Peshaprobesh Achievers_Magazine Safalya Karmakshetra Karmasangsthan

@peshaprobesh


❇️Join our Main Channel 👉 @Gkstudyguide

#achivers #quiz #mocktest #poll #job #gk #education #tet #psc #rail #abgari #upsc #army #police #constable
#Karmakshetra, #Karmosangsthan, #Shiksha_Chakri_O_Khela

Peshaprobesh Achievers_Magazine Safalya Karmakshetra Karmasangsthan

21 Jan, 00:27


1. বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় ?

উঃ) আয়নো স্তর থেকে I

2. একটি জৈব বর্জ্যের উদাহরণ দাও I

উঃ) ধানের খড় I

3. ডিগ্রি শিট (ভূবৈচিত্রসূচক) মানচিত্রের স্কেল কতো ?

উঃ) 1:2,50,000

4. ভারতের রেল বগি তৈরি হয় এমন একটি স্থানের নাম লিখ I

উঃ) পেরাম্বুর I

5. যে সীমারেখার নীচে তুষার গলে জল হয় তাকে কী বলে ?

উঃ) হিমরেখা I

6. বৈপরীত্য উষ্ণতা সম্ভাব্য একটি রাজ্যের নাম লিখ I

উঃ) হিমাচল প্রদেশ I

7. চীনের হোয়াংহো অববাহিকায় সৃষ্ট সমভূমিকে কী বলে ?

উঃ) লোয়েস I

8. বায়ুমণ্ডলে সর্বাধিক পরিমাণে উপস্থিত গ্যাসীয় উপাদান কোনটি ?

উঃ) নাইট্রোজেন I

9. ভারতের বৃহত্তম হিমবাহের নাম কী ?

উঃ) সিয়াচেন I

10. ‘ডিম ভর্তি ঝুড়ি ভূপ্রকৃতি’ তৈরি হয় কোন বাহ্যিক শক্তির প্রভাবে ?

উঃ) হিমবাহের সঞ্চয় কার্যের ফলে I

💝 Study Material পেতে এবং মকটেস্ট দিতে আমাদের Telegram-এ যুক্ত হতে এই লিংকে ক্লিক করুন👇
https://tx.me/Gkstudyguide

💖 Whatsapp Channel👇
https://whatsapp.com/channel/0029VaSzYXmF1YlThb4K2b18

Peshaprobesh Achievers_Magazine Safalya Karmakshetra Karmasangsthan

21 Jan, 00:27


১. ‘ব্যবহারিক’ ভূগোল শব্দের প্রবক্তা কে ?
উঃ এ.জে.হার্বার্টসন I

২. ব্যবহারিক ভূগোলে ‘মেগাজিওগ্রাফিক্যাল’ শব্দ কে ব্যবহার করেন ?
উঃ পিটার নংস I

৩. ভারতে ব্যবহারিক ভূগোলের শুভারম্ভ কোন সালে হয় ?
উঃ 1951 এর পর I

৪. WGS এর সম্পূর্ণ নাম কী?
উঃ World Geographic Society

৫. GIS এর জন্য বর্তমানে অত্যন্ত জনপ্রিয় সফটওয়্যারটির নাম কী?
উঃ Arc View Software

৬. আধুনিক GIS এর সূত্রপাত কবে ঘটে ?
উঃ 1964 সালে কানাডায় I

৭. Arc/info সফটওয়্যার এর প্রস্তুতকারক সংস্থার নাম কী ?
উঃ ESRI .

৮. Resolution কয় প্রকারের হয় ?
উঃ চার প্রকারের I

৯. LANDSAT 1,2,3 এর Temporal Resolution এর সময়সীমা কত ?
উঃ 18 দিন I

১০. রাষ্টার ডাটার মৌলিক উপাদানের নাম কী ?
উঃ পিক্সেল I

╔═════ ᴊᴏɪɴ ᴡɪᴛʜ ᴜs ════╗
💥 𝙅𝙊𝙄𝙉 :- 🎓GK STUDY GUIDE📚
💥 𝙅𝙊𝙄𝙉 :- 🎓BANGLA JOB ALERT
╚═════ ᴊᴏɪɴ ᴡɪᴛʜ ᴜs ════╝