ন ডলার। আর সফেদায় হয়েছে ১০ মিলিয়ন ডলার। কিন্তু মনে রাখতে হবে যে উভয় কয়েনেই কেনা ও বেচার পরিমাণ সমান অর্থাৎ কারোরই দাম বাড়েনি/কমেনি।

এই ক্ষেত্রে কোন কয়েন কিনবেন? অবশ্যই যেটাই ট্রাঞ্জেকশন বেশি হয়েছে সেটা।

-

বেশি ট্রাঞ্জেকশন হওয়া মানে সেই প্রজেক্টের কম্যুনিটি, মার্কেটিং বা ন্যারেটিভ/হাইপ তুলনামূলক ভালো। এদের লং-টার্ম ভালো করার সম্ভাবনা বেশি। এই জন্য কোনো প্রজেক্টে দাম দেখার সময় দামের নিচে ট্রাঞ্জেকশন এর পরিমাণ দেখাও অত্যন্ত জরুরী যাকে বলে ভল্যুয়ম।

সাথে একটা র‍্যান্ডম কয়েনের প্রাইস চার্ট এর স্ন্যাপশট দেয়া হলো। ভল্যুয়ম সাধারণত প্রাইস চার্টের নিচে থাকে। সবুজ মানে কেনার প্রেশার বেশি। আর লাল মানে বেচার জন্য হুড়োহুড়ি।

নো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস!

(কঠিন বিষয়গুলো সহজ করে লেখার চেষ্টা করা হয়েছে। অনেক তথ্য অসম্পূর্ণ লাগতে পারে তাই!)

#know

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

11 Jan, 21:06


কোনো প্রজেক্টের বেশিরভাগ টোকেনই একটি ওয়ালেটে থাকা খুব বিপদজনক ব্যাপার। কারণ, সেই ওয়ালেট বিভিন্নভাবেই পুরো প্রজেক্টের অনেককিছু নিয়ন্ত্রণ করতে পারে। এর মধ্যে আছে, পাম্প/ডাম্প করে দামের ম্যানিপুলেশন। যত বেশি ওয়ালেটে টোকেনগুলো রাখা থাকবে, ততই নিরাপদ। কিন্তু স্ক্যামাররাও সেটা জানে - অনেকেই ‘ওয়ালেট ডিস্ট্রিবিউশন’ চেক না করে কোনো প্রজেক্টে ইনভেস্ট করেনা। সে জন্য তারা বিভিন্ন ওয়ালেটে টোকেন পাঠিয়ে দেয় যেন খোলা চোখে দেখলে মনে হয় যে টোকেনগুলো কোনো একটি নির্দিষ্ট ওয়ালেটে না থেকে বিভিন্ন লোকের কাছে আছে। তারা ইনভেস্টরদেরকে একটা মিথ্যে মিথ্যে ভালো অনুভূতি দেয় যে প্রজেক্টটি ডি-সেন্টারলাইজড ভাবেই আছে। কিন্তু তারা আসলে প্রজেক্টকে একটি ওয়ালেটের মাধ্যমে নিয়ন্ত্রণ না করে, বরং ‘ওয়ালেট গ্রুপ’ বা ‘ক্লাস্টার’ হিসাবে নিয়ন্ত্রণ করে।

তবে আশার কথা হচ্ছে - এই ‘ওয়ালেট গ্রুপ’ চেক করারও টুল আছে যা বেশিরভাগ ক্ষেত্রেই বিনা পয়সায় ব্যবহার করা যায়। সরাসরি ওদের সাইটে ঢুকলে সব টোকেন অ্যানালাইসিস করা ফ্রি নাও হতে পারে। তবে Dexsceener এর মাধ্যমে ঢুকলে বেশিরভাগই সময়ই এটি ফ্রি। যে টুলটা এখানে বলবো তার নাম হলো ‘বাবলম্যাপস’। এটার মাধ্যমে ওয়ালেট-থেকে-ওয়ালেট ট্রাঞ্জেকশনের যাচাই করে দেখা যায় কোন ওয়ালেটগুলো একটি গ্রুপ বা ক্লাস্টার এর অন্তর্ভুক্ত এবং শতকরা কতভাগ টোকেন তাদের নিয়ন্ত্রণে আছে।

যেমন, ছবিতে দেয়া এই বেনামী টোকেন রাখা ওয়ালেট ‘cd50’ -তে মাত্র ১০% টোকেন আছে। কিন্তু তারগ্রুপ পুরো প্রজেক্টের ৩০.১৮% নিয়ন্ত্রণ করে। তার মানে খুব সম্ভবনা যে এসব ওয়ালেট একজন লোক বা কোনো ছোট একটি গ্রুপের হাতে আছে। দেখা যাচ্ছে যে এই প্রজেক্টে আরো গ্রুপ আছে হয়তো তারাও টোকেন যে বানিয়েছে তারসাথে সংশ্লিষ্ট।

https://bubblemaps.io/

#know

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

11 Jan, 21:05


মাইকেল বেরি একজন বিখ্যাত বিনিয়োগকারী এবং হেজ ফান্ড ম্যানেজার, যিনি ২০০৮ সালের মার্কিন যুক্তরাষ্ট্রের হাউজিং বাজারের পতন সম্পর্কে সঠিকভাবে পূর্বাভাস দিয়েছিলেন। তিনি তার হেজ ফান্ড Scion Capital এর মাধ্যমে বিপুল অংকের মুনাফা অর্জন করেন। মাইকেল বেরির এই বিনিয়োগের কৌশল এবং পূর্বাভাসের ওপর ভিত্তি করে "দ্য বিগ শর্ট" মুভিটি বানানো হয়। অনেকেই হয়তো দেখে থাকবেন - আমার খুব পছন্দের মুভি। এই মুভি'তে বেরি'র চরিত্রটি অভিনয় করেন অভিনেতা ক্রিশ্চিয়ান বেল।

-

যাইহোক তার এই স্ট্যাটাসটা তার দেয়া ২০২৩ এর জানুয়ারি'তে। সেই সময় তিনি আবার মার্কেট ডাম্পের আশায় সব স্টক বিক্রি করে দেন! কিন্তু ঘটে তার বিপরীত!!

-

তার মানে কেউ একবার ভালো করলে, সে ভবিষ্যতেও ভালো করবে তার নিশ্চয়তা নেই একদমই! তাই তাকে অন্ধভাবে অনুসরণ করার দরকার নেই! ক্রিপ্টো'র প্রচুর ইনফ্লুয়েন্সার এর ক্ষেত্রেও এই কথা খাটে।

তাই সবচেয়ে স্মার্ট অ্যাপ্রোচ হবে প্রতিটি পোস্ট/ইনফো অন্তত আরো দুইটা সোর্স থেকে যাচাই করে নেয়া। একই কথা ক্রিপ্টোবাংলা'র ক্ষেত্রেও প্রযোজ্য। আমাদের উদ্দেশ্য সৎ হলেও, ভুল হওয়াও খুব স্বাভাবিক

আর যারা আপনাকে ১০০% গ্যারান্টি দেয় আর আর কোনো প্রশ্ন করলে ধমক দেয়, তাদের থেকে বোধহয় দূরে থাকাই শ্রেয়।

#know

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

11 Jan, 19:36


বেলচা/কোদাল বেচা

***

আজ থেকে প্রায় পৌনে দুইশো বছর আগে হঠাৎ করে আমেরিকার পূর্বদিকের রাজ্যগুলোতে হিড়িক উঠলো যে, পশ্চিম দিকের রাজ্যগুলোতে মাটিতে একটু কোদাল বা বেলচা চালালেই থরে থরে স্বর্ণ উঠে আসে। দলে দলে লোক পশ্চিমে বিশেষ করে ক্যালিফোর্নিয়াতে যাওয়া শুরু করে। কেউ ওয়াগনে করে, কেউ পুরোটা মাসের পর মাস হেঁটে পশ্চিমে পৌঁছায়। এই অভিযাত্রাকে অ্যামেরিকার ইতিহাসে বলে - ‘দ্য ক্যালিফোর্নিয়া গোল্ড রাশ’।

বলাই বাহুল্য যে - বেশিরভাগ স্বর্ণই মাটির খুব গভীরে থাকার কারণে তা উত্তোলন খুব সহজ কাজ ছিলো না। ফলে বেশিরভাগ লোকই ব্যর্থ হয়। সহায় সম্পত্তি সব বিক্রি করে স্বর্ণ তোলার এই অভিযানে ব্যর্থ হয়ে অনেকেই নিঃস্ব হয়ে যায়। কিন্তু এক শ্রেণির লোক ব্যর্থ হয়নি - তারা আঙ্গুল ফুলে কলাগাছ অর্থাৎ বিশাল বড়লোক হয়ে যায়। কারণ তারা নিজেরা স্বর্ণ তুলতে না গিয়ে, বরং এইসব অভিযাত্রীদের কাছে বেলচা/কোদাল বিক্রি করে প্রচুর দামে। তাদের ব্যর্থ হবার সুযোগ ছিলো তাই খুব কম। এদেরকেই বলা হত ‘শোভেল সেলার’।

ক্রিপ্টোও এখন একরকম ‘গোল্ড রাশ!’ কিন্তু এখানকার বেলচা/কোদাল কীভাবে বেচতে হয়? অর্থাৎ ট্রেডিং, ইনভেস্টমেন্ট বা এয়ারড্রপ না করে কীভাবে শোভেল সেলার হওয়া যায়?

***

১.
সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়ে বিভিন্ন প্রজেক্টের AMA বা শিলিং করা।
সম্ভবত সবচেয়ে বেশি ইনকাম এখানে। কিন্তু দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজন।

২. লিস্টিং ম্যানেজার হওয়া
বিভিন্ন সেন্ট্রালাইজড এক্সচেঞ্জে লিস্টিং করতে সাহায্য করে কমিশন নেয়া

৩. সোশ্যাল গ্রুপগুলোর মডারেটর হওয়া
ইংরেজি ভালো জানলেই হয়।

৪. কোনো অ্যাপ ডেভেলপ করা যেটিতে ক্রিপ্টোতে নতুন ইউটিলিটি যোগ করবে
প্রোগ্রামিং ল্যাংগুয়েজ জানতে হবে।

৫. গ্রাফিক ডিজাইনার বা কনটেন্ট জেনারেটর হওয়া
লোগো, মিম ইত্যাদি তৈরি করা। আর্টিকেল লেখা।

৬. অনুবাদ করা
বাইন্যান্স সহ প্রচুর এক্সচেঞ্জ তাদের ওয়েবসাইট বাংলায় করাচ্ছে।

***

উপরের প্রতিটি কাজের জন্য প্রচুর স্কিল ও সময়ের প্রয়োজন। কিন্তু এ ধরনের কোদাল/বেলচা বিক্রিতে ঝুঁকি কম।

***

আর কোনো কোদাল বেচার খবর জানলে নিচে কমেন্ট করুন।

***

এই পোস্টের উদ্দেশ্য কোনো নির্দিষ্ট প্ল্যাটফর্ম এর লিংক বা খোঁজ দেয়া নয়। আপনি যদি গুগল করে এই লিংকগুলো বের করতে না পারেন, তাহলে এগুলো কোনোটিই আপনার জন্য প্রযোজ্য নয়!

#know

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

03 Jan, 12:37


যারা ফলোয়ার এক্সচেঞ্জ করতে চান আমাদের সোশ্যাল গ্রুপে যেয়ে ফলোয়ার এক্সচেঞ্জ করতে পারেন...!!!

https://t.me/cbhelp25

Follow Me On Phantom....!!!

@cbdrop

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

03 Jan, 11:59


Join Details-----> Link

Tutorial Here-----> Link

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

03 Jan, 09:44


Phantom এ ঝটপট আমাকে ফলো করে ফেলুন তো! ফলো ব্যাক দিয়ে দেই!

@cbdrop

কমেন্ট বক্স এ আপনারা একে অন্যকে ফলো করতে হেল্প করুন!

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

03 Jan, 08:22


DuckChain এর TGE খুব কাছে... সবাই মাস্ট মাস্ট OKX WALLET কানেক্ট করে নেন! VPN USE করে! আর চাইলে কিছু Ton BRIDGE এবং Stake করতে পারেন!
#Must_Connect_Wallet

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

03 Jan, 03:56


ক্রিটোতে টাইমিং এর মতই মহা গুরুত্বপূর্ণ হলো 'ফান্ড ও রিস্ক ম্যানেজমেন্ট।'

নিজের পোর্টফলিও'র আকার, ব্যস্ততা, মেন্টাল কন্ডিশন এর উপর করে একেকজনের ফান্ড ও রিস্ক ম্যানেজমেন্ট আলাদা হয়।

-

আপনি কীভাবে 'ফান্ড ও রিস্ক' ম্যানেজ করেন?

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

03 Jan, 01:12


৩ গুণ।

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

02 Jan, 20:52


phantom এয়ারড্রপ এর জন্য সবাই কেন ইউজারনেম বানাচ্ছে? 😳

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

02 Jan, 20:15


ডিজেন এমনই। এক গ্রুপ থেকে স্ক্রিনশট নেয়া।

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

02 Jan, 19:19


মারক করা অংশে ক্লিক করেন,৫০০ টোকেন ফ্রি দিবে ক্লেইম করে নেন। তারপর উইথড্র করেন যেকোনো এক্সচেঞ্জে.... Bitget Better!

https://t.me/catgoldminerann

Multi করেন....

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

02 Jan, 18:39


এই প্লাটফর্মে প্রথম ডিজেন এইটা। এইটার রিসার্চ করার ধরণ বেশ আলাদা। হয়তো পুরোপুরি বুঝে উঠতে পারিনি। সুপার ডুপার রিস্কি - সব হারাতে পারেন।

https://creator.bid/agents/67761aaf62798707a2a9b1fd

রেফ কোড - bNe8m6

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

02 Jan, 18:19


হাইপের চূড়ায় থাকা Story Protocol এর প্রথম AI AGENT এই Benjamin...!! আপাতত প্রজেক্টের সাথে ইন্টারেকশন করে রাখুন। এই লিংক থেকে যেয়ে ওয়ালেট এবং টুইটার কানেক্ট করুন! তারপর Bot এর সাথে চ্যাটিং করতে হবে অপশন চালু হইলে। তাছাড়া ওদের টুইটার
এর সাথে যত বেশি পারেন ইন্টারেকশন করবেন!!!

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

02 Jan, 15:26


💰💰Road To Moon 💰💰

☠️Project Name: Freee

☠️Funding: N/A

☠️Backers: N/A

☠️Task Type: NFT Mint

☠️Reward: Confirmed


এটা হুবুহু Zora এর মত একটা প্লাটফর্ম, সেম স্ট্র‍্যাটিজি তে বিল্ড করা। বিভিন্ন NFT আছে যা মিন্ট করলে পয়েন্ট পাওয়া যায়,যার উপর ভিত্তি করে এয়ারড্রপ দেওয়া হবে। খুব বেশি ডলার খরচ করার দরকার নাই,চাইলে অল্পকিছু NFT MINT করে রাখতে পারেন!

Join Here----> Link

CB's Collection----> Link

Nft Mint এর জন্য Base Chain,SEI Chain Use করতে পারেন। CB's কালেকশন চাইলে মিন্ট করে রাখতে পারেন একটা! 😉 Discover অপশনে Freee এর Genesis NFT MINT এর অপশন পাবেন।বিভিন্ন চেইনে চাইলে ২/২ টা মিন্ট করতে পারেন! আবারো বলতেসি,খুব বেশি ডলার ঢালা'র প্রয়োজন নাই! মাল্টিপল চেইন ব্যবহার করার চেষ্টা করবেন!

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

02 Jan, 14:42


পোর্টফোলিও'তে একটা এআই এজেন্ট টাইপের প্রজেক্ট থাকলে ভালো। নো ফা অ্যা।

-

মজা করার জন্য নিজের একটা এজেন্ট চাইলে এখানে ক্রিয়েট করতে পারেন।

https://creator.bid/agents

রেফ কোড - bNe8m6

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

02 Jan, 14:03


Supernova

Todays Code

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

02 Jan, 11:34


৬ তারিখ TGE... কি মনে হয়? কি পেতে যাচ্ছি আমরা....?☠️

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

02 Jan, 09:40


💰💰Road To Moon 💰💰

☠️Project Name: UXUY

☠️Funding: 10.2 Million

☠️Backers: Tier 01

☠️Task Type: OnChain

☠️Reward: Confirmed


10.2 মিলিয়ন ডলার ফান্ড রাইজ করা প্রজেক্ট এর পেছনে রয়েছে Binance Lab এর মত বিগবুল...! খুব সিম্পল কিছু অনচেইন এবং অফচেইন কাজ করে UP POINT জমাতে পারবেন যা পরবর্তীতে বেশ কাজে লাগবে। অবশ্যই মাল্টি করা উচিত। আইডি প্রতি ১$/১.৫$ খরচ হবে,যা Worth It হবে আশা করি!

https://t.me/UXUYbot/app?startapp=A_6292142713_inviteEarn

সময় আছে জানুয়ারীর ১০ তারিখ অবধি!

#Multi_ফরজ!

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

02 Jan, 03:46


খেয়াল করেছেন কিনা, কোনো ওয়ালেটের নিজস্ব সোয়াপ ব্যবহার করলে বাড়তি ট্রেডিং ফি দেয়া লাগে। এই ফি মোট ট্রেডিং পরিমাণের ১% পর্যন্ত হতে পারে!

-

কাল ফ্যান্টম ওয়ালেটের ইন-বিল্ট সোয়াপের ট্রেডিং ফি আর একই ওয়ালেট জুপিটার এক্সচেঞ্জ এ কানেক্ট করে ট্রেডিং ফি এর তুলনা করছিলাম।

৩০০০ ডলার সমপরিমাণ ক্রিপ্টো সোয়াপে ফ্যান্টমের ট্রেডিং ফি প্রায় ২৯ ডলার বেশি! #know

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

02 Jan, 02:50


উইনার লিস্ট

@Yeasinmohammadpavel
@Eshraq7284
@Kr3pTON36
@tanjed_atono
@parc01
@Irbernai
@Refayetul
@Kuasha62
@Tawhid647
@shihab4368

আজ রাত ১২ টার মধ্যে আপনারা আপনাদের Base ETH এড্রেস কমেন্ট করুন! পরবর্তীতে আর এড্রেস গ্রহণ করা হবে না!

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

01 Jan, 19:57


মাঝে মধ্যেই ২ - ১০ গুণ বেড়ে যাওয়া প্রজেক্টের নাম দিচ্ছি। ভালো লাগছে। কিন্তু স্বভাবতই সব প্রজেক্ট ভালো করবেনা। যেমন আইটিএক্স। সেটাতে কীভাবে ধরা খেয়েছিলাম আর সেখান থেকে কি শিখেছি তার বিস্তারিত এই পোস্টে আছে।

ব্যর্থতা স্বীকারে কোনো লজ্জা নেউ, যদি সেখান থেকে কিছু শেখা যায়। 😊

-

দেশবিদেশের বিভিন্ন চ্যানেল বা গ্রুপে আছেন হয়তো। শুধু খেয়াল রাইখেন যারা ২০০% সাফল্যের গান গায়, তারা আসলে স্ক্যামার বা নিদেনপক্ষে 'সাপের তেল' বিক্রেতা! কাউকেই পীরের মত বিশ্বাস কইরেন না - এই ক্রিপ্টোবাংলা পেইজ এর জন্যও একই কথা প্রযোজ্য।

-

এই গ্রুপে অনেকেই কমেন্ট করেন যারা এডমিনদের চেয়েও অনেক বেশি জ্ঞাণী। যেমন, কমেন্টে একজন ইউজারের কল কয়েকঘণ্টায় ১০০ গুণ হয়েছে!

এমন সব ইউজারকে বিশেষ ধন্যবাদ। 👑

এই গ্রুপ প্রাণবন্ত রাখার জন্য। #know

#Lets_Grow_Together. 🖤

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

01 Jan, 17:59


#WaitList

বিভিন্ন নতুন প্রজেক্ট যখন মারকেটে আসে,তখন তাদের প্রোডাক্ট খুব ই সীমিত সংখ্যক ইউজারকে ব্যবহার করতে দেয়। এইজন্য প্রোডাক্ট টেস্টিং এ যারা আগ্রহী সবাই WaitList এ জয়েন করে রাখে! সেখান থেকে কিছু ইউজার একদম Early Stage এ প্রোডাক্ট টা ইউজ করতে পারে। এক্ষেত্রে প্রোডাক্ট হতে পারে টেস্টনেট বা Guild Role বা অন্য যেকোনো কিছু! আর মোটামুটি সব প্রজেক্ট ই Early Adopter দের ভালো রিওয়ার্ড দিয়ে থাকে! তাই আমরা মারকেটে নতুন আসা অনেক প্রজেক্ট এর Waitlist এ জয়েন করে রাখব। নিচে সাম্প্রতিক সময়ের কিছু প্রজেক্টের লিংক দিলাম! ঝটপট জয়েন করে রাখেন!

☠️No 01---->Fraction AI ☠️

☠️No 02---->Naoris Protocol ☠️

☠️No 03---->GTE ☠️

☠️No 04----> Valhalla ☠️

☠️No 05-----> Genesis ☠️

Naoris এর Discord এ জয়েন করে Early Tester Role ক্লেইম করে নিয়েন সবাই! তাছাড়া বাকি ৩ টা প্রজেক্টের ডিসকরডেও জয়েন কইরেন এবং যত বেশি পারা যায় রোল গ্রাব করে নিয়েন!

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

30 Dec, 07:20


Join Here----> Link

Tutorial here----> Link

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

30 Dec, 05:06


কেউ পারসিলেন WL নিতে?
আজ রাত ৯ টাই মিন্ট!

https://launchmynft.io/collections/Gz5fAvSzwSp7AtwJJfPXhf1pGMoY3RgicB1T7LonMJiA/hX8hUf88jrlS91hbr2rt

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

30 Dec, 03:39


নতুনদেরকে স্বাগতম।

সবগুলো পিন করা পোস্ট আগে পড়ে নিলে এই চ্যানেলের বেস্ট ইউজ করতে পারবেন।

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

29 Dec, 22:39


এই সোম, মঙ্গলবার একটু সামাল দেন। তার পরের সোমে বা তার আগেই গুড ফিলিং আবার চলে আসতে পারে।

🍭

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

29 Dec, 19:25


ক্রিপ্টোবাংলা পছন্দ হলে এই পোস্টে জানাতে পারেন। অন্যদের উপকারে আসতে পারে। Let's Grow Together!

https://www.facebook.com/groups/bitcoin.bangladesh.bd1/permalink/3894399657465501/

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

29 Dec, 18:59


এইটা একটা র‍্যান্ডম টোকেনের ডেইলি প্রাইস চার্ট। সুতরাং আপনি কোন সময় এটি কিনেছেন আর বেচেছেন, তার উপর আপনার প্রফিট /লস নির্ভর করে।

-


মোরাল অভ দ্য স্টোরি হলো,

ক্রিপ্টোতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো টাইমিং

তাই, সঠিক টাইমিং মিস হলে পুনরায় গুড এন্ট্রির জন্য অপেক্ষা করুন অথবা অন্য অপোর্চুনিটি দেখুন। FOMO এড়ান।

#know

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

29 Dec, 16:02


ইন্দুর পালাইলো কই?

3vJenGaGsuKG5shPhi7rjnuy3MV6xjmBTGjYqYzXpump


NFA.

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

29 Dec, 11:47


https://t.me/Sentient_AI_bot/hello?startapp=01940d42-b8fe-70a4-86b6-136850defa90

Seems tooo much potential...  Must Join!

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

29 Dec, 07:07


https://monadverse.land/

This WL is so much valuable!!!
Join With Multiple ID! 🖤

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

29 Dec, 06:15


একটা স্ট্রেঞ্জ ট্রেডিং বট এইটা।


https://app.dexcelerate.com?a=Coolermean


আগে অন্য বট ব্যবহার করলে নিজেই বুঝবেন।

আর আগে টেলিগ্রাম বট ব্যবহার করে না থাকলে আগের টিউটোরিয়াল দেখার আগে এই পোস্ট আপনার জন্য প্রযোজ্য নয়।

-

ওয়ার্নিং - ভুলেও মূল টেলিগ্রাম কানেক্ট করবেন না।

-

এই বট বিষয়ক কোনো টিউটোরিয়াল বা প্রশ্নের জবাব দেয়া হবে না। #know

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

28 Dec, 20:13


CryptoBangla - ক্রিপ্টোবাংলা pinned «আমি যখন কোনো প্রজেক্টের নাম বা কন্ট্রাক্ট অ্যাড্রেস দেই, তখন আমি কী বুঝাই? - অন্য কথায় যাওয়ার আগে আরেকটা কথা জিগ্যেস করি - আপনার ওয়ালেটের প্রাইভেট কী বা পাসওয়ার্ড কি আমার কাছে আপনি জমা রাখেন? একটু ভেবে বলুন! - প্রতিদিন প্রায় লক্ষাধিক নতুন ক্রিপ্টো প্রজেক্ট…»

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

28 Dec, 20:11


আমি যখন কোনো প্রজেক্টের নাম বা কন্ট্রাক্ট অ্যাড্রেস দেই, তখন আমি কী বুঝাই?

-

অন্য কথায় যাওয়ার আগে আরেকটা কথা জিগ্যেস করি - আপনার ওয়ালেটের প্রাইভেট কী বা পাসওয়ার্ড কি আমার কাছে আপনি জমা রাখেন?

একটু ভেবে বলুন!

-

প্রতিদিন প্রায় লক্ষাধিক নতুন ক্রিপ্টো প্রজেক্ট বাজারে আসে। সেখান থেকে কিছু প্রমিজিং প্রজেক্ট প্রথমে শর্টলিস্ট করি। তারপর সেখান থেকে কিছু আরো বাদ দেই।

তারপর শেয়ার করি এখানে। আর কাছের লোকদের কাছে। ফান্ড বুঝে কখনো নিজে কিনি কখনো কিনিনা। কখনো অনেক কিনি, কখন অল্প।

তবে কখনও জেনে শুনে কোনো খারাপ প্রজেক্ট শেয়ার করিনা।

তবে, ১০০% প্রজেক্ট ভালো করা সম্ভব না। তাহলে আমি মানুষ না হয়ে, ফেরেশতা হতাম!

-

তাহলে আপনার কর্তব্য কী?

-

আগেই জিগ্যেস করেছি - আপনার ফান্ড ম্যানেজ করেন আপনি।

সুতরাং লক্ষ লক্ষ প্রজেক্ট থেকে শর্টলিস্ট করে আপনার কাজ কমিয়ে দেয়াগুলোতে আপনি আবার রিসার্চ করুন।

নিজে এখনো করতে না পারলে এখানে প্রচুর রিসোর্স দেয়া আছে। সেগুলো ফলো করুন।

-

এগুলো করতে না পারলে শুধু এয়ারড্রপ করুন। আর সর্বোচ্চ বিটকয়েন কিনুন। #know

এরপরও যদি মনে হয়, আপনার লস হবার জন্য অন্য কেউ দায়ী, তাহলে আপনি একটা "গাছবলদ"!

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

28 Dec, 14:56


কল দেয়ার পর 8x হয়েছিলো। তাই নয় কি?

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

28 Dec, 12:37


https://t.me/Sentient_AI_bot/hello?startapp=01940d42-b8fe-70a4-86b6-136850defa90

Seems tooo much potential... Must Join!

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

27 Dec, 20:41


4.32%

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

27 Dec, 14:57


CryptoBangla - ক্রিপ্টোবাংলা pinned «ইয়ার এন্ড গিভ-এওয়ে পোস্ট 😂 - বাংলাদেশ সময় জানুয়ারী ১ তারিখ সকাল ৮টায় বিটকয়েনের দাম কত হবে ইউএস ডলারে? প্রেডিকশনের শেষ সময় ডিসেম্বর ৩০ রাত ১১.৫৯। - সবচেয়ে কাছাকাছি দাম বলা বিজয়ী ১০ জন ১ ডলার করে পাবে। নিচের ফরমাটে কমেন্ট না লিখলে পুরষ্কারের জন্য বিবেচিত…»

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

27 Dec, 14:57


ইয়ার এন্ড গিভ-এওয়ে পোস্ট 😂

-

বাংলাদেশ সময় জানুয়ারী ১ তারিখ সকাল ৮টায় বিটকয়েনের দাম কত হবে ইউএস ডলারে?

প্রেডিকশনের শেষ সময় ডিসেম্বর ৩০ রাত ১১.৫৯।

-

সবচেয়ে কাছাকাছি দাম বলা বিজয়ী ১০ জন ১ ডলার করে পাবে।

নিচের ফরমাটে কমেন্ট না লিখলে পুরষ্কারের জন্য বিবেচিত হবেন না। এডিটেড কমেন্ট গ্রহণযোগ্য নয়।

-

দাম - (ডলার)
ক্রিপ্টোবাংলা কেন পছন্দ করেন - (অন্তত ১০ শব্দ)

-

পুনশ্চ- কেউ যদি ক্রিপ্টোবাংলার সিগনাল/টিপ্স থেকে প্রফিটে থাকেন বেশ আর অন্য নিউ ইউজারদের গেমস এর মাধ্যমে গিভ-অ্যাওয়ে দিতে চান, তাহলে @cbdrop2025 কে মেসেজ দিন।

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

27 Dec, 14:02


মার্কেট বেসিক- ফিয়ার গ্রিড ইন্ডেক্স

এইটা একটা মজার ইন্ডিকেটর, যা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মানুষের আবেগ বোঝার চেষ্টা করে। সহজভাবে বললে, এটা বলে দেয়, বাজারের মানুষজন এই মুহূর্তে ভয় পাচ্ছে নাকি লোভ করছে।

এই ইনডেক্স যখন খুব কম, যেমন ২০ বা তার নিচে, তখন বাজারের সবাই বড্ড ভয় পাচ্ছে, দাম পড়ে যাচ্ছে, সবাই বিক্রি করতে চাচ্ছে। আর যদি ইনডেক্স ৭০ বা তার ওপরে যায়, বুঝতে হবে বাজারে লোভ কাজ করছে, সবাই কিনতে চাচ্ছে, দাম বাড়ছে। টু দ্য মুন!

এটা একটা থার্মোমিটার এর মতো, যা বাজারের আবেগ মাপতে সাহায্য করে। এই ইনডেক্স দিয়ে বোঝা যায় কখন মার্কেটে নামা বা সরে আসা বুদ্ধিমানের কাজ হতে পারে!

তবে একটা জিনিস মনে রাখতে হবে, এইটা একটা ল্যাগিং ইন্ডিকেটর। অর্থাৎ এটি সবসময় অতীতের আবেগের রেটিং দেয়। বর্তমান বা ভবিষ্যতের রেটিং দেয়না। সেজন্য নির্দিষ্ট কোনো মুহুর্তের ইন্ডেক্স না দেখে বিগত কয়েকদিনের মানের উঠানামার প্রতি নজর দেয়া উচিত।

-

তো, বর্তমান ফিয়ার/গ্রিড ইন্ডেক্স কী বলে?

(repost)

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

27 Dec, 13:01


☠️☠️Eclipse Mainnet Airdrop☠️☠️

এয়ারড্রপ কনফার্ম না,বাট পটেনশিয়ালটি আছে। ভিডিওতে বিস্তারিত বলে দিসি... ভিডিও দেখে কাজ কইরেন। ফি লাগবে যেহেতু, সো DYOR NFA!! 🖤

Join Here----> Link

Tutorial Here----> Link

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

03 Dec, 05:41


আবার পড়ে নেন।

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

03 Dec, 05:16


🟢 BankrCoin [303K/742%] $BNKR
🌐 Base @ Uniswap V3
💰 USD: $0.000003030
💎 FDV: $303K
💦 Liq: $182K [x3.3]
📊 Vol: $866K 🕰️ Age: 31m
⛰️ ATH: $437K [20m ago]
🚀 1H: 742%$866K 🅑 1.6K978
🧰 More: 📊 🫧 💬 SOC

SIM: ⋅ HP: ⋅ T: 0/0
TH: 294 ⋅ AT: 0 ⋅ GAS: 102K
TOP: 33.3⋅4.4⋅3.5⋅3.4⋅2.9⋅2.7 [57%]

0x22aF33FE49fD1Fa80c7149773dDe5890D3c76F3b
BAN⋅MAE⋅SGM⋅DEX⋅DT⋅UNI
SHU⋅PHO⋅BLX⋅GMG⋅EXP⋅TW⋅SOC

🛡️ [0X] @ 42.9K⋅7x 👀 79
🌙 TIP: Trade Moonshot with BONKbot

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

02 Dec, 21:25


কোনো ইনফ্লুয়েন্সার যদি বলে সে ৫০০ ডলার দিয়ে কোনো টোকেন কিনছে, তখন সাথে সাথে সেখানে পুরা পোর্টফলিও নিয়ে ঝাঁপিয়ে না পড়া ভাল হবে। একটু সময় নিয়ে যাচাই করুন। #know

কারণ,

৫০০ ডলার হয়তো তার পোর্টফলিও'র খুব কম অংশ কিন্তু আপনার জন্য অনেক! সে হয়তো রিস্ক ম্যানেজমেন্ট ঠিক মত করেছে। কিন্তু আপনি?

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

02 Dec, 19:51


XRP এর মত হাতি যদি ১ মাসে ৪গুণ+ হতে পারে, তাহলে এনিথিং পসিবল।

হোল্ড টাইট!

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

02 Dec, 12:50


​​Bitcoin monthly returns: 2011-2024. BTC is up around 37% in November and +129% YTD.

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

01 Dec, 18:39


https://x.com/LuxAi_Aethernet/status/1863198757388734755?t=XDWrFWvHCZBA1N4FsmclbQ&s=19

Free তে অল্পকিছু ডলারের মাইক্রোক্যাপ টোকেন পাওয়ার সুযোগ... Try it if you want...!

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

01 Dec, 15:19


২ দিনের জন্য ঘাস ছুয়ে দেখতে যাচ্ছি... Keep Me in Your Prayer 🖤

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

01 Dec, 06:29


🟢 WoodyStar [139K/49%] $WSTR
🌐 Base @ Uniswap V3
💰 USD: $0.0001386
💎 FDV: $139K
💦 Liq: $40K [x6.9]
📊 Vol: $460K 🕰️ Age: 10h
⛰️ ATH: $605K [10h ago]
🚀 1H: 250%$15.8K 🅑 4717
🧰 More: 📊 🫧 💬 SOC

SIM: ⋅ HP: ⋅ T: 0/0
TH: 94 ⋅ AT: 0 ⋅ GAS: 106K
TOP: 15.6⋅8.4⋅7.7⋅2.9⋅2.9⋅2.9 [49%]

0x5Ad4a144a43472ad45FAdCEacc24B97c92698138
BAN⋅MAE⋅SGM⋅DEX⋅DT⋅UNI
SHU⋅PHO⋅BLX⋅GMG⋅EXP⋅TW⋅SOC

🏆 [anon] @ 30.5K⋅4x 👀 94
🥳 TIP: Group leaderboard: /ga 7d

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

01 Dec, 06:21


১৩ ডলার থেকে ১৮৪ ডলার।

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

01 Dec, 06:19


ডেলিগেশন

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

01 Dec, 05:26


​​Updated: ​​A short list of the upcoming TGEs, primary listings, product releases you should know about.

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

01 Dec, 01:47


কয়েক দিন পর পর মনে করিয়ে দেয়া প্রয়োজন মনে করি। ওয়ালেট হ্যাকিং থেকে বাঁচার জন্য অত্যন্ত জরুরি।

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

30 Nov, 20:02


@k_haint কে দেখি সবাই এই মাসে খুব পছন্দ করেছেন। 😊

@cbdrop2025 কে আপনার ওয়ালেট দিয়েন। ৩ ডলার পৌঁছে যাবে।

এই কম্যিউনিটি প্রাণবন্ত করতে সাহায্য করায় অসংখ্য ধন্যবাদ।

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

30 Nov, 18:16


XRP be like," কি সোনা,কেমন দিলাম...?" 🔥

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

30 Nov, 17:51


যাদের tBTC লাগবে, @mdsaidul11 উনার থেকে নিতে পারেন। নিজ দায়িত্বে ডিল করবেন!

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

30 Nov, 15:53


https://testnet.freee.xyz/collect/abst:0xfc0B1e67395bBd3fB11c63440E91c3baeE2f5D39?referrer=0xD567f2837a11143D04Be36ae287e120594e94758

mint this asap

RPC
Bridge

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

30 Nov, 12:51


#Humanity_Protocol

ব্রীজ এবং ফসেট ২ অপশন ই কাজ করতেসে,রেগুলার ইউজ করবেন ২ টা ফিচার ই!

একাউন্ট এ গুগল,ডিসকরড,টুইটার কানেক্ট করে নিবেন।

ডিসকরড এ  ওয়ালেট সাবমিট অপশনে যেয়ে আপনার ওয়ালেট সাবমিট করুন।

ডিসকরড এ এক্টিভ থাকুন,টুইটারে মাঝে মাঝে ওদের ট্যাগ করে ওদের নিয়ে টুইট করুন!

ডেইলি পয়েন্ট ক্লেইম করতে ভুলবেন না!

🚀Join Here ----> Link

🚀Access Code ----> xbull

#Multi_ফরজ

রেফার লিংক ব্যবহার  করা বাধ্যতামূলক নয়।কিন্তু ব্যবহার করলে দাতা এবং গ্রহীতা উভয়েই কিছু এক্সট্রা পয়েন্ট পেয়ে থাকেন!

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

30 Nov, 07:28


Yala Testnet Update

কাজ করেন কিংবা না করেন... প্রত্যেকে মাস্ট পুরো ভিডিও টা মনোযোগ দিয়ে শুনুন... আর টেলিগ্রাম বটে ২$-৫$-১০$ ইনভেস্ট এর চেয়ে এটাতে ২$-৫$-১০$ ইনভেস্ট করা বেশি প্রফিটেবল হওয়া উচিত....
#NFA_DYOR
#Must_Listen_Full_Video

☠️Drop Link----> Here

☠️tBTC Seller ---->@Airdrop_BD75

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

30 Nov, 06:34


Go Here----> Link
Connect Metamask
Connect X
Connect Wrapcast
Complete Task
Claim OFC token

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

30 Nov, 04:42


আপনার মতে এই গ্রুপে এডমিনদের বাইরে নভেম্বর মাসে সবচেয়ে হেল্পফুল সাবস্ক্রাইবার কে?

তার নাম লিখুন কমেন্টে। সবচেয়ে বেশি নাম আসা বা ভোট পাওয়া সাবস্ক্রাইবার ৩ ডলার গিফট পাবেন।

-

সবাই মিলে একটা সুস্থ গ্রুপ চালানোর জন্য আপনাকে ধন্যবাদ।

😊

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

29 Nov, 19:01


Never regret missed chances!

(for too long!)!

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

29 Nov, 18:02


2x

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

29 Nov, 16:52


🟢 BaseMaxi by Virtuals [236K/-51.7%] $BMAXI
🌐 Base @ Uniswap V2
💰 USD: $0.0002360
💎 FDV: $236K
💦 Liq: $81.1K [x5.8]
📊 Vol: $348K 🕰️ Age: 8h
⛰️ ATH: $583K [7h ago]
📉 1H: -27.1%$22.8K 🅑 4342
🧰 More: 📊 🫧 💬 SOC

SIM: ⋅ HP: ⋅ T: 1/1
TOP: 17.2⋅5.4⋅4.3⋅3⋅3⋅2.1 [41%]

0xc3Ef197fa7D1d0EB5Dc842442111d86C2DDC383A
BAN⋅MAE⋅SGM⋅DEX⋅DT⋅UNI
SHU⋅PHO⋅BLX⋅GMG⋅EXP⋅TW⋅SOC

🏆 [anon] @ 71.4K⋅3x 👀 111
💊 TIP: Try Memescope on Photon

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

29 Nov, 16:40


Yala তে Galxe টাস্ক এড হইসে... সবাই কমপ্লিট করে নেন... প্রজেক্ট টার পেছনে কিন্তু ৩ টা Tier-01 ইনভেস্টর আছে... সো ভালো কিছু দিলেও দিতে পারে!

Galxe Event ----> Link

Answer

B
A
A
A
A
C

Main Post----> Link

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

29 Nov, 15:30


Choose Your Influenza Wisely....!

বেশকিছু ইনফ্লুয়েঞ্জা দেখলাম একটার পর একটা লং টারম জেম টোকেন শেয়ার করতেসে,স্পেশালি কিছু বিদেশি ইনফ্লুয়েঞ্জা...!!!  প্রতিটা টোকেনের ইউটিলিটি,পটেনশিয়ালটি এনালাইসিস করে একটার একটা টোকেন সাজেস্ট করতেসে লং টারম এর জন্য!

যেমন 1.6$ এ FET, 0.8$ এ DEAI সহ আরো অনেক টোকেন। প্রতিটা প্রজেক্ট এতদিন তলানীতে পড়ে ছিল... জানি না কেনো এতদিন প্রজেক্ট গুলার পটেনশিয়ালটি তাদের চোখে পড়ে নাই... ATL থেকে 3/4/5X পাম্প করার পর প্রজেক্ট গুলা তাদের চোখে পটেনশিয়াল লাগতেসে☠️

সো ইনফ্লুয়েঞ্জা দের পাল্লায় পড়ে লং টারম পোরটফলিও বিল্ড কইরেন না... টপে কিনে ঝুলে থাকবেন...লং-টার্ম চিন্তা থাকলে নিজে এনালাইসিস করে তারপর ই এন্ট্রি নিন এবং অবশ্যই অবশ্যই DCA করার ফান্ড হাতে রাখুন... নিজে শিখুন... নিজে শিখুন... নিজে শিখুন... কারন কবি বলেছেন,"নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো"

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

29 Nov, 09:07


Enjoying?
প্রথম সেল টা (0.1ETH) কিন্তু আমাদের ক্রিপ্টোবাংলার ইউজারের🔥☠️🐈

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

29 Nov, 08:17


Btc Faucet আর Bot Refer এর জন্য অনেকে পাগল করে দিচ্ছেন... আমরা এগুলা সেল করি না ভাই! নিচে ২ জন ইউজার এর আইডি দিচ্ছি যারা সেল দেন... নিজেরা ডিল করে নেন,বড় এমাউন্ট হলে আমাকে নক দিয়েন।

BTC Faucet--->@Airdrop_BD75

Bot Refer---->@Hitlarer

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

29 Nov, 07:58


https://forms.gle/3GQLxgiXUHmoRjK36

Fcfs

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

29 Nov, 06:55


রিসেন্টলি অনেকেই জানতে চাচ্ছেন রানিং এয়ারড্রপ গুলার মধ্যে কোন গুলা মাল্টি করব... আপাতত ২ টা প্রজেক্ট আমি নিজে সিরিয়াসলি মাল্টিপল করতেসি... Yala and Sonic... Yala তে ফসেট পাওয়া একটু টাফ... সেক্ষেত্রে কারো থেকে 2/1 টা ফসেট বিটিস 2$/4$ খরচ করে কিনে নিতে পারেন... Worth It হতে পারে... আর Sonic এর রিওয়ার্ড পুল বেশ বড়... মাল্টি করলে ভালো বেনিফিট আশা করা যায়!

☠️☠️Sonic Labs☠️☠️


🚀Join Here ----> Link

🚀Access Code---> e22ia8


☠️☠️Yala Testnet☠️☠️

🚀Join Here----> Link

🚀Access Code ---> UAW4ZkJ6Ap

🔥🔥মূল পোস্ট লিংক🔥🔥

রেফার লিংক ব্যবহার  করা বাধ্যতামূলক নয়।কিন্তু ব্যবহার করলে দাতা এবং গ্রহীতা উভয়েই কিছু এক্সট্রা পয়েন্ট পেয়ে থাকেন!

@Airdrop_BD75 উনার থেকে ফসেট নিতে পারেন অথবা Kriptop থেকে!লেনদেন সম্পূর্ণ নিজ দায়িত্বে করবেন!

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

29 Nov, 04:46


গোয়েন্দাগল্প পড়তে বা দেখতে ভালো লাগলে ZachXBT এর সোশ্যাল পেইজগুলো ফলো করতে ভুলবেন না! #know

-

https://x.com/zachxbt?t=V8kM64M2TpvXxyosddXJTw&s=09

t.me/zachxbt

-

সে ক্রিপ্টো জগতের শার্লক হোমস!

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

29 Nov, 03:57


4.07%

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

28 Nov, 20:54


এলিজিবল?

https://trade.bluefin.io/airdrop

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

28 Nov, 17:37


প্রথম লিংক থেকে যেয়ে ইমেইল দিয়ে সাইন আপ করবেন।

ইমেইলের ভ্যারিফিকেশন কোড বসাইলে পাসওয়ার্ড এবং রেফার কোড চাবে। অবশ্যই যেকারো রেফার কোড ব্যবহার করবেন তাহলে এক্সট্রা বোনাস পাবেন।

পাসওয়ার্ড এবং রেফার কোড বসায়ে একাউন্ট ক্রিয়েট করে নিচে দেওয়া এপ টা নামাবেন। সেম একাউন্ট সাইন ইন করবেন।

Settings থেকে Phantom Wallet কানেক্ট করবেন। Phantom Wallet টা Testnet Mode অন করে রাখবেন।

আপাতত এইটুকুই,পরবর্তী আপডেট নেক্সট পোস্টে দিব!

App Here----> Link

Access / refer Code

6RZi8fGCkWSsXaDgGW2eh4

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

28 Nov, 14:09


কৃষকগন... কি খবর আপনাদের... বেঁচে আছেন?🤭

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

28 Nov, 13:45


Must Connect Ton Wallet

https://t.me/notpixel/app?startapp=f6292142713

আলাদা আইডি তে আলাদা আলাদা ওয়ালেট কানেক্ট করবেন!

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

28 Nov, 13:00


এই পোস্টের নিচে ৩৭ ও ৫৯ তম কমেন্ট করা ব্যক্তিরা যথাক্রমে ৫৯ ও ৩৭ সেন্ট করে পাবে। কোনো কারণ ছাড়াই।

-

একাধিক কমেন্ট করলে সে ডিস্কোয়ালিফাইড আর তার কোনো কমেন্ট কাউন্ট হবে না।

🙄

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

28 Nov, 12:12


Major এ কি অবস্থা...?
কত ডলার ইনভেস্ট করে কত ডলার রিটার্ন পাইলেন...!?

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

26 Nov, 17:15


ইমেইল দিয়ে সাইন আপ করবেন... ভ্যারিফিকেশন কোড বসাবেন... এরপর সব টাস্ক করে যত পারেন স্টিকার কালেক্ট করবেন! মাত্র ৬ ঘন্টা সময় আছে!

Join Here---> Link

Code---->

holygrail

summon

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

26 Nov, 16:10


https://genesis.side.one/

secure your spot!

WCT Airdrop

https://airdrop.walletconnect.network/

Ck eligibility and claim!

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

26 Nov, 15:40


পাম্প.ফান এর মত নতুন কোন কোন প্লাটফর্ম এসেছে বাজারে যাদের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে?

কমেন্ট করুন তো।

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

26 Nov, 15:16


🥓VirtualBacon Crypto Bits - 11/26/2024
Here are the top events in Crypto for the past 24 hours

🟠 Rumble Inc. allocates up to $20M for Bitcoin, mirroring MicroStrategy’s strategy, citing Bitcoin's inflation hedge and long-term value.

https://decrypt.co/293529/rumble-adopts-bitcoin-treasury-strategy-echoing-moves-by-microstrategy

🟠 WisdomTree registers XRP ETF entity in Delaware, signaling plans to file for SEC approval amid crypto market optimism post-Gensler's exit.

https://www.theblock.co/post/328131/wisdomtree-registers-xrp-etf-entity-in-delaware-report

🟠 Hashdex updates its S-1 for a Nasdaq Crypto Index US ETF, focusing on Bitcoin and Ether, signaling progress amid SEC regulatory shifts.

https://cointelegraph.com/news/hashdex-amends-s-1-nasdaq-crypto-index-us-etf

🟠  MicroStrategy buys $5.4B worth of Bitcoin, adding 55,500 BTC to reach 386,700 BTC as Bitcoin nears the $100K milestone.

https://watcher.guru/news/michael-saylors-microstrategy-buys-another-5-4b-in-bitcoin

🟠 Justin Sun's Tron invests $30M in Trump-backed World Liberty Financial tokens, becoming its largest investor amid growing U.S. crypto momentum.

https://www.theblock.co/post/328180/justin-suns-tron-buys-30-million-of-trump-backed-world-liberty-financial-tokens

🟠 Donald Trump holds $5.4M in crypto, including Ethereum and WETH, with plans for a White House crypto role and BTC reserve.

https://watcher.guru/news/president-elect-donald-trump-holds-over-5400000-in-crypto

🟠 Dogwifhat (WIF) surged 7% as Robinhood added the Solana meme coin for U.S. trading, signaling a shift toward relaxed crypto listing policies.

https://decrypt.co/293455/dogwifhat-price-jumps-robinhood-listing

🟠 Sui network to enable Bitcoin staking via Babylon in December, introducing LBTC for DeFi use and unlocking $1.8T BTC liquidity.

https://cointelegraph.com/news/sui-launch-bitcoin-staking

🟠 1inch's Fusion+ eliminates bridges, enabling secure, gas-free, intent-based cross-chain swaps via resolvers, transforming DeFi simplicity.

https://www.theblock.co/post/328056/1inch-to-turn-cross-chain-swaps-into-an-intent-based-system-with-fusion

🟠 Solana memecoin platform Pump.fun halts live-streaming after abusive content reports, pledging better moderation and user safety measures.

https://www.theblock.co/post/328177/solana-based-memecoin-platform-pump-fun-disables-live-streaming-feature-indefinitely

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

26 Nov, 14:37


DuckChain Testnet Reward দিসে... স্টার... ক্লেইম করে নেন!
অল্পকিছু Star ঢালসি এটার পেছনেও...

#NFA_DYOR

https://t.me/DuckChain_bot/quack?startapp=NLudLsjn

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

26 Nov, 13:40


Complete new quest of ChainBase!!

https://genesis.chainbase.com/

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

26 Nov, 13:07


🦅🦅🦅

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

26 Nov, 10:19


গিফট ভাল্লাগসে....?🫢🫢

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

26 Nov, 06:10


প্রতিদিন অল্পকিছু সময় দিলেই টপ র‍্যাংকে যাওয়া সম্ভব... ২ মাস ব্যাপী এই ইভেন্ট টা একটু সিরিয়াসলি নিয়েন... হাল্কা ইফোরট দিলেই টপ ১০০ তে থেকে শেষ করতে পারবেন...আমি AIT PROTOCOL Clan এ আছি, আপনারাও জয়েন কইরেন এই ক্ল্যানে... রিওয়ার্ড পুল প্রায় ৪০ লাখ টাকা... সেই তুলনায় ইউজার বেশ কম!

https://apearcade.gg/app/?code=FA4C397F

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

26 Nov, 04:11


নিশ্চয় এখানে রয়েছে নতুনদের জন্য নির্দেশনা!

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

25 Nov, 22:06


লাভ মাত্র ৬.৮ মিলিয়ন ডলার। খরচ? হাতের ময়লা!

-

এমন বট কিন্তু অনেকেই বানাতে পারে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সঠিক সেটিংস বসাতে পারা। এর জন্য দরকার ব্যাকগ্রাউন্ড জ্ঞান ও প্রচুর টেস্টিং।

যদি পাইথন আর ব্লকচেইন দুইটাই ভালো মত বোঝেন, তাহলে লেগে পড়তে পারেন।

#know

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

25 Nov, 18:25


একটু আগে একজন মেসেজ দিলেন তিনি ১ ইথারিয়াম টার্গেটের দিকে এগিয়ে যাচ্ছেন।

শুরুটা হয়েছিলো ০.০০৬ ইথার দিয়ে যার বর্তমান পোর্টফোলিও ০.১৫ ইথার। মাত্র অল্প কয়েকদিনেই।

এই সাফল্যের মূল রহস্য? প্রচুর পড়াশুনা ও হাল ছেড়ে না দেয়া!

এই পেইজের সাজেশন আপনার কাজে লেগেছে শুনে ভালো লাগলো। অভিনন্দন। 🎉

-

সেইজন্যই বলি - Let's Grow Together.!

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

25 Nov, 18:06


ফেইক বিটকয়েন

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

25 Nov, 17:34


They Can Cook..... ☠️
Explore Quest and Complete Quizzes to Earn Points...!!!

https://t.me/ApexFusion_bot/?start=ref_6292142713

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

25 Nov, 16:59


যারা টেকনিক্যাল এনালাইসিসে আগ্রহী, তাদের কাজে আসবে।

https://youtu.be/50GUrX2JnZY?si=FsgwX9Wc9YSFYavY

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

25 Nov, 16:50


প্রতিদিন একটা করে ম্যাচ হইলেও খেলবেন সবাই... 🔥
My Favourite Ape Arcade ❤️🖤

https://apearcade.gg/app/?code=FA4C397F

খেলা_শুরু

☠️Note☠️

Ape Arcade আর এই ইভেন্ট ২ টা আলাদা... রিওয়ার্ড পুল ও আলাদা। এখানে গেম খেলে টপ লিস্টে থাকলে রিওয়ার্ড পাবেন। তাছাড়া টপ লিস্টে না থাকলেও র‍্যান্ডম কিছু ইউজারদের ও রিওয়ার্ড দিবে। ইউজার অনেক কম,সো ট্রাই করলে টপে যেতে পারবেন!

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

25 Nov, 15:24


Open Mystery Box and get some KeyShards...some users received $Lumia token...

https://t.me/BitgetWallet_TGBot/BGW?startapp=sharetask-2w3jQ4Q1tpmvSndXY

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

25 Nov, 14:15


Check Eligibility...
Plena App এর এড্রেস এবং Galxe Task করা মেটামাস্ক এর এড্রেস ২ টা দিয়েই চেক করেন!
কে কত পাইলেন!?

https://checker.plena.finance

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

25 Nov, 13:53


#Ape_Arcade_New_Update

তারা Clash Of Clan নামে নতুন গেম সিজন শুরু করসে... Meme Fighter গেম টা খেলা লাগবে,তাইলে $ELO পয়েন্ট পাবেন যার উপর ভিত্তি করে এয়ারড্রপ দেওয়া হবে! কম ইউজার এখানে, So Play Hard and Collect as much ELO as you can!

https://apearcade.gg/app/?code=FA4C397F

#Must_Try_All🖤
#Free❤️

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

23 Nov, 20:06


এই পেইজে একদম নতুন হলে এই পোস্ট সবার আগে পড়ে নেন।


একটা জিনিস মনে রাখা জরুরি - এখানের অ্যাডমিনরা আপনার অধীনস্হ কর্মচারী নন।

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

23 Nov, 15:15


MA.

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

23 Nov, 07:55


http://t.me/protokols_io_bot?start=afe9923b4ca0

#Must_Use_For_All🔥☠️

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

23 Nov, 07:43


https://genesis.side.one/

Check Eligibility
Atom staker and BTC Active User!

যারা এলিজেবল ২৬ নভেম্বর বিকাল ৪ টার মধ্যেই রেজিস্ট্রেশন করতে হবে! FCFS!

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

23 Nov, 07:22


This sleeping giant is Warming Up🔥🔥
কি অবস্থা Atom Stakers 🦅

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

23 Nov, 04:34


https://www.piratenation.foundation/claim

কে কত পাইলেন Pirate...?🤭🤭

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

22 Nov, 20:38


Degen Play Bot Tutorial

GmGn

Sigma

Tutorial

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

22 Nov, 18:26


Anyone need tutorial on USING BOT at Degen Play?

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

22 Nov, 17:06


https://www.piratenation.foundation/claim

আজ রাত ৩ টাই Pirate Nation Claim...

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

22 Nov, 16:16


https://t.me/gmgnsignals

হাতে সময় থাকলে ঘুরাঘুরি করতে পারেন। মজা লাগতে পারে।

-

আমি এইটাও ইউজ করি। ইচ্ছে হলে রেফার লিংক ইউজ করতে পারেন। কিছু ফি কম যাবে।তবে, প্রতিটি বটের নিজস্ব কিছু সুবিধা ও অসুবিধা আছে। নিজের জন্য যেটি সুবিধা সেটি ব্যবহার করুন।

https://t.me/GMGN_sol_bot?start=i_9VnTL9BQ

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

22 Nov, 14:26


এইবার বলেন MemeFi তে কত ডলার ইনভেস্ট করে কত ডলার রিটার্ন পাইলেন...
শুধুমাত্র ইনভেস্ট আর রিটার্ন বলবেন,এক্সট্রা কোনো মেসেজ দিবেন না কেউ!
#ধন্যবাদ

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

22 Nov, 13:38


Join Call.... All

https://t.me/+gO-7xgI1Gpc0NTlh

যার যা জানার আছে কলে এসে জিগান

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

22 Nov, 13:22


তারপর বলেন কত ডলার ইনভেস্ট করে কত ডলার পাইলেন... লাভ হইল কত ডলার... নাকি লস গেলো??
#MemeFi_কথন!🐸

CA

0x506a6fc25f1c7d52ceb06ea44a3114c9380f8e2029b4356019822f248b49e411::memefi::MEMEFI

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

22 Nov, 12:41


কি একটা অবস্থা!
কেউ ই কথা শুনে না🤣
যাই হোক,একটা ইউজারনেম দিচ্ছি... উনার থেকে Sui কিনে নেন যার যার লাগবে... 0.03$ দিবে
১০ টাকা দিয়ে দিবেন উনাকে...
@shihab4368

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

22 Nov, 12:09


আমার কাছে যতটুকু Sui ছিল প্রায় ৫০ জন ইউজারকে সেন্ড করসি... দু:খিত, সবাইকে দিতে পারলাম না... যারা ফি পাইসেন কমেন্টে জানায়েন ওইটুকু ফি দিয়ে টোকেন সেন্ড করা গেছে কি না... ধন্যবাদ সবাইকে!

MemeFi CA

0x506a6fc25f1c7d52ceb06ea44a3114c9380f8e2029b4356019822f248b49e411::memefi::MEMEFI

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

22 Nov, 11:47


নিজে দায়িত্ব নিয়ে ১০ জন কে sui send করতে পারবেন
এমন ৫ জন কমেন্ট করেন...
দ্রুত...
অন্য কেউ কোনো কমেন্ট করবেন না

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

22 Nov, 11:40


Jokes apart...
Sui Address দেন কমেন্টবক্সে... শুধুমাত্র প্রথম ১০ জন! অল্প Sui আছে দিয়ে দেই...

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

22 Nov, 11:35


Sui Available 🤭🤭😈😈🤭🤭

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

22 Nov, 08:57


Turn On Notification and Earn 5000 Points!

https://t.me/CryptoBanglaNFA/2545

#free
#All_User <3

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

22 Nov, 06:04


Duckchain এ কার লেভেল কত হলো... চেক দেন😇

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

19 Nov, 01:20


Almost 2x in 6 hours!

এই কয়েনের মার্কেটক্যাপ কিন্তু বড় ছিল। দাম বাড়া এত সহজ ছিল না।

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

18 Nov, 20:27


Catizen season 2 এবং Staking Event এর জন্য কেনা $CATI থেকে ইনভেস্ট তুলে নিলাম... এখন যতটুকু $CATI আছে সম্পুর্ন টাই লাভের টাকার... আর সিজন ২ তে যে রিওয়ার্ড পাব $CATI, $CONE, $BOMBIE পুরোটাই উপড়ি পাওনা... আপনাদের কি অবস্থা...? 🔥

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

18 Nov, 19:59


এইটা কেমন হবে?

https://deepworm.xyz/

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

18 Nov, 18:44


CryptoBangla - ক্রিপ্টোবাংলা pinned «আপনারা অনেকেই ইদানীং অশালীন ভাষা ব্যবহার করছেন। সেটার প্রয়োজন দেখিনা। অনেক পোস্ট ভালো না লাগা স্বাভাবিক। তেমন হলে লাগলে চুপচাপ থাকুন বা এখান থেকে নিজেই সরে পড়ুন। তবে, গালাগাল দেয়ার প্রয়োজন দেখিনা। - আপনার আজাইরা কমেন্টে একাধিক রিপ্লাই দিয়ে সময় নষ্ট করার…»

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

18 Nov, 18:37


আপনারা অনেকেই ইদানীং অশালীন ভাষা ব্যবহার করছেন। সেটার প্রয়োজন দেখিনা।

অনেক পোস্ট ভালো না লাগা স্বাভাবিক। তেমন হলে লাগলে চুপচাপ থাকুন বা এখান থেকে নিজেই সরে পড়ুন। তবে, গালাগাল দেয়ার প্রয়োজন দেখিনা।

-

আপনার আজাইরা কমেন্টে একাধিক রিপ্লাই দিয়ে সময় নষ্ট করার চেয়ে টিস্যু পেপারে টয়লেট মোছার কাজও ভাল।

এরপর থেকে সামান্যতম খারাপ ভাষা দেখলে কোনো ব্যাখ্যা ছাড়া ব্যান করা হবে।

-

নতুন যারা ভাবছেন এই পেইজ থেকে আমি পেটের ভাত খাই, তারা ভুল। এখান থেকে এয়ারড্রপ এর রোজগার আমার পোর্টফলিও'র ১% এরও অনেক কম। সেইজন্য পেইড সিগনাল গ্রুপও নেই আমার।

তাই আলতু ফালতু কথা বলার প্রয়োজন নেই।

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

18 Nov, 17:00


একটা মজার আপডেট দেই... ২/৩ দিন আগে গ্রুপে দেখলাম কিছু ইউজার এডমিন কে ধুয়ে দিলো NOTAI বট শেয়ার করার জন্য! অথচ পোস্টে ক্লিয়ারলি বলে দিসিলাম কিছু রেফার কিনে নেওয়ার জন্য! ওদের বটে আলাদা কিছু প্রজেক্টের ইভেন্ট ও চলতেসিলো! মজার ব্যাপার হচ্ছে Notai বটে রেফার নিলেই ওই ইভেন্ট গুলোতেও অটো রেফার এড হতো! যাই হোক,200 রেফার যদি কেউ কিনতেন UNITO ইভেন্টে পয়েন্ট পাইতেন 5.2 মিলিয়ন+...পয়েন্ট গুলা ম্যানুয়ালি ক্লেইম করা লাগসে! র‍্যাংক থাকত টপ ৫ এর মধ্যে... টপ ৫ এ যারা ছিল রিওয়ার্ড কত ডলার দিসে জানেন? ২০ হাজার ডলার... ২০ হাজার ডলার... বাংলা টাকায় ২৫ লাখ টাকা... ২৫ এরপরে ৫ টা শুন্য...!🙂 অথচ এডমিন নাকি এইসব বট শেয়ার দেয় নিজের জন্য 🤣🤣 এই ব্যাপারে কোনো কনফিউশান থাকলে ইনবক্সে নক কইরেন বিস্তারিত প্রমাণ দিয়ে দিব নে!
Protokols Bot শেয়ার করলাম,কেউ এই বট নিয়ে জানেই না... আজকে রিওয়ার্ড দিলো একটা ইভেন্টের... একেকজন ৪০$/৮০$ করে পাইলো...
Catizen Season ২ শেয়ার করলাম,সেখানেও বেশকিছু নেগেটিভ কমেন্ট! ক্লিয়ারলি বললাম $CATI লং টারম হোল্ড... এখন কিনে রাখেন.. দাম বাড়লে বটে ইউজ কইরেন... তখন দাম ছিল মেবি 0.3$-0.35$... আজকে Cati এর প্রাইস দেখে আসেন... 0.6$+ চলতেসে... 2x Profit... সাথে $ZRC $GOLD টোকেন পাইলাম কিছু ফ্রি তে! $CATI তে আমার ইনভেস্ট উঠে গেসে... সিজন ২ তে Cati, bombie,con যা ই পাব পুরোটা বোনাস...🙂

একটা কথা বলি ভাই,অন্য কমিউনিটির হিসাব আমি জানি না,কিন্তু আমার ক্রিপ্টোবাংলায় আমি কখনোই চাই নাই আমার ইউজারদের ঘাড়ে কাঠাল ভেংগে খাইতে। চেষ্টা করসি নিজের সীমিত নলেজে যতটুকু ইউজারদের দেওয়া যায়,ইউজার রা যেন কিছুটা হলেও প্রফিট করতে পারে। হ্যাঁ, আমরা সব সময় ১০০% সঠিক হবো না,সঠিক পরামর্শ দিতে পারব না। অনেক সময় আমাদের পরামর্শ শুনে লস খাওয়া লাগবে যেমন $AIX,D1... আবার অনেক সময় পরামর্শ শুনে প্রফিট ও করবেন... লাভ লস মিলায়েই এই ক্রিপ্টো জারনি... কিন্তু আমি এইটুকু সিউরলি বলতে পারি আমার জায়গা থেকে যে, "আমি নিজে যা করি সেটাই শেয়ার করি সেটা লাভ ও হতে পারে, লস ও হতে পারে... কিন্তু আমার লাভ হলেও ইউজারদের লস হবে এই ধরনের কোনো কিছু আমি সজ্ঞানে কখনোই করি নি,করবোও না ইনশাআল্লাহ"
আরো ভালো সময় দরজায় কড়া নাড়ছে,আশা করি দিন শেষে আমাদের স্বপ্ন পূর্ণ করেই এই পথচলা শেষ করতে পারব... ততদিন অবধি ক্রিপ্টোবাংলার সাথেই থাকুন!

#Lets_Grow_Together 🖤

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

18 Nov, 15:30


এই পোস্ট শেয়ার করার পর $NOTAI এ কেউ কাজ করসিলেন?
ওখানে বিভিন্ন প্রজেক্টের সাথে কোলাবোরেশান করে আলাদা আলাদা Quest নিয়ে আসে... $UNIT0 এর Quest টা শেয়ার ও করসিলাম ২ বার... UNIT0 তে টপ ২০ র‍্যাংক এর মধ্যে কেউ ছিলেন?
থাকলে কমেন্টে জানায়েন ত!

কেউ করেন নাই ভাই? একজন ও না?🙂

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

18 Nov, 14:02


💰💰Road To Moon💰💰

☠️Project Name: Teneo Protocol

☠️Funding: N/A

☠️Backers: N/A

☠️Task Type: Extension Node Run



নোড রানিং টাইপ এয়ারড্রপের ট্রেন্ড চলতেসে। এই প্রজেক্ট টাও মাত্র লঞ্চ হইসে। $PEAQ এর সাথে পারটনারশিপ আছে। Depin সেক্টরে অন্যতম লিডার হচ্ছে এই $Peaq টোকেন! আবার নোড রানিং এর জন্য রিওয়ার্ড পুল রাখসে ৩৩%... বেশ লম্বা সময় কাজ করা যাবে এখানে। কাজ ও সিম্পল,জাস্ট ব্যাকগ্রাউন্ড এ নোড রান করে রাখা! ইমেইল পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে তারপর নোড টা ডাউনলোড করবেন। এরপর জাস্ট সাইন ইন করে রাখলেই হবে।

Node Here---- > Link

Access Code---> ZJiSF

রেফার লিংক ব্যবহার  করা বাধ্যতামূলক নয়।কিন্তু ব্যবহার করলে দাতা এবং গ্রহীতা উভয়েই কিছু এক্সট্রা পয়েন্ট পেয়ে থাকেন!

#RTM

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

18 Nov, 13:37


claim your morph testnet points

https://www.morphl2.io/points/genesis_jungle/mypoints

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

18 Nov, 05:27


https://x.com/megs_io?t=2nWY1aZscb2UlHtFjGrQKg&s=09

একজন KOL আমাকে মেসেজ দিলো মাত্র এইটা নিয়ে। কেমন হবে?

-

আমার কেনা নাই এই পোস্ট লেখার সময় পর্যন্ত।

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

18 Nov, 04:49


হাই রিস্ক আর আর্লি টোকেনে সঠিক সময় ঢুকতে পারা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

কয়েক সেকেন্ডের ব্যবধানে কয়েকশো ডলার কম/বেশি পাবার ঘটনা ঘটেছে বহুবার।

তাই ফাস্টার বট ব্যবহার করা গুরুত্বপূর্ণ। এই মুহুর্তে সিগমা বটকে খুব ফাস্ট মনে হয়। এমনকি আমার পছন্দের ব্যানানা বটের চেয়েও ফাস্ট।

ডিজেন করলে - মাস্ট হ্যাভ!

রেফ লিংক - https://t.me/Sigma_buyBot?start=ref=1578020410

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

18 Nov, 03:32


Polish presidential candidate Sławomir Mentzen has promised to adopt a strategic Bitcoin reserve if elected. Mentzen revealed in 2022 that he invested all his funds in Bitcoin in 2013. However, Sławomir Mentzen's party is a smaller party in Poland. — link

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

18 Nov, 02:32


এইটা নিয়ে ট্রাম্প ধোঁয়াশা সৃষ্টি করছে!

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

17 Nov, 16:28


💰💰Road To Moon💰💰

☠️Project Name: Pipe Network

☠️Funding: 10M

☠️Backers: Tier 01

☠️Task Type: Extension Node Run


Pipe Network প্রজেক্ট টা সম্প্রতি বেশ ভালো এমাউন্ট এর ফান্ড রাইজ করেছে বড়কিছু ইনভেস্টর থেকে। খুব ই Early Stage এ আছে প্রজেক্ট টা। লম্বা সময় চলবে। TGE সম্ভবত ২০২৫ এ হবে। সো হাতে ভালো সময় আছে,সিরিয়াসলি কাজ করেন এই প্রজেক্ট টায়! কাজ খুব ই সিম্পল। লিংক থেকে যেয়ে ইমেইল পাসওয়ার্ড দিয়ে একাউন্ট খুলে মেইল ভ্যারিফাই করবেন। তারপর এক্সটেনশন টা ডাউনলোড করে সেম মেইল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে রাখবেন। বাকি কাজ হুবুহু Grass এর মত! Grass Type যতগুলো এয়ারড্রপ আছে তার মধ্যে সবচেয়ে পটেনশিয়াল লাগতেসে এই Pipe Network এবং Bless এয়ারড্রপ টা! যেহেতু সম্পূর্ণ ফ্রি এবং কোনো কাজ ই করা লাগবে না,তাই এই ২ টা প্রজেক্ট মিস করা উচিত হবে না!

🔥Join Here ----> Link

🔥Extension Here ----> Link

#RTM

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

17 Nov, 15:09


factory/inj1xy3kvlr4q4wdd6lrelsrw2fk2ged0any44hhwq/KIRA

মন্দ না মনে হচ্ছে।

অ্যাবসোলুটলি না ফা অ্যা।

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

17 Nov, 14:39


ক্রিপ্টো মারকেট হাইপে আছে,একেক সময় এক ক্যাটাগরি'র ট্রেন্ড আসে...! NotCoin এরপর Telegram Bot এয়ারড্রপের ট্রেন্ড আসছিলো! Similar ক্যাটাগরি'র অনেক প্রজেক্ট লঞ্চ হয়। ২/৩ টা প্রজেক্ট কিন্তু ভালোই পেমেন্ট করে।

একই ভাবে Bandwith Sharing ক্যাটাগরিতে $Grass টোকেন এর সাকসেসের পর আরো অনেক প্রজেক্ট লঞ্চ হয় এই ক্যাটাগরিতে! সব গুলো ভালো না করলে ২/৪ টা প্রজেক্ট কিন্তু ঠিক ই ভালো করার কথা! সো এই ক্যাটাগরিতে ৫ টা প্রজেক্ট শেয়ার করলাম। এর মধ্যে ২ টা আগেই করসি। বাকি ৩ টা প্রজেক্ট নতুন। যেহেতু জাস্ট এক্সটেনশন এড করা ছাড়া আর কোনো কাজ ই নাই,তাই প্রত্যেকে চেষ্টা করবেন সবগুলোতে জয়েন করার!
ভিডিওতে বিস্তারিত বলে দিসি।

Oasis Airdrop----> Link

BlockMesh Airdrop---> Link

Navigate Airdrop----> Link

★Navigate NFT----> Link

★Navigate Form----> Link

Dawn Airdrop----> Link

Gradient Airdrop----> Link

🔥Video Guide----> Link

রেফার লিংক ব্যবহার  করা বাধ্যতামূলক নয়।কিন্তু ব্যবহার করলে দাতা এবং গ্রহীতা উভয়েই কিছু এক্সট্রা পয়েন্ট পেয়ে থাকেন!

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

17 Nov, 13:46


মধুর কৌটা

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

17 Nov, 13:35


যাদের OKX আছে ক্লেইম করে নেন!
বাকী রা অপেক্ষা করেন অফ চেইন ক্লেইমের জন্য!
#MEMEFI

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

17 Nov, 11:41


প্রতি ২ হাজার $RWT পয়েন্ট এর জন্য আনুমানিক ১০ টা $HP টোকেন পাওয়ার কথা এবং প্রতিটা $HP Token এর প্রাইস ১$ মত হওয়া উচিত (Credit: ZUN)

So এই Humanity Protocol থেকে একটা ডিসেন্ট এমাউন্ট আশা করা যায়। সো এই প্রজেক্ট টা কেউ মিস করবেন না। আলাদা আইপি, আলাদা ডিভাইস ব্যবহার করে যত বেশি পারেন মাল্টিপল আইডি দিয়ে জয়েন করে রাখেন! They Can Cook So hard... 🫢

Details Below

https://t.me/CryptoBanglaNFA/2366

সম্পূর্ণ ফ্রি এয়ারড্রপ, চাইলেই নতুন ইউজার রা জয়েন করতে পারবেন। কোনো প্রকার ফি লাগবে না!

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

17 Nov, 07:06


Season 1 এ যারা ভোট দিসেন,২০কে PAWS CLAIM করে নেন!
Winning Vote এর জন্য ১০কে,Loosing Vote এর জন্য ১০কে! এটা মাল্টি কইরেন যত আইডি আছে!

https://t.me/PAWSOG_bot/PAWS?startapp=QW0n6zi0

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

13 Nov, 21:21


স্ক্যামারদের টেকনিক ক্ষণে ক্ষণে পালটায়। তাই নিজেকে আপডেট রাখতে হয় সবসময়।

সাম্প্রতিক সময়ে কেউ কি স্ক্যামের শিকার হয়েছেন? কীভাবে হয়েছেন? সেগুলো কমেন্টে বিস্তারিত লিখলে কম্যুনিটির বড্ড উপকার হয়।

🇧🇩

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

13 Nov, 17:03


Claim This

https://farcasterdog.xyz/referral/295941

#Only_Farcaster_Users

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

13 Nov, 16:05


https://x.com/voltonchain/status/1831390189211807810?t=md8Pw0qLkFRR0XWiqNLIUg&s=19

Anyone following this? Any info?

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

13 Nov, 15:55


Treat Your Soul❤️

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

13 Nov, 13:59


Miggles sending...

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

13 Nov, 13:10


কে কতগুলা $NOOB পাইলেন?

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

13 Nov, 12:10


আপনাদের অনুরোধে ডার্ক ডি ভাই এর পোর্টফলিও সাজেশন কমেন্ট বক্সে।

উনি নিয়মিত তার টুইটারে আরো পোর্টফলিও সাজেশন দিয়ে থাকেন। তার টুইটার প্রোফাইল ফলো করতে ভুলবেন না।

https://x.com/darkd_zen

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

13 Nov, 10:44


Roast Duck And Surfing Duck
এই ২ টা NFT কেউ এক্সচেঞ্জ করলে আমারে জানান!

https://t.me/DuckChain_bot/quack?startapp=NLudLsjn

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

13 Nov, 10:22


Check Your Xion Allocation!

https://believe.xion.burnt.com/

Claim Blast Roylae $NOOB token

https://hub.blastroyale.com/user/claim-noob

কমেন্টে জানান,কে কোনটা থেকে কত টোকেন পাইলেন...?

#Note: Xion এ আমার র‍্যাংক টপ ১৫০০ তে থাকার পর ও আমি Ineligible 🫢🫢

যারা এলিজেবল না,নিচের ফর্ম ফিলাপ করেন

https://docs.google.com/forms/u/1/d/e/1FAIpQLSe2msgS0n-IgWfIufkfePhb2dqc0FOYXIaoPZ9wi_dA8qh7Kg/formResponse?pli=1

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

13 Nov, 03:32


খুব ইন্টারেস্টিং ভিডিও।

https://youtu.be/tLLz1pQifMM?si=3xM47pewJOQfDtwV

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

12 Nov, 21:45


Vitalik said at the Bangkok Devcon2024 that the future of Ethereum includes: Upgrades to decentralization, censorship resistance, quantum resistance; progressive upgrades to efficiency and scale; upgrades to DAs enable 100k+ TPs on L2; scaled enough that a wide variety of application are possible: ENS, consumer payments, social, "mixedfinancial + non-financia".

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

12 Nov, 20:41


https://t.me/RickBurpBot

এইটা বট টা সবাই নিজের টেলিগ্রাম এ পিন করে নিয়েন। ডিজেন করলে তো কথাই নাই, এর বাইরেও এর অনেক উপকার। এই গ্রুপে তার সুফল তো ইতোমধ্যেই তো পাচ্ছেন।

এইটা খায়, না মাথায় দেয় - সেই ব্যাপারে আমার আইডিয়া নেই যদিও। ইউটিউব করে দেখে নিতে পারেন।

#know

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

12 Nov, 17:06


লাইভস্ট্রিম শুরু। প্রশ্ন থাকলে এই পোস্টের নিচে করুন।

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

12 Nov, 14:33


For Nerds Only.

A journal paper on Airdrops published on Springer!

https://link.springer.com/article/10.1007/s00191-024-00874-6

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

12 Nov, 13:50


ক্রিপ্টো বেসিক - স্লিপেজ

-

দোস্ত আবুল হঠাত ফোন দিয়ে বললো, "শীঘ্রই বাজারে যা। বাজারে প্রতি ডিমের দাম মাত্র ৫ টাকা!" কিন্তু গতকাল আপনি ডিম কিনেছেন ১২ টাকা করে। তাই দৌড় লাগালেন বাজারের দিকে। হাতে ছিলো ৫ টাকা মাত্র।

কিন্তু বাজারে গিয়ে দেখলেন ডিমের দাম এখন ৬ টাকা। এই দাম গতকালের দামের চেয়ে এখনও ৬ টাকা কম। কিন্তু বন্ধু ফোন দেয়ার পর থেকে ১ টাকা বেশি। এখন কি করবেন?

বাসায় ফিরে যাবেন আবার বাড়তি ১ টাকা আনার জন্য? কিন্তু বাজারে আবার আসার পর যদি ডিমের দাম ৬টাকার বেশি হয়ে যায়?

-

সেই জন্য শুরুতেই আপনার একটু বেশি টাকা নিয়ে আসতেন তাহলে তো আপনার টাকা ও সময়ই দুই বাঁচতো।

যেই অতিরিক্ত টাকা শুরুতেই বাজারে নিয়ে আসা উচিত ছিলো, সেইটাই 'স্লিপেজ/Slippage
'.

-

ট্রেডিং এর ক্ষেত্রেও তাই। ডেক্স-এ একটা ট্রেড নেয়ার সিদ্ধান্ত নেয়া থেকে ট্রেডটি 'এক্সিকিউশন/সমাপ্ত' করতে কিছু সময় লাগে। এই সময়ের মধ্যে দামের ওঠানামা হওয়া খুব স্বাভাবিক। এই ওঠানামা সামাল দিতে স্লিপেজ সেট করে দিতে হয়। তাহলে আপনার ট্রানজেকশনটিতে প্রাইস এর দ্রুত ওঠানামায় (ফ্লাকচুয়েশন) তেমন প্রভাব পড়বেনা।

উদাহরণ-

আপনি ১০০ ডলার এর ট্রেড এ ১০% স্লিপেজ সেট করে দিলেন। তার মানে আপনার টার্গেট বাই/সেল প্রাইসের চেয়ে দাম ১০% কম বা বেশি হলেও আপনার ট্রেডটি সম্পন্ন হবে যদি আপনার গ্যাস ফি সঠিক থাকে।

#know

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

12 Nov, 13:21


​​Month-to-date (MTD) performance of digital assets by category.

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

12 Nov, 10:14


☠️Project Name: Yala Finance

☠️Funding: 8M

☠️Backers: Tier 01

☠️Task Type: Testnet


এই টেস্টনেট টা রিসেন্টলি লঞ্চ হইসে,জয়েন করার প্রসেস বেশ সহজ.... এখানে আপনার METAMASK এবং UniSat ওয়ালেট কানেক্ট করতে হবে! তারপর ফসেট ক্লেইম করে YU টোকেন মিন্ট এবং স্টেক করতে হবে!

🚀Join Here----> Link

🚀Access Code ---> UAW4ZkJ6Ap

🚀Tutorial Here ----> Link

BTC FAUCET 01

#Multi_ফরজ❤️
#RTM

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

12 Nov, 04:04


‘Desperate’ trader offers $2.5m reward to recover stuck funds

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

12 Nov, 03:40


https://x.com/0xcryptowizard?t=cJtvpybxCA5XnjafaRaKVA&s=09

এইটা কে? সব টুইট চাইনিজ ভাষায় লেখা। আবার প্রচুর ইনফ্লুয়েন্সার এর ফলোয়ার!

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

12 Nov, 02:08


Almost 4x...🔥

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

01 Nov, 17:03


Maximum Crypto প্রজেক্ট লিস্ট হওয়ার পর মাটির নিচে ঢুকে যায়,সেই তুলনায় এই ঘাস ব্যাতিক্রম! উড়েই যাচ্ছে শুধু!!!
সিজন ১ এ তারা টোটাল সাপ্লাই এর ১০% টোকেন এলোকেশন রাখসিলো! এবং ফিউচার রিওয়ার্ড হিসাবে আছে আরো ১৭% টোকেন!! দেখা যাক সিজন ২ তে কত % এলোকেশন দেয়!!!

কোনো কাজ ই করা লাগবে না এটাই! জাস্ট ব্রাউজারে এক্সটেনশন টা এড করে রাখলেই হবে। মাল্টিপল আইডি দিয়ে না করে একই আইডি মাল্টিপল ডিভাইসে ইউজ করা বেটার হবে মেবি!

জয়েন করুন ----> লিংক

মূল পোস্ট----> লিংক

#Grass


আপনারা জানেন আমি Family issue তে ব্যস্ত একটু! ইনশাআল্লাহ তাড়াতাড়ি ফিরে আসব!

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

01 Nov, 14:11


https://tally.so/r/mexBoJ

To market sybil যারা খাইসেন ফর্ম ফিলাপ করেন

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

01 Nov, 12:51


https://dexscreener.com/base/0x5F32BD08503FfF8161Ea734423ac37e8f3756Cb4

এইটা কে নামাইছে? যারা জানেন না - আমেরিকায় এক ধরনের বিড়ালের জাত হল বেঙ্গল।


-

এইটা সিগনাল না।

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

01 Nov, 05:46


Within One Week I have lost 2 of my family member...! Keep my family in your prayer

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

01 Nov, 03:04


আপনার মতে Base চেইনে সেরা RWA প্রজেক্ট কোনটা? সাজেশন? একটু ঘেটেঘুটে দেখতাম আর কি।

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

31 Oct, 20:25


Pure degen. Absolutely nfa.

Scalping.

0x902dD9986B17ffdC8177E2576AF7223205fca9E1

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

31 Oct, 17:05


Galxe Link

https://app.galxe.com/quest/SpaceandTimeDB/GCxwBtKJXi

Quiz Answer

a
f
c
b
a

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

31 Oct, 15:52


This one can be too good....
#Free_Airdrop
#Join_All

COMPLETE ALL TASK!

https://t.me/CryptoBanglaNFA/2545

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

31 Oct, 15:02


ভাই, দাগায়ে দেন!

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

31 Oct, 13:01


বিশ্বাস করা কষ্ট, তবে কথা সত্য!

অনেকেই তাদের ওয়ালেটের প্রাইভেট কী শেয়ার করতে চেয়েছিলো যাতে আমি তাদের হয়ে ট্রেডিং করে দেই! একটা পারসেন্টেজ এর বিনিময়ে।

💅

-

পুরাই মাননীয় স্পিকার হয়ে যাই এইসব মেসেজ দেখলে!

কারণ,

আপনাকেই খুঁজছে বাংলাদেশ, থুক্কু স্ক্যামার!

🤡

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

31 Oct, 12:16


নিজে নিজে প্রজেক্ট এনালাইসিস করতে না পারলে বিটকয়েন ছাড়া অন্য কিছু কেনা ও বিয়ে করা থেকে থেকে বিরত থাকুন। 🤪

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

31 Oct, 08:28


Don’t forget to claim daily points... New user can join!
Its totally free!!!


https://t.me/CryptoBanglaNFA/2366

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

31 Oct, 03:21


Deform এর Quest টা কমপ্লিট করে রাখুন!

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

30 Oct, 20:48


FDV

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

30 Oct, 13:47


Invest 60$... এই হচ্ছে আউটকাম... কি মনে হয়?
Another "মূলা"... coming soon...??? 🥹
রাউন্ড ফিগার বানানোর ইচ্ছে আছে শেষ মূহুর্তে!

https://t.me/catizenbot/gameapp?startapp=r_451_1758296

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

30 Oct, 11:13


হোপিয়াম?!

-

স্বাভাবিক বিচারবুদ্ধিতে এমন কিছু যা ঘটার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কিন্তু তারপরও সেটার আশাভরসা বা 'হোপ' অনন্তকাল ধরে রাখা। এটাই হোপিয়াম!

যেমন, শিবা ইনুর দাম ১ ডলার হবার হোপিয়াম!


https://x.com/100trillionUSD/status/1838624330176922033?t=grCLEW2ZqFvVMhyX3MaIcw&s=19

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

30 Oct, 03:16


https://x.com/Cooopahtroopa/status/1851442595714507075

Crazy Story!

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

25 Oct, 18:57


আপনাদের ভাগ্য খারাপ। বেশ কিছু জানাশোনা লোককে ইনভাইট করলাম লাইভ স্ট্রিমে আসার জন্য। কিন্তু সবাই লজ্জা পায় লাইভে আসতে!

বাকি থাকলো খালি তাবিজ বিক্রেতারা। তাদেরকেও কি অ্যাপ্রোচ করবো?

*

আর আপনার নিজের কাছেও যদি আলফা থাকে, তাহলে আপনিও তাহলে আসুন না @cbdrop2025 কে মেসেজ দিয়ে। প্রাইভেসি মেইনটেইন করার সর্বত চেষ্টা করা হবে।

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

25 Oct, 18:30


https://x.com/kroma_network/status/1849345785496006732

ক্রোমা এয়ারড্রপ এলিজিবিলিটি ঘোষণা করছে। ৩০ তারিখ ক্লেইম। অনেক বেশি খরচ ও জটিলতার কারণে এই পেইজে শেয়ার‍ করা হয়নি। কিন্তু আপনি হয়তো কাজ করে থাকতে পারেন আমার মত। তাই এই লিঙ্ক দেয়া হলো।

সিজন ২ চলে এখন।

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

25 Oct, 17:14


As Expected, আবারো পেছালো TGE!
OKX web3 ওয়ালেট কানেক্ট করে নেন!
Exchange না,Web3 Wallet... Just Use VPN!

BTW,,এত আয়োজন কিসের? মূলা দেওয়ার নাকি গাজর দেওয়ার...? ☠️☠️

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

25 Oct, 16:50


ক্রিপ্টো বিষয়ক ডেইলি নিউজের জন্য এই টেলিগ্রাম চ্যানেলটা ভালোই।

https://t.me/c4dotgg

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

25 Oct, 13:42


https://x.com/LineaBuild/status/1849798943879856142

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

25 Oct, 13:19


CryptoBangla - ক্রিপ্টোবাংলা pinned «»

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

25 Oct, 12:31


Mint This NFT

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

25 Oct, 08:12


Mint 4th Arcium NFT🚀🚀

https://citadel.arcium.com/deepyne

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

25 Oct, 04:39


100% Supply ই Burn কইরা দে ভাই... 🥹
তোদের টোকেন থাকা না থাকা একই কথা! 🙂

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

25 Oct, 04:27


https://x.com/BitcoinMagazine/status/1849559464900198463?t=5hdkcs9uawOspnl69oFVqg&s=19

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

25 Oct, 02:41


সুইং ট্রেডিং এ এনিওয়ান আর ইঞ্জেক্টিভ যে কতবার ব্যবহার করলাম!

নো ফা অ্যা!

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

24 Oct, 21:21


মুনব্যাগে কি 'স্টপ লস' কেউ ব্যবহার করেন?

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

24 Oct, 17:21


💰💰Road To Moon 18💰💰

☠️Project Name: Abstract

☠️Funding: N/A

☠️Backers: N/A

☠️Task Type: Testnet


Testnet টাস্ক,খুব ই সিম্পল। ভিডিওতে বিস্তারিত বলা আছে! কোনো ফি লাগবে না,তাই সবাই চেষ্টা করবেন জয়েন করার!

🚀Deform Quest----> Link

🚀Use Testnet----> Link

🚀Layer3 Task----> Link

🚀Galxe Task----> Link

🚀Youtube Guide----> Link

রেফার লিংক ব্যবহার  করা বাধ্যতামূলক নয়।কিন্তু ব্যবহার করলে দাতা এবং গ্রহীতা উভয়েই কিছু এক্সট্রা পয়েন্ট পেয়ে থাকেন!

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

24 Oct, 13:27


💰💰Road To Moon 17💰💰

☠️Project Name: Push Protocol

☠️Funding: 10 Million

☠️Backers: Tier 01

☠️Task Type: Social Task


প্রজেক্ট টা অলরেডি মারকেটে লিস্টেড...! ৪ মাস ব্যাপী একটা সোশ্যাল ক্যাম্পেইন তারা লঞ্চ করেছে। চাইলে জয়েন করে রাখতে পারেন। মাত্র ২ মিনিটের কাজ!

🚀Join Here----> Link

🚀Tutorial ----> Link

রেফার লিংক ব্যবহার  করা বাধ্যতামূলক নয়।কিন্তু ব্যবহার করলে দাতা এবং গ্রহীতা উভয়েই কিছু এক্সট্রা পয়েন্ট পেয়ে থাকেন!

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

24 Oct, 12:42


১৯৭৮ সালে গায়ানার জোনসটাউনে ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক গণ আত্মহত্যার একটি ঘটনা ঘটে। ৯০০ এরও বেশি মানুষ একই জায়গায় একই সাথে তাদের নেতা জিম জোন্সের নির্দেশে সায়ানাইড মিশ্রিত পানীয় পান করে মারা যায়। কিন্তু ঠিক কী কারণে সবাই অন্য আরেকজনের অনুরোধে এমন বোকার মত কাজ করেছিলো? কারণ, মিস্টার জোনস তাদেরকে 'প্রমাণবিহীন' চিরন্তন শান্তির নেশা দেখিয়েছিলো!

কিন্তু তাই বলে এমন গণ আত্মহত্যা? এই জিনিসটাই অন্ধ অনুসরণ যাকে ইংরেজিতে বলে কাল্ট ফলোয়িং। যা বলতে বোঝায় এমন একটি দল বা সম্প্রদায় যারা কোনো ব্যক্তি, আদর্শ, বা সংগঠনের প্রতি অত্যন্ত অন্ধ আনুগত্য ও ভক্তি দেখায়। এই অনুসারীরা সাধারণত নেতার প্রতিটি কথা বা কাজকে প্রশ্ন ছাড়াই গ্রহণ করে এবং তাদের জীবনধারাকে সেই বিশ্বাস বা ব্যক্তির চারপাশে কেন্দ্র করে রাখে।

-

বাজারে প্রচুর কয়েন আর টোকেন। কিন্তু কোনটা বেশি ভালো করবে? যেটার ফলোয়ার বেশি। শুধু ফলোয়ার না বলে 'কাল্ট ফলোয়ার' বলা ভালো।

তাই নেক্সট টাইম কোনো প্রজেক্টে ইনভেস্ট করার আগে তাদের সোশ্যাল মিডিয়া চ্যানেলে মতিগতি বুঝার চেষ্ঠা করবেন - সেখানকার সদস্যরা কাল্ট ফলোয়ার নাকি সুইং ফলোয়ার নাকি বট?

আপনার উদ্দেশ্য কাল্ট ফলোয়ার হওয়া না। বরং এমন প্রজেক্ট থেকে প্রফিট বের করে মানে মানে কেটে পড়া।

যেমন গত বুলে, সেইফমুন থেকে প্রচুর প্রফিট পাওয়ার পর, আমি তাদের রেডিট গ্রুপে একটা প্রশ্ন করেছিলাম, ম্যাক্সিমাম কত স্লিপেজ কত দেবো? আমাকে গ্রুপের সবাই ধুয়ে দিয়েছিলো। একজন তো বলেইছিলো যে সে তার ১ লাখ ডলার এর সেইফমুন নাতির জন্য জমিয়ে রাখছে! সেই সেইফমুন এখন কই?

-

ইনফ্লুয়েন্সারদেরও প্রচুর 'কাল্ট' ফলোয়ার। এদের বেশিরভাগই প্রচুর ধরা খাবে, সেটা প্রায় নিশ্চিত। তাই সবসময় বলি, প্রতিটি কথা নিজে যাচাই করতে শিখুন। এমনকি এই পেইজের কথাও।

#know

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

24 Oct, 09:07


💰💰Road To Moon 16💰💰

☠️Project Name: UniZen

☠️Funding: 200 Million

☠️Backers: Tier 01

☠️Task Type: Social and Testnet


এই প্রজেক্ট এর টোকেন অলরেডি মারকেটে আছে! তারা ফুল বিয়ার সিজন সারভাইভ করে স্টীল টিকে আছে মারকেটে এবং নতুন চেইন নিয়ে আসতেসে। আপাতত সোশ্যাল ক্যাম্পেইন এবং টেস্টনেট চলছে। ভিডিওতে বিস্তারিত বলা আছে! ঝটপট কাজ করে ফেলুন যেহেতু সম্পূর্ণ ফ্রি এয়ারড্রপ!

🚀Join Here ----> Link

🚀YouTube Guide ----> Link

রেফার লিংক ব্যবহার  করা বাধ্যতামূলক নয়।কিন্তু ব্যবহার করলে দাতা এবং গ্রহীতা উভয়েই কিছু এক্সট্রা পয়েন্ট পেয়ে থাকেন!

#RTM

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

24 Oct, 05:28


💰💰Road To Moon 15💰💰

☠️Project Name: Ithaca

☠️Funding: 20 Million

☠️Backers: Tier 01

☠️Task Type: Testnet


খুব সম্প্রতি ই তারা বেশ বড় এমাউন্ট এর ফান্ড রাইজ করেছে। টেস্টনেট এর বিস্তারিত ভিডিও তে দেখায়ে দিসি। এটা কেউ মিস কইরেন না! সম্পূর্ণ ফ্রি এয়ারড্রপ, তাই সবাই জয়েন করতে পারবেন!

🚀Bridge Here ----> Link

🚀Join Testnet ----> Link

🚀Tutorial Here----> Link

#RTM

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

24 Oct, 04:35


https://dexscreener.com/solana/3Zm5BnJvK5xpJ2CKdqajq1HbQSLwz6F3jzSMn5YZeK1C

আচ্ছা, এইটার লিকুইডিটি এত বেশি কেন? কাহিনি কী?

Too good to be true.

Not a signal.

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

24 Oct, 04:06


মূল পোস্টে পাম্প.ফান এর টেকনিক্যাল হিজিবিজি দেয়া আছে। আগ্রহীরা পড়তে পারেন।

ফান ফ্যাক্ট -

এইটা নাকি পাম্প.ফান এর প্রথম টোকেন যা নিয়ে এর মেইন ডেভ নিজে বানিয়েছিলো।

https://x.com/xiwifhatt?t=ECCV_TYFaQ4kjjmIEadtXw&s=09

এই লিংক কোনো সিগনাল না।

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

23 Oct, 17:52


টিউটোরিয়াল ফলো করে Bullx আসলে কে কে চেষ্টা করেছিলেন?

নাকি আপনি এই ছবির মত হতে চান?

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

23 Oct, 16:58


এই সস্তার বাজারে কে কী সদাই করছেন?

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

23 Oct, 16:09


কারো বিরক্তিকে আনন্দে পরিণত করতে পারা একটা বড় ব্যক্তিগত অর্জন বলে মনে করি!

🥰 ধন্যবাদ।

Lets-Grow-Together

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

23 Oct, 15:51


https://www.facebook.com/BisaktoValobasha2/videos/2186696861712824/?mibextid=rS40aB7S9Ucbxw6v

A great lession 🖤

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

23 Oct, 14:34


Task Link----> Here

#NFA
#Give_A_Try
স্পেশালি যারা Bitget ইভেন্টে পেমেন্ট পাইসেন!

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

23 Oct, 13:16


https://docs.google.com/spreadsheets/d/11O2d8dkp_Qt9yVUf979RQI7dZKui5MMCDPPBwYumaQg/edit?gid=0#gid=0


Ck winner list
40 $BEVM token for all

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

23 Oct, 12:03


ইমেইল অ্যাড্রেস নিরাপত্তার কথা স্মরণ করিয়ে দিলাম আবার।

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

23 Oct, 11:25


💰💰Road To Moon 14💰💰

☠️Project Name: Arch Network

☠️Funding: 7 Million

☠️Backers: Tier 01

☠️Task Type: Social,Testnet,Mainnet


আজকের লঞ্চ হয়েছে প্রজেক্ট টা! আপাতত কিছু সোশ্যাল টাস্ক আছে। পালাক্রমে টেস্টনেট এবং মেইননেট লঞ্চ হবে! এবং সবকিছু মিলায়ে Xp এর উপর বেসিস করে রিওয়ার্ড দিবে! ভিডিও তে বিস্তারিত বলা আছে!

🚀Join Here----> Link

🚀Tutorial Here---->
Link

রেফার লিংক ব্যবহার  করা বাধ্যতামূলক নয়।কিন্তু ব্যবহার করলে দাতা এবং গ্রহীতা উভয়েই কিছু এক্সট্রা পয়েন্ট পেয়ে থাকেন!
যাবতীয় এয়ারড্রপের আপডেটের জন্য পিন পোস্ট চেক করুন!

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

23 Oct, 08:54


0x15aC90165f8B45A80534228BdCB124A011F62Fee

এইটা উপরে উঠার অনেক চেষ্টা করে যাচ্ছে। কিন্তু হচ্ছে না।

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

23 Oct, 07:37


Alienx এ যারা কাজ করসিলেন আজকে দুপুর ২ টাই টোকেন ক্লেইম এবং ৩ টাই লিস্টিং হবে! ক্লেইম করার জন্য AlienX Chain এ ETH লাগবে। owlto থেকে ব্রীজ করে নিতে পারেন।

Bridge Link---> Here

CA

0x75Dd0E55937947005b91e6c047FdD29d98A5e096

ক্লেইম লিংক পাইলেই এড করে দিব পোস্টে!

https://alienxchain.io/claim-aix

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

23 Oct, 05:55


CryptoBangla - ক্রিপ্টোবাংলা pinned «আপনাদের সবার কমন একটা চাওয়া ছিল এয়ারড্রপ গুলো গুছায়ে দেওয়া। ক্যাটাগরি অনুযায়ী সাজায়ে দিলাম। এই লিস্ট প্রতিনিয়ত আপডেট হবে। চলমান সব এয়ারড্রপ এখানেই পাবেন!! Ongoing Airdrop List ☠️Testnet Airdrops ☠️Mainnet Airdrops ☠️Telegram Bots ☠️Social Quest …»

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

23 Oct, 05:55


আপনাদের সবার কমন একটা চাওয়া ছিল এয়ারড্রপ গুলো গুছায়ে দেওয়া। ক্যাটাগরি অনুযায়ী সাজায়ে দিলাম। এই লিস্ট প্রতিনিয়ত আপডেট হবে। চলমান সব এয়ারড্রপ এখানেই পাবেন!!

Ongoing Airdrop List

☠️Testnet Airdrops

☠️Mainnet Airdrops

☠️Telegram Bots

☠️Social Quest

☠️Play 2 Earn

☠️Early Access

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

23 Oct, 05:51


Early Access

Dusted

Fermah

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

23 Oct, 05:49


Play 2 Earn

Super Champs

Dookey Dash

Blast Royale

Pirate Nation

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

23 Oct, 05:48


Social Quest

PlayerZero

Gradient

Dawn

Kor

Wilder World

Space Arena

Unite

Deek

Glacier

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

23 Oct, 05:48


Telegram Bots Airdrops

☠️Kai Sangoku

PuffPaw

Protokols

NotPixel

Aria

Vana

MoonBix

Depin

Blum

Seed

DjDog

Major

KuCoin

TabiZoo

CryptoRank

SideKick

DuckChain

ChainGPT

Alphanomics

Nabox

Goat Gaming

Ape Arcade

cYBER Finance

SnapStarter

Memefi

MomoAI

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

23 Oct, 05:47


Mainnet Airdrops

Kayen

Yellow Network

Arcium

Spectral

BEVM

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

23 Oct, 05:47


Testnet Airdrops

Pretzel

Theoriq

Humanity

Open Campus

Morph

Burnt Xion

Hemi

Chainbase

Shardeum

Plume

U2DPN

UniChain

TabiChain

Arch

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

23 Oct, 04:17


আজ হঠাৎ পাম্প দিলো কেন?

CryptoBangla - ক্রিপ্টোবাংলা

22 Oct, 21:28


যারা TabiChain এ কাজ করেছেন,তারা TabiChain এর টেস্টনেটেও কিছু টাস্ক করে রাখুন!

https://carnival.tabichain.com/