Últimas Postagens de Bangladesh Civilian Force (@bcfofficialtelegramchannel) no Telegram

Postagens do Canal Bangladesh Civilian Force

Bangladesh Civilian Force
we don't see,we can't hear,we don't know. But we know so many things what you can't ever think.
63,061 Inscritos
548 Fotos
80 Vídeos
Última Atualização 01.03.2025 02:17

O conteúdo mais recente compartilhado por Bangladesh Civilian Force no Telegram


• বাংলাদেশী একজন সাধারণ নাগরিক এর পেইজটি হ্যা`ক করে নিয়ে যায় বাহিরের দেশের একটি সংস্থা পরে তিনি বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স - এর হোয়াটসঅ্যাপ নাম্বারে জানালে

• দুই দিনের উদ্ধার অভিযানে ,সফল ভাবে পেইজটি হ্যা`কারদের নিয়ন্ত্রণ থেকে উদ্ধার করে এবং সিকিউরিটি প্রদান করে পেইজটি ভিক্টিম-দের কাছে সফল ভাবে হস্তান্তর করা হয় :

• ভিক্টিম কৃতজ্ঞতা স্বরুপ এ ব্যাপারে তার পেইজ থেকে বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স ও 7DSS এর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পোস্ট করেন।

post link : https://www.facebook.com/share/1BgZB4W18m/?mibextid=wwXIfr

• হযরত মোহাম্মাদ (সা:) - কে নিয়ে ব্যাঙ্গাত্মক কবিতা লিখে সাম্প্রদায়িক উষ্কানী দিয়ে ভাইরাল হওয়া সেই সোহেল হাসান গালিব এর সোশ্যাল মিডিয়া ডাউন করতে সফল হয়েছে - বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স।

• আমরা লেখক/কবি এদের সোশ্যাল প্লাটফর্মে সিকিউরিটি জনিত সাহায্য করে থাকি তবে অতিরঞ্জিত নিজেকে রাতারাতি সেলিব্রিটি বানাতে এসব অপকর্ম উষ্কানিতে যুক্ত না হতে অনুরোধ করবো ভালো কাজে আমাদের সাপোর্ট থাকবে তবে সাম্প্রদায়িক উ`ষ্কানী দেওয়া হলে বিপরিত!

Post link : https://www.facebook.com/share/12DxaN5ZMM6/?mibextid=wwXIfr

• শত্রুতা/হিংসার বশবর্তী কিংবা রাজনৈতিক গুরুত্বপূর্ণ ডকুমেন্টারি ভিডিওতে কপিরাইট ক্লেইম এর অভিযোগ আসছে প্রতিনিয়ত!

• দেশ ও সাধারণ নাগরিকদের উপকারে কন্টেন্ট তৈরি করা ব্যাক্তিদের ভিডিও-তে রাইট ম্যানেজার থেকে ফেইক কপিরাইট আসছে অনেকদিন থেকে-ই!

- এবং কপিরাইট ক্লেইম তোলার জন্য লক্ষ টাকা দাবী করে চক্ররা ;

' বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স উপরোক্ত ক্রাইসিস এর কন্টেন্ট এর সুষ্ঠু শতভাগ নিরাপত্তায় সমাধান তৈরি করতে সফল হয়েছে ;

• কারো পেইজের গুরুত্বপূর্ণ ডকুমেন্টারি ভিডিও-তে ফেইক কপিরাইট আসতে পারে মনে করেন বা উক্ত ভিডিওটি প্রটেক্ট করতে চান তারা কমেন্টে দেওয়া ফেইসবুক আইডিতে যোগাযোগ করতে পারেন!

• এটি সামান্য কিছু পে - নেওয়া হলেও আপনার পেইজ এর উক্ত ভিডিওটি থাকবে শতভাগ নিরাপদ, যাতে উক্ত ভিডিওতে কেউ ফেইক কপিরাইট মারতে পারবে না।

• যোগাযোগ হোয়াটসঅ্যাপ নাম্বার : +971 56 778 1569

• বাংলাদেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে গুজব প্রচারে যুক্ত পার্বত্য অঞ্চলের সন্ত্রাসী-দের মিডিয়াকর্মীদের সোশ্যাল মাধ্যম টার্গেট করে তাদের ১৬ জন সন্ত্রাসী গোষ্ঠীর পার্বত্য অঞ্চলে ভাইরাল/জনপ্রিয় পেইজ আইডি অনলাইন কার্যক্রম বন্ধ করতে সফল : বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স।

• OP/wrath of Bangladesh.
post : https://www.facebook.com/share/p/1B8nzCLMJz/?mibextid=wwXIfr

বাংলাদেশ স্নায়ু যুদ্ধের শিকার ;
• অন্যদেশের গোয়েন্দা সংস্থা গুলোর প্ল্যান - বি কার্যকর হতে যাচ্ছে :

• সারাদেশে হিংস্রতা হানাহানী গৃহযুদ্ধ লাগিয়ে সারা বিশ্বের মাঝে বাংলাদেশ-কে বর্বর জাতি হিসেবে পরিচিত করার আপ্রান চেষ্টা চলছে!

• ভীনদেশী গোয়েন্দা-দের প্ল্যান - বি কার্যকর হলে বাংলাদেশ এর পাসপোর্ট র‍্যাংকিং কমতে শুরু করবে এবং গৃহযুদ্ধ তৈরি হলে বাংলাদেশ অন্যান্য দেশের তুলনায় মিনিমাম ২০ বছর পিছিয়ে পড়বে!

এবং বর্তমান সরকার ব্যার্থ হবে -

• নিকটস্থ দেশের গোয়েন্দা সংস্থা ইনিয়ে বিনিয়ে শিক্ষার্থীদের উষ্কে এদেশে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীদের সন্ত্রাসী/উগ্রবাদী হিসেবে বিশ্বের কাছে পরিচিত করে তোলার চেষ্টা করছে।

• একজন আদর্শ নাগরিক হিসেবে আমরা
উপদেষ্টা মন্ডলির সদস্য-দের কার্যত ভূমিকা নিয়ে গত ৬ মাসে দেশের উন্নতির রেকর্ড নিয়ে প্রশ্ন তুলতে ও উন্নতির বিবৃতি ধারা/পদক্ষেপ গুলো জানতে চাইতে পারি !!

• বিশেষ করে সেই তরুন-রা যারা দেশ উন্নতির এক বুক স্বপ্ন নিয়ে ব্ল্যাক গভার্নমেন্ট এর ছোড়া বুলেটের সামনে দুই হাত বাড়িয়ে নিজেদের জীবন-কে বিলিয়ে দিয়ে জাতির অন্ধ চোখ খুলে দিয়েছে !!

• আমরা হিংসা/হানাহানি/হিংস্রতা/ভায়োলেন্স দেখতে চাই না! আমরা আমাদের শিক্ষার্থীদের গায়ে রক্ত দেখতে চাই না!

• আমরা আমাদের লাল সবুজের এই বাংলা-কে উন্নত সভ্য ও আধুনিক রাষ্ট্র হিসেবে দেখতে চাই।


Post link : https://www.facebook.com/share/p/15g8Qip7FU/?mibextid=wwXIfr

• পাকিস্থান কিংবা ভারত বাংলাদেশে কারো আধিপত্য বিস্তার হতে দেওয়া হবে না!

বাংলাদেশ নিজের মাথাউন্নত বিশ্বের সাথে তালমিলিয়ে চলবে!

তাই সকল রাজনৈতিক দল গুলোর উচিৎ আমাদের পরামর্শ মেনে দেশ পরিচালনা করা!

• আমরা কথা দিলাম আমাদের পরামর্শ মেনে চললে পথ হারাবেনা বাংলাদেশ!

তবে কোনো রাজনৈতিক দল যদি দেশ ও সাধারণ নাগরিকদের উপর অন্যায় করে আমরা তার কঠোর প্রতিবাদ করবো!

• যে রাজনৈতিক দল-ই ক্ষমতায় আসুক তাতে আমাদের কিছু যায় আসে না, রাজনৈতিক আশ্রয়ে চুরি/ছিনতাই/চাঁদাবাজি/ অর্থ পাঁচার করবে তাদের কঠোরভাবে ধরা হবে এবং আশ্রয় দাতাদের লজ্জাজনক ছবি/ব্যানার রাষ্ট্রীয় সার্ভার/ বিশ্বের গুরুত্বপূর্ণ ওয়েব সার্ভার গুলোতে লজ্জাজনক ভাবে ঝুলিয়ে দেওয়া হবে, অপরাধী-দের আশ্রয় দাতা-দের সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হবে।

আমরা দেশ ও সাধারণ নাগরিকদের জন্য মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে যাবো! আমরা এই দেশে কোনো ভিনদেশি আধিপত্য মাফিয়া সিন্ডিকেট এর বিরুদ্ধে সর্বোচ্চ নজরদারী চালাবো!

• অন্যান্য দেশ বাংলাদেশ নিয়ে গর্ব করবে এই প্রত্যয় ও উন্নত রাষ্ট্রের স্বপ্নে আমরাই অকুতোভয় বেসামারিক হিসেবে ভূমিকা রাখবো।

আমরা যেহেতু বেসামরিক আমরা সাধারণ নাগরিকদের চাওয়া পাওয়া বুঝি ,আমরা আমাদের নাগরিকদের পূর্ণ শান্তি স্বাধীনতা ও নিরাপত্তার জন্য ক্ষমতাভুক্ত সকলের কার্যক্রম সম্পর্কে অবগত থাকবো !!!

• রাজনৈতিক দল গুলোর মনে রাখতে হবে এটা ২০২৫ - থেকে তরুণ-দের স্বপ্নে দেশ পরিচালনা করতে হবে !!

অন্যথায় এই তরুণ'রা ব্ল্যাক গভার্নমেন্ট এর ছোড়া বুলেট দুই হাত তুলে বুক পেতে নিবে আর লক্ষ তরুণ চ্যালেঞ্জ হয়ে ফিরে আসবে!

আর তরুণ-রা তার মার্তৃভূমির শান্তি স্বাধীনতা ও ভালোবাসা রক্ষার চ্যালেঞ্জ সব-সময় ব্ল্যাক গভার্নমেন্ট থেকে এপ্রুভ করবে।

• রাজনীতি হউক দেশ সাধারণ নাগরিকদের কল্যাণে ,রাজনীতি হউক শান্তি স্বাধীনতা সম্প্রিতী দেশের নাগরিকদের ভালোবাসার এক অনন্য নিদর্শন!

যেখানে দেশদ্রোহী/সন্ত্রাসবাদ/জ`ঙ্গিবাদ/কট্টরবাদ/চাদাবাজ/সিন্ডিকেট দের ঠাই হবে না।

আমরা আমাদের পাশের দেশ গুলোর সাথে বাংলাদেশের স্বার্থে সু-সম্পর্ক রাখতে পারি কিন্তু বাংলাদেশের উপর কোনো দেশের প্রভাব/আধিপত্য মেনে নিবেনা বাংলাদেশ।

• সামনে আসন্ন নির্বাচন সন্ত্রাস/জ`ঙ্গিবাদ/চাদাবাজ/সিন্ডিকেট/চুরি ছিনতাই মুক্ত বাংলাদেশ গড়তে সাধারন নাগরিক-দের ভালবাসা/শান্তি/স্বাধীনতা সম্প্রিতী ও দেশ প্রেমের চেতনা নিয়ে সকল রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি নিন।

পোস্ট লিংক : https://www.facebook.com/share/p/1Ei6EwSHzH/?mibextid=wwXIfr

Channel photo updated

• ধর্মীয় পেইজ রিমোভ করে দেয় একটা চ`ক্র! বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স - এর সাথে যোগাযোগ করলে কয়েকদিনের উদ্ধার অভিযানে সফল ভাবে উক্ত পেইজটি ফিরিয়ে আনতে সফল হয় - বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স।

post : https://www.facebook.com/share/p/12D2ywL36yf/?mibextid=wwXIfr

• আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করবে যৌথ বাহিনী!

আইনশৃঙ্খলার পরিস্থিতির উন্নয়ন চুরি/ছিনতাই/চাঁদাবাজি বন্ধে সারাদেশে বিশেষ অভিযান হতে পারে!

• এই অভিযানে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব রাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজি/চুরি/ছিনতাই এর সাথে যুক্ত থাকলে তাদের আইনের আওতায় আনবে যৌথ বাহিনী!

• এই অভিযানে সকল আদর্শ নৈতিক ও সিন্ডিকেট মুক্ত রাজনৈতিক সংগঠন সহ দেশের সর্ব-সাধারণ সচেতন নাগরিক-দের যৌথ বাহিনীর সামরিক বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী-কে সর্বোচ্চ সহায়তা করবেন!

• এছাড়াও - স`ন্ত্রাস/চাঁদাবাজ/ছিনতাই কারীদের ছাড়াতে কোনো রাজনৈতিক দল কোনো প্রকার তদবির করবেন না।

• এই অভিযানে যাতে নিরীহ কোনো সাধারণ নাগরিক হেনস্থার শিকার না হয় সেদিকে যৌথ বাহিনীর কমান্ডিং অফিসার-দের খেয়াল রাখা সহ

সমাজের সাধারণ নাগরিকদের অভিযোগ শুনে-ই অতি উৎসাহী হয়ে শতভাগ তথ্য প্রমাণ ছাড়া কোনো অপারেশন পরিচালনা/তল্লাশি চালাবেন না।

• যৌথ বাহিনীর ট্রেইনিং ভুক্ত গোয়েন্দা সংস্থার সদস্য-দের সু-নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান অপারেশন পরিচালনায় বিশেষ অভিযানে যৌথ বাহিনী সাধারণ নাগরিকদের সর্বোচ্চ সহায়তা পাবেন।

https://www.facebook.com/share/p/17qS7VAumH/

• ৬৪ জেলায় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী ও আইনশৃংখলা অবস্থার উন্নতির লক্ষ্যে দেশ প্রেমিক/আদর্শ অরাজনৈতিক ব্যাক্তিত্ব-দের পদায়নে উপদেষ্টা মন্ডলির সদস্য-দের প্রতি আহবান করা হচ্ছে।

ইতিমধ্যে রাজনৈতিক ব্যাক্তিত্বদের পদায়নে ৬৪ জেলায় আইনশৃংখলা রক্ষার অবনতি দেখা যাচ্ছে! চাদাবাজি চুরি ছিনতাই বাড়লেও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কার্যকরী পদক্ষেপ দেখা যাচ্ছেনা!

আবার , রাজনৈতিক দলীয় ক্ষমতার বলয়ে অপরাধী-দের ছাড়িয়ে আনার রেকর্ড প্রমাণিত হচ্ছে - রাজনীতির পালাবদল হলেও চাদাবাজি/চুরি/ছিনতাই রোধ করা যাচ্ছে না।

এমতাবস্থায় অরাজনৈতিক/আদর্শ/ কর্মকর্তা-দের জেলা ভিত্তিক পদায়নে আহবান করা হচ্ছে।

post link : https://www.facebook.com/share/p/1A7sByXr8B/?mibextid=wwXIfr