Rakibul Hasan

@rakibulhasanduir


Politics without borders

Rakibul Hasan

21 Jan, 00:22


আল জাযিরার নিউজে বলা হচ্ছে ইজরাইলি আর্মি জানিয়েছে নেতানিয়াহুর বাড়িতে ড্রোন আক্রমণ করেছে।

Rakibul Hasan

21 Jan, 00:20


গতকাল ইয়াহইয়া সিনওয়ারের শেষ মুহুর্তের ভিডিওটা দেখার সময় আমি ভাবছিলাম তার জায়গায় যদি আমি হতাম, এই সিচুয়েশনে হয়ত আঙ্গুলটাও নাড়াতে পারতাম না।

হাটু খুলে পড়ে গেছে, আঙ্গুল উড়ে গেছে, দুই দুইটা শেলের আক্রমণ সয়ে তারপর যে তীব্র গতিতে এবং প্রচন্ড শক্তিতে লাঠিটা ছুড়ে মেরেছেন!! আল্লাহু আকবার। এরকম শক্তি সিংহের গায়েও থাকে না।

আল্লাহ সিনওয়ারকে এমন প্রাণ দিয়ে পাঠিয়েছিলেন, যা হরণ করার ক্ষমতা ইজরায়েলের নাই।

কিন্তু এই মহাবীর, সারাজীবন যিনি যুদ্ধের ময়দানে কাটিয়েছেন, শাহাদাতের মৃত্যু তার উপযুক্ত পুরস্কার। তাই আল্লাহ অসীম সাহসিকতা, অকল্পনীয় বীরত্ব আর ত্যাগের প্রতীক হিসেবে প্রতিষ্ঠার মাধ্যমে তাকে তার পুরস্কার বুঝিয়ে দিয়েছেন।

Rakibul Hasan

21 Jan, 00:20


https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0v8oqLaBhkVVAUeq6RYgiYoa5aaPDZJgw7Z8xcBFK1WAUEya9wiSZ3rRyokb2UQ1bl&id=100003682460873&mibextid=CDWPTG

Rakibul Hasan

21 Jan, 00:20


বাংলায় এই ভিডিওটা বেশ ভালো। আপনারা দেখতে পারেন।


https://youtu.be/mV-qX2mD9bY?feature=shared

Rakibul Hasan

21 Jan, 00:20


ইয়াহইয়া সিনওয়ার যে বিরোচিতভাবে শাহাদাতবরণ করেছেন, তা লক্ষ লক্ষ যুবককে শাহাদাতের প্রেরণা যোগাবে।

Rakibul Hasan

21 Jan, 00:19


ধারণা করা যাচ্ছে ইয়াহইয়া সিনওয়ার শহিদ হয়েছেন। ইজরাইল নিশ্চিত করেছে।

আল জাযিরার এক এনালিসিসে বলা হচ্ছে যুদ্ধক্ষেত্রে সিনওয়ারের মৃত্যু ইজরাইলি প্রোপাগাণ্ডাকে ব্যর্থ করে দিয়েছে।

কত শত কোটি ডলার ব্যয় হচ্ছে সিনওয়ারকে খুজতে। কতবার বলা হইছে যে তারা বন্দিদের নিয়ে টানেলে আত্মগোপন করে আছে, কিংবা সাধারণ নাগরিকদের ঢাল বানিয়েছে।

অথচ দেখা যাচ্ছে সিনওয়ার ইজরাইলের নাকের ডগায় ঘুরে বেড়াচ্ছে, তাদের বিরুদ্ধে লড়াই করছে! তারা এমনকি চিনতেও পারছে না সে কে!

হয়ত এমন বহু বহু বার হইছে যে ইজরাইলিদের সাথে সম্মুখযুদ্ধে সিনওয়ার ছিলেন।

মৃত্যকে কতটা তুচ্ছ ভাবলে, কতটা নির্ভয়-নির্ভার হলে এইভাবে জীবন দেওয়া যায়!

আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে বিশ্রাম দিন। খালিদ বিন ওয়ালিদদের সাথে তার নাম তালিকাভুক্ত করুন।

Rakibul Hasan

21 Jan, 00:19


আমি ক্লাসে ছিলাম।

এসে দেখতে পাচ্ছি মুজাহিদদে আযম, যুগের সালাউদ্দিন, শায়খ ও মুরশিদ ইয়াহইয়া সিনওয়ার শহিদ হয়েছেন মর্মে সংবাদ পাওয়া যাচ্ছে।

এটা সত্য হোক কিংবা মিথ্যা হোক, হামাসের যুদ্ধ, কৌশল, শক্তি, কোনোকিছুতেই এর প্রভাব পড়বে না।

কারণ হামাস কখনোই ব্যক্তিনির্ভর দল ছিল না।

Rakibul Hasan

21 Jan, 00:14


যদি এটা সত্য হয়ে থাকে, তাহলে এটা একটা দারুণ প্রতিশোধ হবে। যদিও আইডিএফ প্রধানের কুকর্মের প্রকৃত সাজার জন্য তারে এইভাবে কয়েক লক্ষবার হত্যা করতে হবে। কিন্তু সেটা যেহেতু মানুষের ক্ষমতায় নাই, যতটুকু শোনা যাচ্ছে, সেটা সত্য হলেই মনে হচ্ছে তার দুনিয়াবি সাজা পূর্ণ হইছে।

বাকিটা আখেরাতের জন্য বরাদ্দ রইল।

Rakibul Hasan

21 Jan, 00:14


ভয়াবহ এই আক্রমণে ইজরাইলি ডিফেন্স ফোর্স বা আইডিএফের (ইজরাইলি সেনাবাহিনি) প্রধান নিহত হয়েছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

এই ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ইজরাইল এখনো নিরব।

Rakibul Hasan

21 Jan, 00:14


ইজরাইলে ইরানের মিজাইল হামলার পর আমেরিকা ইজরাইলে নতুন ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা পাঠাচ্ছে। সেগুলো পরিচলনার জন্য আমেরিকান সৈন্যও পাঠাচ্ছে।

ইরান আমেরিকাকে বলেছিল ইজরাইল থেকে যেন সৈন্য ও নাগরিকদের সরিয়ে নেয়।

Rakibul Hasan

21 Jan, 00:14


গতকাল হিযবুল্লাহ ইজরাইলে তাদের স্মরণকালের সবচাইতে ভয়াবহ হামলা চালিয়ছে।

হাইফা এবং তেল আবিবের মাঝামাঝি বেনইয়ামিনা সামরিক ঘাঁটিতে এই আক্রমণ চালিয়েছে। এদিন গোটা ইজরাইল জুড়ে হিযবুল্লাহ অসংখ্য আক্রমণ চালিয়েছে। কিন্তু এর মধ্যে সবচাইতে ধ্বংসাত্মক ছিল বেনইয়ামিনার ড্রোন আক্রমণ।

সৈন্যদের ডাইনিং এ খাওয়ার সময় এই ড্রোনটি বিস্ফোরিত হয়। বিস্ফোরিত হওয়ার আগে ড্রোনটি একটি মিসাইলও নিক্ষেপ করেছিল। তারপর নিজেও বিস্ফোরিত হয়।

হিযবুল্লাহ ৩ টি ড্রোন পাঠিয়েছিল, দুইটা ইজরাইল ঠেকায়ে দিছে বলছে।

ঠিক কী পরিমাণ হতাহত হইছে তা এখনো ক্লিয়ার না। এখনো পর্যন্ত ৭ জন নিহত ও ৩৯ জন আহত হওয়ার কথা জানা যাচ্ছে।

হিযবুল্লাহ ইজরাইলি নাগরিকদের বলছে পরবর্তী দিকনির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত সাধারণ নাগরিকরা যেন ইজরাইলি সামরিক ঘাঁটির আশেপাশে না যায়।

Rakibul Hasan

21 Jan, 00:11


বিশ্বব্যাপী ইসলামি শিক্ষাব্যবস্থা বা মাদরাসা শিক্ষাব্যবস্থার কিছু দিক নিয়ে অল্পস্বল্প কিছু আলাপ করলাম।

আমি জানি-অনেকেরই আমার সাথে তীব্র দ্বিমত থাকবে।

তারপরও শোনার এবং ভুল থাকলে সেটা নিয়ে প্রোডাক্টিভ সমালোচনা করার আহবান জানাই।

হোপফুলি জেনারেল ধারার ভাইরা মাদরাসা শিক্ষা সম্পর্কে নতুন কিছু ডাইমেনশন পাবেন।


অনেক দিন পর কোথাও আলাপ করলাম।


https://www.facebook.com/share/v/wJrAXGJDyWLej4vy/

Rakibul Hasan

21 Jan, 00:07


মাহমুদুর রহমান বা অন্য যে কারো নেতৃত্বে জনদাবিগুলো উত্থাপনের আন্দোলন শুরু করতে হবে। যেগুলো বিগত সিস্টেমের রোগগুলো সারাবে।

ফেসবুকে তো সব বলা যায় না, ডক্টর ইউনুসের বিশেষ সহকারি মাহফুজ আলম খালেদ মহিউদ্দিনের সাথে সাক্ষাৎকারে সরাসরি বলেছে যে তারা ছাত্রলীগকে নিষিদ্ধ করতে যাচ্ছে। আওয়ামী লীগের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয় নাই। খালেদ মুহিউদ্দিন জানতে চাইছে কেন ছাত্রলীগের ব্যাপারে সিদ্ধান্ত আসছে?

বলছে এটা গণদাবি। মাহমুদুর রহমান এই দাবি উচ্চকিত করছে এবং বিশাল একটা অংশ এই দাবির পক্ষে সমর্থন জানাইছে। ফলে সরকারের পক্ষে সিদ্ধান্ত নেওয়া সহজ হইছে।

সরকারের জায়গা থেকে আমাদের বুঝতে হবে যে এই সরকার প্রথাগত কোনো পদ্ধতিতে জনগণের ম্যান্ডেট নিয়ে আসেনি। তাদের পক্ষে কী পরিমাণ জনগণ সম্মতি প্রদান করেছে, তার অবজেক্টিভ কোনো প্রমাণ নাই। এই সরকার এসেছে আনস্পেসিফাইড 'গণ-চাহিদার' ভিত্তিতে।

ফলে তারা চায় তাদের কাজগুলোর পেছনে গণদাবি, গণচাহিদা, গণরায় থাকুক। যেন তাদের কাজগুলোর একটা 'গণভিত্তি' থাকে।

খুব সহজ ভাষায় বললে জনগণের যে দাবিগুলো মনে হচ্ছে চাপা পড়ে যাচ্ছে, যেমন আহতদের চিকিৎসা, পুনর্বাসন, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, ছাত্রলীগ নিষিদ্ধকরণ, লীগের বিচার গতিশীল করা ইত্যাদি-এসব দাবিতে আমাদের 'পালটা শাহবাগ' গড়ে তুলতে হবে।

সহজ হিশাব। আমরা জড়ো হতে হবে। দাবি তুলতে হবে। প্রেশার ক্রিয়েট করতে হবে।

Rakibul Hasan

21 Jan, 00:05


গাযা গণহত্যার একবছর পূর্তি উপলক্ষ্যে হামাস তেল আবিবে রকেট নিক্ষেপ করেছে।

এবং আবু উবায়দা রীতি ভেঙে অনেক লম্বা ভাষণ দিয়েছে।

Rakibul Hasan

21 Jan, 00:05


দুই মিনিটে ইরানের অপারেশন ট্রু প্রমিজ টু বা ওয়াদায়ে সিদক সানি। প্রস্তুতিপর্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত।

Rakibul Hasan

21 Jan, 00:03


আগামীকাল ১ম বর্ষপূর্তি।

আপাতদৃষ্টিতে মনে হতে পারে ফিলিস্তিনিরা হেরে গেছে, গাযা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে, দ্বিতীয় নাকবা প্রায় সফল হয়ে গেছে; কিন্তু বাস্তবে এখনও যুদ্ধ শেষ হয়নি, বরং বিস্তৃত হয়েছে।

ওদের আল্ট্রা-রাইট যেদিকে যাচ্ছিল, বিশ্বরাজনীতি যেদিকে যাচ্ছিল, ৭ অক্টোবর না হলে ধীরে ধীরে ফিলিস্তিন ইস্যুটাই নন-ইস্যু হয়ে যেত। পশ্চিম তীরের অর্ধেককে অ্যানেক্স করে নেওয়া হতো, বাকি অর্ধেককে একাধিক গাযায় রূপান্তরিত করা হতো, এবং একপর্যায়ে আকসা ভেঙে ফেলা হতো।

এখনও সেই প্রক্রিয়া থামানো যায়নি; কিন্তু এই সঙ্কটের একটা সল্যুশন যে জরুরী, সেই আলোচনাটা আবার ফিরে এসেছে। আমাদের এক জেনারেশনের জন্য এক বছর খুবই কম সময়, তাই আমাদেরকে সহজেই হতাশা ঘিরে ধরে। কিন্তু ফিলিস্তিন যুদ্ধ চলছে ১০৭ বছর ধরে। দীর্ঘমেয়াদী ফলাফল বোঝার জন্য তাই এক বছর যথেষ্ট সময় না।

এই দিনের এই বিদ্রোহের ফলে, উন্মুক্ত কারাগার ভেঙে বন্দীদের বেরিয়ে আসার প্রচেষ্টার ফলে যে অকল্পনীয় ত্যাগ তারা স্বীকার করেছে, তার দীর্ঘমেয়াদী প্রভাবেই হয়তো একদিন বিজয় আসবে। এটুকু স্বপ্ন আমাদেরকে দেখতেই হবে।

ছবি © ইয়েমেনি কার্টুনিস্ট কামাল শারাফ

Rakibul Hasan

21 Jan, 00:01


কিছুদিন আগে ঢাকার স্বনামধন্য এক দারুল ইফতায় একটা সেশন ছিল। সেখানে আমি বলেছিলাম-এই দেশে লীগের রাজনীতির সবচাইতে বড় টুল হিসেবে সর্বদা নিবেদিতপ্রাণ হিসেবে কাজ করছে হুজুররা (ইসলামিস্টরা)।

লীগের রাজনীতির প্রায় ১৪ আনা সবসময় হুজুররা স্বেচ্ছায়, সানন্দে করে দিছে। বাকি প্যাদানোর অংশটা জাস্ট লীগ করতে হইছে। আর কিছু না।

Rakibul Hasan

21 Jan, 00:00


ইরাক থেকে নিক্ষিপ্ত ড্রোন সিরিয়া থেকে দখলকৃত গোলান মালভূমিতে একদম ইজরাইলি সেনাদের রুমের ভিতর গিয়ে বিস্ফোরিত হইছে।

এতে দুইজন মারা গেছে, আরও ২৪ জন আহত। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর।

Rakibul Hasan

20 Jan, 23:58


আজকে লেবাননে ইজরাইলের ৭ সৈন্য ও এক কমান্ডার মরেছে। একদিনেই মরার রেট বেশ হাই।

এক গ্রামে তারা এম্বুশের কবলে পড়েছে। সেই গ্রামে ইজরাইল মাত্র ৬৫০ বার বোম্বিং করছে, সৈন্যদের জন্য রাস্তা ক্লিয়ার করতে।

সৈন্যরা ভাবছিল পুরা গ্রাম ফাঁকা, খুব সহজেই তারা সেখানে অবস্থান নিতে পারবে।