Money University

@moneyuniversity69


Stay with Money University. I will teach you trading with my best. 💸

Money University

22 Oct, 19:07


Night session Accuracy 🤍

Money University

22 Oct, 15:03


ট্রেডিং এ প্রফিটেবল হতে গেলে যেসব  ধাপ আমাদের ফলো করতে হবে। 

১. ট্রেডিং এর বেসিক  শিখতে হবে। 
২. বেসিক কম্পলিট করেই Money Management & Risk Management এর ওপর ফোকাস করতে হবে। 
৩.এরপর প্রাইস একশন শিখতে হবে।
৪.সাপ্লাই এবং ডিমান্ড জোন  শিখতে হবে৷ 
৫.কান্ডেল সাইকোলজি বুঝতে হবে।
৬.কান্ডেল রিয়েকশন বুঝতে হবে।
৭. ধৈর্য  ধরতে হবে এবং লোভ থেকে বিরত থাকতে হবে। 
৮. এবং মার্কেটে সময় দিতে হবে। 

এই কয়েকটা ধাপ ফলো করলেই বাইনারি ট্রেডিং এ সাক্সেসফুল হওয়া সম্ভব! 

মনে রাখবেন,  আমি কেন বেসিক কম্পলিট করার পরেই মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট শিখতে বললাম।  এর পিছনে অনেক কারণ আছে। প্রফিটেবল হওয়ার জন্য মানি ম্যানেজমেন্টের কোনো বিকল্প নেই। বাইনারী ট্রেডিং এর জন্য   নলেজ ২০%,  এক্সপেরিয়েন্স ২০%,  ধৈর্য ১০% এবং ৫০% মানি ম্যানেজমেন্ট ! প্রফিটেবল হওয়ার জন্য এগুলাই যথেষ্ট!  

ট্রেডিং এ ভাগ্য বলে কিছু নেই,  যত সময় দিবেন ততই সবার থেকে এগিয়ে থাকবেন । 

ধন্যবাদ ❤️‍🩹

@Nayem_MU

Money University

22 Oct, 12:09


যারা অনেক লসে আছেন বা ছোটো এমাউন্টকে গ্রো করতে পারছেননা তারা এই সিরিজটা দেখুন৷

ভিডিও লিংক : https://youtu.be/Jt_gdCqJf4Y?si=y6gHOSkmHrnNjFJm

@Nayem_MU

Money University

22 Oct, 09:40


দুপুরের সেসন

Money University

22 Oct, 09:30


এই সমাজ আপনাকে খাওয়াবে না! 
এই  সমাজ আপনাকে চলাবে না৷ 
এই সমাজ আপনাকে পড়াশোনা করাবে না৷ 
এই সমাজ আপনার দুঃখে পাশে থাকবে না৷ 

এই সমাজ শুধু পারবে  আপনার সমালোচনা করতে,  পারবে আপনাকে  উপর থেকে নিচে নামাইতে৷   এই সমাজ বলবে তুমি পারবে না। "মানুষে কি বলবে" এই একটা কথার জন্য  আমরা আমাদের লাইফের অনেক কাজই করি না৷   
আমরা অনেক প্ল্যান বা  কাজ করার  চিন্তা করি,  কিন্তু এর মধ্যে অনেক কাজ ই করা  হয়না৷  এভাবে কত স্বপ্ন স্বপ্নই রয়ে গেল ,  কত কাজ  চিন্তাভাবনাতেই থেকে গেলো৷   তাই বেশি চিন্তা না করে একশন নেন তারপর যদি ব্যর্থ হন তাহলে কোনো অনুশোচনা হবে না৷  তবে যদি কাজ না করে  চিন্তাভাবনা করতে করতেই সময় পার করে দেন তাহলে এর কোনো মানেই হয় না৷

আমি আমার লাইফের সবচেয়ে বড়  একটা সিধান্ত    নিয়েছি৷   মানূষের কথা ভাবা ছেড়ে দিয়েছি। যদি সফল হই তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো৷  

সারমর্ম:  কে কি করতেছে দেখার সময় নাই৷  নিজে কি করতেছি এটা হলো কথা৷  গতকালের চেয়ে আজকে আমার  উন্নতি হয়েছে কি না এটা হলো কথা৷  মানুষ কি ভাববে তাতে আমার বাল ও ছেড়া যায় না৷ আমি তো আমার স্বপ্নের পিছনেই ছুটবো ৷  একমাত্র আল্লাহ ছাড়া আমাকে আটকানোর মতো কেউ নাই !   কারণ আমি হাড়তে শিখি নি।  আমি হয় ব্যর্থ হবো নতুবা  নতুন কিছু  শিখবো  ।  মানুষ এতে কি বলবে, তাতে আমার কিছুই  বা* ছেড়া গেল!  



দু:খিত গায়েস সারমর্মটা নিজের ভাষায় লিখলাম৷  
@Nayem_MU

Money University

21 Oct, 14:53


Opps Sorry ‼️
Xadikul Bruh 👑🤝


আর একটা কথা, ১. ৫ বছর আগে সাদিকুল ভাইয়া ও কিন্তু একাউন্ট হান্ডেলিং করতো । ৫০ ডলার দিয়ে। প্রফিটের ৫০% শেয়ার করতো। আর লস গেলে সুন্দর করে ব্লক৷


হেহে 🙏 মাফ কইরেন সাদিকুল ভাই মুখ দিয়ে বের হয়ে গেছে। আর এই বাইঞ্চু*** রে নিয়ে এত সুন্দর ভিডিও বানানোর জন্য ধন্যবাদ ! 🤝

Money University

21 Oct, 13:11


Video link: https://youtu.be/Ey9qtzkWNV0?si=8rp0L4wxczOr3PIR

Money University

21 Oct, 09:42


সবশেষে প্রফিটে ব্যাক করেছি৷ যারা প্রোপার রুল'স ফলো করেছেন তারা অবশ্যই প্রফিটে এসেছেন৷

1st Trade Sureshot
2nd Trade loss ‼️(MTG)
3rd Trade Sureshot

আলহামদুলিল্লাহ টানা ৬ দিন ব্যাক টু ব্যাক প্রফিটে৷ ❤️‍🩹

Money University

21 Oct, 09:42


Back to our accuracy , Sureshot

Money University

21 Oct, 09:42


EUR CHF     OTC

Candle Time : 1 Min 📊
Trade Time : 1 Min  📈

Money University

21 Oct, 09:42


Guys last one

Money University

21 Oct, 09:42


Ei candle amader prediction onujaye down ey silo last sec a Change hoise. Ami bujhe gesilam ekhane trap korte pare. But tarpor o down ey emtry nissilam. Dekhen ei trap korar fole market level o respect kore ni. Bad luck guys.

Money University

21 Oct, 09:42


Last 1 sec a maraaa. Bencho** otc

Money University

21 Oct, 09:42


Next 2 min er moddhe market down a asbe

Money University

21 Oct, 09:42


Down a entry nibo but wait for Error.

Money University

21 Oct, 09:42


USD ARS    OTC

Candle Time : 1 Min 📊
Trade Time : 1 Min  📈