মুহাব্বাতে কুরআন

@muhabbatequran


বোনদের দ্বারা পরিচালিত, শুধুমাত্র বোনদের জন্য।

আমাদের টেলিগ্রাম চ্যানেল: https://t.me/MuhabbateQuran

আমাদের ইউটিউব চ্যানেল: https://www.youtube.com/@muhabbate_quran

আমাদের ফেইসবুক পেইজ: https://www.facebook.com/muhabbatequran?mibextid=LQQJ4d

মুহাব্বাতে কুরআন

22 Oct, 02:38


মধ্যরাত অবধি সিরাত কিংবা ফিকহশাস্ত্রে মশগুল থেকে ফজর কাযা করা একটি অসুখ!
.
সারাদিন মাখরাজ, সিফাত, তাফসীর, তাদ্দাব্বুর নিয়ে পড়ে থেকেও দিনে পাঁচ আয়াত ও কুরআন তিলাওয়াত না করা একটি অসুখ!
.
গানের সুরে নাশিদ বানানো, সূক্ষ্ম মিউজিক এড করা, বালেগা বোনদের পাবলিকলি নাশিদ গাওয়া এবং সেই নাশিদ আবার গণহারে নিজেদের টাইমলাইমে শেয়ার করে গুনাহ কে প্রমোট করা একটি অসুখ!
.
'পর্দা' করে ফেসবুকে ছবি আপলোড করা, মেহেদী দেওয়া হাতের ছবি স্টোরিতে দেওয়া একটি অসুখ!
.
ফেসবুকে, মেসেঞ্জারে সারাটা দিন দাওয়াতি কাজের আঞ্জাম দিলেও নিজের মা-বোনের সালাত,পর্দার দিকে দাওয়াত দেওয়ার কোনো ফিকির ই না থাকা একটি অসুখ!
.
সহশিক্ষা হারাম জানা সত্ত্বেও নিজের ইচ্ছাতেই সহশিক্ষায় অবস্থান করে তৃপ্তির ঢেঁকুর তোলা একটি অসুখ!
.
শারীয়াতের সীমারেখা কেউ আমার সামনে নির্দিষ্ট করে দেওয়া সত্ত্বেও শুধুমাত্র তর্কে নিজে জেতার জন্য কথার পিঠে কথা বলা একটি অসুখ!
.
ফেইসবুকে নিজের ব্যক্তিগত জীবনের খুঁটিনাঁটি শেয়ার করা, বিয়ে করা মাত্র-ই নিজের জাওযকে অন্য বোনেদের সামনে উন্মুক্ত সম্পত্তি হিসেবে বিলিয়ে দেওয়া একটি অসুখ!
.
দ্বীনের কাজে আঞ্জাম দেওয়ার নিয়্যাতে শেখা এডিটিং, ডিজাইনিং, ফটোগ্রাফি,লেখালেখ দিয়ে নেহাত ই দুনিয়াবী কাজ করা, দ্বীনি ফায়দা ছাড়া হাসি-ঠাট্টা মূলক কিছু বানানো একটি অসুখ!
.
মিথ্যাকে মিথ্যা মনে না করে মিথ্যার মাধ্যমে পরস্পর হাসি-ঠাট্টা করা একটি অসুখ!
.
স্ট্রিক্টলি গায়রে মাহরাম মেইনটেইন করেও দুলাভাইয়ের সাথে নিজের ভাইসুলভ আচরণ একটি অসুখ!
.
নিজের দুঃখগুলো আল্লহর কাছে না জানিয়ে শুধু ই সেগুলোর ফিরিস্তি-ই তৈরি করে যাওয়া একটি অসুখ!
.
.
এমন হাজার টা অসুখ খুঁজলেই পাওয়া যাবে আমাদের আশেপাশেই। এই যে বের হলো আরেকটা! নিজের দিকে না তাকিয়ে আশেপাশের মানুষের মধ্যে অসুখ খোঁজা!!

তাহলে নিজেকে প্রশ্ন করি তো, এমন মোট কতগুলো অসুখ আমি নিজে স্বয়ং বয়ে বেড়াচ্ছি?

মুহাব্বাতে কুরআন

19 Oct, 09:07


আমরা বেশ অনেকদিন যাবৎ সবচেয়ে বেশি যে প্রশ্ন টা পেয়েছি, তা হলো: আপু, আপনাদের ফারযে আইন ৩ কবে আসবে?

আলহামদুলিল্লাহ। আল্লহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের মতো অধমদেরকে আপনাদের কাছে টুটাফাটা হলেও গ্রহণযোগ্যতা দান করেছেন। এটা কেবল-ই আমাদের মতো অধমদের মহান রব্বের দেওয়া একটি বিশেষ অনুগ্রহ ছাড়া কিছুই না, ছুম্মা আলহামদুলিল্লাহ।

এবার একটা খোশ-খবরি শোনাবো? আল্লহ চাইলে আপনাদের এই প্রশ্নের একটি কনক্রিট উত্তর আপনারা পেতে চলেছেন খুব শীঘ্রই। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ।

দু'আ চাই আখওয়াতি। খুব করে দু'আ চাই। মাওলায়ে কারীমের পক্ষ থেকে কবুলিয়াতের দু'আ চাই৷ আপনাদের যথাযথ হক্ব আদায়ের তাওফিক যেন পাই, সেই দু'আ চাই৷ কল্যাণ, রহমত ও বরকত যেন জুড়ে থাকে পুরো কাফেলা জুড়ে, সকল অনিষ্ঠতা থেকে যেন হিফাজত করেন রব্ব সে-ই দু'আ ও চাই এবং, এবং আরেকটি: যে বোনেরা আমাদের সাথে শামিল হবেন, তাঁরা যেন সর্বোচ্চ ফায়দা নিতে পারেন আমাদের থেকে। তাঁদের দ্বীনী, দুনিয়াবী জীবনে চলার পথে এই কাফেলাটি যেন একটু হলেও সাথী হতে পারে। তাঁদের রব্বের সাথে তাঁদের একান্ত গোপন ও অশ্রুমাখা কথোপকথনে এই কাফেলার উল্লেখ ও যেন থাকে পরম কৃতজ্ঞতা ও মুহাব্বাতে। এই দু'আগুলো একটু করে দেবেন মিন ফাদ্বলিক? মিন ফাদ্বলিক?

মুহাব্বাতে কুরআন

18 Oct, 09:44


সুবহান আল্লাহ। সময়গুলো কীভাবে চলে গেলো। আল্লহ'র ﷻ সন্তুষ্টি অর্জনের টুটাফাটা চেষ্টা হিসেবে মাওলায়ে কারীমের দয়ায় আপনাদের জন্য ফারযে আইন কাফেলাও এলো। আবার এখন দেখুন, ফারযে আইন ১ ও ২ এর সেই ছোট্ট 'বাচ্চাগুলো' এখন বড় হয়েছে। বাচ্চাগুলোকে 'খাঁচা' থেকে ছাড়ার সময় ও হয়ে গেছে। কখনো তাঁদের দেখে নি অথচ তাঁদের সংস্পর্শ হারাবো ভেবেই চোখে পানি এসে যাচ্ছে। এক ভীষণ অদ্ভুত মুহাব্বাত!

আল্লহ, আপনি সাক্ষী থাকুন। আল্লহ, আপনি সাক্ষী থাকুন। এ মুহাব্বাত কেবল আপনার ই জন্য। কেবল এবং কেবলমাত্র আপনার ই জন্য।

মুহাব্বাতে কুরআন

18 Oct, 00:43


তাঁরা মরে গিয়েও বেঁচে থাকছেন আর আমরা বেঁচে থেকেও ধুঁকে ধুঁকে মরে যাচ্ছি, কী আশ্চর্য !

.
আর আল্লাহর পথে যারা নিহত হয় তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত; কিন্তু তোমরা উপলব্ধি করতে পার না !

(আল-কুরআন)

মুহাব্বাতে কুরআন

16 Oct, 08:03


আমার মুসীবাতে তোমার পেরেশান হওয়া, এই ধূলার ধরণীতে আমার দেখা সুন্দরতম দৃশ্য।

মুহাব্বাতে কুরআন

16 Oct, 03:57


𝚁𝚎𝚖𝚒𝚗𝚍𝚎𝚛

ঠিক যখন ইদলিব, গাজা, সুদান, কাশ্মীরের শিশুটি বাবার লাশ পাওয়ার জন্য অপেক্ষা করছে হাসপাতালের সামনে ঠিক তখন আমরা ভাবছি আমার বাচ্চার জামার রং কোনটা ভালো হবে!

মুহাব্বাতে কুরআন

15 Oct, 14:12


এক আল্লহ'র বান্দি আমাদের দ্বায়িত্ব দিয়েছেন পিডিএফ দোনো আপনাদের কাছে পৌছানোর।

তিনি নিভৃতচারিনী। বরাবর ই তার ইখলাস আমাদের মুগ্ধ করে,বিস্মিত করে। আল্লাহ তাআলা উনাকে কবুল করে নিন। আমাদের ও ইখলাসপূর্ণ আমালের তাওফিক দিন। এই পিডিএফ গুলো থেকে আমাদের আগে উপকৃত করুন, ইলম সমূহকে মুফিদ সব আমলে পরিণত করুন। সাথে আমাদের অন্য বোনদের ও খুব করে উপকৃত করুন। আমিন।

.
১৪৪৬ এর রমাদ্বন সম্পর্কিত মুহাব্বাতে কুরআনের ১ম পোস্ট! আলহামদুলিল্লাহ। ছুম্মা আলহামদুলিল্লাহ। আল্লহুম্মা বাল্লিগনা রমাদ্বন। আল্লহুম্মা বাল্লিগনা রমাদ্বন।

মুহাব্বাতে কুরআন

15 Oct, 10:35


আমাদের একজন বোন, একজন শ/হী/দের সম্মানিত স্ত্রী অন্যের ব্যবহৃত কাপড়ের আশায় ঘরে ঘরে কড়া নেড়েছেন যেন তাঁর সন্তানদের 'ঈদের' দিন তা পরাতে পারেন। ভাবুন, কোনো নতুন কাপড় না ব্যবহৃত কাপড়! আর আমরা তো ঈদে পাঁচটা-দশটা নতুন কাপড় এমনিতেই কিনি! আল্লাহুম্মাগফিরলানা।

এভাবে জানা-অজানা কত ভাই-বোন দুঃখ কষ্টে দিনাতিপাত করছেন,লাঞ্চিত-অপমানিত হচ্ছেন আমার-আপনার জন্য,এই উম্মাহর জন্য,আল্লাহর ﷻ সন্তুষ্টি লাভের জন্য! কিন্তু আপনি-আমি কী করছি? কীভাবে তাঁদের প্রতিদান দিচ্ছি?
.

ভিডিওটি আমাদের জন্য একটি সতর্কবার্তা। উম্মাতে মুহাম্মাদির অংশ হিসেবে নিজেকে একবার ঝালাই করে নেওয়া যাক!

ইউটিউবে দেখতে:

https://youtu.be/davyDkgU42U

اللهم صل وسلم على نبينا محمد

মুহাব্বাতে কুরআন

15 Oct, 06:40


আমি আজ কী বলে তোমায় সান্ত্বনা দেবো, হে ফিলিস্তিন? কোন শব্দে তোমার মালিককে বোঝাবো: 'আমি ওই যালিমদের অন্তর্ভুক্ত নই!' ?

মুহাব্বাতে কুরআন

13 Oct, 10:10


আলহামদুলিল্লাহ। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা সকলে যারপরনাই আনন্দিত। ছুম্মা আলহামদুলিল্লাহ।

সবচেয়ে ভালো লাগছে যার জন্য এই পোস্ট, সেই বোনের কথা ভেবে। বেচারী নিশ্চয়ই আল্লহ'র ﷻ কাছে বারবার শুকরিয়া জানাচ্ছেন আর বলছেন, "আল্লহ! এই নিষ্ঠুরতম দুনিয়ায় আমার মতো তুচ্ছ বান্দীর পাশে দাঁড়ানোর মতো আপনার কিছু বান্দীকেও আপনি হাজির রেখেছেন! হে আমার রব্ব! আপনি কত ই না মহান!"

ভাবুন একবার! কেউ একজন আপনার প্রশংসা করছেন, আপনার রব্বের সামনে। এই লোভ সামলানো যায় বলুন? যায় সামলানো?

.
যারা এই লোভ সামলাতে পারছেন না বা পারবেন না, অংশগ্রহণ করে নিন চটজলদি। আর্থিকভাবে হোক বা এই পোস্টের দাওয়াত ছড়িয়ে হোক। আল্লহ চাইলে দ্রুত ই ফান্ড ক্লোজ হয়ে যাবে ইন শা আল্লহ। 'লোভীরা' আরও বেশি 'লোভী' হয়ে উঠুক! উহু! দুনিয়ার লোভ তো না, কেবল এবং কেবলমাত্র মাওলার ওই জান্নাতের লোভ!

মুহাব্বাতে কুরআন

10 Oct, 16:22


📌 Sadaka Project 📌
‼️ For a pregnant women ‼️

আমার পরিচিত অনেক বোন প্রেগ্নেন্সির জার্নিতে ছিল রিসেন্টলি। যাদের বেবি হয়েছে সবারই ছেলে বাবু হয়েছে, মা শা আল্লহ। কেউ কেউ সার্ভাইভ করছে এখনো। কেউ আবার জটিলতা ফেইস করে এখন ভালো অবস্থায় আছে। আবার, কেউর হয়ত মিস্কারিজ হয়ে অসুস্থতার মাঝে দিন পার করছেন।

পরিচিতদের মাঝেই একজন বোনের ডেলিভারি ডেট আগামী মাসে। অন্যদের মত তার জার্নিটাও ততটা স্মুদলি কাটছে না। বিয়ের পর প্রায় ৩.৫ বছরের অপেক্ষার পর এই মেহেমান বোনের গর্ভে যায়গা নিয়েছে। কিন্তু ফ্যামিলিকাল ও ফিনানশিয়াল সমস্যা গুলো যেন বাড়ছেই। সাথে আছে প্যারানরমাল ইশ্যু। বাড়ির পাশে সরকারি হাসপাতাল না পাওয়ায় স্বল্প খরচে ট্রিটমেন্ট এর ব্যবস্থাও করা সম্ভব হয়নি। স্বামীর কর্মক্ষেত্রে রয়েছে ঋণের চাপ। যে সময়টায় রেগুলার চেক আপের উপর থাকা লাগে সেই সময়টায়ও তার দৈনিক আনুসাঙ্গিক খরচের কথা ভেবে চেক আপ এর ডেট পেছানোর জরুরত পরছে। হাত খালি বা অন্যান্য নিডসের জন্য হয়ত টেস্ট বা জরুরি খাওয়াদাওয়া গুলো সে এফোর্ড করতে পারছেনা। সব মিলিয়ে একটা অনিশ্চয়তাপূর্ণ ও রিস্কি সিচুয়েশনে বোনটা দিন পার করেই যাচ্ছেন।

বাস্তবিকভাবে ভাবলে তার সকল জটিলতা দূর করা তো সম্ভব না। তবে, কিছুটা হলেও সহজ করতে হয়ত পারব। আমি চাচ্ছি, তাকে অন্তত ট্রিটমেন্টবাবদ যা খরচ তার স্বল্প কিছু দিয়ে হলেও সহায়তা করতে। যেহেতু আমার ইনকাম সোর্স খুব আহামরি নেই তাই বোনদের সহযোগিতা কাম্য। আমরা আমাদের এই বোনটার নিউলি মাদারহুড টা এবং আপ কামিং ভাগনি/ভাগনের জন্য একটু খানি সহজ করতে পারি তো তাইনা আপুরা?! রব্ব ﷻ সহজ করুন।

📍তার সংক্ষিপ্ত পরিচিতি :
আমি তাকে দীর্ঘ চার বছর ধরে চিনি। তার সাথে আমার অফলাইনে একবার মুলাকাত হয়েছে। তিনি আমাদের ইন্সটিটিউট এর খদিমাহ প্যানেলের একজন এক্টিভ খদিমাহ বোন। আশা করছি এর থেকে বেশি ডিটেইলস তথ্য জরুরত নেই।

টার্গেট : আনুমানিক ৩০ হাজার
➡️ বিকাশ নং : 01704031146
🔖 Reference : kid

[ নিজ স্থান থেকে আর্থিক সহযোগিতা করতে না পারলে অন্তত পোস্টটি শেয়ার করে সহযোগিতা করুন। যেন যারা পারবেন তাদের কাছে আবেদনটি পৌঁছে যায় দ্রুত। কপি পেস্ট না করার অনুরোধ থাকছে। ]

- আনিসা তাসনিম

মুহাব্বাতে কুরআন

10 Oct, 13:02


.......!!

মুহাব্বাতে কুরআন

08 Oct, 13:30


আল্লহ প্রদত্ত তাওফিক মোতাবেক পেশ করলাম একটি বিশেষ হাদিয়া:

https://t.me/MuhabbateQuran/1295

আল্লহ'র ﷻ ইচ্ছায় বুদ্ধিমানেরা লুফে নিক।

মুহাব্বাতে কুরআন

07 Oct, 18:07


ঝাঁ-চকচকে প্যারেন্টিং কোর্স আমাদের মুগ্ধ করে। অথচ আসল মুগ্ধতার সমুদ্রে ডুব দেওয়া যে আমাদের এখনো বাকি !

প্যারেন্টিং শিখতে, শ্রেষ্ঠ মা হতে, সন্তানকে উম্মাহ শ্রেষ্ঠ হিসেবে তৈরী করতে আল্লহ প্রদত্ত তাওফিক মোতাবেক পেশ করলাম হাদিয়াটুকু:

https://t.me/MuhabbateQuran/1295

আল্লহ'র ﷻ ইচ্ছায় বুদ্ধিমানেরা লুফে নিক।

মুহাব্বাতে কুরআন

07 Oct, 06:28


চোখ বুজলেই মাদীনা-ই চোখে ভাসে,
চোখ খুললেই চোখ ধরে আসে কেন?

#shayari_mq

মুহাব্বাতে কুরআন

06 Oct, 23:28


মনে হয় এখানকার বন্যার আহাজারি আমাদের কান পর্যন্ত পৌঁছছে না। বন্যায় আক্রান্ত মানুষদের পাশে দাঁড়ানো উচিত আমাদের।

মুহাব্বাতে কুরআন

06 Oct, 16:12


আমাদের বোনগুলো মা শা আল্লহ কী অসাধারণ কথা বলে, দেখেছেন আখওয়াতি!

https://t.me/MuhabbateQuran/1295

নিন৷ নিন। দাওয়াত ছড়িয়ে দিন, আমার প্রিয় নাবীজী ﷺ কে ভালোবেসে।

اللهم صل وسلم على نبينا محمد