来自 Stop Violence In Bangladesh (@exposelinknoksha) 的最新 Telegram 贴文

Stop Violence In Bangladesh Telegram 帖子

Stop Violence In Bangladesh
Support students 💪
1,909 订阅者
324 张照片
88 个视频
最后更新于 27.02.2025 02:20

相似频道

QASHQADARYO ZIYOSI
18,789 订阅者
مطالعات عمان
13,945 订阅者

Stop Violence In Bangladesh 在 Telegram 上分享的最新内容


ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক থেকে নামে-বেনামে যে অর্থ বের করে নেওয়া হয়েছে, তা এখন খেলাপি হিসাবে চিহ্নিত হতে শুরু করেছে।

তবে ব্যাংক খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, প্রকৃত খেলাপি ঋণের অঙ্ক আরও বেশি। কারণ, কেন্দ্রীয় ব্যাংকের খেলাপি ঋণের হিসাবে অবলোপন করা ও আদালতের আদেশে স্থগিত থাকা ঋণ বিবেচনায় নেওয়া হয়নি। এছাড়া বিপুল অঙ্কের ঋণ পুনঃতফশিল করা আছে। সেগুলোও এই হিসাবে নেই। সরকার পরিবর্তনের পর ব্যাংক খাত সংস্কারে পদক্ষেপ নিতে শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে খেলাপি ঋণের প্রকৃত চিত্র আগামী দিনে আরও বেরিয়ে আসবে বলে মনে করছেন কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ড. মইনুল ইসলাম বলেন, খেলাপি ঋণের এই তথ্য ভুয়া। কারণ বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আহসান এইচ মনসুর নিজেই বলেছেন খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা। এছাড়া একটা গণমাধ্যমেও বলা হয়েছে প্রকৃত খেলাপি প্রায় ৭ লাখ কোটি টাকা। মূলত কৌশলগত কারণে বলা যাচ্ছে না। তবে প্রকৃত খেলাপি ঋণ ৭ লাখ কোটি টাকার কম হবে না। কারণ এখানে ঋণ অবলোপন, অর্থঋণ আদালতে মামলা, আদালতে স্থগিতাদেশ ও ঋণ পুনঃতফসিল করা বিপুল অঙ্কের টাকার হিসাব নেই।

ফ্যাসিবাদী চিন্তা ও মতাদর্শ শিশু-কিশোরদের মননে গেঁথে দেওয়ার জন্য আওয়ামী-শাহবাগীবর্গ এদেশের শিক্ষাব্যবস্থায় হাত দেয়। এদেশের ভূমিপুত্রদের ইতিহাস-ঐতিহ্যকে কম প্রাসঙ্গিক করে দিয়ে পার্শ্ববর্তী দেশের অখণ্ড ভারত প্রকল্পকে মাথায় রেখে রচনা করা হয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। দুই হাজার বছর পূর্বের ইতিহাসকে বেশি প্রাধান্য দিয়ে সেই সময়কে স্বর্ণালী সময় হিসেবে অভিহিত করা হয়। মুসলিমদের ভারত বিজয়কে দেখানো হয় ভিনদেশী আক্রমণ হিসেবে।

এই ন্যাক্কারজনক কাজের পিছনে যারা বুদ্ধিবৃত্তিক অবদান রাখেন, সেসব ফ্যাসিবাদের দোসরদেরকেই আজ পুরস্কৃত করা হচ্ছে। ইন্ডিয়ান হেজেমনিক ন্যারেটিভ প্রতিষ্ঠা করার লক্ষ্যে রচিত পাঠ্যপুস্তক সম্পাদনার কাজে যুক্ত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আনিছা পারভীন জলি।

তাকে নেত্রকোনার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা এই নিয়োগের তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে উক্ত নিয়োগ বাতিলের দাবি জানাই।

রাজধানীর যাত্রাবাড়ীতে দিল্লি পলাতক খুনি হাসিনার পুলিশের গুলিতে আহত কাজলকে নিয়ে থাইল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছে এয়ার অ্যাম্বুলেন্স। রবিবার (১৭ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে একটি চার্টার্ড এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

এসময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রতিমন্ত্রী মর্যাদার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সের পরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ।

সরকারি খরচে তাকে বহন করার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ভেজথানি হাসপাতালে নেওয়া হচ্ছে। গত ৫ জুলাই পতিত স্বৈরাচারের পুলিশের গুলিতে মাথায় মারাত্মকভাবে আঘাত পান কাজল। পরে নেওয়া হয় রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে। তিন মাস ধরে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

রামদা, ছুরি, চাপাতি
ছাত্রলীগের মূলনীতি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

রাজধানীর কচুক্ষেত ও মিরপুর-১৪ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি এবং সেনাবাহিনী ও পুলিশের গাড়ি ভাঙচুর এবং আগুন দেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

গ্রেফতাররা হলেন- রিফাত, হৃদয় ও ইয়াসিন।

বেগম জিয়া কত আগে বিষয়টা বুঝতে পেরেছিলেন!

ঢাবি ক্যাম্পাসে রাতে একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে মধ্যরাতেই মশাল মিছিল বের করলো ছাত্র ইউনিয়ন। তারা এই সময় সেনাবাহিনীর বিরুদ্ধে শ্লোগান দেয়।

আজ শনিবার
২ নভেম্বর ২০২৪
২৯ রবিউস সানি ১৪৪৬
১৭ কার্তিক ১৪৩১
-------------------
ফজর- ৪:৪৯ মিনিট
জোহর- ১১:৪৫ মিনিট
আসর- ৩:৪৩ মিনিট
মাগরিব- ৫:২৩ মিনিট
ইশা- ৬:৩৮ মিনিট
--------------------
আজ সূর্যাস্ত- ৫:১৯ মিনিট
আজ সূর্যোদয়- ৬:০৫ মিনিট

পাকড়া গেয়া🤣🤣

😲মোংলায় মৃত্যুর খবর প্রচারের ৭ ঘণ্টা পর হঠাৎ এক নারী জীবিত হয়ে ওঠার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মৃত্যুর খবরে শাহিনাদের বাড়িতে স্বজনদের ভিড়।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে মৃত্যুর খবর হলে ভোরে মসজিদে মাইকিং করা হয়। সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন তার বাড়িতে গিয়ে জানতে পারেন তিনি জীবিত। মোংলা উপজেলার চিলা ইউনিয়নের দক্ষিণ হলদিবুনিয়া এলাকায় এমন ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোংলা উপজেলার দক্ষিণ হলদিবুনিয়া এলাকায় দীর্ঘদিন বসবাস করে আসছেন জলিল শেখ ও শাহিনা বেগম দম্পতি। কিছুদিন আগে শাহিনা বেগম শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের পক্ষ থেকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসাও করানো হয় তাকে। কিন্তু এতে সে সুস্থ না হলে বেশ কয়েকদিন ধরে শয্যাশায়ী হয়ে থাকেন।

মঙ্গলবার রাত ২টার দিকে তার কোনো সাড়া শব্দ বা নড়াচড়া না থাকায় পরিবারের লোকজন তার মৃত্যু হয়েছে বলে ধারণা করেন। ভোরে স্থানীয় কয়েকটি জামে মসজিদে মৃত্যুর খবরে মাইকিংও করানো হয় পরিবারের পক্ষ থেকে। এছাড়া গোসল, জানাজা ও দাফনের সব সরঞ্জামাদিও প্রস্তুত করেন পরিবারের স্বজনরা। পাশে বসে কোরআন পাঠও করেন অনেকে।

শাহিনা বেগমের মৃত্যুর খবর স্থানীয়দের কাছে ছড়িয়ে পড়লে শেষ বারেরমতো একনজর দেখার জন্য ছুটে যান প্রতিবেশীরা। সকাল ৮টার দিকে হঠাৎ জীবিত হয়ে ওঠেন তিনি। এ দৃশ্য দেখে হতবাক সবাই। মুহূর্তের মধ্যে ‘মৃত’ ব্যক্তি জীবিত হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মানুষ তার বাড়িতে ভিড় জমায় একনজর দেখার জন্য। তবে মৃত্যুর মতো এমন খবর সঠিকভাবে না জেনে প্রচার করা ঠিক হয়নি বলে জানান স্থানীয়রা।
চিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী আকবার হোসেন বলেন, ‘এলাকার চৌকিদারের মাধ্যমে বড় বাড়ির নারীর মৃত্যুর খবর আসে। এছাড়া মৃত ব্যক্তিকে গোসল ও দাফন করানোর প্রস্তুত নেয়া হয়েছিল। তবে ব্যস্ততার কারণে ওই সময় তার বাড়িতে দেখতে যেতে না পারলেও সকালে যাওয়ার জন্য প্রস্তুতি নেন তিনি। কিন্তু সকাল ৮টার দিকে জানতে পারেন ‘তিনি মৃত্যুবরণ করেননি, জীবিত আছে।’

তবে শাহিনা বেগমের মৃত্যুর খবর প্রচারের পর পুনরায় জীবিত খবর হওয়ায় এলাকার মানুষের মাঝে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। মৃতুর খবর প্রচারের পর জীবিত হওয়া শাহিনা বেগম ৪ সন্তানের জননী, তিনি মিঠাখালী সাহেবের মেঠ এলাকার আমির গাজীর মেয়ে।