বর্তমান প্রজন শেখ মুজিবকে ঘৃণা করে কেন? তাদের অধিকাংশ পাঠ্য বইয়ের বাইরের শেখ মুজিবকে তেমন চেনেই না তবুও কেন এতো ক্ষোভ ঘৃনা?
মেজর ডালিমের সম্পর্কেও এরা বেশি কিছু জানে না জাস্ট ডালিমরা ৭৫ ঘটাইছে এটুকু জানে। অথচ ডালিমরা কেমনে এই জেনারেশনের কাছে হিরো হয়ে যায়?
৭১ আমাদের জাতীর জন্য একটা গুরুত্বপূর্ণ অধ্যায় কিন্তু এই জেনারেশনের অধিকাংশ কেন ৭১ কে ঐভাবে ধারন করে না? কেন এরা ৩০/২ লাখে হাসে?
এর একটা বড় কারন হতে পারে- হাসিনার মুজিববাদী ধর্ম৷ খোদার থেকে বড় খোদা হইতে গেলে তারে মানুষ কখনোই মাইনা নেয় না৷ পৃথিবীতে একটা নজিরও পাইবেন না।
মানুষকে ফেরেস্তা বানাইগে গেলে তারে শয়তান ছাড়া কেউ মানবে না। আল্লাহ আদম আঃ কে মানুষ বানাইছেন ফেরেস্তা না। কিন্তু হাসিনা মুজিবকে ফেরেস্তা বানাইতে চাইছিলো।
হাসিনা ৭১ কে মুজিব ধর্মের জান্নাত বানাইতে চাইছে, মহা পবিত্র ৭১ নিয়া কথা বললে জাহান্নামের ভয় দেখাইছে! অনেকরে শাস্তি দিয়া দাজ্জালের মত প্রমান করতে চাইছিলো যে, আমি জাহান্নামের শাস্তি দিতে পারি৷
কিন্তু মানুষ তো খোদার জান্নাতের বাইরে কোন জান্নাতরে মাইনা নিবে না। মানুষ জানে শয়তান যে জান্নাতের কথা বলে সেটা আসলে জাহান্নাম। প্রকৃত জান্নাত শয়তানের বিপরীতে আছে। তাই লোকজন হাসিনার মুজিব ধর্মরে দোচে নাই।
আরেকটা হইলো- ভারত প্রেম। এইটাই মুজিব ধর্মের হোক্কা মেরে দিছে বেশি৷
-
জিয়ার প্রতি এই জেনারেশনের গুড ইমেজ আছে। কিন্তু বিএনপি যদি শাহেদ বাটপারদের পাল্লায় পরে লীগের মতো জিয়ারে ফেরেস্তা বানাইতে চায় তাইলে লিখে রাখেন মানুষজন আবার রিভল্ট করবে। লেবু বেশি চিপলে তিতা হয়ে যায় জিয়ারে মুজিব বানাইতে গেলে এইটাও তিতা হইতে সময় লাগবে না।
আর ভারত প্রেমে হাবুডুবু খাইলে জেন-জি যায়গা মত ভালোবাসা হান্দায়া দিবে।
তাই বিএনপির উচিৎ মানুষের পালস বুঝে নতুন রাজনীতি করা। নইলে তাদের সাথে বাংলাদেশেরও লস হবে।