Musafir @allmusafir Channel on Telegram

Musafir

@allmusafir


'অনন্ত মহাকালে মোর যাত্রা অসীম মহাকাশের অন্তে'

Musafir (English)

Are you an adventurer at heart, constantly seeking new experiences and destinations to explore? Look no further than 'Musafir' - the ultimate travel channel on Telegram brought to you by @allmusafir! 'Musafir' is a haven for wanderlust souls who crave the thrill of discovering new cultures, tasting exotic cuisines, and immersing themselves in the beauty of far-off lands. Whether you're a seasoned traveler or just starting to dip your toes into the world of wanderlust, this channel is your go-to destination for all things travel-related. From travel tips and destination guides to breathtaking photos and inspiring stories from fellow travelers, 'Musafir' is your virtual passport to a world of adventure. Join us today and let your inner explorer roam free with 'Musafir'!

Musafir

06 Jan, 08:58


একটা সিরিয়াস কথা বলি-

বর্তমান প্রজন শেখ মুজিবকে ঘৃণা করে কেন? তাদের অধিকাংশ পাঠ্য বইয়ের বাইরের শেখ মুজিবকে তেমন চেনেই না তবুও কেন এতো ক্ষোভ ঘৃনা?

মেজর ডালিমের সম্পর্কেও এরা বেশি কিছু জানে না জাস্ট ডালিমরা ৭৫ ঘটাইছে এটুকু জানে। অথচ ডালিমরা কেমনে এই জেনারেশনের কাছে হিরো হয়ে যায়?

৭১ আমাদের জাতীর জন্য একটা গুরুত্বপূর্ণ অধ্যায় কিন্তু এই জেনারেশনের অধিকাংশ কেন ৭১ কে ঐভাবে ধারন করে না? কেন এরা ৩০/২ লাখে হাসে?

এর একটা বড় কারন হতে পারে- হাসিনার মুজিববাদী ধর্ম৷ খোদার থেকে বড় খোদা হইতে গেলে তারে মানুষ কখনোই মাইনা নেয় না৷ পৃথিবীতে একটা নজিরও পাইবেন না।

মানুষকে ফেরেস্তা বানাইগে গেলে তারে শয়তান ছাড়া কেউ মানবে না। আল্লাহ আদম আঃ কে মানুষ বানাইছেন ফেরেস্তা না। কিন্তু হাসিনা মুজিবকে ফেরেস্তা বানাইতে চাইছিলো।

হাসিনা ৭১ কে মুজিব ধর্মের জান্নাত বানাইতে চাইছে, মহা পবিত্র ৭১ নিয়া কথা বললে জাহান্নামের ভয় দেখাইছে! অনেকরে শাস্তি দিয়া দাজ্জালের মত প্রমান করতে চাইছিলো যে, আমি জাহান্নামের শাস্তি দিতে পারি৷

কিন্তু মানুষ তো খোদার জান্নাতের বাইরে কোন জান্নাতরে মাইনা নিবে না। মানুষ জানে শয়তান যে জান্নাতের কথা বলে সেটা আসলে জাহান্নাম। প্রকৃত জান্নাত শয়তানের বিপরীতে আছে। তাই লোকজন হাসিনার মুজিব ধর্মরে দোচে নাই।

আরেকটা হইলো- ভারত প্রেম। এইটাই মুজিব ধর্মের হোক্কা মেরে দিছে বেশি৷
-

জিয়ার প্রতি এই জেনারেশনের গুড ইমেজ আছে। কিন্তু বিএনপি যদি শাহেদ বাটপারদের পাল্লায় পরে লীগের মতো জিয়ারে ফেরেস্তা বানাইতে চায় তাইলে লিখে রাখেন মানুষজন আবার রিভল্ট করবে। লেবু বেশি চিপলে তিতা হয়ে যায় জিয়ারে মুজিব বানাইতে গেলে এইটাও তিতা হইতে সময় লাগবে না।

আর ভারত প্রেমে হাবুডুবু খাইলে জেন-জি যায়গা মত ভালোবাসা হান্দায়া দিবে।

তাই বিএনপির উচিৎ মানুষের পালস বুঝে নতুন রাজনীতি করা। নইলে তাদের সাথে বাংলাদেশেরও লস হবে।

Musafir

23 Dec, 13:52


মুক্তিযোদ্ধারা হইলো লীগ ধর্মের ফেরেস্তা। তাই তাগোর কোন অপরাধ থাকতে পারে না! লীগ ধর্মের খোদারে আমরা তার খোদার দেশে ভাগায় দিছি। এহন নতুন কইরা কেউ কেউ ৭১ ও মুক্তিযোদ্ধা ফেরেস্তাদের উপর ভর কইরা সেই খোদা হইতে চায়।

নজরুলের ভাষায় বলতে হয়- খোদার ভক্ষে লাথি মারি।

Musafir

18 Dec, 09:41


কিছু লোকরে আল্লাহ আসলেই অন্তরে মোহর মেরে দেয়। বর্তমান আ'লীগরে দেখে সেটা আরো স্পষ্ট বুঝলাম।

একটা গনহত্যা চালানোর পরও এদের মধ্যে কোন রিগ্রেট নাই৷ উল্টা এই ম্যাসাকাররে জাস্টিফাই করে ।

এখন চারদিকে গুপ্ত হত্যা শুরু করছে। গত কয়দিন ধরে ছাত্রদেরকে টার্গেট কিলিং করা হচ্ছে। বমি পিয়ালরা পাড়ায় মহল্লায় জয় বাংলা কালেমা জপে হত্যা মিশনের ঘোষণা দিয়েছে।

আমরা তো বিশ্বাস করি হায়াত মওত আল্লাহর হাতে। আমাদেরকে মাইরা ফেললে আমরা জান্নাতি হতে পারি ইন শা আল্লাহ। কিন্তু এই শুyoর দের কি হবে?

আল্লাহ এদের সঠিক প্রাপ্য দুনিয়া ও আখেরাতে বুঝিয়ে দিবে ইনশাআল্লাহ।

Musafir

18 Dec, 03:16


এতোদিন জেনে আসছি ৭১ সালে ৩ কোটি বাঙ্গালী মরছে। এখন শুনি মাত্র ৩০ লাখ। আমার মতে সংখ্যাটা ৩ কোটি হওয়ার সম্ভাবনাই বেশি৷ লীগ কখনো ক্ষমতায় আসলে এ বিষয়ে নিশ্চয়ই একটা ব্যবস্থা নিবে বলে আশা রাখি।

আমি এও জানতাম যে, পাকিরা ৭১ এ পারমাণবিক বোমা মারছিলো এ জন্য পুরা বাংলাদেশ তছনছ হয়ে গেছিলো। কিন্তু পাকি পন্থী কিছু রাজাকার এগুলারে অস্বীকার করে।

Musafir

17 Dec, 19:12


আজকে কোর্টে পলক, শাহজাহান, অনুদের বেশভূষা দেখছেন? এদের চেহারার হাঁসি দেখছেন? মনে হচ্ছিলো নতুন বিয়ে করে শশুর বাড়ি যাচ্ছে। পলকের জুতার দিকে খেয়াল করলে চমকে উঠবেন। এগুলা দেখেই বুঝা যায় তারা ভেতরে কত আরামে আছে।

৬২৬ জনের বিষয় তো জানেন ই। কাউয়া ৩ মাস দেশে থেকেও গ্রেপ্তার হয় নাই৷ লীগ এখনো এক্টিভ, নিষিদ্ধ ছাত্রলীগ গুপ্ত হত্যা শুরু করছে। প্রাইভেটের পোলাপানরে ওপেন থ্রেট দিচ্ছে।

অন্যদিকে ছাত্রদল শিবিরের লগে পোনাপুনিতে ব্যস্ত। বিএনপি জামাতও নির্বাচন নিয়া বিজি। আবার নাগরিক কমিটিরে টেকেল দিতে বিএনপির এক অংশের হাটু কাঁপুনি শুরু হইছে তাই হামলে পড়ছে তাদের উপর।

সব মিলিয়ে বিপ্লবের হোমাসা হয়ে গেছে। মাহফুজ নাহিদরা ক্ষমতা পাইয়া হুক্কাহুয়া শুরু করছে। আসিফ নজরুল গং তো আছেই।

আমরা কবে মারা পরবো জানিনা। তবে খোদার কাছে দোয়া করি, নরমাল মৃত্যু না হোক৷ কুত্তালীগের হাতে মরলেও আফসোস নাই।

তবে আত্মরক্ষার্থে লীগের কোন শুয়োরের বাচ্চারে যদি জাহান্নামে পাঠায় মরতে পারি তাইলে শান্তি লাগবে৷

Musafir

17 Dec, 18:51


ঢাকায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পোলাপান না নামলে পাবলিকের হল অফ করার পরেই আন্দোলন থাইমা যাইতো। উত্তরা, রামপুরা মিরপুর অঞ্চলে প্রাইভেটের পোলাপানের জন্যই আন্দোলেন এতো শক্তিশালী হইছিলো।

শহীদও বেশি হইছে প্রাইভেটের পোলাপান। এক কথায় প্রাইভেট না নামলে বিপ্লব হইতো না। অথচ ক্ষমতার কাছাকাছি সব পাবলিকের পোলাপান। প্রাইভেটের আত্মত্যাগ নেতারা মনে রাখছে কিনা সেটা নিয়াও আমার সন্দেহ হচ্ছে।

কারন এই কয়দিনে ৩ জন ছেলেরে পরিকল্পিত হত্যা করা হইছে অথচ এটা নিয়ে ছাত্র নেতা বা সরকারে থাকা বিপ্লবীদেরও কোন উচ্চবাচ্য নাই৷ মিডিয়াতেও কোন হইচই নাই।

নিজেদের মধ্যে বৈষম্য রেখে বৈষম্য বিরোধী হওয়া যায় না। দ্রুত এ বিষয়ে কার্যকরী কঠোর পদক্ষেপ নিতে হবে সরকারকে।

Musafir

16 Dec, 16:37


আমি সহ আমার মত হাজার হাজার পোলাপান জুলাইয়ে আহত হইছে। জানের মায়া ত্যাগ করে খুনিদের বিরুদ্ধে লড়ে গেছে। তাদেরকে আমরা নতুন প্রজন্মের যোদ্ধা বলছি। তাদের অবদান অস্বীকার করার কোন ওয়ে নাই।

কিন্তু এখন যদি এই আমি বাটপারি শুরু করি। বা ২৪ এর যোদ্ধা কেউ যদি ইনসাফের বিরুদ্ধে জুলুমের পক্ষে বা ফ্যাসিবাদের দালালি করা শুরু করে তাইলে তারে আপনারা কি করবেন? জুলাইয়ে তার অবাদানের জন্য কি তার এইসব কাজ মাফ হয়ে যাবে? তারে মহান বলতে হবে?

আমি তো তারে হোক্কা ম্রে দিতে চাইবো। এই টাইপ কেউ আমার ভাই হইলেও আমি লাত্থি দিতে দ্বিধা করবো না।

ঠিক একই কথা ৭১ এর মুক্তি যোদ্ধাদের ক্ষেত্রেও আমি বিশ্বাস করি। তারা দেশের জন্য কষ্ট করছে ত্যাগ স্বীকার করছে তাই তাদেরকে শ্রদ্ধা করি। রাষ্টও তাদেরকে সম্মান করে। তাদের জন্য যতটুকু সম্ভব হেল্প রাষ্ট করছে।

কিন্তু এই মুক্তি যোদ্ধারা যদি লীগের গনহত্যাকে জাস্টিফাই করতে চায়। মুজিবের ফ্যাসিবাদকে সাপোর্ট করে এবং এখনো দালালি বজায় রেখে 'জয় বাংলা' বলতে চায় তাইলে এদের পাছায় লাত্থি দিতে আপনি ভাববেন? আমি ভাববো না।

Musafir

14 Dec, 08:53


আসসালামু আলাইকুম/ ছোট্ট একটা এনাউন্স

অনেকেই জানেন না,আমরা ভিডিও অডিও এবং ফটোগ্রাফি রিলেটেড কাজকাম করি। ডকুমেন্টারি, কর্পোরেট ইভেন্ট, প্রোডাক্ট রিভিউ, ইসলামিক গান (অডিও-ভিডিও) ইত্যাদি। আমাদের ছোট্ট একটা টিম আছে যারা মিলেমিশে কাজ করার ট্রাই করি। মূলত এইসব কাজগুলাই আমাদের রিজিকের মেইন মাধ্যম।

তো আসল কথা হইলো অনেকেই বিয়ের ইভেন্ট করার জন্যও নক দেয়। বিনয়ের সাথে তাদেরকে না করতে হয়। কারন আমরা নরমাল বিয়ের ইভেন্ট প্রফেশনালি করি না।

আজকের পর থেকে শুভাকাঙ্খী যারা আছেন প্লিজ আমাদেরকে বিয়ের ইভেন্ট করতে নক দিয়েন না। আমাদের রিজিকের ব্যাবস্থা আল্লাহ করবে। কপালে ডাল ভাত থাকলে সেটাই খাবো । তাই রিজিক নিয়ে আমাদের টেনশন নাই।

বিয়ের ইভেন্ট ছাড়া অন্যান্য যে কোন কাজের জন্য যোগাযোগ করলে খুশি হবো।

Musafir

12 Dec, 06:09


১৩ সালের ১২ ডিসেম্বর কাদের মোল্লারে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে শহীদ করছে খুনি হাসিনা। এতে রসদ যোগাইছে শাহবাগের মব-ফ্যাসিস্ট শুয়োররা।

শাহবাগ থেকে ফ্যাসিবাদের শুরু হইছিলো। শাহবাগ নিজেই একটা রাষ্ট্র হইয়া উঠছিলো তখন। শাহবাগ শুধু নিজেই ফ্যাসিস্ট হইয়া থামে নাই হাসিনারেও ফ্যাসিস্ট হইতে সাহায্য করছে।

শহুরে শিক্ষিত এলিট ও মিডল ক্লাসরেও ফ্যাসিস্ট হইতে উৎসাহ দিছে এবং অনেকটা সফলও হইতে পারছে৷

ফলে আজকেও শহিদ কাদের মোল্লার ফাঁসির বিরুদ্ধে কইলে বা তারে অন্যায়ভাবে মাইরা ফেলার বিচার চাইলে আপনাকে জামাত শিবির হইতে হইবো। কেউ এর প্রতিবাদ করলে আপনি তাকে জামাত শিবির হিসেবে ট্রিট করবেন এটাই পার্সোনাল ফ্যাসিবাদ৷

হাসিনা ও শাহবাগের তৈরি করা ফ্যাসিবাদে আপনিও যে আক্রান্ত এইটা কি বুঝতে পারেন?

আপনি জামাত শিবিরের কেউ না তাই মোল্লার জুডিশিয়াল কিলিং এর বিচার চাইবেন না৷ শাহবাগের মবের বিরুদ্ধে কিছু কইবেন না। আপনাকে জামাত-শিবির ট্যাগ দেওয়া হবে এই ভয়ে কাদের মোল্লার ফাঁসি বা হত্যার বিরুদ্ধে প্রতিবাদ না করে চুপ আছেন, তাইলে বুঝতে হবে আপনি এখনো শাহবাগের তৈরি করা ফ্যাসিস্ট বাউন্ডারিতে বন্দি। দ্রুত নিজের মনের ফ্যাসিবাদের চিকিৎসা করান।

শাহবাগের মব-ফ্যাসিজমকে যদি আমরা চ্যালেঞ্জ না করি, তাহলে ভবিষ্যতে আবারো কোন শাহবাগ নতুন রুপে ফিরে আসতে পারে। সেইটা আমরা হইতে দিবো না।

কাদের মোল্লাসহ সকল বিচারিক হত্যাকান্ডের বিচার চাই।

Musafir

09 Dec, 17:53


আজকে ছাত্র দলের এক বন্ধু আমারে একটা আইডির সস পাঠাইছে নাম হইলো 'খোকা বাবু মঞ্জুরুল' এইটা আমার এক শিবির বন্ধুরে পাঠাইলাম।
এইটা দেখে সে একটু পরে আমারে একটা পেইজের সস দিল সেটার নাম 'চাচ্চু রাকিবুল' এইটা আবার আমি আমার ছাত্র দলের বন্ধুরে পাঠাইলাম ।
এখন ছাত্র দলের বন্ধু ভাবতেছে আমি শিবির আর শিবিরের বন্ধু ভাবতেছে আমি ছাত্রদল 😑

Musafir

08 Dec, 15:22


খেলার মাঠে তাকবির স্লোগান দিলে মাশাল্লা। এরাই আমাদের গর্বের তরুণ আগামির ভবিষ্যৎ। কিন্তু ইসলামী দলগুলার তাকবির স্লোগান গণতান্ত্রিক স্লোগান হয়ে যায়। এভাবে স্লোগান দিয়ে আসলে ইসলামের কোণ উপকার নাই, রেফারেন্স সহ দেখুন এই বিষয়ে ১০১টা আর্গুমেন্ট।

আবার খেলায় অনেক সমস্যা থাকলেও নিজের মতের সাথে মিললে সেটা হেকমত । দাওয়াতী টুল হিসেবে বিবেচ্য।

Musafir

08 Dec, 14:45


রিকশা,টেম্পু,ট্রাক বা বাসস্ট্যান্ডে চাঁদাবাজি করবে শ্রমিকদল। ছাত্রদল সেখানে গিয়ে চাঁদাবাজি করার মাধ্যমে মূলত শ্রমিকদলের প্রতি বৈষম্য করছে। শিক্ষা রিলেটেড ফিল্ডে কি আমরা গিয়ে ভাগ বসাই? আমরা বৈষম্যহীন দেশ চাই। -জনৈক শ্রমিক লিডার।

Musafir

13 Nov, 16:02


ঢাকা কলেজে ১৮৩ বছর পূর্তি উপলক্ষে ২০ নভেম্বর সেন্ট্রাল ফিল্ডে কনসার্ট হবে দেখলাম। ঢাকা কলেজ সহ অন্যান্য কলেজ ভার্সিটির এসব কনসার্টের তীব্র বিরোধীতা করছি। আমি জানি আমার বিরোধীতায় কিছুই হবে না, কনসার্ট হবেই। তবুও কিছু কথা বলা প্রয়োজন মনে করছি-

প্রথমেই যদি কিন্তু ছাড়া স্বীকার করছি, আমি প্রায়ই গান শুনি, কাওয়ালী আমার পছন্দের ক্যাটাগরি এগুলা আমি একান্তই নিজে নিজে শুনি।

অশ্লীল কোণ গান শুনা বা দেখা ইসলাম সাপোর্ট করে না। যদিও অশ্লীল কোন গান আমি শুনিনা তবুও আমার গান শুনার বিষয়টা আমার ঈমানী দুর্বলতা। আল্লাহ চাইলে আমাকে ক্ষমা করবেন।
কিন্তু প্রবলেম হলো আপনি যখন প্রকাশ্যে নিজে অশ্লীল গান বাজনা শুনবেন এবং সেগুলা প্রচার করবেন। দেখেন নিজে নিজে যদি গোনাহ করেন তাহলে সেটা আল্লাহ গোপন রেখেই মাফ করে দিতে পারে কিন্তু প্রকাশ্যে অশ্লীলতা করলে আল্লাহ নরমালি মাফ করবে না।

যারা কনসার্টে আয়োজন করছেন তারা একবার চিন্তা করেন, শতশত ছেলেপেলে এই কনসার্টে গান শুনবে, নাচবে, গাইবে ইত্যাদি। এদের সকলের যত গোনাহ হয় সব গুনাহর সমান ভাগ আপনারা পাবেন। নিজেরটাতো আছেই সাথে সবারটা যোগ হবে।

আর যারা যারা আনন্দে ফেসবুকে প্রচার করছেন এবং প্রচার প্রচারনা করে ভাবছেন ঢাকা কলেজের বা আপনার ভার্সিটির মান মর্যাদা বৃদ্ধি করে ফেলছেন তারাও সতর্ক হোন। আপনার প্রচারের কারনে যারা যারা কনসার্টে যাবে সকলের গোনাহর সমান ভাগ আপনার ভাগেও এড হবে।

শুধু তাই না এইটা চক্রবৃদ্ধি মুনাফার মতো, আপনার মাধ্যমে যতজন জানবে এবং তারপর থেকে তাদের মাধ্যমে যতজন জানবে, তারপর তাদের মাধ্যমে যতজন জানবে... শুরুটা তো আপনার থেকে হইছে সুতরাং চক্রবৃদ্ধি হারে সকলের গোনাহর ভাগ আপনাকে বহন করতে হবে।

ইভেন আপনার মাধ্যমে যদি কেউ এই কনসার্ট বা গান বাজনায় অভ্যস্ত হয়ে যায় আপনি মইরা গেলেও তার মাধ্যমে চক্রবৃদ্ধি হারে গোনাহ পাইতে থাকবেন।
তাই ঢাকা কলেজ সহ দেশের যে কোণ কলেজ ভার্সিটিতে যারা এইসব আয়োজন করেন, হেল্প করেন, পরামর্শ দিয়ে পাশে থাকেন আপনারা দয়া করে সতর্ক হোন। মুসলমানের বাচ্চারা এতোটা বেহায়া হতে পারে না।

একজন সাধারণ মুসলিম ছাত্র হিসেবে আপনাদেরকে সতর্ক করলাম । কেউ না মানুক আমি আল্লাহর কাছে এক্সকিউজ দিতে পারমু। আমার যায়গায় আমি সেফ । আপনারা নিজেদের কপাল পুইরেন না । দয়া করে বিবেক দিয়ে চিন্তা করেন।

*প্রকাশ্যে গান বাজনা বা অশ্লীলতার বিরোধীত করে গোপনে গান শুনাকে কোন ভাবেই হালাল করছি না। গোপনে বা প্রকাশ্যে যেভাবেই অশ্লীলতা করা হোক সেটা অবশ্যই আপরাধ। আমি জাস্ট একা একা শুনা আর প্রকাশ্যে আয়োজনে ভুমিকা রাখা, নাচানাচি করা বা অন্যদেরকে অশ্লীলতায় জড়ানোর ভয়াবহতা বুঝাইছি।

আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদেরকে এসব থেকে হেফাজত করুক। আমার জন্যও দোয়া করবেন, যেন এগুলা পুরাপুরি বর্জন করে ঈমান নিয়ে মরতে পারি।

Musafir

12 Nov, 13:09


খালেদা জিয়া ছাড়া বিএনপির কোন সিনিয়র নেতাকে আমি বিশ্বাস করি না।

গত ১৬ বছরে তৃনমূলের কর্মীরা নির্যাতনের স্বীকার হইছে, শহিদ হইছে। ছাত্রদলের শত শত পোলাপান ঘর ছাড়া হইছে।

বুইড়া কোন নেতাই তেমন নির্যাতনের স্বীকার হয় নাই। ইভেন খালেদা জিয়ার সমান নির্যাতনের স্বীকারও হয় নাই অথচ এখন এরা লীগের জন্য কান্না কইরা মইরা যাইতাছে।
এই বুইড়া নেতাদের কাছে বিগত ১৬ বছরে নির্যাতন সহ্য করা নেতা কর্মীদের পাত্তা নাই। আমার এলাকায় ২৩ সালের নির্বাচনের আগে ছাত্রদলের একটা ছেলেরে পুলিশ গুলি করে খুন করছিলো । এমন শত শত ঘটনা আছে, এগুলার বিচারের জন্য এই বুইড়ারা কি করছে? অথচ চিল্লায়া বলে 'দল নিষিদ্ধ চাই না, মজিবের ছবি সরাইতে চাই না'।

এই দেশ নিয়ে সত্যিকারেই আর কোন আশা নাই। আল্লাহ বাচাইলে উগান্ডা চলে যাবো। তবুও এই নষ্টাদের দেশে থাকবো না। এক ফ্যাসিস্ট দূর হইছে সামনে হয়তো আমাদের কপালে নতুন ফ্যাসিস্ট আসতেছে। আমদের মুক্তি নাই। আমদের রক্তের চেয়ে নেতাদের বাসার পানির দামও বেশি।

আল্লাহ মাফ করো। এই দুনিয়ায় খুনিদের বিচার হবে না। তুমিই খুনিদের ও তাদের দালালদের বিচার কইরো। আমাদের শহিদ ভাইদের জান্নাত দান কইরো।

Musafir

28 Oct, 10:27


গত ১৬ বছরে নিয়ম মাইনা আন্দোলন করতে চাইছে দেখেই ঈদের পর আর শেষ হয় নাই হাসিনাও যায় নাই। এখন আসছে বালের গান্ধিবাদিতা দেখাইতে । এইসব গান্ধিবাদিতা দেখাইয়া নিজেরা বালডা ছিড়ছে।

এখনো ৭২ এর সংবিধানের প্রতি কত আনুগত্য। এই বালের মুজিববাদী সংবিধান বাতিল না করলে যেই লাউ সেই কদুই থাকবে।
এই সংবিধান মাইনা কিসের জাতিয় ঐক্যের কথা বলে! আগে তো এই সংবিধানের কবর রচনা করতে হবে। আর ভাই আমরা এইসব বুদ্ধিজীবী মার্কা নিয়ম কানুন মাইনা রক্ত দেই নাই।

আসলে কিছু বলার নাই। ছাত্রদের সাথে বিএনপি এখনি দুরত্ব তৈরি করতেছে যেটা সামনের দিনে ভালো হবে না।

Musafir

27 Oct, 05:44


রুমিন ফারহানা বিপ্লবী ছাত্রদেরকে "মবের মুল্লুক" বইলা বেসিং করতেছে। তার সম্পর্কে আমার কখনোই ভালো ধারনা ছিলো না কারন অতীতে লীগের অনেকের সাথে তার অতি সুসম্পর্কের কথা সবারই জানা। এখনো সেই অবস্থা বিরাজমান।
রাষ্ট্রপতি ইস্যুতে সে একেবারে ঢলে পরতেছে। ছাত্রপীগের জন্যও তাদের মায়া লাগে। লীগরে এখনি পূনর্বাসন করতে উঠেপড়ে লাগছে। এইরকম বিএনপি হইলে আগামি দিনে ছাত্র জনতা বিএনপির বিষয়েও চিন্তা করবে।
বিএনপির হাই কমান্ড এগুলা নিয়া না ভাবলে, ছাত্র জনতার পালস না বুঝলে সামনের দিনে তাদেরও ভোগতে হবে।

Musafir

21 Oct, 09:31


আমাদের কাছে পিচঢালা রক্তাক্ত রাজপথ যুবতি সুন্দরী প্রিয়তমার থেকেও বেশি প্রিয় হয়ে গেছে। ফুল ছিটানো নরম বিছানা ও প্রেয়সীর মাতাল করা আহ্বান থেকে উত্তপ্ত রাজপথ আমাদের কাছে বেশি আকর্ষণিয়।

সাঈদ,মুগ্ধ,শান্তরা শহীদ হয়ে গেছে কিন্তু আমরাতো এখনো বেচে আছি। সুতরাং মরা ভেড়া নিয়া প্রতি বিপ্লবের স্বপ্ন দেখা বাদদাও বাচ্চারা।

Musafir

04 Oct, 12:43


অনেকে গায়রতের দোহায় দিয়ে এমন সব কথা বলে যেটা অনেকটা হাস্যকর।

একজন দেখলাম বললো- আমি আমার স্ত্রীর নামটাও বন্ধুদের কাছে বলবো না। আমরা জানি যে যেমন তার বন্ধুরাও মেক্সিমাম টাইমে এমন হয় সুতরাং আপনি নিজেই যেখানে বানাইছেন এমন ফালতু বন্ধুবান্ধব সেখানে আবার নিজেরে সাধু প্রমানের কি আছে। আগে বন্ধু নির্বাচনে সতর্ক হোন দেখবেন তখন আর এই কথা বলাই লাগবে না যে নিজের স্ত্রীর নামটাও বলতে চান না। আমাদেরও তো বন্ধুবান্ধব আছে কই তারা তো আমদের কাছে স্ত্রীর নাম নিতে ইনসিউরিটিতে ভোগে না।

একজন কয়েকদিন আগে বলছিলো বাসায় মেহমান আসলে তার স্ত্রী রান্না করে না সে নিজে রান্না করে খাওয়ায় কারন স্ত্রীর রান্না খেয়ে যদি কেউ বলে ভাবির রান্না ভালো হইছে। এইটা তার কাছে থ্রেট মনে হয় তাই চা ও সে নিজে বানায়া খাওয়ায়। ভালো কথা মানুষের নিজস্ব চিন্ত ফিকির থাকতেই পারে কিন্তু সে এইটারে ফেসবুকে আইসা গায়রত বলে চালায়া দিচ্ছে। অনেকে বাহ বাহ ও দিচ্ছে। এগুলা বাড়াবাড়ি জিনিস ।

শুনেন এতো বেশি গায়রত গায়রত বইলা চিল্লায়েন না। এগুলা চিল্লানোর বিষয় না প্র্যাক্টিকেলি বাস্তবায়ন করার বিষয়। নবী রাসুল সাহাবী সবার স্ত্রীদের নাম আছে এবং তাদের বাসায় মেহমান আসলে তাদের পত্নীরাই রান্না করে খাওয়াতো। আপনি তাদের থেকেও বেশি গায়রতের অধিকারী হয়ে গেছেন ভালো কথা, কিন্তু ভাই এইটা আবার ফেসবুকে আইসা প্রচার করার কি আছে!

নারী অবশ্যই পর্দায় থাকবে তাই বলে নিষিদ্ধ বস্তু হিসেবে ট্রিট করেন কেন? এগুলা নিজের মধ্যেই রাখেন গায়রত বলে চালায়া দিয়েন না।

Musafir

02 Oct, 04:43


তেল আবিবে শ্যুটিং অপারেশন চালানো ২ শহীদ বীর যোদ্ধা, পশ্চিম তীরের Al-Khalil এর বাসিন্দা Mohammed Rashid Misk ও Ahmed Al-Haymouni

এরা বাংলাদেশের হলে মডারেট ট্যাগ খাইতো নিশ্চিত 😀 অথচ আল্লাহ এদেরকে কবুল করে নিছে। যারা ট্যাগ দেয় তারা কুয়ার ব্যাঙ কুয়াতেই থেকে যায়।

Musafir

01 Oct, 18:26


ঈদের থেকে বেশি আনন্দ লাগতেছে আজকে। আল্লাহ অভিশপ্তদের ধ্বংস করে দেক।

Musafir

01 Oct, 18:19


আনবিলিভেবল, ইটস টোটালি আনবিলিভেবল!
দুনিয়ার কোন বিশেষজ্ঞ এনমকি ইরানও মনে হয় ভাবে নাই হিজ্রাইলে আগ বাড়িয়ে হামলা করবে। কিন্তু দুনিয়ার সব হিসাব নিকাষ পাল্টায়া ইরান ৪০০'র মত মিসাইল এটাক করছে যেগুলা হিজ্রাইলে আঘাত হানতে সক্ষম হইছে।
জানিনা সামনে দিনে মধ্যপ্রাচ্যের অবস্থা কি হবে। আল্লাহ মুসলিমদেরকে নিরাপদে রাখুক। জুলুমের অসবাস হোক।

Musafir

01 Oct, 18:11


গাজার মজলুম বীর জনতা উল্লাস করছে। তাদের খুশিতে আমরাও খুশি । আল্লাহু আকবার

Musafir

01 Oct, 18:04


ঈদ মোবারক

Musafir

01 Oct, 18:02


চোখের শান্তি

Musafir

29 Sep, 14:25


আসিফ মাহতাব স্যারের সাথে আমার চিন্তাগত দ্বিমত আছে এবং সামনের দিনেও হয়তো চিন্তাগত পার্থক্য থাকবে। তাই বলে তাকে নিয়ে ট্রল করা বা তাকে ছোট করা কোন শিক্ষিত মানুষের কাজ হতে পারে বলে বিশ্বাস করি না।
কারন সে একজন মজলুম । এলজিটিভির বিরুদ্ধে বলায় চাকরি হারাইছে। ছাত্র জনতার গন আন্দোলনে যাওয়ায় জেলে গিয়ে নির্যাতনের স্বীকার হইতে হইছে। শাহবাগীদের বেশিং এর স্বীকার হইছে এখনো হচ্ছে। এই মজলুম মানুষটারে নিয়া আপনার কেন এতো চুলকানী?
আরে ভাই তার সাথে চিন্তাগত পার্থক্যের কারনে আপনি ভুলে যাচ্ছেন সে একজন নিরপরাধ মজলুম মানুষ । তাতে তো আপনিও একজন ফ্যাসিস্ট ও জালেম হয়ে উঠছেন।
তার আসলে দোষ কি বলেন আমাকে? সে নিজে কোন পদ চাইছে? সে কারো সাথে বাটপারি করছে? কারো টাকা মেরে দিছে? কাউকে গালি দিছে? ফ্যাসিস্টদের পক্ষ নিছে?
এখনো ফ্যাসিস্টদের দালালি করা অনেকরে আব্বা ডেকে দেন অথচ হাসিনার বিরুদ্ধে গিয়ে যে রিমান্ডে গেছে তাকে আপনি গালি দিচ্ছেন। আপনার থেকে বড় চুতিয়া আর কে!
ধরেন, আমি বললাম আপনার বাপকে x কমিটিতে রাখা হোক তাতে আপনার বাপের দোষটা কি? এখন আপনি আমার কথাকে কোড করে আপনার বাপের বিরুদ্ধে ইভেন্ট খুলে বা পোস্ট দিয়ে ঘৃণা ছড়াবেন? এইটা লজিক্যাল?
চিপাচাপার চেংড়া পোলাপান ইসলাম নিয়া হাবিজাবি কথা বললে আপনার সমস্যা হয়না কিন্তু এলজিটিভি নিয়া বা ইসলামের পক্ষে বলায় আসিফ মাহতাবরে নিয়া আপনি ট্রল করেন। মানে লজ্জা থাকা দরকার আপনাদের।
তার সাথে চিন্তা বা আদর্শগত অমিল থাকলে কন্সট্রাকটিভ ক্রিটিক করেন। সেটা না করে ঘৃণা ছড়ানোটা ভালো মানুষের পরিচয় না।

Musafir

27 Sep, 08:21


চারদিকে জামাত-শিবিরের রব উঠেছে। মিডিয়ায় পর্যাপ্ত কাভারেজ পাচ্ছে। ভার্সিটির শিবির নেতাদের আত্মপ্রকাশ ঘটছে। এসব দেখে অনেকেই ভাবছে তারা ক্ষমতায় চলে আসতে পারে।

একদল আতঙ্কিত হয়ে যাচ্ছে সবজি খাওয়া বন্ধ হয়ে যাবে ভেবে। আর কিছু আছে বোরকা হিজাব পড়তে হবে বলে উষ্মা প্রকাশ করছে 😀

আদতে এমন কোন সম্ভাবনাই নাই। ফেসবুক দেখে বাস্তবতা বুঝা কঠিন। বাস্তবে বিএনপি-র ধারে কাছেও নাই কোন দল।
শিবিরের মেধা যোগ্যতা হয়তো ছাত্রদলের থেকে বেশি কিন্তু ম্যান পাওয়ার ও পলিটিকাল নেতা দলের বহুত বেশি।

জামাতের হয়তো কিছু আসন বাড়তে পারে সেটাও সর্বোচ্চ ৪০-৫০ টা। এর বেশি হলে মিরাকল হবে৷ বাকি ইসলামি দল গুলা ১-২ টা আসন পেলেও পেতে পারে।

বিএনপি ক্ষমতায় আসছে এটা শিউর ধরে নেন। দেশের সবগুলা ইসলামি দল মিলেও ক্ষমতায় আসতে পারবে না। আগামী ১৫ বছর অন্তত কোন সম্ভাবনা দেখি না।

তবে একটা সম্ভাবনা আছে, এবার বিএনপি ক্ষমতায় এসে যদি আ'লীগের মত আচরণ করে তাহলে নেক্সটে ইসলামপন্থীদের জন্য সুযোগ আসা পসিবল।

কিন্তু বিএনপি যেন লীগ না হয়ে উঠে সেটা নিশ্চিত করা তাদের দলের পাশাপাশি আমাদেরও দায়িত্ব।

Musafir

23 Sep, 15:38


অনেকেই আমার সাথে দেখা করতে চান বা পার্সোনালি কথা বলতে চান কিন্তু বাস্তবতার কারনে সেটা হয়ে উঠে না। আসলে আমি এমন কেউ না যে আমার সাথে দেখা করা বা কথা বলাটা বিশেষ কিছু। তবুও ম্যাংগো পিপল হিসেবে পরিচিত হতে সমস্যা নাই ।

আমরা প্রতি মাসে একটা নির্দিষ্ট বই নিয়ে কোন একটা সেফ প্লেসে পাঠ চক্রের মত করে আলোচনা করতে পারি। তাহলে সেই বইটাও পড়া হবে, কিছু জানা যাবে সেই সাথে দেখা সাক্ষাৎ আলাপ পরিচিয় সবই এক সাথে হতে পারে। সবসময় যে অফলাইনেই হতে হবে এমন না অনলাইনেও বসা যাবে।

অনেক দিন ধরে আইডিয়াটা মাথায় ঘুরছে। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি হইলে হইলো না হইলেও প্রবলেম নাই ।

এ বিষয়ে আপনাদের মতামত বা পরামর্শ দিলে খুশি হবো। সেই সাথে এই কাজে যদি কেউ হেল্প করতে চান সেটাও জানায়েন।

আগ্রহী হলে এই ফরমটা পুরন করতে পারেন। কোন টাকা পয়সা লাগবে না। অবশ্যই ঢাকার মধ্যে যারা আছেন শুরু তারাই আপাতত এড হইতে পারবেন।
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdfMzYX5rOpNSB6nc8S2b06q4seTe42BfTWlLJ9G_V_z0ALBQ/viewform?usp=pp_url

Musafir

23 Sep, 07:39


আমি ফরহাদ মাজহারকে আসলেই অনেক বড় বুদ্ধিজীবী মনে করতাম । সে বাম হলেও মনে হতো এই লোকের জ্ঞানের গভীরতা খুব বেশি। এবং ইসলাম সম্পর্কেও মোটামুটি ভালো জানেন। আর বেশভূষা ও ভাবসাব দেখে সেটা আরো বেশি রিয়েলিস্টিক লাগে।

তো কয়দিন আগে সামনে বসে তার একটা আপাল শুনলাম, শুনে মনে হলো এদেশে জ্ঞান দিয়ে বুদ্ধিজীবী হওয়ার চেয়ে ভাব দিয়ে বুদ্ধিজীবী হওয়া সহজ এবং কার্যকরি।

আমার জ্ঞান নাই বললেই চলে, ইসলাম নিয়েও খুব বেশি জানি না কিন্তু মজহার সাহেবের ইসলাম নিয়ে যেই বুঝাপড়া সেটা মাদরাসার প্রাথমিকে পড়া পোলাপানের থেকে বেশি হওয়ার চান্স কম।
আসলে মেঘ মল্লার বসুরা যেভাবে অনেক তরুনদের আইডল হয়ে যায় কিংবা বড় বুদ্ধিজীবী হয়ে আছে সেখানে ফরহাদ মাজহার দেশ সেরা বুদ্ধিজীবী হওয়াতে অবাক হওয়া উচিৎ না।

আপনি যদি ইংলিশ জানেন এবং হালকা পাতলা কিছু জ্ঞান থাকে পাশাপাশি কোন ইন্সটিটিউশনাল প্রাইড থাকে তাহলে আপনার জন্য বুদ্ধিজীবী হওয়া খুব কঠিন না।

Musafir

22 Sep, 13:15


জাস্ট ৩টা ঘটনা বলি-
১) ৪ তারিখে যখন সারা দেশে লীগ ঘোষনা দিয়া প্রকাশ্যে অস্ত্র নিয়া মাঠে নামে তখন সাইন্সল্যাবে শিবিরের নেতারা এম্বুলেন্সে করে লাঠি আনাইছিলো। ঐরকম সিচুয়েশনে ধানমন্ডির মত যায়গায় এমন কাজ করা সাধারন ছাত্রদের কল্পনায় আসবে কখনো?

২) যাত্রাবাড়িতে ছাতদলের সাবেক কয়েকজন নেতা একধরনের বিশেষ ওয়েপন বানাইছে (নাম বলা যাবেনা), সেগুলা যেন কোন ভাবেই ভিডিও না হয় সে জন্য আমরা ২ স্তরের নিরাপত্তা দিয়ে তাদেরকে মাঝে রাখছি যেন বড় বেল্ডিং গুলা থেকেও ভিডিও না করা যায়।

৩) কার্ফিও চলা কালীন সময়েও যাত্রাবাড়ি এলাকায় কয়েকদিন আন্দোলন হইছে। যাত্রাবাড়িতে হাজার হাজার গাড়িকে আমরা আকটে দিছিলাম প্রথম দিকে, যেগুলা দুর্গের মত কাজ করছে কিন্তু চাকার হাওয়া না ছাড়ায় এক রাতে সব গুলা গাড়ি চলে যায় তখন পুরা রাস্তা ফাঁকা পুলিশ চাইলেই ফোর্স নিয়ে চলে আসতে পারছে।

ঠিক তখন সাইনবোর্ড এলাকায় জামায়াতের ইয়াং ইউনিটের লোকেরা তাহাজ্জুদের সময় গিয়া রাস্তার পাশে পার্কিং করা বাস ও কিছু ট্রাককে রাস্তার মাঝে এনে আগের মত ভুল না করে চাক্কার হাওয়া ছেড়ে দেয় ।

শুধু হাওয়া ছেড়ে ক্ষান্ত হয়নাই দেখছি ২টা করে চাক্কা একেবারে খুলে রেখে দিছে। আমরা যখন ঘুম থেকে উঠে ৮-৯ টার দিকে আন্দোলনে বের হইছি তখন দেখি এই গুরুত্বপূর্ন কাজ গুলা তারা করে রাখছে। একটা গ্যাসের গাড়ি ছিলো যেটার কারনে পুলিশ দুপুর পর্যন্ত সাইনবোর্ডের দিকে এগুতে পারে নাই।


কাহিনী হইলো সাইন্সল্যাবে-জিগাতলায় ৪ তারিখে লীগের সাথে আমাদের ব্যাপক মারামারি হয়। পিলখানার সামনে বিজিবি ও পুলিশলীগ দর্শকের মত দাড়ায়া ছিলো জাস্ট। আমরা সর্বাত্মক চেষ্টা করি লীগের ধানমন্ডি অফিস দখলে নিতে কিন্তু তাদের হাতে অস্ত্র ছিলো এবং কিছু পুলিশ সিভিল ড্রেসে লীগের হয়ে আমাদের উপর গ্যাসও মারছে। তাই সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করেও সম্ভব হয়নাই।

তো সেদিন সাইন্সল্যাব মোড়ে ছাত্রদলের লোকজন একসাথে জড়ো হয়ে নিজেদের মত করে শ্লোগান দিচ্ছিলো। আর শিবিরের লোকজন ছড়ায়া ছিটায়া ছিলো। শিবিরের সেন্ট্রাল লিডারদেরও দেখছি সেখানে।

আমি একজনকে গিয়া বললাম আপনারা আন্দোলনে কি করতেছেন। খালি বড় বড় কথা বলেন কিন্তু কাজের কাজ কিছু নাই। সে একটা হাসি দিছে জাস্ট আর তেমন কিছু বলে নাই। পরে দেখি এম্বুল্যান্সে করে শিবির লাঠি আনাইছে। শিবিরের বাইরে সাধারন পোলাপান জানেও না এইরকম রিস্কি কাজ কারা করলো । এতো বড় সাহস ধানমন্ডি এলাকায় কাদের হইলো।

একটানা মাঠে থাকায় এবং অনেকের সাথে পরিচয় থাকায় অনেক কিছুই দেখছি নিজ চোখে । তাই সুশীল হইতে পারি না। ঘরে বসে থেকে চুল ছেড়া লোকেরাও এখন দেখি রাজনৈতিক দলগুলারে ধুয়ে দিচ্ছে। এগুলা করে আপনাদের তেমন বেশি লাভ হবে না। শাহবাগী বয়ান এই জেনারেশনকে খাওয়াইতে চাইলেও আমরা সেটা হতে দিবো না।

জুলাইয়ের ইতিহাস আমাদের নিজের চোখে দেখা কারোর লেখা পড়ে জানি নাই। সো সুশীলগিরী দেখানোর আগে ভাইবেন এই বিষয় গুলা । আসলে আপনারাও মাঠের খবর খুব বেশি জানেন না কারন আপনারা তখনও বুদ্ধিজীবী আলাপ দিয়া কুল সাজছিলেন।

প্রথম থেকে বলে আসছি এই আন্দোলনে বিরোধী প্রায় সকল রাজনৈতিক দল অংশ নিছে। তাই এটা কারো একার আন্দোলন না বা কোন একক রাজনৈতিক ক্রেডিট কেউ নিতে পারবে না। তখন সবাই ছিলো সাধারন ছাত্র। তাই এখন যারা শিবির বা ছাত্রদলরে মাইনাস করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ করা উচিৎ।

Musafir

16 Sep, 07:24


এমেরিকার এক বড় ভাইয়ের কাছ থেকে একটা সিক্রেট জানতে পারলাম।

জুলাই বিপ্লবের মূল মাস্টারমাইন্ড সিআইএ এবং এমআইটি । মূলত সমন্বয়করা তাদের সাথে মিলে হাসিনারে ফালাইছে।

তাই ছাত্র জনতা যতই রক্ত দেক বা আন্দোলন করুক মূল ক্রেডিট কিন্তু তাদেরই।

৭১ এ শেখ মজিব জেলে না থাকলে যেমন স্বাধীনতা পাইতাম না ঠিক তেমনি সমন্বয়করা বাসায় না থাকলে ২৪ এ ও স্বাধীন হতাম না । এটাই সত্য ইতিহাস।