Mojtahid ( V2 Digital marketers)

@ota_mentor


Online Tech Academy Public Channel

Mojtahid ( V2 Digital marketers)

23 Oct, 09:10


যদি অতীত-ভবিষ্যৎ দুটোতেই যাওয়ার টাইম মেশিন পেতেন তাহলে কি কি করতেন💡
শেয়ার করে ফেলুন আমাদের সাথে 👇
https://www.facebook.com/share/p/x4n5UFRSM6Hwz6ua/

Mojtahid ( V2 Digital marketers)

22 Oct, 13:04


বিজনেসে যদি আপনার হয়, কন্ট্রোলটাও আপনার হাতেই থাকতে হবে!

#BusinessMindset #eCommerce
#OnlineTechAcademy

Mojtahid ( V2 Digital marketers)

22 Oct, 09:12


যারা নিজেরাই কখনো চেষ্টা করে দেখেনি, তাদের কথায় নিজের পথ চলা কেন থামাবেন

অনেকেই আপনাকে বলবে যে, “এই পথ কঠিন, আর আপনি পারবেন না”। কিন্তু তাদের সেই ধারণাটাই আসে নিজে কখনো চেষ্টা না করে, সেই ঝুঁকিটা না নিয়ে। আপনি যতক্ষণ না নিজে চেষ্টা করবেন, ততক্ষণ আপনি জানতে পারবেন না আপনাকে কোথায় গিয়ে থামতে হবে – সম্ভবত সেখানেই, যেখানে অন্যরা কল্পনাও করতে পারেনি।

তাই, লাইফে সিদ্ধান্ত একান্তই আপনার। অন্যের কথায় থেমে যাবেন, নাকি নিজের গোলের দিকে ফোকাস রেখে ছোট ছোট পদক্ষেপে এগিয়ে যাবেন?

যেকোনো স্বপ্ন পূরণের জন্য আপনার ইচ্ছা, চেষ্টা আর ফোকাসই যথেষ্ট, যা আপনাকে নিজের স্বপ্ন বাস্তবায়নে সবচেয়ে বেশি হেল্প করবে।

#NeverGiveUp #PositiveMindset
#BelieveInYou #OnlineTechAcademy

Mojtahid ( V2 Digital marketers)

21 Oct, 13:04


বিজনেস হোক আপনার লংটার্ম গোল, ফুলটার্ম সাকসেস🚀
#BusinessGrowth #GrowthMindset
#eCommerce #OnlineTechAcademy

Mojtahid ( V2 Digital marketers)

21 Oct, 08:59


পার্সোনাল গোল হোক বা বিজনেস গোল, ফোকাস ঠিক রাখা মানেই সঠিক পথে এগিয়ে যাওয়া। কিন্তু বিভিন্ন বাধা, ডিস্ট্রাকশন আর নানান রকম অপশনস এর ভিড়ে ফোকাস ধরে রাখাটাই মেইন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়

কিন্তু সফলতার জন্য এই ফোকাসটাই মেইন “KEY”

তাই যেকোনো কাজে ফোকাস ঠিক রাখতে -

👉 প্রথমেই যেকোনো একটাতে ফোকাস করুন
👉 না পারলে একটা ব্রেক নিয়ে আবার চেষ্টা করুন
👉 নেগেটিভ Environment থেকে দূরে থাকুন
👉 নিজেই কাজের Deadline ফিক্সড করুন
👉 আর ডেইলি গোল সেট করুন – যেটা পূরণ করতে পারলে বড় গোলগুলো অ্যাচিভ করতেও নিজেকে সেলফ-মোটিভেটেড রাখতে পারবেন।

🎯 ফোকাস ধরে রাখা কঠিন, কিন্তু সেটা যদি আপনি ধরে রাখতে পারেন, তাহলে যেকোনো কাজেই সাকসেস হওয়াটা অসম্ভব কিছুই নয়!

#FocusedMindset #GoalSetting
#OnlineTechAcademy

Mojtahid ( V2 Digital marketers)

20 Oct, 13:03


বেস্ট সল্যুশনটা কি "বিজনেস" হতে পারে

#CareerChoice #GrowthMindset
#OnlineTechAcademy

Mojtahid ( V2 Digital marketers)

20 Oct, 09:07


আয় বাড়ে না আবার ব্যয়ও কমে না, কেন

সত্যি বলতে, ব্যয় করা আমাদের জন্য একটা স্বাভাবিক ব্যাপার, চোখের পলকেই হয়ে যায়, কিছু কিনে ফেললাম আর টাকা চলে গেল! কিন্তু ইনকাম বা আয়? এটা একটা প্রসেস, যার জন্য দরকার স্কিল, সময়, ধৈর্য আর পরিশ্রম। 💯

তবে, আমরা ব্যয় করবো বলেই তো আয় করি, তাই না? এই জন্যই আগে নিজের আয়টাকে “STABLE” করা জরুরি। কারণ একবার ইনকাম সোর্স ঠিকমতো FLOW করাতে পারলে, ব্যয় নিয়ে দুশ্চিন্তা কমে যাবে।

এখন প্রশ্ন হলো, আপনার ক্যারিয়ারে ঠিক কোন পথটা বেছে নিলে, ব্যয় নিয়ে এই দুশ্চিন্তা না করে নিজের এবং পরিবারের NEEDS & DREAM গুলো সহজেই পূরণ করা যাবে? সেটাই আপনাকে বুঝতে হবে এবং খুঁজে বের করতে হবে!

#GrowthMindset #MoneyManagement
#SuccessTips #OnlineTechAcademy

Mojtahid ( V2 Digital marketers)

19 Oct, 14:28


https://youtu.be/OwqM8zF42Lw?si=-8J2f_aClJEYhOos

Mojtahid ( V2 Digital marketers)

19 Oct, 09:06


সবাই একভাবে চেষ্টা করলেও সবার সফলতা আসে না, কারণ শুধু হার্ডওয়ার্ক করলেই হয় না, স্মার্টওয়ার্ক করাটাও জরুরি

কেউ হয়তো শিখতে শিখতে এগোয়, আবার কেউ একই ভুল বারবার করে। চেষ্টা করেও সফল না হওয়ার একটা বড় ফ্যাক্টর হলো কনসিস্টেন্সি আর সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে না পারা। অনেকেই চেষ্টা করার মাঝপথেই থেমে যায় বা নতুন কোনো প্রবলেম ফেস করলে কোনো কিছুর সমাধান করতে না পেরে আর চেষ্টা করতে চায় না।

পার্থক্যটা মূলত এখানেই, যারা সফল হয় তারা শুধু চেষ্টাই করে না, বরং নিজের স্ট্র্যাটেজি সঠিকভাবে ইউজ করে, স্মার্টলি থিংক করার মাধ্যমে নিজের Mistakes থেকেই Learning নিয়ে সময়মতো নিজেকে অ্যাডজাস্ট করে আবার নতুনভাবে অ্যাকশন নেয়।

তাই, যদি থামতে না জানেন, হার মানতে না জানেন, এবং ভুল থেকেও শিখে কন্টিনিউয়াস চেষ্টা করতে পারেন, তাহলে অবশ্যই সফলতা আসবে। 💯🏆

#NeverGiveUp #BelieveinYou
#DigitalEntrepreneur #OnlineTechAcademy

Mojtahid ( V2 Digital marketers)

18 Oct, 14:09


https://youtu.be/LbduQv42mCE?si=0T0JxIqlpRZK_j2-

Mojtahid ( V2 Digital marketers)

18 Oct, 09:03


আমরা সবাই লাইফের বিভিন্ন সময়ে একে অপরকে হেল্প করি, পরামর্শ দিই – কখনো জানার জন্য, কখনো আটকে থাকা কাজটার সহজ সমাধানের জন্য। এই যে মানুষের সাথে মিশে, প্রয়োজনে বা কাজে পাশে দাঁড়াই, কানেক্ট হই, একে অন্যকে হেল্প করার ট্রাই করি, মূলত এটাই নেটওয়ার্কিং।

আর উদ্যোক্তা লাইফে এমন কিছু সঠিক মানুষের সাথে কানেক্ট থাকাটা খুবই জরুরি যারা –

👉ভালো কাজে উৎসাহ দিতে জানে,
👉কোনো ভুল সিদ্ধান্তে “না” বলতে জানে,
👉নিজের রেসপনসিবিলিটি গুলো বুঝতে পারে, আর
👉যাদের মাঝে একটা স্ট্রং পজিটিভ মাইন্ডসেট থাকে।

তবে এমন পজিটিভ মেন্টালিটির মানুষদের সাথে মেশার জন্য, তাদের থেকে IMPORTANT লাইফ-চ্যাঞ্জিং সাজেশন নেয়ার জন্য আপনাকেও পজিটিভ হতে হবে। সাথে নিজের অ্যাকশন গুলোর প্রতি থাকতে হবে রিয়েল ডেডিকেশন, যাতে তারাও আপনার ডেডিকেশন দেখে আপনাকে হেল্প করতে আগ্রহী হন।

#HelpEachOther #GrowTogether
#PositiveMindset #DigitalEntrepreneur #OTA

Mojtahid ( V2 Digital marketers)

17 Oct, 13:04


সফল রিয়েল উদ্যোক্তারা কখনও স্রোতে গা ভাসাননা

#RealActionTaker #DigitalBusiness
#OnlineTechAcademy

Mojtahid ( V2 Digital marketers)

17 Oct, 09:02


যারা ই-কমার্স বিজনেসে অল্প দিনেই ব্যর্থ হয়ে যান বা লসে পড়ে সব কিছু বন্ধ করে দেন, তাদের সবারই একটা কমন প্রবলেম হলো – না জেনে বুঝেই বিজনেস স্টার্ট করে দেওয়া

যদি লং-টার্মে সফলভাবে বিজনেসটা করতে চান, সেক্ষেত্রে এই ম্যাটারগুলো সবার আগে জানতে হবে –

১। আপনি আসলে কেন ই-কমার্স বিজনেস শুরু করতে চান?
২। শুরু করলে ঠিক কীভাবে বা কোন প্ল্যান অনুযায়ী শুরু করবেন?
৩। শুরু করার পর কি কি প্রবলেম ফেস করতে পারেন, আর ফেস করলে কোন স্ট্র্যাটেজি ফলো করবেন?

আর এগুলো শিখে, জেনে-বুঝে ও সঠিক গাইডলাইন ফলো করলে অবশ্যই খুব দ্রুত সফলতার দেখা পাবেন। 💯🏆

#BusinessLearning #DigitalBusiness
#eCommerce #OnlineTechAcademy

Mojtahid ( V2 Digital marketers)

16 Oct, 13:04


যে ৫ টি বিষয় আপনাকে বাঁচাবে বিজনেসে ফেইল হওয়া থেকে -

#BusinessMindset #eCommerce
#OnlineTechAcademy

Mojtahid ( V2 Digital marketers)

16 Oct, 09:01


পারব না, খুব কঠিন! ভেবেই যে হার মেনে নিচ্ছেন, আসলেই কি চেষ্টা করে দেখেছেন, পারছেন কিনা

অনেক সময় আমরা ভেবে বসি, “যদি না পারি?” অথচ সত্যিটা হলো – চেষ্টা না করা বা করতে না চাওয়া, কিন্তু সাহস করে নিয়ে ফেলা একটা ছোট্ট অ্যাকশনই হয়তো একসময় আপনার সফলতার গল্প হয়ে উঠবে! 🚀

বিজনেসে হোক বা লাইফে যেকোনো কাজে বা সিদ্ধান্তে সাফল্য কোনটা এনে দেবে, সেটা কখনোই আগে থেকে জানা যায় না। তাই চেষ্টা করতে গিয়ে যদি হোঁচট খান, ভয়ের কিছু নেই কারণ সেটা আপনার শেখারই একটা অংশ।

আর অ্যাকশন বা চেষ্টাই হলো সেই সুযোগ বা দরজা, যেটা না খুললে নিজেকে জানার ও সম্ভাবনার জগৎটাই অজানা থেকে যায়।

আজ যারা সফল, তারা বারবার চেষ্টা করেই এতদূর এসেছেন। আর বাকিরা যারা তখন ভয়ে ছিলেন, তারা এখন এই রিগ্রেটেই দিন গুনছে যে – “যদি আরেকবার চেষ্টা করে দেখতাম!”

তাই, এখন আপনারও সিদ্ধান্তের চূড়ান্ত সময় – “আপনি কোন দলে থাকবেন?”

#SuccessMindset #TakeAction #NeverGiveUp #ActionTaker #OTA

Mojtahid ( V2 Digital marketers)

15 Oct, 18:01


আমাদের শারীরিক ও মানসিক সুস্থতার মূল ভিত্তি হলো “Food”

যারা ডিজিটাল বিজনেসে ফুড নিয়ে কাজ করছেন, তাদের মাধ্যমে দেশের অনেক মানুষেরই খাদ্য চাহিদা পূরণ হচ্ছে। কিন্তু সেই চাহিদা যেন শুধু পরিমাণে নয়, গুণগত মানেও নিরাপদ হয়।

আজ বিশ্ব খাদ্য দিবসে, অনলাইন টেক একাডেমির পক্ষ থেকে আপনাদের প্রতি শুভেচ্ছা রইল, যারা অনলাইন/ই-কমার্স বিজনেসের মাধ্যমে সবার খাদ্য চাহিদা নিশ্চিত করতে অবদান রাখছেন।

আপনাদের এই প্রচেষ্টার মাধ্যমে নিশ্চিত হোক সবার সুস্বাস্থ্য; সুন্দর ও নিরাপদ হোক প্রতিটি জীবন। 💝

#WorldFoodDay #HealthyFood
#eCommerce #OnlineTechAcademy

Mojtahid ( V2 Digital marketers)

15 Oct, 12:52


"ফ্রিডম লাইফ" না "কমফোর্ট জোন" কোনটা চান

#FinancialFreedom #GrowthMindset
#OnlineTechAcademy

Mojtahid ( V2 Digital marketers)

15 Oct, 09:33


মাসের ১৫ আসতে না আসতেই পকেট গড়ের মাঠ!

চাকরিজীবী বলেন আর বিজনেসম্যান, কার না এমন হালাত থাকে!?
চাকরিজীবীদের মনে হয়, “ইশ! মাসে যদি দুইবার বেতন পাওয়া যেত!” আর বিজনেসম্যানরা আকাশ-পাতাল হিসাব মিলায়, “আরে এতো সেল হলো! টাকা কই গেলো! টাকা নাই কেন!” 🤔

এইটা বলতে গেলে সবার জন্যই একটা জাতীয় সমস্যা, তবে এইটারও কোনো না কোনো সমাধান অবশ্যই আছে!
তাহলে কী সেই সমাধান

সমাধানটা হলো 👉 “মানি ম্যানেজমেন্ট”
যদিও অনেকেই বলবেন যে, “আমি তো হিসাব করেই চলি!” মেইন সমস্যা আসলে এইটাই যে, হিসাবটা কখন করতে হবে, আমরা ওইটাই বুঝি না

🎯 আজকে আসলে এইটাই শেয়ার করবো আপনাদের সাথে যে, হিসাবটা কখন করা উচিত - টিপস গুলো জানতে ক্লিক করুন এই লিংকে 👇
https://www.facebook.com/share/YK8mV25Z2itjoqcb/

Mojtahid ( V2 Digital marketers)

14 Oct, 12:52


ভুল মানে আপনার কাছে কি? লার্নিং or ফেইলিং?

#NeverGiveUp #GrowthMindset
#OnlineTechAcademy

Mojtahid ( V2 Digital marketers)

14 Oct, 09:04


যদি কখনো মনে করেন – “এবার সব কিছু শিখে ফেলেছি”
তাহলে খুব শীঘ্রই দেখবেন, সবার থেকে পিছিয়ে গেছেন

আপনি শেখা থামিয়ে দিলেও কিন্তু পুরো পৃথিবী থেমে নেই – নিউ আইডিয়া, স্কিল, অপরচুনিটি আর চ্যালেঞ্জ আসবেই। ঠিক একারণেই বিজনেস হোক বা পার্সোনাল লাইফ, পিছিয়ে থাকতে না চাইলে সবসময় নিজেকে আপডেট রাখা উচিত।

তাই এখনই নিজের মধ্যে লার্নিং মাইন্ডসেট গড়ে তুলুন, নয়তো সময় আপনাকে পেছনে ফেলে সামনে চলে যাবে!

#LearningMindset #NeverStopLearning
#BusinessGrowth #OnlineTechAcademy