Mufti Nazmul islam Qasimi

@niqasimi


Muftee ▪️ Writer ▪️ Translator ▪️ Editor ▪️ Businessmen & Social Activists

Mufti Nazmul islam Qasimi

19 Oct, 12:48


মূল ভবনে আ’ঘা’ত করার সময় তিনি গ্রাউন্ড ফ্লোরে ছিলেন। ভবনের চারদিক ঘিরে ফেলে দা’ন’ব বাহিনী। ওদের উপস্থিতি টের পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি উপরের তলায়, ঠিক যেখানে তিনি লুকিয়ে থাকতেন, সেখানে চলে গেলেন। তাঁর এর দৌড়ঝাঁপ দেখে ফেলে ওরা। উপরে ওঠার মুহূর্তেই ওরা আবার তাঁকে লক্ষ করে ট্যা’ঙ্ক থেকে হা’ম’লা চালায়। তিনি মা’রা’ত্ম’কভাবে আ’হ’ত হন এবং একটা হাত শরীর থেকে বি‘চ্ছি’ন্ন হয়ে যায়। তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে তাঁর জায়গায় গিয়ে বসলেন। এরমধ্যে শ’য়’তা’ন বা‘হিনী তোড়জোড় করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল। তিনি তা টের পেয়ে এক হাতেই দু দুটো গ্রে’নে’ড নিক্ষেপ করেন ওদেরকে ল’ক্ষ্য করে। ওরা সাহস হারিয়ে ফেলল। যে গতিতে উপরে ওঠার চেষ্টা করেছিল তারচেয়ে দ্বিগুণ গতিতে পুনরায় নিচে নেমে গেল।

বাহিরে রুদ্ধদ্বার বৈঠক। সিদ্ধান্ত হল ড্রো’ন প্রবেশ করিয়ে তাঁর অবস্থান শনাক্ত করা। সিদ্ধান্ত অনুযায়ী ড্রো’ন ব্যবহার করল তারা। তিনি শরী’র থেকে আলাদা হয়ে যাওয়ার র’ক্তা’ক্ত হাত নিয়ে দেখছিলেন সব। তাঁর এক হাতে ছিল লাঠি। যখন ড্রো’ন তাঁর কাছাকাছি আসল ঠিক তখনই তিনি লাঠি নিক্ষেপ করলেন ড্রো’ন এর উদ্দেশ্যে। তাঁর এই অবস্থান শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে পুরো বিল্ডিং গু’ড়ি’য়ে দেওয়ার মতো শক্তিশালী ট্যাং’ক শে’ল্ড ব্যবহার করল ওরা এবং তিনিও তাঁর সামনের কাতারে থেকে লড়াই করার এক অবিস্মরণীয় ও ঐতিহাসিক অভিযাত্রা শেষ করলেন।

লেখক : নজরুল ইসলাম

Mufti Nazmul islam Qasimi

01 Oct, 19:20


ইরানের বিপ্লবী গার্ড :
'আমরা ৩টি ইজ/রায়েলের বিমানবন্দর ধ্বংস করেছি; যেখানে F-15 বিমান সংরক্ষিত ছিল।'

Mufti Nazmul islam Qasimi

01 Oct, 19:09


তেলাবিবের আকাশে আতশবাজির মতো ফুটছে ইরানের মুহুর্মুহু মিসাইল

Mufti Nazmul islam Qasimi

01 Oct, 19:09


আসসালামু আলাইকুম

Mufti Nazmul islam Qasimi

23 Aug, 15:39


যে ছেলেটা উমরার টাকা বন্যার ফান্ডে দান করে দিয়েছিলো, তাকে একজন পাকিস্তানি মানুষ উমরাহ করানোর প্রস্তাব দিয়েছেন। ২৪ ঘন্টা যেতে না যেতেই আল্লাহ্‌র পক্ষ থেকে উপহার চলে আসলো, আলহামদুলিল্লাহ।

Mufti Nazmul islam Qasimi

23 Aug, 12:29


ভলান্টিয়ারদের প্রতি দিক নির্দেশনাঃ

১/ যদি বোট নিয়ে আসতে চান, অবশ্যই স্পিড বোট আনবেন। ৩০ ফিট বা ৪০ ফিটের বড় বোট আনবেন না। বড় বোট পানিতে ক্রেন দিয়েও নামানো যাচ্ছেনা এবং কোনোভাবে গেলেও সব জায়গায় এই বোট ঢুকতে পারছেনা।

২/ স্পিডবোটে প্রচুর পরিমাণে জ্বালানি প্রয়োজন। তাই, সাথে করে ২৫ লিটার এর ব্যারেলে অকটেন নিয়ে যাবেন। প্রতি ২৫ লিটারের জন্য ১ লিটার করে মোবিল নিয়ে যাবেন।

মনে রাখবেন, খাবার কিনতে পাওয়া যাবে। কিন্তু অকটেন কিনতে পাওয়া যাবেনা। তাই ট্রাকে করে বেশি করে অকটেন ও মোবিল নিয়ে যান।

৩/ ওখানে মোবাইল নেটওয়ার্ক অলমোস্ট ডেড। গ্রামীণ সিম নিয়ে যাবেন। মাল্টিপল নাম্বার নিয়ে যেতে পারলে খুব ই ভাল।

৪/ সাঁতারে খুব ই দক্ষ এমন মানুষ ছাড়া কাউকে স্পিডবোটে পাঠাবেন না। ৬-৮ সিটার স্পিডবোটে ১জন চালক, ২ জন সাঁতারু ছাড়া বাকিরা সবাই ফিল্ডে অবস্থান করবেন। পানিতে নামবেন না।

৫/ স্পিডবোট একবার নেমে গেলে উঠানো যাবেনা, তাই চাইলেও সন্ধ্যার দিকে ফিরে আসতে পারবেন না। তাই রাতে ঘুমানোর প্রস্তুতি নিয়ে যান। প্রস্তুতি মানে বালিশ কম্বল না। একটা রেইনকোট।

৬/ যথেষ্ট পরিমাণে পাওয়ার ব্যাংক নিয়ে যান।

৭/ মনে রাখবেন, একদিন টানা কাজ করলেই আপনার ভোলান্টিয়াররা টায়ার্ড হয়ে যাবে। রিসোর্স ফুরিয়ে যাবে। স্পিডবোট কিন্তু পানিতেই থাকবে। তাই, চট্টগ্রাম থেকে নতুন ভোলান্টিয়ার যেন অকটেন এবং খাবার নিয়ে আসার জন্য রেডি থাকে, সেই প্রস্তুতি নিয়ে রাখবেন।

যদি এটা করার সামর্থ্য না থাকে, প্লিজ ভোলান্টিয়ারিং করতে যাবেন না। আই রিপিট, যাবেন না। মারা খাবেন।

৮/ যখন ই সুযোগ পাবেন, পরিবারের কাছে খবর পাঠাবেন যে আপনি ঠিক আছেন।

৯/ নিজের জীবনের রিস্ক নিবেন না। একজন মানুষকে বাঁচাতে গিয়ে আরেকজন মরলে দুইজন ই মরবে।

১০/ শেষে বলতে চাই, ভোলান্টিয়ারদের এত এত কষ্ট, আত্মত্যাগ মন ভরে যাওয়ার মতন। আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করুক।

✍️ Riad Ashraf

Mufti Nazmul islam Qasimi

18 Aug, 12:20


📌 "আমার হৃদয়, আমার মন, আমার অস্থি এবং আমার সত্তা ফিলিস্তিনিদের স্বাধীনতা লড়াইয়ের সাথে একাত্ম।"

জার্মানিতে একটি কনসার্ট চলাকালীন ফিলিস্তিনের পক্ষে কথা বলছেন আমেরিকান শিল্পী ম্যাকলমোর।

Mufti Nazmul islam Qasimi

18 Aug, 12:20


ঠিক

উল্লেখ্য, নতুন শিক্ষাক্রমে ট্রান্সজেন্ডার ইত্যাদি নানাবিধ আপত্তিকর বিষয় রয়েছে।

Mufti Nazmul islam Qasimi

15 Aug, 17:14


বাংলাদেশ স্বাধীন করতে শত শত শহীদ নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে। এমন হাজারো আমজাদ গুরুতর আহত হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। যাদের রক্তের শোধ এখনো বাকি রয়ে গেছে।

আর এদিকে এই ছাত্র-জনতার রক্তের উপর দাঁড়িয়ে চেয়ারে বসাদের কেউ কেউ বলছে, গণহত্যাকারী খুনীদের পুনর্বাসনের কথা। তাদেরকে দল গুছানোর কথা। তাদের পুনরায় রাজনীতি শুরু করার কথা। গণহত্যার বিচার না করে এইসব বলার মানে কি? গণহত্যার বিচার কর সবার আগে। শহীদের রক্তের সাথে বেইমানি বরদাশত করা হবেনা।

Mufti Nazmul islam Qasimi

15 Aug, 17:13


১৪ আগস্ট ইমারতে ইসলামিয়া আফগানিস্তান বিজয় ও আমেরিকার দখল থেকে দেশকে মুক্ত করার উপলক্ষ্যে আফগানিস্তানের ইসলামিক আমিরাত এবং অন্যান্য বিভিন্ন ইউনিট বিশেষ সামরিক শৃঙ্খলার মাধ্যমে লজের সামনে দিয়ে যাচ্ছে।

#afb_news #IslamicEmirate