Raj RETINA info

@rajshahiretina


Official Telegram Channel of Rajshahi Retina

Raj RETINA info

21 Oct, 11:45


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী
৪ জানুয়ারি চারুকলা,
২৫ জানুয়ারি কলা, সামাজিক বিজ্ঞান ও আইন,
১ ফেব্রুয়ারি বিজ্ঞান,
৮ ফেব্রুয়ারি ব্যবসায় ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Raj RETINA info

19 Oct, 16:07


ভার্সিটি ম্যাথ প্রোগ্রাম
বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি ২০২৪

🔷কোর্স ফি:৭০০০/- (অফলাইন)

👉 ২৪অক্টোবর, ২০২৪ পর্যন্ত ১০০০৳ ছাড়ে ভর্তি চলছে।
রেটিনার "মেডিকেল ও ডেন্টাল ভর্তি প্রস্তুতি '২৪" কোর্সের শিক্ষার্থীদের জন্যে আরো ১০০০/- ছাড়‼️


👉কি থাকছে কোর্সটিতে??

ক্লাস:
➜ মোট ক্লাস: ২২টি
➜ উচ্চতর গণিত: ০৯টি
➜ পদার্থবিজ্ঞান: ০৭টি
➜ রসায়ন: ০৬টি

পরীক্ষা
➜ ক্লাস টেস্ট: ২২টি
➜ পেপার ফাইনাল: ০৮টি
➜ সাবজেক্ট ফাইনাল: ০৪টি
➜ মডেল টেস্ট: ৫টি

💥প্রকাশনাসমূহ:
৩ টি রেটিনা ডাইজেস্ট-
রেটিনা ম্যাথ ডাইজেস্ট-উচ্চতর গণিত
রেটিনা ম্যাথ ডাইজেস্ট-পদার্থবিজ্ঞান
রেটিনা ম্যাথ ডাইজেস্ট-রসায়ন

৫ টি প্রশ্নব্যাংক-
ঢাবি-ক প্রশ্নব্যাংক
জাবি প্রশ্নব্যাংক
রাবি-চবি প্রশ্নব্যাংক
কৃষি গুচ্ছ প্রশ্নব্যাংক
গুচ্ছ (GST) প্রশ্নব্যাংক


প্রিয় শিক্ষার্থী,
তোমার লক্ষ্যে মনোনিবেশ করো, কারণ প্রতিটি ছোট পদক্ষেপ তোমাকে স্বপ্নের কাছাকাছি নিয়ে আসে।
কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং অধ্যবসায় তোমাকে বাকিদের থেকে আলাদা করবে।
তোমার সাফল্য কল্পনা করো এবং সেই দৃষ্টিকে তোমার দৈনন্দিন প্রচেষ্টাকে ত্বরান্বিত করতে দাও।

তোমাদের সফলতার পথকে মসৃণ করতে আমরা নিয়ে এসেছি "ভার্সিটি ম্যাথ প্রোগ্রাম" যা তোমাদেরকে মেডিকেলের পাশাপাশি ভার্সিটির জন্যেও করে তুলবে পুরোপুরি প্রস্তুত৷


🔴অফনাইল ভর্তি প্রকিয়া:
রাজশাহী রেটিনা অফিসে এসে সরাসরি।
🚧ঠিকানা: ঘোষপাড়া মোড়, মেডিকেল কলেজ রোড, রাজশাহী।

🌐অনলাইন ভর্তি প্রক্রিয়া:
https://rajshahiretina.com/


যোগাযোগ :
০১৭০ ৮০০ ৯০০১
০১৭০ ৮০০ ৯০০২
০১৭০ ৮০০ ৯০০৩
০১৭০ ৮০০ ৯০০৪

Raj RETINA info

16 Oct, 06:55


এক নজরে এইচএসসি ও সমমান পরীক্ষায় বিগত ২৪ বছরে জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা

Raj RETINA info

15 Oct, 05:51


এইচএসসি/আলিম পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদেরকে আন্তরিক অভিনন্দন। তোমাদের এই অসামান্য সাফল্যে অবদান রাখা আব্বু-আম্মু, ভাইয়া-আপু ও শ্রদ্ধেয় শিক্ষকদেরও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

যারা আশানুরূপ ফলাফল করতে পারোনি, মন খারাপ করবে না। চেষ্টা অব্যাহত রাখবে। সৃষ্টিকর্তা তোমাকে অনেকদূর নিয়ে যাবেন, ইনশাআল্লাহ।

Raj RETINA info

14 Oct, 10:15


আগামীকাল HSC/আলিমের ফলাফল দেখতে পারবে।
http://eboardresults.com/app/stud/
http://www.educationboardresults.gov.bd

Raj RETINA info

03 Oct, 12:42


এইচএসসির ফল ১৫ থেকে ১৭ অক্টোবরের মধ্যে।
সূত্র - প্রথম আলো

Raj RETINA info

01 Sep, 06:48


প্রিয় শিক্ষার্থী,
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে,আগামী ৪ সেপ্টেম্বর (বুধবার) রাজশাহী রেটিনার ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।
৫ ও ৭ সেপ্টেম্বর থেকে অফলাইন ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ।

স্পেসিফিক সময় এবং তারিখ(ছেলে/মেয়ে) ম্যাসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।

একই সাথে থাকছে মেধা মূল্যায়ন পরীক্ষা।
মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্নে পরীক্ষা
সিলেবাস: HSC '24 (ফুল সিলেবাস)
বিষয় : জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাধারন জ্ঞান, ইংরেজি।
পরীক্ষার ধরণ :১০০ টি MCQ
সময়: ৫০ মিনিট
থাকছে আকর্ষনীয় পুরষ্কার।

ডাক্তার হওয়ার স্বপ্ন, শুধু একটি স্বপ্ন নয়।এটা একটা অঙ্গীকার অধ্যাবসায়, ত্যাগ, জ্ঞানার্জন ও শ্রেষ্ঠত্বের। তাই সামনের এই কঠোর যাত্রাকে আলিঙ্গন কর আবেগ ও অধ্যাবসায়ের সাথে। চিকিৎসক হওয়া শুধু জ্ঞানার্জনের জন্যে নয়, সহানুভূতি ও শ্রেষ্ঠত্বের নিরলস সাধনাকে মূর্ত করার জন্যে। তোমার লক্ষ্যে মনোনিবেশ করো, হৃদয়কে শেখার জন্যে উন্মুক্ত রাখো আর মানব কল্যাণে অবদার রাখার জন্যে নিজের উপর আস্থা রাখো।

তোমাদের এই যাত্রাপথের সঙ্গী হিসেবে রেটিনা আছে সবসময়।

Raj RETINA info

31 Aug, 07:19


অফিস খোলা থাকবে
সকাল ৯:০০- সন্ধ্যা ৭:৩০

Raj RETINA info

28 Aug, 11:40


শহীদ মুনতাসির রহমানঃ
শহীদ মুনতাসির রহমানের গ্রামের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোটের দৌলখাঁড় ইউনিয়নের দেওভাণ্ডার সৈয়দ বাড়ি। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি ডাইরেক্টর বাবা সৈয়দ গাজিউর রহমান ও মা শিরীন সুলতানার একমাত্র ছেলে মুনতাসির। তিনি মিরহাজারীবাগ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় বিজ্ঞান বিভাগে আলিম প্রথম বর্ষে ভর্তি হন।

যেভাবে শহীদ হনঃ
সোমবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে, সেনাবাহিনী এসে যাত্রাবাড়ী থানার সব পুলিশ সদস্যদের নিয়ে যায়। ওই সময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা থানার দখল নিয়ে থানার গেট আটকে দেয়। এ সময় আন্দোলনরত ছাত্ররা দূর থেকে যাত্রাবাড়ী থানা ঘেরাও করে রাখেন। ফলে থানার দখল নেয়া আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ থানা থেকে লুণ্ঠিত অস্ত্র নিয়ে ছাত্রদের ওপর বেপরোয়াভাবে গুলি করতে থাকেন। এ ছাড়া আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা যাত্রাবাড়ী এলাকার বিভিন্ন অলিগলিতে ঢুকেও অনেক ছাত্রকে গুলি করে হত্যা করে। সেখানেই মুনতাসির রহমান মাথায় গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকে।

সৈয়দ গাজিউর রহমান ছেলের মাথায় গুলিবিদ্ধ ও রক্তাক্ত নিথর দেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের লাশঘরের অনেক লাশের স্তূপের মাঝে খুঁজে পান। ছেলের মাথায় গুলি লেগে চোখের নিচ দিয়ে বের হয়ে যায়। গুলিবিদ্ধ রক্তাক্ত মাথা জাতীয় পতাকা দিয়ে বেঁধে দেয়া হয়। যাতে রক্ত বের না হয়।৫ আগস্ট দিবাগত রাত দেড়টার দিকে বাবা সৈয়দ গাজিউর রহমান ছেলের মাথায় গুলিবিদ্ধ ও রক্তাক্ত নিথর দেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের লাশঘরের অনেক লাশের স্তূপের মাঝে খুঁজে পান। ছেলের মাথায় গুলি লেগে চোখের নিচ দিয়ে বের হয়ে যায়। গুলিবিদ্ধ রক্তাক্ত মাথা জাতীয় পতাকা দিয়ে বেঁধে দেয়া হয়। যাতে রক্ত বের না হয়।

পিতামাতা ও শিক্ষকের অভিব্যাক্তঃ
ছেলের বিনিময়ে আমি কিছু চাই না। ছাত্ররা চাকরিতে কোটাপ্রথা বাতিল, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত দেশ, মুনাফাখোর, মজুদদারি, সিন্ডিকেট, অর্থ লুটকারীরের বিরুদ্ধে ব্যবস্থা, বাকস্বাধীনতা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য আন্দোলন করেছেন। তাদের দাবিগুলো বাস্তবায়নের জন্য খোদভীরু, সৎ, দক্ষ ও যোগ্য লোক ক্ষমতায় আসতে হবে। তাদের দাবিগুলো বাস্তবায়ন হলে আমার ছেলের স্বপ্ন পূরণ হবে।

শহীদ সৈয়দ মুনতাসির রহমান (১৫) তার বাবাকে বলতেন, দেশে কিসের স্বাধীনতা? আমরা চাকরি পাবো না। কথা বলতে পারি না। দেশ স্বাধীন না হলে। আমি লেখাপড়া করব না। আবার দেশ স্বাধীনের জন্য প্রয়োজনে যুদ্ধ করে আমি শহীদ হবো। শহীদ মুনতাসিরের প্রাণের বিনিময়ে মুক্তিকামী ছাত্র-জনতা নতুন বাংলাদেশ পেলেও মুনতাসির তা দেখে যেতে পারলেন না।